একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স

in hive-129948 •  2 years ago 


আজকে দুপুরবেলা থেকেই মনটা বেশ খারাপ হয়ে ছিল । আমাদের কমিউনিটি'র সম্মানিত এবং সকলের প্রিয় মডারেটর তানজিরা ম্যাডাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । ওনার বোনেরা যাঁরা আমাদের কমিউনিটির ভেরিফাইড মেম্বার, ওনারা বিষয়টি নিশ্চিত করেন ।

তানজিরা ম্যাডামের বোনেদের বক্তব্য অনুযায়ী আজ ভারতীয় সময় দুপুর একটা নাগাদ হঠাৎই তানজিরা ম্যাডাম বাথরুমে সেন্সলেস হয়ে পড়েন । সৌভাগ্যবশতঃ বাথরুমের ডোর লকড ছিল না । ওনার মেয়েরা খুব দ্রুতই ওনাকে বাথরুমের ফ্লোরে সেন্সলেস অবস্থায় খুঁজে পেয়ে সঙ্গে সঙ্গে পরিচিত সবাইকে মোবাইলে কল করে জানিয়ে দেয় ।

ম্যাডামের স্বামী দূৰ্ভাগ্যক্রমে এই সময়টাতে বাংলাদেশে অবস্থান করছেন । সো, একটা অসহায়ত্বের পরিবেশ সৃষ্টি হয় । যদিও, ওনার ভাসুরের বাড়ি খুব নিকটে হওয়াতে খুব দ্রুতই লন্ডনের একটি হসপিটালে ওনাকে জরুরি ভিত্তিতে ভর্তি করানো সম্ভবপর হয় ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওনার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং উনি বাড়ি ফিরে এসেছেন । হসপিটালে ওনার অনেকগুলো টেস্ট করা হয় এবং প্রায় সব রিপোর্ট নরমাল পাওয়া গিয়েছে । তীব্র পেটে ব্যাথা এবং লো ব্লাড সুগারের কারণে উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন - এটাই ডক্টররা নিশ্চিত করেছেন । একটা অপারেশন এর দরকার আছে, তবে সেটি এই মুহূর্তে না করলেও চলবে । হসপিটাল থেকে অপারেশন এর ডেট পরে জানিয়ে দেওয়া হবে ।

যাই হোক, এখন অনেকটাই চিন্তামুক্ত ওনার ফ্যামিলি । সেই সাথে "আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন প্যানেল সহ আমরা সবাই বেশ কিছুটা স্বস্তিবোধ করছি । ঈশ্বরের কাছে প্রার্থনা করছি খুব শীঘ্রই উনি যেনো সম্পূর্ণ সুস্থ হয়ে যান ।

এখন আসি গতকালের আমার একটি অদ্ভুত এবং অস্বস্তিকর অভিজ্ঞতা নিয়ে । আমি কালকের পোস্টেই উল্লেখ করেছি যে গতকাল আমরা টিনটিনের বায়নার জন্য রেস্টুরেন্টে খেতে যেতে বাধ্য হয়েছিলাম শপিং টপিং মুলতুবি রেখে । তো, রেস্টুরেন্টটা ছিল "বারবিকিউ নেশন্স" । এটি একটি ব্যুফে রেস্তোরাঁ । প্রথম দিকে স্টার্টার আইটেম হিসেবে হরেক রকম বারবিকিউ, কাবাব - টাবাব এসব দেয় । আনলিমিটেড ।

এরপরে এসবের পাট চুকলে আর টেবিলে খাবার দেয় না । নিজেরাই উঠে গিয়ে সারি সারি খাবারের পাত্র থেকে ইচ্ছেমতো নিয়ে নিতে হয় । ব্যুফেতে যেটা দস্তুর । তো, আমাদের স্টার্টার আইটেম খাওয়া শেষ হলে এবার আমি একটা খবর প্লেট নিয়ে কিছু স্যালাড আর ফিশ আনতে গেলাম । সঙ্গে সঙ্গে টিনটিনও বায়না ধরলো যে আমার সাথে যাবে ।

তাই, ওকেও সাথে নিলাম । প্রকান্ড একটা হলঘরে অনেকগুলো সার সার খাবারের পাত্র সাজানো । আমি এক হাতে টিনটিনের হাত ধরে আরেক হাতে খাবারের প্লেট নিয়ে একটার পর একটার ঢাকনি তুলছি আর দেখছি কি খাবার আছে পাত্রে । ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এসব রেখে আমি সাদা ভাত নিলাম কিছু ।

প্রত্যেকটা খাবারের পাত্রের সামনে গিয়ে আমি টিনটিনের হাত ছেড়ে দিয়ে ঢাকনি তুলে চেক করছি খাবার । এরপরে আবার ঢাকনি নামিয়ে ফের টিনটিনের হাত ধরে পরের পাত্রের সামনে গিয়ে দাঁড়াচ্ছি । আট দশবার এরকম করার পরে আমি টিনটিনের হাত ধরা আর ছাড়ার সময় ওর দিকে তাকাচ্ছি না আর । কারণ, খুবই বাধ্য ছেলের মতো আমি যতক্ষণ খাবার চেক করছি ও ততক্ষন আমার বাঁ পাশেই দাঁড়িয়ে থাকছে ।

এই ভাবে কিছুক্ষণ কাটার পর আমি রাশিয়ান স্যালাড এর একটি পাত্র থেকে বেশ কিছুটা স্যালাড তুলে নিয়ে পাশের দিকে না তাকিয়েই টিনটিনের হাত ধরে দিলাম একটা টান । ও মা ! টিনটিনের ছোট্ট হাতের বদলে এ যে বেশ মোটা নরম একটা হাত । সঙ্গে সঙ্গে বাঁ পাশে ঘুরে তাকাতেই আমার হৃৎ কম্প ।

এ কী দেখছি !!! একটি ফর্সা মোটা গোলগাল মেয়ে অবাক বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে । আমার বাঁ হাতের মুঠিতে তার ডান হাত ধরা । বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠে ছেড়ে দিলাম তার হাতখানা । সরি বললাম দুজনেই এক সাথে । মেয়েটির চাইতে আমিই বেশি লজ্জা পেয়েছিলাম । ঘুরে তাকিয়ে দেখি ডান পাশে টিনটিন অবাক বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে ।

তনুজার হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিলো ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৭ম দিন (300 TRX daily for 7 consecutive days :: DAY 07)


trx logo.png



সময়সীমা : ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৬৩ : ৩০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 162e1649f6c71af97a529535779f63739b468bb55cf37d0c382b2adc18c9bf33

টাস্ক ৬৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

RME, Thank You for sharing Your insights...

god bless you

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

কপাল ভালো যে দরজা লক করা ছিল না। তানাহলে আরেক বিপত্তি বেধে যেত। শুনে ভালো লাগলো যে অনেকটা ভালো আছেন এখন আপু। ঈশ্বরের কাছে তার দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।

আর দাদা আপনার কান্ড পড়ে তো হাসতে হাসতে আমি শেষ 😅😅। আমি শুধু ভাবছি ঐ সময় আপনার চোখ মুখের এক্সপ্রেশন কেমন হয়েছিল 🤔। তো দাদা মেয়েটি কি বিবাহিত ছিল নাকি অবিবাহিত? 😊

শুরুতেই তানজিরা ম্যাডামের অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগছে, ঈশ্বর সহায় ছিল বলেই বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। ওনার হাসবেন্ড না থাকার কারনে বেশ অসুবিধার মধ্যে পড়েছিলেন বাচ্চা গুলো একে বাবা কাছে নেই তার উপরে মা অসুস্থ সবমিলিয়ে বাচ্চাদের খুব খারাপ সময় কেটেছে। ঈশ্বরের অশেষ কৃপায় তানজিরা ম্যাডাম এখন সুস্থ আছে জেনে খুবই স্বস্তিবোধ ফিরে পেলাম।ম্যাডামের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শপিং মুলতবি রেখে বারবিকিউ নেশন্স এ ব্যুফে তে গিয়ে টিনটিন সোনার হাত ছেড়ে দিয়ে আট দশবার ধরে খাবার সংগ্রহ করাটা বেশ ভালো ভাবেই সামলিয়ে নিয়েছেন দাদা টিনটিন সোনা বাধ্য ছেলের মতো পাশে দাঁড়িয়ে ছিল বলেই এটা সম্ভব হয়েছিল। সবচেয়ে বেশি মজার ছিল ফর্সা গোলগাল মেয়ের হাত ধরাটা,দাদা আপনার সাথে সাথে টিনটিন সোনাও অবাক হয়েছে যে বাবা আবার কার হাতে ধরে আছে। হা হা হা হা হাহাহা।

হিহিহি, দাদা অনেক হাসি পেল আমার 😆।প্রথমে আপুর খবরে খারাপ লাগা ছিল। দুপুরে পোস্ট দেখেই খারাপ লাগছিল। যাক আলহামদুলিল্লাহ আপু ভাল আছে। কিন্তু আপনি কি করলেন? 😆😆😆😆অনেক ধন্যবাদ দাদা। ভাল লাগলো খুব।

তনুজার হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিলো ।

বিশ্বাস করুন দাদা ,এই মাঝরাতে আমি নিজেও হাসতে হাসতে অবস্থা খারাপ ।🤣🤣🤣🤣এমন একটা সিচুয়েশনে আপনি পড়ে গেলেন মা ছেলে দুজনেই অবাক হয়ে গেল ।আমি তো ভাবলাম কি না কি হয়েছে।ছেলেকে ছেড়ে অন্য একজনকে ধরে ফেললেন তাও আবার এক সুন্দরী🤔🤣 এই জিনিসটা যেন আমার চোখের সামনে ভাসছে আর আমি দেখেই হাসছি। সত্যি দাদা মজা পেলাম ।

তবে আমাদের প্রিয় তানজিরা আপু হঠাৎ এমন অসুস্থ হয়ে গিয়েছে শুনে খুবই খারাপ লাগছে। তবে এখন তিনি যেমনি থাকুক না কেন তার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

তানজিরা ম্যামের কথাটি প্রথমে কমিউনিটিতে শুনে বেশ খারাপ লেগেছিল, তবে সন্ধ্যা বেলায় যখন বার্তা পাঠালেন যে আর দুশ্চিন্তার কোন কারণ নেই তখন বেশ ভালো লেগেছিল। তবে দাদা এই ভাবে হঠাৎই অন্য কারো হাত ধরলে আসলেই ব্যাপারটা একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি করে ।

প্রথমেই তানজিরা ম্যাডাম এর জন্য দ্রুত রোগ মুক্তি কামনা সহ দীর্ঘায়ু কামনা করছি। কে কখন অসুস্থ হবেন বলা মুশকিল। তবে বর্তমানে উনি সুস্থ রয়েছেন, আশংকা মুক্ত হয়েছেন, জেনে খুবই ভালো লাগলো।
সাথে দাদা আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনে হাসিতে মুছড়ে পরলাম-----হাহাহা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপু এখন সুস্থ আছে এই জন্য সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া।সারাদিন যে কিসের ভিতর দিয়ে গেল তা এক আল্লাহই জানেন।সারাদিনের এত দুশ্চিন্তার পরে আপনার এই লেখাটা পরে বৌদির মতো আমারও হাসতে হাসতে অবস্থা শেষ ।আর ওই মুহূর্তে আপনার চেহারার কথা চিন্তা করছি কেমন হয়েছিল দাদা ?ইস বৌদি যদি একটা ছবি তুলে রাখতো ভালোই হতো।

দাদা তানজিরা ম্যাডাম সুস্হ হয়ে বাসায় চলে এলেন শুনে অনেক ভাল লাগলো।

আরও ভাল লেগেছে এত রাতে এত মজার একটি এক্সপেরিয়েন্সের ঘটনা শেয়ার করার জন্য।দাদা হসতে হাসতে পেট ব্যথা!!! 🤣🤣🤣।শেষ মেষ টিনটিন বাবুর উচিলায় একটা নতুন এক্সপেরিয়েন্সের সম্মুখীন হলেন!!!আপনার জন্য শুভ কামনা রইলো।

ম্যামের অসুস্থতার খবরে মন অনেক খারাপ হয়ে গিয়েছিল।এখন উনি আগের থেকে সুস্থ জেনে অনেক স্বস্তি পেলাম।প্রার্থনা করি উনি জলদি সুস্থ হয়ে উঠবেন।যেটুকু খারাপ লাগা ছিল সেটাও আপনার পোস্ট পড়ে দূর হয়ে গেল।অনেক হাসলাম। যদিও আপনার জন্য একটু অস্বস্তিকর ছিল।

তানজিরা ম্যাডামের অসুস্থতার খবর শুনে সত্যি খুব খারাপ লেগেছিল দাদা। কিন্তু এখন তিনি বিপদমুক্ত আছেন জেনে খুব ভালো লাগছে। তবে সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি তানজিরা ম্যাডাম যাতে খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আপনার এই ঘটনাটা পড়ে বৌদির মত আমিও হাসতে হাসতে শেষ। সত্যি দাদা এরকম অবস্থায় পড়লেন টিনটিনের হাত ধরার বদলে সুন্দরী একটি মেয়ের হাত ধরে ফেললেন। আসলেই দাদা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স হল আপনার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

তানজিরা আপুর অসুস্থতার নিউজটা শুনে খারাপ লাগলো দাদা। হঠাৎ করেই তানজিরা আপু এতো অসুস্থ হয়ে গেল। বাথরুমের দরজা লক করা ছিল না বলে উনার মেয়ে দুজন নোটিশ করতে পারলো যে বাথরুমের ফ্লোরে পড়ে আছে। যাক, এখন কিছুটা সুস্থ্য আছে যেন ভালো লাগছে। দোয়া করি যেন আপু তাড়াতাড়ি সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
খাবারের দিকে খেয়াল দিতে গিয়ে দাদা কোন মেয়ের হাত ধরে ফেলছেন দেখছি 😁। ভাগ্যিস মেয়েটি কিছু বলেনি 🤭। টিনটিনও অবাক বিস্ময়ে তাকিয়ে ছিল

এ কেমন পোস্ট একবার মণ খারাপ হয় তো একবার হাসতে হাসতে পেট ব্যাথা হয়।তবে যাইহোক তানজিরা আপু এখন সুস্থ আছে যেনো অনেকটা স্বস্তি পেলাম।ওনার জন দোয়া রইলো।

তানজিরা আপুর সুস্থতা কামনা করছি, আশা করি খুব তাড়াতাড়ি আগের মত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
আমি তো পড়েই হাসতে হাসতে শেষ,সিনেমা হলে তো এতক্ষনে কত কিছুই হয়ে যেত, মেয়ের নম্বর সহ ঠিকানাও জানা হয়ে যেত😉😉।ভালো ছিলো 😄😄।ধন্যবাদ

তানজিরা ম্যাডাম এখন একটু সুস্থ আছে শুনে স্বস্তির আশ্বাস পাওয়া গেল। কি একটা অপারেশনের দরকার আছে সেটি কমপ্লিট করে সম্পূর্ণরূপে তিনি সুস্থ হয়ে উঠুক সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা রইলো।

দাদা রাশিয়ান স্যালাড তোমার ফেভারিট হওয়ার কারণে সেই স্যালাড নেওয়ার সময় ধ্যান-জ্ঞান স্যালাডের মধ্যেই চলে গেছিল এই জন্য টিনটিন বাবুর হাত ধরতে গিয়ে অন্য এক ফর্সা মোটা গোলগাল মেয়ের হাত ধরে নিয়েছিলে। এরকম ঘটনায় বৌদি না হেসে কি করে থাকতে পারতো। ঘটনাটি পড়া শেষে আমিও দু মিনিট হেসে নিলাম। 🤣🤣

Thank You for sharing...

আমাদের সম্মানিত মডারেটর তানজিরা ম্যাডামের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর শুনে খুবই খারাপ লাগছে। তবে এটুকু স্বস্তি যে উনি এখন ঠিক আছেন। উনার অবদান আমার বাংলা ব্লগে অনেক। আপনার আর টিনটিনের ঘটনাটা পড়ে হাসতে হাসতে অবস্থা খারাপ। দাদা মাঝে মাঝে অপরিচিত নরম হাতের স্পর্শ পেলে বেপারটা মন্দ না। তবে টিনটিন হয়ত বেপারটা অন্য দৃষ্টিতে নিয়েছে। তনুজা দিদি অনেক ভাল, কিছু মনে করেনি। না হলে অনেক মেয়েই ভাবত ইচ্ছে করে হাত ধরেছে। ধন্যবাদ দাদা।

আমাদের এ.বি.বি পরিবারের কেউ অসুস্থ হলে আমাদের মন খারাপ হওয়ারই কথা। কিন্তু পরে ভালো নিউজ পেয়ে ভাল লাগছিল।

আপনার শেষের অংশ পড়ে আমি হাসতে হাসতে শেষ। এই দৃশ্যের যদি একটা ভিডিও ক্লিপ থাকতো আমি নিশ্চিত ভাইরাল হয়ে যেত। 🤣

প্রথমে তানজিরা ম্যাডামের অসুস্থতার খবর শুনে ভীষণ খারাপ লেগেছিল। যাক আপনার কাছে ভালো খবর শুনে শান্তি পেলাম।

দাদা পরের ঘটনা শুনে বেশ হাসলাম কতক্ষন 😄
আপনি বেশ লজ্জা পেলেও বৌদি কিন্তু বেশ হেসেছে বোঝাই যাচ্ছে 😄

সর্বপ্রথম তানজিরা আপুর সুস্থতা কামনা করি এবং পুরো গল্পটি পড়ে হাসতে হাসতে অবস্থা খারাপ। এক দিক থেকে পড়তেছি আবার অন্য দিক থেকে নিজের মাথায় ভিডিও আকারে মনে হয় অনুভব করতে পারছি কি গড়তেছে আপনাদের সেখানে। অনেক মজা পেলাম ধন্যবাদ দাদা।

আমি কালকে আমার হাসবেন্ড এর ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম গেট টুগেদারে। কিন্তু দুপুরে আপুর খবরটি শোনার পর থেকে না পারছিলাম সেখানে থাকতে, না পারছিলাম চলে আসতে। কারণ ঢাকার বাইরে গিয়েছিলাম। কিরকম সময় যে পার করেছি তা শুধুমাত্র আমিই জানি। যাইহোক আপু এখন সুস্থ তার জন্য আল্লাহর হাজার শুকরিয়া। অনেক বড় বিপদ হতে হতে বেঁচে গিয়েছে।
আপুর খবরটি পড়তে পড়তে শেষে যখন আপনার কান্ডটি পড়লাম তখন এমন হাসি পেলো যে বলে বোঝানো যাবে না। ভাগ্যিস মেয়েটির হাত ধরে টান দিয়ে নিয়ে যাননি।

Thank You for sharing Your insights...

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

বড়ো বিপদ কেটে গেলো। আশা করছি তানজিরা দি খুব তাড়াতড়িই সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মতো ফিরে আসবেন।

স্যালাড নেওয়ার তালে বারবিকিউ নেশনসে বিশাল ঘটনা ঘটে গেলো যে। খিক খিক। কয়েক সেকন্ডের জন্য টিনটিন এক ধাক্কায় অনেকটা বড়ো হয়ে গেছিলো 🤪।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



তীব্র পেটে ব্যাথা এবং লো ব্লাড সুগারের কারণে অনেক ক্ষেত্রেই এরকম সেন্সলেস অবস্থায় অনেক মানুষকে পড়তে হয়। কিন্তু তৎক্ষণাৎ দেখার কারণে হয়তো তিনি এবারে যাত্রায় সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন।টিনটিনের ছোট্ট হাত মনে করে গোলগাল ফর্সা মেয়ের মোটা হাত ধরার বিষয়টি জানতে পেরে দাদা আমিও কেমন যেন চমকে উঠলাম। তবে এটা নিঃসন্দেহে এক প্রকার হাসির একটা ঘটনাই ঘটে গেছে।

Thank You for sharing...

হা হা হা বিষয়টি আসলেই হাস‍্যকর ছিল দাদা। ভাগ‍্যিস হাত ধরে কিছুদূর টেনে নিয়ে যান নাই মেয়েটাকে হি হি।। তানজিরা আপুর ঘটনাটা শুনে খারাপ লাগছিল। যাইহোক এখন উনি সুস্থ‍্য শুনে বেশ ভালো লাগছে।।

Thank You for sharing...

big $358 how i earn

তানজিরা আপুর জন্য প্রথমে দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কখন কার বিপদ আসে সেটা বলা যায় না প্রত্যেকটা মানুষ কোন না কোন সময় অসুস্থ হয়ে পড়েন আবার সুস্থ হয়ে ওঠে এটাই মানুষের জীবন। যাইহোক, দাদা টিনটিন বাবুকে নিয়ে রেস্তোরাঁ য় কাটানো মুহূর্তের গল্প প্রথম থেকে পড়া শুরু করলাম কিন্তু শেষ মুহূর্তের গল্পটি পড়ে অনেক হাসি পেয়েছে। টিনটিন বাবুর সাথে মজা করতে গিয়ে অন্য এক ম্যাডামের হাত ধরে ফেলেছেন সত্যি অনেক হাসি পেল।

Thank You for sharing...

শুরুতেই আমাদের সকলের প্রিয় তানজিরা আপুর জন্য প্রাণভরে দোয়া করি আপু যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।।তবে আপনার শেষের গল্প পড়ে আমিও প্রায় আশ্চর্য হয়ে গেলাম।কেন যেন মনে হল বৈদ্যুতিক শট খেলাম।টিনটিন বাবুরহাট ভেবে আপনি একটি মেয়ের হাত ধরেছেন।ভাবছি সেই রোমান্টিক দৃশ্যের কথা। যাইহোক পরিশেষে তনুজা দিয়ে খিলখিল করে হেসে বিষয়টিকে একদম নরমাল বানিয়ে দিয়েছে।শুভ কামনা সকলের জন্য প্রিয় দাদা♥।

Thank You for sharing Your insights...

প্রথমত গতকাল দুপুরে তানজিরা ম্যাডাম খবর শুনে কস্ট পেয়েছিলাম। এখন ওনি আগে থেকে একটু সুস্থ জেনে ভাল লাগল। দাদা আপনার লাস্ট কান্ডটা পড়ে অনেক হাসি পাইছে। অনেক সময় বেখেয়ালি ভাবে এই রকম হয়ে যায়।প্রায় সবার হয়ে থাকে।

Thank You for sharing...

দাদা আজকের পোষ্টের শুরুটা সত্যি বেশ চিন্তায় ফেলে দিয়েছিলো আমাদের সবাইকে, তবে সুস্থ্যতার খবর সবাইকে বেশ চিন্তামুক্ত করে। কিন্তু পোষ্টের শেষের অংশ পড়ে আমি হাসতে হাসতে শেষ, আহ যদি ভদ্র মহিলার ফটো দেখতে পারতাম তাহলে বেশ হলো হি হি হি। ফর্সা, গোলগাল, আর কিছুর বণর্ণা পেলাম না কেন?

এখানে দুটো বিষয়ের খুব সুন্দর সংমিশ্রণ ঘটেছে। প্রথমটা তো বেশ দুঃখজনক ব্যাপার। এবং দ্বিতীয় ব্যাপারটা এতটাই মজার ছিল যে, হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম।

তানজিরা আপুর সব রিপোর্ট যেহেতু মোটামুটি নরমাল তাহলে তো ভয়ের কোন ব্যাপার নেই আর। তবে আমি চিন্তা করছি বাথরুম বন্ধ থাকলে কিনা বিপত্তি হত। হয়তো খারাপ কিছু ঘটে যেতে পারত। তবে সৃষ্টিকর্তার ইচ্ছাই হয়ত সে বিপদ টা আর হয়নি।

এইবার আসি তোমার কথায় দাদা। এমন ঘটনা তো বিরল না, মাঝেমধ্যে অনেকের সাথেই এমন ঘটনা ঘটে। তবে তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা কিন্তু বেশ আশ্চর্যজনক। আমাদের বৌদি তো অনেক লক্ষ্মী তাই ব্যাপারটাকে নিতান্তই হেসে উড়িয়ে দিয়েছিল। অন্য কোন মেয়ে মানুষ হলে তো কেলেঙ্কারির বেঁধে যেত। হা হা হা....

Thank You for sharing Your insights...

দাদা হাসতে হাসতে পেট ব্যথা করছে।মেয়ের মাথা গরম হলে নির্ঘাত একটা উদ্দম মধ্যম খেয়ে যেতে পারতেন কিন্তু।😜
তানজিরা আপুর সাথে রাতে কথা বললাম,খুব খারাপ লেগেছিলো শুনে।

Thank You for sharing...

দাদা আপনার অ্যানাউন্সমেন্ট দেখে তানজিরা আপুর অসুস্থতার ব্যাপারে জানতে পেরেছিলাম। শুনে খুব খারাপ লেগেছিলো। আসলে পরিবারের কেউ খারাপ থাকলে এমনিতেই মনটা খারাপ হতে যায়। এখন আপু সুস্থ আছে জেনে ভালো লাগলো।
বৌদির হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়াটাই স্বাভাবিক। ঘটনাটি পড়ে আমার নিজেরও হাসতে হাসতে অবস্থা খারাপ। তবে বলতে পড়ি মেয়েটি ভালো মনের ছিল সে বুঝতে পেরেছিল ঘটনাটি। অন্য কেউ হলে হয়ত একটু কথা শোনাতে যেটা সাধারণত মেয়েরা করে। যাইহোক টিনটিন বাবুর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকার দৃশ্যটি কল্পনা করছি !!! হা হা হা।

Thank You for sharing Your insights...

সঙ্গে সঙ্গে বাঁ পাশে ঘুরে তাকাতেই আমার হৃৎ কম্প ।

আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম দাদা আমি ভেবেছিলাম ভৌতিক কিছু। গোল গাল মেয়েটার একটা ছবি তুলে নিতেন একটু দেখতাম 😊।
যাইহোক সর্বশেষ তানজিরা আপুর সুস্থতা কামনা করছি।

Thank You for sharing...

ও মা ! টিনটিনের ছোট্ট হাতের বদলে এ যে বেশ মোটা নরম একটা হাত । সঙ্গে সঙ্গে বাঁ পাশে ঘুরে তাকাতেই আমার হৃৎ কম্প

তানজিরার অসুস্থতার কথা জেনে সত্যিই খারাপ লেগেছে। তবে তিনি এখন সুস্থ আছেন জেনে ভালো লাগলো। তবে দাদা আপনি আজকে সত্যিই ভিন্ন রকমের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সত্যি ব্যাপারটি একেবারে হাস্যকর ছিল। লিখা গুলো পড়ে অনেক হাসি পাচ্ছিল।

Thank You for sharing...

হাহাহা দাদা এটা কি হলো ,দারুন একটা হাসির কাহিনী ঘটে গেলো। টিনটিন এই অবস্থা দেখে পুৱাই হতবাগ হাহাহা আমি হাসতে হাসতে শেষ আর বৌদি যে কি মজা পেলো । তবে দারুন একটা বিষয় ছিল।

Thank You for sharing...

দাদা আপনার আজকের পোস্ট একটু সাসপেন্স ছিল। প্রথমে তানজিরা কথাটা শুনে ভীষণ খারাপ লাগলো। তারমধ্যে আবার ওনার হাসবেন্ড ও বাংলাদেশে। কিন্তু এখন ভালো আছে জেনে ভালো লাগলো। কিন্তু পোষ্টের শেষেরটা পরে একদম হাসি পেল। বিশেষ করে এটা দেখে তনুজা বৌদি ও হাসলো এটা শুনে আরও বেশি মজা পেলাম।

Thank You for sharing...

গতকালকে আমাদের সম্মানিত মর্ডারেটর তানজিলা ম্যাডামের কথা শুনে মনটা খুব খারাপ ছিল এবং কি হলো এবং কিভাবে?সর্বশেষ উনার কি অবস্থা তা জানার জন্য মনটা ছটফট করছিল অবশেষে দাদা আপনার পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারলাম এবং তিনি সুস্থ আছে জেনে খুবই ভালো লাগলো। কিন্তু দাদা রাশিয়ান স্যালাড নেওয়ার সময় যে কান্ডটা হয়েছে শোনার পর আমার হাসি যেন থামছেই না।টিনটিন ও অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলো বাবা কার হাত ধরে আছে। আর এসব শুনে বৌদি কি আর না হেসে পারে।যদিও বিষয়টি অস্বস্তিকর ছিল কিন্তু প্রচন্ড হাসির ও বটে।

Thank You for sharing Your insights...

সত্যি দাদা কালকের দিনটা খুব খারাপ কেটেছে আমাদের জন্য ।অবশেষে যে আপু সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছে তাতেই স্বস্তি পেয়েছি। তবে আপনার রেস্টুরেন্টের কাহিনীটা পড়ে হাসতে হাসতে শেষ। ওই মুহূর্তে আপনার চেহারাটা দেখতে খুব ইচ্ছে করছে। দারুন একটা দৃশ্য হয়েছিল। সত্যিই ঘটনাটি খুবই মজার ছিল।

Thank You for sharing...

আগে তেতো পরে মিঠে আপনার লেখায় তারই ছোয়া পেলাম। তানজিরা আপু সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনাই করি । তবে টিন টিন এর হাতের পরিবর্তে হা হা হা না হেসে আর পারলাম না। আমি কিন্তু প্রথমে চিন্তায় পড়েছিলাম যে টিন টিন আবার কোন দিকে দৌড় দিলো। যাই হোক শান্ত ছেলের মত দাড়িয়ে মজা নিয়েছে এবং ও যখন বড় হবে একথা মনে থাকলে মাঝে মাঝে এ কথা বলে সবাইকে হাসাবে। বৌদির কেন যে কারো পেট ব্যাথা হয়ে যাবে হাসতে হাসতে যদি কারো সামনে এমন ঘটনা ঘটে। যাক বড়জোর বেচে গেছেন ।

Thank You for sharing Your insights...

  ·  2 years ago (edited)

সত্যিই আপনার মহানুভবতার কোন তুলনা হয়না, কমিউনিটি সহ ডিসকর্ডের সকল জায়গায় যেভাবে আমার জন্য আপনার উৎকণ্ঠা দেখিয়েছেন তা সত্যিই কখনো ভুলার নয়। “আমার বাংলা কমিউনিটির” একজন সদস্য হতে পেরে নিজেকে সত্যিই অনেক ভাগ্যবতী মনে করি।অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

ও হ্যাঁ আরেকটি কথা ।আবার কখনো কোথাও গেলে বৌদিরকে বলবেন আপনার হাত টাইট করে ধরে রাখতে, ভুলেও যেন না ছাড়ে, যেন অন্য কারও হাত আপনি না ধরতে পারেন।

Thank You for sharing...

  ·  2 years ago (edited)

তাঞ্জিরা দিদি সুস্থ হয়ে উঠুক কামনা করি।
আপনার দ্বিতীয় ঘটনা পড়ে-
এ বাবা! আমি কি জোড়ে হেসে উঠলাম এই রাতের বেলা!🤣
২০১৯ এর পুজোতে একবার শর্মিষ্ঠার হাত ধরতে গিয়ে একটা ছেলের হাত ধরে টেনে ভিড়ের মধ্যে বলেছিলাম, "ওরে তাড়াতাড়ি আয়! লাইন পড়ে যাবে।" হাণ ধরে টানার পরেই যখন টের পেলাম, হুট করে ছেড়ে দিলাম আর সে ব্যাটা এমন পাজি! আমায় বলল, "ভালোই তো টেনে নিয়ে যাচ্ছিলেন আমায়!যেতাম নআ হয় একটু" আমি এত লজ্জা পেলাম। সাথে সাথে সরে আসলাম। 🤣🤣🤣 মনে পড়ে গেলো।

Thank You for sharing Your insights...

প্রথমে তানজিরা ম্যাডামের সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেতেছি।
আর টিনটিন বাবুর জন্য আজ মজার একটি ঘটনা শুনতে পারলাম। দাদা ঐ মহূর্তটার এবং রেস্টুরেন্টের কিছু পিক দেখতে খুব মন চাইছিল। ধন্যবাদ।

Thank You for sharing...

প্রথমেই তানজিরা আপুর সুস্থতা কামনা করছি, সর্বশেষ আপডেট অনুযায়ী তিনি এখন বিপদমুক্ত আছে এটা আমরা জানতে পেরেছি। তবে দাদা আপনার অদ্ভুদ ঝটনা শুনে আমি সত্যিই হাসতে হাসতে শেষ। শেষপর্যন্ত কিনা টিনটিনের জায়গায় অন্য একটি মেয়ের হাত ধরলেন দাদা। হাহাহা। কি কমেন্ট করব বুঝতে পারতেছিনা।।।

Thank You for sharing...