নজরুল জয়ন্তী

in hive-129948 •  8 months ago  (edited)

IslamKaziNazrul.jpg
Copyright Free Image Source : banglapedia


আজ নজরুল জয়ন্তী । ১৮৯৯ সালের ২৫ শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে তিনি জন্মগ্রহণ করেন । গ্রামের নাম চুরুলিয়া । এই চুরুলিয়ায় এ বছর বেশ ধুমধামের সহিত কবির ১২৫ তম জন্মদিবস পালন করা হলো । কবি নজরুল সম্পূর্ণ স্বতন্ত্র ধারায় কাব্যরচনা করে রবীন্দ্রযুগে থেকেও রবীন্দ্রপ্রভাব মুক্ত কাব্য ও সাহিত্যচর্চা করে সবাইকে চমকে দিয়েছিলেন। রবীন্দ্রযুগে রবীন্দ্রপ্রভাব মুক্ত সাহিত্য চর্চা বেশ কঠিন ছিল, অল্প কয়েকজন কবি এবং সাহিত্যিকই এই যুগে সাহিত্য চর্চায় স্বতন্ত্র ধারা বজায় রাখতে পেরেছিলেন ।

কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী । কাব্য, গদ্য, প্রবন্ধ ছাড়াও প্রচুর সঙ্গীত লিখে গিয়েছেন ও তাতে নিজের করা সুর আরোপিত করে গিয়েছেন । এছাড়াও তাঁর রচনা করা বহু নাটকের গান (বিশেষ করে লোটো গান) দারুণভাবে সমাদৃত ছিল সে আমলে । কবি নজরুল ছিলেন একাধারে কবি, ছোট-গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, ঔপন্যাসিক, অনুবাদক, সম্পাদক, গীতিকার, সুরকার, গায়ক, সাংবাদিক, অভিনেতা এবং সেনাবাহিনীর সদস্য ।

কিন্তু, তাঁর সবচাইতে বড় পরিচয় তিনি ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী । তাঁর কবিতায়, আবৃত্তিতে, গানে বারবার তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছেন । তাঁর বিদ্রোহী কবিতার ছত্রে ছত্রে ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রয়েছে ।

"আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!
আমি দুর্ব্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল!
আমি মানি নাকো কোনো আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম,
ভাসমান মাইন!
আমি ধূর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!
আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর!
বল বীর —
চির উন্নত মম শির!"

"মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না –
বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব-ভিন্ন!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!
আমি চির-বিদ্রোহী বীর —
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!"

কবিতার লাইনগুলো পাঠ করলেই বোঝা যায় ব্রিটিশ সিংহের ভয় পাওয়ার কারণ কী ! তৎকালীন সময়ে এই কবিতাটি যেখানেই পাওয়া যেত - তা সে যে পুস্তিকা বা পত্রিকাই হোক না কেন ব্রিটিশরা জব্দ করে পুড়িয়ে ফেলতো । এই কবিতার জন্য কবি পরবর্তীতে জেলও খেটেছেন একাধিকবার ।

জেলে গিয়েও তাঁর লেখনী রুদ্ধ হয়নি । জেলে বসেও রচনা করে গিয়েছেন একের পর এক বিস্ফোরক সব কবিতা যেগুলো ব্রিটিশদের শাসন-ভিত নাড়িয়ে দিয়েছিলো ।

"কারার ঐ লৌহ-কপাট
ভেঙ্গে ফেল্ কর্‌ রে লোপাট রক্ত-জমাট
শিকল-পূজার পাষাণ-বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নিশান
উঠুক প্রাচী-র প্রাচীর ভেদি’॥
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা
মুক্ত-স্বাধীন সত্য কে রে?"

"নাচে ঐ কাল-বোশেখী, কাটাবি কাল ব’সে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।
লাথি মার, ভাঙ্‌রে তালা! যত সব বন্দী-শালায় —
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্ উপাড়ি॥"

বিদ্রোহী কবিতার মতো তাঁর বিদ্রোহী গানগুলিও ছিল এক একটা জ্বলন্ত অগ্নিতীর । প্রথম জীবনে সৈনিক ছিলেন তিনি । প্রথম বিশ্বযুদ্ধে অকুতোভয়ে যুদ্ধ করেছেন, তাই তাঁর হৃদয় ছিল সিংহ-হৃদয় । নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবেসেছিলেন দেশকে । ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল থেকে নিজ মাতৃভূমি ভারত মাতৃকাকে মুক্ত করতে তাই তিনি অকুন্ঠ সমর্থন জুগিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীদের । তাঁর কবিতা, তাঁর গানে উজ্জীবিত হয়ে উঠতো লক্ষ লক্ষ তরুণ স্বাধীনতা সংগ্রামীদের হৃদয় । তাঁদের মধ্যে একজনের নাম আপনারা সবাই জানেন, যাঁর সিংহনাদে ব্রিটিশ শাসনের ভিত নড়ে গিয়েছিলো - "চলো দিল্লী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ।" হ্যাঁ, ঠিকই ধরেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস । তিনি ছিলেন কবি নজরুলের গুণমুগ্ধ ।

কলকাতায় সর্বভারতীয় কংগ্রেসের একটি সভায় নেতাজি বক্তব্য রাখতে গিয়ে কাজী নজরুলের নাম উল্লেখ করে বলেন স্বাধীন ভারতে একমাত্র এই বাঙালি কবিই জাতীয় কবির মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখেন । অথচ ভাগ্যের কী নিদারুন পরিহাস, জাতীয় কবির মর্যাদা তিনি ঠিকই পেলেন, কিন্তু, তাঁর মাতৃভূমি ভারতবর্ষে নয়, বিদেশী রাষ্ট্র বাংলাদেশে ।

আমাদের দুর্ভাগ্য যে এমন একজন কবিকে আমরা নিজেদের দেশে ধরে রাখতে পারিনি । তৎকালীন কেন্দ্রীয় সরকার (ইন্দিরা গান্ধীর সরকার) আর পশ্চিমবঙ্গের সরকার কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্বার্থ শংকর বসু কবি নজরুলের গুরুত্ব অনুধাবন করতে পারেননি একটুও । তাই এক কূট রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে কবি হলেন দেশহারা । ১৯৫৩ সালের পর থেকেই কবি বাকরুদ্ধ ছিলেন, এর পরে যুক্ত হয় ওনার মানসিক ভারসাম্যহীনতা । কয়েক বছর রাঁচিতে চিকিৎসাও নিয়েছিলেন । কিন্তু, সুস্থ হতে পারেননি ।

বাকশক্তি রহিত, মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে ১৯৭২ সালে ঢাকায় নিয়ে যায় তৎকালীন আওয়ামীলীগ সরকার ভারতের ইন্দিরা গান্ধীর সম্মতিতে । ইন্দিরা গান্ধী সম্মতি দিলেও পশ্চিমবঙ্গের জনগণ সেদিন সম্মতি দেয়নি । কয়েক লক্ষ মানুষের ঢল নেমেছিল সেদিন রাজপথে । তাঁদের প্রিয় কবিকে ছিনিয়ে নেওয়ার দিনে বিক্ষোভে উত্তাল হয়েছিল সেদিন কলকাতার রাজপথ ।

ইন্দিরা গান্ধীর সরকার সেদিন দেশবাসীকে বুঝিয়েছিল যে কবিকে অল্প কিছুদিনের জন্য মাত্র ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, চিরকালের জন্য নয় । শেখ মুজিবও নাকি সেই চুক্তি করেই কবিকে ঢাকায় আনেন । কিন্তু, মাত্র ৩ মাসের মাথায় শেখ মুজিবের কথা পুরো ১৮০ ডিগ্ৰী ঘুরে যায় । তিনি চেষ্টা চালাতে থাকেন কবিকে আজীবনের জন্য ঢাকায় রেখে দিতে । ইন্দিরার সাথে এক হীন চুক্তি হয় অবশেষে । আর তারই পরিণাম হলো বাংলাদেশে কবিকে চিরকাল রেখে দেওয়া ।

কবি নজরুলের শেষ ইচ্ছা ছিল তাঁর মৃত্যুর পর তাঁকে তাঁর গ্রাম চুরুলিয়ায় পত্নী প্রমীলা দেবীর কবরের পাশে শায়িত করা হোক । এই কথা কবির পুত্র কাজী সব্যসাচী নিজে বলে গিয়েছেন । অথচ, এখানেও মিথ্যা কথা বলে কবিকে ঢাকায় সমাধিস্থ করা হলো ।

অন্নদাশঙ্করের সেই লেখা -

"ভুল হয়ে গেছে বিলকুল,
আর সবকিছু ভাগ হয়ে গেছে
ভাগ হয়নিকো নজরুল ।"

অথচ সেই নজরুলকেই ভাগ করা হলো অবশেষে। শেকড় ছিঁড়ে ভিনদেশে তাঁকে সমাহিত করা হলো । তখন অশ্রুজলে সিক্ত হয়ে অন্নদাশঙ্কর লিখেছিলেন -

"কেউ জানল না ইতিহাসে ফের
ভুল হয়ে গেছে বিলকুল,
এতকাল পরে ধর্মের নামে
ভাগ হয়ে গেল নজরুল।"

তবে ব্যক্তি নজরুলকে হারালেও আমরা তাঁর লেখনীকে আজও হারাইনি । সেই হিসেবে বলাই যায় - "আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নিকো নজরুল ।"


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পুরো পোষ্টটি পড়ে অনেকটাই বাকরুদ্ধ হয়ে গেলাম দাদা। এত চমৎকার ভাবে ইতিহাসটি বর্ণনা করেছেন যা সত্যি আগে আমি জানতাম না। তবে আমাদের কাজী নজরুল ইসলামকে সেখানেই তার মাতৃভূমিতেই দাফন করা উচিত ছিল। কিন্তু রাজনৈতিক বিষয়বস্তুর কারণে সেটা আর হয়ে উঠে নি। আমাদের জাতীয় কবিকে অনেক ভালোবাসি। দুই বাংলার সম্মতিতে যদি সব কাজগুলো হতো তাহলে অনেকটাই ভালো। শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের রনসংগীত এবং বিভিন্ন ধরনের বিদ্রোহী কবিতা মনে হয় যেন এক জ্বালাময়ী ভাষণ, কবিতা গুলো পড়লেই মনে হয় রক্ত টগবগ করে উঠে। অনেক জ্ঞানী গুণী একজন ব্যক্তি ছিলেন কাজী নজরুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, ইতিহাসের বিষয়গুলো এত চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য।

কাজী নজরুল ইসলামের ইতিহাস সম্পর্কে আপনার ব্লগটি কি পড়ে অনেকটা ধারণা পেলাম। আপনি আজকে বিদ্রোহী কবির অনেকগুলো বিদ্রোহী কবিতা শেয়ার করেছেন। যে কবিতা গুলো আমি অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে পড়েছিলাম। কাজী নজরুল ইসলামের কবিতা গুলি পড়লে মনে হয় যেনো নিজের মধ্যে একটি বিদ্রোহী ভাব সৃষ্টি হয়। আমাদের জাতীয় কবির শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে নিজের লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছিলেন। চেনার প্রত্যেকটা কবিতা পড়লে মনের মধ্যে সাহস ও বল জন্মায়। আমরা আসলেই অনেক গর্বিত এমন একটি কবি আমাদের বঙ্গ দেশে জন্মগ্রহণ করেছিলেন। নজরুল জয়ন্তীর এই সুন্দর ব্লগটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Congratulations, your post has been upvoted by @upex with a 41.06% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You must really like Nazuru Jayanti, for you have given a well detailed information on him.

Indeed he was a great poet as I have learnt so much about him from your blog.

Thank you for sharing this with us Dada ☺️❤️❤️❤️

নজরুল জয়ন্তীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনে পৃথিবীতে শ্রদ্ধেয় প্রিয় কবি শুভ আগমন করেন। প্রিয় কবি নজরুল সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করেন সমানভাবে। তার কাব্য, গদ্য, প্রবন্ধ, বিদ্রোহী কবিতা সমূহ, সঙ্গীত, এবং ইসলামী সংগীত হৃদয়ের মাঝে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। বিশেষ করে তার বিদ্রোহী কবিতা এবং ইসলামিক সংগীত হৃদয়ের মাঝে কাঁপন সৃষ্টি করে। আসলে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী । আজকের এই দিনে তার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তিনি বাংলা সাহিত্যকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। নজরুল জয়ন্তী পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য শ্রদ্ধেয় দাদা আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শেষের কাহিনী গুলো জানা ছিলোনা।ইতিহাস কতো বদলে যায় দেশ থেকে দেশে ভাবাই যায়না!কারণ আমাদের এদিকে এসব কখনো শোনাই হয়নি বা তেমন কোথাও উল্লেখ ও করা হয়নি।উনার লেখনী ভালোবাসি সেই ছোটবেলা থেকে। বিদ্রোহী কবিতাগুলো পড়েই তো বড় হওয়া।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আসলেই নানান ধরনের প্রতিভার অধিকারী ছিলেন। তিনি সবসময় অন্যায় অবিচারের বিরুদ্ধে লিখতেন বলে বিদ্রোহী কবির উপাধি পান। কাজী নজরুল ইসলামের কিছু কিছু কবিতা পড়ার সময় মনে হয় যে, আমি নিজেই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। এমন কবি পৃথিবীতে হয়তোবা আমরা আর পাবো না। তবে এটাই আফসোস লাগে যে,আমাদের এই প্রিয় কবির শেষ ইচ্ছেটা পূরণ হলো না রাজনৈতিক কারণে। যাইহোক এই পোস্টটি পড়ে বেশ কিছু অজানা তথ্য জানতে পারলাম দাদা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ঠিকই বলেছেন দাদা সব কিছু ভাগ হলেও ভাগ হয়নি নজরুল। দুই দেশের মানুষ কবি কাজী নজরুল ইসলামকে সমান ভাবে ভালোবাসে। কবি কাজী নজরুল আজ ও তার কবিতাও সাহিত্য চর্চার মাধ্যমে সবার অন্তরে জীবিত রয়েছেন। আজকে আপনার ব্লগ পড়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ দাদা।

দাদা দারুন পোস্ট শেয়ার করেছেন আজ। আজ আপনার পোস্ট পড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানা হয়ে গেল। তবে এ কথা সত্য যে রবীন্দ্র যুগে থেকে তিনি এক ভিন্ন ধারার লেখা উপহার দিয়েছেন তার পাঠকদের কে। সব মিলিয়ে আজকের পোস্টটি বেশ তথ্যবহুল ছিল। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

বিদ্রোহী কবি কাজী নজরুলের বিদ্রোহী কবিতা গুলো পড়লেই অন্য রকমের অনুভূতি খুঁজে পাওয়া যায়। দাদা আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক অজানা কিছুই জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে দাদা দারুন একটি তথ্যবহুল পোস্ট সবার মাঝে উপস্থাপন করার জন্য।

দাদা ছেলেবেলায় পাঠ্য বইয়ে কাজী নজরুল ইসলাম কে নিয়ে অনেক কিছুই পড়েছি। তবে আজকে আপনার পোস্ট পড়ে নজরুল ইসলাম সম্পর্কে বেশ অনেক তথ্য পেলাম। যে গুলো হয়তো এর আগে জানতাম না। আমার কাছে আপনার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমাদের কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু ধারণা ছিল। তবে দাদা আপনার পুরো পোষ্টটি পড়ে কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক ধারণা হলো।সত্যিই অনেক কিছু জানা ছিল না। আসলেই কথাটা ঠিক যতই পড়িবে ততই জ্ঞান বাড়িবে।আমাদের প্রিয় কাজী নজরুল ইসলামের কাব্য, ইসলামী সংগীত গদ্য, প্রবন্ধ ইত্যাদি অন্যরকম অনুভূতি সৃষ্টি করে হৃদয়ে।অনেক ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেক প্রতিভার অধিকারী। তবে এই কবিকে আমি বিদ্রোহী কবি হিসেবে ভীষণ ভালোবাসি।কবির লেখা কবিতা গুলো পড়লে আমি নিজেও বিদ্রোহী হয়ে উঠি।আর সবচেয়ে ভালো লাগা হলো এই মাসে আমার ও জন্মদিন। আর তিন দিন পর ২৯ শে মে।তাই ভালো লাগাটা একটু বেশী ই আমার।দাদা আপনি চমৎকার তথ্য তুলে ধরেছেন লেখনীতে।ধন্যবাদ জানাই আপনাকে তথ্য বহুল পোস্টটি শেয়ার করার জন্য। 💕

সকলকে নজরুল জয়েন্তীর শুভেচ্ছা । কাজী নজরুল ছিলেন সব দিক থেকেই সেরা। তিনি দুদেশের মানুষের মনে চিরতরের জন্য গাথা। তিনি ছিলেন বিদ্রোহী কবি। তিনি সবসময় সত্য কথা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন বলে তাকে কম কাঠ-খর পোয়াতে হয়নি। দাদা আপনি অনেক সুন্দর ভাবে তার জীবনের ইতিহাসটি তুলে ধরেছেন। আমি তার সম্পর্কে কিছুটা জানি। সম্পূর্ণটা জানতাম না ।তার শেষ ইচ্ছা তার সাথে শেষে কি হয়েছিল এগুলো অজানা ছিল ।ধন্যবাদ জানাই নজরুল জয়ন্তীতে নজরুল জীবন সম্পর্কে অনেকটা ধারণা দেওয়ার জন্য। তার জীবনের ইতিহাস আমাদের মাঝে তুলে ধরার জন্য।

visit on my post sir

There is a new quest live to earn etherium
Join the current quest free and earn Ether for training your AI
Check it out tell me what you think..

দাদা, সত্যিই এত পিছনের ইতিহাস জানতাম না আমি, দারুণ উপভোগ করলাম লেখাটি।

চলো দিল্লী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ।" হ্যাঁ, ঠিকই ধরেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস । তিনি ছিলেন কবি নজরুলের গুণমুগ্ধ ।

এই তথ্য আমার একদম জানা ছিল না।

যাইহোক কবি আমাদের সকলের। মূলত আপামর সমস্ত বাঙালির।

দাদা আজ অনেক অজানা তথ্য জানলাম আপনার পোস্ট পড়ে। তবে সত্যিই কষ্ট পেলাম কবিকে নিয়ে এতো ছলচাতুরি করা হয়েছে জেনে। যাইহোক কবি বেঁচে থাকবে কোটি মানুষের অন্তরে চিরকাল। এমন একজন গুনী মানুষকে সৃষ্টিকর্তা বেহেশত নসিব করুন এই কামনা করি সবসময়ই।

এই পোস্টের মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারলাম যা আগে কখনোই জানতাম না,চুক্তি কথা।তবে তার মত কবি আর এমন কবি নাই আর জন্মাবেও না।

কবি নজরুম ইসলাম সম্পর্কে এত কিছু আমার জানাই ছিল না। বিশেষ করে নেতাজির বলা কথাটা আমি জানতাম না। নজরুলের ঐ বিদ্রোহী কবিতা গানগুলো ব্রিটিশদের ভীত নাড়িয়ে দিতে থাকে। এখন ও শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। তবে কবি নিজের জীবনের প্রায় সম্পূর্ণ টা অতিবাহিত করেছে কষ্টে। দারুণ লিখেছেন দাদা।

তার তুলনা সে নিজেই। যখন তার লেখা পরা হয় শরিরের পশম গুলো যেনো জেগে উঠে তার শিহরণে। এতো অমায়িজ আর প্রতিবাদি ছিলেন তিনি।আমার খুব ইচ্ছা তার জীবনি নিয়ে পড়ার। এমন কবিকে আমরা মুল্যায়ন করতে পারিনি এটা আমাদের লজ্জা।তিনি আছেন সবার রিদয়ে।তার লেখার মাঝে তার প্রতিবাদের মাঝে।অনেক তথ্যবহুল আলোচনা করেছেন দাদা।অনেক অজানা বিষয় জানতে পারলাম।

শত চেষ্টা করেও, কবি নজরুলকে বাঙালি মনন থেকে মুছে দিতে পারেননি। ভারতের স্বাধীনতা সংগ্রামের সত্য থেকে তার অবদান মুছে ফেলা যাবেনা। দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত থাকা এই দেশ প্রেমী মানুষ গুলোকে রাজনীতির শিকার হতে হয়েছে।

নজরুল বাঙালির সম্পদ। বাঙালির সত্ত্বা। তাঁর সৃষ্টি প্রতিদিন আপামর জাতিকে সমৃদ্ধ করে। দুই বাংলার মানুষের কাছেই তিনি প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। প্রণাম হে কবি 🙏

কবি নজরুল জন্ম জয়ন্তীতে আপনি এত চমৎকার করে নজরুলের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন দেখে অবাক হলাম। খুবই তথ্যবহুল একটি পোস্ট। এই পোষ্টের মাধ্যমে নজরুল সম্পর্কে আমরা অনেক অজানা তথ্য অনেকেই জেনে যেতে পারবো। এত চমৎকার তথ্যবহুল একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দাদা 🌹🌹

অসংখ্য ধন্যবাদ দাদা, খুব চমৎকারভাবে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ইতিহাস তুলে ধরেছেন। দুই বাংলার জনপ্রিয় কবি কাজী নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার ভূমিকা অনস্বীকার্য। আমি নজরুল ইসলামের অসংখ্য বই পড়েছি। আমার সবচেয়ে প্রিয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। নজরুল ইসলাম যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থ থাকতেন তাহলে আরো নতুন অনেক কিছুই আমরা পেতাম। কাজী নজরুল ইসলাম আমার হৃদয়ে রয়েছে। দাদা আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ রইলাম, নজরুল ইসলামের অজানা অনেক কিছুই জানলাম।