গঙ্গার তীরবর্তী একটি রিসর্টে উন্মুক্ত প্রকৃতির মাঝে কিছুক্ষণ

in hive-129948 •  3 years ago 

IMG_20211027_153049.jpg


পাতাবাহার উদ্ভিদ
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153156.jpg


লাল লাল ফুল (দারুন দেখতে, নাম জানা নেই )
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153356.jpg


দারুন সুন্দর নয়নহরণ সাদা একটি ফুলের close up শট
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153413.jpg


আবার সেই লাল রঙের সুন্দর ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153426.jpg


আরেকটি পাতাবাহার উদ্ভিদ
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153631.jpg

IMG_20211027_153638.jpg


সাইকাস, জীবন্ত জীবাশ্ম
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153800.jpg


ঘাসের শীর্ষের ক্লোজআপ ফটোশুট
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153847.jpg


প্রকৃতির মাঝে তনুজার পিক
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153944.jpg


অনতিদূরে ওই গঙ্গা দেখা যায়
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_154126.jpg

IMG_20211027_154133.jpg

IMG_20211027_154144.jpg


বাহারে সেই নাম না জানা ফুলের আরো কয়েকটি শট
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_154257.jpg


গোধূলি বেলার কুয়াশা মাখা গঙ্গা
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_154328.jpg

IMG_20211027_154347.jpg

IMG_20211027_154356.jpg


রাধাচুড়া ফুল খুব সম্ভবতঃ
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_154406.jpg

IMG_20211027_155810.jpg


আরো একটি পাতাবাহার গাছ
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_155929.jpg

IMG_20211027_161016.jpg


গঙ্গা তীরে দু'জনের সেলফি
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_161223.jpg


গঙ্গা বক্ষে জেলে ডিঙি
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_161305.jpg

IMG_20211027_161323.jpg


বিরাট এক অশ্বথ গাছের কান্ড
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_161341.jpg

IMG_20211027_161349.jpg


লতায় পাতায়
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_162234.jpg


গান্ধী ঘাট
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_162358.jpg

IMG_20211027_162556.jpg

IMG_20211027_162636.jpg


কৃত্রিম লেক
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_162703.jpg

IMG_20211027_163322.jpg


উন্মুক্ত প্রকৃতি
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_163451.jpg

IMG_20211027_163502.jpg


নানা রকমের পাতা বাহারি উদ্ভিদ
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ফটোগ্রাফি একজন প্রফেশনাল ফটোগ্রাফার এত সুন্দর ফটোগ্রাফি করতে পারে না। আর বিশেষ করে জায়গাটা খুবই সুন্দর। এত সুন্দর জায়গায়ই যখন আমরা ভ্রমণ করি তখন সত্যি আমাদের মন অনেক ভাল হয়ে যায় ।যদি মন খারাপ থাকে তারপরও এত সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করার মাধ্যমে আমাদের মন ভালো হয়ে যায়। আমি বিশ্বাস করি আমার মনে হচ্ছে আপনি এই দিনটি সত্যিই অনেক আনন্দের সাথে উপভোগ করেছেন। আপনার এই দিনটি স্মৃতির পাতায় রয়ে গেছে। খুবই সুন্দর সময় ছিল বৌদিকে সাথে নিয়ে এরকম সুন্দর পরিবেশের মধ্যে ভ্রমণ করার মজাটাই অন্যরকম। আপনারের জন্য শুভেচ্ছা রইল।

আমি কিছু মন্তব্য করতে পারি না, এটা সত্যিই আশ্চর্যজনক। অনেক মানুষ যারা এভাবে বাঁচতে চায় সুন্দর প্রকৃতি দেখার সময় আছে। এটা আশ্চর্যজনক

দাদা আমি আপনার ফটোগ্রাফির একজন ভক্ত। আপনার ফটোগ্রাফিগুলো খুব সুন্দর। আপনি খুব সুন্দর করে প্রতিটি ছবির নিচে বর্ণনা করে দেন। আর আপনার নাম না জানা লাল ফুলটার নাম হলো রঙ্গন। আপনার পরবর্তী ছবির অপেক্ষায় থাকলাম।

প্রত্যেক টা ছবিয় যেনো কথা বলতেছে।আর আপনার দুই নম্বর ছবিতে জে ফুল টি দেখা যাচ্ছে সেটি সম্ভবত রঙ্গন ফুল।আবার অনেক জায়গায় এটাকে রুগমিনি বলেও ডাকে।আর এছাড়াও পর্ত্বেক টি ছবি এই চোখ জুড়ানো।আর বৌদিকেও খুব মিষ্টি সুন্দর লাগছে।আপনাদের দু জনের জন্যেই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।🥰❤️

দাদা খুব অসাধারণ ফটোগ্রাফি হয়েছে। প্রতিটি ছবি দেখে আমি অভিভূত। প্রতিটি ছবিই খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

খুব সুন্দর ভাবে ছবিগুলো তুলেছেন। প্রায় অনেকগুলো ছবি আমার অনেক পছন্দ হয়েছে। কয়েকটি ফুল রয়েছে আমার খুব প্রিয়

দাদা আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আমার কাছে প্রতিটি ছবিই খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য দাদা।

তনুজা বৌদিকে দেখতে অনেক বেশি মিষ্টি লাগছে। অবশ্য তনুজা বৌদির অনেক বেশি সুন্দর আমার চোখে তাই জন্যই এতটা মিষ্টি লাগে। আপনাকে আর বৌদিকে একসাথে পাশাপাশি দেখে ভালো লাগলো। সাইকাস গাছ অনেক বছর পর দেখলাম আমি। অনেক বছর হয়ে গেছে আমার সাইকাস গাছ সামনাসামনি দেখিনি। আগে স্কুলে থাকতে এই গাছ সম্পর্কে অনেক বেশি পড়ালেখা করতে হয়েছে। আর আজকে অনেকদিন পর দেখলাম, ধন্যবাদ দাদা। আমাদের সাথে আপনি এতগুলো ছবি শেয়ার করেছেন বলে।🥰
আমাদের এদিকেও আপনার পোষ্টের ওই প্রথমদিকে পাতাবাহার টি অনেক বেশি পাওয়া যায়।

একটি ছবি অযুত শব্দের সমাহার প্রকাশ করতে পারে। এখানে নিযুত শব্দের সমাহার হতে পারত। যা কয়েকটি ছবির মাধ্যমেই তুলে আনা হয়েছে। দৃষ্টি নন্দন ছবি গুলো, সহজে প্রকৃতি প্রেমিদের মনে কোটি শব্দের জন্ম দিতে পারে। তবে অবশ্যই তার দেখার মত চোখ খাকতে হবে।
অন্যথায় এগুলো শুধুই ছবি। শুটারের অভিজ্ঞতা ও মননের বহিঃপ্রকাশ ছবি গুলো তার মনের পবিত্রতাকে প্রকাশ করেছে। তার মনের দিপ্তি, পাঠকের মনে জ্বলে উঠুক এই কামনায়-----

আসলেই অসাধারণ ছিলো সব মিলিয়ে, আপনার প্রতিটি ফটো খুব সুন্দর ছিলো। এমন প্রাকৃতিক দৃশ্য খুব কমই সরাসরি দেখা হয়। আপনি এমন সুন্দর পোষ্ট এর মাধ্যমে দেখলাম। আপনি যে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার কাটানো সুন্দর সময়। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।

দাদা অসাধারণ ফটো গ্রাফি করেছেন। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই বাগানটি দেখতে অনেক সুন্দর লাগলো। দাদা এবং বোদির সেলফি সত্যিই অসাধারণ হয়েছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

গঙ্গার তীরে চমৎকার মুহূর্ত কাটিয়েছেন। গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গার প্রকৃতি দেখে মন ভরে যায়। দাদার তোলা চেনা অচেনা সমস্ত রকমের ফুলের ছবির সাথে গঙ্গার ছবি এমনকি গঙ্গার তীরবর্তীর ছবি গুলি সবগুলি খুবই দারুন ভাবে ক্যামেরা বন্দি করেছেন। একটা পোস্টের মধ্যে অনেক ফুল ,নদী ও প্রকৃতির ছবির মধ্যে দিয়ে পোষ্ট টি অনবদ্য হয়েছে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর মুহূর্তের সাথে ফটোগ্রাফিগুলি ভাগ করে নেবার জন্য।

আপনার সব ফটোগ্রাফিগুলোই চমৎকার হয়েছে ভাই।
খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো।
ধন্যবাদ আপনাকে ভাই।

প্রকৃতির মাঝে দুজনকে অনেক সুন্দর লাগছে দাদা। বিশেষ করে বৌদিকে বেশ সুন্দর লাগছে। শাড়ি পড়ে বৌদিকে আরো বেশি সুন্দর লাগে। আমার মনে হচ্ছে আপনারা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এই সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

দাদা আপনি দারুন দারুন ফটো আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক উদ্ভিদগুলো ই আমাদের বাংলাদেশ দেখা যায়। উদ্ভিদগুলো এক হলেও আপনাদের দেশে আর আমাদের বাংলাদেশে উদ্ভিদ গুলোর নাম ভিন্ন। প্রকৃতি অসাধারণ গ্রুপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ।দেখে আমার চোখ দুটো জুড়িয়ে গেলে।দাদা নাম না জানা ফুলটির নাম হচ্ছে রঙ্গন ফুলের গাছ ।দাদা প্রকৃতির মাঝে দুজনকে অনেক সুন্দর লাগছে ।দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতে সুন্দর সুন্দর ফটোগ্রাফি মেয়ার করার জন্য।

ছবিগুলো অসম্ভব সুন্দর ছিল।
মনে হচ্ছিল আমরাও সাথে ভ্রমন করছিলাম আর উপভোগ করছিলাম।

নাম না জানা লাল ফুলটি হলো 'রঙ্গন' ফুল, সাইন্টিফিক নাম হলো 'ইক্সরা'।অনেক অনেক সুন্দর আপনার সবগুলো ফটোগ্রাফি। অনেক ধন্যবাদ দাদা সবসময় এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। কৃত্রিম লেক এর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যিকারের নদী বয়ে চলছে। এই সুন্দর পরিবেশে আপনি এবং বৌদি অনেক ভালো সময় কাটিয়েছেন। এই সুন্দর ফটোগ্রাফিগুলো সকলের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আর নাম না জানা লাল লাল ফুলের নামটি হচ্ছে রঙ্গন ।আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার করে তুলেছেন। তবে শেষেরটায় আপনার মুখটি পরিষ্কার থাকলে আরো অনেক বেশি ভালো লাগতো ।বৌদির ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা গঙ্গার পাশের রিসোর্ট তো খুবি সুন্দর ।প্রকৃতির নির্মল পরিবেশে ঘুড়ে বেড়িয়েছেন। গাছ নদী ফুল সব মিলিয়ে হারিয়ে যাওয়ার মত একটা পরিবেশ। তবে আপনার গঙ্গা নদীর তীর কথাটা শুনে ভূপেন হাজারিকার একটা গান মনে পড়ে গেল। “বিস্তীর্ন ওপারের অসংখ্য মানুষের হাহা কার শুনে নিশব্দে নিরবে ও গঙ্গা তুমি বইছো কেন ”। ভাল থাকবেন সব সময় শুভ কামনা রইল।

দাদা রিসর্টের আশে পাশের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। আপনার তোলা সকল ফটোগ্রাফি থেকে দেখে বোঝা যাচ্ছে সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে রিসোর্টটা নির্মাণ করা হয়েছে। সবগুলো আলোক চিত্র অনেক সুন্দর ছিল।

এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

তবে দুঃখ আপনার সম্পূর্ণ মুখটা একদিনও দেখতে পারলাম দাদা।

ohhh.jpg

আমি এই ছবি দেখে অবাক হয়েছিলাম এবং যখন আমি এটি দেখেছিলাম, আমি আপনার মুখ দেখে হাসি। কিন্তু আমি ভুলে গেছি যে আপনি PHANTOM।

আপনার পরিচয় একটি গোপন এবং রহস্য. 🙄

দাদা আপনাকে দেখলেই বুঝা যায় আপনি একজন প্রকৃতি প্রেমি মানুষ। কারণ যার প্রকৃতিতে প্রেম নেই সে কখনোই প্রকৃতির সুন্দর সবকিছু সবার সামনে তুলে ধরবে না অথবা তার এই কাজে কোন মন থাকবে না। কিন্তু আপনি সবসময় আমাদের সাথে প্রকৃতির অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন তা দেখে ব্যাপারটা বোঝা যায়। আপনার ছবিগুলো চমৎকার।

দারুণ নীরবতার জায়গা, দেখে ভালো লাগলো।তাছাড়া রঙ্গন ফুল ,শিরীষ ফুল ,পাতাবাহার সকল ছবিই অতীব সুন্দর।বৌদিকে খুব সুন্দর লাগছে।খুবই সুন্দর সময় উপভোগ করেছেন।ধন্যবাদ দাদা।

এই ধরনের ছবি যতই দেখি মন ভরবে না। প্রকৃতির কি সুন্দর লিলা ভুমি, দাদা আমি যতই আপনার তুলা পোস্ট ছবি গুলা দেখি কেন যেন অনেক ভাল লাগে।
আর অনেক সুন্দর ভাবে আপনি প্রকৃতির ছবি গুলু তুলে ধরেন দাদা। তার মধ্যে আজকে আপনারা দুইজন, আপু তো অনেক সুন্দরী যাকে দেখলেই মন ভাল হয়ে যাই। অনেক ধন্যবাদ দাদা।

ওয়াও দাদা অনেক ছবি তুলেছেন। ছবিগুলো অনেক ভালো হয়েছে। ফুলগুলোর ছবি আমিও দিয়েছিলাম। আপনাকে আর বৌদিকে দেখে অনেক ভালো লাগছে যদিও ফেস হাইড করেছেন। তবে মাথায় চুল নাই😥

ফুলের ছবি গুলো বেশ সতেজ ও প্রাণবন্ত। সেলফিটা কিন্তু সুন্দর হয়েছে ,আপনাদের। শুভেচ্ছা রইল।

ফুলের ছবি গুলোর মধ্যে রঙ্গন এর ছবিগুলো অনেক ভালো হয়ে গেছে আর ওই নদীতে নৌকার ছবি গুলো।
দাদার চুল তো একেবারেই কমে যাচ্ছে। হা হা

দাদা আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে আপনার ফটোগ্রাফির সময়, দিন, তারিখ গুলো কিভাবে যে মনে রাখেন। আরে পর্যন্ত আপনার যতগুলো ফটোগ্রাফির পোস্ট দেখেছি আপনি অরজিনাল একজন ফটোগ্রাফার এতে কোন ভুল নেই। দাদা অনেকগুলো ফুলের ফটোগ্রাফ দিয়েছেন পাতাবাহার, জীবাশ্ম, ক্লোজআপ ফটোগ্রাফ, এবং কি ছোট ছোট একটা ফুল দিয়েছেন। সেটির নাম আমি নিজে অনেক জানার চেষ্টা করেছি অনেককে জিজ্ঞেস করেছি কেউ বলতে পারে না এই ফুল গুলোর নাম কি। আপনার ফটোগ্রাফ গুলো দেখে চোখ জুড়িয়ে যায়। মনে হয় যেন স্বপ্নের প্রতিচ্ছবি বাসছে চোখের সামনে। আমাদের বৌদির ফটোগ্রাফি টা খুব সুন্দর হয়েছে এক কথায় অতুলনীয়। দাদা আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনার প্রতি ভালোবাসা অবিরাম এবং আরো দ্বিগুন বেড়ে গেল।

খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফি ফুল গুলো ।চোখে লাগার মতো হয়েছে ।আর বিভিন্ন ধরনের নতুন গাছের সাথে পরিচিত হয়েছি ।ধন্যবাদ দাদা

লাল লাল এই ফুলগুলো হলো রঙ্গন ফুল। আমার খুব পছন্দের একটি ফুল। দাদা আপনার তোলা প্রকৃতির ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ও মনমুগ্ধকর হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে প্রতিনিয়ত আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

দাদা, "আমি আমার বাংলা ব্লগের "একজন নতুন সদস্য। আপনার পোস্ট এর বিপরীতে কমেন্টস গুলো পড়লাম । শুধু প্রশংসা আর প্রশংসা। ভেবেছিলাম সমালোচনা করবো কিন্তু আপনার ছবি তোলার হাত আসলেই অনেক ভালো। তাই আজ আর কোনো সমালোচনা নয়। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর কিছু ছবি উপহার দেয়ার জন্য।

অসাধারণ ছিল দিনটা ফটোগ্রাফি সাইকাস এবং রঙ্গন ফুলের ছবিগুলো অসাধারণ হয়েছে।