হ্যাপি প্রিন্সের সোয়ালো হতে চাই

in hive-129948 •  3 years ago  (edited)


Copyright Free Image


কবিতা : "হ্যাপি প্রিন্সের সোয়ালো হতে চাই "



💘


♡ ♥💕❤
হ্যাপি প্রিন্স, তুমি এখন কোথায় ?
আমি তোমার সেই ছোট্টটি সোয়ালো,
আবার এসেছি ফিরে, দেখো চেয়ে ।
কতকাল, কতযুগ আগে অস্কার ওয়াইল্ডের লেখনীতে,
প্রাণ ফিরে পেয়েছিলুম দু'জনায় ।

তোমার স্বর্ণ চিবুকে অশ্রু ফোঁটা ঝরেছে কত,
গভীর রাতের সাক্ষী শুধু এই আমি ছোট্ট সোয়ালো ।
মানুষের দুঃখে কষ্টে হৃদয় তোমার বিদীর্ণ,
চুনীর চোখে তাই অশ্রু টলোমলো ।

হ্যাপি প্রিন্স, মনে পড়ে ? তোমার সেই ছোট্ট সোয়ালো ?
তোমার সর্ব অঙ্গ একে একে,
যাকে দিয়ে করিয়েছিলে দান ! সেই ছোট্ট সোয়ালো ।
তোমার চোখের মণি ঠুকরে নিতে,
সেদিন কেঁদেছিলাম আমি আর হেসেছিলে তুমি ।

একে একে সব স্বর্ণ ভূষণ, স্বর্ণ আস্তরণ,
এই আমি সোয়ালো, ছোট্ট ঠোঁটে করে উড়াল দিয়েছি,
গরীব-দুঃখীর গৃহপানে ।

যেদিন সব বিলিয়ে তুমি নিঃস্ব হলে,
সেদিন এই ছোট্ট সোয়ালো,
তার ছোট্ট হৃদয়ের সকল রক্ত নিমেষে শূন্য করে,
তুষার-শীতল মৃত্যুকে নিলো বরণ করে ।

হ্যাপি প্রিন্স আবার তুমি ফিরে এসো,
তোমার ওই হৃদয়, ভালোবাসায় পূর্ন যে হৃদয়,
তার তো কোনো বিনাশ নেই ।
আবার আমাকে তোমার সাথী করো ।

পৃথিবী আজ স্নেহ-মমতাশূন্য, যেন রাক্ষসপুরী;
তোমায় আজি বড়ই দরকার, ওগো হ্যাপি প্রিন্স ।
ফিরে এসো, আবার দু'জনে নিজেদের হৃদয় করি উৎসর্গ,
নিষ্ঠুর ধরার এই দুঃখী মানবের তরে ।

আবার আমি, বারবার আমি,
হ্যাপি প্রিন্সের সোয়ালো হতে চাই ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Amazingly

আবার আমি, বারবার আমি,
হ্যাপি প্রিন্সের সোয়ালো হতে চাই ।

দাদা আপনার কাব্যশৈলী যেন মুগ্ধতা ছড়িয়ে দিল হৃদয় পটে।নতুন উদ্যম নতুন আশায় আবার উপরে উঠল হৃদয়।এ যেন নতুন এক কবিতা।নতুনত্ব কবিতা।অনাবদ্য কবিতা♥
খুব ইচ্ছে করছে কবিতাটি খুবই সুন্দর করে আবৃত্তি করতে। তবে আপনি অনুমতি দিলে আপনার প্রতিটা কবিতাই আমি আবৃত্তি করতে চাই।হয়তো তেমন ভালো হবে না।শুধু এটা আমার ইচ্ছের কথা জানালাম♥♥
নিয়মিত আপনার কবিতা প্রত্যাশা করছি কারন আপনার কবিতাগুলো মানুষের কথা বলে জীবনের কথা বলে।বলে মনুষ্যত্বের কথা, বলে বিবেকের কথা♥♥

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿۱
﴾In the Name of Allah, the Merciful, the Most Merciful (۱) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿۲
﴾Praise be to Allah, Lord of the Worlds, (۲) الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿۳﴾the Merciful, the Most Merciful, (۳) مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿۴﴾Owner of the Day of Recompense. (۴) إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿۵
﴾You (alone) we worship; and You (alone) we rely for help. (۵) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿۶﴾Guide us to the Straight Path, (۶) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿۷
﴾the Path of those upon whom You have favored, not those upon whom is the anger, nor the astray. (Amen please answer) (۷)

প্রিন্সেস অস্কার ওয়াইল্ডের হ্যাপি প্রিন্স উপন্যাসটি অবলম্বনে আপনি দারুন একটি লেখা লিখেছেন। এট সুন্দর কাব্যিক শব্দচয়ন যা পাঠককে মুগ্ধ করে তুলেছে। এত সুন্দর একটি কাব্যিক কাহিনী আপনার এই কবিতাটিতে ফুটে উঠেছে তা সত্যি অসাধারণ। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

খুব দ্রুতই অস্কার ওয়াইল্ডের হ্যাপি প্রিন্স পড়ব দাদা।

সুন্দর ছিল কবিতার লাইনখানা। তবে সোয়ালো কি দাদা এটা বুঝিনি 😐। হ্যাপি প্রিন্সের খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। হ্যাপি প্রিন্স কি ফিরে আসবে শূন্য হৃদয় ভরিয়ে দেয়ার জন্য?

আবার আমি, বারবার আমি,
হ্যাপি প্রিন্সরবার আমি

ফিনিশিং টা সুন্দর ছিল। যেন কবিতার পূর্ণতা পেল। ❤️

lol, censored

.

.

.

.

জাষ্ট অসাধারণ ❣️
সত্যিই অনবদ্য একটি কবিতা ছিল ♥️

আবার আমি, বারবার আমি,
হ্যাপি প্রিন্সের সোয়ালো হতে চাই ।

বারবার আপনি তাই হোন 🤗
দোয়া রইল 🥀

এই কবিতা থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। সত্যি বলতে দাদা কবিতাটি একেবারে অনবদ্য হয়েছে।

দাদা আমি মনে করি এই কবিতাটা আপনার এর আগে যতো কবিতা পড়েছি তার ভিতর সেরা। তবে এই কবিতার মানে খুব কম মানুষ বুঝবে। জানি না আপনি যা বুঝিয়েছেন আমি ঠিকঠাক বুঝেছি কিনা। তবে নিজের মতন করে যা বুঝলাম সেরা ছিলো 😍😍😍💓💓💓💓।

অদ্ভুত একটা লেখা। একেবারেই অন্য রকম ধাঁচ এ লিখেছো দাদা। ভালো লাগলো। সবার এক ধরনের লেখা থেকে একেবারে ভিন্ন। খুবই ভালো লাগলো তাই।

পৃথিবী আজ স্নেহ-মমতাশূন্য, যেন রাক্ষসপুরী;
তোমায় আজি বড়ই দরকার, ওগো হ্যাপি প্রিন্স ।
ফিরে এসো, আবার দু'জনে নিজেদের হৃদয় করি উৎসর্গ,
নিষ্ঠুর ধরার এই দুঃখী মানবের তরে ।

পৃথিবী সত্যিই আজ মায়া-মমতা শুন্য একটি রাক্ষসপুরী। চারিদিকে ক্ষমতা আর স্বার্থলোভী মানুষের আস্ফালন। বিষাদ ময় এই পৃথিবীতে একজন হ্যাপি প্রিন্সের সত্যিই আজ অনেক দরকার। যে তার আশ্চর্য শক্তি দিয়ে শান্তি ফিরিয়ে আনবে পৃথিবীতে। দাদা অনেক ভালো লাগলো কবিতাটি।❤️👍

Loading...

চমৎকার কবিতা, দুঃখের কথা এবং আন্তরিকতা

ছোট্ট সোয়ালো আপন সাথীদের ছেড়ে নিজেকে যেভাবে বিসর্জন দিয়েছিল সুখী রাজকুমারের তরে, এটাই তো ভালোবাসা।
সুখী রাজকুমার হয়তো আবার কাঁদবে, হয়তো ছোট্ট সোয়ালোকে আবার পাশে পাবে।
হয়তো আবার বিলিয়ে দিবে আপন দেহটাকে, পুরো দুনিয়ার তরে।

দাদা আপনার এই কবিতার দ্বিতীয় সিকুয়েন্স চাই।

যেখানে সুখী রাজকুমার আবার চোখ মেলে চাইবে। দেখবে পৃথিবীর মুখ।

মিটাবে তার অতৃপ্ত হৃদয় মিটিয়ে সকলের দুঃখ।

হুঁ, লেখাই যায় । তবে প্রায় কেউই অস্কার ওয়াইল্ডের "হ্যাপি প্রিন্স" পড়েনি , ফলে কবিতাটি বুঝতে পারবে কি সবাই ? এটাই সংশয় আমার মনে ।

সেটা ঠিক বলেছেন দাদা।

তবে আপনার এই কবিতাটা পড়ে অনেকটাই আবেগাপ্লুত হয়ে গেছিলাম। কারণ শুধু মনে হচ্ছিল যদি হ্যাপি প্রিন্স আর সেই ছোট্ট সোয়ালো আবার ফিরে আসত, তবে সেটা অনেক বেশি সুখকর হতো। আর সেটা আপনার কবিতার মধ্য দিয়েই যদি হতো...........!!

সরি দাদা, আমার ভুলে চাপ পরে গিয়েছে।

  ·  3 years ago (edited)

হ্যাপি প্রিন্স আবার তুমি ফিরে এসো,
তোমার ওই হৃদয়, ভালোবাসায় পূর্ন যে হৃদয়,
তার তো কোনো বিনাশ নেই ।
আবার আমাকে তোমার সাথী করো ।

চমৎকার কবিতার লেখনি ফুটিয়ে তুলেছেন দাদা আপনি। প্রত্যেকটা লাইনের ভাবাঅর্থ গুলো খুব সুন্দর ছিল ।যেভাবে আপনি আপনার লেখনি কবিতার মাধ্যমে আমাদের কাছে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাতে মুগ্ধ হলাল দাদা ।সব সময়ই আপনার কবিতা গুলো মনমুগ্ধ কর হয় ।ধন্যবাদ দাদা সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

কবিতাটার সামগ্রিক অর্থ আমার বোধগম্যের উর্ধে। তবে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন মনে একটা ছাপ রেখে যাচ্ছে। কতকাল পরে কারো কাছে ফিরে আসা কাউকে কাছে চাওয়া। দারুণ দাদা।

দাদা আপনার কবিতাটি অসাধারণ পড়তে লাগছে।পড়তে অনেক ভালো লাগছে।আপনি অনেক বার হ্যাপি প্রিন্সে হতে চেয়েছেন।ধন্যবাদ দাদা।এতে সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

হ্যাপি প্রিন্স, তুমি এখন কোথায় ?
আমি তোমার সেই ছোট্টটি সোয়ালো,
আবার এসেছি ফিরে, দেখো চেয়ে ।
কতকাল, কতযুগ আগে অস্কার ওয়াইল্ডের লেখনীতে,
প্রাণ ফিরে পেয়েছিলুম দু'জনায় ।

দাদা কবিতাটি অনেক বেশি ভালো লেগেছে। তবে যদি এর কাহিনী জেনে বুঝতে পারতাম আরো বেশি ভালো লাগতো। আমার এই কবিতার কাহিনী সম্পর্কে ধারনা নেই৷ তবে জানতে দেরি করবো না। ধন্যবাদ দাদা।

হ্যাপি প্রিন্স আবার তুমি ফিরে এসো,
তোমার ওই হৃদয়, ভালোবাসায় পূর্ন যে হৃদয়,
তার তো কোনো বিনাশ নেই ।
আবার আমাকে তোমার সাথী করো।

কবিতায় প্রকাশ পেয়েছে অপেক্ষার প্রহরের দিনগুলির কথা আমার কাছে এই উপরোক্তি চরণগুলি খুবই ভালো লেগেছে।

very deep poem, and very true, there is a lot of lack of love in the world

পৃথিবী আজ স্নেহ-মমতাশূন্য, যেন রাক্ষসপুরী;
তোমায় আজি বড়ই দরকার, ওগো হ্যাপি প্রিন্স ।
ফিরে এসো, আবার দু'জনে নিজেদের হৃদয় করি উৎসর্গ

কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কবিতা। সত্যিই অসাধারণ আমার খুবই ভালো লেগেছে। সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদা আপনার লিখনিটা ছিলো জাস্ট অসাধারণ। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার এই কবিতা টি।কি সুন্দর ছন্দের মিল অলংকার উপমায় লাইন গুলো অসাধারণ ভাবে ফুটে তুলেছেন দাদা।কবিতার ভাষা গুলো আবেগে ভরপুর আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি দাদা। আপনি ও যেমন কবিতা লিখতে পারেন বৌদি ও তেমন নি কবিতা লিখতে পারেন কেউ কাউকে হাড় মানাতে পরবেন না।দাদা সত্যি আপনার ও বৌদির লেখা কবিতা আমার বার বার পড়তে ইচ্ছে করে। সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দাদা। আপনার ও বৌদির জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল।

Very nice

বাহ দারুণ এক কবিতা লিখলেন দাদা। খুব সুন্দর হয়েছে কবিতাটি। যদিও আমি কবিতার মূলভাব ছাড়া কবিতার মানে খুব কমই বুঝি। তাও মনে হচ্ছে অনেক ভালো এক কবিতা এটি।

দাদা আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। আসলে দাদা আপনার প্রত্যেকটা কবিতায় অসাধারণ হয়।আপনার প্রত্যেকটা কবিতা নির্দিষ্ট কোন মানে থাকেই।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য।

Nice work …

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

আমি এই রকম একটা গল্প পড়েছিলাম, যেখানে পাখি তার নিজের ভালোবাসা বোঝানের জন্য শেষমেষ নিজের বুকের রক্ত দিয়ে সাদা গোলাপকে রাঙ্গিয়ে দিয়েছিল। কবিতাটি ভালোই লিখেছেন ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

দাদা যখন আপনার কবিতা পড়ি তখন মনে হয় যেন আমাদের জন্য স্পেশাল একটা গিফট। মনে হয় যে কেউ আমাদের প্রিয় একজন আমাদের জন্য স্পেশাল একটা গিফট দিয়েছে। সত্যি অসাধারণ ছিল প্রশংসা না করে পারছি না। প্রত্যেকটা লাইনে ছিল খুবই মূল্যবান। দাদা আপনার কবিতা থেকে আমি এই লাইনগুলো চয়েস করলাম, তবে প্রতিটা লাইনে ছিল আমার কাছে অনেক দামী।

পৃথিবী আজ স্নেহ-মমতাশূন্য, যেন রাক্ষসপুরী;
তোমায় আজি বড়ই দরকার, ওগো হ্যাপি প্রিন্স ।
ফিরে এসো, আবার দু'জনে নিজেদের হৃদয় করি উৎসর্গ,
নিষ্ঠুর ধরার এই দুঃখী মানবের তরে ।

এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

পৃথিবী আজ স্নেহ-মমতাশূন্য, যেন রাক্ষসপুরী;
তোমায় আজি বড়ই দরকার, ওগো হ্যাপি প্রিন্স ।
ফিরে এসো, আবার দু'জনে নিজেদের হৃদয় করি উৎসর্গ,
নিষ্ঠুর ধরার এই দুঃখী মানবের তরে ।

আপনার কবিতারগুলোর অন্যতম একটা আকর্ষন হলো আপনি একই ধাঁচের কবিতা শেয়ার করেন না। প্রতিটি কবিতার মাঝে একটা ভিন্নতা থাকে। আজকের কবিতাটিতে দারুণভাবে বর্তমান বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। দারুণ লিখেছেন দাদা ।

বাহ,খুব সুন্দর কবিতা।কবিতা পড়ে যতদূর মনে হচ্ছে এটি একটি প্রিন্স ও সোয়ালোর গল্প ।সত্যিই বারবার জন্ম হোক প্রিন্স ও সোয়ালোর মতো মানুষের।যারা গরিব ও দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াবে।মানবতার কবিতাটি পড়ে ভালো লাগলো, জানতে পারলাম মহান মানুষের সম্পর্কে।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।

আমার এই প্রিন্সেস সোয়ালোর ঘটনাটি জানা নেই।তাই আপনার কবিতা পড়ে একটু বুঝলেও সব ব্যাপারগুলো পরিষ্কার নয় দাদা।আগে এই প্রিন্সেস সম্পর্কে জানতে হবে এরপর কবিতার পারফেক্ট মানেটি বুঝবো।কবিতার লেখনিতে বুঝা যাচ্ছে প্রিন্সেস ছিলো বেশ হেপি।

দাদা আপনিও তো অনেক কিছুই বিলিয়ে দিয়েছেন আমাদের মাঝে। এমন টা কতজন করে।এই মানবতাহীন রাক্ষসপুরীর পৃথিবীতে।

পৃথিবী আজ মানবতাহীন, এক রাজ্য যেন স্নেহ মমতাশূন্য
দাদা আপনাকে পেয়েছি বলে মনে হয় করেছি অনেক পুণ্য

হ্যাপি প্রিন্স ছোট্ট গল্পটা আমাদের কে অনেক শিক্ষা দেয় কিন্তু আমরা সেটা বুঝেও না বোঝার ভান করি। দাদা আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন । শুভেচ্ছা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



যেদিন সব বিলিয়ে তুমি নিঃস্ব হলে,
সেদিন এই ছোট্ট সোয়ালো,
তার ছোট্ট হৃদয়ের সকল রক্ত নিমেষে শূন্য করে,
তুষার-শীতল মৃত্যুকে নিলো বরণ করে ।

অসাধারণ লিখেছেন দাদা। আপনার কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুণভাবে এই কবিতা লিখে আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভালো লেগেছে।হ্যাপি প্রিন্সের সোয়ালো হন এই প্রত্যাশা করছি দাদা। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ♥️♥️♥️♥️

আপনি এমন এক মানুষ দাদা যিনি সবসময় শুধু মানবের তরেই উৎসর্গ হতে চান।এইটাই একজন ভালো মনের ব্যাক্তির উদাহরণ।আপনার মতো ব্যাক্তি আজকাল আমি দেখিনা।কবিতা আমি সবসময় কম বুঝি, কিন্তু পড়তে ভালো লাগে আমার।

প্রিন্সেস অস্কার ওয়াইল্ডের হ্যাপি প্রিন্স উপন্যাস টি অবলম্বনে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। বিশেষ করে কবিতার এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

পৃথিবী আজ স্নেহ-মমতাশূন্য, যেন রাক্ষসপুরী;
তোমায় আজি বড়ই দরকার, ওগো হ্যাপি প্রিন্স ।
ফিরে এসো, আবার দু'জনে নিজেদের হৃদয় করি উৎসর্গ,
নিষ্ঠুর ধরার এই দুঃখী মানবের তরে ।

শুভকামনা রইল আপনার জন্য।

অস্কার ওয়াইল্ডের এই উপন্যাসটি পড়া হয়নি কিন্তু আপনার কবিতার মাধ্যমে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে। চমৎকার ভাবগাম্ভীর্যপূর্ণ লেখনি।