অপেক্ষায় কাটে দিন, কাটে রাত

in hive-129948 •  3 years ago 


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "অপেক্ষায় কাটে দিন, কাটে রাত"


💕
একটি দিন শেষে নামে
গাঢ় অন্ধকার একটি রাত ।
একটি রাতের শেষে সূচনা হয়
আরো একটি দিনের ।

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না ।

প্রভাত-সূর্য্যের সোনালী কিরণ,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর ।
তার পরশে উত্তাপ ছড়ায় এ হৃদয়,
নতুন আশা স্বপ্ন দেখায় ।

তারপর যত সময় যায়,
শীতল হতে থাকে আমার হৃদয় ।
পাখির ডানায় যখন বিকেলের মরা রোদ,
ফিকে হয়ে আসে আমার আশা, শীত ঘুমে যায় হৃদয় ।

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না ।

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

শুধু তোমারই জন্য।
💘


♡ ♥💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার কবিতা।কবিতায় কবির প্রতীক্ষায় প্রতিটা প্রহর কাটে ।দিনের পর দিন কেটে যায় তবুও অপেক্ষার শেষ হয় না।একটি দিন শেষ শেষ নতুন দিন শুরু হয়, আর নতুন দিনকে সামনে রেখে কবি নতুন স্বপ্নে বিভোর হয়ে যান।এভাবে কখনো কখনো রাত শেষ হয়ে যায় কবির না ঘুমিয়ে।শুধু তার একান্ত প্রিয়জনের জন্য অপেক্ষা শেষ হয় না।নীরবে ও অভিমানে পথ চেয়ে বসে থাকেন তার আসার প্রতীক্ষায়।দারুণ লেখনি দাদা।ধন্যবাদ আপনাকে।

দাদা আপনার অপেক্ষায় কাটে দিন, কাটে রাত কবিতাটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে। প্রতিটি লাইন সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করলেও এর গভীরতা অনেক বেশি।

একটি দিন শেষে নামে
গাঢ় অন্ধকার একটি রাত ।
একটি রাতের শেষে সূচনা হয়
আরো একটি দিনের ।

এই লাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। একটি সুসময় পার করেই পরেই কিন্তু একটি দুঃখের সময় পার করতে হয়। যদি দুঃখের সময়ে হায় হুতাশ না হয়ে আরো বেশি পরিশ্রমী হওয়া যায় পরের দিনটি সুখকর হয় আগের তুলনায়।

দাদা আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতাটি লিখেছেন। অপেক্ষায় কাটে দিন কাটে রাত, আমার কবিতাটি খুবই ভালো লেগেছে। কবিতার এই অংশটি আমার বেশি ভাল লেগেছে।

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না ।

আসলেই অপেক্ষার দিনগুলো কাটতে চায়না। অপেক্ষা খুবই কঠিন কাজ। অপেক্ষা দিনগুলো সহজে ফুরিয়ে যায় না। আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না ।

দাদা আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি সব সময় সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেন এটি বলার অপেক্ষা রাখে না। আপনার লেখার জাদু আমাকে মুগ্ধ করে। আপনার লেখার মাঝে এক অদ্ভুত জাদু রয়েছে দাদা। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার হৃদয়ের কোণে জায়গা করে নিয়েছে। কারো প্রতীক্ষায় বসে থাকা খুবই কষ্টের। প্রতীক্ষার প্রহর গোনা অনেক কষ্টকর। যদিও আমরা জানি অপেক্ষার প্রহর অনেক কষ্টের তবুও আমরা প্রিয় ভালোবাসার মানুষটির জন্য দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুম ভাবে রাত কাটিয়ে অপেক্ষার প্রহর গুনি। একটি দিন শেষ হয়ে যখন রাত নেমে আসে তখনও আমরা অপেক্ষায় থাকি সেই প্রিয় মানুষটির জন্য। আবার সময়ের সাথে সাথে যখন রাতের অন্ধকার শেষ হয়ে ভোরের আলো ফুটে ওঠে তখনও আমাদের মাঝে নতুন আশার সঞ্চার হয় হয়তো সে ফিরে আসবে। এভাবে প্রতিটি মুহূর্তে আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। হয়তো সেটা শুধুই স্বপ্ন। এভাবেই কেটে যায় প্রহরের পর প্রহর "শুধু তুমি আসো না"। হয়তো এই প্রতীক্ষার অবসান কখনোই হবে না। অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

এগুলো খুব ভালো লেগেছে দাদা,এই লাইনগুলো।পুরো কবিতাটাই অসাধারণ তাতে সন্দেহ নেই তবে এই লাইনগুলো অসম্ভব ভালো।প্রতিটা শব্দে যেনো অনেক গুলো কাহিনী আছে।

অসাধারণ একটি প্রেমের কবিতা লিখেছেন ।খুবই ভালো লেগেছে আমার কবিতাটি ।প্রতীক্ষার প্রহর যেন শেষ হয়না ।অপেক্ষার পর অপেক্ষা করতে হয় ।খুব সুন্দর লিখেছেন দাদা ।আমার কাছে আপনার লেখাটা অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না ।

করুন অপেক্ষা । তবে বাস্তবতায় এমনটাই হচ্ছে আজকাল। সুন্দর লিখেছেন ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

প্রভাত-সূর্য্যের সোনালী কিরণ,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর ।
তার পরশে উত্তাপ ছড়ায় এ হৃদয়,
নতুন আশা স্বপ্ন দেখায় ।

আহা কি মিষ্টি কবিতা, যেন শীতের সকালের কুয়াশায় হাঁটা মিষ্টির অনুভূতির ছোঁয়া। হৃদয়ের ভিতরের উষ্ণতা ছড়ানো প্রেমের হালকা শীতের অনুভূতি, স্বপ্ন ছোঁয়ার আবেগ নিয়ে ভেসে বেড়ায় নিবানিশি। ধন্যবাদ দাদা খুব সুন্দর লিখেছেন কবিতাটি, ভালো লেগেছে পড়ে।

দিনের শেষে রাত্রি আসে
রাতের শেষে দিন
তোমার অপেক্ষায় বুকের ভেতর
করছে চিনচিন,,

শীতঘুমে বিভোর আমি
কাঁদে আমার মন,
তোমার অপেক্ষায় চাতক হয়ে
আছি প্রিয় জন।

বেদনা ভরা কাল রাত্রি
নির্ঘুম এই রাতে
আসবে ফিরে আবার তুমি
হয়তো প্রভাতে।।

আশায় আশায় চেয়ে আছি
তোমার পথপানে
কবে এসে ডাকবে তুমি
প্রভু'ইতা জানে।

নিরব অভিমানে আজও
কাঁদে আমার মন
ফিরে এসো এসো তুমি
ওগো প্রিয় জন♥♥

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

শুধু তোমারই জন্য।

চমৎকার দাদা চমৎকার। ভাষাহীন একটি কবিতা লিখেছেন দাদা। আজকে আপনার কবিতা পড়ে বাক্ রুদ্ধ হয়েগেলাম আমি।💜

তারপর যত সময় যায়,
শীতল হতে থাকে আমার হৃদয় ।
পাখির ডানায় যখন বিকেলের মরা রোদ,
ফিকে হয়ে আসে আমার আশা, শীত ঘুমে যায় হৃদয় ।

অপেক্ষা হলো নীরব হাসি- কান্নার এক কঠিন নির্ঘন্ট । যার প্রতিটি মুহুর্ত কে মনে হয় একেক টি দিন।দিন কে মনে হয় মাষ,আর মাষকে মনে হয় বছর। আর বেদনার হলে মনে হয় সারাজীবন।

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না ।

আমাদের জীবনের সবথেকে বেদনাময় দিক হচ্ছে অপেক্ষা করা ।কোন প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা সত্যি কষ্টকর। অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না । যত অল্প সময় হোক অপেক্ষা সব সময় দীর্ঘ মনে হয়। আপনার কবিতার প্রতিটি লাইন এক প্রেমময় মনের অপেক্ষমান অবস্থার কথা বলা হচ্ছে ।তার ভেতরে সকল আকুতি-মিনতি ফুটে উঠেছে। আপনি প্রত্যেকটি কবিতা এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন সাথে আপনার মনের অনুভূতি গুলো প্রতিটি লাইনে লাইনে লিপিবদ্ধ করেন তা সত্যিই অসাধারণ। আপনার প্রতিটি কবিতা পড়ি আর মত হয়ে তাকায় কত সুন্দর করে আপনি রচনা করেন কবিতা। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য।

দাদা আপনার কবিতা নিয়ে কিছু বলার সাহস বা ভাষা আমার জানা নেই। শুধু এটুকুই বলবো আপনার মত লিখতে চাই কিভাবে লিখব ঠিক সেই বিষয়টি চিন্তা করি এবং আপনার কবিতাটি বারবার পড়ি।

চায়ে চুমুক দিতে দিতে আপনার কবিতা পড়লাম দাদা। কবিতা দেখেই মনে হচ্ছে এটা বৌদিকে ভেবে লেখা। যদিও আমার অপেক্ষা করার মানুষ নেই তবে দাদা শুনেছি মৃত্যু থেকেও নাকি অপেক্ষা করা কষ্টদায়ক। জানি না ব্যাপারটা কতটা সত্যি। তবে নিঃসন্দেহ বলবো দাদা আপনার চিন্তাধারা আর কবিতার ছন্দ অসাধারন ভাবে মিলান।

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

এই লাইনটি খুব ভালো লাছে আমার কাছে।পুরো কবিতা পড়ে মনে হলো পুরোটাই একদম সাজানো লেখা যে কারো মন কেড়ে নিতে সক্ষম।

শুধু তোমারই জন্য শিরোনামে গত মাসের দিকে সুন্দর একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতার মত এই কবিতাটিও অনেক ভালো লেগেছে।

তোমার জন্য বসে থাকি অপেক্ষায় রাত্রি নিশিতে কেবল তুমি আসবে বলে এবং শুধু তোমারই জন্য। কথাগুলো অসাধারন ও দারুন।

বাহ কি চমৎকার দাদা অসাধারণ হয়েছে আপনার কবিতাটি প্রত্যেকবার নতুন নতুন কবিতা আমাদেরকে আপনি উপহার দিচ্ছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এবং আপনার জন্য শুভকামনা রইল।

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না ।

দারুন একটি কবিতা লিখেছেন দাদা অপেক্ষায় কাটে দিন, কাটে রাত। পড়ে অনেক বেশি ভালো লাগো। এই লাইন গুলো আমার ভিশন পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

দাদা আপনার কবিতা গুলো অনেক অনেক মন জুড়িয়ে দেয়। তাই আপনার কবিতাগুলো ভাষা বলে বুঝাতে পারব না। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে দাদা।

আসলেই অপেক্ষার দিনগুলো কাটতে চায়না। অপেক্ষা খুবই কঠিন কাজ। আরো অনেক সুন্দর কবিতা লিখেছেন অসাধারণ হয়েছে। আপনার প্রত্যেকটি কবিতায় অসাধারণ হয় দাদা কি আর বলবো। সব মিলিয়ে কবিতা টা জোস ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সবার মাঝে শেয়ার করে তুলে ধরার জন্য।

চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন দাদা। সত্যি আপনার কবিতাগুলো অসাধারণ হয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

কবিতা :
গানের কথা
'কারণ তুমি আমাকে মনে কর
আমি স্বর্গ থেকে লক করা হয়েছে
খুব দীর্ঘ জন্য, খুব দীর্ঘ জন্য
হ্যাঁ, আপনি আমার মত মনে করা
আমি স্বর্গ থেকে লক করা হয়েছে
খুব দীর্ঘ জন্য, খুব দীর্ঘ জন্য
আমি স্বর্গ থেকে লক করা হয়েছে
স্বর্গ থেকে লক করা হয়েছে
'কারণ তুমি আমাকে মনে কর
আমি স্বর্গ থেকে লক করা হয়েছে
খুব দীর্ঘ জন্য, খুব দীর্ঘ জন্য
হ্যাঁ, আপনি আমার মত মনে করা
আমি স্বর্গ থেকে লক করা হয়েছে
খুব দীর্ঘ জন্য, খুব দীর্ঘ জন্য
আমি স্বর্গ থেকে লক করা হয়েছে
আমি স্বর্গ থেকে লক করা হয়েছে
স্বর্গ থেকে লক করা হয়েছে
আমি স্বর্গ থেকে লক করা হয়েছে
স্বর্গ থেকে লক করা হয়েছে
স্বর্গ থেকে লক করা হয়েছে

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না ।

অপেক্ষার মতো কঠিন সময় নেই, সেই অপেক্ষা যদি হয় প্রিয় মানুষের জন্য। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষার সময় খুবই ধীরগতির হয়। সময় যেন কাটে না। আপনার প্রতিটি কবিতা আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদেত উপহার দেওয়ার জন্য।

দাদা আপনার সব গুলো কবিতায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
অপেক্ষায় কাটে দিন, কাটে রাত কবিতাটা আমার জীবনের সাথে মিলে গেছে একদম।

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না ।

দাদা বিশেষ করে এই জায়গা টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর আমার সাথেও মিলে গেছে।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো দাদা।

আপনাদের কি কোন গ্রুপ আছে। আমি নতুন কেউ যদি সাহায্য করতেন খুশি হতাম।

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না

সত্যিই অপেক্ষা জিনিসটা খুবই কষ্টকর। একটা মানুষ একটা মানুষকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করে সে জানে তাকে পাবো না জেনেও তার জন্য অপেক্ষা করে। যে কতটা কষ্ট করে সেই মানুষটাই বোঝে আসলে আমাদের কমবেশি সকলের মনে ভালবাসা আছে আমাদের সকল ভালোবাসা পূর্ণতা পায় নাই তাই অপেক্ষা বড়ই একটি কষ্টকর মুহূর্ত

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি

দাদা আসাধারন একটি কবিতা উপহার দিলে আপনি। এই কবিতার তুলনা হয় না।
কবিতাটি পড়ে মনে দোলা দিয়ে গেল। মনে পড়ে গেল সেই পুরনো কথা। সীমাহীন সেই প্রতীক্ষা। ধন্যবাদ আপনাকে।

ওয়াও দাদা কবিতা তো নয় যেন মধুর বাণী, যতই পড়ি যতই শুনি শুধু ভালোই লাগে। আপনার প্রতিটি কবিতার অর্থ খুবই কঠিন এবং কি বাস্তব বিশ্লেষণ করলে নিজের জীবনের সাথে অনেকটাই মিলে যায়। কারণ আপনি হয়তো লিখেছেন কবিতা কিন্তু সেগুলো মানুষের জীবনের কথা।

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না।

আপনার কবিতার এই লাইন গুলো বলে দিচ্ছে আশায় বুক বেঁধে কত রাত নির্ঘুম কাটিয়েছি তা কল্পনার বাহিরে। তবুও আশা ছাড়েনি আশা বুকে নিয়ে বেঁচে আছি। অপেক্ষার প্রহর যেন শেষ হয়না। কোথায় আছে, মৃত্যু যন্ত্রণা চেয়েও অপেক্ষার যন্ত্রনায় অনেক কঠিন, দাদা আমাদেরকে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য আপনার প্রতি ভালোবাসা অবিরাম।

প্রভাত-সূর্য্যের সোনালী কিরণ,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর ।
তার পরশে উত্তাপ ছড়ায় এ হৃদয়,
নতুন আশা স্বপ্ন দেখায় ।

দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন দাদা। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে দাদা। দাদা আপনি একদম ঠিক বলেছেন প্রভাতের সোনালী কিরণ নতুন স্বপ্নের সৃষ্টি করে। প্রভাতের সোনালী কিরণের সাথে সাথে বুকের মধ্যে নতুন আশা জাগ্রত হয়। আমরা নতুন ভাবে স্বপ্ন দেখি। হয়তো তাকে ফিরে পাওয়ার আশা। অপেক্ষায় থাকি সেই সোনালী শুভক্ষণের। কখন সে আসবে ফিরে। হয়তো আর আসবেনা কখনো তবুও আমরা আশায় বুক বাঁধি। কথায় আছে মানুষ বাঁচে আশায়। আমাদের মধ্যে যদি নতুন আশার সঞ্চার না হয় তাহলে আমরা বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলবো। নতুন আশার সঞ্চার হলো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। অনুপ্রেরণা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারেনা। নতুন আশার সঞ্চার ও অনুপ্রেরনায় প্রিয়জনের প্রতীক্ষায় সময় কাটাতে চাই। দারুন একটি কবিতা আমাদের সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে দাদা।

অপেক্ষা আসলে কারো পছন্দনীয় না কিন্তু সেই অপেক্ষা যদি হয় কোন প্রিয় মানুষের তখন অপেক্ষার প্রতিটি মুহূর্ত কেউ অপরূপ লাগে। অপেক্ষার মধ্যে প্রিয় মানুষের ভালবাসাটাকে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি ভাইয়া।

বাহ দাদা আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। একটি সারাদিনকে ঘিরে আপনি কবিতাটি উপস্থাপন করেছেন। আমাদের সারাদিনের কার্জকমের কথা ফুটে উঠেছে।
অসংখ্য ধন্যবাদ দাদা,,❤️❤️

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

শ্রদ্ধেয় দাদা আপনার লেখা কবিতাটি অসাধারণ ।হয়েছে। বিশেষ করে নিচের লাইন গুলো খুবই দুর্দান্ত হয়েছে। প্রতিটি লাইনের খুব চমৎকার মিল রয়েছে। এত সুন্দর কবিতা পোস্ট করার জন্য দাদা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।

নিজের জীবনের বাস্তবতা ফুটে উঠতো আপনার কবিতার মধ্যে।

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না ।

আমার কাছে খুবই ভালো লেগেছে এই লেখেনি টুকু। এতো সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।😍😍

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না ।

তুমি এলেনা বলতে এমন একটি মনের আবেগ হতাশা ব্যক্ত হয়েছে,যেখানে মনের সমস্ত ভালোবাসা নিয়ে এসে চেয়ে থাকা একজনের পানে। যার জন্য চেয়ে থাকে,তার কোন সাড়া বা আবির্ভাব নেই। কিন্তু তারই প্রতীক্ষায় কেটে যায় দিন ও রাত। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। ভালোবাসার অনুভূতিকে সামাল দেওয়া বড়ই কঠিন যদি না ভালোবাসার মানুষটি পাশে থাকে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



"প্রভাত-সূর্যের সোনালী কিরণ,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর।
তার পরশে উত্তাপ ছড়ায় এ হৃদয়,
নতুন আশা স্বপ্ন দেখায়।"

দাদা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে কবিতার উপরের এই চরণ গুলো অসাধারণ ছিল। সূর্যের সোনালী কিরণ প্রেমিকের মনে দিনে দিনে আশার আলো জাগায়। আসলে প্রিয়জনের জন্য অপেক্ষা করাটা সব থেকে কঠিন একটি কাজ। "সে" যে কবে আসবে এ কথা চিন্তা করে প্রহর গুনার মধ্যে রয়েছে অফুরন্ত ভালোবাসার ছোঁয়া। খুব সুন্দর কবিতা লিখেছেন দাদা। শুভকামনা রইল আপনার জন্য।

অসাধারণ লিখেছেন দাদা।আসলে সবার ই কারো কারো জন্য একটা নির্দিষ্ট সময় থাকে তার প্রিয় মানুষটার জন্য অপেক্ষায় থাক্তে।সবার মনের ভিতরে কারো জন্য ভালবাসা থাকে কারো জন্য।সে কখন আসবে মনের এই যে সপ্নটা এইটা আপনি নিজের মতো করে এই কবিতার মাধ্যমে ফুটে তুলেছেন।খুব ভাল লাগলো দাদা।

অনেক সুন্দর হয়েছে কবিতাটি দাদা।অনেক অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে কত যে কথা উল্লেখ করে দিলেন, মন ছুয়ে যায়। অনেক সুন্দর ছিল আজকের কবিতা৷ অনেক ধন্যবাদ আপনাকে দাদা,এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবেই কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনি কবিতাটি সত্যিই অনেক বাস্তবতা নিয়ে লিখেছেন। অপেক্ষার দিনগুলো সহজে কাটতে চায় না। তবুও প্রিয় জনের আশায় অপেক্ষা করতে ভালো লাগে। যদি সে আসবে। আপনার কবিতাটা অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না

দাদা কবিতাটা এককথায় অসাধারণ হয়েছে।অপেক্ষার প্রহরগুলো আসলে অনেক দীর্ঘ মনে হয়।প্রতীক্ষায় যদি থাকা হয় তাহলে মনে হয় সময়টার কাটতে চায়না। আপনার পুরো কবিতাটা খুব সুন্দর হয়েছে। কিন্তু এই লাইন দুটো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ।

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।

ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য।

আপনার লেখা কবিতা আমার কাছে খুব ভালো লেগেছে। কবিতায় বেশ ছন্দের মিল আছে সেই সাথে গঠনমূলক বাক্যের মাধ্যমে সুন্দর ভাবে কবিতা শেষ করেছেন। আপনার কবিতা লেখার ক্ষমতা আমাদের সাথে শেয়ার করেছেন এবং দারুন একটি কবিতা শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা 💚

좋아... 나는 당신의 추종자 중 하나입니다, 나를 따르십시오

খুব সুন্দর কবিতা, সব কেটে যাক

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি

দাদা আপনার কবিতাটি সত্যি অসাধারণ। আপনি খুবই সুন্দর হবে কবিতা লিখেছেন। আসলেই অপেক্ষায় দিনগুলো সহজে কাটতে চায় না। তার উপরে অপেক্ষা করতে হয়। প্রিয় জনের আশায় দিনে পর দিন অপেক্ষা করা যায়। খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতাটা অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

আপনার কবিতাগুলো পরে সব সময় মন ভালো হয়ে যায় ।কবিতাগুলোর প্রতিটি চরন আমার অন্তরে জায়গা করে নিয়েছে ।

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।
শুধু তোমারই জন্য।

এভাবেই প্রতিক্ষায় থাকি তার জন্য ।আসবেনা হয়তো ।তবুও আশা ও ভয়ের মাঝে আছি অপেক্ষার প্রহর নিয়ে ।
ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো সুন্দর দিল বেহালানো কবিতা শেয়ার করার জন্য ।

  • দাদা আপনার সবগুলো কবিতা আমার অনেক ভালো লাগে। বিশেষ করে এ কবিতাটি আমার অনেক অনেক ভালো লেগেছে। দাদা আপনার লেখার ভিতরে একদম বাস্তব কাহিনী ফুটে উঠে। যা আমার অনেক ভালো লাগে। এই কবিতাটিতে অপেক্ষা করার বিষয়বস্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এককথায় আপনার কবিতা আমার অনেক ভালো লেগেছে।আমাদের সকলের সাথে এরকম একটি সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ।

অপেক্ষার প্রহর যেন শেষ হয় না ।

যারা প্রতিক্ষায় বসে থাকে তারাই জানে কতটা কষ্ট । দারুন লিখেছেন দাদা কবিতা টি । হৃদয় নিংড়ানো কথা গুলো বোঝা যায়। ধন্যবাদ ।

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি
এই লাইনগুলোর কথা বারবার ভাবছি। একটা কবিতার ভাষা এতো সুন্দর হতে পারে সেটা এই কবিতা না পড়লে বুঝতাম না। ভালোবাসা অভিমান একই সুত্রে গাঁথা। তবে অভিমানের খেয়ায় ভালোবাসা কে হারিয়ে যেতে দেয়া যাবেনা। অপেক্ষায় থাকতে হয়। ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে রাখার জন্য।

আপনার কবিতাটি পড়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি। অপেক্ষায় কাটে দিন কাটে রাত। এই কবিতার মাধ্যমে আপনি অপেক্ষার প্রহরগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার কবিতাটি আমার খুবই ভালো লাগে। আসলে প্রিয় জনের আশায় অপেক্ষা করা যায়, অপেক্ষা সবচাইতে কঠিন কাজ, আমার কাছে মনে হয়। তবে যদি আশা থাকে যে প্রিয় জন ফিরে আসবে, তাহলে অপেক্ষা করতে ভালো লাগে। আপনার এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই অংশটুকু আমার বেশি ভাল লেগেছে।

প্রভাত-সূর্য্যের সোনালী কিরণ,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর ।
তার পরশে উত্তাপ ছড়ায় এ হৃদয়,
নতুন আশা স্বপ্ন দেখায় ।

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

শুধু তোমারই জন্য।

ওয়াও দাদা খুবই সুন্দর রোমান্টিক একটি কবিতা উপহার দিয়েছেন আমাদের। কবিতাটি কয়েকবার পড়লাম তারপর মন ভরল না কি অসাধারণ কবিতা। প্রিয় মানুষের জন্য অন্তহীন প্রতীক্ষা করা অনেক ধৈর্যের বিষয়। তারপরও প্রিয় মানুষ বলে কথা তার জন্য তো অপেক্ষা করতেই হবে। দাদা কবিতাটি পড়ে খুবই খুবই ভালো লাগলো। দাদা আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।