স্বাগতার বিয়ের রিসেপশনের ফোটোগ্রাফি - পর্ব ০২

in hive-129948 •  last year 

Wedding Reception -এ বেশ কয়েকটি মজার ঘটনা ঘটেছিলো । এর মধ্যে ছিল কিছু গেস্টদের main course খাওয়ার পরে আবার স্টার্টার আইটেম নেওয়া, কেউ শুরুই করেছিল মেইন কোর্স দিয়ে, কেউ স্টার্টার-মেইন কোর্স-স্টার্টার-মেইন কোর্স, অর্থাৎ দু'বার করে সবগুলো টেস্ট করেছিলেন । হলঘরে একটা বড় স্টেজ করা হয়েছিল, পাশাপাশি আরো একটা হলঘর এবং দোতলায় খাওয়ার জায়গায় একটা স্টেজ করা হয়েছিল, কিন্তু, এই সব জায়গায় একজন গেস্টও যাননি কখনো ।

এছাড়াও সরোবরের ঠিক মধ্যে ভাসমান স্টেজ করা হয়েছিল সবুজ গ্রাস গালিচা আর সোফা-টোফা দিয়ে, সেখানেও কেউ যাননি । সব চাইতে মজার ব্যাপার ছিল এই রিসোর্টে এনজয়মেন্ট এর জন্য অনেকগুলো দোতলা সমান উঁচু ভিউ পয়েন্ট ছিল, সেখানে সেলফি স্টেজ করা হয়েছিল মোট ৩ টে । সেখানে নাকি ভয়েতে অনেকে যাননি । ভেবেছেন ওটা বোধ হয় রিসোর্ট এর অফিস ।

আর মজা হয়েছিল বেনারসি পানওয়ালার স্টলে । রাজস্থানি জরির ড্রেস পরে হাতে খোলা তলোয়ার নিয়ে মজার সব অঙ্গভঙ্গি করে গেস্টদের মাতিয়ে রেখেছিলো এই পানওয়ালা । আর ছিলেন এক তরুণ ম্যাজিশিয়ান, নানান মজার সব ম্যাজিক দেখিয়েছিলেনা তিনি অতিথিদের টানা তিন ঘন্টা ধরে ।


রিসেপশনের পার্টিতে স্বাগতা ও আমার ভাইয়ের মূল স্টেজে প্রবেশের মুহূর্ত ।
তারিখ : ২০ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০৮ টা ৩০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আলোর রোশনাই জ্বেলে, বাজি পুড়িয়ে আর জায়ান্ট গ্যাস বেলুন উড়িয়ে লাল গালিচা দিয়ে তারা দু'জনে আসছে ।
তারিখ : ২০ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০৮ টা ৩৫ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


স্টেজের কাছাকাছি এলে জায়ান্ট স্মোকার দিয়ে কৃত্রিম ধোঁয়া তৈরী করা হলো তাদের পথের দু'ধারে ।
তারিখ : ২০ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০৮ টা ৩৫ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


অবশেষে তারা মেইন রিসেপশন স্টেজে ।
তারিখ : ২০ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০৮ টা ৩৫ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


অতঃপর শুরু হলো সদ্য বিবাহিত বর-কনের ফোটোশুট ।
তারিখ : ২০ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০৮ টা ৪০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৫ নভেম্বর ২০২৩

টাস্ক ৪২৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 1c397dfbf41766046458cb04d68e1858cf1f75d1e9cb2bdf9bea4c9a1835b297

টাস্ক ৪২৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথম এবং দ্বিতীয় তলায় এতগুলো স্টেজ করার পরেও সেখানে কোন অতিথিরা গেল না। বেশ মজার একটি কান্ড ঘটে গেল তাহলে দাদা। আপনার লেখা গুলো পড়ে অনেক মজা পেলাম। আসলে মিউজিক গুলো সবাই অনেক সুন্দর করে দেখছিল। তাছাড়া সেখানে ছোট দাদা এবং স্বাগতা বৌদি/দিদিকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন। মনে হচ্ছিল যে আমি সরাসরি সেখানে গিয়ে মুহূর্তগুলো উপভোগ করেছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

দাদা পোস্ট পড়ছিলাম আর নিজেও হাসছিলাম কারণ এত আয়োজন ভয় পাওয়াটাই স্বাভাবিক ।রিসোর্ট এর জায়গা মনে করে অনেকে যায়নি তাহলে আয়োজন করে তো আপনারাই ভুল করে ফেলেছেন দেখছি। দ্বিতীয় পর্বে দাদা এবং দিদির দারুন কিছু ছবি দেখতে পেলাম সত্যি অনেক ভালো লাগলো।

রিসেপশনের ফটোগ্রাফিগুলো দারুন লাগলো দাদা।দুজনকেই খুব প্রানবন্ত লাগছে।সবাই খুব আনন্দ করেছেন আশাকরি।বেশ মজা পেলাম জেনে দোতলা সমান ভিউ করা হলো সেলফি তোলার জন্য কিন্তু কেউ ভয়ে সেখানে যায় ই নি।সব গেস্টদের মাতিয়ে রেখেছিল পানওয়ালা আর তরুণ ম্যাজিশিয়ান।তবে তো সব গেস্ট দারুন মজা করলো। ধন্যবাদ দাদা সুন্দর ফটোগ্রাফির সাথে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

This is truly a very special event and an unforgettable moment. Congratulations to the newlyweds.
Wish you always happy.

Posted using SteemPro Mobile

স্বাগতা দিদির বিয়ের রিসেপশনের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফির বিস্তারিত বিবরণ পড়ে দারুণ লাগলো। তবে অনুষ্ঠানটি অনেক জমজমাট হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে। বেনারসি পান ওয়ালার স্টলে অনেক মজা হয়েছে জেনে বেশ ভালো লাগলো। অতিথিদের টানা তিন ঘন্টা এক তরুণ ম্যাজিক দেখিয়েছিলেন। অনেক আনন্দ হয়েছিল। ছোট দাদা ও দিদিকে বেশ সুন্দর লাগছে।ধন্যবাদ দাদা, স্বাগতা দিদির বিয়ের রিসিপশনের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে
শেয়ার করার জন্য।

বাহ্! রিসিপশনের ফটোগ্রাফি গুলো তো চমৎকার হয়েছে দাদা। এমন জমকালো আয়োজনে দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। সেলফি স্টেজ গুলো তো তাহলে কোনো কাজেই লাগেনি 😂। ছোট দাদা এবং স্বাগতা দিদিকে দেখতে খুব সুন্দর লাগছে। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

তাহলে তো সত্যিই অনেক মজার অনুষ্ঠান হয়েছিল। এত এত আয়োজন করা হয়েছিল কেউ সেগুলো উপভোগ করল না। এমন কি এত সুন্দর সেলফি স্টেজে ও কেউ ভয় যায়নি। তবে সে যাই হোক, আমাদের ছোট দাদা আর স্বাগতা দিদিকে কিন্তু বেশ দারুন লাগছিল। দুজনে মিলে বেশ মাতিয়েছিল মনে হয় অনুষ্ঠানটি। দাদা আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করে অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিয়েছেন। সুন্দর হোক আগামীর পথ চলা ছোট দাদা এবং স্বাগতা দিদির।

Posted using SteemPro Mobile

হুট করে যদি কেউ এত বড় আয়োজন দেখে তাহলে আসলে ভয় পেয়ে যাওয়ারই কথা।
খুবই ভালো লাগলো দাদা আজকে আপনার পোষ্টের মাধ্যমে দাদা এবং দিদির বিয়ের রিসিপশনের ফটোগ্রাফি গুলো দেখে।
এখানে যারা উপস্থিত ছিল সত্যি তারা অনেক ভালো ফিল করেছে। এবং অনেক আনন্দ উদযাপনের মধ্য দিয়ে পার করেছে সময়টা।

Posted using SteemPro Mobile

ওয়াও,, স্বাগতা আপুকে বলিউডের কোন সুপারস্টার মনে হচ্ছে। ছোট দাদাকেও অসাধারণ লাগছে। দুজনকে একসাথে খুবই সুন্দর লাগছে। স্বাগতা আপুর লেহেঙ্গা টা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপুকে একটু বেশি কিউট লাগছে। মজার ঘটনা গুলো পড়ে নিজেই হাসতে লাগলাম। ‌

Posted using SteemPro Mobile

দাদা রিসিপশনের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছিল।সত্যি দুজনকে অনেক মানিয়েছে। আপনারা অনেক আনন্দ করেছেন দেখছি।আসলে দোতলা সমান ভিউ করা হয়েছিল কিন্তু ভয়ে হয়তো সবাই যায়নি। যাইহোক গেস্টরা অনেক মজা করেছে। ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য

এই ছবিগুলো নতুন দেখলাম। এতো সুন্দর লাগছে দুজন কে।💝💝
দুজনের দারুণ মূহুর্তগুলোর কিছুটা দেখতে পেরে ভালো লাগলো দাদা।

পুরো সিনেমার স্টাইলে লাল গালিচায় প্রবেশ দুজনের। খুব ভালো লাগলো দেখে। ম্যাজিশিয়ানের ম্যাজিকও মাতিয়েছিল সবাইকে। দাদা ও দিদিকে মানিয়েছে বেশ 😍। উনাদের দুজনের জন্য দোয়া রইল

বিষয়টি তো সেই অনেকে দেখছি দুইবার করে খেয়েছে একবার স্টার্টার আবার মেইন কোর্স হা হা। আর ঐ জায়গা গুলোতে তাহলে কেউ ভয়েই যায়নি। এটা বেশ লেগেছে আমার কাছে। আর বর কনের ফটোগ্রাফি গুলো সম্পর্কে আর কী বলব দাদা। এককথায় অসাধারণ। দুজন কে দারুণ লাগছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য দাদা।।

Posted using SteemPro Mobile

পোষ্টের ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা চমৎকার ছিলো বিয়ের আয়োজন। এত সব আয়োজন ছিলো অথচ গেস্টরা সেগুলো উপভোগ করেনি জেনে অবাক হলাম। আর অনেকেই হয়তো কোন খাবারটা কখন খেতে হয় এটা জানে না। সে কারণেই আগে মেইন কোর্স খাওয়ার পরে আবার স্টার্টার এর দিকে গিয়েছিলো। এই অংশটুকু পড়ে বেশ মজা পেলাম দাদা। ধন্যবাদ আপনাকে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



একদম রাজকীয় ব্যাপার স্যাপার ভাই, চক্ষু স্থির হয়ে গিয়েছে। ছোট দাদা ও দিদির জন্য, অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

একদম সিনেমাটিক ছিল ফটোগ্রাফিগুলো দাদা।বিশেষ করে এ ধরনের অনুষ্ঠান সিনেমায় দেখতে পাই। আর ছোট দাদার বিয়ের ফটোগ্রাফি গুলো দেখে ঐরকম কিছু উপলব্ধি করতে পারলাম। ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জাষ্ট অসাধারণ ছিল পুরো মূহুর্তগুলো। একদমই চোখ ধাঁধানো ব্যাপার। দুজনকে কোন একটা রোমান্টিক ছবির নায়ক নায়িকার মতো সুন্দর দেখাচ্ছে। যাইহোক ওনারা সুখি জীবন যাপন করুক এই কামনা অন্তর থেকে করি। দোয়া রইলো পুরো পরিবারের জন্য।

Posted using SteemPro Mobile

দাদা এত কষ্ট করে এত সুন্দর ডেকোরেশন এবং খাওয়া-দাওয়ার আলাদা বসার জায়গা করে লাভ কি হল। লোকজন তো সেই পর্যন্ত গেলই না। সব থেকে বেশি মজা লেগেছে যে বেশি সুন্দর ডেকোরেশনের কারণে অফিস মনে করে সেদিকটাতেও লোকজন যায়নি। যাই হোক তারপরও বেশ জমকালো অনুষ্ঠান হয়েছিল বোঝা যাচ্ছে। বিশেষ করে বড় কনের আগমন অসম্ভব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে সিনেমার কোন বিয়ের দৃশ্য দেখছি। খুব ভালো লাগলো দেখে। বাচ্চারা মনে হয় খুব মজা পেয়েছে ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে।

আহা কি অপুর্ব দৃশ্য। দুজনকে এই আলো ঝলমলে পরিবেশে খুব সুন্দর লাগছে। আমার কাছে আরো ভালো লাগলো ফ্লোরে haze এর ধোঁয়া ছড়ানোর দৃশ্য। মনে হচ্ছে মেঘের রাজ্যে দুজনের আনাগোনা। 💞

দাদা ভাসমান স্টেজের একটা ছবি দেখার ইচ্ছা ছিল দিলে ভালো হতো । সব কিছু মিলিয়ে দারুন একটি আয়োজন করেছিলেন । আলাদা সেলফি স্টেজ করেছিলেন তিনটি কেউ যাক আর না যাক আপনি আয়োজন তো করেছিলেন বিশাল ।সবকিছু মিলিয়ে দারুন ছিল বিয়ের অনুষ্ঠানটা সামনাসামনি যদি দেখতে পারতাম ভালো লাগতো । আর দুজন একেবারে সম্রাট আর সম্রাজ্ঞীর মতো প্রবেশ করছে সত্যি অসাধারণ লাগছে ছবিগুলো দেখতে ।

দাদা এত গুলো স্টেজ, সেলফি কর্ণার ভাড়া করেছেন, সেটা হয়তো কেউ জানে না। আর চিন্তাও করে নাই। বিশাল জায়গা কে জানে কোথায় কি আছে। সবাই বেনারসি পানওয়ালার স্টলে আর তরুণ ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখেই সময় চলে গেছে। যায়হোক ছবি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ দাদা।

দাদা আপনি আজকে আমাদের মাঝে রিসিপশনের ফটোগ্রাফির অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। ছোট দাদা এবং ছোট দিদির দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে। চারিপাশে লাভ বেলুনের সমাহার দেখে বেশ ভালো লাগলো। আমার পক্ষ থেকে দাদা এবং দিদির জন্য আগামী দিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ছোট দাদা দিদির রিসেপশনের ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে।দুজনের জন্য অনেক শুভকামনা রইল।দাদা দিদির বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠুক ।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

গেস্টদের মাতিয়ে রাখা সেই বেনারসি পানওয়ালা সত্যিই দারুণ ছিল। পানওয়ালার নাচের সাথে তার অঙ্গভঙ্গি আমাদের সবাইকে অনেক আনন্দ দিয়েছিল। আমি তো দাদা, দুই মিনিটের এটি ভিডিও করে রেখেছিলাম এই পানওয়ালার অঙ্গভঙ্গির। একটি ভিডিওগ্রাফি পোস্টও হয়ে যাবে এই নিয়ে । এই জায়গাতেই সব থেকে বেশি ভিড় ছিল। এটা ঠিক বলেছো দাদা সেলফি স্টেজে অনেকে ভয় যায়নি রিসোর্ট এর অফিস ভেবে। তবে আমি শেষ মুহূর্তে তোমার কাছ থেকে সেলফি স্টেজের বিষয়টা জানতে পেরে সেখানে গিয়ে সেলফি তুলে এসেছিলাম। স্বাগতা দিদির বিয়ের রিসেপশন অনেক রাজকীয় ভাবে করা হয়েছিল। সবকিছুই পারফেক্ট ছিল । তোমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দাদা।

গেস্টদের জন্য অনেক আয়োজন ছিল দেখছি। খাওয়া দাওয়ার সাথে ম্যজিক ও রাজস্থানী ড্রেস পরা পানওয়ালার অঙ্গভঙ্গি গেস্টদের আনন্দ দেয়ার জন্য । খাওয়া দাওয়া নিশ্চয়ই বেশ মজা হয়েছি তাইতো গেস্টরা দুবার করে খেয়েছে।আর দাদা ও দিদিকেও বেশ সুন্দর লাগছে। বেশ হাশিখুশি দু;জন। ফটোগ্রাফিগুলো দেখেও বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

কেউ যদি চাইতো সন্ধ্যেতে একবার Main কোর্স খেয়ে তারপর ভালো ভাবে লাফালাফি করে ফের মাঝ রাতে আরেকবার খাবে, তাহলে তো আরামসে সেটা করতে পারতো। হাঃ হাঃ। সেলফির জায়গা অফিসের মতো, এতো সাজানো। বাপরে বাপ। ছবি গুলো সেরা হয়েছে।

প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিয়ে। যার মাধ্যমে মানুষ একটি নতুন জীবনের শুরু করে থাকে। বিবাহ জীবনে আগমন করার শুভেচ্ছা জানাই ছোটদাদা ও দিদিকে। আজীবন সুখে শান্তিতে থাকুক আমাদের প্রিয় ছোটদাদা ও দিদি।আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।🙏🙏❤️❤️

খাবার এর বিষয়টি সত্যি দাদা মজার ছিলো, আসলে আমিও আগে মাঝে মাঝে এই রকম করতাম। আসল মজাটা আগে নিয়ে পরে আবার বাকিগুলোর নিতাম, হা হা হা। আর বুফে আয়োজন হলে এটা কমন বিষয় হয়ে যায়। তবে যারা সেলফি স্টেজগুলোর সুযোগ মিস করেছে তাদের জন্য সত্যি খুব আফসোস হচ্ছে। ফটোগুলো সত্যি দারুণ লেগেছে। ধন্যবাদ

কি যে দারুণ লাগছে সবকিছু।ছোট দাদা আর ছোট বৌদির বিয়েতে এত এত আয়োজন দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম দাদা।তাদের রিসিপশনে এন্ট্রি নেয়া আর স্টেজের ছবিগুলো দেখতে খুব ভালো লাগছে।এত এত আয়োজন করলে মানুষ তো পাগল হয়ে যাবে, যত কিছু করেছেন দাদা।তবে সবকিছু ভালোভাবে কাটুক এটাই প্রত্যাশা।

por lo que se ve paree que es un matrimonio