একগুচ্ছ অণুকবিতা "ভবঘুরের ডাইরি"

in hive-129948 •  3 years ago 


Copyright-free Image source : Pixabay


একগুচ্ছ অণুকবিতা "ভবঘুরের ডাইরি"



💘


♡ ♥💕❤

বেলাবোস, সেই কবে ফোনে খুঁজেছিলাম তোমায়,
প্রহর শেষের এক বিষণ্ণ গোধূলি বেলায় ।
পাগলের মতো চিৎকার করে,
বলেছিলাম - চাকরিটা আমি আজ সত্যি পেয়েছি বেলা ।
কিছু বলো, উত্তর দাও ।
আবার হাতে হাত রেখে বন্ধ কেবিনে,
সুখস্বপ্নের নীড় বাঁধার ইচ্ছেটা ফেরাতে চাই ।

চাকরিটা শেষে আমি সত্যি পেয়েই গেলাম বেলা,
শুধু যার জন্য এতো চেষ্টা, এতো ব্যাকুলতা,
যাকে ঘিরে স্বপ্ন ছিল হাজার,
তাকে পেলাম না ।

সেদিন পাগলের মতো কত কথা বলেছিলাম,
চিৎকার করে কত স্বপ্নের কথা বলেছিলাম তবু,
তোমার কণ্ঠ নিরুত্তরই ছিল ।
একটা রুদ্ধ কান্নার অস্পষ্ট শব্দ শুধু
ধ্বনিত হয়েছিল টেলিফোনের ও প্রান্তে ।

চাকরিটা আমি পেয়েই গেলাম বেলা,
শুধু যার জন্য আমি পেতে চেয়েছিলাম,
তাকেই পেলাম না আর।

পার করে চলেছি শুধু হাজারো বিকেল,
রোদ্দুরহীন, উষ্ণতাবিহীন, বিষন্নতায় মোড়া ।
টেলিফোন বুথে যাই আজও ,
ডায়াল করি ২৪৪১১৩৯,
নিঃশব্দ ওপাশ, বেলাবোসের টেলিফোনটা আজ মৃত ।


জীবনের বাঁকে বাঁকে হাজারো অচেনা মানুষের ভিড়ে,
খুব চেনা হঠাৎ করে দু-এক জনকে পাওয়া ।
তারা তো অচেনাই ছিল, তবুও তো আজ আপনজনের মতোই প্রিয়।
আত্মীয় নয়, প্রেমিক বা প্রেমিকাও নয়, তাদের বলে বন্ধু।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

জীবনের বাঁকে বাঁকে হাজারো অচেনা মানুষের ভিড়ে,
খুব চেনা হঠাৎ করে দু-এক জনকে পাওয়া ।
তারা তো অচেনাই ছিল, তবুও তো আজ আপনজনের মতোই প্রিয়।
আত্মীয় নয়, প্রেমিক বা প্রেমিকাও নয়, তাদের বলে বন্ধু।

দারুণ বলেছেন দাদা, একদম হৃদয়ের অনুভূতিটা চমৎকারভাবে প্রস্ফুটিত হয়েছে।

জীবনের গতিতে, আলোতে কিংবা আধাঁরে
সাক্ষাতে, মেলা-মেশাতে, আবেগে-অনুভূতিতে,
কত চেহারা, কত হৃদয়, সংযোগে ভালোবেসে কাছে আসে,
অল্প সময়ে খুব বেশী আপন হয়ে উঠে, বন্ধুত্বের পরশে।

আসলে এই গানটি শুনলে খুব খারাপ লাগে। যার জন্য এত চেষ্টা করে চাকরিটা পাওয়া শেষ পর্যন্ত তাকেই পাওয়া হলো না। এই গানের কথাগুলো দিয়ে আপনি খুবই সুন্দর করে দাদা আজকের কবিতাটি লিখেছেন। কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে।
আসলে কিছু কিছু লোকজনের সাথে গভীরভাবে বন্ধুত্ব হয়ে যায় যে সব সম্পর্কের ঊর্ধ্বে চলে যায় সে সম্পর্ক। দ্বিতীয় অংশটুকু খুব চমৎকার হয়েছে।

চাকরিটা শেষে আমি সত্যি পেয়েই গেলাম বেলা,
শুধু যার জন্য এতো চেষ্টা, এতো ব্যাকুলতা,
যাকে ঘিরে স্বপ্ন ছিল হাজার,
তাকে পেলাম না ।

আমাদের সমাজের বাস্তব চিত্র দাদা। চাকরী পেতে পেতে অনেক বেলারা হারিয়ে যায়।

এই কবিতা নিয়ে মন্তব্য করার দুঃসাহস আমার নেই । তবে এতোটুকু আমি বলতে পারি, আমার এই ছোট্ট জীবনে এইরকম এক বেলা বোসের সাক্ষাৎকার আমি পেয়েছিলাম । তবে যাইহোক বেলা বোসকে আমার কল্পনাতেই বেশ ভালো মানায় , বাস্তবে নয় ।

বেশ ভালোই লিখেছেন ভাই ।

God is great 😊🙏

কি বলবো দাদা বুঝতে পারছিনা! চাকরিটা ঠিকই পেয়ে গেলাম কিন্তু যে মানুষটাকে কাছে পাওয়ার দরকার ছিল তাকেই পেলাম না 🙂। চাকরি পাওয়ার পরে ঠিকই প্রিয়মানুষটা জীবন থেকেও যেমন করে হারিয়ে যায়। সাফল্যের শেষ পর্যন্ত কেউ পাশে থাকেনা, যে পাশে থাকে সেই তো প্রিয়জন। বন্ধুরা তো এমনি করেই আমাদের জীবনে এসে পড়ে। তারা আমাদের জীবনে আপনজনের মতোই প্রিয় ❤️

দাদা গানটির শুরুতেই আপনি বেলাকে কোন এক গোধূলি বেলায় খোঁজার আহ্বান জানিয়েছেন। পরবর্তীতে পাগলের মতো কত কথা বলেছে তার পরেও তার কণ্ঠে কোন উত্তর ছিল না । গান টির প্রত্যেকটি লাইনে খুব অর্থপূর্ণ।

দাদা গানটির নিচের লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

চাকরিটা আমি পেয়েই গেলাম বেলা,
শুধু যার জন্য আমি পেতে চেয়েছিলাম,
তাকেই পেলাম না আর।

দাদা, একগুচ্ছ অণুকাবিতা পড়ে মনের ভিতর কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল কতটা বাস্তব কবিতা আপনি শেয়ার করেছেন। যেই বাস্তব অহরহ ঘটে যাচ্ছে প্রতিটা জায়গায়।চাকরি পাওয়ার কথাটা ভালোবাসার মানুষটিকে জানানো হলো, যার জন্য চাকরিটা খুব প্রয়োজন ছিল চাকরি ঠিকই হয়েছে কিন্তু বেলাকে আর পাওয়া হলো না। প্রথমের অণুকাবিতা টি হাজারো ভালবাসার মানুষের মনে কথা ফুটিয়ে তুলেছেন। সামান্য চাকরির জন্য ভালোবাসার মানুষটাকে হারাতে হয় এটাই বাস্তব চিত্র। অণুকাবিতা আমার খুবই ভালো লেগেছে তবে প্রথমের অণুকাবিতার এই অংশটি সত্যি খুব খুব ভাল লেগেছে।😊😊

টেলিফোন বুথে যাই আজও ,
ডায়াল করি ২৪৪১১৩৯,
নিঃশব্দ ওপাশ, বেলাবোসের টেলিফোনটা আজ মৃত ।

ধন্যবাদ দাদা, আরো সুন্দর সুন্দর অনুকাব্য আমাদের মাঝে শেয়ার করেন সেই অপেক্ষায় রইলাম।

বেশ সুন্দর কবিতা,আসলেই যাকে পাওয়ার জন্য এই চাকরি,তাকেই পাওয়া হলো না।যাকে নিয়ে এত স্বপ্ন,আকাঙ্ক্ষা, যার সাথে হাতে হাত রেখে স্বপ্নসুখ বাধার কথা ছিলো সেই তো নেই আজ।সব মিলিয়ে অসাধারণ। আর আসলেই হাজারো মানুষের ভীরে দুই একজনকে পাওয়া যায়,সবচেয়ে মধুর সম্পর্ক, তা হলো বন্ধুত্ব। ধন্যবাদ

প্রথম কবিতার ঝলক আমার জীবনেও হয়তো উঁকি দেবে। ভালো লাগলো দাদা। বেশ লিখেছো। সবাই ভালো থেকো দাদা।আর এরকম আরও লিখতে থাকো।

চাকরিটা আমি পেয়েই গেলাম বেলা

এই একটা বাক্যের মধ্যে কত যে ইতিহাস কত যে বেদনা লুকিয়ে আছে সেটা অনেকেই জানেনা। দাদা আপনি হয়তো সেটা উপলব্দি করে এই কবিতাটা লিখেছেন। খুব ভাল লাগলো, ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



এটা কি ২৪৪১১৩৯ বেলা বোস তুমি পারছো কি শুনতে

বেলা বোস কে কেন্দ্র করে সুন্দর একটি অনুকবিতা আজ পেলাম ।

চাকুরি আজ সত্যি পেলাম কিন্তু হারিয়েছি ভালবাসা
তাহলে এতদিন তুমি দিয়েছিলে কি মিথ্যে আশা ?
এই মিথ্যে আশাই ছিল মোর জীবনের বড় পাওয়া
এখন মনে হয় পৃথিবীতে ভালবাসাই ছিল মিছে চাওয়া ।

ভাল থাকবেন দাদা । ভালবাসা রইল আপনার জন্য।

দাদা বেলা বোসরা শুধু স্বপ্ন দেখাতে জানে। কিন্তু পাশে থেকে স্বপ্নটাকে পূরণ করতে পারে না কখনোই। বাকি পথ টা চলার সাহস বেলার নেই দাদা। ওরা চুপসে যায় ভীষণ ঝড়ের ভয়ে। অসম্ভব ভালো লাগলো দাদা। বাস্তবতা ছুঁয়ে গেছে আপনার এই লেখা। প্রণাম রইলো

অনুকবিতা দুটি অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন দাদা। কাছের মানুষকে না পাওয়ার যে তীব্র যন্ত্রণায় সেই বিষয়টি কবিতা প্রথম কবিতার মধ্যে ফুটে উঠেছে। আপনি চমৎকারভাবে কবিতাগুলো লিখেন দাদা, আপনার তুলনা হয় না।

জীবনের বাঁকে বাঁকে হাজারো অচেনা মানুষের ভিড়ে,খুব চেনা হঠাৎ করে দু-এক জনকে পাওয়া ।তারা তো অচেনাই ছিল, তবুও তো আজ আপনজনের মতোই প্রিয়।
আত্মীয় নয়, প্রেমিক বা প্রেমিকাও নয়, তাদের বলে বন্ধু।

ভবঘুরের ডাইরি থেকে
অনু কবিতার কাব্য
আমার কাছে মনে হয়
প্রতিনিয়ত নাব্য।

অচেনা মানুষের ভিড় থেকেই
চেনা মানুষ হয়,,
চেনা থেকে প্রিয় কিংবা
ভালো বন্ধু হয়।

প্রতিনিয়তই এমনি করে
অচেনা চেনা হয়,,
বন্ধু কিংবা বন্ধুত্বের
হয়না যেন ক্ষয়।

অসাধারন, অনাবদ্য ছিল দাদা♥

জগৎ টাই অচেনা,কেও চেনা থাকেনা।হুট করেই কেও কেও ভীষণ আপন হয়ে যায়।তারা আমাদের আপন মানুষ।বেলা বোসের কনসেপ্ট টা অসম্ভব ভালো ছিলো দাদা।আমিও লিখবো ভাবছি।

  ·  3 years ago (edited)

দাদা এই গানটি আমার অত্যন্ত প্রিয়। যতবারই শুনি আমি মুগ্ধ হয়ে যাই। আমার এই ছোট্ট জীবনে এই গানটা যে আমি কতবার শুনেছি সেটা হিসাব করে বলতে পারব না। গানের এই কথা গুলোর মাঝে আপনি চমৎকার করে আপনার মনের ভাব ও আবেগকে মিশ্রিত করে একটি কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে কবিতাটি পড়ে। সম্ভবত আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে এই গানটার অনেক মিল আছে। আমাদের বেকার জীবন ও কর্মজীবনের মাঝে কেউ একজন যে আমাদের জীবন থেকে হারিয়ে যায় সেটা অত্যন্ত বাস্তব সম্মত। কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Nc

Hello I make and sell custom graphic designs. Check us out here: https://linktr.ee/JK_Design

"ভবঘুরের ডাইরি"অনুকবিতাটি একদম ভিন্নধর্মী লেগেছে আমার কাছে।এককথায় অসাধারণ ও অনবদ্য হয়েছে দাদা কবিতাখানি।সমাজে এইরকম ঘটনা ও ঘটে যার জন্য পরিশ্রম ,একটি স্বপ্ন পূরণ করতে গিয়ে শেষ পর্যন্ত তাকেই বা মূল্যবান মানুষকেই হারিয়ে ফেলতে হয় একে বলে বড়ো ত্যাগ।অনেক ভালো লাগলো কবিতাটি দাদা,ধন্যবাদ আপনাকে।

TNX ..............................................................
GFGF.jpg