একটি অতি সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ক আপডেট

in hive-129948 •  2 years ago  (edited)


আপনারা সবাই জানেন যে আমি সপ্তাহ খানেকের ছুটিতে আছি বর্তমানে । নভেম্বরের ১৩ তারিখ থেকে ২১ তারিখ অব্দি আমি সিকিম ও দার্জিলিঙে ছুটি কাটাতে গিয়েছি । আজকে ভোরে কলকাতা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে ৫০ মিনিটের মধ্যেই বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে যাই । এই এয়ারপোর্ট দার্জিলিং জেলায় অবস্থিত ।

এখান থেকে আমাদের পূর্ব নির্ধারিত ভ্রমণসূচি অনুযায়ী আগের থেকে বুক করে রাখা টুরিস্ট গাড়িতে করে শিলিগুঁড়ি অভিমুখে যাত্রা করলাম । শিলিগুঁড়ির শহরের পথের ধারে একটি রেস্তোরাঁ থেকে ব্রেকফাস্ট করে ডাইরেক্ট সিকিম অভিমুখে যাত্রা করলাম ।

আঁকা বাঁকা ঘোরালো প্যাঁচালো উঁচু নীচু পাহাড়ি পথ ধরে আমরা ক্রমশঃ পাহাড়ের উপরে উঠতে থাকলাম । পথিমধ্যে তিস্তা নদীর ব্রিজ পার করে কালিম্পঙে পৌঁছে দুপুরের লাঞ্চ সমাধা করে আবারো ছুট । বিকেলের দিকে অবশেষে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছে গেলাম ।

আর সন্ধ্যা বেলায় তীব্র শীত উপেক্ষা করে গ্যাংটকের সৌন্দর্য উপভোগ করতে পথে নেমে পড়লাম সবাই মিলে ।


সিকিমের রাজধানী গ্যাংটকে যাওয়ার পথের কিছু দৃশ্যাবলী ।

তারিখ : ১৩ নভেম্বর ২০২২

সময় : সকাল ০৯ টা ০০ মিনিট

স্থান : সিকিম, ভারত ।


খরস্রোতা তিস্তা নদীর ওপরে ব্রীজ থেকে তোলা তিস্তা নদীর কিছু অপরূপ দৃশ্য ।

তারিখ : ১৩ নভেম্বর ২০২২

সময় : সকাল ১১ টা ৪০ মিনিট

স্থান : সিকিম, ভারত ।


IMG_20221113_135033.jpg

সন্ধ্যাবেলায় গ্যাংটকের এম.জি. মার্কেটের রাস্তায় আমরা । প্রচন্ড শীতেও প্রচুর লোক সমাগম হয় ই মার্কেট চত্বরে ।

তারিখ : ১৩ নভেম্বর ২০২২

সময় : সকাল ১১ টা ৪০ মিনিট

স্থান : সিকিম, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


প্রতিদিন ৫০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৭ম দিন (500 TRX daily for 7 consecutive days :: DAY 07)




সময়সীমা : ০৭ নভেম্বর ২০২২ থেকে ১৩ নভেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১২ নভেম্বর ২০২২


টাস্ক ১১৯ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ed92a69db1eddbb5ddcdeff48ae31619d1b57d6801434af6e6ca577da0dc3546

টাস্ক ১১৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

RME, Thank You for sharing Your insights...AND photographs.

দাদা ছুটি নিয়েছেন এবং ঘুরতে যাবেন জানা ছিল। তবে সিকিম ও দার্জিলিঙে যাবেন। এটা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। আসলে ব্যস্ততার মাঝে ও মনের প্রশান্তির জন্য মাঝে মধ্যে ঘুরতে যাওয়া খুব দরকার। এতে মনের একঘেয়েমি ভাব দূর হয়ে যায়।মনের মাঝে প্রশান্তি চলে আসে। সিকিম যাওয়ার পথে অপরুপ কিছু ফোটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা।প্রতিটি ফটোগ্রাফি দারুণ হয়েছে দাদা।বিশেষ করে আমাদের টিনটিন বাবুকে খুবই সুন্দর লাগছে।অসংখ্য ধন্যবাদ দাদা, অতি সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ক আপডেট এবং সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের ভ্রমন খুবই আনন্দের ও স্মৃতিমধুর হউক এই কামনাই করি।

দাদা আপনি সম্ভবত বাংলাদেশের বুড়িমারী বর্ডারের পাশ দিয়ে গিয়েছেন। ঐ পারের তিস্তা নদীর সৌন্দর্য্য দেখে বেশ ভালোই লাগলো। ভালো কাটুক আপনার ভ্রমণের দিনগুলো, এই প্রত্যাশা করছি।

দাদা টিনটিন কে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়লো। আমি যখন ক্লাস ৪ এ পড়ি তখন আমরা দার্জিলিং, গ্যাংটক গেছিলাম। আমার ভাই আরো ৪ বছরের ছোট আমার চেয়ে। ওর কাছে সবই ধূসর স্মৃতি।এরপর ও কাজের ট্রেনিং এর সূত্রে গিয়ে ঘুরে এসেছে। টিনটিন বাবুও বড় হতে হতে ভুলেই যাবে। কিন্তু ও যখন একা ঘোরার মত বড় হবে, ততদিনে অনেক কিছু পাল্টে যাবে। সাবধানে ঘুরবেন আর সাবধানে থাকবেন। প্রচুর জোঁকের উপদ্রব আছে। সাথে একটু লবন রাখা সব থেকে ভালো।

সংক্ষিপ্ত ভ্রমণ বিবরণ হলেও দাদা বেশ উপভোগ্য ছিলো কিন্তু সাথে সংযুক্ত দৃশ্যগুলো। সিকিমে যাওয়ার আকাংখাটা কিন্তু বেড়ে গেলো। বানরের দেখা পেলাম মনে হলো সড়কের পাশে, তবে তিস্তার দৃশ্যগুলো সত্যি বেশ অপরূপ ছিলো। সুন্দর ও উপভোগ্য হোক আপনার ভ্রমণ। ধন্যবাদ

দাদা আপনার প্রতিটি ছবি দেখে বুঝতে পারছি ভ্রমণে গিয়ে আপনি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আমাদের টিনটিন সোনাকে দেখতে আরও বেশি কিউট লাগছে। তিস্তা ব্রিজ থেকে তিস্তা নদীর খুব সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দী করেছেন। এছাড়া সন্ধ্যাবেলায় গ্যাংটকের এম.জি. মার্কেটের রাস্তা দেখতে খুবই সুন্দর লাগছে। দাদা আপনাদের ভ্রমণের এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Thank You for sharing Your insights...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

দাদা আপনার সংক্ষিপ্ত ভ্রমন আনন্দদায়ক হোক এই কামনা করছি। তিস্তা নদীর ছবিগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে। বেশ শীত পরেছে বলছিলেন। টিনটিন সোনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে।

Nice content,
nice to see you @rme,
(even if you're wearing your glasses) :=)

টিনটিন কে দেখে বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা শুরু হয়েছে ঐদিকে।তবে টিনটিন কে বেশ কিউট লাগছে।আর প্রার্থনা করি আপনার এই ভ্রমণ যাত্রা শুভ হোক।🙏

দাদা আপনার তোলা ছবি গুলো দেখতে দেখতে হঠাৎ মনে হচ্ছিল আমিও যেন গ্যাংটকে পৌঁছে গেছি। কি অপরুপ সুন্দর সব দৃশ্য। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাব। আপনার ছুটির দিনগুলো খুব খুব সুন্দর কাটুক ভগবানের কাছে এই কামনা করি। ধন্যবাদ দাদা। খুব ভালো থাকবেন।

Thank You for sharing...

দৃশ্যগুলো দেখছিলাম আর যেনো জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিলো।কারণ,কেমন যেনো শান্তির পরশ চারপাশ জুড়ে।জাস্ট মনটাই শান্ত করে ফেলে।সত্যিই দাদা আপনি খুবই সৌভাগ্যবান যে আপনি এতো সুন্দর সৃষ্টি গুলো উপভোগ করতে পারছেন।দাদা আরো অনেক পোস্ট চাই কারণ ঘরে বসেই আপনার মাধ্যমে সিকিম দেখতে চাই

দাদা এক কথায় বলতে গেলে অসাধারণ।সিকিমের রাজধানী গ্যাংটক এর যে ছবি গুলো শেয়ার করেছেন প্রত্যেকটা ছবি অসাধারণ লাগছে।যদিও শহরটা আঁকাবাঁকা, উঁচু-নিচু কিন্তু দেখতে বেশ দারুণ।দেখে তো মনে হচ্ছে সেখানে অনেক বেশি শীত।তবে কোনো দিন যাওয়া সম্ভব কিনা জানিনা।কিন্তু আপনার ছবির মাধ্যমে দেখে নিলাম সিকিমের রাজধানী গ্যাংটক।

Thank You for sharing...

দাদা, বৌদির একটি পোস্ট পড়ে জানতে পেরেছি বৌদির স্বপ্নের জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন। এখন এই সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্য গুলো দেখে বুঝতে পারছি বৌদি কেন স্বপ্নের জায়গা বলেছিল। কুয়াশায় ঘেরা পাহাড়, খরস্রোত তিস্তা নদী, এবং সেই সাথে আমাদের টিনটিন বাবুর ফটোগ্রাফি সব দেখে বুঝতে পারছি আপনাদের ভ্রমণ খুবই আনন্দময় হয়েছে। ভ্রমণের শেষ পর্যন্ত আপনারা যেন সুস্থ সবল থেকে, আনন্দ উপভোগ করতে পারেন এই কামনা করছি।

Thank You for sharing...

সবার আগে বলব দাদা আপনার ভ্রমণ শুভ হোক। তারপর জানাবো আপনাকে ধন্যবাদ। আজকে আপনার এই পোস্টটির মাধ্যমে খরস্রতার পিস্তা নদী, সিকিমপুর আর গ্যাংটকের এমজি মার্কেট সহ সব দর্শন স্থানগুলো আমরা দেখলাম। ওইদিকে প্রচন্ড বাংলাদেশের কিন্তু এখনো শীত পড়েনি দাদা।

দাদা আজকে আপনি খুবই সুন্দর ভ্রমণের মুহূর্তগুলো ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। আসলে টিনটিন বাবুকে খুবই সুন্দর লাগছে এবং তিস্তা ব্রিজের উপর থেকে ফটোগ্রাফি ভালো লাগলো। সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে আর সকল ফটোগ্রাফি দেখে ভ্রমণটা খুবই আনন্দের সাথে উপভোগ করেছেন বুঝতে পেরেছি।

Thank You for sharing...

আপনাদের ভ্রমণ শুভ হোক দাদা।আশা করি অনেক ভাল সময় কাটবে আপনাদের।ফেলুদার গল্পের সেই গ্যাংটক।পাহাড়ের দৃশ্যগুলো অনেক দৃষ্টিনন্দন।ধন্যবাদ দাদা।

Good!

দারুন সব প্রাকৃতিক দৃশ্যের ছবি। অনেক সুন্দর প্রকৃতি। ঘুরে দেখার ইচ্ছা আছে সিকিম ও দার্জিলিং।

ক্লিন শেভের চেয়ে খোঁচা খোঁচা দাঁড়িতে আপনাকে আরো বেশি ভাল লাগে, দাদা।

Thank You for sharing...

  ·  2 years ago (edited)

দাদা আপনার সংক্ষিপ্ত ভ্রমণ আনন্দময় হোক এই কামনা করি।দৃশ্যগুলো অসাধারণ ছিল। টিনটিন বাবুকে চমৎকার লাগছে। আপনার যাএা শুভ হোক।

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power to @steem-seven or Cast your vote to @seven.wit witness! This way you will be supporting this initiative.

Support partner witnesses

@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

অনেক ভাল লাগলো দাদা।একঘেয়েমি জীবন থেকে কিছুটা আলাদা। পরিবার নিয়ে ঘুরে বেরানোর মধ্যে শান্তি আছে।দোয়া রইল সুস্থ ভাবে ঘুরে ফিরে আসুন।টিনটিন বাবুকে ঠান্ডা ৎেকে দূরে রাখুন।অনেক ভাল থাকবেন দাদা।অনেক শুভকামনা রইল সকলের জন্য। 💞💞

মনের শান্তি ফিরে আনতে মাঝে মাঝে সব কাজের চাপ ভুলে দূরে কোথাও ঘুরতে গেলে মন মানসিকতার পরিবর্তন হয়।
আঁকাবাঁকা দৈর্ঘ্য নদীপথের সৌন্দর্য আর দুই পাশ দিয়ে পাহাড় দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার মাধ্যমে এমন সৌন্দর্য দেখতে পেলাম দাদা।

Thank You for sharing...

সিকিম, গ্যাংটক এই নামগুলা সত্যজিত রায়ের ফেলুদা উপন্যাসে অনেক পড়েছি কিন্তু এখনো যাওয়া হয়নি। আপনার কল্যানে দারুন কিছু ছবি দেখতে পেলাম। শুভ হোক আপনাদের আনন্দ ভ্রমণ।

এত অসাধারণ দৃশ্য গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম দাদা। টিনটিন তো একেবারে শীতের জামা কাপড় পরে প্রস্তুত হয়ে গেল। অবশ্য আমাদের এখানেও এখন কিছুটা শীত পড়ছে। আমার কাছে তো উঁচু নিচু পাহাড় দেখে ভীষণ ভালো লাগলো। এরকম জায়গাগুলো উপভোগ করতেও ভীষণ ভালো লাগে। আপনার ভ্রমণের মুহূর্ত অনেক ভাল এবং আনন্দে কাটুক এটাই কামনা।

Thank You for sharing...

আমার সিকিম যাওয়ার অনেক শখ কিন্তু সময়ের জন্য যেতে পারছি না।আমি ভেবেছিলাম আপনি ছুটি নিয়ে কক্সবাজার আসবেন আমাদের সারপ্রাইজ দিতে । যাই হোক দাদা আপনার শেয়ার করা ছবিগুলো সুন্দর হয়েছে। তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। ধন্যবাদ দাদা

Thank You for sharing...

সিকিম, দার্জিলিং এগুলো সব একদম স্বপ্নের জায়গা দাদা। মন ভরে শুধু উপভোগ করতে ইচ্ছে করবে । আর অনুভবে কিছু একটা হয়ে যাবে। ছবিতে দেখেই যেন নিজেকে আটকাতে পারছি না, না জানি আপনারা সবাই আরো কতটা উপভোগ করছেন ❤️। সব ছবি শেয়ার করবেন দাদা। আমরা দূর থেকেই না হই একটু ফিল নেওয়ার চেষ্টা করব। ভালো সময় কাটুক পরিবার নিয়ে এই প্রার্থনা করি 🙏। সাবধানে থাকবেন দাদা।

ভ্রমণ কাহিনী সংক্ষিপ্ত হলেও সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে ফটোগ্রাফি এবং বর্ণনাগুলো।। বিশেষ করে পাহাড়ি জনপদ পাহাড়ি লতা পাতায় ঘেরা দৃশ্যগুলা যদিও দূর থেকে ক্যামেরাবন্দি করেছেন তারপরেও স্পষ্ট বোঝা যাচ্ছে।। তিস্তা ব্রিজের উপর থেকে করা ফটোগ্রাফি গুলা দেখতে অসাধারণ লাগছে।। রাতের বেলায় মার্কেট ভ্রমণ করে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন।। অবশ্যই আপনাদের ভ্রমণের সবগুলো পর্ব দেখার আশায় রইলাম।।

Thank You for sharing Your insights...

সিকিম গ্যাংটকে যাওয়ার ইচ্ছা অনেকদিন থেকেই। ছোট ছেলের পাসপোর্ট এর জন্য যত ঝামেলায় পড়ে গিয়েছি। যাক আপনি গিয়েছেন এই সুযোগে সুন্দর সুন্দর কিছু জায়গার ছবি দেখতে পারবো। তিস্তার উপর থেকে যে নদীর ছবিটি তুলেছেন এটি কি কালিংপং যাওয়ার পথে যেই ব্রিজটি পড়ে সেখান থেকে তুলেছেন? সেখান থেকে খুব ভালো লাগে তিস্তা নদী দেখতে। আমিও একবার গিয়েছিলাম।

যাত্রা শুভ হোক সেই কামনাই করি দাদা।অনেক মিস করবো এই কদিন তবে আপনার পোস্ট থেকে আমরা সেখানের পরিবেশ এবং অনেক কিছু জানতে পারবো সেখানে বেশ ভালোই শীত পরেছে মনে হচ্ছে কুয়াশাছন্ন আবহাওয়া দেখে।ধন্যবাদ দাদা আপডেট এর জন্য।

Thank You for sharing...

Have a great holiday, may God always protect and have mercy on all of you.

Interestingly, you always have time for family, holidays and create posts to Steemit. Inspiring... thanks for sharing the joy.

Congratulations !!! You got upvote from Steemit Travel community.

Happy travel !

আহা কি আনন্দ, ঠিক ঠাক ঘুরে যেন আমাদের মাঝে ফিরে আসেন এই প্রত্যাশা করি।ছবিগুলো যত দেখছি ততই ভালো লাগছে।তিস্তার অপরুপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে।পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

দাদা আপনি খুব সংক্ষিপ্তভাবে আপনার দার্জিলিং ও সিকিম ভ্রমণ বর্ননা করলেও অনেক গুলো ছবি শেয়ার করেছেন।গ্যাংটক যাওয়ার ইচ্ছে অনেক দিনের। কিন্তু নানা জটিলতায়া যাওয়াহয় নি।আপনার শেয়ারকৃত ছবি দেখে না যাওয়ার ব্যর্থতা অনেকটা পূরণ করছি।টিনটিন সোনাকে দেখতে খুব সুন্দর লাগছে।আপনাদের ভ্রমণ শুভ হোক।বৌদি ও টিনটিন কে সাবধানে ফিরে আসুন এই কামনা করছি।

Thank You for sharing...

Pemandangan yang bagus. Di negara apa bg

অসাধারণ একটি সময় কাটাচ্ছেন দাদা। পাহাড়ের বুকে নদীর দৃশ্য গুলো দেখে রাঙ্গামাটির কথা মনে পরে গেল। কিছু মাস আগে রাঙ্গামাটি গিয়েছিলাম সেখানে একইরকমের পরিবেশ ছিল তবে আমার অনেক ইচ্ছে আমি দার্জিলিং ঘুরতে যাবো, টিনটিন বাবুকে অনেক সুন্দর লাগছে। আপনাদের জন্য শুভকামনা রইল।।

Thank You for sharing...

প্রথমে জানাই আপনাদের ভ্রমন আনন্দের সাথে হোক এমনটাই প্রত্যাশা ৷ সিকিমের রাজধানী গ্যাংটকে প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ৷ যতটা মনে হচ্ছে ওই দিকে শীত পড়েছে ৷ বেশ কুয়াশাচ্ছন দেখাচ্ছে ৷ আপনি সাত দিন ভ্রমন করে ৷ আমাদের মাঝে তুলে ধরবেন এমনটাই প্রত্যাশা করি ৷ আরও ভালো কিছু দেখতে পাবো ৷

অনেকদিন ধরেই ভাবছি সিকিম ঘুরতে যাবো,কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। আপনার পোস্টের মাধ্যমে যাওয়ার আগেই সিকিমের অপরুপ সৌন্দর্য দেখার সৌভাগ্য হল। তিস্তা নদীর সৌন্দর্যটা একেবারে মন ছুয়ে গেছে। আশা করি সামনে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পাবো। আপনার ভ্রমণ শুভ হোক দাদা।

Thank You for sharing...

এমনিতেই এই জায়গাগুলিতে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিলো। আপনার ছবিগুলো দেখে সেই ইচ্ছাটা আরো বহু গুনে বেড়ে গেলো। এত জার্নি করার পরও টিনটিনকে কিন্তু যথেষ্ট এনার্জেটিক দেখাচ্ছে। আপনার পোস্ট পড়ে ইতিমধ্যে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করেছি ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে। দেখি যেতে পারি কিনা? যেতে পারলে আপনার ঘুরে দেখা এই সুন্দর জায়গা গুলি দেখে আসতে পারবো। চমৎকার এই পোস্টটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Thank You for sharing Your insights...

অসুস্থতা এবং ঝামেলার কারণে সপ্তাহ খানেক পোস্ট করছি না। কিন্তু আপনার ভ্রমণ কাহিনী পড়ব না তা কী করে হয়। আজ থেকে শুরু করলাম। সিকিম ভ্রমণের সবগুলো পর্ব পড়ব এবং আপনার ফটোগ্রাফি গুলো দেখব।।

Thank You for sharing...

দাদা এর আগের পোষ্টে যখন ছুটির কথাটি পড়েছিলাম তখন ভেবেছিলাম কোথাও ঘুরতে যাবেন। আজকে জানলাম অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিকিম চলে গেছেন। যাওয়ার পথে রাস্তায় খরস্রোতা তিস্তা নদীর ছবি গুলো দেখে অনেক ভাল লাগলো। দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে নদী। সিকিমের রাজধানী গ্যাংটক অনেক সুন্দর। টিনটিন বাবুকে আজকে একটু বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ দাদা।

Thank You for sharing...