"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে নিউ মেম্বার নেওয়ার নিয়মাবলী [আপডেটেড]steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


"আমার বাংলা ব্লগ" কমিউনিটি হলো স্টিমিটের একমাত্র ক্লোস্ড [CLOSED] কমিউনিটি । এখানে নিউ মেম্বার নেওয়া হয় নির্দিষ্ট কিছু রুলস ফলো করে এবং নতুন মেম্বার নেওয়ার লিমিট মাসে মাত্র ৫-১০ জন । স্টিমিট-কে বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় করে তুলতে এবার এই নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়েছে ।

এখন থেকে কমিউনিটি-তে দু'ক্যাটেগরিতে নিউ ইউজার নেওয়া হবে -

০১. জেনারেল ব্লগার
০২. গেস্ট ব্লগার

দু'শ্রেণীর ইউজাররাই কমিউনিটি থেকে কিউরেশন সাপোর্ট পাবেন । নিচে জেনারেল ব্লগার ও গেস্ট ব্লগার হওয়ার নিয়ম কানুন তুলে ধরা হলো -


০১. জেনারেল ব্লগার হওয়ার রুলস


=> আপনাকে অবশ্যই বাংলা ভাষাভাষী হতে হবে ।

=> "আমার বাংলা ব্লগ" কমিউনিটির যে কোনো এক্টিভ ভেরিফায়েড ব্লগার অথবা এবিবি স্কুলের লেভেল ২-লেভেল ৫ এর যে কোনো এক্টিভ ব্লগার আপনার রেফারাল হতে হবে ।

=> একদম শুরুতেই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সাবস্ক্রাইব করে @bangla.witness কে উইটনেস ভোট দিয়ে আপনার যাত্রা শুরু করুন । এরপর আমাদের ডিসকোর্ড চ্যানেলে জয়েন করুন ও আপনার স্টিমিট আইডিটি ডিসকোর্ড-এ লিংকাপ করে নিন ।

=> আপনাকে শুরুতেই একটি ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে একাউন্টটি ভেরিফাই করে নিতে হবে । স্টিমিট প্লাটফর্মের অন্য কোথাও আগে ভেরিফাইড হলেও আপনাকে আমার বাংলা ব্লগে ভেরিফাইড হতে হবে নতুন করে ।

=> ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর পরই আপনাকে এবিবি স্কুলে জয়েন করতে হবে এবং নিয়মিত ক্লাস করা ও এক্সাম দেওয়ার মাধ্যমে লেভেল ৫ পাশ করে এক্টিভ লিস্টে নাম তোলার পরেই আপনাকে কমিউনিটির স্থায়ী মেম্বার করে নেওয়া হবে ।

বিস্তারিত নিয়মাবলী : আমার বাংলা ব্লগ গাইডলাইন || নতুন মেম্বার হওয়ার নিয়মাবলী


০২. গেস্ট ব্লগার হওয়ার রুলস


=> আপনাকে অবশ্যই বাংলা ভাষাভাষী হতে হবে ।

=> একদম শুরুতেই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সাবস্ক্রাইব করে @bangla.witness কে উইটনেস ভোট দিয়ে আপনার যাত্রা শুরু করুন । পড়ুন আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল || Witness Vote কিভাবে দিবেন?

=> আমাদের ডিসকোর্ড চ্যানেলে জয়েন করুন ও আপনার স্টিমিট আইডিটি ডিসকোর্ড-এ লিংকাপ করে নিন । পড়ুন নিউ মেম্বারদের কি ভাবে স্টিমিট লিংকআপ করতে হবে !! আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল

=> আপনাকে শুরুতেই একটি ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে একাউন্টটি ভেরিফাই করে নিতে হবে । স্টিমিট প্লাটফর্মের অন্য কোথাও আগে ভেরিফাইড হলে আমাদের ডিসকোর্ড চ্যানেলে সেই পোস্টের লিংক উল্লেখ করে একটা সাপোর্ট টিকেট ওপেন করতে হবে । তারপরে আপনার পুরোনো ভেরিফিকেশন পোস্টটি রিভিউ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পুনরায় ভেরিফিকেশন পোস্ট করা লাগবে কি না । তবে, আপনি নিউ ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে সব ধরণের জটিলতা স্কিপ করতে পারবেন । পড়ুন "আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী

=> এরপর @abb-curation -এ আপনাকে মিনিমাম ১০০ স্টিম ডেলিগেশন করতে হবে । এই ধাপটি অবশ্য পালনীয় যদি আপনি ডেইলি কিউরেশন সাপোর্ট পেতে চান কমিউনিটি থেকে । ডেলিগেশন সংক্রান্ত সাহায্য পেতে আমাদের ডিসকোর্ড চ্যানেলে সাপোর্ট টিকিট কেটে অ্যাডমিন/মডারেটরদের কাছ থেকে হেল্প নিতে পারেন ।

=> ব্লগিং শুরু করুন তবে অবশ্যই কমিউনিটির বেসিক রুলস এবং প্রাইভেসী পলিসি ফলো করে । পড়ুন "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট এবং "আমার বাংলা ব্লগ" এর Privacy Policy-র সর্বশেষ আপডেট


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)



তারিখ : ২৬ জানুয়ারি ২০২৩

টাস্ক ১৫৮ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : f8ad942a5502f346b184606fedbe3553b3cd413084060e0680d347ec15e1a2b2

টাস্ক ১৫৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা অনেক ভালো লেগেছে দাদা।এখন থেকে আমার বাংলা ব্লগে দুই ধরনের ব্লগার কাজ করবে।গেস্ট এবং জেনারেল ব্লগার।এতে করে অনেকেই আমার বাংলা ব্লগে কাজ করতে পারবে ।ধন্যবাদ দাদা সুন্দর আপডেট নিউজ টি প্রকাশ করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন থেকে ২ ধরনের ব্লগার থাকবে, এই উদ্দেগটি আমার কাছেও ভালো লেগেছে। নতুন মেমবারদের জন্য শুভকামনা জানাই।

নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পোস্ট সবার জন্য। নতুন গেষ্ট ব্লগার সংযুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। এমন অসংখ্য মানুষ রয়েছেন শুধুমাত্র রেফারেন্সের অভাবে আমাদের সাথে কাজ করতে পারছেন না, তাদের জন্য এটি একটি খুশির খবর। তারা তাদের সৃজনশীলতা মেলে ধরতে পারবে আশাকরি। অগ্রিম শুভকামনা রইলো নতুন ব্লগারদের জন্য।

আমি দারুণভাবে আশাবাদী এখন থেকে নতুন নতুন মুখ দেখতে পারব, নতুন কনটেন্ট দেখতে পারবো, নতুন ট্যালেন্টের সাথে পরিচিত হতে পারব।

বাংলা ব্লগ আরও এক ধাপ এগিয়ে গেল।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

আমার বাংলা ব্লগে কমিউনিটিতে এখন দুই ধরনের ব্লগার থাকবে এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে নতুন গেস্ট ব্লগার সংযুক্তি এই পদক্ষেপটি খুবই যুগোপযোগী। আর এই সুবিধাগুলোর জন্যই আমরা আরো নতুন নতুন কনটেন্ট দেখতে পারবো।অগ্রিম শুভকামনা রইল নতুন ব্লগারদের জন্য।

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের জন্য কারণ নিউ নাম্বার নেয়ার ক্ষেত্রে আমরা যারা কমিউনিটির সদস্য আছে তাদের রেফারেন্সের দরকার পড়ে । আমাদের কমিউনিটিতে এবার নতুন নতুন মেম্বারদের দেখা পাওয়া যাবে। দাদা তোমার শেয়ার করা এই রুলস গুলো অবশ্যই তারা মেনে আমাদের প্রিয় কমিউনিটিতে ব্লগিং করার সুযোগ পাবে। এইবার দুই ধরনের ব্লগার পাওয়া যাবে এটা আমাদের জন্য বেশ আনন্দের বিষয়।

দারুণ উদ্যোগ নিয়েছেন দাদা। তাহলে এবার নতুন নতুন অনেক অতিথি দেখবো যারা গেস্ট ইউজার হিসেবে আসবে। তার পাশাপাশি নতুন ব্লগার হিসেবে আমাদের মাঝে থাকবে তাদের কে অভিনন্দন। আপনি সবসময় দারুন উদ্যোগ গ্রহণ করেন এবং প্রতিনিয়ত আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার প্রতি গভীর সম্মান রইল দাদা।

এক পোস্টেই সবকিছু লিঙ্ক সহ। দারুণ। এই এক পোস্ট কালেকশনে থাকলেই হবে। নতুন উইজারদের জন্য একটি পরিপূর্ন গাইডলাইন। ধন্যবাদ।

নতুন এবং পুরাতন ইউজারদের অবশ্যই এই বিষয়ে অবগত থাকা উচিত। সবসময় চেষ্টা করব কমিউনিটির সকল নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে অবগত থাকার। দাদা আপনি যে সিদ্ধান্ত নিবেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো দিক আশা করি নতুনরা তাদের অগ্রযাত্রা সম্পর্কে ভালো ধারণা হবে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



হ্যালো, আপনার বিষয়বস্তু মহান

একটি পোষ্টের মধ্যে যাবতীয় গুরুত্বপূর্ণ পোষ্টের লিংক দেওয়া হয়েছে।যাতে সহজেই নতুন মেম্বার সেগুলো পড়ে নিতে পারেন।এটা সত্যিই খুব ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে।ধন্যবাদ দাদা।

বেশ ভাল লাগলো। এবার কমিউনিটিতে তাহলে দুই ধরনের ব্লগার রা কাজ করতে পারবে। উদ্যোগটি বেশ ভাল লাগলো। আশা করি এতে করে কমিউনিটির ভ্যেলু আরও অনেকটা বেরে যাবে। ব্লগার রা ও নিয়ম মেনে কাজ করবে বলে আমি আশা করি।

গেস্ট ব্লগার এর বিষয়টা ভালো লাগলো। এখনো যেকোনো ইউজার আমার বাংলা ব্লগ এ ব্লগিং করতে পারবে। দাদা প্রতিনিয়ত বাঙ্গালী ইউজারদের জন্য আপনি অনেক কিছুই করে যাচ্ছেন।

আমার বাংলা ব্লগের নতুন মেম্বার নেওয়ার ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করা হয়েছে দেখে ভালো লাগলো। গেস্টের বিষয়টি একেবারে নতুন আইডিয়া। এর মাধ্যমে অনেকেই এখানে কাজ করার সুযোগ পাবে। আশা করছি যোগ্যরা আমার বাংলা ব্লগে নিজের যোগ্যতা তুলে ধরতে সক্ষম হবে। দাদা আপনার এই পদক্ষেপ যেন সফল হয় এই প্রত্যাশাই করি।

খুবই গুরত্বপূর্ণ পোস্ট। বিশেষ করে তাদের জন্য যারা ইচ্ছে থাকলেও আমার বাংলা ব্লগের সাথে জুড়তে পারেন না। স্বাগতম সবাইকে। 💞

নতুন নিয়মাবলীটা খুবই ভালো হয়েছে! এতে করে যাদের রেফারলের যে একটা জটিলতা ছিল ঐটা চলে যাবে! ভেরিফিকেশন পোস্টের মাধ্যমেই পোস্ট করতে পারবে। যেহেতু মাসে ব্লগার নেয়ার কোটা সংখ্যাটাও কম আশা করি যোগ্যরাই আসবে এখানে!

গেস্ট ব্লগারের বিষয়টা ভালো লাগলো। আর যে টপিকটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যে কোন বাঙালি ইউজার এখানে এসে ব্লগিং করতে পারবে। তাছাড়া এই পোষ্টের মাধ্যমে সব নিয়মকানুন তো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো দেখে সবকিছু ঠিকঠাক বুঝে নিতে পারবে।

অনেক বিশাল একটা উদ্যোগ দাদা।যেখানে ভেরিফাইড ব্লগারের পাশাপাশি, গেস্ট ব্লগারও কাজ করার সুযোগ রয়েছে এই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি।

অনেক কিছু অজানা ছিলো, বুঝছিলাম না যে কিভাবে বাংলা ব্লগে যোগদান দিবো।
আপনার পোষ্টটি থেকে "আমার বাংলা ব্লগ" এ যোগদান সম্পর্কিত সকল আপডেট জানতে পারলাম।

দাদা গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করলেন। বাংলা ভাষাকে এগিয়ে নিতে আপনার মহৎ উদ্দ্যোগকে স্বাগত জানাই। আশা করি এভাবেই এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ এগিয়ে যাবো আমরা। ধন্যবাদ দাদা।

আশা করি দাদা, আপনার এই পোস্টটা পড়ার পরে সবার ভেতরের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই পোস্টটার খুবই প্রয়োজন ছিলো। ধন্যবাদ দাদা।