আমার বাংলা কবিতা "কেটেছে একেলা বিরহের বেলা"

in hive-129948 •  3 years ago 


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "কেটেছে একেলা বিরহের বেলা"



💘


♡ ♥💕❤
হয়তো একদিন আমাদের ফিরতেই হবে,
অনেক গল্প হয়েও থেকে যাবে অনেক কাহিনী বাকি |

অনেক ইচ্ছে আর না পাওয়ার অনুভূতি জমে যাবে,
তোমাকে বলতে খুব ইচ্ছে হবে, কিন্তু বাড়ি ফেরার তাড়া।

আজ অনেক অবিশ্বাসী হাত এগিয়ে আসে,
আমি হাত মিলিয়ে সময়ের সাথে এগিয়ে যাই ।

আসলেই কি এগিয়ে যাই, নাকি থেমে গেছি অনেক আগেই ?
আমি দ্বিধাগ্রস্ত, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ি আধুনিকতায়।

একদিন আমরা জড়ো হতাম নির্বাকের মোড়ে;
হালকা স্ন্যাকস আর গল্পের জোয়ারে আমরা ভাসতাম ।

অনেক কথা দেয়া নেয়া অনেক গোপন প্রণয়,
এখন সব বিস্মৃতির তলদেশে, খুঁজে পাওয়া ভীষণই কঠিন।

এখন আমার সারাদিন কেটে যায় কাজ আর কাজে;
বাড়ি ফিরি অনেক গভীর রাতে হাতে শুকনো রুটি নিয়ে ।

আমার জন্য দুয়ার খুলে কেউ অপেক্ষায় থাকে না,
রান্না ঘরে নিয়মিত বসবাস করে মাকড়শা আর তেলাপোকা ।

ওখানে আমার বিশেষ কোনো কাজ নেই
আমার ক্ষুধা নিবারণের দায় নিয়েছে নিবারণ কবিরাজ।

তার হোটেলের খাবার খেয়ে দশ বছর কেটে গিয়েছে,
আমি খিদের জ্বালায় পেট ভরি মনের জ্বালা কে মিটাবে?

এভাবেই কেটে যায় সুদীর্ঘ বিরহের বেলা,
তোমা বিহনে শুধু এভাবেই বসে থাকা ।


♡ ♥💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি দ্বিধাগ্রস্ত, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ি আধুনিকতায়।

আসলেই দাদা আমরা আধুনিকতার চাদরে মুড়ে গিয়েছি। বস্তু পূজার দুনিয়ায় চোখে সানগ্লাস পড়ে চকচকে দুনিয়া দেখার চেষ্টা করছি। ভালোবাসা বা ভালোবাসা টাকে বোঝার মত মানুষ খুব একটা বেঁচে নেই আর। সবাই কর্পোরেট দুনিয়ায় নিরাপত্তার চাদরে ঢেকে আছে। যাইহোক অসাধারণ ছিল দাদা পুরো কবিতাটি।

দাদা আপনি প্রতিবারের মতই আজকেও আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। কবিতাটি ছোট হলেও এর ভাবার্থ অনেক গভীর। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। বিশেষ করে কবিতার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

অনেক কথা দেয়া নেয়া অনেক গোপন প্রণয়,
এখন সব বিস্মৃতির তলদেশে, খুঁজে পাওয়া ভীষণই কঠিন।

শুভকামনা রইল আপনার জন্য দাদা।

কবিতার বিষয় গুলো এতই বাস্তবিক এবং সজীব যে একটি লাইন পড়তে পড়তে, পরের লাইন এর নতুন কথাটা কি হতে পারে ,এই নিয়ে উত্তেজনা থেকে যাচ্ছে। যতবারই কবিতাটি পড়লাম প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের যে সম্পর্ক,সেটা খুবই ভালো লাগলো। এত সুন্দর করে গুছিয়ে কবিতা লিখেছেন দাদা ,,এগুলো পড়ে আমার নিজেরও কবিতা লেখার ধরণ নানান ভাবে নতুন নতুন রূপ পাচ্ছে।

আমি খিদের জ্বালায় পেট ভরি মনের জ্বালা কে মিটাবে?

কবিতার এই লাইন টা আমার কাছে খুবই ভালো লেগেছে দাদা, একদম ঠিক বলেছেন দাদা পেটের ক্ষুধার জ্বালা আমরা চাইলেই মিটাতে পারি কিন্তু মনের জ্বালা আমরা চাইলেই মেটাতে পারি না।

পুরো কবিতাটা আমি মন দিয়ে পড়লাম সত্যিই আমি মুগ্ধ হয়ে গিয়েছে আপনার লেখা কবিতাটি পড়ে, আপনি খুবই সুন্দর ভাবে পুরো কবিতাটির ছন্দ মিলিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালোবাসা নেবেন।

দাদা অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে এটা বুঝতে পারলাম যে যারা একাকীত্ব থাকে বা একা থাকে তাদের বিরহবেদনা টা অনেক বেশি। পেটের ক্ষুধা যেখানে সেখানেই মিটানো যায় কিন্তু মনের ক্ষুধা আসলে ঠিকই বলেছেন দাদা ভালোবাসার মানুষকে ছাড়া মেটানো যায় না। অসংখ্য ধন্যবাদ দাদা এত অসাধারন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পেটের ক্ষুদার জোগাড় হয়তো কোথাও না কোথাও হয়েই যায়।তবে মনের ক্ষুদা মেটানোর এই জ্বালা সহজে যায়না।এতো সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে কবিতা লিখেন দাদা,বেশ ভালো লাগে।

@tipu curate 9

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



এভাবেই কেটে যায় সুদীর্ঘ বিরহের বেলা,
তোমা বিহনে শুধু এভাবেই বসে থাকা ।

এমন দুইটি লাইনই যথেষ্ট। বিরহের বেলা গুলো আসলেই অনেক সুদীর্ঘ হয়। মনের অনুভূতি প্রকাশ করতে কবিতার বিকল্প আর কিছু নেই। ছন্দের মাধ্যমে শুধুমাত্র কবিতাতেই এত সুন্দর ভাবে মনের চাওয়া পাওয়া আর সূক্ষ্ম অনুভুতি গুলো ফুটিয়ে তোলা যায়। আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় 2/4 লাইন লিখতে কিন্তু সবার দ্বারা তো আর সবকিছু হয় না।

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও কবিতার ভাষা আমি খুব কম বুঝি। শুধু যে আপনার কবিতাই তা নয়। যে কোনো কবিতা বুঝতেই আমার কষ্ট হয়। অনেক অনেক ধন্যবাদ দাদা এমন একটি কবিতা আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

তার হোটেলের খাবার খেয়ে দশ বছর কেটে গিয়েছে,
আমি খিদের জ্বালায় পেট ভরি মনের জ্বালা কে মিটাবে?

সত্যি বলতে তো আজকের কবিতাটি একদম মাইন্ডব্লোয়িং । আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার কবিতা প্রত্যেকটি লাইন । কত সময় আপনার আর প্রিয় মানুষের সাথে স্ন্যাকস আড্ডায় মেতে উঠেছেন বিকাল বেলায় । এখন আর তেমন সময় হয়না একসাথে দুজনার আপনার বিরহের কিছু কথা যেন ফুটে উঠেছে আপনার কবিতায় ।

আজ অনেক অবিশ্বাসী হাত এগিয়ে আসে,
আমি হাত মিলিয়ে সময়ের সাথে এগিয়ে যাই ।

আসলেই কি এগিয়ে যাই, নাকি থেমে গেছি অনেক আগেই ?

আমদের চারপাশে অনকেই হাত বারিয়ে দেবার মত মানুষজন আছে। কিন্তু বিশ্বাসী হাত এর বড়ই অভাব। দিন শেষে ভালোবাসার মানুষের খুব অভাব বোধ করি আমরা। নিঃস্বার্থ ভাবে আমাদের কেউ খবর রাখবে আমাদের কেউ ভালোবাসবে এমন মানুষের এই সমাজে বড্ড অভাব। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। আপনার জন্য সব সময় ভালোবাসা অবিরাম।

এক কথায় অসাধারণ অনবদ্য মুগ্ধতা ছড়ায় কাব্যশৈলী।কবিতার জন্ম হোক কবিতা থেকে ঠিক যেমন ভালোবাসার জন্য ভালোবাসা থেকে।♥♥

দাদা আপনার কবিতা পড়ে অনেক ভাল লাগল। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার কবিতার লাইনগুলো সত্যিই খুব সুন্দর এবং প্রত্যেকটি লাইনে মনে হয় অনেক ভাবার্থ লুকিয়ে আছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

image.png

দাদা আমার এই লাইন দুটো বেশ দারুন লেগেছে।কাবািটি বেশ সুন্দর ছিলে।প্রতিটি কবিতার লাইন বিশেষ অর্থবোধক ছিলে।ধন্যবাদ দাদা।

একেলা বিরহের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো দাদা ।আপনি মনের অনুভূতির অনেক কিছুই কবিতার মধ্যে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যেটা প্রতিটি মানুষের জীবনের অনুভূতি গল্পের সাদৃশ্য রয়েছে। আমার কাছে অনেক ভালো লাগলো। সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে আরো আশা করি দাদা।

অনেক ইচ্ছে আর না পাওয়ার অনুভূতি জমে যাবে,
তোমাকে বলতে খুব ইচ্ছে হবে, কিন্তু বাড়ি ফেরার তাড়া।
আজ অনেক অবিশ্বাসী হাত এগিয়ে আসে,
আমি হাত মিলিয়ে সময়ের সাথে এগিয়ে যাই

সবসময়ের জন্য দাদার কবিতা গুলো খুব সুন্দর হয় । পড়ে মন প্রাণ শান্তি পায় । আজকের কবিতাটিও অসাধারণ হয়েছে । প্রতিটি চরণে কবিতার সারমর্ম লুকিয়ে আছে। পড়ে খুবই ভালো লাগলো দাদা ।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

আসলেই কি এগিয়ে যাই, নাকি থেমে গেছি অনেক আগেই ?
আমি দ্বিধাগ্রস্ত, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ি আধুনিকতায়।

বেশ জটিলতাপূর্ন কথা । তবে আমারও আজকাল বেশ এলোমেল লাগে এই আধুনিকতায় । অনেক সময় মানানসই হই আবার অনেক সময়ই হারিয়ে যাই । সুন্দর লিখেছেন ভাই ।

তার হোটেলের খাবার খেয়ে দশ বছর কেটে গিয়েছে,
আমি খিদের জ্বালায় পেট ভরি মনের জ্বালা কে মিটাবে?

এভাবেই কেটে যায় সুদীর্ঘ বিরহের বেলা,
তোমা বিহনে শুধু এভাবেই বসে থাকা ।

দাদা এই কথা গুলোর উপরে আর কোনো কথা হতে পারেনা। মনের জ্বালা মিটাতে পারে একমাত্র মনের মানুষ।
হাজারো আনন্দ আসে পাশে মিশে থাকলেও সুখ খুঁজে পাওয়া যায়না। ধন্যবাদ দাদা ।

দাদা আপনার কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতা টা আমার মন ছুঁয়ে গেছে। প্রতিটি লাইন খুব গভীর থেকে বলেছেন দাদা।

একদিন আমরা জড়ো হতাম নির্বাকের মোড়ে;
হালকা স্ন্যাকস আর গল্পের জোয়ারে আমরা ভাসতাম ।

অনেক কথা দেয়া নেয়া অনেক গোপন প্রণয়,
এখন সব বিস্মৃতির তলদেশে, খুঁজে পাওয়া ভীষণই কঠিন।

দাদা এই লাইন গুলো আমার অনেক ভালো লেগেছে দাদা।আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল দাদা।
দাদা কালকের হ্যাংআউটে আপনাকে অনেক বেশি মিস করেছি। খুব খালি খালি লাগছিল সবাই থেকেও।

দাদা অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন যা আমার কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন আমাকে ভালো লেগেছে। আপনার কবিতা পড়তে পড়তে আমি ও এক দিন আপনার মতো কবি হয়ে যাবো দাদা।অনেক সুন্দর করে ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখেছেন যা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি দাদা। আপনার জন্য শুভকামনা রইল। ভালোবাসা নিবেন দাদা।

Congrats

দাদ,আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।আসলে কবিতা তেমন বুঝি না।তবে আপনার কবিতাটা বেশ শক্ত ছিলো।তবে কিছু কিছু লাইন সত্যি। ভালো ছিলো।

আজ অনেক অবিশ্বাসী হাত এগিয়ে আসে,
আমি হাত মিলিয়ে সময়ের সাথে এগিয়ে যাই ।

ধন্যবাদ আপনাকে।

বাহ,কবিতার প্রত্যেকটি লাইনে যেন এক একটি কাহিনী ফুটে উঠেছে।সত্যিই পেটকে সান্ত্বনা দেওয়ার জন্য ক্ষিদে মেটানো যায়,কিন্তু মনকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যায় না।বিরহ থেকেই যায় ,অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

দাদা আজকে আপনার কবিতা পড়ে আমার খুব ভালো লেগেছে। সত্যি বলেছেন দাদা পেটের ক্ষুধা এক সময় না এক সময় নিবারণ করা যায় কিন্তু মনের ক্ষুধা কিভাবে মেটাবো আমরা।
আপনার এই কবিতা আমি আজ অনেক বার পড়েছি।আমার কাছে খুবই ভালো লাগে কবিতা পড়তে ও লিখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

একদিন আমরা জড়ো হতাম নির্বাকের মোড়ে;
হালকা স্ন্যাকস আর গল্পের জোয়ারে আমরা ভাসতাম ।

অনেক কথা দেয়া নেয়া অনেক গোপন প্রণয়,
এখন সব বিস্মৃতির তলদেশে, খুঁজে পাওয়া ভীষণই কঠিন।

এখন আমার সারাদিন কেটে যায় কাজ আর কাজে;
বাড়ি ফিরি অনেক গভীর রাতে হাতে শুকনো রুটি নিয়ে।

এই লাইনগুলো আমার ভীষণ ভালো লেগেছে দাদা ‌কারণ আমার কাছেও কেন জানি না আমার সেই সময় গুলোর কথা মনে পড়ে গেল ।যখন আমরা কিছু ফ্রেন্ড মিলে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিতাম ।যদিও ফ্রেন্ড আর প্রিয় মানুষের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে।সময়ের সাথে সাথে কত কিছুই না বদলে যায়,আর আমরা নিজেরাও বদলে গেছি।

এখন আমার সারাদিন কেটে যায় কাজ আর কাজে;
বাড়ি ফিরি অনেক গভীর রাতে হাতে শুকনো রুটি নিয়ে ।
আমার জন্য দুয়ার খুলে কেউ অপেক্ষায় থাকে না,
রান্না ঘরে নিয়মিত বসবাস করে মাকড়শা আর তেলাপোকা ।

দাদার কবিতা মানেই ভিন্ন অনুভূতির ছোঁয়া, তবে আমি ভিন্ন একটা বিষয় চিন্তা করছি এখন। আচ্ছা বৌদি দাদার কবিতাগুলো দেখে কি ধরনের মন্তব্য করেন, সেটা শুনার অপেক্ষায় রইলাম হি হি হি।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

এখন আমার সারাদিন কেটে যায় কাজ আর কাজে;
বাড়ি ফিরি অনেক গভীর রাতে হাতে শুকনো রুটি নিয়ে ।>

সত্যিই বলেছেন দাদা এখনকার ব্যস্ততম কাজ সেরে উঠে বাসায় ফিরতে সেই গভীর রাতেই। আপনার এই দুইটি চরণ বাস্তবতার সাথে পুরোটাই মিল রয়েছে।

এখন আমার সারাদিন কেটে যায় কাজ আর কাজে;
বাড়ি ফিরি অনেক গভীর রাতে হাতে শুকনো রুটি নিয়ে ।

এর চেয়ে সম্মিলিত সেই হাল্কা স্ন্যাক্স অনেক ভাল। কাজ আর কাজেই কেটে যাওয়া দিনের চেয়ে সেই আগলে রাখা সময়গুলো যেন অনেক প্রিয়। ধন্যবাদ। খুব ভাল লেগেছে এই কবিতাখানি, দাদা।