image source: copyright & royalty free image sharing website piXabY
কবিতা : "সঙ্গী"
এক নির্জন পথের পথিক আমি,
হেঁটে চলেছি, ক্লান্তিহীন দীর্ঘ এক পথ-পরিক্রমায়;
একা, নিঃসঙ্গ এ চলার মাঝে সঙ্গী করতে চাইনি কাউকেই ।
তবু তুমি এলে, নিঃসঙ্গ জীবনের সঙ্গী হতে,
একা এক মানুষের চলার পথের সঙ্গী হয়ে ।
তুমি ছাড়া হয়তোবা এই তেপান্তরের মাঠে,
খুঁজে পেতাম না কোনো দিশা ।
মরীচিকার পিছে ছোটা, আলেয়ার আলোয় দিশেহারা
যখন আমার হৃদয়, ক্লান্ত রক্তাত ক্ষতবিক্ষত দুটি চরণ,
তখন রাত জাগা এ পোড়া চোখের পাতায় তোমার শীতল চুম্বন;
সোহাগের নদী বাঁধ ভেঙে যায় পাগল করা সুখের আবেশে ।
স্বপ্ন দেখায় তোমার হাতের ছোঁয়া, বুকের মাঝে উষ্ণতার স্পর্শে।
আগে ছিলাম একা ছিলাম, ভালোই ছিলাম বেশ
এখন বন্ধু তোকে ছাড়া কাটে না আমার এক মুহূর্তেরও রেশ ।
আমার এক চোখে হাসি, আরেক চোখে জল
তোর বিহনে, তোকে ছাড়া বন্ধু বাঁচবো কি করে বল ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর লিখেছেন দাদা কবিতাটি আমার কাছে পড়ে খুবই ভালো লেগেছে। আপনার কবিতাগুলো পরতে আসলে অনেক ভালো লাগে কয়েকটা লাইন অনেক ভালো লেগেছে তবে শেষের লাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে। ঠিকই বলেছেন একা থাকলেই মানুষ ভালো থাকে সঙ্গী হলে পরে তখন সঙ্গী বিহনে থাকা মুশকিল হয়ে যায়।
কবিতা তেমন একটা ভালো বুঝিনা দাদা তবে আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লেগেছে বলে এটুকু লিখতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কবিতা তো নয় যেন মধুর বাণী দাদা আপনি এই ছোট্ট কবিতার মাঝে আপনি আপনার জীবনের কিছু গভীর কথা আমাদের মাঝে প্রকাশ করেছেন যা আমি এবং আমার মন বলছে আপনি ঠিকই বলেছেন একজন সঙ্গী ছাড়া আলেয়ার পিছে ছুটে দিনশেষে কিছুই না পাওয়া এটা যেমন সত্য তেমনি উপরওয়ালার কৃপা একজন সঙ্গিনী পাওয়া এবং কি জীবনকে জীবনের মতো করে সাজিয়ে দেওয়া এটা আপনি হয়তো কখনও ভাবেননি যে আপনার সঙ্গীকে হবে আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন আর অদূর ভবিষ্যতে বা আপনার কি আছে সত্যি দাদা জীবনটা যেমন বিচিত্রময় তেমনি আমাদের আশা-আকাঙ্ক্ষাগুলো অনেকটা বৈচিত্র্যময় তবে এটুকুই বলব আপনি সত্যিই আমার কল্পনায় একজন রাজা এবং বৌদি কল্পনার একজন রানী সত্যি দাদা আপনিও অনেক সুন্দর এবং ভালো মনের একজন মানুষ নির্বাচন করেছেন যার প্রতিচ্ছবি দেখলে এমনিতেই বুকটা ভরে যায় আমাদের মুসলমানের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে মানুষটা যেমন তার অর্ধাঙ্গিনী এমনই হয় তাই শুধু এটুকুই বলবো দাদা আপনি যেমন পরিষ্কার মনের মানুষ তারে আমার বৌদি ও দুজনের জন্যই ভালোবাসা অবিরাম।
বৌদির জন্য উৎসর্গ করলাম আমার এই ছোট্ট কবিতা টি।
বৌদি আমার।
যেদিন আমি প্রথম দেখেছিলাম
নিষ্পাপ একটি মুখ
আমি জানতাম না চিনতাম না
তবুও কেন ভরে গেল আমার বুক
ধীরে ধীরে ক্ষণে ক্ষণেই
যতই দেখি তাকে
মন যেন বলে দিচ্ছে
আমায় নিজের আপন কেউ ডাকে
সত্যিই দাদা আপনের চেড়েও আপন হলো
সেই মানুষটি আর
পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি
সে হচ্ছে বৌদি আমার।
দাদা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আই এম রিয়েলি সরি। আবার ক্ষমা চাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি বৌদির জন্মদিনে উপহার দেওয়ার মতো কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। কারণ আমি অফিসের অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে পড়ি। যার কারণে আমার পক্ষে কিছু করা সম্ভব হয়ে উঠেনি। তবে আমি চেষ্টা করেছি পুরোটা হ্যাঙ্গআউট জুড়ে থেকে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। বৌদির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে বেঁচে থাকার জন্য একজন সঙ্গীর প্রয়োজন।যদি সেই সঙ্গী না থাকে তাহলে বেঁচে থাকাই বৃথা।সেই সঙ্গীর রঙ্গিন হাতের ছোয়ায় জীবন হয় সুন্দর ও আনন্দ ময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
|
কতটা ভালোবাসা কতটা টান অনুভব করলে ।প্রিয় সঙ্গী প্রিয় বন্ধুকে নিয়ে এত সুন্দর চরণ মিলিয়ে কোন কবিতা লেখা যায় সেটা বোধয় আপনিই ভাল জানেন। আপনাদের এই ভালোবাসা এই বন্ধুত্ব অমরত্ব হোক এই চাওয়া।আপনার অনুপুস্থিতেও এই প্রাণের কমিউনিটির মানুষ জন মনে রাখবে আপনাদের এই ভালোবাসা।ভালোবাসা নিবেন দাদা🖤
|Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আগেই জানতান আজ বৌদিকে নিয়ে একটা পোস্ট হবে। তা যে এতো সুন্দর হবে ভাবিনি।কবিতার মধ্যে দিয়ে আপনি বৌদির প্রতি যে ভালবাসা প্রকাশ করেছেন তা নিয়ে আসলে কি বলব ভেবে পাচ্ছিনা। কবিতার প্রথম দিকে জীবনের অপূর্নতা ছিল, ক্লান্ত ছিল কিন্তু বৌদি আপনার জীবনে এসে নিসঙ্গ জীবনকে রাঙ্গিয়ে দিয়েছে। আপনার জীবনকে গুছিয়ে দিয়েছে। আপনার সুখ, দুঃখ গুলো নিজের করে নিয়েছে। আপনার মাঝে ভালবাসা, প্রেম যেন এইভাবে আজীবন থাকেন। প্রতিটি দিন যেন স্বপ্নের মতো করে কাটে। অনেক অনেক ধন্যবাদ দাদা। ভালবাসা রইল আপনাদের জন্য। 💝💝💝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব সুন্দর একটি কবিতা রচনা করেছেন দাদা। আসলেই এমন মানুষকে ছেড়ে কখনো দূরে থাকা যায় না, এমনকি তা ভাবনার মধ্যেও আনলেও গা শিউরে ওঠে তাকে হারিয়ে ফেলার ভয়ে। আসলে এটাই সত্যি কারের ভালোবাসা💖💖💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর কবিতা লিখেছেন দাদা। আসলেই মনের মত বন্ধু একবার পেয়ে গেলে তাকে ছাড়া সময় যেনো কাটতেই চায়না৷ একা থাকা সময় গুলা হয়তো সহজেই কেটে যায়। কিন্তু একবার বন্ধু পেয়ে গেলে একা সময় কাটানো বড়ই কঠিন কাজ৷ বার বার বন্ধুর কথা মনে পরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ আবেগপ্রবণ ভাই । সুন্দর লিখেছেন। ভালোবাসা রইল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের চলার পথের সঙ্গী এক মহা মূল্যবান জিনিস।
পথের দিশারী ভালো থাকার অনুপ্রেরণা।
কেউ যদি একবার জীবনের সাথে জড়িয়ে যায় এবং মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ঠিক এমনই তাকে ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব নয় ।
কবিতাটা খুবই ভালো লেগেছে ।এমন কবিতা আরো দেখতে চাই আপনার কাছ থেকে।।🌹🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের চলার পথের সঙ্গী এক মহা মূল্যবান জিনিস।
পথের দিশারী ভালো থাকার অনুপ্রেরণা।
কেউ যদি একবার জীবনের সাথে জড়িয়ে যায় এবং মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ঠিক এমনই তাকে ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব নয় ।
কবিতাটা খুবই ভালো লেগেছে ।এমন কবিতা আরো দেখতে চাই আপনার কাছ থেকে।।🌹🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ দাদা।খুব সুন্দর করে নিজের মনের ভাবকে প্রকাশ করেছেন।খুব ভালো লাগলো।নিজের জীবনের এতো দূরের যাত্রা আপনি ছোট কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।খুব ভালো লাগল।শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি লিখুন আমার কেমন লাগছে, আমি প্রকাশ করতে না পারলেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ! দাদাতো দারুণ কিছু উপস্থাপন করেছেন আজ, একটা দুষ্টু মিষ্টির আবেগের ঘ্রাণ পাচ্ছি। মনে হচ্ছে কিছু একটা হৃদয়ের ভেতর হতে উঁকি মারার চেষ্টা করছে, হা হা হা হা।
না সত্যি এই লাগনগুলো বেশ চমৎকার হয়েছে এবং ভেতরের আবেগটা দারুণভাবে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর বলবো দাদা,, পোস্ট পড়লেও অনেক সময় আমার কমেন্ট করা হয় না। কিন্তু আপনার এই কবিতাটা পড়ে কমেন্ট না করে পারলাম না। মারাত্মক রকমের সুন্দর লেগেছে আমার কাছে। কতটা ভালোবাসা জড়িয়ে কবিতাটা লেখা সেটা শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যাঁদের মধ্যে ভালোবাসা আছে।
বেস্ট অফ দাদা। 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
파트너와 함께하는 삶은 더 보람있다
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে ভাইয়া কবিতাটি। একজন প্রিয় মানুষের কথা মনে করিয়ে দিলেন😔😔।
মনের কথাটি লিখে দিয়েছেন লাস্টের দুটো লাইনে🥰🥰।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার প্রেমের কবিতা, ভালোবাসার অনুভুতির প্রকাশ। রুক্ষ পথের শেষে বন্ধু পেলে পথ হয় ক্লান্তিহীন মসৃণ, সেই মসৃণ পথে হেটে আপনি পরিপূর্ণ কবিতায় সেটা স্পষ্ট। শুভেচ্ছা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঙ্গী কবিতাটি সত্যি খুবই ভাল হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতাটি লিখেছেন। কবিতাটির মধ্যে ভালোবাসা প্রকাশ পেয়েছে।বৌদির জন্মদিন উপলক্ষে আপনি হয়তো এই সুন্দর কবিতা উপহার দিয়েছেন। বৌদি অনেক খুশি হয়েছে, কারণ এত সুন্দর কবিতা ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের দুজনের জীবন অনেক সুখের এবং আনন্দময় হোক এটাই কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদিকে নিয়ে লেখা কবিতাটি আমার কাছে দারুণ লেগেছে। কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার ছোঁয়া। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কবিতার হাত বরাবর ভালো। বৌদি ও আপনার জন্য শুভকামনা রইলো। সারা জীবন আপনারা অনেক ভালো থাকুন এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে। 💙💙💙
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারো মায়ায় একবার পরে গেলে সেখান থেকে উঠে আসতে খুবিই কষ্টকর,শক্তি থাকতে কিছু বলা যায় না চুপ হয়ে থাক্তে হয়।
দাদা আপনার কবিতাটা খুবই ভালো হইছে,কিছু কিছু শব্দ আমাকে ক্ষত করছে , আপনাকে ধন্যবাদ এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা যেই বন্ধুকে ছাড়া বাঁচা যাবেনা বা যেই মনের মানুষকে ছাড়া বাঁচা যাবেনা।সে বন্ধু বা মনের মানুষ আশা করছি ছেড়েও যাবেনা আপনাকে।কবিতা আপনি সবসময় মন ছুঁয়ে যাওয়ার মতোই লিখেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একা, নিঃসঙ্গ এ চলার মাঝে সঙ্গী করতে চাইনি কাউকেই ।
এই লাইনগুলো সত্যি সত্যি বৌদির সাথে যায়। পুরোটাই যায়
তবে আমার কাছে এই লাইন গুলা বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এক চোখে হাসি, আরেক চোখে জল
তোর বিহনে, তোকে ছাড়া বন্ধু বাঁচবো কি করে বল ?
এ লাইন দুটো একদম মন ছুঁয়ে গেছে দাদা। অসম্ভব লেখনী আপনার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কবিতাটি খুবই ভালো লেগেছে আমার কাছে। কবিতার প্রতিটি লাইনের রয়েছে রোমান্টিকতার ছোঁয়া। বিশেষ করে সবার শেষের লাইনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। যখন আমরা একা থাকি তখন আমরা খুব ভালো থাকি কিন্তু যখন আমাদের জীবনে কোন সঙ্গী আসে এবং তার প্রতি যখন মায়ায় বন্ধনে আবদ্ধ হয় তখন সেই মানুষটাকে ছাড়া জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যহীন বলে মনে হয়। অসাধারণ কবিতা লিখেছেন দাদা। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা অনেকদিন পর আজ আবার আপনার কবিতা পেলাম। কবিতাটি পড়ে মনে হল এটি নিশ্চয়ই বৌদির জন্যই লিখেছিলেন। দারুন হয়েছে আজকের কবিতাটি। শুভকামনা রইল সবসময় আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এই ছোট কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনি কত সুন্দর করে এটির ভাষাগুলো লিখেছেন।সত্যিই দাদা,শেষের এই লাইনগুলো পড়ে বেশি ভালো লাগতেছে, বৌদির জন্য বিশেষত্ব রয়েছে এই কবিতায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখানে সত্যিকারে ভালোবাসা একদম ফুটে উঠেছে, ভালোবাসা তো এমনই হয়। অসম্ভব সুন্দর একটি কবিতা, পড়ে খুবই ভালো লাগলো। আসলেই সত্যিকারে সঙ্গি একবার পেয়ে গেলে তা হারানো খুবই কষ্টকর, আশাকরি আপনার সঙ্গী সব সময় আপনার সাথেই থাকবে ছায়া হয়ে থাকবে, বাঁচিয়ে রাখবে অনন্ত কাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা,অসাধারণ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।দাদা,কবিতাটি এত সুন্দর হয়েছে যা বলে বুঝাতে পারবোনা।কবিতার প্রতিটি লাইনে হাজারো সুন্দর অর্থ রয়েছে।দাদা, কবিতায় আপনি লিখেছেন বন্ধুকে ছাড়া আপনার একটি মুহূর্ত কাটে না।সত্যি মন থেকে যাকে বন্ধু মানা হয় তাঁকে ছাড়া সত্যি একদম একটি মুহূর্ত চলে না। দাদা,আপনার কবিতা মধ্যে এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম দিককার লাইনগুলো যেমন ভালো লেগেছে তেমনি শেষ চারটি লাইনের ছন্দ গুলো আরো বেশি ভালো লেগেছে। সুন্দর হয়েছে এবং ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বৌদিকে নিয়ে লেখা কবিতাটি ভীষণই সুন্দর হয়েছে।পুরো কবিতা জুড়ে ভালোবাসা প্রকাশ পেয়েছে।ভালোবাসার মানুষগুলো এমনই হয়,যাকে ছাড়া এক মুহূর্ত কাটানো কষ্টকর।অনেক সুন্দর কবিতা,ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ কবিতা লিখেছেন দাদা বৌদিকে নিয়ে। খুব ভালো লেগেছে। আপনার সৃজনশীলতা অসাধারণ। তবে এই কবিতার মাঝে সৃজনশীলতার চেয়েও মনের আবেগ অনেক বেশি। অসাধারণ এক কথায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। কবিতায় বেশ ছন্দের মিল আছে, কবিতার সাথে বাস্তবতার অনেক মিল।প্রিয় মানুষ ছাড়া জীবন যেন মূল্যহীন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা 💚
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রিয় মানুষটিকে উদ্দেশ্য করে লেখা এই কবিতাটির প্রতিটি লাইন আমার অনেক ভালো লেগেছে। আসলে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সঙ্গী নির্বাচন। জীবনে যদি একজন ভালো সঙ্গী পাওয়া যায় তাহলে জীবনের সব কষ্টগুলোকে নিমিষেই দূর করা যায়। হাসি আনন্দে কেটে যায় পুরোটা জীবন। তাই সেই প্রিয় সঙ্গী ছাড়া বেঁচে থাকা খুবই কঠিন। জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে প্রয়োজন। বৌদিকে উদ্দেশ্য করে আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন দাদা আপনার জন্য এবং আপনার সেই প্রিয় সঙ্গীর জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার লেখা কবিতা মানেই অসাধারণ কিছু। আপনি আপনার প্রিয়তম জীবনসঙ্গিনীকে নিয়ে অনেক সুন্দর কিছু কথা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আপনার সেই প্রিয় মানুষটি নিশ্চয়ই অনেক খুশি হবে। সত্যি কথা বলতে নিঃস্ব এ জীবনে ভালো জীবন সঙ্গিনী না থাকলে জীবন দিশেহারা হয়ে যায়। জীবনকে সুন্দর করে সাজাতে এবং ভালো থাকতে হলে অবশ্যই একজন ভালো জীবনসঙ্গী প্রয়োজন। একজন ভালো জীবনসঙ্গীই পারে জীবনকে সুখী করে তুলতে। একজন ভালো জীবন সঙ্গিনী ছাড়া এ জীবন বড়ই দিশাহারা। অসাধারণ একটি কবিতা আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার লিখা সঙ্গী কবিতা টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি লাই বেশ অসাধারণ হয়েছে দাদা।
দাদা আমার কাছে এই লাইনটা বেশি ভালো লেগেছে। প্রিয় মানুষ টা কে বাঁচা অসম্ভব দাদা।এক মহূর্ত কথা না বলে থাকাই যায় না।
দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! আপনি তো অসাধারণ কবিতা রচনা করতে পারেন দাদা। সত্যিই লাইন দুটি আমার কাছে অসাধারণ লেগেছে এবং অনেক আবেগময় কথা প্রকাশ করেছেন এই দুটি লাইন দিয়ে। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়েন দাদা। আপনার কবিতা পড়ে সত্যিই ভাল লাগল আজকে।আপনার জন্য শুভকামনা রইল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্বিতীয় অনুচ্ছেদ টা ভীষণ সুন্দর , যেন কোনো মরুভূমিতে জলের খোঁজ পাওয়া। খুব সুন্দর লাগলো দাদা ।
একবার সঙ্গী পেয়ে গেলে , সঙ্গ ছাড়তে ইচ্ছা করে না, এটা ঠিক। বাস্তব কিন্তু রোমান্টিক কবিতা লিখেছেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শ্রদ্ধেয় প্রিয় দাদা আপনার কবিতাটি অত্যান্ত অসাধারণ হয়েছে এক কথায় অসাধারণ। এক লাইনের পর অন্য লাইনের চমৎকার মিল রয়েছে। যা বার বার পড়তে ইচ্ছে করতেছে। জীবনের অনেক অর্থ এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। রূপে শ্রেষ্ঠত্ব না হয় চরিত্রবান এবং মনুষত্ববোধ সঙ্গী সবারই কাম্য হয়। সবাই চাই একজন ভালো সঙ্গী পেতে।অত্যন্ত সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গভীর ভালবাসার পরিপূর্ণ বহিঃপ্রকাশ অল্প কয়েকটি লাইনের মধ্যে। মনের কথাগুলোকে খুব সুন্দর করে কবিতায় ফুটিয়ে তোলা যায় যা আপনার কবিতাগুলো পড়লেই বোঝা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি আসার মাধ্যমেই যেন কবিতার স্বার্থকতা ফুটে এসেছে। বেচেঁ থাকার জন্য সঙ্গী খুবই প্রয়োজন। একেলা পথ পাড়ি দেয়া কষ্টেরও বটে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit