Copyright Free Image Source : Pixabay
আজকে ভেবেছিলাম পোস্ট করবো না । ঘুম থেকে উঠেছিও দেরী করে আজ । ভোরবেলায় হঠাৎ করে জ্বর এলো । বুঝলাম না কেন এমন হলো ? ঘুম থেকে উঠে দেখি জ্বর কমে গিয়েছে, কিন্তু গায়ে হাত-পায়ে বেশ ব্যাথা, আর শরীর বেশ ম্যাজম্যাজ করছে । ঠান্ডা লেগেছে খুব সম্ভব । তবে, আজকে হাতে অনেক কাজ আমার । "আমার বাংলা ব্লগ" এর জন্মদিন উপলক্ষে হওয়া বিশেষ হ্যাংআউট এর বিশেষ প্রাইজ দেওয়া এখনো পেন্ডিং রয়েছে । সময়ের অভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে উঠতে পারিনি । কিন্তু, আজ সন্ধ্যায় শিডিউল করা আছে পুরস্কার গুলো ডিস্ট্রিবিউট করার । শিডিউল মিস করা যাবে না । কোনোভাবেই । তাহলে আরও দেরি হয়ে যাবে । ভীষণই ব্যস্ত সময় পার করছি বেশ কয়েকদিন ধরে ।
তো এবার আসা যাক আমার ছোটবেলায় ঘটে যাওয়া একটি ছোট্ট মজার ঘটনায় ।
তখন খুব সম্ভবত আমি ক্লাস সেভেনে পড়ি । বাবা সন্ধ্যের দিকে কিছু ছাত্র পড়াতো । তো আমার পড়াশোনা বিকেলবেলায় কিছুই করতাম না । দুপুরে স্কুল থেকে ফিরে খেয়ে ঘুম দিতাম । বিকেলে উঠে হয় খেলতাম নতুবা, গল্পের বই পড়তাম । বাবা বাজার করে ফিরতো সন্ধ্যের পরে । তো, একদিনের ঘটনা - বাবা সেদিন বিকেল বেলাতেই বাড়ি থেকে বের হয়ে গেলো । সামনে মাধ্যমিক পরীক্ষা, স্পেশ্যাল পড়ানো ছিল খুব সম্ভব । সেদিন আবার আমাদের বাজার করা খুবই জরুরি ছিল । ভাঁড়ারে টান পড়েছে ।
ঘরে, ডিম, ডাল এসব ছিল । কিন্তু, ছিল না কোনো তরকারি । যেহেতু, বাবার বাজার করে ফিরতে হবে তাই আমাকে ডেকে বললো সামনের মুদি দোকান থেকে আলু কিনে দিতে । এই বলেই, বাবা টাকা রেখে চলে গেলো । আমিও, গল্পের বইয়ে চোখ রেখে অন্যমনস্ক ভাবে সব শুনে বইয়ের পাতা থেকে চোখ না তুলে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেটে রেখে দিলাম ।
গল্প শেষ হতে হতে সন্ধ্যে ঘনিয়ে এলো প্রায় । রাস্তায় ল্যাম্পোস্টগুলো এখুনি জ্বলে উঠবে । আমি আর দেরি না করে মুদি দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেলাম । দোকানদের আমাদের পূর্ব পরিচিতি । তো যখন তাকে আমি আলু দিতে বললাম সে কিন্তু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলো । আমি বললাম - "কৈ দিন !!"
দোকানদার আমায় বললো - "ঠিক করে বলো কতটুকু আলু নেবে ?" শুনে আমার তো রাগ হয়ে গেলো । বললাম - "যতটুকু বলেছি ঠিক ততটুকুই দিন ।" এবার দোকানদার হাসতে হাসতে একটি কাগজের ঠোঙায় দুটি ছোট্ট ছোট্ট আলু ওজন না করেই দিলো । আর টাকা নিলো না । আমি ভ্যাবাচ্যাকা খেয়ে কিছুই বুঝে উঠতে না পেরে তাইই নিয়েই বাড়িতে ফিরলাম ।
বাড়িতে এসে ঠোঙা ভর্তি আলু দিলেই শুরু হলো চ্যাঁচামেঁচি । মাত্র দুটি ছোট আলু দিয়ে কি ভাবে রান্না হবে ? পরে আবিষ্কার হলো বাবা আমাকে দশ টাকার একটা নোট দিয়ে বলেছিলো "পাঁচশো গ্রাম আলু" এনে দিতে । আর, আমি শুনেছি "একশো গ্রাম আলু" । তখন আলুর কিলো ছিল ছ'টাকা । তো, একশো গ্রাম আলুর দর দাঁড়ায় ৬০ পয়সা । তাই, মুদি দোকানদার অমন অদ্ভুত ব্যবহার করছিলো আমার সাথে ।
বাড়িতে হাসির হুল্লোড় বইলো । এই ঘটনা আমাকে অনেকদিন যাবৎ লজ্জা দিতো । যখনি আমার ১০০ গ্রাম আলু কেনার গল্প উঠতো আমি আস্তে করে সেখান থেকে সরে যেতাম ।
god bless you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই দাদা "একশো গ্রাম আলু" কেনার গল্পটি পড়ে মজা লাগলো।ছোটবেলায় মানুষ কত বোকা থাকে আর বড়োরা হেসে উড়িয়ে দেয় ।সেই সময়ের কথা ভাবলে আপন মনে ও হাসি পেয়ে যায়।ছোটবেলায় আমার কথা বলা নিয়ে অনেকেই খেপাতো।এখন খুব হাসি পায় তখন আবার রাগ হতো।যাইহোক সকলের ছোটবেলাগুলি এইরকমই হয় দাদা।প্রে করি দ্রুত আপনার সুস্থতার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার ছোটবেলার সব মেমোরি গুলোই খুব সুন্দর। আপনার ছোটবেলা নিয়ে কোনো পোস্ট আপনি শেয়ার করলে আমি অবশ্যই সেটা খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। বই পড়ার প্রতি আপনার প্রবল আগ্রহ ছোটোবেলা থেকেই ছিল এই পোস্ট পড়ে সেটা বুঝতে পেরেছি। আগের কালের মানুষগুলো প্রচন্ড রকম খেতে ভালোবাসতো তাই 500 গ্রাম আলু দিয়ে তরকারি হতো না। তবে কলকাতার মানুষ এখন 100 গ্রাম আলু দিয়ে নির্বিঘ্নে একটি সাজ চালিয়ে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পের বইয়ের মধ্যে এমন ডুবে ছিলেন যে ঠিক মত শুনতেই পারেননি কি বলেছে। আর সেই আপনি এখন এক সাথে কত কাজ করেন। চার পাঁচটা কাজতো অনায়াসেই করেন কোন ভুল ত্রুটি ছাড়া।
দাদা আপনার ইদানিং খুব ঘন ঘন জ্বর আসছে। ভালো একজন ডক্টর এর কাছে যান। আপনার দ্রুত সুস্থতা কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথমেই আমি আপনার সুস্থতা কামনা করছি। আপনার গল্পটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ছোটবেলায় আমাদের এরকম অনেক স্মৃতি রয়েছে যেগুলো মনে পড়লে আজও হেসে ফেলি। ১০০ গ্রাম আলু কেনার গল্প দারুন লেগেছে আমার কাছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আপনি মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনার উচিত দ্রুত একজন ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করা। যাই হোক আপনি যে একজন বইপোকা তা আগেই জেনেছি। আসলে ভালো কোন বই পড়তে গেলে এমন অবস্থাই হয়। সব মনোযোগ চলে যায় বইয়ের মধ্যে। আহ 6 টাকা কিলো আর কখনোই এই দিন ফিরে আসবে না। দারুন লাগলো আপনার ছোটবেলার ঘটনা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেন দাদা আবার হঠাৎ করে জ্বর কেন আসলো সেই দিন না জ্বর হলো ঘন ঘন জ্বর যে কেন আসছে ঘন ঘন জ্বর আসা কিন্তু ভালো না দাদা ভালো একজন ডাক্তার দেখাইয়েন। আপনার শরীর খারাপ হলে আমাদের কি ভাল লাগে বলেন।
আপনার গল্পটি পড়ে আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি চোখ না তুলেই টাকার বদলে হয়তো কোন কাগজ টাগজ পকেটে ভরে রেখেছেন পরে দেখলাম যে আপনি শুনতে ভুল করেছেন। গল্পের বই আপনাকে এত টাই টানে যে একেবারে বইয়ের ভিতরে ঢুকে গিয়েছিলেন আসলেই এরকম হলেই কোন কিছু পড়ে মজা পাওয়া যায় ।সত্যি হাসির ছিল গল্পটি । এইরকম গল্পগুলো বেশ ভালো আরো শুনতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণতো দাদা, খুব মজা পেলাম সাথে বেশ হাসিও ছিলো, হি হি হি।
এই জন্য ব্যাটা দোকানদার বুঝে উঠতে পারছিলোনা কি করবে, তাই আপনার ভয়ে দুটো ফ্রিতে দিয়েছিলো।
হয়তো বা ঠান্ডার কারনে এমন হচ্ছে দাদা, তাছাড়াও আপনিতো রাতও জাগেন অনেক। খুব বেশী প্রেসার যাচ্ছে আপনার উপর দিয়ে। দোয়া করি সুস্থ্য থাকেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পুরোপুরি সুস্থতা কামনা করছি। হা হা গল্প পড়ে আমি হাসতে হাসত শেষ।একশো গ্রাম আলু।ভালো ছিলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This Texas-based fast-food chain is well-known for its tasty sandwiches and burgers, and they also offer magnificent breakfast meals everyone loves. https://whataburger-breakfast-menu.info/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার শেয়ারকৃত ছোটবেলার গল্পটি পড়ে খুব ভালো লাগলো। মাথাটা অনেক ভার ছিল মনোযোগ দিয়ে আপনার গল্পটি পড়ার কারণে মাথা থেকে কেন যেন অজানা বোঝাটা নেমে গেল। আরো ভালো লাগলো আপনি অসুস্থ থেকেও আমাদের কথা ভুলে যাননি আমাদের জন্য চমৎকার একটি গল্প শেয়ার করেছেন। ধন্যবাদ দাদা আপনার সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময়ের এত সুন্দর একটি মন ভালো করার গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আবার আপনার জ্বর এসেছে শুনে খুব খারাপ লাগলো। এইতো কিছুদিন আগেও আপনার জ্বরের কথা শুনেছিলাম। যদিও জ্বর এসে আবার ছেড়ে যাচ্ছে তার পরেও আসাটাই খারাপ দিক আমার মনে হয় একজন ডক্টরের সাথে কনসাল্ট করা খুব প্রয়োজন। বারবার জ্বর ফিরে আসাটা কিন্তু ভাল ব্যাপার নয়।
যাই হোক দাদা গল্পের বইয়ের প্রতি আপনি এতটাই ডুবে গিয়েছিলেন যে ৫০০ গ্রাম আলু কে ১০০ গ্রাম ভেবে নিয়ে চলে এলেন হি হি হি। কাজের প্রতি আপনার একাগ্রতাই আপনাকে এতদূর নিয়ে এসেছে। আমরা কখনোই কাজের প্রতি এতটা মনোযোগী হতে পারিনি। যখন যে কাজটা করব মনোযোগ দিয়ে সেটিই করা উচিত। আপনার কাছ থেকে এখনও অনেক কিছু শিক্ষনীয় বাকি আছে। ছোট্ট এই গল্পটির মাঝে অনেক বড় একটা মেসেজ পেলাম।
ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন ঘটনা অহরহ ঘটাতেই থেকেছি ছোট বেলায়। যা পরবর্তীতে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দাদা আপনার গল্প গুলো পড়ার সময় ছবির মত সব কিছুই সামনে দেখতে পাই। এটা আমার ভীষণ ভাল লাগে। দ্রুত সুস্থতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথমে আপনার সুস্থতা কামনা করছি, আপনি যেন সবসময় সুস্থ থাকেন দোয়া রইলো। বিশেষ করে আপনার গল্পটা পরে খুবই ভালো লাগলো। এরকম ভাবে আমরাও ছোট থাকতে জীবনে অনেক ঘটনাই ঘটেছে। যাইহোক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটা মজার গল্প শেয়ার করার জন্য। শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুরুতেই আপনার সুস্থতা কামনা করছি।
দাদা আপনি অনেক বেশি পরিশ্রম করেন এবং বেশি রাত পর্যন্ত কাজ করেন। আর হয়তো আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর আসতে পারে।
ছোটবেলার গল্পটি দারুন ছিল। আপনার বইয়ের প্রতি যে তীব্র নেশা ছিল বোঝাই যায়। তার ফলেই এরকম একটি মজার ঘটনা ঘটলো।
সুস্বাস্থ্য কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও প্রথমে আপনার অসুস্থতার খবর শুনে বেশ খারাপ লাগছিল, তবে আলু কেনার ঘটনাটা সম্পূর্ণ পড়ে বেশ হাসলাম ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে এত সুন্দর সুন্দর গল্প গুলো উপহার দেন আসলেই এই আনন্দ প্রকাশ করা বলে বোঝানো খুব মুশকিল। আপনার ছোটবেলার গল্প পড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। তবে সবচেয়ে মজার বিষয় ছিল টাকা না দেখে পকেট এ নেওয়া এবং কি দোকানদার কাছে গিয়ে ১০০ গ্রাম আলু ছাওয়া বিষয়টা খুবই মজার ছিল। আর আপনাকে ১০০ গ্রাম আলুর কথা বলে সবাই হয়তো মজা নিতো। আমাদেরকে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলার আলু কেনার গল্পটি আপনার বেশ ভালো লাগলো সেই সাথে অনেক হাসি পাচ্ছিল, ছোটবেলায় প্রত্যেকের জীবনেই এ ধরনের অসংখ্য হাস্যকর গল্প রয়েছে। যায় এখন মনে হলে নিজেকে বোকা বোকা লাগে। সাথে মজাও লাগে। ছোটবেলার সেই হাস্যকর গল্পটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা সহ দীর্ঘায়ু কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ছোটবেলার আলু কেনার গল্পটা সত্যিই মজার। এই ঘটনার পরে নিশ্চয়ই আপনাকে আর কিছুই কেনতে বলতো না।আপনার অসুস্থতার কথা জেনে প্রথমে যদিও মনটা বেশ খারাপ ছিল তারপরেও গল্পটা পড়ে না হেসে পারলাম না ।সত্যি মানুষের ছেলেবেলায় কত রকমের ঘটনা ঘটে।আর আপনি এমন মানুষ যে অনেক ঘটনাই মনে করে রেখেছেন। শেষে একটা কথা বলতে চাই খুব দ্রুত ডাক্তারের কাছে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা করেছেন কি । হা হা । আমাকে মা একবার চাল কুমড়ো আনতে বলেছিল আমি লাউ নিয়ে এসেছিলাম। সেদিন কি যে সবাই আমাকে বোকা বানিয়েছে। সেই দিনের কথা আজ মনে পড়লো আপনার ছোট্ট বেলার গল্প পড়ে। তবে সাবধানে থাকবেন শুনেছি কোলকাতায় করোনা বাড়ছে। ভাল থাকবেন শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি মজা! ১০০ গ্রাম আলু! পারেন বটে দাদা।আমি হাসতে হাসতে পুরাই শেষ।আপনার গল্পগুলো পুরোই ফানি বক্স।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পের বইয়ে একদম মশগুল হয়ে গিয়েছিলেন বোঝা যাচ্ছে । এই ধরনের ঘটনা ছোটবেলায় সকলের সাথে কমবেশি ঘটে থাকে । নিজের স্বাস্থ্য নিয়ে গাফিলতি করা ঠিক না । মাঝে মাঝে জ্বর আসা কোন বড় অসুখের পূর্ব লক্ষণ হতে পারে । দ্রুত একটা চেকাপ করিয়ে ফেলুন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার ছেলে বেলার গল্প গুলো একদম মজাতে ভরপুর । হাসতে হাসতে শেষ। ওই মুহূর্তে আপনার মুখটা কেমন হতে পারে সেটা ভেবেই বারবার হাসি পাচ্ছে। হিহিহিহি। সাবধানে থাকবেন। শরীরের যত্ন নেবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাসতে হাসতে পেট ব্যাথা। ছেলেবেলায় এমন কাণ্ড ঘটা সম্ভব। সব কিছুতেই কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে যায় যেন। এটা মারাত্মক হাসির ঘটনা ছিল দাদা।🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate 8
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 0/9) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজা পেয়েছি ভীষণ :D :D
এই প্রসঙ্গে আমার নিজেরও একটা কথা মনে পড়ে গেল। আমাকে ছোট বেলা কিছু আনতে বললে একসাথে যদি অনেক গুলো জিনিষ বলতো আমি নিজের মত করে শেষে নিজের পছন্দের কিছু অ্যাড করে নিতাম, যেমন লজেন্স, বিগ বাবুল, রাশিয়ান কেক, লম্বু কেক ইত্যাদি। এখন বাড়ি থেকে দোকান কিছুটা দূরে হবার জন্য আমি মা যা বলে দিয়েছে সেগুলো বলতে বলতেই যেতাম, এবং আজো বুঝি না ঠিক কোণ সময়ে যেগুলো আনতে বলেছে সেগুলো ভুলে গিয়ে অন্য কিছু নিয়ে এসেছি। হয়তো আমাকে বলল ৫ টা জিনিষ আনতে, আমি আমার পাওয়া চকলেট অ্যাড করে টোটাল ৬ টা আইটেম বানালাম কিন্তু আসার সময় ৪টে নিয়ে আসি, আর একটা ভুলে যায়।
সাথে যে চারটে নিয়ে আসি সেগুলোর দুটো ভুল, মানে আমাকে বলেছিল বিক্সুটের প্যাকেট আনতে, আমি নিয়ে এসেছি ম্যাগির প্যাকেট।
বাড়ি ফেরার পর মায়ের হাতে কানকপাটিতে টেনে দুটো যা থাপ্পড় পেতাম , মাক্কালী বলছি ১ বছর আগের কথা সব মনে পড়ে যেত। আবার দোকানে গিয়ে সেগুলো ফেরত দিয়ে এবার ঠিক ঠিক জিনিষ নিয়ে আসতাম। :P
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা দারুন মজা পেলাম, ছোটবেলার এরকম অনেক ঘটনা আছে মনে পড়লে এখনও হাসি উঠে। তবে আপনার এই বিষয়টি খুবই হাস্যকর ছিল। এই ধরনের ঘটনা আরো চাই, অনেক অনেক বেশি উপভোগ করি। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি।
আপনার গল্প পড়ে সত্যি বলতে খুবই মজা পেলাম। আসলে তখন আপনি গল্পের বই মনোযোগ সহকারে পড়ছিলেন তাই হয়তো ভুল শুনেছিলেন। তবে এরকম ঘটনা আমার জীবনেও রয়েছে। শুভকামনা রইল দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit