ছ'টি random আলোকচিত্র

in hive-129948 •  3 years ago  (edited)

গতকাল থেকে কলকাতার বাইরে আছি বিজনেসের কাজে । বাড়ি না ফেরা অব্দি খুবই বিজি থাকবো । এই ৪ দিন পোস্ট করা, কিউরেশন করা, ডিসকোর্ড এ একটিভিটি সবই খুবই delayed হবে । কিছুই করার নেই । সময় পেলেই স্টিমিটে একটু কাজ করছি ।ডিসকোর্ড এও মাঝে মাঝে ঢুকছি ।

এই ব্যস্ততার মাঝেও একটি পোস্ট করলাম আজ । ফোটোগ্রাফি পোস্ট । আমার কিছু পুরোনো ফটোগ্রাফ থেকে ৬টি ফটো শেয়ার করলাম আজ । আশা করি আপনাদের খুব একটা খারাপ লাগবে না ।


IMG_5535 copy.jpg


ভগ্ন প্রায় একটি কুঁড়ে ঘরের শুধু কঙ্কালটুকু নদীর কালো জলে প্রতিবিম্বিত হচ্ছে ।
আলোকচিত্র তোলার তারিখ : 31Jul, 2016
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_4220 copy.jpg


রেলস্টশনের লাগোয়া একটি জলের ট্যাপ । জলশূন্য । ভবিষ্যতের জল সংকটের একটা ভয়াবহ ইঙ্গিতের সূচনা যেন এই আলোকচিত্রটি ।
আলোকচিত্র তোলার তারিখ : 26 Jun, 2016
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



বৃক্ষের বুক ফালা করার ব্যর্থ প্রয়াস একটি ব্লেডের
আলোকচিত্র তোলার তারিখ : 14 April, 2016
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



গাঢ় নীলের পটভূমিকায় ঘন সবুজ নারিকেল গাছের মগডাল । অপূর্ব, যেন বিধাতার তুলির টানে কোনো এক অনির্বচনীয় দৃশ্য ফুটে উঠেছে ।
আলোকচিত্র তোলার তারিখ : 14 April, 2016
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_6199 copy.jpg


একটি বলপয়েন্ট পেনের ম্যাক্রো শট ।
আলোকচিত্র তোলার তারিখ : 22 August, 2016
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_8555 copy.jpg


তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব মেঘ ছাড়িয়ে উঁকি মারে আকাশে ।
আলোকচিত্র তোলার তারিখ : 01 January, 2017
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 1200D
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব আকর্ষণীয় হয়েছে। আপনার প্রতিটি ছবি আমার অনেক ভালো লেগেছে। আপনি যে খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন তাতে কোন সন্দেহ নাই। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে ছবিগুলো যেন কথা বলতেছে। ছবিগুলো দেখে অনেক কিছু বুঝা যায়। দাদা আপনার অতুলনীয় ছবি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

দাদা আপনার ফটোগ্রাফি বলে অসাধারণ হয়েছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফিতে আলাদা আলাদা ভালোলাগা রয়েছে। সত্যি দাদা ব্যবসার কাজে এত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে আমাদের সাথে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনি পারেন দাদা সবকিছু মেনটেইন করে চলতে। আর আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি নিয়ে লেখা অসম্ভব ভালো লেগেছে। আপা ফটোগ্রাফি গুলো অনেক আগের তোলা হলেও দেখে মুগ্ধ হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত ব্যস্ততার মাঝে এসে আমাদের মাঝে এরকম সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

কি যে বলেন দাদা আপনার ফটোগ্রাফি আর খারাপ লাগা এটি কখনোই সম্ভব নয় । আপনার ফটোগ্রাফি গুলো সব সময় এত চমৎকার হয় তা বলে বোঝানো যাবে না। আসলে আপনার কোন জিনিসটি খারাপ হয় সেটাই চিন্তা করছি। আপনি তো অলরাউন্ডার। এত কাজের মাঝেও আপনি পোস্ট করা মিস দেননি।

আপনার আজকের প্রতিটি ছবিই চমৎকার হয়েছে। আমার আপনার ফটোগ্রাফির সবথেকে বেশি যে জিনিসটা ভাল লাগে সেটি হল আপনি খুব সুন্দর করে প্রতিটি ছবির বর্ণনা করেন। তা আসলেই মুগ্ধ করে আমাকে।

দাদা প্রথমেই আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিচ্ছেন তার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই৷ আমি মনে করি সব কিছুর আগে আপনার কাজ আগে এবং নিজেকে সময় দেওয়া আগে। তবে যাইহোক আপনি যে ৬ টি ফোটোগ্রাফি শেয়ার করেছেন তা অসাধারণ। প্রথম ছবিটির দিকে আমি তাকিয়ে ছিলাম যে এটি কিভাবে কুঁড়েঘর হয়। নিচের এতো অস্পষ্ট লাগছে কেন। পরে বুঝলে নিচে পানি ছিল তাই এর প্রতিবিম্ব তৈরী হয়েছে। এর পরে অদূরভবিষ্যৎতে পৃথিবীতে যে জিনিস্ নিয়ে হাহাকার দেখা দিবে তা হচ্ছে সুপীয় পানি। অনেক দেশেও বর্তমান পানির সংকট দেখা দিয়েছে। পানির স্তর ভূগর্ভের অনেক নীচে নেমে গেছে। নারিকেল গাছ এবং নীল আকাশের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে কোনো চিত্রকর নিপুণ ভাবে এঁকেছে।এতো সুন্দর লাগছে দেখে কি বলব। সর্বশেষ তাকগাছ দুইটি এক পায়ে দাঁড়িয়ে আকাশ ছুঁয়েছে। নীচ থেকে এতো সুন্দর করে ফটোগ্রাফি করেছেন যা সত্যি প্রসংশনীয়। আপনি যে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেন তার একটি ভাবার্থ থাকে। ধন্যবাদ দাদা আপনাকে। সুস্থ, সুন্দর ভাবে আমাদের মাঝে ফিরে আসুন।

  ·  3 years ago (edited)

দাদা আপনার তুলা প্রতিটি ছবি এক একটা অর্থ বহন করছে, একটি থেকে একটি ছবি বিশাল প্রশংসার যোগ্য, আর প্রতিটি ছবির অনেক সুন্দর করে সংক্ষেপে বিশ্লেষন করেছেন আপনি, প্রতিটি ছবি দাদা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি সব সময় বলি আপনার কোনো তুলনা হয় না দাদা আর সেটা সবকিছুতেই। অনেক অনেক ভালো লাগলো।

জ্বী দাদা কর্ম ব্যস্ততা আমাদের জীবনেরই একটা অংশ, এটাকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই, তবে এই ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদের মাঝে আসছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এটা সত্যি বড় বিষয় আমাদের জন্য।

আপনার ফটোগ্রাফি নিয়ে কিছু বলার সুযোগ নেই, তবে হ্যা, একটু প্রসংশা করতেই হবে, প্রথম, দ্বিতীয় এবং শেষের দৃশ্যটি অসম্ভব সুন্দর হয়েছে, বেশ ভালো লেগেছে। ধন্যবাদ

বৃক্ষের বুক ফালা করার ব্যর্থ প্রয়াস একটি ব্লেডের

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে বৃক্ষের বুকে ব্লেড দিয়ে ফালা তৈরি করার ফটোগ্রাফি আমার মনকে বেশি নাড়া দিয়েছে। আসলে আমরা বড়ই নিষ্ঠুর। বৃক্ষ যেমন আমাদের বিভিন্ন উপকারে আসে তেমনি আমরা সেই বৃক্ষকে প্রতিনিয়ত আঘাত দেই। কারনে অকারনে আমরা বৃক্ষের ডালপালা ও বাকল চিরে তাদেরকে কষ্ট দেই। হয়তোবা বৃক্ষের আমাদের মত কথা বলার ভাষা নেই কিন্তু তাদের কষ্টগুলো আমাদের মতই। মানুষ যেমন তার কোন অঙ্গ পতঙ্গ কেটে গেলে কষ্ট পায় তেমনি কোন ধারালো কিছু দিয়ে কোন গাছে আঘাত করলেও সেই গাছ কষ্ট পায়। তাই আমাদের চারপাশে যেগুলো গাছপালা রয়েছে সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ত্ব শুধু মাত্র আমাদের। একটি ব্লেড দিয়ে বৃক্ষের বুকফালা করার ছবিটি শুধুমাত্র একটি ফটোগ্রাফি নয় এর অর্থ অনেক বেশি। গভীরভাবে চিন্তা করলে এর অর্থের বিশালতা অনুভব করা যায়। ধন্যবাদ আপনাকে দাদা দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা ,অসাধারণ ও দুর্দান্ত সব আলোকচিত্রগুলি।খালি চোখে দেখলে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু প্রতিটি ছবি খুবই অর্থবহ ও বিশেষ কোনো বিষয়ের ইঙ্গিত দেয়।এই মুহূর্তে ছবিগুলো দেখে আমার মনের ভাব প্রকাশ করলাম----
●একটি ঘর তৈরি করতে ও ভালো ভীত তৈরি করা আবশ্যক, যেমনটি একজন ভালো মানুষ হওয়ার ক্ষেত্রেও।
●দিন দিন জলের যা অপব্যবহার/অপচয় হচ্ছে ভবিষ্যতে সংকট সৃষ্টি হতে বাধ্য।"দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে যা হয়"।হয়তো একসময় অনেক
টাকার বিনিময়ে ও জল পাওয়া যাবে না।
●একটা সামান্য ব্লেড কোনো চলমান প্রাণীর জীবন কেড়ে নিতে পারে সহজেই কিন্তু কোনো জড় জীবের ক্ষেত্রে তা অসম্ভব।সামান্য কোনো কিছুকে তুচ্ছ ভাবা উচিত নয়।
●নারিকেল ও তালগাছের কথা কি বলবো দাদা।নীল আকাশের নিচে প্রকান্ড গাছগুলো শূন্যের উপর দাঁড়িয়ে সব প্রকৃতির অপরিসীম সুন্দরতাকে ফুটিয়ে তুলেছে।যা আমাদের ও শিক্ষা দেয় ,সৎপথে মাথা উঁচু করে দাঁড়াবার।
●পেনের মধ্যে অনেক গভীরতা লুকিয়ে আছে।একজন শিক্ষিত মানুষের কাছে ,একটি পেনের অনেক ক্ষমতা।
অনেক অনেক ধন্যবাদ দাদা।ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

দাদা যে ছোট ছোট জিনিস গুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না,সেই জিনিসগুলোকেই আপনি কি সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। বিশেষ করে জলের ট্যাপ, পেনের বল পয়েন্ট, তাল গাছের ছবি, কুঁড়েঘর এর অনেক শুভকামনা রইল আপনার জন্য কঙ্কাল । দাদা দারুন লাগছে ছবিগুলো সত্যিই, প্রত্যেকটা ছবি নিচে ক্যাপশন গুলো ততটাই ব্যাখ্যা করে বুঝিয়েছেন। এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং আমাদের এই সুন্দর ছবিগুলো দেখিয়ে উৎসাহিত করছেন। অনেক ধন্যবাদ দাদা। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

  ·  3 years ago (edited)

এত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া দাদা।
প্রথম ছবিটি একটা কুড়ে ঘর ছিল দাদা আমিতো মনে মনে চিন্তা করছি জিনিসটা কি দেখতে তো ভালই লাগছে। দাদা একটা গাছের সাথে যে ছোট্ট একটা ব্লেড আটকে আছে আপনি কীভাবে এটি দেখতে পেলেন আর নারিকেল গাছের মগডাল এর ছবি আপনি কেমনে তুললেন আমার জানার খুব ইচ্ছা।শেষের ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে মনে হচ্ছে দুজনে মিলে গলাগলি ধরে প্রেম করছে দেখতে অসাধারণ লাগছে।প্রত্যেকটা ছবি দেখার মত সুন্দর ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে।

এত বিজি থাকার পরেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এটা আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের একটি বিষয়। আর আপনি যে ফটো গুলো শেয়ার করেন সেগুলো আমাদের জন্য অনুপ্রেরণা সব সময়। আপনার সমস্ত ফটোগ্রাফি গুলো আমার ভালো লাগে তেমনি আজকের ফটোগ্রাফি গুলোই খুবই ভালো লাগছে।

তেমনি ভালো লাগছে নদীর তীরে ভগ্ন ঘরের কঙ্কাল।

একদিকে যেমন পানির নিচে প্রতিচ্ছবি তেমনি অপরদিকে অসাধারণ নদীর তীরে গঠিত ভগ্ন ঘরের প্রতিশ্রুতির কঙ্কাল সত্যিই অসাধারণ।

তাছাড়াও তালগাছের সর্বশেষ চিত্রটি খুব সুন্দর করে তুলে ধরেছেন আমাদের সামনে এবং কলমের ম্যাক্রোফটোগ্রাফি ছিল অসাধারণ।

ধন্যবাদ দাদা অনেক বিজি থাকার পরেও মাঝে মাঝে সময় দেওয়ার জন্য আমাদের বাংলা ব্লগ পরিবারকে।

দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এর আগেও আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলেন। তা আমাদের মাঝে শেয়ার করেছিলেন। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করেছেন এবং ফটোগ্রাফি সাথে কিছু বর্ণনা দিয়েছেন যার মাধ্যমে আমরা এই ফটোগ্রাফি সম্পর্কে জানতে পেরেছি। আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব মেঘ ছাড়িয়ে উঁকি দেয় নীল আকাশে, এই তালগাছের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা।

এতো ব্যাস্ততা থাকার পরেও যে আপনি আমাদের কে সময় দিচ্ছেন দাদা এটা আসলে কি বলবো আশা করি ব্যাস্ততা কাটিয়ে খুব দ্রত আমাদের মাঝে ফিরবেন দোয়া রইলো।

ছবি গুলো যখন কথা বলে আসলে প্রথম চিত্র টির কুরে ঘর আমাদের এখানেও দেকহা যায় পুকুরে বা ধানি জমিতে পাহারা দেওয়ার জন্য।খুব সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো দাদা ভালোবাসা নিবেন।

অসাধারণ হইয়েছে দাদা আপনার ফটোগ্রাফি গুলো। আমার সবগুলোই খুব ভালো লেগেছে। কিন্তু সবগুলোর ভেতর বলতে গেলে ২ নং ছবিটিই সব থেকে বেশি ভালো লেগেছে। আপনি চমৎকার ভাবে প্রতিটি ছবির বর্ণনা করেছেন। কি অসাধারণ ভাবে আপনি ছবিগুলো উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

দাদা আপনি খুবই ব্যস্ততার মধ্যেও আমাদের অনেক সময় দিয়েছেন এবং ব্যস্ততার মধ্যে দিয়েও খুবই সুন্দর একটি পোস্ট করেছেন। এই পোস্টটি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার প্রথম ছবির ফটোগ্রাফি এবং তালগাছ ও নারিকেল গাছের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আপনি আসলেই সুপার হিরো দাদা, আপনি এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এভাবে সময় দিচ্ছেন এবং ব্যস্ততার মধ্যেও আপনার কাজ কন্টিনিউ চালিয়ে গেছেন।আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

অনেক ব্যস্ততার মধ্যেও আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে পারেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে ফটোগ্রাফির নিচে ফটো সম্পর্কে বর্ণনা আমার আরো বেশি ভাল লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

আপনি খুবই ব্যস্ততার মধ্যে দিয়েও সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই পোষ্টটি দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার পোষ্টের ছবি গুলো একদম জীবন্ত ছবির মত। আমার খুবই ভালো লেগেছে প্রথম ছবি এবং তালগাছের ছবিটি আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার ফটোগ্রাফি খুবি সুন্দর হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

অসাধারণ হয়েছে দাদা আপনার ছবিগুলো। দেখে অনেক ভালো লাগলো। সবচেয়ে তিন নাম্বার ছবিটা আমার কাছে অসাধারণ লেগেছে। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য এবং শেয়ার করার জন্য। শুভকামনা এবং ভালোবাসা আপনার প্রতি।

অসাধারণ ফটোগ্রাফি। প্রথম ছবিটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। আর বল পয়েন্টের যে ছবিটি রয়েছে সেটি খুব নিখুঁতভাবে তুলেছেন। আর সর্বশেষ তালগাছের ছবিটি এক কথায় অসাধারণ।

আমি বরাবরই একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আপনার ফটোগ্রাফির হাত অনেক সুন্দর। ‌ আপনার জন্য শুভকামনা রইল দাদা।

ভাইয়া অসাধারন আলোকচিত্রের ফটোগ্রাফিক করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফির মাঝে অনেক সুন্দর মাধুর্যতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এক নাম্বার ছয় নাম্বার ফটোগ্রাফির মধ্যে। ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবিরাম।

এক কথায় অসাধারণ।
রেল স্টেশনের জলশূন্য ট্যাপটি সত্যিই ভবিষ্যতের জল শূন্যতার ইঙ্গিত দিচ্ছে। আমরা যেভাবে জল অপচয় করি এতে জলশূন্যতা সময়ের অপেক্ষা মাত্র। দুটি তাল গাছ 🌴 একসাথে খুব অসাধারণ লাগছিল।
ব্লেড তার চেষ্টা চালিয়েছে সত্যিই গাছকে ফালা ফালা করতে পারেনি।
দূরদান্ত সবকিছু ✨

আসলে দাদা এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে সময় দিয়েছেন। ভালোবাসার টানে এটা খুবই আমাদের জন্য অনেক কিছু। আসলে ভগ্ন প্রায় একটি কুঁড়ে ঘরের শুধু কঙ্কালটুকু নদীর কালো জলে প্রতিবিম্বিত ফুটে উঠেছে। আমি দেখামাত্রই অবাক হয়ে গেলাম। দারুন ছিল ফটোগ্রাফি এবং মুহূর্তটা অসাধারণ ছিল।ভবিষ্যতের জল সংকটের ভয় পাওয়া একটি মুহূর্ত আপনি তুলে ধরেছেন। আসলে পিকচারটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।একটি বল পয়েন্টের মাইক্রো শোট আসলেই এটি মনে হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি। আপনি এমনিতেই অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আসলেই এটা আমি দেখে অবাক হলাম।তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব মেঘ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এই ছবিটা দেখে আমি মুগ্ধ হলাম। এত সুন্দর মুহূর্ত আপনি প্রতিটি ছবি খুব দক্ষতার সাথে তুলে ধরেছেন।

সত্যি দাদা আপনার ফটোগ্রাফির ছবিগুলো কথা বলে। কুড়ে ঘরের ফটোগ্রাফি দিয়েছেন জর্জরিত হয়ে আছে। কিন্তু আপনি মনে করিয়ে দিলেন আমার সেই অতীত। আমি যখন খুব ছোট ছিলাম হাটতে শিখেছি তখন আমার কুড়ো ঘরেই কেটেছে। একটা ব্লেডের একটা গাছ কাটা ব্যর্থ প্রয়াস। ঠিকই দাদা আমরা অনেক সময় নিজেকে সবজান্তা ভাবি। কিন্তু বিপদে পড়লে বুঝা যায় যে আসলে কি জানি। আপনার কলম কথা বলছে যার ভিতর শিক্ষার আলো নেই তার জীবনটা এমনিতেই অন্ধকার। আর আপনার গাছে দুটি ফটোগ্রাফি টা মনে হয় যেন পৃথিবীর মাঝে ভালোবাসার একটা সাক্ষী হয়ে আছে। দাদা এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফির একটা পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য সীমাহীন ভালোবাসা।

এত সুন্দর ফটোগ্রাফি খারাপ লাগার তো কোন কারন দেখিনা। সবগুলি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। প্রথম ছবিটা ভগ্নপ্রায় কুঁড়েঘর আর তালগাছ এক পায়ে দাঁড়িয়ে ছবিদুটো আমার কাছে অসাধারণ লেগেছে। পানির উপর কুঁড়েঘরর প্রতিবিম্বটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করেছেন।ধন্যবাদ এত সুন্দর ছবি গুলো আমার সঙ্গে শেয়ার করার জন্য

দাদা আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।প্রতিটি ছবি যেন নিজেই নিজের বর্ণনা দিচ্ছে।প্রতিটি ছবিই অর্থপূর্ণ।আমার কাছে আপনার ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগে।দারুন ফটোগ্রাফি করেন আপনি।আপনার ছবি খারাপ লাগার কোন সুযোগ নেই।এত ব্যাস্ততার মাঝেও যে আপনি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন।

দাদা আমরা জানি আপনি আসলে কতোটা ব্যস্ত থাকেন। আপনি সবসময় ব্যস্ত থাকেন তাও আপনি প্রতিটা সময় আমাদের সাথে কাটান, আমাদেরকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করেন। তার জন্য আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ। আর প্রথম ছবিটি দেখে বুঝাই যাচ্ছে না যে এই কুড়েঘরের কঙ্কালটা পানিতে ভাসছে। মনে হচ্ছে দুইটি জিনিস। সত্যি আপনার ছবি তোলার ধারণ অসাধারণ।

দাদা আপনার আলোক চিত্র গুলো দেখলাম দারুন । আমার কিছু ভিন্নধর্মী মতামত আপনার আলোকচিত্র গুলোর উপর।

একদিকে পনির মধ্যে প্রতিবিম্ব অন্য দিকে কলের মুখে পনির ফোটার সল্পতা । ‍বৃক্ষের গায়ে ব্লেডের আচোর তার মানে বৃক্ষ যত বড়ই হোক না কেন সামান্য ছোট ব্লেড তাকে আচোর কাটতে সক্ষম। বল পয়েন্ট পেন এর ক্ষুদ্র বল টি কত কঠিন কাজ করে ফেলে যা আমরা সারাজীবন চেষ্টা করলেও পারবো না। তাল গাছ দুটোর পাশাপাশি মাথা উচু করে দাড়িয়ে থাকা মানেই ওরা ছোট থেকেই বন্ধুত্বের সাথে বড় হয়েছে । নারকেল গাছটি যেন নীলের মাঝে অগোছালো একটি তুলি হয়ে রয়েছে। সত্যি বিধাতার কি অপূর্ব সৃষ্টি ।

ধন্যবাদ দাদা । শুভেচ্ছা।

৬ টি ছবি সবগুলো খুব দুর্দান্ত হয়েছে। ম্যাক্রো মুডে ব্লেড কিংবা কলম খুবই চমৎকার দেখাচ্ছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে পানির ট্যাপ এর ছবিটি। এখানে কয়েকটি ফোটা পানি এখনো পড়ার অপেক্ষায়। আর প্রথম এবং শেষ ছবি দুটি সত্যিই অসাধারণ ও দুর্দান্ত কারণ তালগাছ দুটি উপরে গিয়ে মিলিত হয়ে গিয়েছে যা দেখতে অনেক ভাল লাগছে। ধন্যবাদ

Loading...

দাদা আপনি শত ব্যস্ততার মাঝেও যে আমাদের জন্য সময় বের করেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আমি মাঝে মাঝে ভেবে অবাক হই আপনি কিভাবে একা হাতে এত দিক এত সুন্দর ভাবে সামলাতে পারেন। দাদা আপনি সত্যিই একজন সুপার হিউম্যান। আজকের এই ৬ টি ফটোগ্রাফিই অসাধারণ হয়েছে। বিশেষ করে কুঁড়েঘরের কঙ্কালটুকুর ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে দাদা। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

দাদা আপনার ফটোগ্রাফি খুব সুন্দর ই হয় সব সময়ের মতো ।কারন আপনি এ বিষয়ে অভিক্ষ মানুষ ।আর অভিক্ষ হয়ে কেউ ইচ্ছা করেও খারাপ কিছু শেয়ার করতে পারে না।আপনার প্রতিটি ফটোগ্রাফি এতো ব্যস্তার মধ্যেও দেখার মতো হয়েছে দাদা ।এতো ব্যস্তোতার মধ্যেও যে আমাদের ভুলেননি সাথেই আছেন ।আমরা হলে তো কি করতাম ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো ব্যস্তোতার মধ্যেও আমাদের সাথে এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে সাথে আছেন ।

প্রথম ছবিটি অনুভব করে যে এটি ফটোশপ দিয়ে সম্পাদনা করা হয়েছে কারণ প্রতিফলনটি খুব তীক্ষ্ণ দেখাচ্ছে, দ্বিতীয় ছবিটি একটি দুর্দান্ত শট। আমি সবসময় বলেছি যে ফটোগ্রাফিতে জলের ফোঁটাগুলি দর্শনীয়।

বাকি ছবিগুলো নিখুঁত, খুব ভালো ছবি তোলার জন্য আপনার দৃষ্টিশক্তি ভালো।

জাস্ট অসাধারণ দাদা, আপনি খুবই সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি যে এত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন সেটা আসলে জানাই ছিল না, তবে এর আগেও আপনি আমাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট করেছিলেন। তবে এবারকার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির মধ্যে বিশেষ করে তালগাছ এবং কুঁড়েঘর এই দুটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনি প্রতিটা ফটোর নীচে অনেক সুন্দর ভাবে তার বর্ণনা করেছেন। যেটার মাধ্যমে আমরা খুব সহজেই আপনার ফটোগ্রাফি সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছি। এত সুন্দর সুন্দর চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম মনমুগ্ধকর আকর্ষণীয় ফটোগ্রাফি পাব বলে আশা রাখছি।🤟🤟 শুভ কামনা রইল 🎊🎊দাদা

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovacRYRCM22jnweW9iQUC2hBsr8LJdJSXMFH1su9suGqNEE4Qdd93eLVYxkLCE4sv3V566zz4oaDqAhQkfQCnvU9L.jpeg

ভগ্ন প্রায় একটি কুঁড়ে ঘরের শুধু কঙ্কালটুকু নদীর কালো জলে প্রতিবিম্বিত হচ্ছে ।

আপনি আবারও প্রমান করলেন,সৌন্দর্য উপলব্ধি করতে রংঢং কোন কিছুরই দরকার হয়না। এর জন্য শুধুই দরকার প্রেমি একটি মন আর উপভোগ করার মানষিকতা।
তার সাথে আরও শিখালেন, কাজের রুটিন থাকলেও, সময় ছাড়াও করা সম্ভব। পরদিন ১০টার জন্য অপেক্ষা না করলেও চলে।
সব শেষে অল্প কথায়, অধিক প্রকাশ এটা যেন আরও গভীর।

আমি শিখলেও ধারন করতে পারিনা। তবে বুঝার যে চেষ্টা করিনা, তা কিন্তু না। আশির্বাদ কামনায়----

দাদা সত্যি অসাধারন ছবি তুলেন কেন জানি জলের ট্যাপের ছবি টা আমার কাছে সবগুলো থেকে বেশি ভালো লেগেছে আর আপনার অসাধারন ক্যাপশন সব কিছু একদম মানানসই। ধন্যবাদ এতো সুন্দর ছবি আমাদের উপহার দেওয়ার জন্য

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব মেঘ ছাড়িয়ে উঁকি মারে আকাশে ।

দাদা তাল গাছের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। তবে তালগাছের আকাশছোঁয়া ফটোগ্রাফি আমার অসম্ভব ভালো লেগেছে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আকাশের দিকে ছুটে চলেছে।

আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও বিভিন্ন ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করছেন এটা দেখে অনেক ভালো লাগলো। সত্যি দাদা আপনার অনেক ধৈর্য। কারণ এতটা ধৈর্য না থাকলে একজন মানুষ সবদিকে সমানভাবে সামলাতে পারতোনা। এই ক্ষমতা শুধু আপনারই রয়েছে। আপনার মত একজন দক্ষ এবং পরিশ্রমী মানুষ আমি আমার জীবনে খুব কমই দেখেছি। সত্যি কথা বলতে আপনি প্রতিটি মুহূর্ত কাজে লাগান। দাদা আপনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। আপনার কাজের মাধ্যমে আমরা অনুপ্রেরণা পাই। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

বাহ্ দাদা আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর আপনার ছবিগুলো দেখে খুবেই ভালো লাগলো, বিশেষ করে প্রথমের ছবিটা। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল দাদা। তাই আপনাকে আমার অন্তর অন্তস্থল থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ দাদা।

দাদা আপনি আসলে সব পারেন সব কিছুতেই ১০০/১০০। ছবি দেখছি আর ভাবছি কতো সুন্দর করে তুলছেন ছবিগুলা কুড়েঘরের কাঠাবো, পানির ট্যাপ,বলপেনের মেক্রোশট, তালগাছের ছবি সব গুলাই ফাটাফাটি ছবি দাদা। আপনার যাত্রা শুভ হোক, সুস্থ ভাবে বাসাই ফেরেন আই দোয়া করি। 💓💓💓💓

  ·  3 years ago (edited)

অসাধারণ ফটোগ্রাফি দাদা।

ভগ্ন প্রায় একটি কুঁড়ে ঘরের শুধু কঙ্কালটুকু নদীর কালো জলে প্রতিবিম্বিত হচ্ছে ।

বিশেষ করে কুঁড়েঘরের ছবিটি আমার কাছে সব চেয়ে বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে কোন প্রসেশনাল ফটোগ্রাফি।
ধন্যবাদ দাদা 💞💞

দাদা আপনি যে ব্যস্ততার মধ্যে পোস্ট করেছেন এটা অনেক বড় কথা। আর আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে মন ভরে গেল। প্রতিটি আলোকচিত্র আমার কাছে ভালো লেগেছে। শেষের দুইটি ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। যেখানেই থাকেন ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। শুভকামনা রইল আপনার জন্য।

দাদা আপনার শেয়ার করা ছবিগুলো আমার খুব ভালো লাগলো। আমাদের আশেপাশের সাধারণ বিষয় গুলোকে আপনার ফটোগ্রাফিতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিনিয়তঃ আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন। তবে আজকে ব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন এটাই অনেক বড় কথা।

ব্যস্ততার মাঝেও আপনি আমাদের জন্য সামান্য টুকু সময় বের করেও অনেক কিছু করেন দাদা। যেখানেই গেছেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অনেক ধন্যবাদ দাদা,সুন্দর ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রিয় দাদা আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়ে থাকে । আজকের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। আপনি উপস্থাপন করেছেন রেল স্টেশনের পাশে ট্যাপটিতে পানি নাই। পানি সংকটের সম্ভাবনা।

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব মেঘ ছাড়িয়ে উঁকি মারে আকাশে ।

এই কথাটি ছোট থেকেই আমি আমার ভাইয়ের মুখে শুনে আসছি। আমি আগে ভাবতাম এই কথাটি কোথায় পেয়েছে সে? এখন দেখি কমবেশি মানুষের মুখে এই কথাটি শোনা যায়। আবার আজকে আপনার পোস্টটি পড়তে যে তার মধ্যে তালগাছের ফটোগ্রাফি নিচে এই বাক্যটি আপনি উল্লেখ করেছেন। সত্যি তালগাছ অনেক বিশাল, অনেক লম্বা হয়ে থাকে । যা আমাদের ঝড়তুফান থেকে, ডাক থেকে রক্ষা করে থাকে। আবার অন্যদিকে ভাবলে দেখা যায় তালের শাঁস;পাকা তালের পিঠা তৈরি করতে সহায়ক তালগাছ। সবকিছু মিলিয়ে আপনার পোস্ট আমার কাছে অতি মনমুগ্ধকর। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovpHrCHK5Hhs5pCJmBtkeNZZyALawa4GNrUfmYrRVsEPR7QAkFEoswg3J4x8Z3aQ1f7r18AgYMuHXixjMYsJdd3f4.jpeg

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব মেঘ ছাড়িয়ে উঁকি মারে আকাশে ।

দাদা আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আর এই ছবিটি আমার ভিশন পছন্দ হয়েছে। আর কবিতাটা দারুন ছোটবেলায় অনেক পড়েছি। অনেক ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

অসাধারন ফটোগ্রাফি সবগুলো। জল টেপের জলশূন্য পানির অবস্থা, এযেন ভবিষ্যৎ এ পানি সংকটের ইঙ্গিতই এটা খুব ভালো লেগেছে। প্রতিটি ছবি আলাদা আলদা ভালো লাগা কাজ করে। বল পেনে ম্যাক্রো ছবিটি খুব সুন্দর হয়ছে দাদা। ব্যস্ততার মাঝেও এমন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

আপনার ফটোগ্রাফি সম্পর্কে আজকে আর নতুন করে বলার দরকার নেই, সবসময়ই অসাধারণ ফটোগ্রাফি আমরা আপনার কাছ থেকে পেয়ে থাকি।পানির ট্যাপ আর তালগাছের ফটোগ্রাফি টা সত্যিই চমৎকার হয়েছে।প্রথম ফটোগ্রাফি টি দেখে আমি তো বুঝতেই পারিনি এটি কি? কুঁড়েঘর আর তার প্রতিবিম্ব টি নিয়ে ফটোগ্রাফি টি অসাধারণ হয়েছে। আর একটি কথা খুব জানতে ইচ্ছে করছে, ব্লেড দিয়ে বৃক্ষের বুক ফালা করার ব্যর্থ প্রয়াসটি কে করেছে? এবং কেন করেছে? এটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে ব্যস্ত সময়ের মাঝে ও আমাদেরকে সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

ট্যাপ দিয়ে পানি পড়া আর তাল গাছ। এ দুটি ছবি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ঠিক যে মুহূর্তে পানি পড়ছিল ট্যাপ থেকে ঠিক সেই মুহূর্তেই ক্লিক করা হয়েছে ছবিটি। টাইমিংটা অসাধারণ ছিল।
আর দুটি তালগাছ উপরের দিকে গিয়ে একসাথে হয়ে গিয়েছে,, দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগলো।

দাদা আপনার প্রত্যেকটি ছবি গভীরভাবে দেখলে বাস্তব জীবনের কিছু কিছু ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে।প্রত্যেকটি ছবিই মনোমুগ্ধকর হয়েছে।এর মধ্যে জল সংকটের কথা ভাবলেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। যেখানে পানির অভাব সেখানে দেখলেই বিষয় গুলো পানির মত সহজ হয়ে যায় ।এই ছবিটিই আমার কাছে বেস্ট মনে হয়েছে।আপনার জন্য শুভকামনা রইল।

দাদা আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি কখনোই খারাপ হওয়া সম্ভব নয়। তালগাছ দুটির ফটোগ্রাফি অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করে নিরাপদে আমাদের মাঝে ফিরে আসবেন এটাই আমার কামনা

Besh hoyese. Apnader eisob post deke inspire hoya jay. Vlo lagle amar id te follow diyen. Post e vote diyen https://steemit.com/@rifatplabon

অসাধারণ ফটোগ্রাফি করেছে দাদা। প্রত্যকটা ফটো খুবই সুন্দর ভাবে ফুটেছে। বিশেষ করে কুড়ে ঘরের পিকটা বেশি ভালো দেখাচ্ছে। কেমন যপন ৩ ডি মত।

দাদা আপনার দৃশ্য নির্বাচন অনেক সুন্দর আর ছবি ধারণ করা অনেক সুন্দর হয়েছে সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি অসাধারণ। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

यह विचार महान है, विचारों और युवा पीढ़ी को बचाने के लिए हमें एकजुट होना होगा

সুন্দর ফটোগ্রাফি, আমার চোখ সতেজ করে তোলে

দাদা এত ব্যস্ততার মাঝেও যে আপনি কমিউনিটির কাজগুলো করতে পারছেন এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে বরাবরের মতোই অতুলনীয় ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

Welcome to Vietnamese!

দাদা আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে আর দাদা আপনার ব্যস্ততার মাঝে রয়েছে সাফল্যের চাবিকাঠি আপনার জন্য অবিরাম ভালোবাসা দাদা ধন্যবাদ আপনাকে।

সবগুলো ছবি সুন্দর ছিল, তবে বেশি মিনিংফুল লেগেছে আমার কাছে, গাছের ভিতর ব্লেড লাগানো ছবিটা । শুভেচ্ছা রইল আপনার জন্য।

দাদা আপনার ফটোগ্রাফি বেশ দারুণ ।তাছাড়াও ফটোগ্রাফি গুলো এতে সুন্দর ভাবে ক্যামেরায় বন্দি করছেন,যা দেখতে অনেক সুন্দর লাগছে।ফটোগ্রাফি গুলোর মধ্যে তালের গাছের ফটোগ্রাফিটি বেশি আমার কাছে ভালো লেগেছে।অনেক অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনার ফটোগ্রাফি করা খুন্তি দিয়ে ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফিতে আমাদের চারপাশের জিনিসগুলোকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার শত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালোভাবে সকল কাজ সম্পন্ন করে বাসায় ফিরবেন এই কামনাই করি।

artistic, share more with us

Canon EOS 1200D♥♥♥