কবিতা "তোমার চোখে আমায় দেখি"

in hive-129948 •  2 years ago 


কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay


কবিতা "তোমার চোখে আমায় দেখি"



💘


তোমার চোখের তারায় হারিয়েছি আমি,
করেছো পাগল, দিশেহারা এই আমি ।
কবে হবে আমার, বলনা গো তুমি?
অপেক্ষায় রয়েছি আমি, দেবে তুমি কবে সাড়া ?

ওই দূর নীলিমায়
যখন দেখেছিলাম প্রথম তোমায়,
তোমারই চোখের তারায়
আলোকিত হয়েছিল এ হৃদয়।
প্রতিজ্ঞা করেছিলাম সেদিন
আমি করবই তোমায় জয়।

কি অপরূপ রূপসী তুমি,
স্বর্গের অপ্সরাকেও যেন মানাবে হার।
জানি তোমাকে পাওয়া হবে না এত সহজে,
তবুও আমি মানবো না হার, ছুটে চলবো উদ্যমে।

শত ব্যস্ততার মাঝেও,
পারিনা একটি সেকেন্ডও ভুলতে কখনো তোমায়।
তাইতো তুমি আমার স্বপ্নে আসো
কখনো সিন্ড্রেলা ,কখনো রাপুনজেল,
কখনো বা স্নো হোয়াইট হয়ে।

তোমার চোখের তারায় হারিয়েছি আমি,
নিজেকে খুঁজি বারেবারে,
যদি খুঁজে পাই কখনো নিজেকে,
তোমার ওই মায়াবী সুন্দর দু'চোখে ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (300 TRX daily for 7 consecutive days :: DAY 05)


trx logo.png



সময়সীমা : ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৬১ : ৩০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 3d042de1750b7bcb1a64581ecfda3aaf41032150b4b229a68809efa8195dd92b

টাস্ক ৬১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রেমিকার সুন্দর চোখ হচ্ছে অতল সাগরের মত যেখানে একবার তলিয়ে গেলে আর ওঠার উপায় নেই।ভালবাসায় হাবুডুবু খেয়ে যেতে হবে সারাজীবন।রাতের ঘুম,দিনের কাজ সব হারাম হয়ে যায়।অনেক সুন্দর হয়েছে দাদা।

Make money online 50$/hr with facebook, youtube, twitter will pay you to work with them, no experience required
Learn more click here https://www.digistore24.com/redir/401177/chankimsan/

অনেক সুন্দর লিখেছেন কবিতাটি ।বেশ ভালো লাগলো পড়ে ।ভালোবাসার মানুষের চোখের তারায় হারিয়ে যাওয়া সত্যিই অসাধারণ। ভালোবাসার মানুষ বিভিন্নভাবে আপনার স্বপ্নে এসে ধরা দেয় সত্যি বেশ ভালো ছিল।অনেক ধন্যবাদ।

কবে দেবে সাড়া তুমি
বলোনা সত্যি করে,,
তোমায় যদি না পাই আমি
যাবোই বুঝি মরে।

তোমার চোখের তারায়
আমি তলিয়ে গেছি আজ,,
মিথ্যে করেও ভেবো না তুমি
আমি ধান্দাবাজ।।

মায়াবতীর মায়ায় কখন
হারিয়ে গেলাম আমি,,
তোমায় কত ভালবাসি
জানে অন্তরযামী।
♥♥

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

ওয়াও এত সুন্দর করে কারো বর্ণনা দিলে সে তো পাগল হয়ে যাবে। কার চোখের তারায় হারালেন দাদা? বারবার আপনার স্বপ্নে এসে হানা দিচ্ছে। পাশে কিন্তু বৌদি থাকে। আপনার স্বপ্নে হাজির হয়ে গেলে কিন্তু খবর আছে😜।
খুব ভালো লেগেছে আজকের কবিতাটি।

আসলে দাদা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে । প্রিয় মানুষ চোখের আড়ালে থাকলে ও মনের অন্তরালে থেকে যায় ।চোখের মাঝে ভেসে আছে ভিন্ন রূপের ।যেমন আপানার কবিতাতে ...

কখনো সিন্ড্রেলা ,কখনো রাপুনজেল,
কখনো বা স্নো হোয়াইট হয়ে।

ঠিক যেন এক পাগল প্রমিক তার স্বপ্নচারিনী প্রেমিকাকে ব্যাকুলতার সাথে কাছে চাইছে।একটা অষ্টাদশের ছেলে ঠিক যে ভাবে প্রথম প্রেমে পা রাখে,তখন তার মনের অবস্থা যা হয় দাদা ঠিক সেটাই যেন আমাদের মাঝে তুলে ধরেছেন।

ওরে বাবা,,, নতুন করে প্রেমে পরেছে মনে হচ্ছে দাদা 🤔🤔। এত মিষ্টি করে লিখে কাউকে পড়ে শোনালে সে তো রোজ একটা করে কবিতা চাইবে দাদা😀। তবে যতই মজা করি না কেন দাদা,, অসাধারন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে পুরো লেখায়। আমি চাইলেও আর কেন যেন এভাবে লিখতে পারি না । তাই এই লেখা গুলো পড়তে নিলে কোথাও যেন হারিয়ে যাই ।

নতুন আর একটি প্রেমের কবিতার দেখা পেলাম আজ দাদা । যেখানে প্রেমিক (দাদা/লেখক) প্রেমিকার চোখের তারায় হারিয়ে প্রেমিকাকে জয় করার জন্য এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ। যেখানে প্রেমিক এর চোখে প্রেমিকার রূপ স্বর্গের অপ্সরাকেও হার মানিয়ে দিয়েছে । এখানে প্রেমিকের এত ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে যে এক সেকেন্ডের জন্যও প্রেমিকাকে ভুলে থাকা যাচ্ছে না। অদম্য এক লাভ স্টোরি কবিতার ভাষায় সুন্দর করে ফুটিয়ে তুলেছো দাদা।

আপেক্ষায় থাকা ভালো😜😜।স্বপ্নে কখনো সিন্ড্রেলা ,কখনো রাপুনজেল,
কখনো বা স্নো হোয়াইট হয়ে আসে,ভাগ্যিস শাকচুন্নি হয়ে আসে না 😜😜।যাই হোক কবিতাটি বেশ রোমান্টিক এবং সুন্দর। ধন্যবাদ

খুব সুন্দর একটি ভালোবাসার কবিতা দাদা আপনি লিখেছেন, প্রেয়সীর চোখ নিয়ে। 🙏 সত্যি দাদা অনেক ভাল লেগেছে। আপনার কবিতাগুলো পড়ে এতই ভাল লেগেছে যে, নিজে কবিতা লিখব কখনও ভাবিনি। সেই আমিও লেখার চেষ্টা করে যাচ্ছি। দোয়া করবেন দাদা। অনেক অনেক শুভকামনা দাদা। 🥰অনেক ভালো থাকবেন, আমাদেরও ভালো রাখবেন। ধন্যবাদ 😊

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



প্রিয় মানুষটির কথা চিন্তা করলে পৃথিবীর সবকিছু এক হলেও প্রিয় মানুষটিকে যত ভাবনা তা শেষ হবে ৷মাঝে মাঝে মনে প্রশ্ন এ কোন যাদু প্রিয় মানুষটির প্রতি যে তাকে সারাক্ষণ তাকে নিয়ে ভাবায় ৷একটু চোরের আড়াল হলে মনে ওঠে ওই সমুদের লুঘু চাপের মতো মনে ওঠে ঘূর্নিঝড়ের মতো বড় বড় ঢেউ ৷

দাদ আপনি প্রিয় মানুষটিকে এতো সুন্দর করে লিখেছেন ৷অনেক অনেক ধন্যবাদ

তাইতো তুমি আমার স্বপ্নে আসো
কখনো সিন্ড্রেলা ,কখনো রাপুনজেল,
কখনো বা স্নো হোয়াইট হয়ে।

সবসময়ই চিন্তায় থাকে আবার স্বপ্নেও এসে ঘুমটা নষ্ট করে। অসাধারণ দাদা। আজকে মনে হচ্ছে দারুণ রোমান্টিক মুডে আছেন। কবিতা টা চমৎকার লিখেছেন। প্রতিটা লাইনে ভালোবাসা জড়িয়ে আছে।।

দয়া করে আমাকে পারমোট করুন

প্রথম প্রেমের আবেশ অনেকটা মনে হয় এইরকমই হয় ।কিছু দেখা মুখ যেন বারবার ঘুরেফিরে চোখের সামনে ভেসে ওঠে । হয়তো সেখানে অজানা একটা উন্মাদনা কাজ করে । বেশ ভালো ছিল ভাই কবিতার চরণগুলো ।

কবিতাটি অসাধারন হয়েছে

দাদা চোখের দিকে তাকিয়ে যে জীবনে প্রথম ভালোবাসার ঘন্টা বাজে। সেটা আমার প্রথম ভালবাসা থেকে উপলব্ধি করতে পেরেছি। যাইহোক ভালোবাসার মানুষকে নিয়ে অনুভূতি প্রকাশ করতে অনেক সুন্দর সুন্দর কিছু শব্দ ব্যবহার করেছেন। আমার মনে হয় এর চেয়ে ভালো অনুভূতির বহিঃপ্রকাশ আর হয় না।

তোমার চোখের তারায় হারিয়েছি আমি,
নিজেকে খুঁজি বারেবারে,
যদি খুঁজে পাই কখনো নিজেকে,
তোমার ওই মায়াবী সুন্দর দু'চোখে ।

এই লাইন কয়েকটি শুনলে নির্ঘাত সেও হারিয়ে যাবে।
খুব ভালো লেগেছে দাদা।
ধন্যবাদ আপনাকে।

আশা করি কবি কবির প্রেয়সীর চোখে সর্বক্ষণ নিজেকে খুঁজে পাবে।

দাদা আপনার কবিতা সবসময় ভালো হয় ,কবিতার প্রতিটি লাইনে শুধু ভালোবাসার প্রকাশ পেয়েছে আজ। আসলে সত্যি ভালোবাসা কিন্তু এমনই হয় এক পলক দেখতেই ভালোলাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা। দারুন মিলিয়েছেন।

প্রিয় দাদা অসাধারণ সুন্দর একটি রোমান্টিক কবিতা লিখেছেন আপনি। সত্যি দাদা ভালবাসার মানুষের রূপের ছোঁয়ায় পাগল হওয়াটাই স্বাভাবিক। প্রিয় দাদা আপনার এই কবিতার মাধ্যমে এক গভীর প্রেমের অনুভূতি ফুটিয়ে তুলেছেন। অসাধারণ একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দারুন রোমান্টিক একটি কবিতা প্রিয়সির চোখের সৌন্দর্যের মায়ায় যেন পাগল , তার চোখের সৌন্দর্যের কাছে যেন পৃথিবীর সব সৌন্দর্য হার মানে চমৎকার ছিল কবিতাটি আমার খুবই ভালো লেগেছে।

আহ ভালোবাসার জন্য জাগ্রত হয়ে আছে হৃদয়- কালো ছোঁয়া কিংবা উষ্ণ ভালোবাসার জন্য।

তোমার চোখের তারায় হারিয়েছি আমি,
করেছো পাগল, দিশেহারা এই আমি ।
কবে হবে আমার, বলনা গো তুমি?
অপেক্ষায় রয়েছি আমি, দেবে তুমি কবে সাড়া ?

আলোকিত জোসনায় আমি দেখিনি চাঁদের আলো
অন্ধকারাচ্ছন্ন আধাঁরে আমি দেখেছি তোমার মুখ
হৃদয়ের যতো ভালোবাসা সাজিয়েছি তোমার তরে
অপেক্ষারত অস্থির হৃদয় থামবে তোমার ছোঁয়া পেলে।

সুন্দর কিছু সহজে হাসিল হয় না তার পিছনে ছুটতেই হয় তেমনি আপনার স্বপ্নে আসা বিভিন্ন রূপে ভালোবাসার মানুষটির সন্ধান অপেক্ষার জগতে নিয়ে যায়।গভীর অনুভূতি দ্বারা ভালোবাসা ব্যক্ত হয়েছে কবিতায়, খুব ভালো লাগলো পড়ে।ধন্যবাদ দাদা।