ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৯৪ (২৭-০২-২৫ থেকে ০৬-০৩-২৫)

in hive-129948 •  14 days ago 


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৯৪ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @bdwomen


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@bdwomen$25 UPVOTE(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তৈরি।
02@bdwomen$25 UPVOTEফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - আকলিমা আক্তার মুনিয়া। ইউজার আইডি - @bdwomen। উনি বাংলাদেশে বসবাস করেন। উনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন।সে সাথে রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে উনার বেশ ভালো লাগে। সে সাথে নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুব ভালোবাসেন।উনি চেষ্টা করেন সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য।স্টিমিট প্লাটফর্ম এ জয়েন করেছেন ২০২১ সালের এপ্রিল মাস এ।বর্তমান এ স্টিমিট জার্নির বয়স প্রায় ৪ বছর চলমান।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

6da5482c-1efe-4643-a571-39ac8020c945.jpeg

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


IMG_2201.jpeg

আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং...... by @bdwomen • 02 March 2025

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়।…

উনার আর্ট পোস্টগুলো বরাবরই অনেক বেশি সুন্দর হয় ।কারণ ইতিমধ্যে উনার অনেকগুলো আর্ট পোস্ট দেখার সুযোগ হয়েছে। তো সবগুলোই সত্যি খুব বেশি ভালো হয়। কারণ উনার হাতের কাজ সবকিছুই মোটামোটি বেশ নিঁখুত বলা চলে। আর বিশেষ করে উনি যে সূর্যাস্তের জন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছেন ,সেটা সত্যি দারুন ছিলো। কারণ সূর্যাস্তের যে কালার কম্বিনেশন উনি রেখেছেন। সেটা খুব সুন্দর লাগছে দেখতে। আর উনার পাতাগুলো দেওয়াটাও এতো বেশি রিয়েলিস্টিক লাগছে। যে কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। আর বিশেষ করে উনি যে পাখিগুলো এঁকেছেন। সেগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। কারণ পাখিগুলো কালো রং দিয়ে আঁকার পরে ,যখন উনি একটু সাদা রংয়ের ব্যবহার করেছেন। তখন পাখিগুলোতে একটা জীবন্ত ভাব এসেছে। যা ছবিটিকে আরও বেশি ফুঁটিয়ে তুলেছে।

IMG_2201.jpeg

ছবিটি @bdwomen এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

IMG_2202.jpeg

লাইফ স্টাইল :- হাজবেন্ডের চাচাতো ভাইয়ের বিয়ে বাড়ির আয়োজনের সুন্দর একটি মুহূর্ত...... by @bdwomen • 03 March 2025

কিছুদিন আগে আমার হাজবেন্ডের এক চাচাতো ভাইয়ের বিয়ের কথা বাতি চলতে লাগলো। তারপর একদিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তখন শুনলাম তার চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তারপর আমি …

বিয়ের চেয়ে সাধারণত গায়ে হলুদ এর অনুষ্ঠানেই সবচেয়ে বেশি আনন্দ হয়। কারণ হলুদে নাচ-গান ,সকলেই থাকে। অর্থাৎ সবকিছু মিলিয়ে অনেক লম্বা সময় ধরে বিভিন্ন অনুষ্ঠান করা হয় এবং অনেক বেশি আনন্দ হয়। তো সবকিছু মিলিয়ে সত্যি দারুন একটা ব্যাপার। আর উনার বাচ্চাকে দেখতে বেশ মনে হচ্ছে যে সে খুব আনন্দে রয়েছে। কারণ তার হাসি দেখে বোঝা যাচ্ছে। ছোট ছোট দাঁত দিয়ে এতো সুন্দর ভাবে হাসছে যে দেখলেই যেনো একটু আদর করে দিতে ইচ্ছে করে। আর বিয়ে বাড়ি মানে সত্যিই আনন্দ আর আনন্দ।আশা করছি কোনো এক পর্বে উনার বাচ্চার সাজগোজ ও দেখতে পাওয়া যাবে। কারণ ছোট বাচ্চাদের সাজিয়ে দিলে আবার খুব মিষ্টি লাগে দেখতে।

IMG_2202.jpeg

ছবিটি @bdwomen এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

IMG_2203.jpeg

জেনারেল রাইটিং :- শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারন গুলো এখনও মরেনি...... by @bdwomen • 08 March 2025

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি শিক্ষনীয় জেনারেল রাইটিং পোস্ট। আমার পোস্ট হচ্ছে শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারন গুলো এখনও মরেনি। আমরা চলার পথে অনেকের সাথে আমাদের সাথে শত্রুতা তৈরি হয়। তবে এই শত্রুতা আমি অনেক বছর পর্যন্ত টিকে থাকে। এবং শত্রুতা এর কারণে …

উনি একেবারে ঠিক কথা বলেছেন। সত্যিই শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই। কারণ শত্রুতা আসলে এমন একটা ব্যাপার। যেটা সেই মানুষটি চলে গেলেও ওই কারণ কখনো শেষ হয়ে যায় না। তাই ওই মানুষটি পৃথিবী ছেড়ে চলে যাক কিংবা আমাদের ছেড়ে চলে যাক। যা-ই হোক না কেন। শত্রুতার কারণ কিন্তু পৃথিবীতে থেকে যায়। যার কারণে আমাদের শত্রু তৈরি হয়েছে। তাই আসলে শত্রু থাকা কিংবা শত্রু বানানোর মোটেও কোনো ভালো ব্যাপার নয়। আর আসলে মানুষের সাথে যতো বেশি শত্রুতামি না করে ভালোভাবে সুন্দরভাবে থাকা যায়। সেটার ই চেষ্টা করা উচিত। উনার লেখাটি আমার কাছে বেশ ভালো লাগলো। আর এটা ঠিক অবশ্যই যে ,শত্রু কখনো বন্ধু হয় না। তো যারা শত্রু ওদের আসলে বন্ধু বানানোর কোনো মানে নেই। আসলে আমাদের সব সময় এমন ভাবে চলা উচিত ,যাতে আমাদের কম শত্রু থাকে।

IMG_2203.jpeg

ছবিটি @bdwomen এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

IMG_2204.jpeg

(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তৈরি।...... by @bdwomen •09 March 2025

তাই আজকে আমি ক্লে দিয়ে নিজের মতো করে এই বাদ্যযন্ত্র গুলো তৈরি করার চেষ্টা করলাম। বিশেষ করে এই ছোট ছোট বাদ্যযন্ত্র গুলো নিখুঁত হাতে তৈরি করতে একটু বেশি সময় লাগলো। কারণ ক্লে এগুলো নরম হওয়ার কারণে যে কোন জিনিস তৈরি করতে একটু সময় দিয়ে তৈরি করতে হয়। ঠিক তেমনি আমার তৈরি করা…

উনার হাতের কাজ আজকে নতুন দেখছি না। অর্থাৎ উনার হাতের কাজ যে কি দারুন। এটা আমরা শুরুতেই সকল এই দেখতে পেয়েছি এবং এখনো পর্যন্ত দেখছি। কারণ উনি আমাদের প্রায় প্রতিটি কনটেস্ট এই অংশগ্রহণ করেন এবং আমাদের প্রতিনিয়ত দারুন দারুন সব ডি আই ওয়াই পোস্ট উপহার দেন । যেগুলো দেখতে সত্যি একেবারে অসাধারণ হয়। আর এই ক্লে দিয়ে যে বাদ্যযন্ত্র গুলো এতো সুন্দর ভাবে তৈরি করা যায় ,এটা শুরুতে মোটেও মাথায় আসেনি। কারণ আমি প্রথমে বাদ্যযন্ত্রগুলো উপর থেকে দেখে ভেবেছিলাম যে সেগুলো মাটির তৈরি। তো এই ক্লে দিয়েও যে এতো সুন্দর ভাবে বাদ্যযন্ত্র তৈরি করা যায়। এটা বোধহয় খুব একটা কারো মাথাতে আসার কথা নয়। বিশেষ করে তবলা এবং গিটার গুলো বেশি সুন্দর হয়েছে। উনার এই কাজগুলো ভবিষ্যতে আরও বেশি দেখতে চাই। কারণ ওনার মধ্যে সৃজনশীলতা অনেক বেশি।

IMG_2204.jpeg

ছবিটি @bdwomen এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

IMG_2205.jpeg

ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি...... by @bdwomen •10 March 2025

এটি হচ্ছে বন্যফুলের ফটোগ্রাফি। এই সময় বিভিন্ন জায়গাতে বন্য ফুল কমবেশি অনেক দেখা যায়। গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে বন্য ফুল দেখা যায়। তবে এই ফুল গুলো ছোট দেখতে বেশ ভালো লাগে। আর কিছু কিছু বন্যফুল আছে দেখতে বেশ ভালো লাগে। এবং এই বন্যফুল গুলো এক জায়গাতে অনেকগুলো গাছ একসাথে হয়।…

উনার শুধুমাত্র আর্ট পোস্টগুলো খুব বেশি সুন্দর হয় ,তা নয়। উনার ফটোগ্রাফির হাত ও অনেক বেশি দারুন। কারণ এটা আমরা সকলেই ইতিমধ্যে দেখেছি। উনি আমাদের বিভিন্ন ফটোগ্রাফি কনটেস্ট অংশগ্রহণ করে থাকে এবং সব সময় পুরস্কার ও পেয়ে থাকেন। কারণ উনার যে কোনো কাজই খুব নিখুঁত হয় ।সে কারণে উনার ফটোগ্রাফি গুলো দেখতেও বেশ ভালো লাগে। বিশেষ করে উনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ। কারন উনি এতো সুন্দর ভাবে ক্লোজ পিক তুলেন যে প্রতিটি ডিটেইলিং খুব স্পষ্ট থাকে। আর উনার ছবির কালার খুব বেশি ভালো হয়। কারণ উনি একটু কনট্রাস্ট এর দিকে বেশ পারদর্শী বলা চলে। আর উনি সামান্য এডিট করার মাধ্যমে ছবিগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। যেটা আসলে একটা অসাধারণ গুণ বলা চলে।

IMG_2205.jpeg

ছবিটি @bdwomen এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Upvoted! Thank you for supporting witness @jswit.

সত্যি বলতে আমার নিজের তৈরি করার প্রতিটি জিনিস আমার কাছে দুর্দান্ত লাগে। আর আমি ধৈর্য এবং সময় দুটো দিয়েই যে কোন কাজ করার চেষ্টা করি। কারণ নিজের চোখে যদি কোন জিনিস সুন্দর না লাগে তাহলে পরবর্তীতে আপনাদের চোখেও ভালো লাগবে না। তাই সবার আগে নিজের চোখে যে কোন জিনিস সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আর ফাউন্ডার'স চয়েস হিসেবে আমার পোস্টটি সিলেক্ট করেছেন দেখে আরো ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য।

Привет! Если вы ищете умный способ сохранить свой основной почтовый ящик свободным от спама и защитить свою конфиденциальность, вам обязательно стоит попробовать https://tempmail.fastbytelab.com/. Это сервис временной почты, который позволяет мгновенно создавать одноразовые адреса без регистрации. Он идеально подходит для одноразовых загрузок, тестирования сервисов или избегания нежелательных писем. Письма исчезают через определённое время, поэтому вам не нужно беспокоиться о следах. Это быстро, удобно и отличный способ защитить вашу личную почту. Попробуйте!

প্রথমেই মুনিয়া আপুকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য।আপু সব সময় নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন তার পোস্টের মাধ্যমে। তা সে ডাই পোস্ট কিংবা আর্ট পোস্ট। প্রতিটি কাজ বেশ যত্ন ও সময় নিয়ে করেন। তাই বেশ সুন্দর হয় আপুর কাজগুলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

বিডি ওমেন আপুনে অনেক অভিনন্দন জানাই। প্রতি সপ্তাহে ফাউন্ডার্স চয়েসে কেউ না কেউ ব্লগার অব দ্য উইক হয়। এই সপ্তাহে আপনার সময়। এমনিতেই আপনার প্রতিটি আর্ট পোস্ট এবং ক্রাফট পোস্ট ভীষণ ভালো হয়। আপনাকে আন্তরিক শুভকামনা জানাই। আশা করব ভবিষ্যতেও এত সুন্দর ব্লগ করে যাবেন।

প্রথমেই মুনিয়া আপুকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য। মুনিয়া আপুর হাতের কাজ আসলেই দারুণ হয়। উনি ক্লে দিয়ে দারুণভাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেছেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

এই সপ্তাহে ফাউন্ডার চয়েসে নির্বাচিত হয়েছে মুনিয়া আপু দেখে অনেক ভালো লাগলো । অনেক অভিনন্দন মুনিয়া আপুকে।মুনিয়া আপুর কাজগুলো সত্যিই অসাধারণ যেমন তার পেইন্টিং তেমনি তার হাতের কারু কাজ।আপু অনেক যত্ন ও দক্ষতার সাথে কাজগুলো করে থাকে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

এই সপ্তাহে ফাউন্ডার চয়েজ মুনিয়া আপু হয়েছে দেখে অনেক ভালো লাগলো। তিনি প্রতিনিয়ত অনেক ভালো একটিভিটিস বজায় রেখে কাজ করছেন। তিনি আরো বেশি উৎসাহিত হয়ে আশা করছি আরও ভালো কাজ করবেন। অনেক ধন্যবাদ দাদা এটা এত সুন্দর করে শেয়ার করার জন্য।

ফাউন্ডার চয়েজ বিডি ওমেন আপুকে দেখে সত্যিই অনুপ্রাণিত হচ্ছি! তিনি প্রতিদিন যে পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। আশা করি তিনি আগামীতেও এই ধারা বজায় রেখে আরও সাফল্য অর্জন করবেন। আপনার শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, দাদা।

Your post is manually
rewarded by the Steem-Bingo

montasje steem-bingo 5 500 x 441.jpg

STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!

How to join, read here

Prize pool: 112.5 Steem

Привет! Если вы ищете умный способ сохранить свой основной почтовый ящик свободным от спама и защитить свою конфиденциальность, вам обязательно стоит попробовать https://tempmail.love/. Это сервис временной почты, который позволяет мгновенно создавать одноразовые адреса без регистрации. Он идеально подходит для одноразовых загрузок, тестирования сервисов или избегания нежелательных писем. Письма исчезают через определённое время, поэтому вам не нужно беспокоиться о следах. Это быстро, удобно и отличный способ защитить вашу личную почту. Попробуйте!