"কবিতা চতুষ্টয়"

in hive-129948 •  2 years ago 


Copyright-free Image source : pixabay


"কবিতা চতুষ্টয়"



💘


♡ ♥💕❤

(১)

নিঃসঙ্গ আমি; ভীষণই একেলা আমার প্রতিটা মুহূর্ত,
বলিনি কখনো কাউকে পাশে হাঁটতে আমার ।
অনুরোধ করিনি তো হাতটা ধরতে কখনো,
নিজের কষ্ট, নিজের কান্না চাপা পড়তে দেই অবলীলায় ।

নিজের সাফল্যে নিজেই জয়োল্লাসে মাতি,
নিজের ব্যর্থতায় নিজেই শোক প্রকাশ করি ।
নিঃসঙ্গ এই জীবনে আজ হঠাৎই তার প্রবেশ,
নিমেষে দখল করে নিলো সে আমার নিঃসঙ্গতাকে ।

দ্বিধা দ্বন্দে মন আমার ভীষণই ব্যাকুল আজ,
আমি বিষন্নতা ভালোবাসি, নিঃসঙ্গতা ছিল আমার সঙ্গী ।
তুমি এসে নিঃসঙ্গ জীবন ভালোবাসায় পূর্ণ করলে ।
দু'দিনের জন্য এসে কেনো ঝড় তুললে এ জীবনে ?

বিচ্ছেদ অনিবার্য, বিচ্ছেদ আমার প্রাপ্য,
ভালোবেসে কেউ কোনোদিনও থাকেনি তো পাশে,
কথা দিয়ে কেউ রাখেনি তো কথা সে,
জানি তুমিও ছেড়ে যাবে আমাকে
আরো নিঃস্ব, আরও নিঃসঙ্গ করে ।

(২)

এক অজানা সংশয়ে ত্রস্ত সদা এ মন,
চলেছি অচেনা পথ দিয়ে অজানা গন্তব্যে,
নিকষ কালো আঁধারে সম্মোহিত হয়ে,
আঁধারে মিশে যাচ্ছি ধীরে ধীরে,
প্লিজ, তুমি আমার জীবনের প্রদীপ হয়ে এসো ।

জীবন এক দারুন অনুভূতির জায়গা,
প্রতিনিয়ত এখানে পরিবর্তনের আসা যাওয়া ।
ভিখিরী হয়ে তোমায় চাওয়াটা তাই যেনো
সোনার পাথর বাটি চাওয়া ।

(৩)

আমি বছরের পর বছর পাহাড়সম অভিমান এ বুকে জমাই,
নাগরিক সভ্যতার কোলাহল ছাড়িয়ে নগ্ন মাটিতে মিশে যেতে চাই,
তোমাদের কথার অভিনয়ে আমার ইচ্ছের নদীতে বান ডেকে যায়,
বানভাসি সেই তীরেই আমি গড়ে তুলি আমার মৃত স্বপ্নের সারিবদ্ধ সমাধি।

(৪)

বহুদিন রাতে ঘুম হয়নি,
পড়েনি তো চোখে সুখের একটিও পলক ।
কেউ ছিলো না তো এ জীবনে,
তাই স্বপ্নও দেখা হয়ে ওঠেনি কখনো ।

আমার হৃদয়ের বহু গভীরে যেখানে অতল
সমুদ্রের ছায়া,
সেখানে তোমায় দেখি।

বারবার হাঁটি,
তোমার ধুলো ওড়া পথ ছাপিয়ে;
গোধূলির প্রহর শেষের রাঙা আলোয়,
দেখি অপলক নয়নে তোমাকে -
ভালোবাসি তোমায়।

♡ ♥💕❤



পরিশিষ্ট


প্রতিদিন ২০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (200 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png




টার্গেট ০৪ : ১,৪০০ ট্রন স্টেক করা


সময়সীমা : ১৪ অগাস্ট ২০২২ থেকে ২০ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ১৪ আগস্ট ২০২২


টাস্ক ২৯ : ২০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : a2894ca9cf918cfc49ad9c1fc12a0a49c9f261bb5a7266afcef1d7aa28839bb6

টাস্ক ২৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

god bless you

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



এই গগনে তুমি আমার গল্প এই বসুমতিতে তুমি আমার স্ব https://www.itcsdaixie.com/tag/students-overseas-cs-programming-daizuo/ https://www.bestdaixie.com/tag/itdaixie/ https://vipdue.com/tag/liuxuesheng-itdaixie/

মনো হলো টক-মিষ্টি-ঝালের স্বাদ পেলাম কবিতাগুলো পড়ে, আবেগগুলোর ভিন্নতার সাথে অনুভূতিগুলোর স্পষ্ট একটা পার্থক্য দেখলাম। সে যাইহোক, ছন্দের চেয়ে ভাবের গভীরতা বেশী ছিলো। ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে নিচের লাইন দুটো-

আমি বছরের পর বছর পাহাড়সম অভিমান এ বুকে জমাই,
নাগরিক সভ্যতার কোলাহল ছাড়িয়ে নগ্ন মাটিতে মিশে যেতে চাই,

আপনার কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার। কবিতাগুলোর মধ্যে আপনি বিভিন্ন কথা তুলে ধরেন। আপনার মত কবিতা তৈরি করতে পারি না। তবে আপনার কবিতাগুলো পড়ে তৈরি করার চেষ্টা করি

এই গগনে তুমি আমার গল্প
এই বসুমতিতে তুমি আমার স্বপ্ন
এই ধরিত্রীতে আমার চাওয়া অল্প

বহুদিন রাতে ঘুম হয়নি,
পড়েনি তো চোখে সুখের একটিও পলক ।
কেউ ছিলো না তো এ জীবনে,
তাই স্বপ্নও দেখা হয়ে ওঠেনি কখনো ।

অসাধারণ লিখেছেন দাদা। সত্যি কথা বলতে মাঝে মাঝে স্বপ্ন দেখতে ভয় লাগে। যদি স্বপ্ন ভেঙ্গে যায় সেই ভয়ে হয়তো মাঝে মাঝে ঘুমোতে ইচ্ছে করেনা। হয়তো ঘুমের ঘোরে নানান সুখের স্বপ্নগুলো হৃদয়ে এসে দোলা দিবে। তবে সুখ যে সবার কপালে নেই সেটা আমি বুঝে গেছি। তাই তো সেই সুখের স্বপ্ন দেখতে চাই না কখনো। কারণ কিছু কিছু স্বপ্ন আছে শুধু কষ্ট দিয়ে যায়।

আপনার কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে

বারবার হাঁটি,
তোমার ধুলো ওড়া পথ ছাপিয়ে;
গোধূলির প্রহর শেষের রাঙা আলোয়,
দেখি অপলক নয়নে তোমাকে -
ভালোবাসি তোমায়।

এই লাইনগুলো আমার সবচাইতে বেশি ভালো লেগেছে দাদা।ভালোবাসা সুন্দর হয় তবে,পরিপূর্ণতাতে মানায় খুব।

দাদা আপনার আজকের কবিতার “চতুষ্টয়” নামের অর্থটা বুঝতে পারলাম না। আমি সম্পূর্ন কবিতাটি পড়ে , যা ভাবার্থ বুঝতে পারলাম তা হলো, কারো নিঃসঙ্গ একা সঙ্গিহীন জীবন ছিল। তারপর কেউ তার জীবনে এসে তার নিঃসঙ্গতা ভেঙ্গে আবার চলে গেছে। এখানে “চতুষ্টয়” শব্দের অর্থটাই বুঝতেছি না।
ধন্যবাদ দাদা কবিতটা পড়ে অনেক ভাল লাগলো।

গভীর অনুভূতি নিয়ে সুন্দর কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। কবিতার বিষয় বিশেষ বিশেষ কিছু লাইন আমাকে মুগ্ধ করেছে। আপনার কবিতার মধ্যে কিছু কথা যেন বিশেষ কোনো অনুভূতিকে কেন্দ্র করে তুলে ধরেছেন।

আমি বছরের পর বছর পাহাড়সম অভিমান এ বুকে জমাই,

আপনার কবিতার মধ্যে এই জাতীয় কিছু লাইন আমাকে অনেক ভাবনা চিন্তায় ফেলেছে। পূর্বদিনের কিছু অভিমানী স্মৃতি মনে করে দিল আমার। বেশ ভালো লাগলো আপনার কবিতা পড়ে।

আপনার কবিতা মানে অন্যরকম ভালোলাগা প্রত্যেকটি কবিতার অংশই খুবই ভালো লাগলো দাদা পড়ে ।

ভিখিরী হয়ে তোমায় চাওয়াটা তাই যেনো
সোনার পাথর বাটি চাওয়া ।

প্রিয় মানুষটি আমাদের জীবনে যেন প্রদীপ হয়ে আসে এটাই আমাদের চাওয়া হয়ে থাকে। আর তাকে পেলেই যেন আমরা সোনারবাটি পেয়ে ফেলি । চমৎকার লিখেছেন দাদা❤️

আমি বছরের পর বছর পাহাড়সম অভিমান এ বুকে জমাই,
নাগরিক সভ্যতার কোলাহল ছাড়িয়ে নগ্ন মাটিতে মিশে যেতে চাই,
তোমাদের কথার অভিনয়ে আমার ইচ্ছের নদীতে বান ডেকে যায়,
বানভাসি সেই তীরেই আমি গড়ে তুলি আমার মৃত স্বপ্নের সারিবদ্ধ সমাধি।

যথার্থ বলেছেন ভাই । এমন চরনে কি যে প্রতিউত্তর করবো ,তা বলতে পারি না । তবে এতটুকুই বলবো বেশ শক্ত ও পরিপক্ক কথা বলেছেন।

কবিতার এই অংশটুকু আমাকে সত্যি মুগ্ধ করেছে দাদা। 🥰

দ্বিধা দ্বন্দে মন আমার ভীষণই ব্যাকুল আজ,
আমি বিষন্নতা ভালোবাসি, নিঃসঙ্গতা ছিল আমার সঙ্গী

আসলে দাদা আমার মনের কথা আপনার এই লাইনের মধ্য পেয়ে গেলাম। আমি নিজেও ব্যাকুলতা এবং নিঃসঙ্গতা ও বিরহ অনেক পছন্দ করি। কবিতাটি পড়ে এক অন্যরকম একটা শান্তি পেলাম । আশা করি আমাদের প্রিয় দাদা ভবিষ্যতে এমন কবিতা আমাদেরকে আরো উপহার দিবেন। 🥰🙏

আমি বছরের পর বছর পাহাড়সম অভিমান এ বুকে জমাই,
নাগরিক সভ্যতার কোলাহল ছাড়িয়ে নগ্ন মাটিতে মিশে যেতে চাই,
তোমাদের কথার অভিনয়ে আমার ইচ্ছের নদীতে বান ডেকে যায়,
বানভাসি সেই তীরেই আমি গড়ে তুলি আমার মৃত স্বপ্নের সারিবদ্ধ সমাধি।

দাদা আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে ৷ আপনি কবিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কথা তুলে ধরেন ৷ আপনার মতো কবিতা আমি লেখতে চেষ্টা করেও পারিনা ৷কিন্তু আপনার সুন্দর সুন্দর কবিতা পড়ে আমারও লেখার ইচ্ছে হয় ৷

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

বারবার হাঁটি,
তোমার ধুলো ওড়া পথ ছাপিয়ে;
গোধূলির প্রহর শেষের রাঙা আলোয়,
দেখি অপলক নয়নে তোমাকে -
ভালোবাসি তোমায়।

লাইনগুলো বেশ দারুন। ধন্যবাদ

  ·  2 years ago (edited)

দাদা নমস্কার
আশা করছি ভালোই আছেন ৷দাদা নতুন করে কিছু বলার নাই ৷আপনি যে একজন জ্ঞানী ব্যক্তি তাতে কোন সন্দেহ নেই৷আপনার কবিতা টি আমার কাছে কতটা ভালো লেগেছে তা হয়তো বলে বোঝাতে পারবো না ৷

নিঃসঙ্গ আমি; ভীষণই একেলা আমার প্রতিটা মুহূর্ত,
বলিনি কখনো কাউকে পাশে হাঁটতে আমার ।
অনুরোধ করিনি তো হাতটা ধরতে কখনো,
নিজের কষ্ট, নিজের কান্না চাপা পড়তে দেই অবলীলায় ।

এই লাইনটি অনেক ভালো লেগেছে ৷দাদা আপনি এভাবেই আমাদের মাঝে আরও ভালো ভালো কিছু উপহার দিবেন ৷এই কামনা করছি আর আপনি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন ৷

অনেক দিন পর একটা চমক লাগা কবিতা পেলাম দাদা। এই লেখা গুলো পড়তে নিলে নিজেকেই যেন হারিয়ে ফেলি। আপনার লেখার গুণ এখানেই। বাস্তবতাকে ছুয়ে যায় বার বার। আবার কিছু একটা লিখবেন এমন দাদা। তবে এই লেখা গুলো পড়লে কষ্ট হয়। ভেতরে অদৃশ্য একটা রক্তক্ষরণ চলতে থাকে অবিরত।

তিন নম্বর কবিতাটা বেশ ভালো ছিল দাদা। ভালো থেকো।

দ্বিধা দ্বন্দে মন আমার ভীষণই ব্যাকুল আজ,
আমি বিষন্নতা ভালোবাসি, নিঃসঙ্গতা ছিল আমার সঙ্গী ।
তুমি এসে নিঃসঙ্গ জীবন ভালোবাসায় পূর্ণ করলে ।
দু'দিনের জন্য এসে কেনো ঝড় তুললে এ জীবনে ?

নিঃসঙ্গ জীবন নিয়ে মনের মধ্যে একটা আক্ষেপ সমস্ত কষ্ট গুলো তাই চাপা পড়ে থাকে মনের মাঝেই। ভালোবাসার মানুষকে হারাবার ভয় সেই কষ্ট আসলেই মেনে নেয়ার মতো না। ভালোবেসে কেউ যখন নিঃসঙ্গ জীবনকে ভরিয়ে দিতে আসে। তৎক্ষণাৎ আবারো হারানোর ভয় মনের মধ্যে উঁকি দেয়। আসলেই দাদা আপনার প্রত্যেকটি কবিতা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটা ভিন্ন রকম স্বাদ পেয়েছি আজকের কবিতায়। ধন্যবাদ দাদা

বারবার হাঁটি,
তোমার ধুলো ওড়া পথ ছাপিয়ে;
গোধূলির প্রহর শেষের রাঙা আলোয়,
দেখি অপলক নয়নে তোমাকে -
ভালোবাসি তোমায়।

লাইন গুলো হৃদয়ের কথা বলে দাদা। আমার হৃদয় আন্দোলিত করেছে । ধন্যবাদ দাদা শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।

ভিন্ন ধাঁচের ভিন্ন স্বাদের এক কবিতা।এমনটাই তো হওয়া উচিত।কবিতার প্রতিটি অংশ ছিল অনবদ্য।

বহুদিন রাতে ঘুম হয়নি,
পড়েনি তো চোখে সুখের একটিও পলক ।
কেউ ছিলো না তো এ জীবনে,
তাই স্বপ্নও দেখা হয়ে ওঠেনি কখনো ।

দাদা অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতার এই লাইনগুলোতে জীবনের অনেক ব্যস্ততা ফুটে উঠে। অসাধারণ একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালোবাসা মনে হয় এভাবেই হঠাৎ করেই জীবনে আসে কিছু কষ্ট ভাগ করে নেওয়ার জন্য কিন্তু যখন সেই ভালোবাসা চলে যায় জীবন থেকে তখন কষ্টগুলো কয়েক গুণ বেড়ে গিয়ে নিঃসঙ্গ জীবনে ফিরে যায়।চমৎকার কবিতা লিখেছেন দাদা,অনেক গভীরতা ছিল।ধন্যবাদ আপনাকে, শুভকামনা অবিরাম।

বহুদিন রাতে ঘুম হয়নি,
পড়েনি তো চোখে সুখের একটিও পলক ।
কেউ ছিলো না তো এ জীবনে,
তাই স্বপ্নও দেখা হয়ে ওঠেনি কখনো

আপনার কবিতার মাঝে কি চমৎকার করে জীবনের অপূর্ণতা গুলোকে প্রকাশ করেছেন তা দেখে আমি অভিভূত হলাম সত্যি দাদা অনেক ভালো লাগলো আপনার কবিতাটি।অনবদ্য ছিল।♥♥

দাদা অনেকদিন পর আপনার একটি কবিতা পেলাম। আসলে আপনার কবিতাগুলো অ্যাডমি শেষে পড়তে না পারলে ভালো লাগে না। আজকের পুরো কবিতাটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে।

জীবন এক দারুন অনুভূতির জায়গা,
প্রতিনিয়ত এখানে পরিবর্তনের আসা যাওয়া ।
ভিখিরী হয়ে তোমায় চাওয়াটা তাই যেনো
সোনার পাথর বাটি চাওয়া ।

বিশেষ করে এই কয়টি লাইন আমার হৃদয়কে চরমভাবে দোলা দিয়েছে।

দাদা কবিতার প্রতিটি লাইন যেন ভালোবাসার মায়ায় ভরা, পড়তে পড়তে ইচ্ছে করছে হারিয়ে যায়। ইদানিং কবিতা লিখতে লিখতে কবিতার মধ্যে একটা ভালোবাসা জন্ম নিয়েছে। অনেক বেশি আবেগী হয়ে গেলাম দাদা আপনার কবিতা পড়ে। অসাধারণ লিখেছেন।

আমার কাছে সব থেকে ভালো লেগেছে এক নম্বর কবিতাটি। বাকি কবিতাগুলো ও সুন্দর হয়েছে। কিন্তু এক নম্বরটা কবিতাটা একেবারে হৃদয় ছুঁয়ে গেল।