কবিতা "একটু উষ্ণতার খোঁজে"

in hive-129948 •  last year 

heart-1164739_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


কবিতা "একটু উষ্ণতার খোঁজে"



💘


♡ ♥💕❤
ভীষণ শৈত্যে দিনগুলি আমার কাটছে এখন,
কুহেলিময় ধূসর আলোয় আকাশ দেখি না ।
শীতের আকাশ এখন আমার হৃদয়ে,
বরফে মোড়া সাদা হৃদপিন্ড,
ভালোবাসার রক্ত রাঙা আজ ফিকে ।
নাগরিক এ সভ্যতার বুকে এখন উষ্ণতার বড়ই অভাব;
প্রেমহীন আমাদের প্রতিটি নাগরিকের হৃদয় আজ
মৃত্যুহিমশীতল ।
সেখানে ভালোবাসার উষ্ণতা নেই,
সেখানে প্রেমের উষ্ণ নিঃশ্বাস বয়ে যায় না ।
সেখানে শুধু হিংসা, লোভ আর কামনার অভিঘাতে
হৃদয়ে চিরতুষারপাত ।

চিরকাল ধরে বয়ে চলা এ দারুন তীব্র ব্লিজার্ডে
আমি একটু উষ্ণতা খুঁজে ফিরি,
আমি ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে
হৃদয়ে জমা হাজার বছরের বরফ গলাতে চাই ।
আমি হৃদয়ে আগুন জমাতে চাই,
অগ্নিময় হৃদয় দিয়ে এ তুষারাবৃত নাগরিক সভ্যতার বুকে
আমি আগুন জ্বালাতে চাই ।
সকল হৃদয়ের কুজ্ঝটিকা ছিঁড়ি সূর্যকে আনতে চাই ।

একটু উষ্ণতার খোঁজে আমি
ভালোবাসা খুঁজে পাই ।
♡ ♥💕❤



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৮ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৮১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c71194c60b456429cd43e8e2dfc55591c5557b7d7274cb9138a9f969a61d77c2

টাস্ক ৪৮১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে আবারো এসে গেলুম একদম সম্পূর্ণ অন্য রকমের আরো একটা এনএফটি আর্ট নিয়ে । রূপকথার পরীদের কথা কে না ? আমরা প্রায় সবাই পরীর গল্পের সাথে পরিচিত । এই পরীরা থাকে গহন অরণ্যে । তাদের দুই জোড়া ডানা থাকে । তারা অমর । আশ্চর্য সব ক্ষমতা আর জাদু শক্তি তাদের করায়ত্ত । আর সব চাইতে বড়ো কথা তারা দেখতে অনিন্দ্য সুন্দর । অপূর্ব রূপসী হয় তারা ।

এই পরী নিয়েই আমার আজকের NFT আর্ট ।

তো চলুন দেখে নেওয়া যাক আজকের এনএফটি আর্টটি -


Fairy


Screenshot 2024-02-01 000648.png

elves

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This is a nice poetry you have composed @rme Dada.

Keep sharing these great content with us 😊❤️

দাদা মোটামুটি অনেক দিন পর কবিতা শেয়ার করলেন। আপনার কবিতা গুলো পড়তে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। বর্তমান যুগে প্রকৃত ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়,স্বামী স্ত্রীর ভালোবাসা নয়,বরং পরিবারের সদস্যদেরও একে অপরের প্রতি ভালোবাসা একেবারে কমে গিয়েছে। সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবে। তীব্র শীতে আমাদের শরীরটা যেমন শীতল হয়ে গিয়েছে, তেমনি প্রকৃত ভালোবাসার অভাবে আমাদের হৃদয়টাও শীতল হয়ে গিয়েছে। তাইতো উষ্ণতা আমাদের খুবই প্রয়োজন। দোয়া করি সবাই যেন উষ্ণতা খুঁজে পায়। যে উষ্ণতা শুধুমাত্র আমাদের হৃদয় উষ্ণ করবে না,বরং শরীরটাকেও উষ্ণ করে দিবে। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



অনেকদিন পর চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা।কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার লাইনগুলো ছিল দারুন।মানুষের প্রতি মানুষের ভালোবাসা আজ নেই।তাইতো আমাদের অন্তর শীতল হয়ে গিয়েছে।এজন্য ই তো উষ্ণতার খুব দরকার।ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একটু উষ্ণতার খোঁজে শিরোনামে অসাধারণ একটি কবিতা আপনি আমাদের আজ উপহার দিয়েছেন দাদা। কত সুন্দর ভাবে মানব জীবনের জটিল বিষয় গুলো বিভিন্ন উপমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। যাস্ট অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে কবিতাটি। আপনার কবিতায় উপমার প্রয়োগ অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ দাদা, কবিতাটি শেয়ার করে আমাদের পড়বার সুযোগ করে দেয়ার জন্য।

এই কবিতা যেনো আমার সাথে মিলে গেছে। অনেক খোঁজা খুঁজির পর ও যেনো উষ্ণতা খুঁজে পাই না। আবার যেনো পেয়েও যাই।

আসলেই ভাই 🌼। উষ্ণতা দরকার ভীষণ

সেই শুরু থেকে আপনার কবিতার জন্যে অপেক্ষা করি।কারণ প্রতিটি কবিতা এতো ভালো হয় যা বলার অপেক্ষা রাখেনা।এ কবিতাটিও ঠিক তেমন।হৃদয়ের রক্তক্ষরণের যেনো অদৃশ্য ব্যথা পুরো কবিতা জুড়ে।

দারুণ লিখেছেন দাদা ৷ "একটু উষ্ণতার খোঁজে" কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ তবে কবিতায় মাঝে কেমন জানি একটা চাপা কষ্টের অনুভূতি প্রকাশ পেয়েছে ৷ এটা ভালোবাসা কষ্ট , ভালোবাসার একটু উষ্ণতা পাবার প্রচেষ্টা ৷ যাই হোক , ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ৷

Posted using SteemPro Mobile

@rme
আপনার কবিতা পরে অনেক ভালো লাগলো দাদা। আপনার সব গল্প কবিতা আমার অনেক ভালো লাগে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদার কবিতা মানেই জীবনের অনেক গল্প অনেক বাস্তবতার অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে পড়তে পারা । আজকে শীতকালীন সময়ের সেই অনুভূতি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন দাদা । শীতকালীন সময়ে মানুষের জীবনযাত্রা সেই বিষয়টি ভালই উপলব্ধি করতে পেরেছি আপনার কবিতার মধ্যে। প্রতিটা মানুষের জীবনের ঘটে যাওয়া অনেক ঘটনার অনুভূতির বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দাদা।

Posted using SteemPro Mobile

দাদা আমরা চাই আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে এমব মাস্টারপিস কবিতা শেয়ার করেন। যেটা পড়ে মনে হয় হৃদয়ে আগুন ঝরে! আপনার কবিতা বরাবরই সেরা।

প্রেমহীন আমাদের প্রতিটি নাগরিকের হৃদয় আজ
মৃত্যুহিমশীতল ।

এটা একদম চিরন্তন সত্য কথা দাদা! প্রেমহীন হৃদয় আজ মরুভূৃমির মতো প্রায়! কারো মনে প্রেম নেই,

অনেকদিন পরে আপনার একটি কবিতা পড়তে পেরেছি দাদা। আপনার লিখা পুরো কবিতা ভীষণ ভালো লেগেছে পড়তে। আসলেই এই সভ্যতায় কিংবা মানুষের মনের মধ্যে ভীষণ ভালবাসার অভাব। মানুষের মন আজ কোয়াশাচ্ছন্ন ধূসর এই নগর ও নগরের মানুষ। আপনার লিখা কবিতার প্রতিটি লাইন পড়ে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

কবির মনোবাসনা পূর্ণ হোক, উষ্ণ ভালোবাসার পরশে শীতলতা কেটে যাক , এই প্রত্যাশাই ব্যক্ত করছি ভক্ত হিসেবে।
দারুন লিখেছেন ভাই কবিতাটি।

শুভেচ্ছা রইল।

ব্যক্তি ভেদে ভালোবাসার সংজ্ঞা আলাদা হতে পারে তবে ভালোবাসার অনুভূতি কিন্তু সকলেরই এক। অনেকদিন পরে একটি কবিতা পড়লাম দাদা। কবিতার মধ্যে ভালোবাসার অফুরন্ত মায়া খুজে পেয়েছি, অসাধারণ ছিল আপনার এই কবিতাটি।

অন্য রকম একটা কবিতা পড়লাম আজ দাদা, ভীষণ অন্যরকম তবে ছিলো বাস্তবতার নির্মম সত্যের স্পষ্ট কিছু অনুভূতির হাহাকার। কবিতায় আপনি গুরু, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বুঝার আছে। বর্তমান সম্পর্কে একটা স্পষ্ট চিত্রায়ন দেখতে পেলাম, অনুভব করতে পারলাম আর মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ।

দাদা অনেকদিন পর আপনার কবিতা উপহার পেয়ে আমরা বেশ আনন্দিত। আপনার কবিতা বরাবরই আমার ভালো লাগে। কারণ আপনার কবিতা পড়ে আমি অনেক কিছু শিখতে পারি ।কবিতা লেখার প্রতি উৎসাহ পাই। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো এবং কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল।বর্তমান
সময়ে একে অপরের প্রতি ভালোবাসা একদম কমে গেছে।সব ভালবাসায় শুধু স্বার্থ বিরাজ করছে। উষ্ণতা হৃদয়ে থাকলে হৃদয়টাও ভালো থাকে।বেশ দারুন লিখেছেন দাদা অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

দাদা, বেশ কিছুদিন পুরী ভ্রমন নিয়ে অনেকগুলো পোস্ট দেখার সুযোগ পেয়েছিলাম তোমার কাছ থেকে আর অনেকদিন পরে আজ অনেক সুন্দর একটা কবিতা পড়ার সুযোগ হল। দারুন লিখেছেন দাদা কবিতাটি। কবিতার প্রত্যেকটা লাইন জাস্ট অসাধারণ। আমাদের জীবনে এখন কেমন জানি উষ্ণতার অভাব পড়েছে । ভালোবাসার অভাবে হৃদয় এখন শীতল হয়ে গেছে, এই শীতল হৃদয়ে একটু উষ্ণতার দরকার আমাদের সবারই।

আপনার লেখা কবিতায় একটু নজর না বুলিয়ে যাওয়া কঠিন। আপনার লেখার মধ্যে সম্পূর্ণ একটা ভিন্নতা আছে যেটা শুধুমাত্র আপনারই। আপনার অনুভূতির এই প্রকাশ আমার কাছে বরাবরি অনেক ভালো লাগে। কবিতা লাইনগুলো স্নিগ্ধ আর মধুময় ছিল।

উষ্ণতার খোঁজ করলেই আসলে ভালোবাসা পাওয়া যায়। অথবা ভালোবাসার মাঝেও উষ্ণতা খুঁজে পাওয়া যায়। চমৎকার হয়েছে দাদা আপনার এই কবিতাটি।

একটু উষ্ণতার খোঁজে আমি
ভালোবাসা খুঁজে পাই ।

অসাধারণ সব কবিতার লাইনগুলো পড়ে হৃদয় জুড়িয়ে গেল দাদা। সত্যি দাদা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। দারুন লিখেছেন আপনি। আর শেষের লাইনে এসে যেন মনে হচ্ছিল আরো কয়েক লাইন পড়তে পারলে ভালো লাগতো। অসাধারণ লিখনি আপনার।♥️♥️♥️♥️