কোলকাতার পুজো - পর্ব ০২

in hive-129948 •  last year 

এবছর পুজোর সময় কোলকাতায় থাকতে পারিনি । বাংলাদেশে পুজো কাটিয়েছি । কোলকাতার পুজো অনেক মিস করেছি । তবে, আমার ভাই আর স্বাগতা যতগুলো পুজো প্যান্ডেল ঘুরেছে সবগুলোরই ছবি তুলে হোয়াটস্যাপে আমাকে পাঠিয়েছে । সেখান থেকেই শেয়ার করতে চলেছি আজকে ।

কলকাতার পুজো মানেই জাঁকজমক । আলোর রোশনাই আর অসাধারণ সব থিম প্যান্ডেল । চোখ ধাঁধানো এসব পুজো প্যান্ডেলে ঢুকলে মনে হবে যেন কোন স্বপ্নপুরীতে ঢুকলুম । অসাধারণ সব কারুকার্য আর শৈল্পিক ভাস্কর্যে মন মাতানো সাজসজ্জা প্রতিটা পুজো প্যান্ডেল ।

থিম প্যান্ডেলগুলো প্রত্যেক বছর এক একটি ইউনিক অবজেক্টকে কেন্দ্র করে প্যান্ডেল তৈরী করে । বিশাল ব্যয়সাপেক্ষে নির্মিত হয় এসব ইন্দ্রপুরী । কোনো কোনো থিম পুজো প্যান্ডেলের বাজেট দুই থেকে দশ কোটি অব্দি ছাড়িয়ে যায় । কলকাতা বিখ্যাত তার চোখ ধাঁধানো শারদীয়া উৎসবের জন্য । তিলোত্তমা নগরী পুজোর এই পাঁচটি দিনে এক অপরূপ সাজে সেজে ওঠে । দেশ-বিদেশের বহু মানুষের সমাগম ঘটে এই পুজোতে ।

এবারের তাই "কোলকাতার পুজো" পর্বগুলোর সকল ফোটোগ্রাফির কার্টেসি হলো আমার ভাই আর স্বাগতার । এবছর কলকাতার পুজো মিস হয়ে গেলো । তবে, বাংলাদেশের পুজো দেখে সেই লস পুষিয়ে নিয়েছি । কিন্তু, একটা কথা বলতেই হবে দূর্গা পুজোয় সেরা হলো আমাদের তিলোত্তমা নগরী কলকাতা । এতো চোখ ধাঁধানো আলোকসজ্জা, কারুকার্য, থিম প্যান্ডেল আর সর্বোপরি অসাধারণ সব প্রতিমার গঠনশৈলী পৃথিবীর আর কোথাও কোনো দূর্গা পুজোতে হয় বলে আমার জানা নেই ।


এই পুজো প্যান্ডেলটা অসাধারণ হয়েছিল । যদিও ফোটোতে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু, জাস্ট অসাধারণ হয়েছিল । অজস্র চীনা ঝাড়লণ্ঠন আর রং-বেরঙের লণ্ঠন দিয়ে পুরো পুজো প্যান্ডেলটা সাজানো হয়েছে ।
তারিখ : ২১ অক্টোবর, ২০২৩
সময় : রাত ৭ টা ৩০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এই পুজো প্যান্ডেলের দূর্গা প্রতিমা । অসাধারণ গঠনশৈলী । দেবী প্রতিমা যেমন দুর্দান্ত হয়েছে ঠিক তেমনই অসাধারণ হয়েছে মহিষাসুর । বিশাল একটা মহিষের মাথা রয়েছে দেবী দুর্গার পদপ্রান্তে । আর শিং জোড়া তো জায়ান্ট সাইজের ।
তারিখ : ২১ অক্টোবর, ২০২৩
সময় : রাত ৭ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটা বাদামতলা আষাঢ় সংঘের পুজো । থিম "প্রতিরূপ" । "ঈশ্বরের সৃষ্ট সকল জীব-জগৎ মায় প্রকৃতির মধ্যেই তাঁকে খুঁজে পাওয়া যায়" - এটিই এই থিমের মূল ভাবনা ।
তারিখ : ২১ অক্টোবর, ২০২৩
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কী বলবো, অসাধারণ বললেও কম বলা হবে । এত্ত সুন্দর হয়েছে দূর্গা প্রতিমাটি ।
তারিখ : ২১ অক্টোবর, ২০২৩
সময় : রাত ৮ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৬ নভেম্বর ২০২৩

টাস্ক ৪২৫ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 0953b7f20f957ba34de4f80c1a5e272935c135f6f323e479e0828251504e014e

টাস্ক ৪২৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুজো প্যান্ডেলের আলোকসজ্জা, ডেকোরেশন, কারুকাজ, দেখে একদম চক্ষু স্থির। এককথায় অসাধারণ ।

বেশ ভালো লাগলো ভাই, ফটোগ্রাফি গুলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলেই দাদা কলকাতার পুজো মানেই বিভিন্ন রকম থিমের জাঁকজমক পুজো। সৃষ্টির ভেতরে স্রষ্টাকে পাওয়া যায় এই থিমটা আসলেই দারুন হয়েছে।ফটোগ্রাফি গুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগলো দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

হ্যাঁ দাদা এবারের দূর্গা পূজার সময় আপনারা বাংলাদেশে ছিলেন বিধায়, কলকাতার জাঁকজমকপূর্ণ আয়োজন মিস করেছেন। এটা ঠিক দূর্গাপূজায় কলকাতার মতো এমন জাকজমকপূর্ণ আয়োজন, বিশ্বের আর কোথাও করা হয় বলে মনে হয় না। ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। আমাদের ছোট দাদা এবং স্বাগতা দিদি দুর্দান্ত ফটোগ্রাফি করেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে, আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

আসলে দাদা কলকাতার পূজোর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। আপনি বাংলাদেশে থেকে ও ফটোগ্রাফির মাধ্যমে কলকাতার পূজোর আনন্দ অনুভব করতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ দাদা সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

যেহেতু দূর্গা পুজা কলকাতায় কেমন হয় তা নিজে চোখে দেখিনি। কিন্তু বিভিন্ন নিউজের মাধ্যমে জেনেছি, বেশ জাকজমকভাবে উদযাপিত হয় দূর্গাপুজা। যা পৃথিবীর আর কোথাও হয় না।যদিও এবারের দূর্গাপুজায় বাংলাদেশে ছিলেন বিধায় কলকাতার পুজা মিস করেছেন। কিন্তু ছোট দাদা ও দিদির ফটোগ্রাফির মাধ্যমে কিছুটা হলেও সেই স্বাদ পুর্ণ হলো।বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা ও দিদি।চোখ একবারে জুরিয়ে গেল। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



সত্যি ই দাদা কলকাতার পুজোর অনেক অনেক ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেয়েছিলাম গতবার।এছাড়া কখনো আমার দেখার সুযোগ হয়নি।এবার আপনারা বাংলাদেশে ছিলেন পুজোতে। তাই কলকাতার এতো সুন্দর আয়োজন ফটোগ্রাফিতে দেখে এনজয় করেছেন।আর আমাদের মাঝে ও শেয়ার করলেন।ভীষণ ভালো লাগলো দাদা এতো আলোকসজ্জা,ডেকোরেশন, কারুকাজ দেখে।ধন্যবাদ দাদা আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ফটোতে বুঝা না গেলেও থিম দেখে কিন্তু চমৎকার লাগছে দাদা। তাছাড়া বাদাম তলার থিমটাও দারুণ ছিল। বলতে গেলে ইউনিক ছিল। আজকের কোলকাতার পর্বটা উপভোগ করলাম।

আপনার কলকাতার দূর্গাপূজার যে আলাদা একটা জাকজমক থাকে সেটা জানি। আর প্রতিটা প‍্যান্ডেল সেজে উঠে আলাদা আলাদা থিমে। কে কত ইউনিক থিম করতে পারে সেটারও প্রতিযোগিতা চলে। আর প্রতিমার সৌন্দর্য তো আছেই। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল দাদা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে দাদা।।

Posted using SteemPro Mobile

আমার যতদূর মনে পড়ে গতবারও আপনি কলকাতার পূজা মন্ডবের বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছিলেন। আর এবারও করেছেন। তবে গতবার তো আপনি তবে এবারের ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারন ছিল। আপনার ফটোগ্রাফি দেখে দাদা মুগ্ধ হয়ে গেলাম।

আশা করি বাংলাদেশের পূজোটাও বেশ ইনজয় করেছেন,তবে কলকাতার পূজো মিস করার সুযোগ দেয়নি আমাদের ছোট দাদা। যাই হোক থিম মন্ডপ কিন্তু খুব চমৎকার। প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং সৌন্দর্য রয়েছে।

Posted using SteemPro Mobile

  ·  last year (edited)

দাদা, তুমি তো বাংলাদেশ ভ্রমণে ছিলে তাই কলকাতার পুজো মিস করে ফেলেছ এই বছর। অন্য দিকে আমি কলকাতায় থেকেও দেখতে পাই নি। অসুস্থ থাকায় এইবার কলকাতার সব পুজো অনলাইনে দেখেছি। এটা একদম ঠিক কথা দাদা কলকাতার মত এত সুন্দর দুর্গা পুজো পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। প্রত্যেক বছর এইখানের পুজো গুলোর আলোকসজ্জা, কারুকার্য, থিম প্যান্ডেল, প্রতিমার গঠনশৈলী সব কিছুই আমাদের মুগ্ধ করে দেয়।

দাদা কলকাতার পুজোর ফটোগ্রাফি গুলো এত দারুণ ও জাকজমক ছিল যা দেখেই মুগ্ধ হয়ে গেছি। পুজোর সময় বাংলাদেশ ছিলেন জন্য কলকাতার পুজো মিস করেছেন। কলকাতার পুজো মণ্ডবের এতো জাকজমক আয়োজন আমি আর কখনো কোথাও দেখিনি। আপনার পোস্টের ফটোগ্রাফির মাধ্যমে দেখলাম।
ছোট দাদাও দিদি দারুন ফটোগ্রাফি করেছেন।
অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।