Copyright-free Image source : Pixabay
কবিতা "কবিতা, তোমার ছুটি"
💘
♡ ♥💕❤
কবিতা লিখতে গেলে আমার হাত এখন কাঁপে,
এলোমেলো চিন্তাগুলো জট পাকিয়ে থাকে ।
ভাবনাগুলো বড্ড অগোছালো,
অনুভূতিরা আজ শীতঘুমে ।
কবিতা লিখতে গেলে আগের মতো,
মনের গভীরতা মাপতে গিয়ে ব্যর্থ হই বারেবারে ।
ছন্দেরা তাই হারিয়েই গিয়েছে,
শব্দেরা আজ মৃত ।
কবিতা ছিল আমার ভালোবাসা,
তোমার কথা ভেবেই আমার সব কবিতা লেখা ।
সেই তুমিই এখন ঝাপসা অতীত,
আলোকবর্ষ দূরে এখন তোমার বাস ।
তোমার চোখের তারায় ছিল
আমার সব কবিতার ভাষা ।
সেই চোখ এখন মৃতা হরিণীর চোখের মতো,
ঘষা কাঁচ, দ্যুতিহীন, নিষ্প্রভ ।
শ্রাবণ মেঘের মতো তোমার বিস্রস্ত অলকরাশি,
আজ আর কাঁপন ধরায় না আমার কবিতার খাতায় ।
তোমার চিবুকের পেলবতা, কপোলের কোমলতা,
আজ আমি বিস্মৃতপ্রায়, তাই কবিতায় তারা অব্যক্ত ।
তোমার কম্পিত অধরোষ্ঠে,
আমার কবিতারা ভাষা খুঁজে পেত ।
সেই ওষ্ঠ আজ লুকিয়েছে ধূসর নেকাবের আড়ালে,
আমার কবিতারা আজ তাই নির্বাক, ভাষাহীন বহুকাল ধরে।
আসলে কি জানো কবিতা হলো ভীষণই আদুরে,
কোমল, অতি কোমল হৃদয়-পদ্ম কোরকে তার বাস ।
তাই, যেখানে ভালোবাসা থাকে না,
সেখানে কবিতারা থাকে না ।
তুমি আমায় খুব ভালোবাসো, ভুল বললাম,
আসলে ভালোবাসতে, পাস্ট টেন্স ।
তাই, কবিতারা আমায় ছেড়ে গেলো,
আর ফিরবে না জানি কোনোদিনও ।
♡ ♥💕❤
কবিতাগুলো এখন আর আলোক ছড়ায় না
কবিতাগুলো এখন আর আগের মতো তীক্ষ্ণ হয় না
কবিতাগুলো এখন আর আগের মতো জ্বলে উঠে না
কবিতাগুলো এখন আর আগের মতো উষ্ণতা খুঁজে পায় না,
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো এমন হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো নিস্প্রভ হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো ছন্দহীন হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো প্রাণহীন হলো?
কারণটা হলো তুমি, তোমার ভালোবাসা
কারণটা হলো তুমি, তোমার শূণ্যতা
কারণটা হলো তুমি, না পাওয়ার যন্ত্রণা
কারনটা হলো তুমি, শঠতার নির্মম ব্যাথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ দেখি আমার কবিতার পুরো ছন্দে ছন্দে সারমর্ম ।
অনবদ্য হয়েছে । আমার তো দারুন লেগেছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা, কবিতায় আপনি আমার অনুপ্রেরণা, আপনি অতো সুন্দর কবিতাটি না লিখলে আমিও এটা পারতাম না। আপনার ভালো লাগা মানে আমার সার্থকতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিখো তোমার কবিতা উজাড় করে মন
তোমার কবিতা পড়বো বলে চেয়ে থাকি সারাক্ষণ।
তোমার মনে হাজার স্বপ্ন হাজার ভালোবাসা
যতই লেখ কোনদিনও ফুরাবে না তোমার মনের ভালোবাসা।
দাদা তুমি একটু ভালবাসা আমায় যদি দিতে
দিয়ে দিলাম জীবনটা আমার তুমি যদি নিতে
চলে যাবে হাত কাঁপুনি লেখা হবে কোমল।
কবিতার রাজার হাত কাঁপুনির কথা শুনে ভাবনায় বিভোর হয়ে কবিতাটি লিখেছেন। নিজের অজান্তেই নিজের মনের ভাব প্রকাশ করেছেন আমাদের মাঝে। তবুও কেন জানি আপনার লেখাগুলো অসাধারণ হয়, পড়ে খুবই ভালো লাগে। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
god bless you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব সুন্দর হয়েছে কবিতাটি দাদা।নিজের মনের অনুভূতিগুলি এক কল্পতরুর অতীতে স্থান পেয়েছে।যা গেছে তা ফেরার নয়,তবে অনুভূতিগুলি জীবন্ত থাকুক এভাবে।কবিতা না পড়লে হয়তো বুঝতেই পারতাম না এত সুন্দর করে অনুভূতিগুলি লেখা যায় ।দাদা আজকের কিছু কিছু শব্দ আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে, অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা একদম ঠিক বলেছেন ভালবাসার মানুষকে ফিরে পেয়ে কবিতার সব ভাষা ও ছন্দ গুলো বেরিয়ে আসে। ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে কবিতার ছন্দে যেন ফুলঝুরি ফুটে। কিন্তু সেই ভালোবাসার মানুষ যদি না থাকে তাহলে কবিতা গুলো যেন হারিয়ে যায় ছন্দগুলো ভাষা খুঁজে পায়না। অপরদিকে এটাও ঠিক যে বুক ভরা কষ্ট নিয়ে লেখা কবিতাগুলো অন্য একটি মাত্রা পায়। দাদা আপনার আজকের কবিতাটি অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা লাইন মুগ্ধ হয়ে পড়ছিলাম।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার প্রিয় মানুষটি যখন দূরে চলে যায় তখন কবিতার ভাষা গুলো ছন্দ হারিয়ে ফেলে। যার ভালোবাসায় সিক্ত হয়ে মনের মাঝে কবিতার ছন্দ তৈরি হয় সেই মানুষটি যদি আড়াল হয়ে যায় তাহলে সবকিছুই মৃত হয়ে যায়। দাদা আপনার লেখা কবিতা বরাবরই অনেক ভালো হয়। আজকের কবিতাটিও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। দারুন এই কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেইসাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কবিতা আর লিখতেই চাই না। তবু যে চলে গেছে সে যেন আর ফিরে না আসে। পাস্ট টেন্স পাস্টেই থাক। অতীতের ঘরে তালা দিয়ে রাখা টাই বুদ্ধিমানের কাজ হবে। খুব ভালো লিখেন দাদা আপনি। লাস্ট দুই মাসের কবিতা গুলো পড়ে যেন নিজেকে দেখতে পেয়েছি। প্রণাম রইলো 🙏🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভীষণ ভালো একটি কবিতা। নিজের প্রিয়তমার ওপর একরকম অভিমানের সুর এই কবিতায় দেখা যাচ্ছে।
কবিতাটিকে আরও ভীষণ মায়া দিতে ব্যবহৃত শব্দগুলি খুবই মানসম্পন্ন, দেখতে পেলাম। দাদা তোমার ছোঁয়ায় কাছে কবিতা আরো স্নিগ্ধ হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার অনুভূতি আগের মত নেই তারপরও এত সুন্দর কবিতা লিখে ফেলেছেন। আর অনুভূতি ফিরে আসলে না জানি আরো কত চমৎকার হবে। অবশ্য এর থেকে ভাল আর কি হতে পারে। আজকের কবিতাটি খুবই চমৎকার হয়েছে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজকে আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে, আসলে আপনার কবিতাটি আজকে ছন্দে ছন্দে মিল রয়েছে।যা পড়ে খুবই ভালো লাগলো। সত্যি ভালোবাসার মানুষকে নিয়ে আপনি এই কবিতাটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তখন খুবই খারাপ লাগে এবং বারবার তাকে মনে পড়ে। কবিতার ভাষা ভালোবাসার মানুষকে ইঙ্গিত করে লিখেছেন, খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটা সুন্দর।
পুরোকবিতাটি বেশ সুন্দর। তবে উপরের কয়েক লাইন বেশ সুন্দর। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিন্তু না সত্যি বলছি
কিছু স্মৃতি কিছু না বলা ভালবাসা নিয়েছে পাস্ট টেন্সে রুপ
সেই সুন্দর রুপ আমি দেখি বর্তমানের রক্তাক্ত হৃদয়ের চোখে
সে চোখ ভীষন লাল, অশ্রু ঝরে না সে চোখে শুধু অব্যাক্ত ব্যাথা
আমি খুব অভিমানি তবু এই অপলক চোখ খোজে বার বার
শুভেচ্ছা ও ভালবাসা নেবেন দাদা । ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতার ছন্দ মুখর শব্দগুলো একেবারে হৃদয় কাড়া। কে বলেছি এখন আর আপনার কবিতার অনুভূতিগুলো আগের মত নেই। কতটুকু ভেতর থেকে অনুভূতি প্রকাশ করলে এত চমৎকার কবিতা লেখা যায় আমি জানিনা। তবে দাদা আপনার কবিতার গভীরতা মাপা খুবই কষ্টকর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতার মধ্যে একটি ব্যাথা লুকায়িত রয়েছে। যেটা আপনার কবিতা পড়লে আমি অনুভব করতে পারি। প্রত্যেকটি লাইনে যেমন ভালোবাসা ছিল তেমন কাছের মানুষকে না পাওয়ার সেই বেদনা অনুভব করেছি। এত সুন্দর কিভাবে লিখেন দাদা! সত্যি আপনার ককবিতায় অনেক গভীরতা ছিল। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না দাদা আমরা তা মানতে পারিনা। কবিতারা আপনাকে ছেড়ে যায়নি। তা আছে আপনার চারপাশে বাতাস হয়ে। আপনি তা কেবল নিরবে নিঃশ্বাস নেন।
আপনার লেখাই আমাদের অনুপ্রেরণা। আপনার জন্য আমার লেখা ক্ষুদ্র উপহার কবিতার জন্য বেঁচে আছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার লাইন গুলোর মাধ্যমে সুপ্ত এক যন্ত্রণার প্রকাশ পেয়েছে । দাদা তোমার কবিতাগুলো বেশ সুন্দর হয় ।ভালোবাসা, জীবন, দুঃখ, বেদনা মানুষের জীবন রিলেটেড কবিতাগুলো তুমি আমাদের সাথে শেয়ার করো। আমাদের সবার না বলা মনের কথা তুমি তোমার কবিতার মাধ্যমে প্রকাশ করে দাও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগার মতো একটা কবিতা। মন ছুঁয়ে গেলো কবিতাটা আমার। শুভ কামনা রইলো আপনার জন্য দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাকে নিয়ে লেখা কবিতাটা বেশ চমৎকার হয়েছে ।বেশ ভালো লেগেছে আমার কাছে ।কোথায় যেন দুঃখ ভারাক্রান্ত হৃদয় মনে হয়েছে ।সমস্ত কবিতাটিতে হাহাকার ফুটিয়ে তুলেছেন ।সত্যিই চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শেষের এই লাইন গুলো মন ছুয়ে যায় দাদা। পাস্ট টেন্স এর লাইন টা সেই ছিলো। প্রকৃত যারা ভালোবাসে তারাই তো ফিরে আসবেনা জেনেও তার দিকে চেয়ে বসে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা যদিও শুধুই কবিতা, তবুও এই কবিতায় মনের অনেক ভাব প্রকাশ হয় যা কাউকে বলা যায়না, কারো কাছে প্রকাশ করা যায় না। তবে কবিতায় পুরোপুরি ছন্দ পেতে থাকতে হবে মনে ভালবাসা আর, ভরপুর শান্তি। যেমন টা হাফিজ ভাই লিখেছে। তবু ও আমি বলবো আপনি কবিতার গুরু দাদা। 😍👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেখানে ভালোবাসা থাকেনা, সেখানে কবিতাও থাকেনা। ভালোবাসার অভাবে কবিতারা অভাব করে শূন্যতা। খুঁজে পায়না ছন্দের ভাষা। শুধু ভালোবাসা পেলেই ভালোবাসার কবিতা তার চিরচেনা রূপে দেখা যায়। ভালোবাসা চলে গেলে কবিতারাও হয়তো চলে যায়। তবে বেচেঁ থাকে কিছু অনুভূতি। অসাধারন হয়েছে দাদা ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি ভালোভাবে বুঝতে গেলে অনেক কিছুই খুঁজে পাওয়া যায়। আপনি আপনার মনের ভাব খুব সুন্দর ভাবে কবিতায় উপস্থাপন করেছেন। আপনার এলোমেলো চিন্তা ব্যক্ত করেছেন কবিতায়। আপনার কবিতাগুলো থেকে আমরাও কবিতা লিখতে আরো অনুপ্রাণিত হই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সত্যি দাদা যেখানে ভালবাসা নেই সেখানে কবিতা বাস করে না। কবিতাকে মায়ের কুলের ছোট শিশুর মত আদর করে লালন করতে হয়। এই কারনেই কবিতা সবার মনে বসবাস করতে পারে না। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেখানে কবিতা নেই , সেখানে ছন্দের ছাদু নেই ।
যেখানে কবিতা নেই , সেখানে সাহিত্যের উষ্ণতা নেই ।
কবির মনে ভালোবাসা জাগুক, আবারও কবিতা লেখা শুরু হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা একটি মনের ভাব প্রকাশের অন্য এক মাধ্যম তাই। কিছু কিছু ভাবে প্রকাশ কবিতা মাধ্যম ছাড়া হয়না। তাই যার জন্য এভাবে কবিতা লেখা,সে যদি ছেড়ে চলে যায় কিংবা বদলে যায় তাহলে কবিতাটাও রূপ বদলায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যায়না লেখা অজুহাত দিয়ে
লিখে ফেললেন একটি আস্ত কবিতা।
মনের মধ্যে সাজিয়ে গুজিয়ে
সংরক্ষন করলেন অতীত প্রেমের ছবিটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাস্ট অসাধারণ লিখেছেন দাদা, মনের অনুভূতি মেশানো লেখাতে ছন্দ লাগে না এমনিতেই ভালো লাগে। আমি যদিও কাব্যিক ভাষা কম বুঝি তার পরও আপনার কবিতা পড়ে বুকের মধ্যে মোচড় দিলো। কবিতার মাধ্যমে অসাধারণ ভাবে এক ব্যর্থপ্রেমিকের অনুভূতির প্রকাশ পেয়েছে। ধন্যবাদ দাদা অসাধারণ একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। 💘💘💘
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর একটি অনন্য অসাধারণ এবং অনবদ্য কবিতা উপহার দিলেন প্রিয় দাদা।দুর্দান্ত এই কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।কাব্যিকতার ছন্দে নতুন ছোঁয়া।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
:')
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা "কবিতা, তোমার ছুটি" সত্যি খুবই অসাধারণ হয়েছে, কবিতার ছন্দ গুলো আকাশের নির্মল তারার মত উঁকি দিচ্ছে হৃদয়ে। শুভকামনা কবির জন্য সর্বদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit