একগুচ্ছ অণুকবিতা "বারান্দায় মরা রোদ্দুর"

in hive-129948 •  2 years ago  (edited)


Copyright-free Image source : pixabay


একগুচ্ছ অণুকবিতা "শিরোনামহীন"



💘


♡ ♥💕❤

(১)

শেষ বিকেলে বারান্দায় বসে আমি রোদ্দুর খুঁজি,
শেষ বেলার একটু আলোর আশায় একটু উষ্ণতার ভাঁজে,
নিজেকে জড়ায়ে রাখি বিষণ্ণতার উত্তাপহীন রোদ্দুরে ।
বুকের ভেতরটা শীতার্ত ভীষণ, বরফমোড়া হৃদয়,
বেলাশেষের মরা আলোয় খুঁজে ফিরি শুধু তোমায় ।

(২)

মেয়ে তোমায় আমি লুকিয়ে লুকিয়ে দেখি,
ভোরের নরম আলোয়, দুপুরের মিঠে রোদ্দুরে,
গোধূলির রাঙা আলোয় আর সাঁঝের ঝাপসা আঁধারে,
তোমায় শুধু দেখি, অপলকে নয়নে চেয়ে আমি থাকি ।
মুগ্ধ নয়নেতে প্রশান্ত সাগরের নীলের শীতলতায় আমি ডুবি;
ডুবতে ডুবতে কোন অতলতায় নিজেকেই হারিয়ে শেষে ফেলি ।

(৩)

কন্যা তোমার আদুরে গালের
মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসির ঝিলিক,
হৃদয়ে তুফান তোলে যখন,
প্রেমের সমুদ্রে ভাসায় এ মন তখন ।
তোমার ভ্রমর কালো চোখ,
আর হরিণী চোখের ঝলক,
দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।

(৪)

বন্ধু তুমি কী কিছু বোঝো না ?
মুখে না বললে বুঝি ভালোবাসা হয় না ?
ভালোবাসে যদি বলতে হয় অহরহ,
ভালোবাসি, ভালোবাসি,
ওগো বন্ধু ভালোবাসি তোমায় ।
তবে, সস্তা সে ভালোবাসা ভীষণ আমার কাছে ।
ভালোবাসা একটা অনুভূতি,
হৃদয়ে জাগ্রত হয়, হৃদয়েই তার বাস ।
যখন সে উন্মোচিত হয় খোলসের আড়ালে,
হৃদয় জুড়ে ভালোবাসার সমুদ্রের ঢেউ জাগে ।
যখন তাকে নগ্ন করে সবাইকে দেখাতে হয়,
ভালোবাসার মৃত্যু ঘটে, সস্তা প্রেমের জন্ম হয় ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


প্রতিদিন ২২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 03)


trx logo.png



সময়সীমা : ২১ অগাস্ট ২০২২ থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ২৩ আগস্ট ২০২২


টাস্ক ৩৮ : ২২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 0769fbce8c4d776eeed9e1d7a9bcb5b08e4ad8ad3988cfd9b3ec0a2db97f4963

টাস্ক ৩৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

god bless you

কন্যা তোমার আদুরে গালের
মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসির ঝিলিক,
হৃদয়ে তুফান তোলে যখন,
প্রেমের সমুদ্রে ভাসায় এ মন তখন ।
তোমার ভ্রমর কালো চোখ,
আর হরিণী চোখের ঝলক,
দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।

আহা ভালোবাসায় জ্বরে আক্রান্ত এ হৃদয়
তোমার মিষ্টি হাসি ছাড়া হবে না শীতল
ওগো মিষ্টি মেয়ে তোমার উষ্ণ ছোঁয়ায়
হৃয়ের জ্বর নিমিষে আড়ালে হারায়।

দারুণ দারুণ দারুণ দাদা, কি আবেগ, কি অনুভূতি, প্রেম জাগ্রত হচ্ছে নতুন করে।

আপনার প্রেম কেমনে জাগ্রত হয়,আপনি না বলছেন আপনার মন নাই, হারায় গেছে।

হুম মনতো চুরি হয়ে গিয়েছিলো কিন্তু আবার ফিরে পেয়েছি হি হি হি

কি চোর রে বাবু,চুরি করছে করছে আবার ফিরত দিয়া গেছে,🤪🤪

লুকিয়ে লুকিয়ে দেখলে মেয়ের মায়ের কাছে বলে দিব🤪🤪।।যাই হোক

অসাধারন অনুকবিতা লিখেছেন।প্রতিটি অনুকবিতা,প্রতিটি লাইন বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

দাদা আপনার অনুকবিতা গুলি খুবই চমৎকার হয়েছে ।২,৩ ও চার নম্বর কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।তবে চার নম্বর কবিতাটি মনে হয়েছে কোন আপন কারো জন্য লিখেছেন ।বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

বন্ধু তুমি কী কিছু বোঝো না ?
মুখে না বললে বুঝি ভালোবাসা হয় না ?
ভালোবাসে যদি বলতে হয় অহরহ,
ভালোবাসি, ভালোবাসি,
ওগো বন্ধু ভালোবাসি তোমায় ।
তবে, সস্তা সে ভালোবাসা ভীষণ আমার কাছে ।
ভালোবাসা একটা অনুভূতি,
হৃদয়ে জাগ্রত হয়, হৃদয়েই তার বাস ।
যখন সে উন্মোচিত হয় খোলসের আড়ালে,
হৃদয় জুড়ে ভালোবাসার সমুদ্রের ঢেউ জাগে ।
যখন তাকে নগ্ন করে সবাইকে দেখাতে হয়,
ভালোবাসার মৃত্যু ঘটে, সস্তা প্রেমের জন্ম হয় ।



উপরে উল্লেখিত কবিতার ছন্দ গুলো ভালোবাসার প্রতি আক্ষেপ মনে হয়েছে আমার কাছে। এছাড়াও অপরগুচ্ছ কবিতা গুলি অসাধারণ হয়েছে আপনার। এত সুন্দর সুন্দর গুচ্ছ কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য কবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দাদা আপনার অণু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার মাখানো ছিল, সত্যিই অসাধারণ কবিতা।অণু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। ২,৩,৪ নাম্বার বেশি ভালো লেগেছে আমার।

কন্যা তোমার আদুরে গালের
মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসির ঝিলিক,
হৃদয়ে তুফান তোলে যখন,
প্রেমের সমুদ্রে ভাসায় এ মন তখন ।
তোমার ভ্রমর কালো চোখ,
আর হরিণী চোখের ঝলক,
দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।

আমি দিশেহারা , অনেকটাই ক্লান্ত
অনেকটাই নির্ভীক অপরাজিত ভালোবাসায় ।

শেষ বিকেলে বারান্দায় বসে আমি রোদ্দুর খুঁজি

খুজে ফিরি তোমায় আর আঁখি কোনে অশ্রুজল মুছি।

মেয়ে তোমায় আমি লুকিয়ে লুকিয়ে দেখি,
ভোরের নরম আলোয়, দুপুরের মিঠে রোদ্দুরে

তোমার দু চোখ কত লুকিয়ে দেখেছি
সারাজীবনের তরে তাই তোমায় চেয়েছি।

দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।

আজি হোক প্রভাতে তব সাথে পথ চলা
স্তব্দ আকাশ বাতাস শুধু মন খুলে কথা বলা।

বন্ধু তুমি কী কিছু বোঝো না ?
মুখে না বললে বুঝি ভালোবাসা হয় না ?

আমি জানি বন্ধু তুমি সব কিছুই বোঝো
তাই আমায় আড়াল করে আমাকেই খোজো

সব গুলো অনুকবিতা দারুন লেগেছে দাদা। ভাল থাকবেন ধন্যবাদ।

দাদা কবিতা লেখা শিখার একটা ক্লাস নিলে কেমন হয় ? আপনি যত সুন্দর সুন্দর কবিতা লিখেন আশা করছি দু একদিন ক্লাস নিলে আমরাও কবিতা লেখাটা শিখে যেতে পারতাম😜। অসম্ভব ভালো লেগেছে আজকের কবিতা গুলো।

দাদা আপনার অনুকবিতা প্রতিটি লাইন অসাধারণ ছিল।
কন্যা তোমার আদুরে গালের
মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসির ঝিলিক,
হৃদয়ে তুফান তোলে যখন,
প্রেমের সমুদ্রে ভাসায় এ মন তখন ।
তোমার ভ্রমর কালো চোখ,
আর হরিণী চোখের ঝলক,
দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।
এই লাইন গুলোর ভিতর সত্যি আবেগ, প্রেম ভালোবাসা জাগ্রত ছিল। ধন্যবাদ দাদা এমন সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

আপনার অনু কবিতা মানেই অন্য রকম ভালো লাগা। ভালোবাসা খোলসের আড়ালে বের হলেই সস্তা। এজন্য ভালোবাসাকে বুকের মধ্যে লুকায়ে রাখতে। যাকে ভালোবাসি সে যদি বুঝতেই না পারে তাহলে ভালোবাসা হলো কই? অনু কবিতার শেষাংশ চমৎকার ছিল দাদা ❤️

সস্তা প্রেম সত্যিই ভালোলাগেনা আর সবাই আসলে ভালোবাসাটা বুঝতেও পারেনা এতোটাই বোকা হয়।কি দারুণ লিখেছেন দাদা,ভালোবাসার দারুণ বহিপ্রকাশ।

বন্ধু তুমি কী কিছু বোঝো না ?
মুখে না বললে বুঝি ভালোবাসা হয় না ?

ভালোবাসা প্রকাশ করার বিষয় না ভালোবাসা অনুভব করার বিষয়। হৃদয়ে সেটাকে লুকিয়ে রাখতে হয়। এবং এটা ঠিক বলেছেন দাদা সেটা যখন সবাইকে দেখাতে হয় তখন ভালোবাসার মৃত্যু ঘটে। অসাধারণ লাগল দাদা।।

আচ্ছা দাদা আপনার লেখা পড়লে আমার তো ভীষণ নতুন করে প্রেমে পরতে ইচ্ছে করে। আমার প্রশ্ন আপনিও কি লেখার সময় রোজ প্রেমে পরেন? না হলে এত চমৎকার লেখা হয় কি করে!

অনবদ্য এক একটা লাইন। তবে আজ একদম শেষের দুই লাইন মন ছুয়ে গেল দাদা।

যখন তাকে নগ্ন করে সবাইকে দেখাতে হয়,
ভালোবাসার মৃত্যু ঘটে, সস্তা প্রেমের জন্ম হয় ।

প্রণাম রইল 🙏🙏

কন্যা তোমার আদুরে গালের
মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসির ঝিলিক,
হৃদয়ে তুফান তোলে যখন,
প্রেমের সমুদ্রে ভাসায় এ মন তখন ।
তোমার ভ্রমর কালো চোখ,
আর হরিণী চোখের ঝলক,
দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।

প্রিয় দাদা আপনার এই কবিতাটি পড়ে মনে আবার নতুন করে প্রেমের নেশা লেগে গেল। অসাধারণ কবিতা লিখেছেন আপনি। আপনার এই কবিতার প্রতিটি লাইনে অফুরন্ত প্রেমের ঝলক উথলিয়ে পড়ছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অসাধারণ হয়েছে অনুকবিতা গুলো দাদা, তবে চার নম্বর অনু কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সেখানে মিষ্টি প্রেমের গন্ধ পেয়েছি আমি। সত্যি দাদা আপনি অসম্ভব ভালো কবিতা লিখতে পারেন। দাদা আমিও কবিতা লেখার চেষ্টা করছি।

মেয়ে তোমায় আমি লুকিয়ে লুকিয়ে দেখি,
ভোরের নরম আলোয়, দুপুরের মিঠে রোদ্দুরে,
গোধূলির রাঙা আলোয় আর সাঁঝের ঝাপসা আঁধারে,
তোমায় শুধু দেখি, অপলকে নয়নে চেয়ে আমি থাকি ।
মুগ্ধ নয়নেতে প্রশান্ত সাগরের নীলের শীতলতায় আমি ডুবি;
ডুবতে ডুবতে কোন অতলতায় নিজেকেই হারিয়ে শেষে ফেলি

দাদা যাকে ভাল লাগে তাকে প্রতি ক্ষনে ক্ষনে দেখতে মন চাই। হয়তো এটাই ভালবাসার লক্ষন।

অণুকবিতার টাইটেলটি খুবই সুন্দর হয়েছে দাদা।তাছাড়া আমার মনে হয় ভালোবাসা হৃদয়ে বাস করলে অনেক গভীর হয় কিন্তু তা খোলসা করে দেখানোর দরকার হয় না।অনেক ভালো লাগলো পড়ে কবিতাটি,ধন্যবাদ দাদা।

কন্যা তোমার আদুরে গালের
মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসির ঝিলিক,
হৃদয়ে তুফান তোলে যখন,
প্রেমের সমুদ্রে ভাসায় এ মন তখন ।
তোমার ভ্রমর কালো চোখ,
আর হরিণী চোখের ঝলক,
দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।

দাদা আপনার কবিতার তুলনা হয় না, এই লাইন গুলো মন ছুয়ে গেল, আমি কিন্তু আপনার এই কবিতা পড়ে কবিতার নাম খুজে পাই, তবে মিস্টি মেয়ের মিস্টি হাসির ঝিলিকে আমার মন কেড়ে নিল। অসম্ভব ভালো লেগেছে, ধন্যবাদ দাদা।

প্রথম আর শেষ কবিতা দুটো ভীষণ ভালো লাগলো। ভালো থেকো দাদা।