আলোকচিত্র : তুচ্ছ বস্তুর সৌন্দর্য

in hive-129948 •  2 years ago 

আজকের এই ফোটোগ্রাফি পোস্টটি একদমই ইউনিক । ইউনিক বলছি এ কারণে যে এই ফোটোগ্রাফি পোস্টটার পুরোটা জুড়েই রয়েছে গাছের মরা ডালপালা, পাতা, বাকল এইসব অতি তুচ্ছ বস্তুর ফোটোগ্রাফ । আমরা কখনোই এই সকল অতি তুচ্ছ জিনিসের ছবি কখনই তুলি না । ভাবি যে এই সব অতি তুচ্ছ জিনিসের আবার সৌন্দর্য্য কোথায় যে এদের ফোটো তুলতে হবে !

আমাদের এই ভাবনাটি আসলেই একটা মস্ত ভুল । সৃষ্টিকর্তার এই অপরূপ দুনিয়ার কোনো বস্তুই সৌন্দর্য্যহীন নয় । সকল বস্তুতেই অন্তর্নিহিত রয়েছে অপার সৌন্দর্যের আধার । তার জন্য দেখার চোখ চাই । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটি তো আমাদের সকলেরই জানা । সেই যে কবিতায় রয়েছে - আমরা প্রচুর অর্থ ব্যয় করে, সমগ্র বিশ্ব পরিভ্রমণে বের হই, অথচ বাড়ির থেকে দু'পা হাঁটলেই একটা ধানের শীষের উপর এক বিন্দু শিশিরের সূর্যালোকে এক খন্ড হীরার মতো যে দ্যুতিময় দেখায় সেটা মিস করে যাই -

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখেতি গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু।

------------------------শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর

এই জন্যই বলি এই বিশ্বে অতি ক্ষুদ্র, অতি তুচ্ছ জিনিসের মাঝেও রয়েছে সৌন্দর্য অপার । সেই সৌন্দর্য উপলব্ধি করতে হলে দেখার চোখ চাই ।


একটি আম গাছের পত্রবিহীন মরা ডাল

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ২ টা ২০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাঠ গোলাপ গাছের অর্ধ শুষ্ক পাতা

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ২ টা ২৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


একটি কাঠ গোলাপ গাছের শুষ্ক পাতাসহ ছোট্ট একটি ডাল

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ২ টা ২৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দু'টি অশ্বত্থ পাতা । একটি শুষ্ক, আরেকটি তাজা ।

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ২ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


একটি অশ্বত্থ পাতা । শুষ্ক ।

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ২ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


একটি অশ্বত্থ পাতা । সবুজ এবং তাজা ।

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ২ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শিমুল গাছের মরা বাকল ।

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ২ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাঠগোলাপ গাছের গুঁড়ির গোড়ার দিকের অংশ । মরা গাছের বাকল ফেটে ফুটিফাটা, চৌচির । কি সুন্দর একটা টেক্সচার !

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ২ টা ৪৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


অশ্বত্থ গাছের একটুকরো মরা ছিন্ন ছাল-বাকল ।

তারিখ : ২৩ জুন ২০১৮
সময় : দুপুর ৩ টা ০৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



পরিশিষ্ট


প্রতিদিন ৩০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (300 TRX daily for 7 consecutive days :: DAY 03)


trx logo.png



সময়সীমা : ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৫৯ : ৩০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 74c1126a72480c804bd5455c14e8000c222de4504d26e936a1a7c9c870be806b

টাস্ক ৫৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

RME, Thank You for sharing Your insights...

god bless you

একদম সত্যি কথা দাদা যে কোন জিনিসের সৌন্দর্য দেখার জন্য সুন্দর চোখ থাকা দরকার। আপনার সুন্দর একটি মন এবং চোখ আছে জন্যই মরা গাছের ডাল পাতার এত সুন্দর ফটোগ্রাফি করেছেন । সামান্য একটি জিনিসের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে কিভাবে ফুটিয়ে তোলা যায় তা একমাত্র একজন দক্ষ ফটোগ্রাফারই পারে। আপনার ফটোগ্রাফির হাত বরাবরই অনেক ভালো। আজকের ফটোগ্রাফিগুলো ও চমৎকার হয়েছে।

Thank You for sharing...

কাঠগোলাপ গাছের গুঁড়ির ছবি গুলো খুব অ্যস্থেটিক। ছবি গুলো অদ্ভুত ভাবে রং বদলাতে শুরু করলো। সেটাই আরো বেশি সুন্দর লাগছে।

  ·  2 years ago (edited)

ঈশ্বর আমাদের ছোট্ট দুটি চোখ দিয়েছে এই বিশাল আকাশ ধরে রাখার জন্য। ঈশ্বরের প্রতিটি সৃষ্টির মাঝেই লুকিয়ে আছে অন্তর্নিহিত সৌন্দর্য। আর এই অন্তর্নিহিত সৌন্দর্য আমরা যে শুধু চোখ দিয়ে দেখতে পারি তা নয়, চোখ বন্ধ করেও দেখতে পারি। প্রতিটি বস্তুরই এই আলাদা আলাদা গুণ এবং সৌন্দর্য রয়েছে। সেই সৌন্দর্যটাকে নিজের মনে ধারণ করতে হবে। দাদা আপনার নিত্যনতুন পোস্ট থেকে আমরা আমাদের জ্ঞানের পরিধি বিস্তার করছি।

Thank You for sharing...

অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকা বা অ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফি বেশ শক্ত কাজ, আলো ছায়ার খেলা, ফোটোগ্রাফার বা পেইন্টারের দৃষ্টি ভঙ্গি এগুলো ভীষণ ভাবে কাজ করে।কাঠগোলাপের গুঁড়ি আর অশ্বত্থ পাতা এই দুটি সবচেয়ে বেশী দৃষ্টি আকর্ষণ করল আমাকে। ধন্যবাদ দাদা।

আমরা যদি চোখ খুলে সত্যি সত্যি সবকিছু মন দিয়ে দেখি সৃষ্টির প্রত্যেকটা জিনিসই অত্যন্ত সুন্দর। শুধু আমাদের ধ্যান দেওয়ার অভাব সেই জন্য আমরা এই সৌন্দর্য দেখতে পায় না। দাদা, তুমি সেইসব তুচ্ছ বস্তুর অনেক সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলে । আমরা যখনই তুচ্ছ বস্তুর মাঝেও সৌন্দর্য দেখতে পাবো আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ ভ্রমনে গিয়ে কৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগবে না।

Thank You for sharing...

জী দাদা আপনি ঠি বলেছেন সৃষ্টিকর্তার কোন সৃষ্টিই অসুন্দর নয়। প্রত্যেকটি জিনিষের তার নিজস্ব সুন্দর্য আছে,আবার প্রত্যেকটি জিনিষ মানুষের কল্যানের জন্যেই তৈরী করা হয়েছে। আপনি আজকে খুব খুদ্র একটি বিষয় তুলে ধরেছেন। যা সচারাচর কারো চোখে পড়ে না। ধন্যবাদ দাদা।

দাদা আমি মনে করি সৌন্দর্য হচ্ছে দর্শকের চোখে।আপনার দেখার চোখ ভাল তাই আপনি এগুলোর মধ্যেও সৌন্দর্য খুজে পেয়েছেন।আসলেই এমন অনেল জিনিস আছে যা হেলায় পরে থাকে কিন্তু ভালভাবে খেয়াল করলে বোঝা যায় কত সুন্দর।ধন্যবাদ দাদা আমাদের এই সৌন্দর্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Thank You for sharing...

একেকটা পাতা সৌন্দর্য একেক রকম। দাদা আপনি পাতা সৌন্দর্য টা চোখে দেখে উপলব্ধি করছেন। হয়ত অন্য কারো চোখে ধরা পড়ে নি।আপনি যে ছবি তুলছেন পাতাগুলো সৌন্দর্য আরো বেড়ে গেছে।

Thank You for sharing...

সত্যিই দাদা ঠিক বলেছেন আপনি ৷ আমরা কখনো এই তুচ্ছ জিনিসের ছবি তুলি নাহ ৷ আসলে আমরা দেখতাম নাহ এই তুচ্ছ জিনিসের সৌন্দর্য ৷ তুচ্ছ এবং ছোট জিনিস আমরা তুচ্ছেই ভাবতাম ৷ কিন্তু আজকের আপনার এই ফটোগ্রাফি দেখে সত্যি আবাক হলাম ৷ তুচ্ছ এবং ছোট জিনিসের এই সৌন্দর্য দেখে ৷ সত্যিই অনেক সুন্দর লাগছে আপনার তোলা প্রতিটি ছবি ৷ অনেক সুন্দর ফটোগ্রাফি এবং অনেক সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ৷

Thank You for sharing...

একদম দাদা একেবারে নির্ভেজাল খাঁটি কথা বলেছেন। প্রথমেই দেখার জন্য সুন্দর চোখ থাকা দরকার মানে আমাদের দৃষ্টিভঙ্গি। তাছাড়া একটি সাধারণ জিনিসকে ফটোগ্রাফির দক্ষতা ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে অসাধারণ করে তোলা যায়। আপনি আজকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন। কবি গুরুর কবিতার লাইনগুলো আমাদের জীবনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ফটোগ্রাফি পোস্ট করার চিন্তা করলে আমরা নিজেরাও কোথায় কোথায় ঘুরতে বের হই। অথচ আমাদের আশেপাশেই অনেক সৌন্দর্য পড়ে আছে আমরা খুঁজেই পাইনা। যাইহোক দাদা কাঠগোলাপ গাছের গুঁড়ির বাকল ফেটে চৌচির হওয়া ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে। এর মধ্যে একটা অন্যরকম আর্ট খুঁজে পেলাম।
ধন্যবাদ আপনাকে।

Thank You for sharing Your insights...

👍

আমার বাংলা ব্লগের এ বছরের সেরা ফটোগ্রাফি এটি দাদা। সত্যিই আমরা এ সকল তুচ্ছ বস্তু সবসময়ই এড়িয়ে যাই। কিন্তু এইগুলি হচ্ছে প্রকৃত ইউনিক ফটোগ্রাফি। কবিগুরু রবীন্দ্রনাথের সেই কবিতাটি দিয়ে তার যথেষ্ট উদাহরণ। কবি অথবা সাহিত্যিকের মন ছাড়া এ সকল বাস্তবতা উপলব্ধি করে আসলেই কঠিন। সত্যিই আপনি প্রশংসার দাবিদার দাদা। আপনার জন্য মঙ্গল কামনা রইল।

Thank You for sharing...

আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভাল লাগল। তবে কাঠগোলাপ গাছের শুকনো পাতা এবং কাঠগোলাপ গাছের পাতা সহ শুকনো ডালের ফটোগ্রাফি দেখে খুবি ভালো লাগছে এবং শিমুল গাছের মরা বাকল এর ফটোগ্রাফি দেখে খুবি ভালো লাগছে, এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Thank You for sharing...

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

Good

দাদা আপনি একদম ঠিক বলেছেন।। সৃষ্টিকর্তার এই অপরূপ পৃথিবীতে কোনো বস্তুই সৌন্দর্য্যহীন নয় । সকল বস্তুতেই নিজস্ব কিছু অন্তর্নিহিত
সৌন্দর্য রয়েছে।। আর সেই সৌন্দর্য উপলব্ধি করার মত সুন্দর নান্দনিক চোখের প্রয়োজন।

তবে আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে একেবারে ক্রিয়েটিভ এবং ইউনিক মনে হয়েছে।আমার কাছে এই কাঠগোলাপ গাছের গুঁড়ির গোড়ার দিকের অংশ । মরা গাছের বাকল ফেটে ফুটিফাটা, চৌচির । এই ছবি গুলো যেন খুবই সুন্দর একটা মনকারা টেক্সচার ! মনে হয়েছে। অসাধারন। ♥♥

Thank You for sharing Your insights...

আজ একেবারে অন ধরনের ফটোগ্রাফি পোস্ট করলেন। আমরা যেখানে পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর জায়গা ও জিনিসের ছবি তোলার চেষ্টা করি, সেখানে আপনি এই তুচ্ছ জিনিস গুলোর সৌন্দর্য তুলে ধরলেন। সমস্ত কিছুর মধ্যেই সৌন্দর্য আছে, দেখার চোখ থাকা জরুরি।

পোস্টটা সত্যি অনেক ইউনিট লাগল দাদা। সব বস্তুর মাঝেই সৌন্দর্য লুকিয়ে আছে শুধু খুঁজে নেয়ার মত চোখটা থাকা প্রয়োজন। আপনি সবকিছু থেকে বেরিয়ে একটু ভিন্নভাবে যে ভেবেছেন এ ব্যাপারটা অসাধারণ লেগেছে আজ। হয়তো আপনি বলেই এমনটা সম্ভব হয়েছে। আর আজকে যে যে ছবি পোস্ট করেছেন এগুলো এর আগে কখনো এত মনোযোগ দিয়ে দেখিইনি। অপূর্ব লাগলো এক কথায়।

Thank You for sharing...

আসলে ছবি তোলার দক্ষতা থাকলে যেকোনো কিছুর ছবি তুললেই অনেক বেশি ভালো আসে।যেমন এইযে অশ্বত্থ গাছের পাতাগুলোর ছবি বেশি সুন্দর হয়েছে।

আমরা প্রচুর অর্থ ব্যয় করে, সমগ্র বিশ্ব পরিভ্রমণে বের হই, অথচ বাড়ির থেকে দু'পা হাঁটলেই একটা ধানের শীষের উপর এক বিন্দু শিশিরের সূর্যালোকে এক খন্ড হীরার মতো যে দ্যুতিময় দেখায় সেটা মিস করে যাই -

সহজেই যে জিনিস পাওয়া যায় , তার গুরুত্ব একদম থাকে না আমাদের সকলের কাছে । এইটা একদম চিরন্তন সত্য কথা ভাই । কবি গুরুর কথায় বেশ যুক্তি ছিল ।

Thank You for sharing...

দাদা আমার কাছে পুরো আইডিয়াটা অসাধারণ লেগেছে। ছবি সবগুলোই সুন্দর হয়েছে এরমধ্যে কাঠগোলাপ গাছের গুঁড়ির দিককার ছবিগুলো অসাধারণ লেগেছে। ছবিগুলো পুরো পোস্টটির একটি অন্য মাত্রা এনে দিয়েছে।

Thank You for sharing...

জি প্রিয় দাদা আমি আপনার সাথে একমত যে, সৃষ্টিকর্তার সকল সৃষ্টির মধ্যেই অপরূপ সৌন্দর্য নিহিত রয়েছে। সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে আমরা যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে নিশ্চয় আমরা অপরূপ সুন্দর যেগুলো দেখতে পারবো, অনুধাবন করতে পারবে। প্রিয় দাদা অশ্বত্থ গাছের পাতার ফটোগ্রাফিটি সত্যিই অনেক সৌন্দর্যময় হয়েছে।

Thank You for sharing...

দাদা আপনি কিন্তু এক প্রকারে ঠিকই বলেছেন, সৃষ্টি কর্তার কোনো সৃষ্টিই অসুন্দর নয় ,কোনো সৃষ্টিকেই তুচ্ছ বলা যায়না। সঠিক ভাবে যাচাই করে দেখলে অনেক কিছুই আছে যা আমাদের অবাক করে দিতে পারে। তবে কাঠগুলাপ গাছের গুঁড়ার দিকের অংশ টা দেখে মনে হচ্ছে কোনো মানচিত্র আঁকা আছে ওতে। ভালো লাগলো দাদা।

Thank You for sharing...

পোস্টের শুরুতে অসাধারণ কিছু কথা লিখেছেন দাদা। ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। আপনার চিন্তাধারা একদম ব্যতিক্রম তাইতো আপনার কাছ থেকে শেখার চেষ্টা করছি। পৃথিবীতে কোন কিছুই তুচ্ছ নয়। সব কিছুর মধ্যেই সৌন্দর্য রয়েছে, তার নিজ নিজ গুনে তারা সৌন্দর্য অর্জন করেছে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল এবং এমন ফটোগ্রাফি সত্যিই অনেক বড় বার্তা বহন করে। পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই সুন্দর শুধুমাত্র দেখার দৃষ্টিভঙ্গি লাগবে। দাদা অনেক কিছু শিখতে পারলাম আজকে আপনার এই পোস্টটি থেকে।

Thank You for sharing...

একদম ঠিক বলেছেন দাদাভাই অতি তুচ্ছ জিনিসের মাঝেও অপরুপ সৌন্দর্য থাকে। যা আমরা আমাদের সাধারণ চোখ দিয়ে কখনোই দেখতে পাবো না। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার লেগেছে আমার কাছে। আমি নিজে কখনো গাছের এমন ফাটা চৌচির জিনিসটাকে এত সুন্দর টেক্সচার হিসেবে দেখিনি। সত্যি মন ছুয়ে গেল ফটোগ্রাফি গুলো দেখে।অশ্বত্থ গাছের শুকনো পাতার এবং এমনি পাতার ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর কবিতার সাথে চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Thank You for sharing Your insights...

beautiful

বাহ,আজ গাছের মরা ডালপালা, পাতা, বাকল দেখে খুবই ভালো লাগলো, আসলে সত্যিই ঈশ্বরের সৃষ্টি কখনো তুচ্ছ নয় তা সবসময় অর্থবহ ।তার সৃষ্টি দেখার জন্য আমাদের সুন্দর চোখের সঙ্গে সঙ্গে সুন্দর মন থাকতে হবে অনুধাবন করার জন্য।আর এই জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না।খুব ভালো লাগলো আপনার এই মূল্যবান ছবিগুলো, ধন্যবাদ দাদা।

Thank You for sharing Your insights...

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

দাদা ফটোগ্রাফি নিয়ে কোন কথা বলবো না, তবে হ্যা এটা স্বীকার করে নিচ্ছি

সকল বস্তুতেই অন্তর্নিহিত রয়েছে অপার সৌন্দর্যের আধার ।

এবং মানছি যে আমরা সাধারণত এই বিষয়গুলোকে সর্বদা এড়িয়ে চলি এবং আকর্ষণীয় কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। কিন্তু প্রকৃত সত্য হলো প্রতিটি বস্তুর মাঝেই তার সৌন্দর্য লুকিয়ে রয়েছে সেটা আমরা সবাই দেখতে পারি না। ধন্যবাদ

Thank You for sharing...