এক গুচ্ছ অণুকবিতা "ভালোবাসা, প্রেম নয়"steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

_861dffb2-3ed0-4ed1-8993-254eaa8b23ca.png

Image Created with AI, powered by DALL·E (Microsoft Bing)


এক গুচ্ছ অণুকবিতা "ভালোবাসা, প্রেম নয়"



💘


♡ ♥💕❤

(১)

বহুকাল আগে, হেমন্তের সন্ধ্যায়,
মাঠের শেষের অন্ধকার শেষ বকুল গাছটার তলায়,
তোমার হাতের উষ্ণতায় জড়িয়ে নিয়েছিলে আমায় ।
এলো বাতাসের ঘূর্ণিতে, কথা হারিয়েছিল দু'জনার;

তারপর, কেটে গেছে কত হেমন্তকাল ।
তোমাকে হারিয়ে ফেলে তারপর কত যে সন্ধ্যা কাটিয়েছি,
সেই বুড়ো বকুল গাছটার তলায় কত দিন আমি দাঁড়িয়েছি ।

কত হেমন্ত, কত শীত, কত বসন্ত পার করে চলেছি আমি,
অনন্ত অপেক্ষার প্রতি মুহূর্ত পার করে চলেছি,
নিঃসঙ্গ, রিক্ত হৃদয়ে কতবার আমি মরেছি ।

আজ এতদিন পরে সেই বুড়ো বকুলের তলে দাঁড়িয়ে,
শুধু এ কথাটাই আমি ভাবছি, হয়তোবা ভালোবাসা ছিল, প্রেম নয় ।

(২)

ধূপছায়া আঁধারে পোড়ে যত মন
পিদিমের আলোয় মাখা অলীক স্বপন ।
জোৎস্নার আলোয় বাঁধা রাত্রির আঁধার
শিশির বিন্দুতে গাঁথা দুঃখ আমার ।

প্রতি রাতে নিঃশব্দে পুড়ে ছাই হয় এ হৃদয়
অপেক্ষার প্রহর যায় তোমার আশায় ।
ভোরের নরম আলোয় স্বপ্ন দেখি আবার
হয়তোবা কোনোদিন তুমি হবে আমার ।

(৩)

ভোরের বেলায় আঁধার নামতো,
আমার সকালটা যেতো মরে ,
যদি তুমি না থাকতে কাছে ।

আমার সকাল কাটতো হতাশায়,
দুপুর কাটতো আলস্যে,
আর রাত্রি কাটতো নির্ঘুম,
যদি তুমি না আমার থাকতে ।

তোমার আলোয় সকাল আলো ,
দুপুর দীপ্তিময়,
সন্ধ্যা আমার জোনাক জ্বলা,
আকাশ জোৎস্নাময়।

ভোরের আলো এতো সজীব,
সকালটা এতো প্রাণবন্ত হতো না
যদি তুমি পাশে না থাকতে ।

♡ ♥💕❤


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ০৭ এপ্রিল ২০২৩

টাস্ক ২২৮ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 87b33f2329e272807f689e92cfe917b1411452a9d5b924d10a4f9699218555ca

টাস্ক ২২৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

yeah

kmc_20230410_122715.jpg
Nice and amazing post @rme
Follow me please 🙏🙏🙏

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



প্রতি রাতে নিঃশব্দে পুড়ে ছাই হয় এ হৃদয়
অপেক্ষার প্রহর যায় তোমার আশায় ।
ভোরের নরম আলোয় স্বপ্ন দেখি আবার
হয়তোবা কোনোদিন তুমি হবে আমার ।

দাদা এরকম স্বপ্ন প্রতিটা ছেলেই তার প্রিয় মানুষটাকে নিয়ে দেখে কিন্তু দিনশেষে ব্যর্থতাকে বরণ করে নিতে হয় কারণ মেয়েরা হয় ছলনাময়ী।

https://steemit.com/poem/@pradeepbind/3mmvmd (please read it and follow )

Upvoted! Thank you for supporting witness @jswit.

তিনটে অণু কবিতায়, অনেক সুন্দর লিখেছেন ভাই। তাছাড়াও রিয়ান ও নিরুর ভালোবাসার গল্পে দ্বিতীয় কবিতাটি কিছুটা পড়ার সৌভাগ্য হয়েছিল।

সর্বোপরি বেশ ভালোই উপভোগ করলাম কবিতা গুলো। যথার্থ লিখেছেন। 🙏

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

https://steemit.com/poem/@pradeepbind/3mmvmd (please read and follow ) English also available

আপনার অনু কবিতা গুলোর মাধ্যমে সবাই অনুপ্রাণিত হয় সব সময় ছোটখাটো অনেক কবিতা লেখে। আর অনেকের কবিতা অনেক বেশি সুন্দর লাগে। ডিস্কোর্ডে যখন সুন্দর সুন্দর কবিতা গুলো লেখেন আপনার পাশাপাশি অনেকের কবিতার ঢল নামে। এক কথায় আমার বাংলা ব্লগে অনু কবিতার উদ্ভাবন না করলে হয়তোবা কেউই অনুকবিতা গুলো লিখতে পারত না,সবার সুপ্ত প্রতিভা জাগ্রত হত না।দারুন লিখেছেন দাদা, দারুন।

সুন্দর মুখের উপর চমৎকার শিল্পকর্ম

  ·  last year (edited)

প্রথম কবিতাটি একটু বেশি ভালো লাগলো। এক ঝড়ে দুজন হারিয়ে গেলেন। তাকে আর ফিরে পেলাম না। ঠিক বলেছেন হয়তো ভালোবাসা ছিল প্রেম নয়। পরের কবিতা গুলো অসাধারণ হয়েছে দাদা। সব সময় আপনি সুন্দর সুন্দর কবিতা রচনা করে আমাদেরকে উপহার দেন।

ভালোবাসা প্রেম নয়, অনুকবিতা গুলো ৩ টি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।আমিতো কবিতাপ্রেমী মানুষ। তাই যেখানেই দেখি কবিতা পোস্ট করে আমি সেখানে পড়ার জন্য ছুটে যাই এবং কবিতাগুলো বেশ কয়েকবার পড়ে নেই।বরাবরই আপনার কবিতার ভক্ত আমি।অনেক অনেক ধন্যবাদ দাদা এত চমৎকার অনুকবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য♥♥

প্রতি রাতে নিঃশব্দে পুড়ে ছাই হয় এ হৃদয়
অপেক্ষার প্রহর যায় তোমার আশায় ।
ভোরের নরম আলোয় স্বপ্ন দেখি আবার
হয়তোবা কোনোদিন তুমি হবে আমার ।

দাদা আপনার লেখা অনু কবিতা গুলো অসাধারণ হয়েছে। অনেকদিন পর আপনার লেখা অনু কবিতা পড়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে। আসলে কবিতার লাইনগুলো যেন হৃদয় ছুঁয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ দাদা এই অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

স্যার আপনি কিভাবে ভাইরাল করবেন দয়া করে বলুন🥺

  ·  last year (edited)

কবিতার প্রতিটি লাইন জুরে যেনো অনেক ভালবাসা ,আবেগ , অনুভুতি মিশে আছে ৷ এবং খানিকটা বিরহ দিয়েই লেখা যেনো কবিতার প্রতিটি লাইন ৷ অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ দাদা , এক গুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য ৷

দাদা আপনার কবিতা পড়ার জন্য প্রতিনিয়ত অধীর আগ্রহে অপেক্ষা করি ৷ সত্যি আপনার কবিতা মানেই নতুন কিছু অনুভব অনুভুতি যা মনকে রাঙিয়ে দেয় ৷ প্রথম অনু কবিতা টি অনেক ভালো লাগলো দাদা ৷

আজ এতদিন পরে সেই বুড়ো বকুলের তলে দাঁড়িয়ে,
শুধু এ কথাটাই আমি ভাবছি, হয়তোবা ভালোবাসা ছিল, প্রেম নয় ।

ভালোবাসা আর প্রেম এর মধ্যেও বেশ পার্থক আছে ৷

প্রিয় দাদা, আপনি অসাধারণ এবং অতি চমৎকার অনু কবিতা দিয়ে দারুণ একটি কবিতার পোস্ট সাজিয়েছেন। সত্যিই দাদা ভালোবাসা প্রেম নয়।

প্রতি রাতে নিঃশব্দে পুড়ে ছাই হয় এ হৃদয়
অপেক্ষার প্রহর যায় তোমার আশায় ।
ভোরের নরম আলোয় স্বপ্ন দেখি আবার
হয়তোবা কোনোদিন তুমি হবে আমার ।

সত্যি দাদা প্রত্যেক মানুষই তার প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য, প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নির্দ্বিধায় দিনের পর দিন এবং রাতের পর রাত অপেক্ষা করে যায়। শুধুমাত্র একটাই চাওয়া থাকে যে প্রিয় মানুষটি কবে তারা হাত দুটি হাত বাড়িয়ে দেবে।

দাদা আপনার কবিতা বা অনু কবিতা যাই বলি না কেন আমাকে মুগ্ধ করে । আপনার লেখা কবিতা আর অনু কবিতা গুলো পড়েই কিন্তু আমরা কবিতা লেখার অনুপ্রেরনা পেয়েছি। আর অনু কবিতার টাইটেলের কথা নাই বা বললাম। সত্যিই ভালবাসা প্রেম নয় দাদা।

সত্যি দাদা আপনার কবিতাগুলো মানেই দারুণ একটা আবেগ এবং চমৎকার কিছু ছন্দময় অনুভূতি, খুব ভালো লেগেছে আজকের ছন্দগুলো।

ধূপছায়া আঁধারে পোড়ে যত মন
পিদিমের আলোয় মাখা অলীক স্বপন ।
জোৎস্নার আলোয় বাঁধা রাত্রির আঁধার
শিশির বিন্দুতে গাঁথা দুঃখ আমার ।

ভালোবাসা ,প্রেম নয় নামে অসাধারণ একগুচ্ছো অনুকবিতা আমাদের উপহার দিয়েছেন ,এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুকবিতা গুলোর প্রতি লাইনে লাইনে প্রেমিক-প্রেমিকা বা পার্টনারের পাওয়া-না পাওয়ার বেদনা -মুগ্ধতা ফুটে উঠেছে । বিশেষ করে ৩ নং গুচ্ছো কবিতায় অসাধারণ ভালোবাসার প্রকাশ......
তোমার আলোয় সকাল আলো ,
দুপুর দীপ্তিময়,
সন্ধ্যা আমার জোনাক জ্বলা,
আকাশ জোৎস্নাময়।

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।