অণুকাব্য "আবোল তাবোল জীবনের কথা"

in hive-129948 •  3 years ago 


Copyright-free Image source : Pixabay


অণুকাব্য "আবোল তাবোল জীবনের কথা"



💘


♡ ♥💕❤

আমি স্বপ্ন দেখি ঘরভর্তি প্রেমিকার,
অজস্র ভালোবাসার ভিড়ে নষ্ট এ নীড়ে
সত্যিকারের ভালোবাসতো যে আমাকে,
খুঁজে খুঁজে এখন আমি পাই না আর তাকে ।
অজস্র মেকি ভালোবাসার ভীড়ে,
অজস্র সরীসৃপ শরীরের ভাঁজে,
হারিয়েছি আমি আমার হৃদয়কে ।


যন্ত্রসভ্যতার যান্ত্রিক রোবোটিক দিনে
এই ভার্চুয়াল লাইফ,
ঘুণ-পোকার মতো কুরে কুরে খাচ্ছে,
আমাদের হৃদয় একটু একটু করে ।
শার্শির কাঁচের ভিতর দিয়ে তাকাই বাইরে,
দেখি অজস্র উজ্জ্বল তারকা,
বাতাস কাঁপাতে আসে ছুটে ।
বাইরে মুক্ত আকাশের নীচে গিয়ে দাঁড়াই,
দেখি তারকা কোথায় ? এরা ক্ষুদ্র জোনাকীর দল ।


সকল বন্ধন ছিন্ন করে উদ্ভাসিত হয়েছে কবিতার,
আমার হৃদয়ে আজ ।
সব কিছু আজ চুলোয় যাক,
তবু, কবিতা বেঁচে থাকুক;
আমার অন্তরে, আমার হৃদয়ে,
আমার মেধায়, আমার মননে ।

কবিতাই হোক আমার একমাত্র ভালোবাসা,
আর সব ধুলায় মিশে যাক ।


সত্যিকারের ভালোবাসায় মান-অভিমান আছে,
ছেড়ে যাওয়া নেই ।
রাগ যেমন আছে, অনুরাগও তেমন আছে,
বিচ্ছেদ যেমন আছে, মিলনও তেমন আছে ।
কিন্তু, চিরবিদায় নেই ।

যে ভালোবাসার পরিসমাপ্তি চিরবিদায়ে হয়,
বুঝবে আর যাই হোক সেটা ভালোবাসা নয় ।
সত্যিকারের ভালোবাসা মৃত্যুর পরেও থাকে,
অনন্ত শ্বাশত প্রেমের স্মৃতি হয়ে ।


তোমায় পেয়ে আমি বুঝেছি বেঁচে থাকার মানে,
আমার জীবনে তুমি আসার আগে,
ভীষণ একা ছিলাম অজস্র চেনা মানুষের ভীড়ে ।
এখন তুমি শুধু আমার প্রেম নও,
তুমি আমার অভ্যাস ।


অণুকাব্য, টুকরো কথা,
ছন্দে বাঁধা জীবনগাঁথা ।
একটু খানি সুখ,
একটু খানি দুখ ।
ক্ষুদ্র তার পরিধি,
যেন মানুষের ক্ষুদ্র জীবন ছবি ।


অণুকবিতা সাঙ্গ হলো, একটা দিন গেলো,
অপর দিনের প্রতীক্ষায়,
জীবনের আরেকটা ক্ষণ ফুরোলো ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate 7

  ·  3 years ago (edited)

hey

Love is always a difficult topic for me to understand. For most of my life, my parents have only ever shown me practical parts of life to force me to live logically. I see no logic in entertaining emotions which I know should be beautiful. I wish to learn more about love.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

কালকে উপরের কাব্যটা পড়েছিলাম,ভালো লেগেছিলো।প্রত্যকটি অনুকাব্য খুব সুন্দর।

অণুকাব্য, টুকরো কথা,
ছন্দে বাঁধা জীবনগাঁথা ।
একটু খানি সুখ,
একটু খানি দুখ ।
ক্ষুদ্র তার পরিধি,
যেন মানুষের ক্ষুদ্র জীবন ছবি ।

এইটা বেশি সুন্দর। ধন্যবাদ দাদা

দাদা এ কেমন স্বপ্ন আপনার ঘরভর্তি প্রেমিকা দেখেন। যাই হোক এটা নিতান্তই কল্পনা। আমাদের আশেপাশে মেকি ভালোবাসা বা ফেইক প্রেমের আড়ালে সত্যিকারে প্রেম গুলো এভাবে হারিয়ে যাচ্ছে। আমাদের মনে যখন উপলদ্ধি আছে যে সত্যিকারে প্রেম কিভাবে পাব ?কোথায় পাবো ?তখন আমাদের অবস্থান এতটাই নিচে চলে যাই আমরা আর সত্যিকারে ভালোবাসা পাই না কারণ সারা জীবন আমরা মিথ্যা ভালোবাসার পিছনে ছুটেছি। আপনার অনুকাব্য গুলো মন ছুয়ে যাওয়ার মত। এত সুন্দর ভাবে আপনি কবিতাগুলোর ছন্দ মিলান ।আপনার কবিতার বাক্য গুলো অনেক ভালো লাগে আমার। আপনার পরবর্তী অনুকাব্য গুলো অপেক্ষায় রইলাম দাদা।

Thank You for sharing Your insights...

সত্যিকারের ভালোবাসায় মান-অভিমান আছে,
ছেড়ে যাওয়া নেই ।
রাগ যেমন আছে, অনুরাগও তেমন আছে,
বিচ্ছেদ যেমন আছে, মিলনও তেমন আছে ।
কিন্তু, চিরবিদায় নেই ।

অসাধারণ লিখেছেন দাদা। সত্যিকারে ভালবাসায় মান অভিমান আছে। তবে ছেড়ে চলে যাওয়া নেই। আসলে ভালোবাসার মধ্যে যদি মান অভিমান না থাকে তাহলে ভালোবাসা খাঁটি হয় না। মান অভিমান ভালোবাসাকে আরো বাড়িয়ে তোলে। ঝগড়ার পর যখন আবারো মিলন হয় তখন ভালবাসা দ্বিগুণ বেড়ে যায়। কারণ হৃদয় পুড়ে ভালোবাসা আরো খাঁটি হয়।অসাধারণ কয়েকটি অনুকাব্য লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️

প্রতিটি কবিতাই দারুণ লিখেন দাদা।

সত্যিকারের ভালোবাসায় মান-অভিমান আছে,
ছেড়ে যাওয়া নেই ।

তবে সেরার মাঝেও কিছু সেরা থাকে।আর সবের মাঝে এই লাইনগুলো আমার মন ছুঁয়ে গিয়েছে।

দাদা ভালোবাসার অনলের আগুন জলে ধিকি ধিকি। হৃদয়টাকে প্রতিনিয়ত খাচ্ছে কুরে-কুরে ঘুন পোকার মত। শুধু আশায় থাকি ভালোবাসার সেই একটু পরশ পাওয়ার। তবুও কেন যেন আবোল তাবোল মনে হয় জীবনটাকে। ইচ্ছে করে চলে যাই এই নির্জন প্রান্তরে। দাদা আপনার আবোলতাবোল জীবনের কথাগুলো হৃদয়ের কথা বলে গেছে। অসাধারণ ছিল যে ভালোলাগা প্রকাশ করা অসম্ভব। তবুও কয়েকটা লাইন নিলাম।

অণুকাব্য, টুকরো কথা,
ছন্দে বাঁধা জীবনগাঁথা ।
একটু খানি সুখ,
একটু খানি দুখ ।
ক্ষুদ্র তার পরিধি,
যেন মানুষের ক্ষুদ্র জীবন ছবি ।

আপনার লেখা প্রতিটি লাইনে ছিল মূল্যবান এবং এর অর্থ মুলক। আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Thank You for sharing...

Hi, could you give me a witness vote? You could visit https://steem.fans to check out what I have already done for Steem. Thank you!

আহা কি টাইটেল গুরু😍।

আমি স্বপ্ন দেখি ঘরভর্তি প্রেমিকার।

এই কথা যদি বৌদি শুনে তাইলে খবর আছে আপনার😁।তবে সে যাইহোক দারুন ছিল প্রতি লাইন।মজা পেয়েছি অনেক😍

অণুকাব্য দিয়েকোমলতা ছড়িয়েছছেন,
মনে আবেগ ও দুঃখ প্রকাশ করেছেন।
অণুকাব্য পড়ে মনে পেলাম তৃপ্তি,
বুঝেছি আপনার মনের অভিব্যক্তি।

ভালোলাগার মতো সব কবিতা। পড়তেই ভালোলাগে।

আমি স্বপ্ন দেখি ঘরভর্তি প্রেমিকার,

আপনার মনের কথা কি কবিতার মাধ্যমে প্রকাশ করলেন??😝😝
৪ নম্বর অংশটুকু খুব ভালো লেগেছে আমার কাছে। আসলেই সত্যিকারের ভালোবাসার কোন শেষ নেই।

আমি স্বপ্ন দেখি ঘরভর্তি প্রেমিকার,
অজস্র ভালোবাসার ভিড়ে নষ্ট এ নীড়ে
সত্যিকারের ভালোবাসতো যে আমাকে,
খুঁজে খুঁজে এখন আমি পাই না আর তাকে ।
অজস্র মেকি ভালোবাসার ভীড়ে,
অজস্র সরীসৃপ শরীরের ভাঁজে,
হারিয়েছি আমি আমার হৃদয়কে ।

সত্যি কাব্যিকরূপে দারুণ কিছু নির্মম সত্য কথাকে উপস্থাপন করেছেন। এতো শত শত নকল ভালোবাসার অনুভূতির ভিড়ে আমরা হারিয়ে ফেলছি সত্যিকারের ভালোবাসার অনুভূতিকে। উপরের লাইনগুলো খুব ভালো লেগেছে।

আমি শূণ্যের মাঝের খুঁজি তারে
আমি মেঘের অন্ধকারে খুুঁজি তারে,
দুনিয়ার অজস্র মায়া কান্নার ভিড়ে
আমার হৃদয় যে হতাশায় যাচ্ছে ডুবে।

অনুভূতিগুলো দিন দিন পানসে হয়ে যাচ্ছে
আবেগগুলো কেমন যানি রং বদলে নিচ্ছে
ছলনাময়ী মিথ্যে রূপের মায়ায় হচ্ছি দিশেহারা
হৃদয়ের যন্ত্রণাগুলো দিনে দিনে হারাচ্ছে আশা।

Thank You for sharing Your insights...

সত্যিকারের ভালোবাসায় মান-অভিমান আছে,
ছেড়ে যাওয়া নেই ।
রাগ যেমন আছে, অনুরাগও তেমন আছে,
বিচ্ছেদ যেমন আছে, মিলনও তেমন আছে ।
কিন্তু, চিরবিদায় নেই ।

ঠিক দাদা সত্যি কারের ভালোবাসা গুলোতে ঠিক যেনো এমনই হয়। রাগ অভিমান থাকে কিন্তু কেউ কখনো কাউকে ছেড়ে যায়না।

শ্রদ্ধেয় দাদা, আশাকরি ভালো আছেন ? আপনার অনুকাব্য গুলো পড়ে আমি খুবই মুগ্ধ হলাম। সত্যিই অত্যন্ত অসাধারণ হয়েছে। আসলে আপনি কিভাবে এত সুন্দর করে অনুকাব্য গুলোর লিখে থাকেন আমি শুধু ভাবতে থাকি। বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

যে ভালোবাসার পরিসমাপ্তি চিরবিদায়ে হয়,
বুঝবে আর যাই হোক সেটা ভালোবাসা নয় ।
সত্যিকারের ভালোবাসা মৃত্যুর পরেও থাকে,
অনন্ত শ্বাশত প্রেমের স্মৃতি হয়ে ।

এত অসাধারণ অনুকাব্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

সত্যিকারের ভালোবাসায় মান-অভিমান আছে,
ছেড়ে যাওয়া নেই ।
রাগ যেমন আছে, অনুরাগও তেমন আছে,
বিচ্ছেদ যেমন আছে, মিলন

সত্যিকারের ভালোবাসা সত্যিই মধুর।
মিলন, বিচ্ছেদ, ঝগড়া খুনসুটি সবকিছু মিলে মিশে একাকার।
দারুন অনুকাব্য।

দাদা,আপনার অনুকবিতাগুলি পড়লে সত্যিই মন ভরে যায়।সকল হৃদয়ের ভালোবাসা পূর্নতা পাক কবিতার মাঝে।কবিতাই নতুন স্বপ্ন দেখার এবং নতুন করে বেঁচে থাকার উত্তম পন্থা।ধন্যবাদ দাদা।

রাগ যেমন আছে, অনুরাগও তেমন আছে,
বিচ্ছেদ যেমন আছে, মিলনও তেমন আছে ।
কিন্তু, চিরবিদায় নেই ।

হ্যা দাদা এটাই সত্যিকারের ভালোবাসা।
যে চলা থামার দ্বারা নিয়মিত নয় তাকে উন্নতি বলা যায় না। এটা যেমন আমি বিশ্বাস করি ঠিক তেমনি যে ভালোবাসায় রাগ অনুরাগ, মিলন বিচ্ছেদ থাকবেনা সেটা সত্যিকারের ভালোবাসা হতে পারেনা। সেটি আসলে কতগুলো মানুষের ভালোবাসা ভালোবাসা খেলা। আসলে দাদা বিচ্ছেদ দুটি মনকে আরো অনেক কাছে নিয়ে আসে। আপনার এই লাইনগুলোর মাঝে সত্যিকারের ভালোবাসার অনুভূতি গুলোকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

Thank You for sharing...

অণুকাব্য কাব্য হয়ে
মুগ্ধতা যায় দিয়ে,,
হৃদয় মাঝে রেখে দিলাম
ব্লগ থেকে নিয়ে।

ছন্দ কথা স্মৃতির পাতায়
থাকবে চিরদিন
সত্যি কারের ভালোবাসা
হয় না কভু মলিন।

ভালোবাসায় ভালোবাসা
সিক্ত হলো আজ,
ভালোবাসার কবিতা করে
পরব মাথায় তাজ।
♥♥

অনুকাব্য গুলো জীবনের এক একটা ধাপ যেন তুলে ধরে। কি চমৎকার মিল বন্ধন যেন। ভালোবাসা গুলো খুব খতর নাক জিনিস দাদা। ছাড়তে দেয় না। কখনোই না ছাড়তে দেয় না। কি যেন রেখে যায় বার বার। শেষের অংশ টুকু দারুন লিখেছেন দাদা। জীবনের ক্ষণ গুলো এভাবেই শেষ হয়ে যাচ্ছে।

অনেক ভালোবাসা রইলো।

দাদা, প্রতিটি সত্যিকারের ভালবাসার মধ্যে রাগ অভিমান থাকে তারপরও মনের গভীর থেকে যে সত্যিকারে ভালোবাসা সৃষ্টি হয় এই ভালবাসার কারনে ভালোবাসার মানুষটিকে কখনো ছেড়ে যাওয়া হয় না। সত্যি ভালোবাসা হলো অন্ধের মত। যতই চেষ্টা করা হোক না কেন ভালোবাসার মানুষটিকে ভুলে থাকার জন্য কিন্তু সেটি আর সম্ভব হয় না কারণ মন থেকে যে ভালোবাসা হয়েছে।দাদা,আপনার অনুকাব্য গুলো অনেক সুন্দর পড়লে মন জুড়িয়ে যায়।দাদা,আপনার লেখা অনুকাব্যের মধ্যেই এই কাব্যটি আমার খুব ভালো লেগেছে।

সত্যিকারের ভালোবাসায় মান-অভিমান আছে,
ছেড়ে যাওয়া নেই ।
রাগ যেমন আছে, অনুরাগও তেমন আছে,
বিচ্ছেদ যেমন আছে, মিলনও তেমন আছে ।
কিন্তু, চিরবিদায় নেই ।

ধন্যবাদ দাদা💐

দাদা, তোমার লেখা প্রত্যেকটা অণুকাব্য অনেক সুন্দর হয়। আজকের অণুকাব্যটিও তার ব্যতিক্রম নয় । অসাধারণ আরো একটি অণুকাব্য আজ তোমার কাছ থেকে আমরা দেখতে পেলাম। অণুকাব্যটি পড়ে খুবই ভালো লাগলো। আজকের অণুকাব্যের টপিকস "আবোল তাবোল জীবনের কথা" নিয়ে লেখা সুন্দর কিছু কথা তুমি অণুকাব্যের মাধ্যমে তুলে ধরেছো।
অণুকাব্যের প্রত্যেকটি লাইনই অসাধারণ বিশেষ করে নিচের এই লাইনগুলো আমার মন ছুঁয়ে গেছে। এই লাইনগুলো আমি অনেকবার পড়েছি এত ভালো লেগেছে।

তোমায় পেয়ে আমি বুঝেছি বেঁচে থাকার মানে,
আমার জীবনে তুমি আসার আগে,
ভীষণ একা ছিলাম অজস্র চেনা মানুষের ভীড়ে ।
এখন তুমি শুধু আমার প্রেম নও,
তুমি আমার অভ্যাস ।

হাজার মানুষের ভিড়ে আমি একা ছিলাম ।তোমাকে পাওয়ার পর এই জীবনের আসল মানে বুঝতে পেরেছি। তাই তুমি এখন আমার জীবনের শুধু প্রেম নয় আমার জীবনের অভ্যাস তুমি।

Thank You for sharing Your insights...

যন্ত্রসভ্যতার যান্ত্রিক রোবোটিক দিনে
এই ভার্চুয়াল লাইফ,
ঘুণ-পোকার মতো কুরে কুরে খাচ্ছে,
আমাদের হৃদয় একটু একটু করে ।
শার্শির কাঁচের ভিতর দিয়ে তাকাই বাইরে,
দেখি অজস্র উজ্জ্বল তারকা,
বাতাস কাঁপাতে আসে ছুটে ।
বাইরে মুক্ত আকাশের নীচে গিয়ে দাঁড়াই,
দেখি তারকা কোথায় ? এরা ক্ষুদ্র জোনাকীর দল ।

পৃথিবী যদি একটি ঘর সমতুল্য হয় তবে তাই চারিদিকে প্রেমিকার দল
তবু হৃদয় থেকে ভালবাসিবার নেই মানুষের মনে বল
খুজি শুধু হৃদয় নিংড়ানো ভালোবাসা চারিপাশে
মেকি ভালবাসা খুজে পাই, শুধু মরিচিকার দল চারিপাশে।

দাদা ঠিকই বলেছেন যন্ত্র দানব কুরে কুরে খাচ্ছে আমাদের ঘুন পোকার মতন। ভাল থাকবেন দাদা । ভালবাসা ও শুভকামনা সবসময়।

কবিতার ছন্দে, ভাল আর মন্দে
ডুবিয়ে আছে মন,
প্রেম আর বিরহে ভরা
অনুকাব্যের গড়ন।

লেখনিতে তোলার চেষ্টা
ভালবাসার জয়গান
ছিন্ন কখনো হয় না ভালবাসা
বিরহে বাড়ায় অধিকতর মান।

জীবন কখনো হয়না "আবোল তাবোল"
এসব তুচ্ছ কথা,
আবোল তাবোল কথার কথা
জীবন সুত্রের সাথে এসব কখনো নয় গাথা।

image.png
দাদা আপনার এই লাইন গুলো আমার অনেক ভালো লেগেছে।অনেক ধন্যবাদ এতে সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

মেকি ভালোবাসার ভীড়ে
আসল ভালোবাসা গুলো আজ ছন্নছাড়া
তাই খুঁজি না আমি আর
সচ্ছ ভালোবাসা ।।

বেশ ভালোই লিখেছেন ভাই প্রতিটি চরণ গুলো । চলমান থাকুক ,আপনার লেখনী ।

দাদা আপনি এই অনুকাব্য এর মধ্যে আপনি কবিতা কে বেশি প্রাধান্য দিয়েছেন। তাই আপনি বলেছেন সবকিছু যদি শেষ হয়েও যায় তার পরেও কবিতা বেঁচে থাকুক।

অণুকাব্য, টুকরো কথা,
ছন্দে বাঁধা জীবনগাঁথা ।
একটু খানি সুখ,
একটু খানি দুখ ।
ক্ষুদ্র তার পরিধি,
যেন মানুষের ক্ষুদ্র জীবন ছবি ।

দাদা আমার কাছে অনু কাব্যের এই লাইন গুলো অনেক ভালো লেগেছে।

Thank You for sharing...

যন্ত্রসভ্যতার যান্ত্রিক রোবোটিক দিনে
এই ভার্চুয়াল লাইফ,
ঘুণ-পোকার মতো কুরে কুরে খাচ্ছে,
আমাদের হৃদয় একটু একটু করে ।

এই দিনগুলো সেই দিনগুলোর মত নয়। ভার্চুয়াল বিহীন জীবনই ভাল ছিল।

অণুকাব্য, টুকরো কথা,
ছন্দে বাঁধা জীবনগাঁথা ।
একটু খানি সুখ,
একটু খানি দুখ ।
ক্ষুদ্র তার পরিধি,
যেন মানুষের ক্ষুদ্র জীবন ছবি ।

দাদা আমার কাছে বড় কবিতার চাইতে এই সমস্ত অনুকাব্যই বেশি ভালো লাগে। আর সত্যি বলতে কি চমৎকার লেখেন আপনি। দারুন দারুন সব বিষয় নিয়ে অল্প কয়েকটা লাইনের মধ্যে অর্থগুলো ফুটিয়ে তোলেন দারুণ দক্ষতায়। শুভকামনা রইল সবসময়