টিনটিনবাবুর আজ ফাইনাল এক্সামের রেজাল্ট পাবলিশ হলো

in hive-129948 •  11 months ago 

IMG_20240314_151140.jpg


আজ আমার জীবনের অন্যতম একটা আনন্দের দিন । আজ প্রথমবারের মতো আমাদের টিনটিনবাবু এক ক্লাস থেকে পাস করে প্রমোশন পেয়ে অন্য ক্লাসে উঠলো । Play Group থেকে Montessori তে উঠলো এবার । আপনারা সবাই জানে যে গতমাসের ২৬ তারিখ থেকে টিনটিনবাবুর স্কুলে ফাইনাল সেমিস্টারের এক্সাম শুরু হয়েছিল । মার্চ মাসের আট তারিখ সেই এক্সাম শেষ হয় ।

এরপরে রেজাল্টের আশায় দিন গোনা । স্কুলে নোটিশ দিয়েছিলো যে ১৪-ই মার্চ রেজাল্ট দেওয়া হবে । টিনটিন ছোট মানুষ, রেজাল্ট নিয়ে তার কোনো মাথা ব্যাথা নেই । বস্তুত সে জানেই না এক্সাম কী, রেজাল্ট কী । তবে, আমার মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল । ছেলে জীবনে প্রথমবারের মতো ফাইনাল এক্সাম দিচ্ছে ।

টিনটিন পড়ে প্লে-তে । এই ক্লাসেও যে পড়ার এতটা চাপ থাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা বেশ কঠিন । প্লে গ্রুপে তার সাবজেক্টের সংখ্যা অনেক । প্রথম সেমিস্টারের (সামার সিজন) এক্সামে টোটাল সাবজেক্ট ছিল ১৪ টা । আর ফাইনাল সেমিস্টারে (উইন্টার সিজন) সাবজেক্ট ছিল মোট ১৭ টা । সেকেন্ড সেমিস্টারে অতিরিক্ত অ্যাড হয়েছিল ম্যাথ, ক্র্যাফট আর মিউজিক ।

এতগুলো সাবজেক্ট দেখলে মাথা ঘুরে যায় । আমি ছোটবেলায় পড়েছি পাঠশালা আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে । সেখানে ক্লাস ওয়ানে আমার সাবজেক্ট ছিল মোট তিনটে - বাংলা, ইংরেজি আর অংক । আর টিনটিনের প্লে-তেই ১৭ টা সাবজেক্ট । যাই হোক ভালোভাবেই পাশ করেছে । ফার্স্ট সেমিস্টারে পেয়েছিলো A, আর ফাইনাল সেমিস্টারে পেয়েছে A+ | তাই তার ওভারঅল রেজাল্ট হলো A+, কারণ ফাইনাল সেমিস্টারের রেজাল্ট-ই অনলি কাউন্ট করা হয়ে থাকে ।

আমি চিরটাকাল ক্লাসে অমনোযোগী ছিলাম, আমার ছেলেও সেই ধারা পেয়েছে । তাই "Remain focused in the class room" সাবজেক্টে বেশ কম নাম্বার পেয়েছে টিনটিন । ছোটবেলায় আমি ক্লাসে বসে বসে আকুল হয়ে শুধু ভাবতাম কখন ক্লাস শেষ হবে, আর কখন বাড়ি ফিরতে পারবো । জিন্দেগীতেও ক্লাসে টিচারদের পড়ানো আমার পছন্দ ছিল না ।

আমরা তিন ভাই-ই সারাজীবনে অংক আর ইংরেজিতে ভালো ফল করেছি । আমার দাদার (বড় ভাই) মেয়ের মাথাও খুব সাফ অংক আর ইংরেজিতে । টিনটিনও দেখলাম ওই দুটো সাবজেক্টেই A+ পেয়েছে । টীচাররা বললেন ও দুটো সাবজেক্টই ফুল মার্কস পেয়েছে । বরাবরই অংকে ওর মাথা ভালোই সাফ । কথা বলতে শেখার আগেই গুনতে শিখেছিল ।

যাই হোক, আজ টিনটিনবাবু Play Group থেকে Montessori তে প্রমোশন পেলো । স্কুল থেকে অনেকগুলো বই আর এক্সারসাইজ বুক দিয়েছে । আজকে সারাটা সকাল আর দুপুর জুড়ে নতুন বই-খাতা নিয়ে মেতে উঠেছিল । নতুন ক্লাসে উঠতে পেরে অনেক খুশি সে । আমি মনে মনে ভাবছিলাম - "এই তো কেবল শুরু হলো বাবা, এরপর থেকে জীবনের শান্তি চলে যাবে পড়াশোনার চাপে ।"


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৪ মার্চ ২০২৪

টাস্ক ৫২৬ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 4df2137a14f14b63d12eb1a99197babb50711660b3fdf758eb2b1a62562163c7

টাস্ক ৫২৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টিনটিনের মতো বয়সটা আমরাও পার করেছি দাদা। নতুন বইয়ের গন্ধ যে কি ভালো লাগতো, কি বলবো আর! টিনটিন বাবু প্লে থেকে montessori তে উঠেছে। আমাদের দেশে বলে প্লে থেকে নার্সারিতে উঠেছে। টিনটিন বাবু ইংরেজি আর গণিতে ফুল মার্কস পেয়েছে জেনে ভালো লাগলো। টিনটিন বাবুর উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

এই তো কেবল শুরু হলো বাবা, এরপর থেকে জীবনের শান্তি চলে যাবে পড়াশোনার চাপে

এটা একদম সত্যি কথা দাদা ।পড়ালেখার মতো বিরক্তিকর কাজ দুনিয়ায় দুটি নেই।আর টিনটিন এর রেজাল্ট দেখে খুব ভালো লাগলো।এবং আপনাদের মতোই হয়েছে।ওর জন্যে শুভকামনা ও দোয়া রইলো ।

Congratulations, your post has been upvoted by @upex with a 41.85% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

আপনার অনুভূতিটা উপলব্ধি করতে পারছি না কারণ এমন পরিস্থিতি এখনো আসেনি আমার জীবনে। তবে আপনি যে অনেক আনন্দিত সেটা লেখা দেখেই বুঝেছি। আপনার এই খুশি প্রত্যেকটা বছর আরো দ্বিগুণ হয়ে ফিরে আসুক সেই কামনা করি দাদা। বড় হয়ে যেদিন টিনটিনকে মানুষের কল্যাণে কাজ করতে দেখবেন সেদিন হয়তো আপনার থেকে বেশি খুশি আর কেউ হবে না। ওর নতুন ক্লাস আরো বেশি আনন্দময় আর জ্ঞান অর্জনের মধ্য দিয়ে কাটুক।

এরপর থেকে জীবনের শান্তি চলে যাবে পড়াশোনার চাপে ।

😆😆😆 আরেকটু বড় হোক 😆

আমি মনে মনে ভাবছিলাম - "এই তো কেবল শুরু হলো বাবা, এরপর থেকে জীবনের শান্তি চলে যাবে পড়াশোনার চাপে ।"

হা হা।

দাদা, ১৪ আর ১৭ বিষয়!!!
প্লে তে এত বিষয়।!! আমাদের মত তিন বিষয়ইতো ভাল ছিল। বোর্ডে টিচাররা উত্তর লিখে দিত ক্লাশ টু পর্যন্ত। ওটা দেখে লেখাই ছিল এক্সাম। আহ কি মজা। এখন নাম দেয় প্লে কিন্তু দিয়ে দেয় বই। প্লে তে সবই প্লে মানে খেলা থাকা উচিৎ। হা হা।

সুপ্রতীম সরকার বাবু ভাল করেছেন। তাই অভিনন্দন। আরো ভাল করুক ভবিষ্যতে এই কামনা। ফাইনাল সেমিস্টারে যেহেতু ভাল করেছে তার মানে ভাল র দিকে ও আরো অনেক ভাল করবে। সবসময় শুভকামনা। আমাদের পক্ষ থেকে দাদা চকলেট দিয়ে দিয়েন।

Remains focused in the classroom এটা আমিও খেয়াল করেছিলাম।

কংগ্রাচুলেশন দাদা! খুব ভালো লাগছে আপনার উৎফুল্ল ও আনন্দ দেখে।সে হিসাবে ইংল্যান্ড এর পরা লেখা ভালো কারণ তাদের নির্দিষ্ট কোন বই নেই, আর পরীক্ষা কোন পাশ দিয়ে শেষ হয়ে যায় আমি তা বুঝিও না।

যেমন বাবা তেমন ছেলে।ভালো তো করবেই।অনেক অনেক দোয়া রইল টিনটিন সোনার জন্য।

আমি চিরটাকাল ক্লাসে অমনোযোগী ছিলাম, আমার ছেলেও সেই ধারা পেয়েছে ।

কথায় আছে না,বাপকা বেটা সিপাইকা ঘোড়া, কুচ নেহি তো থোড়া থোড়া। যাইহোক টিনটিন বাবুর রেজাল্ট দেখে খুব ভালো লাগলো দাদা। এমন নিউজ প্রতিটি মা বাবার কাছে খুব স্পেশাল। ইংরেজি আর অংকে যেহেতু টিনটিন খুব ভালো, তাহলে তো সে একেবারে আপনাদের মতোই হয়েছে দাদা। তবে এখনকার বাচ্চাদের পড়াশোনার চাপ অনেক। এতো চাপ বাচ্চারা কিভাবে সামলায়,সেটাই চিন্তার বিষয়। যাইহোক এমন খুশির সংবাদ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। টিনটিন বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো দাদা।

Posted using SteemPro Mobile

Loading...

নিঃসন্দেহে যে কোন মা-বাবার জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত এটি। টিনটিন যে ভালো করবে এটা আমি আগে থেকেই জানতাম। কারণ এমন মেধাবির বাবার সন্তানের অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। টিনটিনের সম্বন্ধে এর আগে যতটুকু আপনার কাছে শুনেছি দাদা তাতেই বুঝতে পেরেছিলাম টিনটিনের একাডেমি ক্যারিয়ার অনেক সমৃদ্ধ হবে। টিনটিনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

আমি মনে মনে ভাবছিলাম - "এই তো কেবল শুরু হলো বাবা, এরপর থেকে জীবনের শান্তি চলে যাবে পড়াশোনার চাপে ।"

টুনটুনি এর খুশির খবর পেয়ে দাদা আমরা সকলেই ভীষণ খুশি। টিনটিন এর সাবজেক্ট ছিলো ১৭ টি শুনেই তো মাথা ঘুরছে। আমরা শুধু পরেছি ৩টি সাবজেক্ট নিয়ে। টিনটিন এর মাথা দেখছি খুব ভালো A+ পেয়েছে। টিনটিন এ রেজাল্ট এ আপনি এবং বৌদি সত্যি ভীষণ খুশি হয়েছেন। টিনটিন বাবুর জন্য অনেক দোয়া এবং শুভ কামনা। এভাবেই টিনটিন বাবু অনেক উপরে উঠবে ইনশাআল্লাহ ❣️

টিনটিন বাবুর পরবর্তী শিক্ষা জীবন আরো সুন্দর হোক মহান সৃষ্টিকর্তার কাছে সেই কামনাই করি। ফলাফল দেখে মনে হচ্ছে অনেক সুন্দর ফলাফল করেছে।

সত্যি ই দাদা খবরটা জেনে ভীষণ ভালো লাগলো। সন্তানের এমন প্রাপ্তিতে মা-বাবার মন কতোটা আনন্দিত হয় আমি বুঝি।টিনটিন বাবুর জন্য সব সময় দোয়া করি।সকলের চোখের মনি হয়ে উঠবে এমনটাই আশাকরি। আপনার জন্য ও রইলো অনেক অনেক অভিনন্দন দাদা।ভালো থাকবেন।

সত্যি দাদা বাবুটার সুখের দিন একেবারেই শেষ। এখন তো শুধু কষ্ট আর প্যারা। ১৪ টি বই আমাদের টিনটিন পড়েছে ভাবতেই অবাক লাগছে দাদা। আমাদের সময় তো আমরা ছোটবেলায় বাংলা, অংক ও ইংরেজিতে আটকে ছিলাম। টিনটিনের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল দাদা।

অভিনন্দন টিনটিন বাবু। একেই বলে যোগ্য উত্তরসূরি দাদা, আপনার মতোই অংক আর ইংরেজিতে দারুণ করেছে। আমার তো বিশ্বাস সামনের ক্লাসগুলোতে ও আপনাদের থেকে আরো বেশী ভালো রেজাল্ট করবে। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল টিনটিন বাবুর জন্য।

Congratulations, it is a great joy to see how our children are progressing, Tintin put love into his studies and saw the fruit of his efforts, he undoubtedly has a promising future.

Posted using SteemPro Mobile

ওরে বাপরে এতগুলো সাবজেক্ট ছোট্ট বাবু মশাইয়ের উপরে তো অনেক বিশাল চাপ পড়ল। তবে যতই চাপ পড়ুক আমাদের দাদার ছেলে বলে কথা হার মানা যাবে না। যাক অনেক খুশি হলাম খুব ভালো রেজাল্ট করেছে টিনটিন বাবু। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

টিনটিন বাবুর রেজাল্ট দেখে অনেক ভালো লাগলো। আসলে দাদা বর্তমান ডিজিটাল যুগের বাচ্চাদের প্লে থেকে অনেক বই।তবে এটা সত্যি ওদের বই দেখলে মাথা ঘুরে যায়।আর ছোট বাচ্চাদের রেজাল্ট দিয়ে কোন টেনশন থাকে না, থাকে বাবা মার। আর আপনারা সবাই অংক,ইংরেজিতে ভালো ছিলেন দেখে টিনটিন বাবু ও হয়েছে। দোয়াকরি প্রতিটা রেজাল্ট এভাবেই করুক। ধন্যবাদ দাদা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা একটি কথা আমার বলার খুব শখ। আপনার যেকোন বিষয়ে লেখাগুলো পড়ার সময় কেন জানি অনেক শান্তি পাই। আজকে সত্যিই আপনার জন্য অনেক আনন্দের দিন। টিনটিন বাবুর স্কুলের যাত্রার সফলতার গল্প হয়তো এই বয়সে পরীক্ষার ফলাফল পাওয়ার যে অনুভূতিটা কেউই বুঝবে না । এভাবেই যেন সামনের দিনগুলোতে ভালো করতে পারে এই দোয়া করি। আপনার শান্তির জায়গাটি আজীবন এরকম সুখের হোক। সেটাই প্রত্যাশা করি । অনেক ভালো লাগলো । নতুন বই পাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। ছোট্টবেলা আমরাও নতুন বই পাওয়ার পর সেই বই নিয়ে ব্যস্ত থাকতাম। অনেক অনেক শুভকামনা রইল দাদা টিনটিন বাবুর জন্য।

এজন্যই হয়তো বলে বাপকা বেটা। টিনটিন আপনার কিছু গুণ বেশ ভালোভাবে পেয়েছে দেখছি দাদা। ক্লাসে আমি নিজেও অমনোযোগী থাকতাম। আর টিনটিন এর সাবজেক্ট এর কথা শুনে আমারই তো মাথা ঘুরছে। আমি এখন পযর্ন্ত এক ক্লাসে এতোগুলো বই পড়িনি। সত্যি এই বয়সেই বাচ্চাদের উপর অতিরিক্ত চাপ হয়ে যায়।

Posted using SteemPro Mobile

ছোট বাচ্চারা এমনি পরীক্ষা আর রেজাল্ট কি তাই বুঝে না,আমার ছেলে তো পরীক্ষার দিন সকালেও পরে পরে ঘুমায়।যাই হোক অংক আর ইংরেজি তে ভালো মার্ক পেয়েছে তাতেই অনেক, পরে বাকিগুলো ঠিক হয়ে যাব।টিনটিন এর জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Well it seems he took after the families intelligence, good to see you are happy ofcourse its a source of joy to see someone you care about excel in whatever venture of life that may be

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই বয়সে এত বেশি বিষয় থাকলে তো টিনটিন সোনার উপর দিয়ে সেই রকমের চাপ যাচ্ছে। এই বয়সে টিনটিন এত বেশি চাপ নিতে পারতেছে এটাই আলহামদুলিল্লাহ্‌।

দোয়া করি, আমাদের টিনটিন অনেক বেশি জ্ঞানের অধিকারী হবে দাদা।

১৭ টা সাবজেক্ট শুনেই মাথা ঘুরে গেল আমার দাদা।আমাদের টিনটিন বাবু অনেক ট্যালেন্টটেট,টিনটিন বাবুর সুন্দর রেজাল্ট দেখে খুবই ভালো লাগলো।তাছাড়া টিনটিন বাবুর ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইলো।এত ছোট বয়সে অতগুলো বই পড়া আসলেই বাচ্চাদের মস্তিষ্কে চাপ সৃষ্টি করে।যাইহোক শুভকামনা রইলো অনেক অনেক।

Posted using SteemPro Mobile

মাশাল্লাহ দেখে খুবই ভালো লেগেছে। দাদা টিনটিন আপনার মতো হয়েছে অংকের মধ্যে বেশ ভালো রেজাল্ট করল। আজকাল বাচ্চাদেরকে যে পরিমাণ পড়া লেখার চাপ দেওয়া হচ্ছে স্কুলে কিংবা পরিবারের পক্ষ থেকে। কিন্তু আমাদের বেলায় তেমন ছিল না। আমরা স্কুলের শিশু এবং ক্লাস ওয়ান থেকে শুরু করেছি। কিন্তু এখন প্লে থেকে নার্সারি পর্যন্ত একেবারে পড়ার চাপ শুরু হয়ে যায়। বেশ ভালোই লেগেছে রেজাল্ট সিট দেখে। দোয়া করি যেন আপনার মত একজন ভালো মানুষ হয়ে বড় হয় উঠে টিনটিন।

শুরুতেই টিনটিন বাবুকে অভিনন্দন জানাচ্ছি এত ভালো রেজাল্ট করার জন্য। সন্তানদের জীবনের প্রথম এক্সাম বাবা মায়েদের মনে অন্যরকম একটা তোলপাড় শুরু করে দেয়,রেজাল্ট দেখার জন্য এবং আমি তা ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছি। দাদা আপনি ক্লাসে অমনোযোগী থেকেও আজ সেরা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন।ঠিক তেমনি সেরাদেরও সেরা হবে আমাদের সকলের প্রিয় টিনটিন বাবু।♥♥

দাদা টিনটিনের রেজাল্ট দেখে অনেক অনেক খুশি হয়েছি। বেচারা ছোট মানুষ অনেক ভালো রেজাল্ট করেছে। আমি ছোট থেকে ক্লাশে মনযোগি থেকেও অংক ইংরেজিতে গাদা ছিলাম,হা হা হা। টিনটিন বাবুর পরবর্তী যাত্রা শুভ হোক। ধন্যবাদ দাদা।

দাদা আমার মনে হয় দুনিয়ার যত ভালো ভালো ছাত্রছাত্রী সবার একই দশা। তারা কেউ স্কুলের দিকে মন দিতে পারে না। এই যেমন টিনটিন বাবুও হয়েছে তাই । সব শুনে মনে হচেছ টিনটিন বাবু আপনাদের বংশের ধারা পেয়েছে। সে যাই হোক আমার মনে হয় টিনটিন এর আগামী বেশ উজ্জ্বল। আর এমন একটি সময়ে Play Group থেকে Montessori উঠার জন্য অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি।

নিঃসন্দেহে এটা আনন্দের সংবাদ ভাই, লেখাগুলো পড়ছিলাম আর মনের ভিতরে একটা ভিন্ন রকম উত্তেজনা কাজ করছিল। হয়তো খুব শীঘ্রই, আমার ভাগ্যেও এমন সময় আসবে। টিনটিনের জন্য শুভেচ্ছা রইল, ওর আগামী দিনগুলো আরো ভালো কাটুক। এই প্রত্যাশা ব্যক্ত করছি।

প্রথমেই টিনটিন বাবুর জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। সে যেন সবসময় ভালো রেজাল্ট করে নিজের মা-বাবার নাম উজ্জ্বল করতে পারে। একটি বিষয়ের লক্ষ্য করলাম দাদা, আমরা যখন ছোটবেলায় প্রাথমিকে পড়েছি, যেটা আপনিও পোস্টের মধ্যে উল্লেখ করেছেন। সবেমাত্র হাতেগোনা তিন বই পড়েছি কিন্তু, সে প্লে গ্রুপেই ১৭ টি সাবজেক্ট কিভাবে পড়ছে সেটাই আমার মাথায় আসছে না। তারপরও টিন টিন বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল। সে আপনার মতই অনেক ট্যালেন্টের দাদা তাইতো এ প্লাস পেয়েছে।।

টিনটিন বাবুর জন্য অনেক শুভেচ্ছা তার ভালো রেজাল্ট এর জন্য।রেজাল্টের চিন্তা বাচ্চাদের চেয়ে তার বাবা মার বেশি হয়।টিনটিন বাবু বাবা চাচাদের মান রেখেছে।বাবা চাচারা যেগুলো বিষয়ে ভালো সেও সেগুলোতে ভালো করেছে।নিঃসন্দেহে টিনটিন আপনাদের চেয়েও জীবনে আরও ভালো কিছু করবে।টিনটিনের সুন্দর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

দাদা আপনি আজকে আমাদের মাঝে টিনটিন বাবুর ফাইনাল এক্সাম এর রেজাল্ট নিয়ে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। এত ছোট বয়সে ১৭ টা সাবজেক্ট সত্যি বেশ অবাক হলাম। প্রত্যেক ছেলে মেয়েরাই ছোটবেলায় ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করে দাদা। তাই আপনিও চিন্তা করতেন কখন ক্লাস শেষ হবে আর কখন বাড়িতে যাবেন আপনি। যাই হোক টিনটিন বাবু ভালো রেজাল্ট করেছে জানতে পেরে বেশ খুশি হলাম। যেমন বাবা তেমন ছেলে ভালো তো করবেই না হলে তো আর হবে না। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

টিনটিনবাবু Play Group থেকে Montessori তে প্রমোশন পেলো জেনে খুব খুশি হলাম দাদা। টিনটিনের রেজাল্ট দেখে খুবই ভালো লাগলো। আপনাদের পরিবারের সবাই তো দেখছি ম্যাথ এবং ইংরেজিতে বেশি ভালো। টিনটিন বাবুও দেখছি তেমনি হয়েছে। অনেক অনেক শুভকামনা আপনার পরিবারের সবার জন্য।

দাদা প্রথমেই টিনটিনবাবুর জীবনের শুরুর রেজাল্টের জন্য আমার প্রাণঢালা অভিনন্দন রইল। আর সামনে টিনটিনবাবুর নতুন ক্লাসগুলোতে আরো ভালো রেজাল্ট ও ভবিষ্যৎ উজ্জল কামনার জন্য দোয়া রইল।আমরা যখন ছোট বেলা স্কুলে পড়েছি তখন পড়ালেখার এতটা চাপ ছিল না। আর এত সাবজেক্টও ছিল না। কিন্তু এখন শুনে তো মাথা ঘুরাচ্ছে যে, ১৭ টা সাবজেক্ট।আর এত সাবজেক্টের মধ্যেও এত ছোট বয়সে টিনটিনবাবুর যে, মাশাল্লাহ এতো ভালো রেজাল্ট করেছে তা দেখে না বলে পারছি না। বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুছ নেহি তো থোরা থোরা। টিনটিনবাবুর জন্য অনেক দোয়া রইলো দাদা। ও যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে।এবং সুস্থভাবে জীবনে সকল কাজগুলোতে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ দাদা আপনাকে। টিনটিনবাবুর স্কুল জীবনের এক্সামের প্রথম রেজাল্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ছোট ছোট বাচ্চাদের রেজাল্ট দিলে বাচ্চাদের থেকে মায়েদের টেনশন থাকে বেশি। একটা জিনিস আমার মাথাতেও আসে না এত ছোট ছোট বাচ্চাদের এতগুলো সাবজেক্ট পড়িয়ে এরা কি তৈরি করতে চায়। যার টিনটিনকে নতুন ক্লাসে ওঠার জন্য অনেক অনেক অভিনন্দন রইলো। টিনটিনের মাথা আপনার মত হলে তো আর কোন কিছুর দরকারই নেই। দোয়া রইল টিনটিনের জন্য।

টিনটিনের প্রথম ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে দেখে খুব ভালো লাগছে। খুব ভালো ফলাফল করেছে সে। প্রথমবার হলেও এত ভালোভাবে পড়াশোনা না করলে কি ভালো ফলাফল করা যায়! এছাড়া ব্রেইন বলেও কথা আছে। যেহেতু সে অংকে খুব ভালো তাই অন্যান্য দিক থেকেও হয়তো তার মাথা একদম পরিষ্কার।তবে এই একই সমস্যা আমারও ছিল। ক্লাসে মনে বসতো না, মাঝে মাঝে মন দিয়ে স্যারের কথা শুনতে চাইলেও মন হঠাৎ করে যেন কোথায় চলে যেত, খেলার মাঠে নাইলে বাড়িতে। হয়তো প্রত্যেকেরই জীবনে স্কুলে টিচারদের ক্লাস করানোটা ভালো লাগতো না। স্কুলে শুধুমাত্র লেইজার সময়টাই খুব বেশি মজার ছিল। যাই হোক টিনটিন সবেমাত্র পড়াশোনার চাপের একধাপ অতিক্রম করল। যত বড় হবে তার তত চাপ বাড়তে থাকবে।

অনেক অভিনন্দন রইলো টিনটিন বাবু জন্য। আমি শুধু ভাবছি ১৭ খানা বিষয় সে সামলালো কিভাবে। বাপরে বাপ।

দাদা বয়স ধীরে ধীরে বাড়লে টিনটিন বাবুর মনযোগ আরো বাড়তে থাকবে। ছোটো বয়সেই এত গুলো বিষয় সে সামলে দিচ্ছে সত্যিই বিশাল ব্যাপার।

টিনটিন বাবুর জন্য শুভকামনা দাদা । আশাকরি সে বড় হয়ে অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ ।

Posted using SteemPro Mobile

টিনটিন বাবুর রেজাল্ট দেখে অনেক ভালো লাগলো। এতোটুকু একটি ছোট্ট বাবুর সাবজেক্ট 17 টি শুনে মাথা ঘুরে গেল দাদা। টিনটিন বাবু A+ পেয়েছে দেখে আমাদেরও অনেক ভালো লাগলো দাদা।আমার মনে হয় দাদা আপনি যেমন ভালো স্টুডেন্ট ছিলেন সেরকম টিনটিন বাবু হবে।টিনটিন বাবুর জন্য দোয়া রইল বাবু যেন জীবনের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারে।টিনটিন বাবুর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়।
টিনটিন বাবুর জন্য শুভকামনা ও দোয়া রইল।

প্রথমেই টিনটিন সোনাকে প্রানভরে দোয়া করছি।
তার রেজাল্ট শুনে আমরা সত্যিই খুশি। এতো টুকু বাচ্চা কিন্তু কতগুলো বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় আসলে ভাবতেই অবাক লাগছে। যাইহোক সে এভাবেই এগিয়ে যাবে সবসময়ই, আমরা দোয়া করছি। অসংখ্য ধন্যবাদ দাদা খুশির খবরটা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

১৪টি বই টিনটিন বাবুকে পড়তে হয় ভাবতেই অবাক লাগে। আমরা বড়জোর বাংলা,ইংরেজী,অংক সাথে আর্ট ।এ কয়টাই সাবজেক্ট পড়তাম। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা এতোগুলো সাব্জেক্ট পড়ে ।আবার রেজাল্টও ভালো করে। মাঝে মাঝে ভাবলে অবাক লাগে! টিনটিন বাবুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।

টিনটিন বাবুর প্রথম রেজাল্ট দেখে কিন্তু আমারও খুব ভালো লাগলো দাদা । বাবাটার জন্য অনেক অনেক শুভেচ্ছা । আসলে বাচ্চাদের প্রথম রেজাল্ট পাবলিশ হলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে । ওদের তো কোনো রকম কোনো মাথাব্যথা থাকে না । আমার ছেলে তো পরীক্ষা কি তাই বোঝে না । আর এখনকার বাচ্চাদের যে কি পরিমান বইখাতা থাকে সেটা দেখলে আমাদেরই মাথা ঘুরে যায় । ওদেরকে পড়াতে গেলে তখন হিমশিম খেতে হয় এত বই দেখে । ভালো লাগলো দাদা আপনার অনুভূতি গুলো পড়ে । টিন টিন সোনা এখন আবার নতুন ক্লাসে উঠেছে নতুন বই নিয়ে কয়েক দিন খুব মেতে রয়েছে শুনে খুবই ভালো লাগলো ।

Congrats Tintin Babu. Onk Onk ador tomake.

কংগ্রাচুলেশন দাদা! সন্তানের এত সুন্দর রেজাল্ট দেখে বাবা অনেক বেশি আনন্দিত হবে, এটাই স্বাভাবিক দাদা। আমাদের টিনটিন বাবু যে এত সুন্দর রেজাল্ট করেছে তার জন্য আমার নিজেরও অনেক আনন্দ লাগছে। তবে টিনটিন বাবুর যে ১৭ টা সাবজেক্ট, এটা শুনে তো আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে দাদা। আমাদের তো ছোটবেলায় মাত্র তিনটা সাবজেক্ট ছিল, তাও পড়ে শেষ করে পারতাম না। তবে আমাদের টিনটিন বাবু যেহেতু নতুন ক্লাসে উঠেছে, তার মানে তার পড়ার উদ্যম দেখবে আরো আস্তে আস্তে অনেক গুনে বেড়ে যাবে। তাছাড়া টিনটিন যে তোমার মত ম্যাথমেটিক্সে খুব এক্সপার্ট, তার প্রমাণ কিন্তু সে রেজাল্টেই দেখিয়ে দিল। যাইহোক, শুভকামনা রইল আমাদের টিনটিন বাবুর জন্য।

Congratulations friend

Greetings, I am glad that you are very happy, being noble and helping people as you do is an excellent thing.