ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ০৩ (২৫-০৫-২৩ থেকে ৩১-০৫-২৩)steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @selinasathi1


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@selinasathi1$25 UPVOTE☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆
02@selinasathi1$25 UPVOTEআমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮: " DIY প্রোজেক্ট"꧁"বর্ষপূর্তি ব্যানার:꧂☆<

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম সেলিনা সাথী । জাতীয়তা : বাংলাদেশী । বাংলাদেশের নীলফামারীতে বসবাসরত । প্রফেশন - প্রেজেন্টার, ট্রেইনার এবং মোটিভেটর। এছাড়াও তিনি একজন সমাজ কর্মী ও সংগঠক; তাছাড়া তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি তিনি । "নারীসংসদ" ও "সাথী পাঠাগার" এর প্রতিষ্ঠাতা সভাপতি । তাঁর লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম। বিবাহিতা, দু'টি সন্তান রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন কমপ্লিট । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের জুন মাসে - মোট ২ বছর হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sc-01.png


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


Untitled.png

আজকের কবিতা ||সেলিনা সাথীর "অনুকল্প"✍🏻🥀🌹🥀...... by @selinasathi1 • 20 May 2023

বন্ধুরা আজ আবারো স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। খুবই চমৎকার একটি রোমান্টিক কবিতা। আশা করছি আপনাদের মন্দ লাগবে না।…

কবিতাটি অসম্ভব সুন্দর একটি রোমান্টিক কবিতা । দারুন ছন্দ, শব্দের গাঁথুনী আর অন্তর্নিহিত একটা মিষ্টি আবেগ ছড়িয়ে রয়েছে গোটা কবিতাটি জুড়ে ।

তুমি আমার গল্প হবে গল্প-
সুখ-দুঃখ খুনসুটি আর
মান-অভিমান অল্প-?
রাগ অনুরাগ থাকবে মিশে
দুষ্টু মিষ্টি হাসি,
মায়াভরা চাহনিতে বলবো
ভালোবাসি।

ভালোবাসার মানুষটির সকল ভালোলাগার জিনিসে পরিণত হওয়ার এক সুগভীর আহব্বান, এক নিবিড় আকুলতা ফুটে উঠেছে কবিতার প্রতিটা ছত্রে ।


ছবিটি সেলিনা সাথীর ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

ডাই প্রজেক্টে আজকের আয়োজনে থাকছে||| খুব,ই মনোরম ||ওয়াটার ক্যান্ডেল||...... by @selinasathi1 • 21 May 2023

বন্ধুরা আমি @selinasathi1।বাংলাদেশে আমার বসবাস।।"আমার বাংলা ব্লগ" পরিবারের সাথে আজ একটি চমৎকার ওয়াটার ক্যান্ডেল নিয়ে হাজির হয়েছি।…

সেলিনা সাথী ম্যাডাম কিন্তু DIY প্রজেক্টগুলো সবসময়ই বেশ দারুন করেন । এর আগেও ওঁনার বেশ কিছু DIY প্রজেক্ট দেখেছি আমি । প্রত্যেকটা অসম্ভব ভালো হয়েছিল । এবারেরটাও জাস্ট অসাম হয়েছে । এটি একটি ক্যান্ডেলের DIY প্রজেক্ট । "ওয়াটার ক্যান্ডেল" DIY । সাথী ম্যাডাম প্রত্যেকটা স্টেপ এর সুনিপুন বর্ণনা দিয়েছেন, সেই সাথে খুব ডিটেইলড ফটো শেয়ার করেছেন প্রত্যেকটা স্টেপ এর । লাস্ট স্টেপে যে আউটপুটটা এসেছে সেটি এক কথায় অনির্বচনীয় ।


ছবিটি সেলিনা সাথীর ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

♥☆꧁::.🌷সেই ছোটবেলার মধুর স্মৃতিচারণ || অপূর্ব তুমি🌷 .::. ꧂☆♥...... by @selinasathi1 • 22 May 2023

বন্ধুরা আমার বাস্তব জীবনের সেই শৈশবের একটি মধুমখা চমৎকার স্মৃতিচারণ আজ আপনাদের সাথে শেয়ার করে নেব।আপনারা অনেকেই জানেন যে, ক্লাস সিক্স এর বাষিক পরীক্ষার পর আমার বিয়ে হয়ে যায়। …

এই পোস্টটি সেলিনা সাথী ম্যাডামের শৈশবের স্মৃতিচারণামূলক পোস্ট । খুব শৈশবেই সাথী ম্যাডাম এর বিয়ে হয়ে যায়, এরপরে তাঁর জীবনের নানান ধরণের জটিলতার মধ্যে এক পর্যায়ে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগতে থাকেন । চিকিৎসা চলাকালীন সময়ে ডাক্তারের পরামর্শে তাঁকে একটি গানের স্কুলে ভর্তি করিয়ে দেন তাঁর বাবা । উদ্দেশ্য সাথী ম্যাডামকে হাসিখুশি রাখা । এই গানের স্কুলেই ওনার সঙ্গে পরিচয় হয় "অপূর্ব" নামক একটি সুদর্শন স্মার্ট ছেলের সঙ্গে । কিন্তু, আর নয়, খুবই ইন্টারেস্টিং এই ঘটনাটি জানতে পড়ে ফেলুন ঝটপট সাথী ম্যাডামের "🌷সেই ছোটবেলার মধুর স্মৃতিচারণ || অপূর্ব তুমি" ।


ছবিটি সেলিনা সাথীর ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

♥☆꧁::.🌷স্বরচিত মজার কবিতা ||"স্মৃতিচারণ"🌷::. ꧂☆♥...... by @selinasathi1 • 25 May 2023

বন্ধুরা আজ আবারো স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। খুবই চমৎকার একটি রোমান্টিক কবিতা। আশা করছি আপনাদের মন্দ লাগবে না। …

এই কবিতাখানি "সেই ছোটবেলার মধুর স্মৃতিচারণ || অপূর্ব তুমি" এই পোস্টেরই কাব্যিক রূপ । ছোটবেলার প্রথম ভালো লাগা, রোমান্টিকতা আর প্রথম প্রেমের অনুভূতি খুবই চমৎকারভাবে কবিতার প্রতিটি ছত্রে প্রতিভাত হয়েছে । ছোটবেলার সেই গানের স্কুলের সঙ্গী সাথী ম্যাডামকে "কবিতা" বলে ডাকতো । সেই কথাটিও খুবই চমৎকারভাবে কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে । অপূর্ব অপূর্ব --

এত বছর পরে আবার
কেমনে খুঁজে পেলে,
পুরনো সেই স্মৃতিগুলো
হঠাৎ ডানা মেলে,
যাচ্ছে মনে খেলে।

নিবিড় ভাবে বাসতে ভালো
অপূর্ব সেই তুমি,
তুমি বিনে অশান্ত মন
হৃদয় মরুভূমি।


ছবিটি সেলিনা সাথীর ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

☆꧁::.শিপুর জন্মদিনের অনুভুতি .::. ꧂☆...... by @selinasathi1 • 27 May 2023

26 মে আমার কোল জুড়ে এসেছিল শিপু। নীলফামারী মাতৃসদনে সকাল 11 টার দিকে ওর জন্ম হয়। যেদিন শিপু পৃথিবীতে আসবে সেদিন আমার পাশে তেমন কেউ ছিলনা। …

এই পোস্টটি উৎসর্গ করা হয়েছে সাথী ম্যাডামের কনিষ্ঠ সন্তান "শিপু"-র উদ্দেশ্যে । 26 মে শিপুর জন্মদিন । এই দিনের নানান স্মৃতিচারণ করা হয়েছে পুরো পোস্টটি জুড়ে । শিপুর জন্মের দিনে পরিবারের অনেককেই তিনি কাছে পাননি । ওনার বাবার অসুস্থতার জন্য মায়ের কাছেও সংবাদ দিতে পারেননি । শিপুর জন্মের দিনের আগের রাতে সাথী ম্যাডাম গর্ভকালীন প্রসব বেদনায় খুবই কাতর হয়ে পড়েন । রাতটি ছিল আবার দুর্যোগময় রাত্রি । পুরো পোস্টটি পড়ার অনুরোধ রইলো । বড্ড ভালো লেখনী ।


ছবিটি সেলিনা সাথীর ব্লগ থেকে নেওয়া হয়েছে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ০৭ জুন ২০২৩

টাস্ক ২৮৮ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 38313573601e58dd66608aa6f055d7a489aeffbc0321b4b329a9502b5a94dc8a

টাস্ক ২৮৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনি এই সপ্তাহে আমাদের সবার প্রিয় সেলিনা সাথী আপুকে ব্লগার অব দ্য উইক নির্বাচিত করেছেন। দেখে সত্যিই খুব ভালো লেগেছে। আপনি আপুর পোস্টগুলো চমৎকার ভাবে পর্যবেক্ষণ করেছেন। আপনার এই চমৎকার উদ্যোগ দেখে সবাই আরো ভালোভাবে কাজ করার জন্য উৎসাহ পাচ্ছে। সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

দারুন ভাবে আপনার বিশ্লেষণ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন দাদা। আপনার এই উদ্যোগটি গ্রহণ করার পর থেকে সকলের মধ্যে কাজের উৎসাহ যেন আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে।

দারুণ উদ্যোগ দাদা। আপনি সব সময় আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে আসেন। এতে ব্লগার রা আরো বেশি করে অনুপ্রেরণা পাবে। শুভেচ্ছা রইলো দাদা।

গত সপ্তাহে ব্লগার অব দ্য উইক নির্বাচনের ক্ষেত্রে ফাউন্ডার'স চয়েসটি শতভাগ যথার্থ ছিল। আমাদের ফাউন্ডার দাদা অত্যন্ত নিখুঁতভাবে বিচার-বিশ্লেষণ করার মাধ্যমে সপ্তাহের সেরা ব্লগারকে নির্বাচিত করেছেন।

গত সপ্তাহে তিনি অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছিলেন। সত্যিই আপনার চয়েস সব সময় উত্তম এবং সঠিক যার প্রাপ্য টা সবাই পেয়ে চলেছে।

দাদা এত চমৎকার করে গগত সপ্তাহের প্রতিটা পোস্টের সারাংশ করেছেন যে, বার বার পড়ে আমি জাস্ট অভিভূত হলাম। এক কথায় অসাধারণ।
এত চমৎকারভাবে প্রতিটি পোষ্টের রিভিউ জাস্ট মুগ্ধ করার মত। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি।♥♥

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভালো চয়েজ দাদা। সম্পূর্ণ পোস্ট পড়ে মনে হল এবারের ফাউন্ডার অফ দ্যা উইক আমাদের প্রিয় ছেলের সাথে আপুকে করাটাই ঠিক সিদ্ধান্ত। কারণ আপুর পোস্টগুলোতে কোয়ালিটি ছিল। ধন্যবাদ দাদা যোগ্য ব্যক্তিকে ফাউন্ডার অফ দা উইক বানানোর জন্য।

Nice post

সেলিনা ম্যাডামের "অনুকল্প" কবিতাটি আমার দারুন লেগেছে। বিশেষ করে

অনির্বাণ শিখা হবে-
প্রেমের কবিতায় -?
সারা জীবন রাখবো ধরে
পরম মমতায়।

এত সুন্দর লেখা এবং শব্দচয়ন। ম্যাডামের বাকি পোস্ট গুলোও খুব ভালো ছিলো।

আসলে এই ফাউন্ডার্স চয়েস খুবই ভালো। যারা প্রতি নিয়ত ভালো ব্লগিং করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।

@আমার বাংলা ব্লগ অ্যাডমিন । আপনার পোষ্টগুলো আমার খুবই ভালো লাগে। আপনার একটি ভোট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আশাকরি হতাশ করবেন না ! ধন্যবাদ।

সাথী আপুর পোস্টগুলো খুব ভালো হয়। বিশেষ করে ওনার কবিতা এবং ডাই পোস্টগুলো খুব ভালো লাগে আমার কাছে। দাদা আপনি খুব সুন্দর করে আপুর পোস্টগুলো বিশ্লেষণ করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর ভাবে প্রতিটি বিষয় খুঁটিয়ে উপস্থাপন করার জন্য।

আসলেই আপু প্রত্যেকটি পোস্ট দারুণ ছিলো ৷ বিশেষ করে আপুর লেখা স্বরচিত কবিতা স্মৃতিচারণ আমার বেশ ভালো লেগেছে ৷ এছাড়াও আপুর ডাই পোস্ট , অনুভূতি শেয়ার এবং ফটোগ্রাফি ও চমৎকার করেছেন ৷ যাই হোক এ সপ্তাহে ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @selinasathi1 আপুকে দেখে অনেক ভালো লাগলো ৷ অভিনন্দন আপুকে এবং অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে ৷

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য।♥♥