ভারতের জাতীয় নিরাপত্তা ইস্যুতে "আমার বাংলা ব্লগ" রেস্ট্রিক্টেড করা হলো

in hive-129948 •  5 months ago 

pexels-fahadputhawala-26054726.jpg

Copyright free image source : Pexels


বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সত্যিই অভূতপূর্ব । এই মুহূর্তে দেশটিতে নির্বাচিত কোনো সরকার নেই । দেশটির ভূতপূর্ব সরকার প্রধান বিপুল জনরোষে ক্ষমতা পরিত্যাগ করে আমাদের দেশে আশ্রয় লাভ করেছেন । এই পরিস্থিতিতে আমাদের দেশে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে । আজ আমাদের প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক ডাকেন । বৈঠকে সারা দেশ জুড়ে বাংলাদেশ ইস্যুতে হাই এলার্ট জারি করা হয় ।

এমতাবস্থায় আমাদের সিএম মমতা বন্দোপাধ্যায় সকলকে কেন্দ্রের নির্দেশ মেনে চলার অনুরোধ করেছেন । বাংলাদেশের সাথে ভারতের সকল সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন করা হয়েছে, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সমস্ত বর্ডারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাংলাদেশের সাথে সকল স্থল, নৌ ও বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে , কূটনৈতিক সম্পর্ক আদৌ আছে কি না সন্দেহ । এমতাবস্থায় ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল ভারতীয়দেরকে সরকার থেকে অনুরোধ করা হয়েছে যে কেউ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইস্যু নিয়ে পোস্ট বা মন্তব্য না করতে, বাংলাদেশের বর্তমান কোনো পরিস্থিতি নিয়ে নিউজ শেয়ার না করতে, কোনো ধরণের গুজব না ছড়াতে ।

এছাড়াও বাংলাদেশের কোনো নাগরিকের সাথে বাংলাদেশের চলমান অস্থিরতা এবং জরুরি অবস্থা নিয়ে কোনো ধরণের চ্যাটিং , আলোচনা বা ভিডিও-অডিও কলে কথা না বলার অনুরোধও করা হচ্ছে ।

এখন যেহেতু "আমার বাংলা ব্লগ" একটি সোশ্যাল ব্লগিং কমিউনিটি তাই কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতেই হচ্ছে ।

আজ থেকে যতদিন পর্যন্ত না ভারতের জাতীয় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে নিয়ে আর কোনো উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা না থাকছে, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কোনো সরকার গঠিত না হয়ে দেশে আইনের শাসন জারি হচ্ছে ততদিন পর্যন্ত "আমার বাংলা ব্লগ"-এর নিম্নোক্ত কমিউনিটি/গ্রুপ কমুনিটির সকল বাংলাদেশী ইউজারদের জন্য রেস্ট্রিক্টেড থাকবে -

০১. স্টিমিট প্লাটফর্মের "Amar Bangla Blog"
০২. ডিস্কোর্ড প্লাটফর্মের "Amar Bangla Blog" সার্ভার
০৩. টেলিগ্রাম প্লাটফর্মের "Amar Bangla Blog" চ্যানেল
০৪. ফেসবুক প্লাটফর্মের "Amar Bangla Blog" গ্রুপ
০৫. টুইটার প্লাটফর্মের "Amar Bangla Blog" হ্যান্ডেল
০৬. ইউটিউব প্লাটফর্মের "Amar Bangla Blog" চ্যানেল

সকল ভারতীয় ইউজাররা এই রেস্ট্রিকশনের বাইরে থাকবেন তবে তাঁরাও বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইস্যু নিয়ে পোস্ট বা মন্তব্য করতে, বাংলাদেশের বর্তমান কোনো পরিস্থিতি নিয়ে নিউজ শেয়ার করতে এবং কোনো ধরণের গুজব ছড়াতে পারবেন না । এছাড়াও বাংলাদেশের কোনো নাগরিকের সাথে বাংলাদেশের চলমান অস্থিরতা এবং জরুরি অবস্থা নিয়ে কোনো ধরণের চ্যাটিং , আলোচনা বা ভিডিও-অডিও কলে কথা না বলার অনুরোধও করা হচ্ছে ।

"আমার বাংলা ব্লগের" বর্তমান মড প্যানেল এই রেস্ট্রিকশনের বাইরে থাকবে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code [Tron Wallet]

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png
[Tron Wallet]


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার সকল সিদ্ধান্তে আমাদের ভালোর জন্যে,এটা আমরা শুরু থেকেই দেখেছি।আশা করি, এবার এর এমন সংকটাপন্ন পরিস্থিতি ও আমরা দ্রুত কাটিয়ে উঠবো।

দাদা আপনার সকল সিদ্ধান্ত কে সব সময় সম্মান জানাই। জানি আপনি সব সময় আমাদের ভালোর জন্য সকল সিদ্ধান্ত নিয়ে থাকেন।আমরাও আপনার সকল সিদ্ধান্ত মেনে চলবো।

Congratulations, your post has been upvoted by @upex with a 41.85% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

রাষ্ট্রীয় নির্দেশনা সবার আগে দাদা। যেহেতু রাষ্ট্র থেকে একটা নির্দেশনা এসেছে সেভাবে করেই আমাদের সকলকেই চলতে হবে। আশা করা যায় পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে।

আইন সব কিছুর ঊর্ধ্বে । সাধুবাদ জানাচ্ছি।

আমার বাংলা ব্লগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে আজকেও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তোকে। আর আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।তবে আশা রাখি খুব শীঘ্রই সবকিছু সমাধান হবে ইন-সা-আল্লাহ।

রাষ্ট্রীয় নির্দেশনা মতো আমাদের চলা স্বাভাবিক। দাদা আপনি যা করেন সব সময় ইউজারদের ভালোর জন্য করে থাকেন।তবে আশাকরছি সব কিছু তারাতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইল।

দাদা বরাবরের মতো এবারও দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন,সেটা অবশ্যই সবকিছু ভেবে নিয়েছেন। আমরা সবাই আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আপনি আমাদের সবার অভিভাবক। তবে আমার বাংলা ব্লগকে ভীষণ মিস করবো😭।

দাদা আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। সবকিছু যেন দ্রুতই স্বাভাবিক হয় এমন প্রার্থনা করছি দাদা। এই প্রিয় কমিউনিটি থেকে দূরে থাকতে হবে এটা ভাবতেই অদ্ভূত এক শূন্যতা কাজ করছে দাদা।

দাদা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন আর আপনার সেই সিদ্ধান্ত কে আমরা সাধুবাদ জানাই। আপনাদের সবাইকে আমরা খুব মিস করবো। আশা করি সব সমস্যা কাটিয়ে আবারও আমরা এক হবো।

দাদা আপনার সিদ্ধান্তকে আমরা সাদরে স্বাগতম জানিয়েছি। আপনি সব সময় আমাদের জন্য ভালোটাই সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমরা যেন আবার আগের মতো করে কাজ করতে পারি সে আশায় রইলাম। সকল প্রকার কাজকে অনেক বেশি মিস করবো।

দাদা আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। রাষ্ট্র সবার উপরে, রাষ্ট্র সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। আশা করছি বাংলাদেশ সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আসবে। খুব মিস করবো আমরা বাংলা ব্লগ কমিউনিটিকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

কিছু বলার মত আর থাকছে না।আমাদের দেশে যা শুরু হয়েছে তা কবে শেষ হবে জানিনা।আবার আপনাদের দেশেও এই নিয়ে হাই এলার্ট জারি করেছে সেটা শুনে খুব খারাপ লাগছে।ছাত্রজনতা কি চাইলো আর কি হলো।তবে আমার বাংলা ব্লগের ডিস্কোর্ডকে মিস করবো।দোয়া করি সবকিছু তাড়াতাড়িই ঠিক হোক।

আপনার সিদ্ধান্তকে সমর্থন করি৷ রাষ্ট্রীয় আইন মেনে চলাই আমাদের কর্তব্য৷

একদম দাদা। আপনি ভীষণ সময়োপযোগী সিদ্ধান্ত নিলেন। মেনে চলব। আপনার দূরদর্শী সিদ্ধান্তে ব্লগের ভালো হবে সবসময়। দেশের নিরাপত্তার আগে সত্যিই কিছু নেই৷

সিদ্ধান্ত যখন নিয়েছেন, তখন অবশ্যই আমরা তা স্বীকার করতে বাধ্য। তবে আমি আশাবাদ, খুব শীঘ্রই আবারো আমরা আমাদের পূর্বের স্থানে হেরে যেতে সক্ষম হব।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু জারি করা হলে তা সকলকেই মানতে বাধ্য করে। তবে দাদাকে আমরা সাধুবাদ জানায়। তিনি খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন। তবে আমি নিশ্চিত যে অতি দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিকে চলে আসবে। আর দাদা আমাদের নেতা তাই তাকে অনুসরণ করাই আমাদের কর্তব্য।

রাষ্ট্রীয় আইন সবার ঊর্ধ্বে। অবশ্যই আইনকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে। নিরাপত্তার স্বার্থে আপনি অনেক ভাল একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অনেক অনেক সাধুবাদ জানাই আপনার সিদ্ধান্তকে। অবশ্যই সময়ের ব্যবধানে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

আপনার সকল সিদ্ধান্তকে সাধুবাদ জানাই দাদা।আসলেই আইন সকলের উর্ধ্বে।তাই এটা মেনে চললে সকলের জন্যই ভালো হবে,আশা করি সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।আমরাও এটা মেনে চলবো অবশ্যই।।

greet

আমি মনে করি আপনি বিবেক সম্পন্ন মানুষ, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা বুঝে শুনেই নিয়েছেন দাদা।

সর্বোপরি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। সময়োপযোগী সিদ্ধান্ত।

supper!