একগুচ্ছ অণুকবিতা "শিরোনামহীন"

in hive-129948 •  2 years ago 


Copyright-free Image source : pixabay


একগুচ্ছ অণুকবিতা "শিরোনামহীন"



💘


♡ ♥💕❤

(১)

কবিতা আমি ভালোবাসি, নাই বা বুঝি,
নাই বা লিখি, তবুও ভালো লাগে পড়তে;
ভালো লাগে কবিতার শব্দগুলি, ছন্দগুলি চাখতে ।
হৃদয়ে আমার কবিতা তাই ঝড় তোলে রক্তে,
বাতাসের কানে ফিস ফিস রবে কবিতা শোনাই আজকে ।

(২)

যতই হোক ঝগড়া-ঝাঁটি, কান্না আর অভিমান,
তোমায় ছেড়ে একটি মুহূর্তও পারে না থাকতে এ প্রাণ ।
ভালোবাসার সম্পর্কগুলি এমনই হয়ে থাকে প্রিয়,
অভিমানের মেঘ সরিয়ে একটুখানি আদর আমায় দিও ।

(৩)

তোমার আমার প্রেমের সম্পর্ক নাই বা থাকুক,
আরো হাজারো সম্পর্কের কোনো একটা তো আছে ।
তোমার আমার সম্পর্কের নাম যাই হোক না কেনো,
দু'জনের মধ্যে ভালোবাসা তো অফুরান আছে ।

(৪)

সব সম্পর্কের হয় না তো নাম,
কিছু কিছু সম্পর্ক হয় ভীষণই স্পেশ্যাল ।
ভালোবাসার অনেক নাম, অনেক রঙে রাঙানো,
তার মাঝে একটি আমি বেছে নিলাম,
তোমার আমার সেটাই সম্পর্কের নাম ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


প্রতিদিন ২২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png




টার্গেট ০৫ : ১,৫৭৫ ট্রন স্টেক করা


সময়সীমা : ২১ অগাস্ট ২০২২ থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ২১ আগস্ট ২০২২


টাস্ক ৩৬ : ২২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9ea03eab9b4d6c0d4382c0c6124855b0b578916aee2550150d911de22e2af0fd

টাস্ক ৩৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

RME, Thank You for sharing Your insights...

সব সম্পর্কের হয় না তো নাম,
কিছু কিছু সম্পর্ক হয় ভীষণই স্পেশ্যাল ।

কিছু কিছু সম্পর্ক আছে যেই সম্পর্কের কোন নাম নেই। হয়তো কারো জন্য মনে জামা অফুরন্ত ভালোবাসা কিন্তু সেই সম্পর্কের কোন পূর্ণতা পায়নি। সম্পর্ক পূর্ণতা পাক কিংবা নাই পাক ভালোবাসা কখনো কমে যায় না। অসাধারণ কিছু কথা আপনার কবিতার ভাষায় আমাদের মাঝে উপস্থাপন করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️

Thank You for sharing...

god bless you

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

কবিতার প্রতিটি লাইন হৃদয়ে দাগ কেটেছে, গুচ্ছ এ থাকা প্রতি কবিতাই আমার বেশ পছন্দ হয়েছে। কোথাও আবেগ কোথাও ভালোবাসা কোথাও বা অভিমান ভালোবাসার চারটি রূপ ছিল চারটি ভাগের মধ্যে।

Thank You for sharing...

যতই হোক ঝগড়া-ঝাঁটি, কান্না আর অভিমান,
তোমায় ছেড়ে একটি মুহূর্তও পারে না থাকতে এ প্রাণ ।

মনে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে ঝগড়াঝাঁটি, মান-অভিমান কিছুই না। আর যদি ভালোবাসার মাঝে মান অভিমান না থাকে তাহলে কখনোই ভালোবাসা পূর্ণতা পায় না। আমার যতটুকু মনে হয় মান অভিমান ভালোবাসাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলে। দাদা আপনার লেখা কবিতা দারুন লেগেছে আমার।

Thank You for sharing...

আপনার অনু কবিতা গুলো অসাধারণ ছিল দাদা, বিশেষ করে দুই নম্বর অনু কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ঝগড়া-বিবাদ সব সম্পর্কেই থাকবে কিন্তু দিনশেষে আদরের মাঝে ঝগড়া শেষ হবে।

যতই হোক ঝগড়া-ঝাঁটি, কান্না আর অভিমান,
তোমায় ছেড়ে একটি মুহূর্তও পারে না থাকতে এ প্রাণ

সত্যিই দাদা, খাঁটি ভালোবাসা বোধহয় এরকমই হয়। ভালোবাসার মানুষের সাথে যতই ঝগড়াঝাটি হোক না কেন তাকে ছেড়ে মন ও প্রাণ থাকতে চায় না। মুহূর্তের জন্য কাছ ছাড়া হলেই হৃদয়টা কেমন যেন দুমড়ে মুছরে ওঠে এবং সবকিছু ফাঁকা ফাঁকা লাগে। দাদা খুবই অসাধারণ অনু কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Thank You for sharing...

সম্পর্কগুলো আজ শিরোনামহীন
কথাগুলো আজ বর্ণহীন,
কারন ছন্দগুলোতে খুঁজে সবাই রং
আবেগের মালায় বেধেঁছে তাই ঝং।

দাদার কবিতা মানে আবেগের খেলা, ছন্দের যাদুতে ভিন্ন অনুভূতির মেলা। দারুণ হয়েছে অনু কবিতাগুলো।

হৃদয়ে আমার কবিতা তাই ঝড় তোলে রক্তে,
বাতাসের কানে ফিস ফিস রবে কবিতা শোনাই আজকে ।

দাদা একদম অন্তরের কথা এগুলি। কবিতা ভালোবাসি না এমন লোক হয়তো জগতে আর নেই। বিশেষ করে আমি নিজে অনেক কবিতা ভালোবাসি। পড়তেও খুব ভালো লাগে আমার। কিন্তু কেন জানি না কবিতা আমার দ্বারা লেখা হয় না একটুও। কবিতা পড়ে কবিতার ছন্দগুলো স্পর্শ করে হৃদয়ের মধ্যে যেন ঝড় ওঠে। চোখ বন্ধ করে প্রত্যেকটা লাইন অনুভব করি। অনেক সময় না বুঝলেও ভালোলাগার এতটুকুও কমতি থাকে না। নিজেও ফিস ফিস করে কয়েকটা লাইন বলি জানিনা কবিতা হয় কিনা।
ধন্যবাদ আপনাকে

Thank You for sharing Your insights...

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

চমৎকার হয়েছে দাদা, আপনার লেখা অনু কবিতা গুলি। সত্যিই ভালোবাসার অনেক নাম। আপনি অনেক অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন আমাদের। কবিতায় অসাধারণ প্রতিভা আপনার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Thank You for sharing...

তোমার লেখা তো ভালই লাগে দাদা, অণু কবিতা পড়তে আরও বেশি ভালো লাগে। ভালো থেকো দাদা।

ভালোবাসার সম্পর্কগুলি এমনই হয়ে থাকে প্রিয়,
অভিমানের মেঘ সরিয়ে একটুখানি আদর আমায় দিও ।

এই আদর চির অটুট থাকুক, এমনটাই প্রত্যাশা রইল, কবির ভক্ত হিসেবে ।

ভালোবাসার অনেক নাম, অনেক রঙে রাঙানো,
তার মাঝে একটি আমি বেছে নিলাম,
তোমার আমার সেটাই সম্পর্কের নাম ।

সত্যি ভালোবাসার অনেক নাম। সত্যি বলতে দাদা তাকে ভুলে ছিলাম ভাবছিলাম তার কথা আর ভাববো না। কিন্তু আপনার কবিতা টা পড়ে আবার যেন মনে পড়ে গেল। একেবারে হু হু করে উঠলো। একেবারে হৃদয় ছুয়ে গেল কবিতা টা। দারুণ হয়েছে দাদা।।

দাদা আপনার আজকের কবিতা চারটিই আমার কাছে খুবই ভালো লেগেছে । খুব সহজ সরল ভাবে লিখা আজকের কবিতা গুলো । যার কারণে এত ভালো লেগেছে।

আহা দাদা কি অপূর্ব লেখা 👌👌🙏। এই লেখা গুলো যে কাউকে যদি পাঠাই সেই তো ফিদা হয়ে যাবে 🤪। শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইন পড়ার পর আরেকটা লাইন পড়ার আকুল আবেদন কাজ করছিল। এই না হলে দাদার লেখা 🙏🙏🙏

Thank You for sharing...

Please one time visit my account And support me😪😭

দাদা আপনার শেয়ার করা একগুচ্ছ কোন কবিতা পড়ে মন ভরে গেল। কবিতার সবগুলি স্তবক ছিল ভারি পছন্দের। ্রং তবে শেষ স্তবক টি খুব ভালো লেগেছে‌। আসলে সব সম্পর্কের মানে হয় না সব সম্পর্কের আভিধানিক নাম দেয়া যায় না।

Thank You for sharing...

শেষের তিনটি কবিতা অনেক বেশি সুন্দর লেগেছে। বেশ চমৎকার করে লিখেছেন ।তবে শেষের কবিতাটি অনেক বেশি ভালো হয়েছে।অনেক ধন্যবাদ।

প্রথম অণুকবিতা যেন আমার জন্যই লিখেছ দাদা। আমি পারিনা কবিতা লিখতে। কবিতা খুব একটা বুঝিও না, তবুও পড়তে ভালো লাগে। আর এখন তো আবৃত্তি করতেও বেশ লাগে।

দাদা সকল সম্পর্কের শুরুটা অনেক ভালো হয়। সব জায়গায় দেখি প্রথমে দুজনদুজনের প্রতি আগ্রহ দেখায় কিন্তু একসময় না একসময় দুজনেই মুখ ফিরিয়ে নেয়। এই জন্যই লোক মুখে শোনা যায় ভালেবাসার রং বদলায় 😌।

Thank You for sharing...

হৃদয়ে আমার কবিতা তাই ঝড় তোলে রক্তে,

আমি কবিতা লিখতে না পারলেও অনুভব করছি, কি পরিমাণ কবিতার প্রতি ভালোবাসা ও অনুরাগ থাকলে এত সুন্দর কবিতা লেখা যায়। বুঝতে পারছি আপনার কবিতার প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা আছে। আপনি কবিতা লিখতে পড়তে শুনতে ভালোবাসেন। তাই এত সুন্দর একটি লাইন আপনি কবিতার মাঝে লিখতে পেরেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Thank You for sharing...

প্রিয় দাদা আপনার লেখা শিরোনাম বিহীন একগুচ্ছ অণুকবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। জি দাদা আমিও কবিতা পড়তে এবং লিখতে অনেক ভালোবাসি। অনেক সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যতই হোক ঝগড়া-ঝাঁটি, কান্না আর অভিমান,
তোমায় ছেড়ে একটি মুহূর্তও পারে না থাকতে এ প্রাণ ।
ভালোবাসার সম্পর্কগুলি এমনই হয়ে থাকে প্রিয়,
অভিমানের মেঘ সরিয়ে একটুখানি আদর আমায় দিও ।

বাহ্ দাদা দারুন লিখেছেন। সত্যি ভালবাসার আসল রুপ এমনি হওয়া উচিত।

রাগ অভিমান যতই করে যাও না দূরে সরে
আমায় ছাড়া তোমার মন যে একটু হলেও পোড়ে
আমারো ঠিক এমনি হয় তুমি দূরে গেলে
ভালবাসায় ভরিয়ে দেই তোমায় কাছে পেলে। হা হা হা।

দাদা ভাল থাকুন পরিবারের সকলকে নিয়ে এই প্রার্থনা করি ইশ্বরের কাছে । শুভেচ্ছা ও ভালবাসা রইল।

Thank You for sharing Your insights...

অণুকবিতা "শিরোনামহীন" চমৎকার লিখেছেন দাদা।ভালোবাসা মানেই রঙিন কিছু ,আর কিছু সম্পর্ক প্রেমের না হলে ও খুবই বিশেষ কিছু হয়ে থাকে।ভালো লাগলো কবিতাটি পড়ে, ধন্যবাদ আপনাকে।

Thank You for sharing...

যদিও শিরোনামহীন গুচ্ছ কবিতা কিন্তু যখন পড়েছি কবিতাগুলো তখন মনে হলো প্রতিটি গুচ্ছের মধ্যেই যেন শিরোনামগুলো অন্তনিহিত রয়েছে।

কবিতার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি লাইন যেন হৃদয়ে জায়গা করে নিয়েছে। যদি কেউ পড়ে তাহলে খুবই শুনতে ইচ্ছে করে।

আপনার এই কবিতা ভালবাসা দুঃখ কষ্ট সবকিছু মিলিয়েই আমাদের মাঝে ছরিয়ে ছিটিয়ে দিয়েছেন।

অনেক কিছুই বলে ফেললাম আজকের মত এ পর্যন্তই আশায় রইলাম আরেকটি কবিতার জন্য।

Thank You for sharing...