কবিতা "আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে"

in hive-129948 •  3 years ago 


Copyright-free Image source : Pixabay


কবিতা "আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে"



💘


♡ ♥💕❤

তোমার চোখের তারায় আমি আমার স্বপ্নদের দেখি,
প্রতিদিন, প্রতিরাত, প্রতিনিয়ত ।
ডানা মেলেছে তারা উড়াল দেবে বলে ।
তোমার চোখের তারায় আমি নিজেকে দেখি,
নিজেকে আবার খুঁজে পাই আমি নিজেরই
প্রতিচ্ছায়া, অপলক দেখি নিজেরই প্রতিবিম্ব ।

কৃষ্ণকালো তোমার চোখের তারায় ঝিকিয়ে ওঠে
জীবনেরই আলো ।
খুঁজে পাই আমি বেঁচে থাকার মানে ।
আরো একবার নতুন করে, নতুন ভাবে,
বেঁচে থাকার স্বপ্নেরা ডানা মেলে ।

প্রিয়তমা, তুমি তো আমার স্বপ্নের নারী,
তাই তো স্বপ্ন হয়েই থেকে যাবে আজীবন ।
জানি, দেবে না ধরা কোনওদিন ।
পাবো না ছুঁতে তোমার আঙুল,
মুছিয়ে দিতে পারবো না অশ্রুজল ।

স্বপ্নের মধ্যে ধরা দেবে আমার স্বপ্নের নারীরা।
আজন্ম লালিত সব সুখ স্বপ্নেরা ।
কখনো "স্নো হোয়াইট", কখনো বা "রাপুনজেল",
কখনো "স্লিপিং বিউটি", কখনো "সিনড্রেলা" ।

"সিনড্রেলা", তোমার মাঝেই পাই,,
"রাপুনজেল", তোমার মাঝেই খুঁজি।
স্বপ্নের মাঝে আজও চলেছি এঁকে তোমারই মুখচ্ছবি ।

এলোমেলো হয়ে যায় স্বপ্নেরা আমার দুঃখের হাওয়াতে,
স্বপ্ন গুলো এঁকেই চলেছি তবু, স্বপ্নেরই ক্যানভাসে ।
বার বার আঁকি, বার বার মুছি,
ধোঁয়া ধোঁয়া কুয়াশাঘেরা কত না স্বপ্ন আঁকি !
এভাবেই চলেছি এঁকে প্রতিরাতে,
আমার ব্যর্থ জীবন ছবি ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মনে হচ্ছে প্রিয়জনকে না পাওয়ার বেদনায় মন বিরহে কাতর হয়ে রয়েছে আপনার। প্রিয়জনকে না পেলেও সর্বদাই তাকে অনুভব করছেন আপনি। চমৎকার লিখেছেন দাদা।

এটা নিছকই একটা কবিতা । তবে আপনাকে কবিতাটি টাচ করেছে দেখছি । খুবই ভালো লাগলো জেনে ।

আমি নিজেও অবাক হচ্ছি। একটু একটু করে কবিতার অর্থ ধরতে পারছি। এ এক অন্য রকম অনুভূতি।

Thank You for sharing...

Get a $100 Google Play Gift Card
https://smrturl.co/o/181078/32173539?s1=

welcome

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

আহা ভালোবাসা!কতই না মোহ,কতই শ্রদ্ধা🌺খুবই সুন্দর লিখেছেন দাদা🥰শুভ কামনা রইলো

এলোমেলো হয়ে যায় স্বপ্নেরা আমার দুঃখের হাওয়াতে,
স্বপ্ন গুলো এঁকেই চলেছি তবু, স্বপ্নেরই ক্যানভাসে ।

প্রিয়জনের বিরহে মন ব্যাকুল হয়ে হাজার স্বপ্ন বুনে। হঠাৎ করে স্বপ্ন গুলো ভেঙে যায় আর দুঃখ এসে চারপাশে ভিড় করে। তবুও আমরা প্রিয়জনকে ঘিরে স্বপ্নের ক্যানভাসে ছবি আঁকি। অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। 💗💗

Thank You for sharing...

  ·  3 years ago (edited)

আমার ভাবনার সাথে সামান্য একটু প্রভেদ আছে আমার ভাবনার । তবে এটাই তো আমি চাই । কবিতা যার কাছে যেমন লাগে সেটিই সঠিক, সেটাই কবির সার্থকতা ।

দাদা আপনি একজন সার্থক কবি। তাইতো আপনার কবিতা গুলো পড়তে এত ভালো লাগে। আপনার লেখা কবিতার লাইনগুলো হৃদয় স্পর্শ করে।💗💗

দাদা আপনার কবিতাটি বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে লিখেছেন কবিতাটি ।সমস্ত কবিতাটিতে প্রিয় মানুষকে না পাওয়ার বেদনা ফুটে উঠেছে।

স্বপ্নের মধ্যে ধরা দেবে আমার স্বপ্নের নারীরা।
আজন্ম লালিত সব সুখ স্বপ্নেরা ।
কখনো "স্নো হোয়াইট", কখনো বা "রাপুনজেল",
কখনো "স্লিপিং বিউটি", কখনো "সিনড্রেলা" ।

এই লাইন কটি পড়ে মনে হয়েছে আপনার স্বপ্নে বেশ ক'জন নারী রয়েছে ।যারা আপনার স্বপ্নে এসে ধরা দেয়। জানিনা ঠিক বললাম কিনা ??ধন্যবাদ আপনাকে।

Thank You for sharing...

  ·  3 years ago (edited)

হুম, আমার স্বপ্নের নারীরা । তবে এঁরা কিন্তু এক এবং অভিন্ন । এক জনই আমার স্বপ্নের নারী যিনি বিভিন্ন রূপে আমার স্বপ্নে এসে ধরা দেন । তবে আপনার অনুভবকেও আমি সম্মান করছি ।

স্নো হোয়াইট, রাপুনজেল, স্লিপিং বিউটি, সিনড্রেলা আলাদা আলাদা কেউ নয় । সবার মুখচ্ছবি এক জনেরই । সেই এক জনই আমার স্বপ্নের নারী ।

অনেক ধন্যবাদ দাদা।

  ·  3 years ago (edited)

কৃষ্ণকালো তোমার চোখের তারায় ঝিকিয়ে ওঠে
জীবনেরই আলো ।
খুঁজে পাই আমি বেঁচে থাকার মানে ।
আরো একবার নতুন করে, নতুন ভাবে,
বেঁচে থাকার স্বপ্নেরা ডানা মেলে

কবিতার এই অংশটুকু আমার দারুন লেগেছে। দাদার কবিতাটি অনেক রোমান্টিক 😊। দাদার প্রিয়জনের উপরে ভালোবাসা দেখে আমি অনেক আনন্দিত। কবিতাটা পড়ার সময় আমিও যেন একটু রোমান্টিক হয়ে যাচ্ছিলাম দারুন লিখেছেন দাদা আপনার প্রতি শ্রদ্ধা রইল।

দাদা কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একটা সুন্দর মাধ্যম। মনের কিছু কথা না হয় কবিতার মধ্যে থেকে যাক। মনের কিছু কষ্ট মনের কিছু দুঃখ কবিতার মধ্যে রেখে দেয়াই ভালো।


আমি ইচ্ছে করে স্বপ্ন দেখতে চাই তোমাকে
কিন্তু পারিনি,
প্রতিনিয়ত জেগে থেকে তোমাকে স্বপ্ন দেখে যাচ্ছি।
তুমি এসেছিলে বছর তিনেক আগে
এক স্বপ্নের ঘোরে।
সেদিন যে হাত টি ধরেছিলাম, চাইনি ছাড়তে
তুমি ভেঙে দিলে স্বপ্ন।
আজও প্রতি রাতে ঘুমাই তোমাকে স্বপ্ন দেখবো বলে।
কিন্তু তুমি এখন আর আসো না আমি স্বপ্ন দেখবো বলে।

ভালো থাকবেন দাদা। ভালোবাসা ও শুভেচ্ছা রইল অন্তরের অন্তস্থল থেকে।

Thank You for sharing...

"সিনড্রেলা", তোমার মাঝেই পাই,,
"রাপুনজেল", তোমার মাঝেই খুঁজি।
স্বপ্নের মাঝে আজও চলেছি এঁকে তোমারই মুখচ্ছবি ।

বাহ দাদা বেশ ভালো লেগেছিল কবিতাটি। এই লাইন দুটি সত্যি অসাধারণ। অসাধারণ তুলনা করেছেন আপনার কাল্পনিক প্রিয়তমার সাথে। যদিও বৌদি তার থেকে কিছু কম না ☺️।

আপনার কবিতাটিতে প্রিয়জনকে না পাওয়ার দুঃখ তুলে ধরেছেন সত্যি খুব সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি আপনি সব সময় এমন সুন্দর সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

প্রিয়তমা, তুমি তো আমার স্বপ্নের নারী,
তাই তো স্বপ্ন হয়েই থেকে যাবে আজীবন ।
জানি, দেবে না ধরা কোনওদিন ।
পাবো না ছুঁতে তোমার আঙুল,
মুছিয়ে দিতে পারবো না অশ্রুজল ।

দাদা আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো, কবিতার মাধ্যমে ভালোবাসার মানুষের না পাওয়ার যন্ত্রণা এবং ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার ইচ্ছা আপনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। খুবই ভালো লাগলো দাদা কবিতাটি।

ধোঁয়া ধোঁয়া কুয়াশাঘেরা কত না স্বপ্ন আঁকি !
এভাবেই চলেছি এঁকে প্রতিরাতে,
আমার ব্যর্থ জীবন ছবি ।

লাইন গুলো মনে দাগ কেটে গেল দাদা। সত্যি ভালোবাসা গুলো প্রতিদিন প্রতিরাত এভাবেই স্বপ্ন দেখে চলে। হোক না সেটা ব্যর্থ কিন্তু সব কিছুর পরেও কোথায় যেন একটা আশার আলো ঠিক দেখতে পায়। ভালবাসার ধর্মই হয়তো তাই। বার বার হোচট খেলেও ভালোবাসা গুলো যেন হারতে চায় না।

আপনার এই লেখা গুলো সব সময় মনে শক্তি আর সাহস দেয় দাদা। কবিতার আড়ালে অনেক গভীরে নিয়ে চলে যান আমাদের।

Thank You for sharing...

এলোমেলো হয়ে যায় স্বপ্নেরা আমার দুঃখের হাওয়াতে,
স্বপ্ন গুলো এঁকেই চলেছি তবু, স্বপ্নেরই ক্যানভাসে ।
বার বার আঁকি, বার বার মুছি,
ধোঁয়া ধোঁয়া কুয়াশাঘেরা কত না স্বপ্ন আঁকি !
এভাবেই চলেছি এঁকে প্রতিরাতে,
আমার ব্যর্থ জীবন ছবি ।>

বেশ গোছালো এক কথায় বলতে চাই আপনার লিখনিতে জাদু আছে, দাদা। আপনার লেখার প্রশংসা করতেই হয়।

বেশ

এলোমেলো হয়ে যায় স্বপ্নেরা আমার দুঃখের হাওয়াতে,
স্বপ্ন গুলো এঁকেই চলেছি তবু, স্বপ্নেরই ক্যানভাসে ।
বার বার আঁকি, বার বার মুছি,
ধোঁয়া ধোঁয়া কুয়াশাঘেরা কত না স্বপ্ন আঁকি !

এটাই হয়তো প্রকৃতির নিয়ম দাদা! যে মানুষটাকে নিয়ে আমরা স্বপ্নের ক্যানভাসে ছবি আকিঁ কিন্তু হঠাৎ করে স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায়। তবুও আমরা প্রিয় মানুষটিকে নিয়ে হাজারও স্বপ্ন দেখে থাকি। বার বার আকাঁ এবং মুছার মধ্যেই যেন চলতে থাকে এই একাকী জীবন। তবুও প্রিয়জনকে নিয়ে স্বপ্ন দেখে যায়

Thank You for sharing...

এমন দরদ ভরা আকুল আবেদন যে কেউ পড়লেই অনেকটাই আবেগপ্রবণ হয়ে যাবে । লেখকের মনের চাওয়া পূর্ণ হোক এই কামনাই করছি । বেশ ভালই লিখেছেন।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

অও দাদা,কবিতাটি দারুণ লাগলো আমার কাছে।আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি।সেটি রূপকথার কাহিনীকে কেন্দ্র করে হলেও।দাদা আপনি সব রুপকথার রানীদের নিয়ে যেমন-স্নো হোয়াইট", কখনো বা "রাপুনজেল",কখনো "স্লিপিং বিউটি", কখনো "সিনড্রেলাকে" স্বপ্ন দেখেন।যেটা শুধুই একটি ছায়া বা ধোঁয়াশা যেটা বাস্তব নয়।এমন সব মেয়েরাই কোনো রাজকুমারকে স্বপ্ন দেখে যেটি নিছক স্বপ্নই থেকে যায়।ধন্যবাদ দাদা।

দাদা আপনার কবিতার ভাষা গুলো খুবই রোমাঞ্চকর, এবং কবিতায় ভালোবাসার ছোঁয়া চাওয়া-পাওয়া ষোলআনা ভরপুর রয়েছে। নিজের মনের চাহিদার অপরূপ কিছু কল্পনার নাম ও আপনি এখানে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে দাদা। ভালো থাকবেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি।

প্রিয়তমা, তুমি তো আমার স্বপ্নের নারী,
তাই তো স্বপ্ন হয়েই থেকে যাবে আজীবন।
জানি, দেবে না ধরা কোনওদিন ।
পাবো না ছুঁতে তোমার আঙুল,
মুছিয়ে দিতে পারবো না অশ্রুজল ।

লাইনগুলো পড়ে আমি ভেবেই যাচ্ছি দাদা কি সত্যিই এগুলো নিজের অনুভূতি থেকে বা নিজের জীবনের বাস্তব কাহিনী থেকে লিখেছেন, নাকি শুধুমাত্র মনের ভাবনা দিয়ে এই কবিতাটি লিখেছেন ।তবে পুরো কবিতাটা অসাধারন ছিল দাদা।

হা: হা: মজা পেলুম বেশ । যাই-ই মনে করবেন সেটি-ই সঠিক ।

ভাইয়া ''আমার বাংলা ব্লগ'' কমিউনিটিতে এ কিভাবে জয়েন দিতে পারি?

"আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে" অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা।

স্বপ্নের মধ্যে ধরা দেবে আমার স্বপ্নের নারীরা।
আজন্ম লালিত সব সুখ স্বপ্নেরা ।
কখনো "স্নো হোয়াইট", কখনো বা "রাপুনজেল",
কখনো "স্লিপিং বিউটি", কখনো "সিনড্রেলা" ।

আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

তোমার চোখের তারায় আমি নিজেকে দেখি,
নিজেকে আবার খুঁজে পাই আমি নিজেরই।

আসলে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সুন্দর সুন্দর উপমা দিয়ে কবিতা লেখা সম্ভব। তবে তার শেষ হয়না মনে হয় যেন আরো কিছু বাকি রয়ে গেল। কিন্তু বেবুঝ ভালবাসার মানুষকে পাওয়ার আর্তনাদ মনের মধ্যে কেঁদে মরে ভালোবাসা, তখন বিরহ এসে বুকে জমা হয়। তখন চারিপাশের সমস্ত কিছু জেনো চোখের সামনে বিরূপ হয়ে যায়। আপনার কবিতা শুনে আমার খুবই ভালো লেগেছে দাদা। আশাকরি এমন সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিলেন আরও অনেক।

Thank You for sharing...

দাদা আপনার লেখা কবিতার প্রত্যেকটি লাইন মন ছুঁয়ে যায়। আপনার লেখা কবিতা পড়ে যেন কবিতার প্রতি অন্যরকম ভালোবাসা জন্মে যাচ্ছে। কল্পনার জাগতে হারিয়ে যাচ্ছি, কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছে নিজের সাথে ঘটে যাচ্ছে সব কিছু। খুব সুন্দর কবিতা লেখেন আপনি দাদা। শুভ কামনা রইলো আপনার জন্য।

দাদা আপনার থেকে এরকম কবিতা এই প্রথমবার দেখতে পেলাম, ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার বিধুর বেদনাদায়ক স্বপ্নের মাধ্যমে রূপান্তর করেছেন, কবিতার প্রতিটি লাইন ভালোবাসার মানুষকে না পাওয়ায় অশ্রুজল চোখ বেয়ে বেয়ে পড়তে থাকে, আমার কাছে কবিতাটি খুব কষ্টদায়ক মনে হয়েছে,

আপনার কবিতাটি পড়ার পর আমার নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে, যেহেতু এটি একটি কাল্পনিক কবিতা বা নিছক স্বপ্ন কবিতা, তারপরও ভালোবাসার মানুষকে কাছে পেয়েছি, কবিতার প্রতিটি লাইন পড়তে ছিলাম আর ভাবতেছিলাম আমার ভালোবাসার মানুষটা আমার পাশেই আছে ভয় নেই আর, কারণ কবিতাটি পড়ার সময় ভয় কাজ করছিল। শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা আপনার ও আপনার পরিবারের জন্য।

Thank You for sharing...

দাদা বেশ চমৎকার কবিতা লিখছেন।আসলে প্রিয় জন্য কাছে না পাওয়ার বেদনা অনেক।যা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক ধন্যবাদ দাদা।

কবিতাটিতে ভালোবাসার মানুষকে নিয়ে এতো সুন্দর কিছু কথা, এত সুন্দর কিছু শব্দ জয়েন করেছেন যা আসলেই যেকোনো মানুষকে আকর্ষণ করবে।আসলে না পাওয়ার বিষয়গুলো একটি মানুষের ভিতর এভাবেই ঘুরে ফিরে চলো সব সময়।অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা কবিতার অর্থ টা আমার কাছে বেশ জটিল লাগছে। তারপরেও একটু একটু করে কবিতার অর্থটি বুঝেছি।

এলোমেলো হয়ে যায় স্বপ্নেরা আমার দুঃখের হাওয়াতে,
স্বপ্ন গুলো এঁকেই চলেছি তবু, স্বপ্নেরই ক্যানভাসে ।

আপনার কবিতার এই লাইন গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

আমি তোমার মাঝে হারিয়ে- খুঁজি ফিরি নিজেকে,
আমি তোমার মাঝে লুকিয়ে-সুখের তালাস করি গোপনে,
আমি হারিয়ে যাওয়া তারার মাঝে খুঁজি নিজের ছায়া
আমি তোমার ভালোবাসার মাঝে খুঁজি অমৃতের মায়া।

দাদার কবিতার মানেই অনুভূতির খেলা, দাদার কবিতা মানেই ভাবের মেলা। দারুণ হয়েছে দাদা সত্যি।

দাদা তোমার লেখা "আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে" কবিতাটা অসাধারন সুন্দর হয়েছে।
তুমি এত সুন্দর কবিতা লেখ কি করে দাদা? আমি অনেকবার ভাবি কবিতা লিখবো। মাঝে মাঝে ছাদে গিয়ে চেয়ার নিয়ে বসে ভাবি কি লিখব? কিছু কিছু লাইন মাথায় আসে কিন্তু তখন হাতের কাছে কোন খাতা কলম থাকে না। আবার যখন খাতা-কলম নিয়ে বসি কবিতা লেখার জন্য তখন আর কবিতার লাইন মাথায় আসেনা।

তোমার লেখা কবিতাটির প্রত্যেকটি লাইনই অসাধারণ সুন্দর হয়েছে বিশেষ করে নিচের এই লাইনগুলো আমার মন ছুঁয়ে গেছে ।

প্রিয়তমা, তুমি তো আমার স্বপ্নের নারী,
তাই তো স্বপ্ন হয়েই থেকে যাবে আজীবন ।
জানি, দেবে না ধরা কোনওদিন ।
পাবো না ছুঁতে তোমার আঙুল,
মুছিয়ে দিতে পারবো না অশ্রুজল ।

Thank You for sharing...

স্বপ্ন তো স্বপ্নই, তাইতো স্বপ্ন আঁকা হয় স্বপ্নের ক্যানভাসে। স্বপ্নের জগৎ সেটাওতো একটা পৃথিবী। যেখানে আহত আত্মারা যন্ত্রণায় ছটফট করে। স্বপ্নের ক্যানভাসে মনের মাধুরী দিয়ে একটি কল্পনার পৃথিবী গড়া যায়, যেখানে আবেগ অনুভূতি গুলো হৃদয়ে টাচ করে। দাদা আপনার স্বপ্ন বাকি স্বপ্নের ক্যানভাসে কবিতাটি আমায় কল্পনার জগতে নিয়ে যায়, মনে হয় আমিও আপনার মত করে প্রিয়তমার শোক গাথা গাই।

বার বার আঁকি, বার বার মুছি,
ধোঁয়া ধোঁয়া কুয়াশাঘেরা কত না স্বপ্ন আঁকি !
এভাবেই চলেছি এঁকে প্রতিরাতে,
আমার ব্যর্থ জীবন ছবি ।

ব্যর্থ প্রেমের কিছু কথা হয়তো কবিতার মাঝে প্রকাশ করেছেন ৷ যদিও আমি কবিতা ততটা বুঝি না ৷ আমিও মাঝে মাঝে এমন কবিতা লেখার চেষ্টা করি ৷ তবে লিখতে গিয়ে শব্দ , বর্ণ , অর্থ কিছুই খুজে পাই না ৷সেজন্য কবিতাও লিখতে পারি না ৷প্রতিবারের মতো আজকেও দারুণ একটি কবিতা লিখেছেন দাদা ৷
আজকের কবিতাটি ও ছিলো অনেক সুন্দর এবং গোছানো ৷ ধন্যবাদ আপনাকে এমন সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ আপনার জন্য ভালোবাসা অবিরাম

Thank You for sharing...