আমার বাংলা ব্লগের ডিসকর্ড সার্ভার বুস্টিং

in hive-129948 •  3 years ago 

diecord
image source & credit: copyright & royalty free PIXABAY


Discord হলো একটা অ্যাডভান্সড চ্যাটিং সিস্টেম, একটি সোশ্যাল নেটওয়ার্কিং এপ্লিকেশন । মোস্ট সিকিউরড, অ্যাডভান্সড অডিও/ভিডিও কলিং, মিডিয়া ফাইল শেয়ার এবং মাল্টিপল পাবলিক ও প্রাইভেট টেক্সট, ভয়েস, স্ট্রিমিং চ্যানেল সুবিধা সম্বলিত দারুন একটি ওয়েব/পিসি/মোবাইল এপ্লিকেশন । ২০১৫ সালে সর্বপ্রথম ডিসকোর্ড তার যাত্রা শুরু করে, এবং অল্প সময়ের মধ্যে বিশাল জনপ্রিয়তা অর্জন করে ফেলে । বিশেষ করে তুখোড় গেমারদের জন্য সোশ্যাল নেটওয়ার্কিং-এ এক নম্বরে আছে ডিসকোর্ড । এটি C++, Java Script ও Paython প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দ্বারা ডেভেলপ করা ।

আমাদের স্টিমিট কমুনিটির জন্য এটি একটি খুবই গুরুত্ত্বপূর্ন যোগাযোগের মাধ্যম । আমাদের ডিসকোর্ড সার্ভারটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে "আমার বাংলা ব্লগ" এর ইউজারদের কথা মাথায় রেখে । অনেক গুলি সুবিধা সম্বলিত আমাদের ডিসকোর্ড সার্ভারটি তার যাত্রা শুরু করে মাত্র ৬ মাস আগে । এই মুহূর্তে ৩০+ পাবলিক ও প্রাইভেট চ্যানেল রয়েছে আমাদের ডিসকোর্ড সার্ভারে । অসংখ্য অটোমেটেড সিস্টেম ইন্টিগ্রেটেড করা হয়েছে ইউজারদের সুবিধার্থে ।

"আমার বাংলা ব্লগের" অধিকাংশ ব্লগার খুবই সহজে আমাদের সাথে কমুনিকেট করতে পারেন এই ডিসকোর্ড সার্ভার এর মাধ্যমে । মোট ১০ জন মডারেটর আছেন আমাদের ডিসকোর্ড সার্ভার এর দায়িত্বে । সব চাইতে গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট আমাদের এই ডিসকোর্ড সার্ভার এর থ্রু তেই সংঘটিত হয়ে থাকে । যেমন -

  • সাপ্তহিক কমিউনিটি হ্যাংআউট
  • অ্যাডমিন ও মডারেটরদের মধ্যে পারস্পরিক মত বিনিময়
  • আমার বাংলা ব্লগের পোস্ট কিউরেশনের জন্য ডেইলি নোমিনেশ পাঠানো
  • স্টিমিট abuse রিপোর্ট করা ও রিসোলিউশন এর জন্য কমিউনিকেশন
  • আমার বাংলা ব্লগের টিকেটিং সাপোর্ট সিস্টেম
  • "আমার বাংলা ব্লগ" লার্নিং স্কুল প্রজেক্টটি সম্পূর্ণভাবে আমাদের এই ডিসকোর্ড সার্ভারেই পরিচালিত হয়ে থাকে
  • এবং ফান

এখন আমাদের ডিসকোর্ড সার্ভার কিন্তু কোনো ফ্রি সার্ভার নয় । প্রতিমাসে সার্ভার upgradation এর জন্য আমরা সার্ভার বুস্ট করে থাকি । এর মানে প্রতিমাসে নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে আমরা ডিসকোর্ড কোম্পানি থেকে বাড়তি কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকি । বেস্ট অডিও ও ভিডিও কোয়ালিটির জন্য, বেশি নিরাপত্তার জন্য, ম্যাক্সিমাম সাইজের ফাইল শেয়ারিং এর জন্য আমরা এই সার্ভার boost গুলো করে থাকি ।

এখন, আজ থেকে আমি আমার অ্যাডমিন প্যানেলের প্রত্যেক অ্যাডমিন ও মডারেটরদের কাছ থেকে মাসে অন্তত দুটি ক্লাসিক বুস্ট আশা করছি । এই অনুরোধ প্রত্যেকে মানতে বাধ্য আজ থেকে ।

বর্তমানে আমি সার্ভার owner হিসাবে মান্থলি ১৪ টি সার্ভার বুস্ট করে থাকি । এটা আমি কন্টিনিউ করে যাবো । কিন্তু, এর সাথে প্রত্যেক অ্যাডমিন ও মডেরেটরকে মাসে দুটি সিঙ্গেল বুস্ট করতেই হবে ।এটি বাধ্যতামূলক করা হলো আজ থেকে ।

Untitled.png

Untitled2.png

Untitled3.png


ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অবশ্যই করব দাদা। দশের লাঠি একের বোঝা। সবাই মিলে অংশগ্রহণ করলে ব্যাপারটি আরো সুন্দর দেখাবে। আমি নিশ্চিত আমাদের এডমিন এবং মডারেটর প্যানেলের কেউই দ্বিমত পোষণ করবে না। ধন্যবাদ দাদা এত চমৎকার একটি জায়গা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

দাদা আমি মনে করি আপনার প্রতিটা কাজ খুব সুন্দর সাজানো বসানো হয়। আর এটা একটু হলেও বুঝি যে এত সুন্দর করে সবকিছু সাজানোর জন্য আপনাকে কি পরিমান বুস্ট করতে হয়। যেদিন শুনেছিলাম আমরা যে রাতে লুডু খেলি তার জন্য আপনাকে প্রতিমাসে 500 ডলার দিতে হয় তখন আরো বুঝেছি কি পরিমান বুস্ট করে সবকিছু আপনি সাজিয়েছেন। এডমিন প্যানেল এবং মডারেটর প্যানেল এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় দাদা।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিটি উদ্যোগ আমাদের জন্য কল্যাণকর । ডিসকড এর মাধ্যমে সকল এডমিন ও মডারেটর সহ আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সাথে আন্তরিকতা তৈরি হয়েছে। এর মাধ্যমে আমরা একে অপরের সাথে খুবই সুন্দর ভাবে সকলের খোঁজখবর রাখতে পারি। তাছাড়াও আমরা সবাই মিলে অনেক আড্ডা আনন্দ করতে পারি। শুভকামনা রইল দাদা, শুভকামনা রইল আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য বৃন্দের প্রতি।

জ্বী ধন্যবাদ দাদা, আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন এবং মডারেটর অবশ্যই এটা করবে এবং কমিউনিটির সাথে সর্বদা থাকবে। আমার বাংলা ব্লগ শুধুই কমিউনিটি না এটা এখন আমাদের নিকট পরিবারের মতো।

কমিউনিটির সব মেম্বারদের সাথে আমাদের দূরত্ব অনেকটাই কমে এসেছে এই ডিসকর্ড সার্ভারের জন্য। মেম্বারদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং টাও অনেক বেড়েছে।

আপনি অনেক ভাল একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের প্রত্যেক এডমিন মডারেটরদের উচিত আমাদের এই সার্ভার টাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া।

গত মাসের ২৮ তারিখে আমি একটি বুস্ট করেছিলাম। এই মাসের ২৮ তারিখে প্যাকেজটি রিনিউ করলে পুনরায় করতে পারব আশা করি।

বুস্টিং এর দ্বারা সার্ভার থেকে বড় ফাইল শেয়ারিং, ফাস্টার এক্টিভিটি ও অন্যান্য আরো অনেক ফিচারগত সুবিধা পাওয়া যাবে। আগামী দিনে ভিডিও শেয়ারিং এর মাধ্যমে ক্লাশ নেয়াটা আরো ফাস্ট ও সহজ হবে। শেষ কার্যক্রম এর কথাটি ভাল লেগেছে। আর মজা। হা হা। ধন্যবাদ

আমি সর্বোচ্চ বুস্টিং টাই করে রেখেছি কাল । তারপরেও আমি চাইবো প্রত্যেক অ্যাডমিন এবং মডারেটর মাসে দুটি ক্লাসিক বুস্ট করেন

দাদা ধন্যবাদ আপনাকে। আপনার আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ।আপনার পোষ্টের মাধ্যমে ডিস্কোর্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যা আমাদের অজানা ছিল। আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যই ডিস্কোর্ড কে ভালোবাসি। এর মাধ্যমে আমরা প্রতিটি সদস্য একে অপরের সঙ্গে অনেক ভালোভাবে কমুনিকেট করতে পারি।

আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই, দাদা সব সময় আমাদের জন্য এতো কিছু চিন্তা করে সব কিছু ঠিক করার। যাতে আমরা সব চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারি।

আপনে সব সময় আমাদের ভালোর জন্য নতুন নতুন উদ্দ্যোগ গ্রহণ করে যাচ্ছে। যা আমাদের পথ চলাকে এগিয়ে নিতে সাহায্য করছেন। আশা করি আমরা সবাই আপনার দেখানো নিয়ম মতো চলতে পারব।

আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা দাদা🥰🥰

দাদা আপনাকে ধন্যবাদ জানাই সকলের জন্য সব কিছু সহজ করে দেওয়ার জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের এই সার্ভারকে আরো শক্তিশালী এবং সব কিছুর মান উন্নয়ন করতে।যেহেতু আমাদের এখন অনেক মেম্বার, সেহেতু আমরা যা করার সব কিছুই করবো।

দাদা আপনার একটি জিনিস আমার কাছে খুব ভালো লাগে। সেটি হলো আপনি প্রতিটি ইউজারকে এত ভালবাসেন। যে তাদের সব দিক থেকে নিরাপদ রাখার জন্য যা করা দরকার সব কিছুই করেন।

দাদা আমরা অবশ্যই এটা করতে চাই , ডিসকোর্ড সার্ভার কে যতটা উন্নত করা যাই আমরা তার যথেষ্ট চেষ্টা করে যাবো, কারণ ডিসকোর্ড শুধু একটি Apps ই
সোশ্যাল নেটওয়ার্কিং এপ্লিকেশন এটা , যার মাদ্ধমে আমরা অনেক সুবিধা গ্রহণ করতে পারছি , ১০০ এর উপরে মানুষের সাথে আমরা সুন্দর ভাবে কমিউনিকেশন করতে পারছি, ভিডিও , অডিও , নানা ধৰণের ডকুমেন্ট ট্রান্সফার ইত্যাদি সুবিধা গ্রহণ করতে পারছি এই ডিসকোর্ড এর মাদ্ধমে। তাই ডিসকোর্ড কে আরো উন্নত করার দায়িত্ব আমাদের সকলের , দাদা আপনি আমাদের সুবিধার জন্যে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ।

হ্যালো, আপনার ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি ফ্রান্সে আছি এবং আমি ডিসকর্ড প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছি যা একটি চমৎকার যোগাযোগ সরঞ্জাম যা সম্ভবত একটি সামাজিক নেটওয়ার্ক হিসাবে সেরাগুলির মধ্যে একটি হতে পারে, একটি অ্যাপ্লিকেশন মিস করা যাবে না... সুন্দর দিন তোমাকে

আমার বাংলা ব্লগের ডিসকর্ড সার্ভার খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার মনে হয় না অন্য কোন কমিটিতে এত সুন্দর ভাবে ডিসকর্ড সার্ভার সাজানো হয়। এখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রতিনিয়ত এই কমিউনিটিতে কাজের পাশাপাশি অনেক বেশি বিনোদন পাচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে ইন্টারটেইনমেন্ট খুবই জরুরী। যা আমার বাংলা ব্লগের ডিসকর্ড সার্ভার আমাদেরকে দিয়েছে। আমি আমার বাংলা ব্লগের এডমিন প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করার জন্য।

ডিসকর্ড সার্ভার হলো আমাদের জন্য একটি বিনোদনের জায়গা। এখানে আমরা আমাদের মনের ভাবগুলা সবার সাথে ভাগ করে নেই। সবার সাথে নিজের সমস্যা গুলো শেয়ার করতে পারি খুবই সহজে। বিনোদনের পাশাপাশি এখানে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থাও রয়েছে। আমরা এখানে সকলে একসাথে একই পরিবারের মতো কাজ করে যাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি হচ্ছে আমাদের কাজের জায়গা। আর এই ডিসকর্ড সার্ভার হল আমার বাংলা ব্লগ অর্থাৎ এই পরিবারের সকলের সাথে যোগাযোগ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিনিয়তই দাদা আমাদের জন্য নতুন নতুন উপহার নিয়ে হাজির হচ্ছেন এই ডিসকর্ড সার্ভারে। ধন্যবাদ আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে।

Loading...

দাদা আমাদের জন্য এত ব্যয়বহুল খরচ করছেন। তার মধ্যে আবার আমাদেরকে অনেক আনন্দ-ফুর্তিতে রেখেছেন। আমাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন নিস্বার্থহীন ভাবে । আমাদের মডারেটর ভাইয়েরা অবশ্যই আপনার কথা রাখবে এই বিশ্বাসটুকু আমার আছে। দাদা আপনার প্রতি ভালোবাসা অবিরাম।

দাদা, আপনার এই উদ্যোগে আমি খুবই খুশি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল, আপনি আমাদের বিষয় বিবেচনা করেন, প্রতিনিয়ত আপনি সবার সুবিধার্থে কাজ করে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা।

দাদা অনেক ভালো লেগেছে আপনি বুস্টিং করেছেন ডিসকর্ড এ, আসলে আমি ডিসকর্ড সম্পর্কে তেমন কিছুই জানতাম না, আমার বাংলা ব্লগ এ এসে জানছি।

অনেক অনেক ধন্যবাদ দাদা ডিসকর্ড এ এতো বড় বুস্টিং করার জন্য। 😍

  ·  3 years ago (edited)

যথা আজ্ঞা । ধন্যবাদ সুন্দর একটি উদ্যোগ ধারাবাহিকতার নীতিতে নিয়ে আসার জন্য । আমরা অবশ্যই স্ব-স্ব স্থানে থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করব । ধন্যবাদ ভাই ।

আমার বাংলা ব্লগের এডমিন এবং মডারেটরদের কার্যক্রম ও সুন্দর করে সম্পূর্ণ কমিউনিটি পরিচালনা সকলকে মুগ্ধ করে যাচ্ছে। আমাদের কমিউনিটির মতো সুযোগ-সুবিধা অন্য কোন কমিউনিটিতে পাওয়া খুবই কঠিন। প্রতিদিন আমাদের মত মত বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাও খুবই কষ্টের। সম্পূর্ণ প্রচেষ্টা দাদার একার। আমাদের বন্ধনগুলো আরো অনেক শক্তিশালী হোক এই দোয়া এবং প্রত্যাশা রইল।

খুবই খুশি লাগছে। আমাদের ডিস্কর্ড সার্ভার টা অনেক গুলা ফিচার নিয়ে বেশ সুন্দর হয়েছে। আমি খুবই আনন্দিত।

এটি একটি দুর্দান্ত অর্জন, আমি এই সম্প্রদায়ের বিরোধে আছি এবং আমি সেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পেতে সক্ষম হয়েছি। আমি প্রায়ই আলোচনা সার্ভারে পড়ি এবং সবকিছু খুব ভাল দেখায়। আপনাকে @rme শুভেচ্ছা এবং এই মহান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা।

ডিসকর্ড সার্ভার সম্পর্কে অনেক কিছু ধারণা পেলাম।এছাড়া এই সার্ভারের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে খুবই ভালো সম্পর্ক গড়ে তুলতে পারছি।এটি খুবই ভালো উদ্যোগ কমিউনিটির জন্য।ধন্যবাদ দাদা।

এটা খুব ভালো উদ্বোগ নিয়েছেন দাদা ।সব দিক মিলিয়ে আপনার মেহনত চেষ্টায় আমরা সবাই আমার ব্লগের সাথে থাকতে পারতেছি এবং ডিসকোডে একটা সুন্দর পরিবারের মতো মিলিমিশে সবার সুখ দু:খ শেয়ার করতে পারতেছি ।ধন্যবাদ দাদা আপনার জন্য দোয়াও শুভ কামনা রইলো ।

অনেক সুন্দর একটি উদ্যোগ দাদা, সার্ভার বুষ্ট হিসাবে আমাদের প্রিয় দাদা সবসময় কাজ করে যেতো, কিন্তু বর্তমানে সকল এডমিন এবং মডারেটরদের মাসে অন্তত দুটি করে সার্ভার বুষ্টিং করার উদ্যোগ জারি করা হলো। ডিস্কট থেকে আমরা আসলেই অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকি, ধন্যবাদ দাদা অনেক সুন্দর একটি যুক্তিশীল উদ্যোগ চালু করা হয়েছে। ধন্যবাদ

আমাদের উপকার্থে ডিসকর্ডের অপশন গুলো আমার কাছে খুবই প্রিয় লাগে।

ডিস্করড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা খুব সহজেই এটির মাধ্যমে অন্যর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি ধন্যবাদ দাদা এটাকে আরো মজবুত করার জন্য।

অনেক ভালো উদ্যোগ নিয়েছেন দাদা। এতো সুযোগ সুবিধা থাকার পরেও আর নতুন কিছু নিয়ে আসলে খুব ভালো লাগবে।😍😍

Discord আসলেই খুব চমৎকার মাধ্যম মতবিনিময় করার জন্য । এই চমৎকার উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা । নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আমার বাংলা ব্লগ পরিবারে অংশগ্রহণ করতে পেরে ।

ডিস্কর্ড সম্পর্কে আগে এতো আইডিয়া ছিল না। আমার বাংলা ব্লগের ডিস্কর্ডে জয়েন হবার পর থেকে কিছুটা বুঝতে পেরেছি। ফেইসবুক,টুইটটার,ইন্সট্রাগ্রাম থেকেও ডিস্কর্ডে অনেক নিরাপত্তা। আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমার বাংলা ব্লগের সকল সদস্য এই বিষয়ে অবগত হয়েছে। দাদা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, ❤️

দয়া করে আমার আইডি টা ভেরিফাই করে দিয়েন.

দাদা আমি মনে করি আমার বাংলা ব্লগের জন্য আপনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। সকলের বিষয় টি নজরে আনা উচিত। ধন্যবাদ দাদা।

দাদা, প্রথমেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি দিন দিন আমাদের কাজ গুলো সহজ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ডিসকর্ড বুস্টিং ব্যবহার করে আমরা আমাদের কাজ আরো সহজে করতে পারবো। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমার বাংলা ব্লগ কমিউনিটি সবকিছু কাজ মূলত এই Discord এর উপর থেকেই সম্পন্ন করা হয়। তাই Discord আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।