দুই মিনিটে ঝটপট কার্টুন স্কেচ এর কৌশল

in hive-129948 •  3 years ago 

হ্যালো guys,

আশা করি সবাই ভালোই আছেন । আপনারা সবাই জানেন যে আমাদের কমিউনিটিতে ট্রেসিং করে স্কেচ করা হাইলি discouragable । তারপরেও অল্প কয়েকজন এখনো ট্রেস করে আর্ট করে চলেছেন । এটা সত্যি দুঃখজনক । আসলে আর্ট টা আপনাদেরকে শিখতে হবে । আর ট্রেসিং করে আর্ট করলে জীবনেও কিছুই শিখতে পারবেন না ।

আর্ট আসলে কি ? কল্পনা কে বাস্তবে পেন্সিল, রং-তুলির টানে রূপায়িত করা । সেই কল্পনা কোনো জাগতিক বস্তু, প্রাণী, গাছপালা অথবা প্রকৃতি হতে পারে । অথবা নিজের চিন্তা ভাবনা, অবাস্তব কল্পনাও হতে পারে । এই আর্ট করার কৌশলটা কি ?

একটি বাড়ি নির্মাণের মতোই কিন্তু একটি আর্ট নির্মাণ । বাড়ি নির্মাণের সময় আগে কি করে হয় ? প্লানিং । আর্ট এর ক্ষেত্রেও তাই । আগে প্ল্যানিং করতে হয় সমগ্র আর্টটি কেমন হবে সে ব্যাপারে । এরপরে বাড়ির একটা নকশা যেমন তৈরী করতে হয় আর্ট এর ক্ষেত্রেও তাই । মূল আর্টটি শুরু করার আগে অনেকগুলি ডামি আর্ট করে প্রাকটিস করে নিতে হয় । এক প্যাটার্ন তৈরী করে নিতে হয় । এরপরে বাড়ির যেমন একটা stracture তৈরী করতে হয় লোহার রড দিয়ে ঠিক তেমনই আর্টের ক্ষেত্রে পেন্সিল দিয়ে এক স্ট্রাকচার খাড়া করতে হয় । এরপরে বাড়ি তৈরির মতোই তাতে ইট বালি সিমেন্টের মতো ডিটেলস যোগ করতে হয় ব্রাশ স্ট্রোকের মাধ্যমে । বাড়ির যেমন বিভিন্ন দেয়ালে বিভিন্ন কালার করতে হয় আর্টের ক্ষেত্রেও তাই । নানা রঙের কম্বিনেশনে আর্টের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় । বাড়ির ইন্টেরিয়র design এর মতো এরপরে আর্টের সামগ্রিক অলংকরণ শুরু করতে হয় । সূক্ষ থেকে সূক্ষ হয়ে তুলির টান । রঙের বাহার । প্রত্যেকটি ডিটেলসকে সম্পাদনা করা হয় ।আর্টিকে যতটা সুন্দর করার কাজ এই স্টেজেই করতে হয় । এটাই লাস্ট স্টেজ । এই স্টেজে আপনার পারফরম্যান্সের উপরেই নির্ভর করে আপনার আর্টটির সৌন্দর্য, সার্থকতা ।

নিচে আমি একটা কার্টুন গরুর মাত্র দুই মিনিটে আর্ট করার কৌশল দেখানো হলো । **এটা কোনো কমপ্লিট স্কেচ নয় । এটা মূল স্কেচের জাস্ট একটা stracture । পেন্সিল এর টান ট্যারা ব্যাকা করেছি ইচ্ছে করেই ।

আপনাদের টাস্ক : মূল স্কেচটি করবেন । এই stracture টি ফলো করে । ভালো স্কেচ গুলি শাই ফক্স দিয়ে curate করা হবে । প্রতিটা স্টেপ শেয়ার করবেন । আর এই পোস্টের কমেন্টে আপনার স্কেচ পোস্টের লিংকটি দিয়ে দেবেন । সময়কাল : ১ সপ্তাহ


IMG_20211127_124221.jpg

IMG_20211127_124244.jpg

IMG_20211127_124336.jpg

IMG_20211127_124452.jpg

IMG_20211127_124555.jpg

IMG_20211127_125014.jpg

IMG_20211127_125029.jpg

IMG_20211127_125121.jpg

IMG_20211127_125207.jpg

IMG_20211127_125300.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর করে একেছেন দাদা। যেভাবে আপনি একেছেন এর ধাপগুলি সম্পূর্ণ স্পষ্ট। খুব সুন্দর করে আপনি আকার কৌশল দেখিয়ে দিলেন ২ মিনিটেই। কিছু কৌশল অবলম্বন করলে আর্ট করা অনেক সহজ।

কি আর বলব দাদা জাস্ট অসাধারণ। আর্ট নিয়ে আপনি অনেক সুন্দরভাবে প্রথমেই আমাদের মাঝে তুলে ধরেছেন।আর্ট কি...? কিভাবে করতে হবে..? এইসব বিষয়ে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে প্রতিটা লাইন চমৎকারভাবে উপস্থাপন করেছেন। যেটার মাধ্যমে আমরা জানতে পেরেছি আর্ট কেন করব এবং কিভাবে করব। সর্বশেষে
আমি সত্যিই আপনার আর্ট দেখে মুগ্ধ হয়েছি। প্রথম দুইটা চিত্র দেখে ভাবছিলাম এটা কিভাবে গরুর চিত্র হতে পারে, কিন্তু নিচের দিকে যেয়ে দেখলাম সত্যিই এটা একটি গরুর চিত্র। যা দেখে আমি রীতিমত অবাক হয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত অল্প সময়ে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

x থেকে ox সত্যি দাদা অসাধারণ। আপনার স্টেপগুলো সত্যি অসাধারণ ছিল। সত্যি বলতে আর্ট করতে আমারও অনেক ভালো লাগে। আমিও ট্রাই করবো আপনার স্টেপ ফলো করে চিত্রটি আঁকার জন্য।
ধন্যবাদ, দাদা। সুন্দর টিউটোরিয়াল শেয়ার করার জন্য।

সত্যি দাদা অনেক ভালো লাগছে আপনি আর্ট করার পাশাপাশি আর্ট নিয়ে অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। এখনো ট্রেস করে অংকন চলছে এটা সত্যিই খুবই দুঃখজনক। আসলে কল্পনাই করতে হয় অংকন। ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে অংকন করা উচিত এবং অথবা আর্ট করার কৌশল আপনি দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।

  • একটি বাড়ি নির্মাণ এর সাথে তুলনা করেছেন আসলেই আগে কি কি করতে হয় তা প্ল্যানিং করতে হবে এবং বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে হবে তাহলে একটি মাথার ভিতর চলে বুদ্ধি চলে আসবে।

নিচে আপনি একটি গরুর কার্টুন 2 মিনিটে অঙ্কন করেছেন বেশ ভালই লাগলো। আসলে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনি এর আগে অনেক অংকন করেছেন। অনেক সুন্দর ছিল এবং দুই মিনিটে অঙ্কন করেছেন এটা আমার অনেক ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

আমি আঁকাআকি খুব ভয় পাই এবং ছাত্র জীবন থেকেই আঁকাআঁকি থেকে একটু দূরে থাকতাম। এখন মনে হচ্ছে খুব সহজ এবং পারব। আর মনে হয় দূরে থাকা যাচ্ছে না। এবার মনে হয় পেন্সিল নিয়ে নেমে পড়তে হবে। দাদার হাত ধরে এবার আঁকাআঁকির হাতটা কিছুটা তৈরি করা দরকার অন্তত শুরুটা করা যাক। অনেক ধন্যবাদ এবং আমি পার্টিসিপেট করব।

আসলেই আঁকাআকিটা একেবারে বিল্ডিং তৈরি করার মতোই যেমনভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। শুধুমাত্র কল্পনা টাকে রংতুলি পেন্সিল দিয়ে ফুটিয়ে তোলা।

আপনি যথার্থই বলেছেন বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমাদের যেমন ধাপে ধাপে প্ল্যান করে এগিয়ে যেতে হয় আর্টের ক্ষেত্রে ঠিক তেমনভাবেই এগিয়ে যেতে হয়। আপনি 2 মিনিটের ভেতরে যে স্কেচটি করে দেখিয়েছেন তা সত্যিই অসাধারণ। পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে একটি গরুর মাথার স্কেচ করেছেন ।যেহেতু প্রতিযোগিতার আয়োজন করেছেন চেষ্টা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ।

সত্যিই দাদা প্রথমে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং আপনার চিত্রাংকন টি খুবি সুন্দর হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

উরি বাবা! দারুন টেকনিক দাদা🤩🤩🤩👌👌

দুই মিনিটে ঝটপট কার্টুন স্কেচ শুনেই আমি অবাক। আসলে কিভাবে সম্ভব দুই মিনিটে কার্টুন স্কেচ আঁকা। আমি অবাক হয়ে গেছি দাদা। দাদা আপনার পোস্টটি সম্পুর্ণ দেখার পর মনে হল আসলেই তো দুই মিনিটের মধ্যেই অংকন করেছেন। হয়তো আমার এর চেয়েও বেশি সময় লাগতে পারে। দাদা আপনার সৃজনশীলতাকে সম্মান জানাই। দাদা এত ব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে নিত্য নতুন পোস্ট নিয়ে আসতেছেন। সত্যি আমার খুব ভালো লাগতেছে দাদা। আপনার জন্য শুভকামনা রইল, দাদা আপনি ভাল থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকবেন এই কামনা করি।

ছবি আকার কথা শুনলেই যেনো আমার কেমন জানি লাগে।পারবোনা পারবোনা এমন লাগে। স্কেচ তো দূরেই থাক। এটা তো চেস্টা করতেও ভয় লাগে। কিন্তু আপনি কি সুন্দর করে এঁকে ফেললেন তাও এতো কম সময় কম স্টেপ এ। সত্যি অসাধারন। আমিও চেস্টা করবো এভাবে আঁকার। জানি না পারবো কিনা তাও চেস্টা করতে দোষ কি।

দাদা অসাধারণ সুন্দর আর্ট করেছেন। দেখেই মনে হচ্ছে সম্পূর্ণ ম্যাজিক আর্ট হয়েছে। সত্যি দাদা আপনি আমার অসাধারণ বুদ্ধি এবং প্রতিভার অধিকারী।দাদা,আপনার এই আর্টটি প্রথমে দেখেই মাথার ভিতরে চক্কর দিল। তারপরে বুঝতে পারলাম আপনার দুই মিনিটের ঝটপট কার্টুন আর্ট। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি দীর্ঘজীবি হউন।

ওয়াও দাদা অসাধারণ, মাত্র ২ মিনিটে আমাদের মাঝে এত সুন্দর গরুর স্কেচ তৈরি করেছেন দেখে আসলেই আমি অনেক মুগ্ধ। আমাদের প্রিয় দাদার অনেক প্রতিভা রয়েছে স্কেচ তৈরিতে। গরুটি দেখতে অনেক কিউট হয়েছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে অংকন তো এটাকেই বলে। যে যেকোন একটা দাগ থেকে সুন্দর কিছু তৈরি করা কিন্তু আমি তো আসলে অংকন যেভাবে করতে পারি না। তবে অংকন করার চেষ্টা করবো আপনার অংকনটি।

2 মিনিটে কার্টুন স্কেচ দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম।আপনি অনেক চমৎকার একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন স্কেচ তৈরি করা তো বাড়ি তৈরি করার মতোই। যদি প্ল্যান করা না হয় তাহলে কোন কাজ সম্পন্ন করা যাবে না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটি স্কেচ সামাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ওয়াও দাদা আপনি অনেক সুন্দর ভাবে একটি গরুরের মাথা দুই মিনিটের মধ্যে তৈরি করছেন।দেখতে বেশ চমৎকার লাগছে।আর আঁকার কৌশল বেশ ভালো দাদা।দেখে আমি মুগ্ধ হলাম ।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

আপনি এত সুন্দর ভাবে আপনার কল্পনাকে বাস্তবে রূপান্তর করেছেন খুব সহজ একটি কার্টুন স্কেচ আর্ট করেছেন যা সৃজনশীলতার অন্যতম বহিঃপ্রকাশ। আপনি খুব সুন্দর ভাবে সহজ পদ্ধতিতে কাটুন থেকেছেন আমার খুব ভালো লেগেছে। অবশ্যই আপনার এই স্কেচ আর্ট করব ।

একটি বাড়ি নির্মাণের মতোই কিন্তু একটি আর্ট নির্মাণ

শ্রদ্ধেয় দাদা আপনি খুব সহজ ভাষায় আর্ট সম্পর্কে বলেছেন এবং উদাহরণ দিয়েছেন। এতে করে আমাদের আর্ট সম্পর্কে বুঝতে অনেক সুবিধা হয়েছে। এই পোষ্টের মাধ্যমে আমাদের অনেক কিছু শিখার আছে। আর্টের কৌশলগুলো বলে দিয়েছেন একটি শিক্ষনীয় পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন প্রিয় দাদা।

  ·  3 years ago (edited)

এত সুন্দর ভাবে আমাদের সামনে এই কার্টুনটি ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনাকে অত্যন্ত ধন্যবাদ দাদা।আর আপনি সত্যি কথা বলেছেন দাদা আমাদের কল্পনাকে কাজে লাগিয়ে আট করা উচিত। Shy-fox থেকে আমাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত টা আসলেই অনেক আনন্দদায়ক

আপনি ঠিকই বলেছেন দাদা,

কল্পনা কে বাস্তবে পেন্সিল, রং-তুলির টানে রূপায়িত করা

কল্পনাকে বাস্তবে কেউ পেন্সিল দিয়ে অথবা কেউ রং তুলি দিয়ে রূপান্তর করে। আসলে আপনার কথাগুলো শুনলে ভালো লাগে। এত ব্যস্ততার মধ্যেও সব রকমের চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন। আমিও চেষ্টা করব মুল স্কেচটি করার। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

Fine

এধরনের হুট হাট চমৎকার সিদ্ধান্ত একমাত্র আপনার পক্ষে সম্ভব। আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে খুব চমৎকার একটি আর্ট অতি সহজেই করা সম্ভব। এমন অসাধারণ সৃজনশীল একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। 🥀
আমিও অংশ গ্রহণ করতে ইচ্ছুক। পোস্ট আসছে ।

হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন এবং অনেক সুন্দর করে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কোন কিছু অঙ্কন করতে হলে আগে তার ম্যাপ করে নিতে হয়। এবং কি একটি বাড়ি সাথে তুলনা করে আমাদেরকে অনেক সুন্দর করে উদাহরণটি বুঝিয়েছেন। একটা বাড়ি তৈরি করতে গেলে একটার পর একটা কাজ করতে হয়। ঠিক তেমনই একটা অংকণ করতে গেলে একটার পর একটা করে সম্পন্ন করতে হয়। আপনি মাত্র তিন মিনিট সময় নিয়ে খুব সুন্দর একটা চিত্র অংকন করেছেন। আসলে চিত্র অংকন বড় বিষয় নয়, আসল বিষয়টা হচ্ছে চিন্তাধারা এবং মনোবল। আমাদের সাথে এত সুন্দর একটা শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম দাদা।

দারুণ পদ্ধতি।দেখে খুব ভালো লাগলো।আমিও প্রথমে বুঝতে পারছিলাম না কোন আর্টটি করবো।আমার মনে ও নুসূরা আপুর মতো একই প্রশ্ন ছিল but আমি উত্তর পেয়ে গেছি।আমি অবশ্যই সকল নিয়ম মেনে অংশগ্রহণ করার চেষ্টা করবো ।অনেক ধন্যবাদ দাদা।

একটি বাড়ি নির্মাণের মতোই কিন্তু একটি আর্ট নির্মাণ । বাড়ি নির্মাণের সময় আগে কি করে হয় ? প্লানিং । আর্ট এর ক্ষেত্রেও তাই । আগে প্ল্যানিং করতে হয় সমগ্র আর্টটি কেমন হবে সে ব্যাপারে । এরপরে বাড়ির একটা নকশা যেমন তৈরী করতে হয় আর্ট এর ক্ষেত্রেও তাই ।

আর্ট করার কৌশল টি অনেক সুন্দর ভাবে উদাহরণ প্রয়োগ করেছেন। এবং কৌশল এর সাথে আর্ট করে দেখেছেন,যেন সঠিক পন্থা আমরা সবাই আর্ট করতে পারি। দক্ষতা ছাড়া কোন কিছুই করা সম্ভব নয় তবে নিজস্ব দক্ষতা সাথে বিশেষ কৌশল একত্রিত করে আর্ট করা সম্ভব।

দাদা আপনি একদম ঠিক কথা বলেছেন আর্ট হল একটি কৌশল। সবাই চাইলে আর্ট করতে পারে না। আবার যদি কেউ ইচ্ছা করে তাহলে নিজের দক্ষতা এবং কৌশলে সুন্দর করে আর্ট করতে পারে। প্রথমে আর্ট করার পূর্বে নিজের মনকে স্থির করতে হবে আমি কি আঁকবো। এরপর ধাপে ধাপে প্রতিটি পদক্ষেপে এগোতে হবে। একটি আর্ট সুন্দর করে তোলার জন্য আর্ট করার পূর্বে অবশ্যই কয়েক জায়গায় খসড়া করে প্র্যাকটিস করতে হবে। এভাবে কয়েক বার প্র্যাকটিস করার মাধ্যমেই হাতের দক্ষতা চলে আসবে। প্র্যাকটিস এর পাশাপাশি প্রবল ইচ্ছা শক্তি থাকলে দারুণভাবে কোন চিত্র অঙ্কন করা যায়। শুধুমাত্র ইচ্ছাশক্তি থাকলে হবে না সাথে সাথে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। যাইহোক আপনার অঙ্কনটি দারুন হয়েছে দাদা। আপনি আপনার অঙ্কনের প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এটা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দাদা দুই মিনিটে ঝটপট স্কেচ অঙ্কন করার কৌশল শেখানোর জন্য।

দাদা স্কেচ এর ক্ষেত্রে এটা একটি ভালো পদক্ষেপ ।এতে যাদের আর্টের ক্ষেত্রে দুর্বলতা আছে তাদের স্কেচ এর দুর্বলতা কমবে ।আরও সুন্দর ভাবে স্কেচ আমরা দেখতে পাবো ।পদক্ষেপটি খুব সুন্দর দাদা এতে অভিক্ষদের সামনে পাবো ।আপনার স্কেচটি আসোলেই খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বুজিয়ে দিয়েছেন ।ধন্যবাদ ও শুভকামনা দাদা এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য ।

দাদা মূল সমস্যা হচ্ছে এখানে সবাই আর্টিস্ট হয়েছে টাকার জন্য। সেজন্য তাদের আর্ট শেখার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা থাকলে শুধু ইউটিউব থেকে কপি করত না। নিজের মতো করে কিছু আঁকার চেষ্টা করতো। আপনি বেশ চমৎকার করে দেখিয়েছেন কিভাবে খুব সহজে আঁকা যায়। ধন্যবাদ দাদা।

একটি বাড়ি নির্মাণের মতোই কিন্তু একটি আর্ট নির্মাণ ।

দাদা এই কথাটা একদম ঠিক বলেছেন আপনি। একটি বাড়ি নির্মাণের মতোই একটি আর্ট নির্মাণ। কারন একটি বাড়ি তৈরিতে যেমন ভিত্তি লাগে তেমনই একটি আর্ট করতেও কিছু প্রক্রিয়া এবং প্রস্তুতি লাগে। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের আর্ট করতে ভালোবাসি। কিন্তু আমি বিভিন্ন ধরনের আর্ট করার আগে নিজে নিজে কিছু প্রস্তুতি নেই। কারণ হুট করে কোন আর্ট করা সম্ভব নয়। আমি কি আর্ট করব সেটি আগে লক্ষ্য স্থির করে নিতে হয়। আমি যদি সঠিকভাবে আর্ট করার লক্ষ্য স্থির করি তবেই আমি ভালোভাবে আর্ট করতে সক্ষম হই। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম দাদা। আশা করছি এরপরে আর্ট করার আগে আপনার এই কথাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা এবং আপনার জন্য শুভকামনা রইল।

আপনারা সবাই জানেন যে আমাদের কমিউনিটিতে ট্রেসিং করে স্কেচ করা হাইলি discouragable । তারপরেও অল্প কয়েকজন এখনো ট্রেস করে আর্ট করে চলেছেন । এটা সত্যি দুঃখজনক । আসলে আর্ট টা আপনাদেরকে শিখতে হবে । আর ট্রেসিং করে আর্ট করলে জীবনেও কিছুই শিখতে পারবেন না ।

এই জন্যই আমি, আমারটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিছুটা দেখতে খারাপ হলেও, একে বারে নির্ভেজাল।
আর মেকিদের রং পানিতেই নয় ঘামলেও ধুয়ে যায়। তার পর হয়ে যায় বিশ্রী।

ধারনা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। বুঝার মত ছিল। আশীর্বাদ চাইছি।

দাদা এই ব্যাপারটি তো আমার কাছে একেবারেই জানা ছিল না যে ২ মিনিটে এত সুন্দর ভাবে একটা স্কেচ করা যায়।
তবে আমি এটা নিয়ে একটু প্রশ্ন করতে চাই।তা হলোঃ আসলে আমি ব্যাপারটি ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারিনি। যদি আপনি আমাকে একটু বুঝিয়ে দিতেন মানে আমরা কি এই আর্টটাই তৈরি করবো? নাকি অন্য কোনো স্কেচ এইভাবে করে তৈরি করবো? আমি আসলে একটু বুঝতে পারিনি। আমাকে যদি একটু জানাতেন তাহলে আমি খুব খুশি হতাম,
ধন্যবাদ দাদা।

same art করবেন same stracture ফলো করে। কিন্তু, ডিটেলস আরো সুন্দর করতে হবে , আউটলাইন গুলো আরো সূক্ষ আরো স্মুথ করতে হবে ।

আচ্ছা দাদা বুঝতে পেরেছি।
রিপ্লাই দেওয়ার জন্যে অনেক অনেক অনেক ধন্যবাদ।

চমৎকার লিখেছেন দাদা ,আপনার লেখা পড়ে আমি মুগ্ধ। একটি আর্ট করতে কত সুন্দর পূর্বপ্রস্তুতির কথা আপনি বলেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।একটা আর্ট কে আপনি একটা বাড়ি তৈরির সঙ্গে তুলনা করেছেন ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দুই মিনিটে আপনি কি সুন্দর একটি স্কেচ তৈরি করে ফেললেন সেটা দেখে আমি তো অবাক হয়েছি। আস্তে আস্তে দেখতে দেখতে হঠাৎ একটি মুখের অবয়ব হয়ে গেল। খুবই সুন্দর হয়েছে আপনার স্কেচ টি।ধন্যবাদ আপনাকে দাদা।

প্রথমে ধন্যবাদ জানাই দাদা আপনাকে একটি আর্ট নিয়ে বা এই শিল্পকে নিয়ে আপনি যেভাবে বর্ণনা করেছেন তা সত্যি যে কোন নতুন আর্ট প্রেমীদের অনেক উৎসাহিত করবে, এটা আমার বিশ্বাস। আর তাছাড়া আমরা যারা মোটামুটি কম বেশি আর্ট করে থাকি, আপনার আজকের এই আর্ট শিল্পের দিক নির্দেশনা গুলো দিয়েছেন এগুলো কে কাজে লাগিয়ে আরো ভালো ভালো আর্ট উপহার দিতে পারব ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা গাইডলাইন আছে যদি সে গাইডলাইন নিয়ে এগিয়ে যায় তাহলে অবশ্যই সে তার সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবেই।

অসাধারণ হয়েছে দাদা আপনার চিত্রটি। আর অতি সহজে আপনার চিত্রটি তৈরি করে ফেলেছেন। আর চিত্র অঙ্কন করতে সত্যিই আগে থেকে পরিকল্পনা করা লাগে। না হলে চিত্রটাও সৌন্দর্য এবং কোন দিক দিয়ে পারফেক্ট হয় না।
ধন্যবাদ দাদা।

আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি সকল বিষয়ে পারদর্শী। আপনার অল্পসময়ের মধ্যে এত সুন্দর আর্ট দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আর্ট কি এবং কাকে বলে, আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে আমি আর্ট সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছি। আসলে পরিকল্পনা ছাড়া কখনোই সম্ভব না। সুন্দর পরিকল্পনা নিয়েই আর্ট করতে হয়, তাহলেই সুন্দর আর্ট অংকন করা মম্ভব।আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

দুই মিনিটে ঝটপট কার্টুন স্কেচ দেখে আমি প্রথমেই অবাক হয়েছি দাদা দুই মিনিটে কিভাবে সম্ভব। যখন আপনার পুরো পোস্ট টি ভালো করে পড়লাম এখন ঠিক বুঝতে পারলাম দাদা আপনার পক্ষে সবেই সম্ভব। আপনার সৃজনশীলতা দেখে আমরাও শিখতেছি প্রতিনিয়ত। সত্যি দাদা অসাধারণ একটি পদ্ধতিতে গরুর মুখ টা একেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

Fine

৬ নম্বর ছবিতে এসে বদলে গেলো সব ম্যাজিকের মত আমি মুগ্ধ।চেষ্টা করবো আঁকতে। আরো নতুন নতুন স্কেচ দিয়েন দাদা যাতে শিখে নিতে পারি।

দাদা আসলেই আপনি সব পারেন, কি যে পারেন না আমি মাঝে মাঝে ভাবি, আপনি প্রথমে খুব সুন্দর করে কিভাবে আর্ট করতে হয় এবং কৌশল শিখিয়েছেন। আমাদের কিছু কিছু ইউজার ট্রেসিং করে আকে এটা আসলেই দুঃখজনক, যাই হোক আপনার স্কেচটি অনেক সুন্দর ভাবে এঁকেছেন ইনশাল্লাহ কনটেস্টে পার্টিসিপেট করব। ভালোবাসা রইলো প্রিয় দাদা🥰🥰

দাদা আপনি একদম সত্যি কথা বলেছেন। আসলেই মনের ভিতর যদি চিন্তা এবং পরিকল্পনা না থাকে তাহলে কোন কিছুই করা সম্ভব নয়। একটি বাড়ি করতে যেমন প্রথমে পরিকল্পনা করতে হয়। আর্টও তেমনি পরিকল্পনা করে অংকন করতে হয়। কোথায় কি রকম জিনিস লাগবে এরা পরিকল্পনা ছাড়া কখন তৈরি করা সম্ভব নয়।কিভাবে তৈরি করতে হবে এর পরিকল্পনা করতে হয়। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং আপনার আর্ট আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই অল্প সময়ের মধ্যে সুন্দর আর্ট তৈরি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

দারুণ লিখেছেন দাদা। অংকনের জন্য অনেক ভাবনা চিন্তার প্রয়োজন হয়। প্রকৃত শিল্পি সেই যে তার মাথার চিন্তা হাতের আঙ্গুলে এনে সুন্দরভাবে খাতায় ফুটিয়ে তুলতে পারে। তখনই একটি আর্ট অন‍্যদের মন ছুয়ে যায়। আর্টের সম্পর্কে আপনি অনেক কিছুই বলেছেন। সত্যি এটা শিখতে হয়। এবং একটা ভালো আর্টিস্ট হতে হলে বছরের পর পর পরিশ্রম করতে হয়।

সত্যি দাদা অসাধারণ একটি পদ্ধতিতে গরুর মুখ টা একেছেন। আসলেই আর্ট একটা কৌশল। আর্ট খুবই সহজ যদি কেউ পরিকল্পনা মাফিক কৌশলে সেটা করতে পারে।।।।

দাদা খুব সুন্দর করে আর্টের বিষয়ে বর্ণনা করেছেন। যারা সত্যিকারে আর্টিস্ট তারা মনে হয় এভাবে প্লান করে ধীরে ধীরে আর্টটি সম্পূর্ণ করে। একেকটি আর্ট সম্পূর্ণ করতে অনেক সময় লাগে। আপনার আজকের আর্টটি দেখে মনে হচ্ছে এটা অনেকটা গাধার মত দেখতে। খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা আপনি। আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার। ধন্যবাদ আপনাকে।

দাদা এতো সুন্দর একটা ছবিকে এতো সহজে কয়েকটি ধাপেএঁকে ফেললেন। খুব সহজ কিছু ধাপে অসাধারণ একটি গরুর মুখ একে ফেললেন দাদা। আপনার প্রশংসা করলে তা কম হয়ে যাবে। কতো সহজে শিখে নিলাম এতো সুন্দর একটি আর্ট।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

দাদা খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে আর্ট কিভাবে করতে হয় এবং আর্টের কিভাবে কৌশল রয়েছে সেগুলো আমাদের সুন্দরভাবে বলে দিলেন। আসলেই আর্ট করতে হলে আমাদের বাড়ি তৈরি করার মতোই পরিকল্পনা করতে হবে। কোনো পরিকল্পনা ছাড়া আর্ট কখনোই সম্পূর্ণ এবং সৌন্দর্য হতে পারে না। বাড়ি তৈরি করতে যেমন পরিকল্পনা করতে হয়। তেমনি আর্ট করতেও সুন্দর পরিকল্পনা করতে হয়।আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

Fine

দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পোষ্টের মাধ্যমে আমরা আজকে বুঝতে পারলাম আর্ট কি এবং আর্ট কিভাবে করতে হয়। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং আপনার আর্ট আমার খুবি ভালো লাগছে, আপনি খুব সুন্দর করে আর্ট করেছেন।

আপনি দাদা, সত্যি চিন্তাশক্তি ও আর্ট বাস্তবতাকে অনেক সুন্দর রূপান্তর করেছেন। সত্যিই অনেক ভালো হয়েছে। আসলেই আমাদের মাঝে কি রয়েছে তা প্রকাশ করতে হবে নিজেই নিজেদের মধ্যে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে আর্ট করে শেয়ার করছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদা অবিরাম।

এত সুন্দর এবং সহজভাবে যে একটি চিত্র অঙ্কন করা সম্ভব তা আপনার এই পদ্ধতি না দেখলে বুঝতেই পারতাম না। এই পদ্ধতিতে খুব দ্রুত চিত্র অংকন করা সম্ভব। কিছু টেকনিক ফলো করে প্রতিটি চিত্র অঙ্কন করা সম্ভব।

কল্পনা কে বাস্তবে পেন্সিল, রং-তুলির টানে রূপায়িত করা।
আপনি একদম ঠিক বলেছেন দাদা। ট্রেসিং আর্ট করে কখনোই আর্ট শিখা সম্ভব না। এটা আমিও বিশ্বাস করি দাদা। তবে আপনার পেন্সিলে আকাঁ আর্টের ধাপগুলো দেখে মনে হচ্ছে খুব সহজ। আমি তেমন দক্ষনয় আর্টের ব্যাপারে, তবে আপনার আর্ট দেখে উৎসাহ পেলাম দাদা। এই স্কেচের বাকি আর্টটা নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করবো।

  ·  3 years ago (edited)

ওয়াও দাদা জাস্ট অসাধারণ। আপনি দুই মিনিটে অনেক সুন্দর কার্টুনের স্কেচ তৈরি করেছেন। আমি কখনো এতো সহজেই এটি করতে পারবনা। কিন্তু আপনার থেকে দেখে মনে হচ্ছে আমিও পারবো। আপনি খুব খুব সহজে কঠিন কাজটি সহজ করে শেষ করতে পারেন। আসলেই দাদা আপনি অসাধ্যকে সাধন করতে পারেন অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনার কাছ থেকে একটি আর্ট শিখে নিলাম। চেষ্টা করব আমিও নিজের মত করে একটি আর্ট শেয়ার করার ।ধন্যবাদ আপনাকে দাদা এত সহজে সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দাদা কার্টুন স্কেচ টা আপনি কত সহজেই আর্ট করলেন। একদমই সিম্পল ভাবে এটি আর্ট করা হয়েছে। একদমই কম সময়ে ,বুঝা যাচ্ছে যে কতটা কম সময়ে এটি অঙ্কন করা হয়েছে ,আপনার এই কৌশলটি খুবই চমৎকার লেগেছে আমার কাছে। খুবই সুন্দর ভাবে সম্পূর্ণ স্কেচ টি অঙ্কন করতে পেরেছেন। খুব অল্প সময়ের মধ্যে খুব দারুণ একটি আইডিয়া আপনার কাছ থেকে শিখতে পারলাম। পরবর্তীতে আমিও এই কৌশলটি কাজে লাগানোর চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রতিটা ধাপ ম্যাজিক মতো বদলে গেছে।আসলেই আর্ট এমনি হওয়া উচিত।অংকন এর আগে পরিপক্ব ভাবে পরিকল্পনা আর্ট এর সব থেকে বড় ধাপ।স্টাকচার দারুন ভাবেই হয়েছে এখন আমাদের প্রচুর চেষ্টা করতে হবে।ধন্যবাদ দাদা সুন্দর সুযোগ দিয়েছেন।

আরে বাহ! এটাতো সত্যি দারুণ আইডিয়া দাদা,
প্রথমে এক্স তারপর লাভ, মিনিংটা কিন্তু সত্যি দারুণ! কেমনে মিলাইলেন সেই চিন্তা করতাছি আমি, হা হা হা হা

তবে টাস্ক দেয়ার আইডিয়াটি আরো দারুণ হয়েছে, অন্তত্য নকল করার চেয়ে কিছু শেখাটা সত্যি বেশী ভালো বলে আমি বিশ্বাস করি। আশা করছি সবাই কিছুটা হলেও আইডিয়াটির মাধ্যমে কিছু শেখার সুযোগ পেয়েছে। ধন্যবাদ

দাদা আপনি বাড়ি নির্মাণের সাথে আর্ট করার খুব সুন্দর তুলনা দিয়েছেন। বাড়ির যেমন স্ট্রাকচার তৈরি করতে হয় ঠিক তেমনি কোনো আর্ট করতে গেলে প্রথমে তার স্ট্রাকচার বানিয়ে নিতে হয়। কার্টুন গরু মাত্র ২ মিনিটে আর্ট করার কলাকৌশলটি অসাধারণ দাদা। আমি অবশ্যই এই টাস্ক এ অংশগ্রহণ করব। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

প্রতিটি মুখাবয়বের আকৃতি অংকন করার আগে সেটির এঙ্গেল টি আগে বিবেচনা করতে হয়। তারপর একটি মুখের আকৃতি সাধারনত কত সাইজের হয় সেটির ধারনাও থাকতে হয়। যেমন একটি গরুর মুৃখ কিংবা যদি একটি মানুষের মুখ দুটোর সাইজ ভিন্ন হবে। তবে সব গরুর মুখের একটি গড় সাইজ থাকে আবার মানুষের মুখের ক্ষেত্রেও একি রকম গড় সাইজ থাকে। তারপর বিবেচনা করতে হবে এঙ্গেল যেমন ডান দিকে থেকে কিংবা বাম দিক থেকে দেখলে মুখের সাইজ চেঞ্জ হবে। অর্থাৎ আমরা যদি কোন মানুষের মুখ সোজাসুজি দেখি তবে নাকের দুপাশের সাইজ সমান প্রায় রাখতে হবে। আবার যদি ডান দিক অথবা বাম দিক থেকে দেখি তবে দুটো গালের সাইজ কম বেশী করে মূল মখের সাইজের সাথে মিলাতে হবে। যাই হোক দাদা আপনি সঠিক ভাবে এত বড় একটি বিষয় খুব ছোট্ট টেকনিক ব্যবহার করে শিখিয়ে দিলেন । অসাধারন দাদা । ধন্যবাদ শুভেচ্ছা নিবেন।

ওয়াও দাদা দারুণ তো দুই মিনিটে ঝটপট করে
কার্টুন গরুর স্কেচ তৈরি করেছেন।
দাদা খুব সহজ ভাবে স্কেচটি তৈরি করেছেন। তবে আমি তেমন ভালো আর্ট করতে পারি না তাই আর্ট করার আগ্রহ জাগে না।
সত্যি দাদা প্লানিং ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
দাদা আমি অবশ্যই চেষ্টা করবো আর্ট করার জন্য। আপনার প্রতিটি কথায় আমরা উৎসাহিত হই দাদা।

দুআ করি দাদা আপনি সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন।
সারা জীবন বেঁচে থাকুন হাসি খুশি ভাবে।
আমাদের সবার প্রিয় দাদা❤️

দাদা এটা কি মেয়ে গরু ছিল নাকি হাহহাহা চোখের পাপড়ি গুলাও দিয়েছেন সেই ছিল কিন্তু । আর হ্যা দাদা চেষ্টা করলে এক সময় ভালো কিছু করা সম্ভব। কিন্তু চুরি করলে সেটা আর হবে না। আর চোর কিন্তু ধরা পরবেই। আমার আবার অংকন করার খুব ইচ্ছে হয়েছে আপনার এই পোস্ট দেখে।

আপনি সত্যি দাদা অসাধারণ। আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়। আপনি এটা দুই মিনিটে কত সুন্দর করে সম্পূর্ণ করেছেন। আপনার মধ্যে মনে হয় অন্যরকম একটা ম্যাজিক আছে দাদা, তাছাড়া 2 মিনিটে এটা কিভাবে সম্ভব। আপনার প্রতিভা দেখে অবাক হয়েছি, বারবার শুধু আপনার প্রশংসা করতে ইচ্ছা করতেছে কিভাবে এটা সম্ভব। আপনি সত্যিই অমায়িক একজন ব্যক্তি। আপনার আগামীর জন্য শুভকামনা রইল দাদা।

দাদা,আপনি খুব ভালো স্কেচ করেছেন,এবং খুব সহজ ভাবে দেখিয়েছেন।আমিও আর্ট করতে পারি, কিন্তু কোন প্রাণীর ছবি আর্ট করতে পারিনা। আপনি যেভাবে সহজ পদ্ধতি দেখেছেন, এবার মনে হয় আমি পারব।দেখে দেখে।ধন্যবাদ দাদা

আমার বাড়ির কাজ

IMG_20211129_015031.jpg

https://steemit.com/hive-129948/@alauddinpabel/5ocroa

দাদা, আপনার স্টেপগুলো ফলো করে আঁকার চেষ্টা করেছি। আশা করি আমার করা পোস্টটি ভিজিট করবেন।

পোস্ট লিংক - https://steemit.com/hive-129948/@sikakon/diy-or-or-or-or-or-or-x-or-or-10-for-shy-fox

20211129_015636.jpg

প্রিয় ভাইয়া আপনার দেওয়া স্টেপগুলো ফলো করে আমার বাড়ির কাজ আমি আপনার সাথে শেয়ার করছি।
পোস্ট লিংক :
https://steemit.com/hive-129948/@gorllara/4nlkwd-diy-or-or

262322909_280176997456550_9130668176870673519_n.jpg

সহমত ভাই, আমিও এভাবেই প্ল্যানিং আর আলাদাভাবে প্র্যাকটিস করে নেই আগে তারপরই আর্ট করি। অনেক উৎসাহ পেলাম আপনিও এই বিষয় টা নিয়ে যখন তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভয় দূর করার জন্য। আমি ভেবেছিলাম এটাই বুঝি আমার দূর্বলতা যে আমি এভাবে আর্ট করি।

আসলে যে কোন কিছু করতে হলে পরিকল্পনা এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হয়।
আসলে যে কোন কিছু নির্মাণ করতে হলে যেমন ধৈর্য ধরতে হয় এবং আস্তে আস্তে সেই সকল জিনিস গুলোন উপকরণগুলো সম্পৃক্ত করতে হয় ঠিক তেমনি আর্ট এর ক্ষেত্রে এটা প্রযোজ্য।।

আর্ট সম্পর্কে খুব ভাল বলেছেন দাদা। যেগুলো আমাদের অবশ্যই জানা জরুরী।

অবশ্যই চেষ্টা করব আপনার নিয়মগুলো মেনে আর করা এবং নিজে নিজে কিছু উপহার দেওয়ার আমার বাংলা ব্লগ পরিবারকে।

অসাধারণ এঁকেছেন

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Sangat bagus saya sangat suka programnya Kamu yang suka ini Program yang sangat bagus dan penting

দাদা আমার অংশগ্রহণ লিংকঃ
https://steemit.com/hive-129948/@haideremtiaz/12kxvg-or-or-or-or

আমার বাড়ির কাজ-
https://steemit.com/hive-129948/@green015/dbq2z-diy-or-10

দাদা, আপনার স্টেপ ফলো করে (২৯-১১-২০২১) একটা গরুর মাথা আঁকছিলাম। আজকে আপনার স্টেপ ফলো করে একটা পরিপূর্ণ গরু আঁকলাম। যদি কষ্ট করে আমার পোস্ট ভিজিট করতেন অনেক খুশি হতাম।
আমার পোস্ট লিংক - https://steemit.com/hive-129948/@sikakon/3wfbcx-diy-or-or-or-or-or-or-x-or-or-10-for-shy-fox

20211201_130112-01.jpeg

যখন কেউ একটা আর্ট দেখে সবাই ভয় পায়।কারন একটা চিত্র ফাইনাল পর্যায়ে দেখলে অনেক কঠিন মনে হয়।কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে একটা চিত্র কে ফুটিয়ে তুলেছেন।সত্যিয় অনেক প্রশংসার যোগ্য।ধন্যবাদ দাদা এইরকম একটা পোস্ট আমাদের জন্য করার।যা আমাদের আঁকতে প্রেরণা যোগাবে।

  ·  3 years ago (edited)

দাদা আপনার দেওয়া ধাপ গুলো ফলো করে আমার বাড়ির কাজ আপনার সাথে শেয়ার করেছি।
পোস্ট লিংক:
https://steemit.com/hive-129948/@sshifa/rzrdq-diy-or-or

20211201_183050.jpg

দাদা আমার অংশগ্রহণ লিংকঃ

https://steemit.com/hive-129948/@nusuranur/6hswyf-or-or-or-or

Hermoso tutorial, se lo enseñe a mis niños y les encantó. Gracias por compartirlo.

আমার আঁকা একটি গরুর মান্ডালা:

IMG20211201225618.jpg

https://steemit.com/hive-129948/@monira999/2kmmww-diy-or-or

https://steemit.com/hive-129948/@swagata21/4qnjze-diy

WhatsApp Image 2021-12-02 at 11.26.39 PM.jpeg

দাদা আমার অংশগ্রহণ এর লিংক:

দাদা আপনার দেওয়া টাস্ক, আমার অংশগ্রহণ:

https://steemit.com/hive-129948/@alamin-islam/42ojb7-or-or-15-beneficiary-to-shy-fox-or-or-5-beneficiary-to-abb-charity

দাদা আমার অংশগ্রহণ,

https://steemit.com/hive-129948/@aflatunn/4d29km-diy-or-or

IMG-20211203-WA0002.jpg

দাদা আমার অংশ গ্রহণ https://steemit.com/hive-129948/@wahidasuma/diy-or-shy-fox

অসাধারণ

খুব সুন্দর হয়েছে ☺️