"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৮ :: পছন্দের পারফিউম নিয়ে আমার অনুভূতি

in hive-129948 •  3 years ago  (edited)


ছবির উৎস : কপিরাইট ফ্রী PixaBay


বিয়ের আগে আমার শয়নকক্ষে তেমন একটা পারফিউম কোনোদিনই ঢোকেনি । ব্যাচেলর মানুষ, তাই কখনো ফগ (Fogg) কখনো বা এক্স (AXE) বডি স্প্রে দিয়েই কাজ চালিয়ে দিতাম । দামি সুগন্ধি ব্যবহার করার তেমন কোনো সুপ্ত বাসনা কোনো কালেই মনের গভীরে ছিল না । বিয়ের পর পরই তার ব্যত্যয় ঘটলো । বধু বেশে তনুজা যখন আমাদের বাড়িতে প্রবেশ করলো সেই দিনটি থেকে নানান ধরণের পারফিউম এর সাথে আমার পরিচিতি হলো ।

এর ফলশ্রুতিতে দেশি বিদেশী নানান ধরণের নামি অনামি ব্রান্ডের পারফিউম ইউজ করতে শিখে গেলুম । এমনকি আফটার শেভ লোশনও বেশ দামি ব্র্যান্ডের কেনা শুরু হলো । তনুজাই কিন্তু এগুলো কিনতো । লাস্ট ইউকে, জার্মানি থেকে আর সিঙ্গাপুর থেকে তিনটি বেশ দামি পারফিউম কেনা হয়েছিল । তার মধ্যে একটি ইতিমধ্যে শেষ । করোনার জন্য আবার কবে বিদেশ থেকে পারফিউম কেনা যাবে এটা অনিশ্চিত হওয়ার কারণে বেশ হিসেব করে বাকি দুটো পারফিউম ব্যবহার করা হয় এখন ।

তবে দেশি পারফিউম অনেকগুলিই আছে । সেগুলিই বেশি ব্যবহার করা হয়ে থাকে ।

IMG_20220603_204509.jpg
বাকি দুটি সেই পারফিউম

আমি ফগ না হয় এক্স মেরে দেই বাইরে কোথাও যেতে গেলে । আমাদের টিনটিন বাবুও বেশ লাইক করে পারফিউম । তো এগুলো তো গেলো সব তনুজার প্রিয় পারফিউম এর কথা । এবার আসা যাক আমার প্রিয় পারফিউম এর কথায় ।

পারফিউম আমার জীবনে সেরা দুটি । এই দুটি পারফিউম আমার মনকে সব সময় উতলা করে তোলে । আমি বার বার এর মাদকতায় মুগ্ধ আবেশে নিজেকে হারিয়ে ফেলি । আমার কাছে এই দুটি পারফিউম এর চাইতে পৃথিবীর আর কোনো পারফিউম ভালো লাগেনি । তাই, আমি পারফিউম সেভাবে মাখি না ।

আমার মতে যতদিন বেঁচে থাকবো পৃথিবীর কোনো পারফিউম এই দুটি পারফিউম এর ধারে কাছেও ঘেঁষতে পারবে না ।

প্রথম পারফিউমটি যেটি আমি পৃথিবীর সবার সেরা পারফিউম মনে করি সেটি হলো - শৈশবে যখন আমার মা'কে জড়িয়ে ধরে তাঁর বুকে মুখ লুকিয়ে গল্প শুনতাম তখন মায়ের গায়ের যে সুগন্ধটা পেতুম সেটি । পার্থিব কোনো সুগন্ধির সাথে যার কোনো তুলনা করা চলে না কোনোমতেই ।

আর দ্বিতীয়টি হলো আমার বাচ্চার গায়ের অদ্ভুত সোঁদা গন্ধ । এ গন্ধে আমার মন ব্যাকুল হয়ে ওঠে । পিতৃস্নেহ অতি বিষম বস্তু, সন্তানের গায়ের গন্ধে সেই অনুভূতি তীব্রতা ধারণ করে । তার শরীরের এই গন্ধেই আমি নিজের শৈশবকে ফিরে পাই বার বার । পিতার ভালোবাসা আর মায়ের ভালোবাসার মাঝে পার্থক্য খুঁজে পাই না কোনো ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আমারও কোন পারফিউম এর প্রতি তেমন কোনো আকর্ষণ নেই দাদা। তবে দাদা আপনি ঠিকই বলেছেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ পারফিউম হলো মায়ের আঁচলের সেই গন্ধ। এটার সাথে আসলে কোন পারফিউমের তুলনা হয়না। আর সন্তানের প্রতি বাবার হল এটাই ভালোবাসা আসলেই সন্তানের গায়ে গন্ধ সেটা আসলে খুবই ভালো লাগে। সেখানে নিজের ছোটবেলার সেই গন্ধ পাওয়া যায়।

Thank You for sharing Your insights...

দাদা,আসাধারন।করোনার কারনে বেশ কিপ্টামি করে পারফিউম ব্যবহার করেছেন।যাই হোক ঠিক বলেছেন মায়ের গায়ের গন্ধ আর বাবু সোনার গন্ধের উপরে আর কোন পারফিউম হতে পারে না।দারুন হয়েছে।ধন্যবাদ

বধু বেশে তনুজা যখন আমাদের বাড়িতে প্রবেশ করলো সেই দিনটি থেকে নানান ধরণের পারফিউম এর সাথে আমার পরিচিতি হলো ।

সত্যি স্বার্থক আমাদের বৌদি, অন্তত্য কিছু অভ্যেস আপনার পরিবর্তন করেছে হা হা হা। বিয়ের পর আমাদের অনেক ক্ষেত্রে বশ্যতা স্বীকার করে নিতে হয়, বাধ্য ছেলে হয়ে এই রকমভাবে হা হা হা।

তবে হ্যা, দাদা আপনার প্রিয় দুটো পারফিউম এর ব্যাপারে সত্যি কোন কথা মুখ হতে বের হচ্ছে না, বেশ আবেগ প্রবণ হয়ে গেলাম বিষয়দুটো পড়ে। হয়তো আমাদের এখানকার কেউ বিষয়গুলো বলার চিন্তা করে নাই, হয়তো সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করে নাই। কিন্তু আমি জানি, এই অনুভূতিটা কতটা প্রকট হৃদয়ে। ধন্যবাদ দাদা, অনুভূতিগুলো নতুনভাবে জাগ্রত করে দেয়ার জন্য।

Thank You for sharing Your insights...

আসলেই বাধ্যগত জামাই কিংবা ছেলে বলে কথা।তাই তো বৌদি পরিবর্তন করতে পেরেছে।নিশ্চয়ই দাদা মত আপনি ও পরিবর্তন হয়েছেন😉😉।জানতে পারলে ভালো হইতো😜

ফগ আর এক্স এই দুটি তো সব ব্যাচেলর ছেলেদের জাতীয় পারফিউম দাদা। আমি নিজেও এই দুটি পারফিউম ইউজ করতাম। আর এখনতো পারফিউম ব্যবহার করার কথা মনেই থাকেনা। বাড়ি থেকে বেরোনোর পর মনে হয় ইস আজকেও দিতে ভুলে গেছি পারফিউম।

তবে দাদা আপনার লেখা শেষের দিকে এসে অন্যদিকে নিয়ে গেল একদম। মায়ের শরীরের ওই গন্ধ টা পৃথিবীর সেরা পারফিউম দাদা। জড়িয়ে ধরে কত তৃপ্তি ভরে ওই গন্ধে গন্ধে ঘুমাতাম। আজও মনে পড়লে গা শিউরে ওঠে। কত দিন সে ভাবে আর ঘুমানো হয় না। অনেক দামী কথা বলেছেন দাদা পারফিউম নিয়ে। এ জন্যই হয়ত আপনি আমাদের সবার প্রিয় দাদা ❤️❤️❤️❤️

Thank You for sharing...

দাদা আপনি তো সেরা পারফিউম সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন। আসলেই এটিও আমাদের জীবনের সেরা পারফিউম। আপনার সন্তান এবং মা দুজনে হচ্ছে আপনার জীবনের সেরা উপহার। তবে প্রথমে বৌদি আর পারফিউম নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো বেশ ভাল লেগেছে। বৌদি যতটা সুন্দর কতটা চমৎকার পারফিউম পছন্দ করেছে বুঝতে পারলাম।

দাদা পারফিউম নিয়ে আপনার অনুভূতির এই পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যি দাদা পারফিউম নিয়ে সকলের মধ্যে নানারকম গল্প রয়েছে। আপনার গল্পগুলো পড়ে ভাল লাগলো। তবে আপনার প্রিয় পারফিউম ফগ জেনে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি ছোটবেলা থেকেই ফগ খুবই ভালোবাসি এবং আমার এখনো প্রিয়।ফগই আমি ব্যবহার করি। আপনার মনের অনুভূতি জানতে অনেক ভালো লাগছে, শুভকামনা রইল।

শৈশবে যখন আমার মা'কে জড়িয়ে ধরে তাঁর বুকে মুখ লুকিয়ে গল্প শুনতাম তখন মায়ের গায়ের যে সুগন্ধটা পেতুম সেটি । পার্থিব কোনো সুগন্ধির সাথে যার কোনো তুলনা করা চলে না কোনোমতেই ।

প্রিয় মানুষের গায়ের মিষ্টি ঘ্রাণের কাছে বিভিন্ন সুগন্ধি পারফিউম কিছুই না। আসলে প্রিয় মানুষের গায়ে যে সুগন্ধি লেগে আছে তা সারা জীবন আমাদের ভালো লাগে। আসলে আপন মানুষগুলোর গায়ে আলাদা রকমের মিষ্টি ঘ্রাণ থাকে। যে মিষ্টি ঘ্রাণ অন্য কোন দামি পারফিউমের মাঝে খুঁজে পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র আপন মানুষ গুলোর মধ্যেই সেই মিষ্টি ঘ্রাণ ও অনুভূতি খুঁজে পাওয়া যায়। দাদা আপনি অনেক সুন্দর ভাবে আপনার পছন্দের পারফিউমের গল্প আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️

Thank You for sharing Your insights...

  ·  3 years ago (edited)

আমার মতে যতদিন বেঁচে থাকবো পৃথিবীর কোনো পারফিউম এই দুটি পারফিউম এর ধারে কাছেও ঘেঁষতে পারবে না ।

একদম খাঁটি কথা এর চেয়ে দামী আর কোন পারফিউম হতে পারে না আমার মতেও। আসলে সত্যি কথা বলতে কি প্রিয় মানুষদের গায়ের গন্ধও সবার কাছে সবসময় অনেক প্রিয় হয়।

আর আপনার হিসাব করে পারফিউম ব্যবহার করার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল, মনে হচ্ছে এখান থেকে আপনাকে অনেকগুলো পারফিউম পাঠিয়ে দেই।

  ·  3 years ago (edited)

লাস্ট যে দুটো পারফিউমের কথা আপনি বললেন দাদা সে দুটো পারফিউমের সাথে আসলেই পৃথিবীর আর কোন পারফিউম এর তুলনা করা হয় না বাচ্চার গায়ের গন্ধে আসলে কেমন যেন একটা অনুভূতি কাজ করে বলে বোঝানো যায়না আর মায়ের কথা নাইবা বললাম ।পারফিউমের প্রতি আমার খুব একটা আকর্ষন নেই তবে আমার হাজবেন্ডের আছে বাইরে থেকে বিভিন্ন ধরনের পারফিউম কালেকশন করা তার একটা প্রিয় শখ সেটা দেখতে আমার অনেক ভালো লাগে । আর এখন বাবারটা দেখে বাচ্চাও শিখে গিয়েছে কোথাও যাওয়ার আগে পারফিউম না মাখলে তার যেন চলেই না।

Thank You for sharing...

সন্তান ও মাতার প্রতি যে আবেগমাখা ভালোবাসা কাজ করে , তা সব কিছুর থেকেই আলাদা ও অতুলনীয় ভাই । শেষের দিকে কথা গুলো পড়ে বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছি । হয়তো আমিও বাবা , তাই সন্তানের প্রতি ভালোবাসার অনুভূতিটা একটু হলেও বুঝতে পেরেছি ।

এককথায় ভিন্ন রকম উপস্থাপনা । ভালোবাসা রইল ভাই ।

দাদা নির্দ্বিধায় আপনার পছন্দের পারফিউম দুটি পৃথিবীর বিশ্ব সেরা এবং ভবিষ্যতেও এর কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি হবে না সেটাও নিশ্চিত। পারফিউম সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিমত শুনতে ভালই লাগলো। আপনি যে একজন সত্যিকারের লেখক তা আপনার প্রত্যেকটি লেখনীর মধ্যেই স্পষ্ট ফুটে ওঠে। শুভকামনা রইল আপনার জন্য।

প্রথমে একটু অবাক হয়েছিলাম। দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আসলেই অনেক মজার বিষয়।

প্রথম পারফিউমটি যেটি আমি পৃথিবীর সবার সেরা পারফিউম মনে করি সেটি হলো - শৈশবে যখন আমার মা'কে জড়িয়ে ধরে তাঁর বুকে মুখ লুকিয়ে গল্প শুনতাম তখন মায়ের গায়ের যে সুগন্ধটা পেতুম সেটি । পার্থিব কোনো সুগন্ধির সাথে যার কোনো তুলনা করা চলে না কোনোমতেই ।

আপনার সাথে আমিও সহমত প্রকাশ করছি দাদা।

Thank You for sharing...

দাদা,আমিও এখন মাঝে মাঝে বডি স্প্রে ইউজ করি, ছোটবেলায় রজনীগন্ধা বা জেসমিন ফুলের পারফিউম বেশি ব্যবহার করতাম।তবে অতটা ও নেশা নেই কোনো বস্তুর প্রতি।কারণ আমার সাধারণভাবে থাকতেই বেশি ভালো লাগে।যাইহোক আপনার শেষ দুটি পারফিউমের বর্ননা যখন পড়ছিলাম।সত্যিই আপনার লেখা মন ছুঁয়ে কখন যে চোখের কোণ ভিজে গেছে আমি টের😢পায়নি।আমার কাছে ও তাই মনে হয় মায়ের শরীরের গন্ধের থেকে সেরা পারফিউম আর কিছু হতেই পারে না।যা কোনো টাকার মূল্যের সঙ্গে পরিমাপ করা যায় না ,শুধু অনুভব করা যায় অনুভূতি দিয়ে ।মায়ের গায়ের গন্ধ অমূল্য, ভালো লাগলো আপনার মূল্যবান লেখা পড়ে।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।

শৈশবে যখন আমার মা'কে জড়িয়ে ধরে তাঁর বুকে মুখ লুকিয়ে গল্প শুনতাম তখন মায়ের গায়ের যে সুগন্ধটা পেতুম সেটি । পার্থিব কোনো সুগন্ধির সাথে যার কোনো তুলনা করা চলে না কোনোমতেই ।

আর দ্বিতীয়টি হলো আমার বাচ্চার গায়ের অদ্ভুত সোঁদা গন্ধ । এ গন্ধে আমার মন ব্যাকুল হয়ে ওঠে । পিতৃস্নেহ অতি বিষম বস্তু, সন্তানের গায়ের গন্ধে সেই অনুভূতি তীব্রতা ধারণ করে । তার শরীরের এই গন্ধেই আমি নিজের শৈশবকে ফিরে পাই বার বার । পিতার ভালোবাসা আর মায়ের ভালোবাসার মাঝে পার্থক্য খুঁজে পাই না কোনো

দাদা কিছু বলার নাই কিছু লেখার ও নেই। তবে আপনি যেমন সেরা তেমনি আপনার সেরা পারফিউমের অনুভূতিও সারা পৃথিবীর আর কোন পারফিউম সৌরভের কাছে কিছুইনা তুচ্ছ। আই লাভ ইউ দাদা, ভালোবাসার অবিরাম। সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

দাদা আপনার পারফিউম পোস্টটি অসাধারণ ছিলে ,যা আসলে সবার কাছে অনেক ‍প্রিয় একটা পারফিউম।আমি ও ছোটে বেলা থেকে কিউট পারফিউম ব্যবহার করি।যা আমার কাছে অনেক ভালো লাগে।তবে দাদা সব সময় পারফিউম পরতে আমার ভালো লাগে না।সবশেষ আপনার দুটি পারফিউম আমারও অনেক পছন্দর পারফিউম ,পৃথিবীর এক কোনে এমন পারফিউম পাওয়া যাবে না ।আপনাকে অনেক ধন্যবাদ।

সুগন্ধির সাথে মনোবিশ্লেষণ, এটা ছিল আপনার অনেক বেশি ।যা মানবিক হৃদয়ের পরিচায়ক । কাব্যিক ভাবের চেয়ে বাস্তবতাই ফুটে উঠেছে বেশি।ভালো ছিল ।

মায়ের গায়ের একটা আলাদাই গন্ধ আছে, যেটার বিকল্প নেই। আবার অন্য কিছুর সাথে তুলনাও হয় না।

দাদা, যখন বললে পারফিউম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভেবেছিলাম ভালো কিছু পেতে চলেছি। সত্যিই তাই পেলাম।

পারফিউম এর গল্পটা যে এমন ও হয়ে পারে তা সত্যিই মাথায় আসেনি!একেবারেই মাথায় আসেনি।তবে দাদা পুরষ্কারটা সন্দেহ ছাড়াই আপনার।পুরষ্কারটা হলো সকলের মন জয় করা।

দাদা সত্যি বলেছেন প্রতিটা মানুষ এর কাছে আমার মনে হয় তার জীবনে সেরা পারফিউম থাকলে তা মায়ের শরির থেকে পাওয়া সুগন্ধ এটার সাথে কোনো কিছুর তুলনা চলে না বিশ্বে যতো দামি পারফিউম থাকুক না কেনো।অসম্ভব সুন্দর।

বউদি আপনাকে অনেক চেঞ্জ করে দিয়েছে বাহ বাহ😁😁

Thank You for sharing...

বাকি দুটি পারফিউম এর মধ্যে একটি পারফিউম তো প্রায় শেষের দিকে দাদা । ওইটি বেশি করে ব্যবহার কইরেন না। বাকিটা এখনো ভর্তি আছে ওইটা দিয়েই বিদেশ না যাওয়া পর্যন্ত চালিয়ে যান।
আসলেই মনে হয় ছোটবেলায় বাচ্চারা মায়ের গায়ের গন্ধ বুঝতে পারে। কারন আমার বাচ্চাকেও দেখি ঘুমের মধ্যেও পাশ থেকে উঠে গেলে কিভাবে যেন টের পেয়ে যায়। আপনার পছন্দের পারফিউম দুটির সঙ্গে কোন কিছুর তুলনা করা চলে না।

ওদুটো পারফিউম তো সৃষ্টিকর্তার দেয়া সেরা উপহার। সেগুলোর সঙ্গে পৃথিবীর মানব সৃষ্ট পারফিউম গুলি পেরে উঠবে কেন? ঠিকই বলেছেন দাদা মায়ের আর বাচ্চার গায়ের গন্ধ থেকে ভালো পারফিউম এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। এই কনটেস্টে আমার তরফ থেকে আপনিই বিজয়ী।

আমি শুরু থেকেই দুবাইয়ের পারফিউম ব্যবহার করতাম। তবে এখন ওয়াইল্ড স্টোন পারফিউমটা ব্যবহার করি। চকলেট ফ্লেভারের এই পারফিউমের গন্ধটা ভালো লাগে। বউদির পারফিউম পছন্দ জেনে ভালো লাগলো।

শেষে তো দাদা দিলেন একদম ❤️। মায়ের শরীরের গন্ধ পৃথীবির সবথেকে দামী পারফিউমকেও হার মানাবে। এবারের প্রতিযোগিতায় হয়তো এ কথাগুলো হয়তো কেউ বলেনি। আপনার প্রতি ভালোবাসা রইল দাদা ❤️❤️

পিতার ভালোবাসা আর মায়ের ভালোবাসার মাঝে পার্থক্য খুঁজে পাই না কোনো ।

পিতার ভালোবাসা আর মায়ের ভালোবাসার মাঝে কখনো কোন পার্থক্য আমি খুঁজে পাইনি। একজন বাবা আর একজন মায়ের ভালোবাসার পার্থক্য খোঁজার ধৃষ্টতাও আমার নাই। আমিও যেহেতু একজন পিতা সন্তানের প্রতি পিতার ভালোবাসার যে আবেদনটুকু আছে সেটিও আমার অজানা নয়। আর মায়ের ভালোবাসা সেতো সবকিছুর ঊর্ধ্বে। জাগতিক যেকোনো ভালোবাসার অনুভূতি এই দুই ভালো বাসার সামনে বেমানান। যাই হোক দাদা আপনি যে সুঘ্রান ও সুগন্ধির কথা উল্লেখ করেছেন সেটা আমরা সকলেই জানি বা অনুভব করতে পারি। কিন্তু আপনার মত করে বর্ণনা করার যোগ্যতা আমাদের নেই। সব মিলিয়ে অসাধারণ ছিল আপনার অংশগ্রহণ।
ধন্যবাদ আপনাকে দাদা।

Thank You for sharing Your insights...

অনুভূতিটি পড়ে অনেকেই অবাক হলাম,, সত্যি দাদা আপনার কোন তুলনা হয়না. আপনার মা এবং ছোট বাবুর কথা এখানে উল্লেখ করেছেন। সত্যি আমি কখনো কল্পনা করতে পারিনি এই বিষয়টা আপনি বলবেন কিন্তু আপনার দৃষ্টি কোন টি সবার থেকে ভিন্ন ছিল যা আমার কাছে অনেক ভাল লেগেছে, আপনাকে ধন্যবাদ দাদা।।

শেষের দিকের কথাগুলো শুনে বেশ আবেগপ্রবণ হয়ে গেলাম দাদা। সত্যি দাদা মায়ের সেই মমতামাখা সুগন্ধ পৃথিবীর সেরা সুগন্ধি। যা একমাত্র মায়ের কোল ছাড়া কোথাও পাওয়া সম্ভব নয়। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

দাদা করোনার কারণে আপনার পারফিউম ব্যবহার এর মৃতব্যয়ীতা দেখে আমার বেশ ভাল লেগেছে। এছাড়া পরিশেষে বলেছেন যে সন্তানের গায়ে নিজের শৈশবের গন্ধ ফিরে পান ।মায়ের ভালোবাসা এবং বাবার ভালবাসার মধ্যে কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না কথাটি সত্যিই যথার্থ। শুভকামনা রইলো আপনার জন্য দাদা।

Thank You for sharing...

God is great 🙏😊

Hello sir @rme
I’m new on steemit…
Please support me to grow on steemit
This is @raffann
Thanks

দাদা আপনার পছন্দের পারফিউম নিয়ে আপনার আবেগে মাখা জর্জরিত অনুভূতি আমাকে বিস্মিত করে তুলেছে।ব্যাচেলর জীবনে পারফিউম নিয়ে মাথাব্যথা না থাকলেও বিয়ের পর থেকেই অনেক ধরনের পারফিউমের সাথে পরিচিত হয়েছিলেন।তনুজা বৌদির কারণে।কিন্তু আপনার সেরা দুটি পছন্দের পারফিউম যা পৃথিবীর সকল পারফিউম কে হার মানায়।তার গন্ধ গুলো সত্যি অতুলনীয়।

শৈশবে যখন আমার মা'কে জড়িয়ে ধরে তাঁর বুকে মুখ লুকিয়ে গল্প শুনতাম তখন মায়ের গায়ের যে সুগন্ধটা পেতুম সেটি । পার্থিব কোনো সুগন্ধির সাথে যার কোনো তুলনা করা চলে না কোনোমতেই ।

আর দ্বিতীয়টি হলো আমার বাচ্চার গায়ের অদ্ভুত সোঁদা গন্ধ । এ গন্ধে আমার মন ব্যাকুল হয়ে ওঠে । পিতৃস্নেহ অতি বিষম বস্তু, সন্তানের গায়ের গন্ধে সেই অনুভূতি তীব্রতা ধারণ করে । তার শরীরের এই গন্ধেই আমি নিজের শৈশবকে ফিরে পাই বার বার । পিতার ভালোবাসা আর মায়ের ভালোবাসার মাঝে পার্থক্য খুঁজে পাই না কোনো ।

আপনারা সেরা দুটি পারফিউমের গন্ধ আমি অনুভব করতে পারছি দাদা।অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

Thank You for sharing Your insights...

মায়ের আর সন্তানের গন্ধের মুগ্ধতা আর অন্য কিছুতে সম্ভব না। এ অকৃত্রিম সুগন্ধি