আমার অতি সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ক আপডেট -০৩steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


মনাস্ট্রি দেখে আমরা চলে গিয়েছিলাম সোজা একদম গণেশতক -এ । এখানে নরক উঁচুতে একটা গণেশ মন্দির রয়েছে । আর সবাই মন্দিরে গেলো । শুধু আমি টিনটিনকে নিয়ে নিচে থেকে গেলুম । এই গণেশতকের নিচে একাধিক কিউরিও শপ ছিল । আমরা একটা কিউরিও শপ থেকে অনেক কেনাকাটি করলাম ।

এরপর গাড়ি নিয়ে সোজা ঢুকে গেলুম সিকিম হিমালয়ান জুওলজিক্যাল পার্কে । বিশাল একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে পার্কটির অবস্থান । প্রকৃতির মধ্যে বিভিন্ন টিলার উপরে রয়েছে বন্যজন্তুদের বিশাল বিশাল খাঁচা । ভালুক, বিভিন্ন পাহাড়ি পাখপাখালি, চমরী গাই, বাঘ, লেপার্ড, রেড পান্ডা, নীল ভেড়া প্রভৃতি নানান বন্য জন্তু রয়েছে এখানে । তবে, বিশাল এলাকা আর পাহাড় ভেঙে উঠতে উঠতে জান শেষ ।

পার্ক থেকে বেরিয়েই সোজা একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের লাঞ্চ করে সোজা চলে গেলুম ঝর্ণা দেখতে । বোন ঝাকরি ঝর্ণাটা একদম গ্যাংটক শহরের বাইরে ঘন জঙ্গলের মধ্যে । যেতে যেতে সন্ধ্যা নেমে গেলো । বেশ বড় ঝর্ণা । এক ছবি তুললাম । ঝর্ণার সান্নিধ্যে সন্ধ্যেটা চমৎকারভাবে কাটিয়ে হোটেলে ফিরে এলুম ।


Sikkim Himalayan Zoological Park এর অভ্যন্তরে আমরা । এটি একটি ঘন জঙ্গল যার মধ্যে মধ্যে জীবজন্তুর খাঁচা রয়েছে । এখানে এত উঁচু উঁচু গাছ আছে যে মগডাল দেখতে গেলে ঘাড় ব্যাথা হয়ে যাবে । বার্চ, পাইন, ঝাউ গাছের জটলা চারিদিকে । বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১২ টা ৪৫ মিনিট

স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


জঙ্গলের মধ্যে বেশ উঁচু একটি টিলা । আর তার মাথার উপরে একটি রেলিং দিয়ে ঘেরা ভিউ পয়েন্ট । বহুদূর অব্দি দৃষ্টি চলে যায় এখন থেকে নিচে তাকালে । দূরে সারি সারি পাহাড়ের সারি । টিলার ঠিক নিচেই নিচু পাঁচিল দিয়ে ঘেরা অনেকটা জায়গা জুড়ে রয়েছে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের বাসস্থান । আমরা মোট ৫ টি ভল্লুক দেখতে পেয়েছিলাম । এই জুওলজিক্যাল পার্কে ভল্লুক ছাড়াও রয়েছে নীল ভেড়া, হরেক রকম পাখি, লেপার্ড, টাইগার, রেড পান্ডা, ইয়াক, গড়াল প্রভৃতি হিমালয়ান পার্বত্য প্রাণী ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১ টা ১৫ মিনিট

স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


ভিউ পয়েন্টে টিনটিন বাবুর খুশিতে নাচানাচি চলছে । বুকে ক্যামেরা ঝুলিয়ে মস্ত বড় এক ক্যামেরাম্যান এখন সে ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১ টা ৩০ মিনিট

স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


Ban Jhakri Falls Park -এ পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো প্রায় । বেশ বড় একটি ঝর্ণা এটি । ঝর্ণাকে কেন্দ্র করে বেশ বড় একটা পার্ক গড়ে উঠেছে এখানে । রয়েছে ফুলের বাগান, জঙ্গল, রেস্তোরাঁ, একাধিক ভিউ পয়েন্ট এবং অনেকগুলো দুঃসাহসিক রাইড ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : বিকেল ৫ টা ০০ মিনিট

স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার সংক্ষিপ্ত ভ্রমণের আপডেট দেখে সত্যি খুব ভালো লাগলো। জায়গাটি সত্যি খুব সুন্দর ঝর্ণাটি দেখতে আরো বেশি সুন্দর। এত সুন্দর জায়গা দেখে ইচ্ছে করছে যাওয়ার কিন্তু মনে হয় না এত সৌভাগ্য হবে আমার। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। টিনটিন বাবু তো দেখছি বড় একজন ফটোগ্রাফার। আসলে পরিবার সহ সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। দাদা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

ঝর্নার ছবিগুলো দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কি সুন্দর। একটা জিনিস বেশ অবাক লাগছে টিলার উপরেও বন্যজন্তুদের বিশাল বিশাল খাঁচা।দেখেই বুঝা যাচ্ছে, টিনটিন বাবু অনেক বড় মাপের ফটোগ্রাফার 🥰🥰।ছবিগুলো যতই দেখছি, ততই মুগ্ধ হচ্ছি।ধন্যবাদ

ইশ আমিও যদি আপনাদের সাথে সেখানে ঘুরতে যেতে পারতাম। কি সুন্দর যায়গা। আমাদের টিনটিন বাবুকে ক্যামেরা গলায় খুবই মানিয়েছে। সুন্দর দেখাচ্ছে। আপনাদের ভ্রমন শুভ হোক দাদা।

দাদা আপনার সংক্ষিপ্ত ভ্রমন বিষয়ক আপডেটগুলো যাতই দেখতেছি ততই ভালো লাগতেছে।আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারতেছেন বিশেষ করে পার্কে পশু পাখির দৃশ্য গুলো।গ্যাংটক সিকিমে যেতে না পারলেও প্রতিনিয়ত আপনার আপডেট দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।

দাদা আশা করছি আপনি অনেক ভালো আছেন। আপনাকে বড্ড মিস করছি! পরিবারের সাথে ভালোই সময় কাটাচ্ছেন। জঙ্গলের ভিতরের এতো বড় বড় গাছ, বাস্তবে দেখতে পেলে ভালো লাগতো। বোন ঝাকরি ঝর্ণাটাও বেশ চমৎকার! আমার কাছে পাহাড়, সমুদ্র আর ঝর্ণা উপভোগ করতে ভালোই লাগে। টিনটিন বাবুর গাতে মস্ত বড় ডিএসএল আর ক্যামেরা নিয়ে দাড়িয়ে আছে। টিনটিন বাবু এতো উচুতে উঠলো কিভাবে 🤭। অনেক খুশিতে যে আছে দেখেই বুঝা যাচ্ছে 😍

জঙ্গলের ভিতরে খুব সুন্দর রাস্তা দেখা যাচ্ছে এমন রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। এছাড়া এত সুন্দর ঝর্ণাধারা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ঝর্ণার নিচে দাঁড়িয়ে গোসল করতে পারলে মনে হয় খুব ভালো লাগতো। সিকিমের প্রতিটি জায়গা খুব সুন্দর। ধন্যবাদ দাদা আপনাদের সুন্দর মুহূর্ত এভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা, আপনার বদৌলতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ও ঝর্ণার ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফিগুলো জাস্ট অসাধারণ হয়েছে। সেই সাথে নিজেকেও কন্ট্রোল করা বড়ই মুশকিল হয়ে পড়ছে। বারবার মনে হচ্ছে এত সুন্দর জায়গা যদি আমিও ভ্রমণ করতে পারতাম তাহলে বোধহয় চাওয়ার আর কিছুই থাকতো না। এত মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশে আপনারা নিশ্চয়ই অনেক অনেক আনন্দ উপভোগ করছেন। আর এই আনন্দের মুহূর্তটুকু আমাদের মাঝেও ভাগাভাগি করে নিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য। আপনার পুরো পরিবারের জন্য ভালোবাসা রইলো দাদা।

সত্যি দাদা আপনার দৌলতে এতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও ঝর্ণার ছবিগুলো দেখতে পেলাম। ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। টিনটিন বাবু তো দেখছি অনেক বড় ফটোগ্রাফার সে অনেক ছবি তুলছে।গ্যাংটক সিকিমে হয়তো যাওয়া সম্ভব হবে না, তবে আপনার মার্ধ্যমে আরো অনেক ছবি দেখতে পাব।ধন্যবাদ দাদা।

Nice waterfall!!

ভীষণ চমৎকার পরিবেশ, যদি কখনও সৌভাগ্য হয় যাওয়ার ইচ্ছে আছে। পাহাড়ের মাঝে ঝর্না দারুন লাগছিল, আর কি চমৎকার সবুজ গাছ পালার সারি।
টিনটিন সোনাকে বেশ বড় দেখাচ্ছে এখানে, মস্ত এ ক্যামেরা ম্যানের মত।

দাদা বিশাল জঙ্গলের ছবি দেখে ভয়ে শরীর কেমন কেমন করছে। তবে পরিবেশটা ধারুন। রাস্তাটা আর ঝর্নাটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এসব জাগায় ঘুরতে পারলে জীবনে আর কিছু লাগে না। টিন টিন বাবুকে দেখে তো বিশাল বড় মাপের ক্যামেরা ম্যান লাগতেছে হা হা হা। ছবি ‍গুলো দেখতে ভালই লাগে। আরো বেশি বেশি ছবি দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ দাদা।

দাদা আপনার সংক্ষিপ্ত ভ্রমন বিষয়ক আপডেট থেকে অনেক কিছু দেখতে ও জানতে পারছি।জঙলের ভেতর পথগুলো খুব ভাল লাগলো। এ পথ ধরে হাঁটতে অনেক ভাল লাগবে।আর ঝর্না দেখে তেো আরো বেশি ভাল
লাগলো। এত সুন্দর ঝর্নাধারা মন, চোখ দুটোই জুড়িয়ে গেল। সুন্দর জায়গায় সুন্দর সুন্দর মূহুর্ত খুব সুন্দরভাবে কাটান এটাই কামনা করি।টিনটিন বাবু তো আপনাদের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে দিতে পারবে।সে তো অনেক বড় মাপের ফটোগ্রাফার 😍😍 অনেক ভাল লাগলো দাদা। অনেক শুভকামনা আপনাদের জন্য। 💞💞💞

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

দাদা আপনার ভ্রমণ বিষয়ক সংক্ষিপ্ত আপডেট ৩ খুবই ভালো লেগেছে।ঝর্নার ফটোগ্রাফি অসাধাণ লাগছে দেখতে।টিনটিন বাবু তো মস্ত বড় ক্যামেরাম্যান‌ হয়ে গেছে 😊যেভাবে নিজের কাছে রেখেছে ক্যামেরা। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দাদা‌ ধন্যবাদ আপনাকে।

মস্ত বড় এক ক্যামেরাম্যান দেখতে লাগছে সত্যিই টিনটিন বাবুকে। গলায় ওর থেকেও বড় একটা ক্যামেরা ঝুলিয়ে রেখেছে। বিশেষ করে ঝরনা গুলো এত সুন্দর একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এরকম জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনার কাছ থেকে প্রতিনিয়ত আপডেট পাচ্ছি এটা দেখে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নতুন নতুন জায়গায় কিংবা নতুন কিছু দেখতে পাচ্ছি। আর আপনাদের সুন্দর সময় কাটানোর মুহূর্তটাও দেখতে পাচ্ছি।

আহা কি চমৎকার জায়গা গো দাদা 👌👌। বড় বড় গাছের সারির মাঝ দিয়ে যে রাস্তা টা ওটা খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল হাঁটতে হাঁটতে হারিয়ে যাই। আর ঝর্ণা দেখে তো একবার হাত দিয়ে ছুয়ে দেখতে ইচ্ছে করছিল। কবে যে এসব জায়গায় যাওয়ার সৌভাগ্য হবে!! সবাই কতটা মজা করে যে ঘুরছেন বুঝতে আর বাকি নেই দাদা। সব থেকে ভালো পোজ নিয়ে আছে গোলটু বাবু 🥰।

এখানে এত উঁচু উঁচু গাছ আছে যে মগডাল দেখতে গেলে ঘাড় ব্যাথা হয়ে যাবে

আসলেই দাদা,ছবিতে দেখতেই তো ঘাড় ব্যাথা হয়ে যাচ্ছে।আর ঝর্না টা আসলেই জোস ছিল এবং মণ ভালো করার জন্য যথেষ্ট।আর আমাদের টিনটিনকে তো একদম প্রফেশনাল ফটোগ্রাফার এর মত লাগছে।🥰

ঝর্ণাটা চোখকে কি পরিমাণ শান্তি যে দিচ্ছে,দেখেই যেনো চোখ জুড়িয়ে যায় জাস্ট।টিনটিন বাবুকে এতো কাজ করতে দেন দাদা!আপনারা দেখছি কোনো কাজের নয়।😜

প্রিয় দাদা প্রতিটি দৃশ্য ছিল দেখার মতো ৷ আপনাদের যাওয়ার পর থেকেই আমরা অনেক কিছু জানতে এবং কী দেখতে পাচ্ছি ৷ কি চমৎকার একটি পার্কের গিয়েছেন ৷ দাদা এতো বড় বড় লম্বা গাছ আর তার ভিতরে দিয়ে ছোট্ট রাস্তা ৷ এবং কি ঝর্নাটি মনোমুগ্ধকর ৷
আর টিনটিন বাবু তো আসলে একজন বড় ক্যামরাম্যান ৷ কি সুন্দর করে ক্যামরা নিয়ে দারিয়ে আছে ৷
দাদা আমরা আরও ভালো ভালো দর্শনীয় জায়গার দেখতে পারবো ৷ এমনটাই প্রত্যাশা করি ৷

দাদা অসাধারণ একটা জায়গায় অ্যাডভেঞ্চার করছেন,দারুন কিছু তথ্য সম্পর্কে জানতে পারলাম আপনার পোস্টের মাদ্ধমে ,তবে জায়গা গুলো কিন্তু দারুন লাগলো দাদা , আশাকরি জীবনে একবার হলে ও যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা।

জায়গাগুলোর নাম পড়ছি আর সব স্মৃতিগুলো ক্যামেরার রিলের মত ঘুর পাক করছে মাথায়। খুব ভালো লাগছে গ্যাংটকের স্মৃতিগুলো। যখন গেছিলাম তখনের সাথে এখন আর কিছু মেলাতে পারি না। আর আমাদের পুচকে ক্যামেরা ম্যান তো যেনো ডুবেই গেছে আনন্দে। ওর অবুঝ শিশু মন না জানি কত জল্পনা কল্পনায় নিমগ্ন।

hello to all I take pictures of my city click the link to watch

https://steemit.com/coastal/@tjthin/snapshot-of-my-city

hello son,

you look cool with that camera. Hunting photos in nature looks fun.

The forest is still lush with trees which are the center of support for oxygen production.

Forests must be protected from illegal encroachment that can bring disaster to nature and human life.

In my area there are also several waterfalls, but the easiest to visit is the Blang Kulam Waterfall which is located in Nisam sub-district, North Aceh Regency, supporting transportation access to this location.

There is also a beautiful waterfall with seven levels, but it takes an extra trip to get to this location with minimal transportation support. I have to walk up to 4 hours to arrive at this location.

AC930544-2D52-4B4C-AC18-19CBEFE996F5.png

82347CB9-2EA0-45BA-80A4-23F8E5809AF7.png

1B22DAE3-A0C2-42A9-91D1-208EA7D06F4E.png

Image from my old blogspot https://mynewmainsa96.blogspot.com/2017/07/melihat-dari-dekat-keindahan-air-terjun.html?m=1#links

Your holiday must be fun, may God always protect you all.

Omg cool pictures and you are amazing @rme(84)

গত দিনই বলেছি দাদা, আমিও মনেহয় আপনাদের সঙ্গেই ঘুরছি। টিনটিন, বৌদি সবাইকে ভালোই সুন্দর লাগছে। পাহাড়ি রাস্তা, ঘন সবুজ প্রকৃতি, ঝর্ণা সব মিলিয়ে অসাধারণ। ভ্রমণ সুখকর হোক।

ইস কি সুন্দর জায়গা !একদম আমার মনের মত । খুব ইচ্ছে করছে যেতে । ঝর্ণা টা দেখে তো খুবই ভালো লাগছে। মনে হচ্ছে এখনই ঝরনার পানিতে নেমে ভিজতে শুরু করি । আপনারা গোসল করেননি ?এত সুন্দর পানি দেখলে তো ঠিক থাকা মুশকিল । বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো ।ধন্যবাদ ।

দাদা প্রকৃতির অবাক করা সৌন্দর্য আমাকে বিমোহিত করছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে। অপরূপ এই সৌন্দর্য যেন মুগ্ধ করার মত।যেমন ওই অবারিত ঝর্ণা,টিনটিন বাবুর ক্যামেরা গলায় ফটোগ্রাফি সেইসাথে বৌদির নানা ধরনের পোজ জাস্ট অসাধারণ তবে সবচেয়ে বেশী ভালো লেগেছে বৌদির জুতো থেকে ড্রেসকোড আমার কাছে খুব বেশি ভালো লেগেছে।অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য♥♥

কি অসাধারণ সুন্দর জায়গা। ছবিগুলো দেখে মনে হচ্ছে এখনই ছুটে সেখানে চলে যাই। টিনটিন বাবু দেখছি এখনো ক্যামেরা গলায় ঝুলিয়ে রেখেছে। ওর মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে এত ভারী একটা ক্যামেরা ঝুলিয়ে রাখতে। ঝরনাটা অসাধারণ দেখতে। বাংলাদেশের মাধবকুণ্ডে এমন একটি ঝর্ণা আছে। যদিও সেখানে এত পানি আমি দেখতে পাইনি। চমৎকার সব ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।