কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে কিছু নাম না জানা আর্টিস্টের আর্টের ফোটোগ্রাফি -০২

in hive-129948 •  3 years ago  (edited)

গতকাল আমি শেয়ার করেছিলাম কলকাতার "আন্তর্জাতিক বই মেলা" থেকে নাম না জানা অখ্যাত কিছু আর্টিস্টের করা বিভিন্ন আর্টের নয়নভোলানো ফোটোগ্রাফি । আজকে আবারো হাজির হয়েছি আরো কিছু এ ধরণের আর্ট ফোটোগ্রাফি নিয়ে । আশা করছি আজকেও ভালো লাগবে আপনাদের ।

জল রং, তেল রং, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, অ্যাবস্ট্রাক্ট আর্ট কি নেই সেই আর্টের মিলনমেলায় ! দামেও ভারী শস্তা । মাত্র ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত এক একেকটি চিত্রকর্মের দাম । এতো সুন্দর চিত্রকর্মের এতো অবিশ্বাস্য কম দাম শুধু মাত্র আমাদের দেশেতেই সম্ভব । এই দেশে শিল্প, সাহিত্য অনুরাগীদের কদর সব চাইতে কম । এ দেশে শিল্পীরা না খেয়ে মরে, এ দেশে মানিক বন্দোপাধ্যায়ের মতো শক্তিমান লেখক কে কপর্দকহীন অবস্থায় মৃত্যুকালে এই উক্তিটি করে যেতে হয় যে "বাংলার সাহিত্যিকদের নিজেদের পেটের দু'মুঠো ডাল ভাতের সংস্থান না করে যেন কলম না ধরতে যান কেউ" ।

এ দেশে কবিতার বই কেজি দরে ফুটপাতে বিক্রি হয়ে থাকে খাবারের ঠোঙা হবে বলে ।

লজ্জায় আমাদের মরে যেতে ইচ্ছে করে ।


তেপান্তরের মাঠে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ছোট্ট একটি দীঘির পারে ।

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কলকাতার বুকে তিন রাস্তার মোড়ে ।

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


জঙ্গলের মধ্যে প্রাচীন সাম্রাজ্যের ধংসাবশেষ ।

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রাচীন একটি দুর্গের শীর্ষদেশ

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শাপলা পাতার সমারোহ

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রাচীন এক মন্দিরে সিদ্ধিদাতার মূর্তি

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা
তরলিত চন্দ্রিকা, চঞ্চল বর্ণা

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিশ্বকবির আবক্ষ চিত্র

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রিয়ার চকিত গোপন চাহনি

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বজরংবলীর মুখায়বের অসাধারণ একটি চিত্র

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


জলাপাহাড়ের পথের বাঁকে

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


রাখালরাজা নন্দের নন্দন

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


তথাগত বুদ্ধের বরাভয়

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মাতৃমুখ

তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৮
সময় : সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এ দেশে কবিতার বই কেজি দরে ফুটপাতে বিক্রি হয়ে থাকে খাবারের ঠোঙা হবে বলে ।

সত্যি দাদা এটা আসলে আমাদের সকলের জন্য অনেক লজ্জার বিষয়। যেখানে জুতা বিক্রি হয় কাচের শোরুমে এবং বই বিক্রি হয়ে ফুটপাতে সেখানে উন্নতি কিভাবে হবে? জাতির কাছে একটি প্রশ্ন.

দাদা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে যেরকম কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। আমার এখনেই সেখানে যেতে ইচ্ছা করছে। সেখানে তবে আপনার মাধ্যমে সেই সব গুলো আমি দেখতে পারলাম। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এই গ্রামে দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnL7Y39nhgPn8tQWJ.jpeg

দাদা আপনার আর্ট ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। আমার কাছে তো বেশ ভাল লেগেছে ।দেখে মনেই হচ্ছে না যে এগুলো আর্ট করা ।মনে হচ্ছে যেন সত্যিই ফটোগ্রাফি তোলা। সবথেকে বেশি ভালো লেগেছে আমার তেপান্তরের মাঠে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে ছোট্ট একটি দিঘির পারে এই ফটোগ্রাফি টি। তারপর আরো ভালো লেগেছে জলাপাহাড়ের পথের বাঁকে ফটোগ্রাফি টি। সত্যিই অসাধারণ সব ফটোগ্রাফির কালেকশন নিয়ে এসেছেন ।ধন্যবাদ আপনাকে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের, কথাগুলো খুবই যুক্তিযুক্ত ছিল ।আসলেই বর্তমান প্রেক্ষাপটে শিল্পীদের অবস্থা খুবই করুন । ধন্যবাদ সুন্দর ছবিগুলো উপস্থাপন করার জন্য ।আসলে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলব এটা বলা খুবই মুশকিল । তবে সব ছবিগুলোই অনেক সুন্দর ।আমি শুধু এটাই কামনা করি , প্রতিটি শিল্পী বেঁচে থাকুক অন্য দশটা সাধারণ মানুষের মতো করে । শুভেচ্ছা রইল ভাই ।

খুব সুন্দর ছিলো প্রতিটি চিত্র শিল্প ৷ আমার কাছে প্রতিটা চিত্র শিল্প দারুণ লেগেছে ৷ ছবিগুলো মানুষের হাতের তৈরি মনেই হচ্ছে নাহ, অসাধারণ প্রতিভা থাকলে সব সম্ভব ৷ ধন্যবাদ দাদা আপনাকে , সুন্দর কিছু প্রতিভাবান মানুষের সুন্দর কিছু আর্ট , দারুণ ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

আমিও একজন শিল্পী এবং মাঝে মাঝে কম দামে শিল্প বিক্রি করতে কষ্ট হয়
WhatsApp Image 2021-12-02 at 4.29.45 PM.jpeg

অসাধারণ একটি আর্ট । আমি আপনাকে আমাদের কমিউনিটিতে আমন্ত্রণ জানাচ্ছি আপনার আর্ট শেয়ার করার জন্য । ধন্যবাদ :)

হ্যালো, আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ, আপনার আমন্ত্রণ একটি সম্মান, কিন্তু যেহেতু আমি বাঙালি নই, আমি আপনার সম্প্রদায়ে প্রকাশ করতে পারি না, সম্ভবত আপনি আমার কাজ সম্পর্কে কথা বলতে পারেন।

মাত্র ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত এক একেকটি চিত্রকর্মের দাম । এতো সুন্দর চিত্রকর্মের এতো অবিশ্বাস্য কম দাম শুধু মাত্র আমাদের দেশেতেই সম্ভব ।

একদম যথার্থ বলেছেন দাদা, শুধুমাত্র এই অঞ্চল সমূহে দক্ষতার কোন মূল্যায়ন হয় না, না হলে এতো চমৎকার চিত্রকর্মের মূল্যায়ন হয় এটা সবচেয়ে বড় দূর্ভাগ্য আমাদের। প্রথম এবং শেষের দৃশ্যগুলো সত্যি দেখার মতো ছিলো।

দাদা তেপান্তরের মাঠে আর জল পাহাড়ের পথের বাঁকে এদুটি ছবি আমার ভীষণ ভালো লেগেছে। আমি কলকাতা থাকলে অবশ্যই এ দুটি ছবিই কিনে রাখতাম। এত অল্প দামে এমন ছবি পাওয়া মনে হয় শুধুমাত্র এই বাংলার বুকেই সম্ভব। শিল্পের কদর করার মত মানুষ এদেশে খুব একটা ছিল না ভবিষ্যতেও থাকবে বলে মনে হয় না। যে দেশের মানুষের দিন কাটে ভাতের চিন্তায় তারা শিল্পের কদর করবে কিভাবে। যাইহোক এই শিল্পীরা বেঁচে থাকুক চিরকাল তাদের কর্মের মাধ্যমে এই প্রত্যাশা রইল।

দাদা সবগুলো আর্ট ফটোগ্রাফী ভীষণ সুন্দর ছিল। সবগুলো একদমই নিখুঁত সুন্দর আর শিল্পীর নিপুণ হাতের কাজ। তবে প্রতিটি ছবির নিজস্ব ভাষা এবং গল্প রয়েছে।
সত্যিই দারুন ছিল ছবিগুলো।
দোয়া সবসময়ই রয়েছে দাদা ♥️

পৃথিবীর সব দেশেই শিল্পের কদর থাকা দরকার, তাদের শিল্প দেখালে ভালো হয়।

শিল্প নাকি শিল্পীর কদর করব জানি না।
তবুও ভালবাসা বিলাতে মন চায়।
বিলিয়ে দিলাম, শর্ত ছাড়াই।

Very nice content and picture ....

পোস্টটি মাত্র যখন দেখলাম ভাবলাম এত সুন্দর পেইন্টিং! এদের সম্পর্কে জানতেই হবে। কিন্তু এরপর পোস্টটি পড়তে পড়তে যখন শিল্পী-সাহিত্যিকদের করুণ অবস্থার কথা জানলাম, যখন জানলাম তাদের কদর খুব কম, তখন সেই ভাল লাগা ভাবটা আর থাকল না।

এখানকার সবগুলো পেইন্টিং এত চমৎকার ইচ্ছা হচ্ছিল পরের বছর কলকাতা বই মেলায় যাই আর এমন কিছু অসাধারণ সংগ্রহ নিয়ে দেশে ফিরি!

আসলে দাদা আমাদের বাংলায় এতে কম দরে এতে সুন্দর সুন্দর চিত্রকর্ম ছবি কিনতে পাওয়া যায়।আসলে আমাদের বাংলায় অনেক গুনি বান শিল্পী না খেয়ে বেচে আছে।কারন আমরা শিল্পীর দাম দিতে পারি না।আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করছেন।দেখতে বেশ দারুন লাগছে।ধন্যবাদ দাদা।

এতো সুন্দর চিত্রকর্মের এতো অবিশ্বাস্য কম দাম শুধু মাত্র আমাদের দেশেতেই সম্ভব ।

আমাদের দেশে তো একে ফালতু কাজ ই বলে!এতো সুন্দর এক একটা আর্ট ওয়ার্ক।যারা তুলি হাতে নেয় তারাই বলতে পারবে কতোটা কঠিন কাজ!

সত্যি দাদা আপনার প্রথম অংশটুকু পড়ে অবেগঘন হয়ে গেলাম। সত্যি আমরা শিল্পীর কদর করতে জানি না। মৃত্যুর আগে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু এই কথা বলেছিল। যে কেউ যেন পেশা হিসেবে সংগীত বেছে না নেয়। তাহলে তাকে অনেক সংগ্রাম করতে হবে।

আজকের আর্টগুলো অসাধারণ ছিল। বিশেষ করে তেপান্তরের মাঠ এবং কলকাতার তিন রাস্তার মোড় এই দুইটা আমার কাছে সবচেয়ে প্রাণবন্ত এবং সুন্দর লেগেছে।

সব গুলো ছবি অসাধারণ। তবু চিত্র গুলো দেখার সুযোগ করে দিলেন। বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের চিত্রটি বেশী চোখে পরার মতন। তাছাড়া প্রিয়ার চকিত চাহনি দারুন। ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে কিছু নাম না জানা আর্টিস্টের আর্টের ফোটোগ্রাফি -০২ পর্বে আমরা আবারও বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট এর অসাধারন কিছু আর্ট দেখতে পেলাম। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট এর আর্ট দেখার সুযোগ করে দেওয়ার জন্য।আপনি আমাদের এইসব আর্ট না দেখালে হয়তো জীবনে দেখাও হতো না। আপনার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ দাদা।

প্রতিটা আর্ট অসাধারণ। আসলেই বর্তমান প্রেক্ষাপটে শিল্পীদের অবস্থা খুবই করুন । আর্টিস্ট দের কোনো মূল্য নেই বললেই চলে। দাদা আমি কিছু আর্টের ফটোগ্রাফি স্ক্রিনশট দিয়ে রেখেছি। আর্ট করে শেয়ার করব। ধন্যবাদ দাদা।

reason why I like art is because they never perfect, and I never like anything that is perfect. Art shows that the maker has talent, so, you are so talented.

শিল্প সরঞ্জামের একটি অবিশ্বাস্য ব্যবহার, ম্যাগনি

দাদা আপনার শেয়ার করা আর্টের ফটোগ্রাফিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর্টের ফটোগ্রাফিগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। দক্ষ শিল্পীরা তাদের হাতের ছোঁয়ায় ও মনের মাধুরী দিয়ে অনেক সুন্দর আর্টগুলো করেছেন। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দারুন সব আর্টগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

এ দেশে কবিতার বই কেজি দরে ফুটপাতে বিক্রি হয়ে থাকে খাবারের ঠোঙা হবে বলে ।
লজ্জায় আমাদের মরে যেতে ইচ্ছে করে ।

সত্যিই কতটা দুঃখ নিয়ে তিনি কথাটি ব্যক্ত করেছিলেন।শুনলেই খারাপ লাগে, যে শিল্পীদের কদর নেই এত পরিশ্রমের পরেও।তবে এটাকেই শিল্পির হাতের ছোয়া বলে, দক্ষতা বলে।এগুলো মন থেকে সৃষ্টি হয় যা শিল্পীরা একদম জীবন্ত রূপ দান করে।আর্টিস্টের আর্টের ফোটোগ্রাফিগুলি আজকে ও অনেক ভালো লাগলো দাদা।শিল্পিদের প্রতি আমার পূর্নসম্মান ও ভালোবাসা রইলো।ধন্যবাদ আপনাকেও দাদা।

বাংলাদেশের মতো কলকাতায় আন্তর্জাতিক বইমেলা হয় আগে জানতাম না। ছোটবেলায় তেপান্তরের মাঠে নামের একটা গল্পের বই পড়েছিলাম। প্রথম চিত্রটা দেখে আবারো মনে পরে গেল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

যারা অন্যের হক মেরে বড় হচ্ছে,আজকাল তারাই শিল্পী আর মানুষ তাদেরই শিল্পী হিসেবে সম্মান করে।
প্রতিটি চিত্রকর্মই ছিল অসাধারণ।ফটোগ্রাফিগুলো আরো ব্যাপক হয়েছে দাদা।শুভ কামনা রইলো 💜

Just Amazing!

আজকে আবারো মুগ্ধ করে দিলে দাদা ছবিগুলো পোস্ট করে। প্রতিটা ছবি নিজস্ব ভাবে তার সৌন্দর্য ধরে রেখেছে। শুরু থেকে শেষ পর্যন্ত তিন চার বার করে দেখলাম। শতকোটি প্রণাম জানাই এই সকল আর্টিস্টদের। 🙏🙏

Grettings from Venezuela, So beatiful painting. Excelente Post.

দাদা প্রতিটি আর্ট ফটোগ্রাফি দেখতে অসাধারণ ছিল। সবগুলো আর্ট ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে আমরা এত সুন্দর সুন্দর আর্ট সম্পর্কে জানতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

সত্যি দাদা আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে দুই নয়ন জুড়িয়ে গেল।অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেয়ার জন্য।প্রতিটি ফটোগ্রাফি জাস্ট ওয়াও।আরও চমৎকার চমৎকার ফটোগ্রাফি আগামীতে আপনার মাধ্যমে দেখতে পাবো এই প্রত্যাশা রাখছি।
♥♥

এ দেশে কবিতার বই কেজি দরে ফুটপাতে বিক্রি হয়ে থাকে খাবারের ঠোঙা হবে বলে ।

একদম যথার্থ বলেছেন দাদা। আমাদের দেশে শিল্পী অথবা শিল্পকর্মের কোন দাম নেই। তবে যাই হোক দাদা নাম না জানা সব আর্টিস্টদের শিল্পের প্রতিভা দেখে আমি মুগ্ধ। একনজরে অসাধারণ সব আর্ট দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আর্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

পেইন্টিং তাও আবার এই দামের মধ্যে একেবারে বিশ্বাসই করা যায় না। আশেপাশে হলে কিছু সংগ্রহ করতাম কারণ আমাদের এখানে ফটোগ্রাফিই প্রায় 10 হাজার টাকা দিয়ে কিনতে হয়। আমাদের অফিসে সম্প্রতি দুইটি ফটোগ্রাফি কিনেছে একেকটি 10000 টাকা দিয়ে। আর পেইন্টিং এই দামে ভাবাই যায় না।

ভারতীয় টাকা ও বাংলাদেশের টাকার কিছু পার্থক্য আছে তবুও বইমেলা উপলক্ষ্য করে সত্যি দাম নাগালের মধ্যে রাখা হয়েছে যা আমাদের মত মধ্যবিত্ত ক্রেতাদের সাধ্যের মধ্যে।

চমৎকার আয়োজন যা আসলে মিস করার মত নয়। ধন্যবাদ আবারো শেয়ার করার জন্য দাদা।

এত সুন্দর সুন্দর সব চিত্রকর্ম এত কম দামে বিক্রি হচ্ছে দেখে সত্যিই অবাক হলাম দাদা। আমাদের দেশে সত্যিই সাহিত্যিক, লেখক , শিল্পীরা কেউই তাদের কাজের সঠিক মূল্য টা পায় না। এটা আমাদের জন্য সত্যিই খুবই লজ্জার।

যাইহোক এর আগের পোস্টের চিত্র গুলোর মত এই চিত্র গুলোও নয়ন ভুলানো ছিল। এক কথায় বলতে গেলে আমি মুগ্ধ হয়ে গেলাম দাদা চিত্র গুলো দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেয়ার জন্য।

দাদা আপনার আর্ট ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ লাগছে আমার কাছে। দেখে মনে হচ্ছে বাস্তব কোনো চিত্র। এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ টি দেখতে অসাধারণ লাগছে। ঝর্ণার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ লাগছে। মানিক বন্দোপাধ্যায়ের কথা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এতো সুন্দর চিত্র অংকন ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য অবিরাম ভালো বাসা ও অনেক অনেক শুভকামনা রইল দাদা।♥️♥️♥️