বাংলাদেশে সরকারের পতন, সেনাবাহিনীর ক্ষমতা দখল

in hive-129948 •  4 months ago 

borders-2099198_1280.png

Copyright free image source : PixaBay


বাংলাদেশের ভূতপূর্ব সরকার প্রধান শেখ হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী মনোভাব সম্পন্ন কর্মকান্ড এবং বর্তমানের ছাত্র ও অসহযোগ আন্দোলনের জেরে দেশের সরকারের পতন হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে আজ ভারতীয় সময় দুপুর দুটোর দিকে পদত্যাগপত্র জমা দেন । একাধিক সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনীর চাপে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা ।

আজ দুপুর ১ টার দিকে গণভবনে শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিটের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়তে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে । এটা স্পষ্টতই যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করেছে । দেশে আগের থেকে নামেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, আসলে ছিল গণতান্ত্রিক স্বৈরাচার শাসন ব্যবস্থা, সেটা এখন বিলুপ্ত হয়ে দেশে সামরিক শাসন ব্যবস্থা জারি হবে । তবে দেশে সরাসরি আর্মি রুল চালু না করে একটা অন্তর্বর্তীকালীন পুতুল সরকার চালু করে তাকে নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী - এমনটাই বোঝা যাচ্ছে ।

ভারতীয় সময় বেলা দুটোর দিকে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা একটি সামরিক হেলিকপ্টারে করে আগরতলা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন । সেখানথেকে বিমান যোগে তাঁদের প্রাথমিক গন্তব্য ত্রিপুরে হয়ে পশ্চিমবঙ্গে, আর তারপরে সরাসরি দিল্লিতে ।

মোট কথা বাংলাদেশের বর্তমান অবস্থা এখন অন্ধকারময় । অনেকটা কড়াই থেকে সোজা চুলার আগুনে । দেশে যদি সামরিক শাসনব্যবস্থা কায়েম হয় তবে প্রথমে সব চাইতে বেশি ক্ষতি হবে অর্থনৈতিক ব্যবস্থার, এর পরে দেশের আইন শৃঙ্খলা অবস্থার ব্যাপক অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে ।

"আমার বাংলা ব্লগের" সকল বাংলাদেশী ব্লগারদের সাবধানে থাকার জন্য অনুরোধ করছি ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code [Tron Wallet]

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png
[Tron Wallet]


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 🇧🇩
স্বৈরাচার হাসিনা শত শত মানুষের রক্তে রঞ্জিত হয়ে আজ পালিয়েছে।
দাদা বাঙালি মরতে শিখে গেছে, ইনশাআল্লাহ বাংলাদেশে আর স্বৈরাচারের উদ্ভব হবেনা, যদি হয় তাহলে আবারো বাংলাদেশের মানুষ রুখে দেবে।
যে পুতুল সরকার আসুক না কেন জনগণের হাতেই ক্ষমতা ইনশাআল্লাহ ✊

দাদা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
আমরা সাবধানে থাকার চেষ্টা করবো।
দোয়া করবেন দাদা।

দাদা ইন্ডিয়া যদি হাসিনাকে আশ্রয় দেয় তাহলে সেটা সত্যিই দুঃখজনক হবে, কারন তার হাতে শত শত শিশু, ছাত্র এবং সাধারণ মানুষের তাজা রক্ত লেগে আছে। 🥺
সৃষ্টিকর্তা তার উপযুক্ত শাস্তি দান করুন।

দ্বিতীয়বারের মতো আমাদের দেশটা স্বাধীন হয়েছে এটা বলতে হয়। শেখ হাসিনার এই পদত্যাগের কারণে আমাদের দেশের মানুষগুলো অনেক বেশি খুশি হয়েছে এখন। চারদিকে আনন্দের মিছিল বের হয়েছে। এখন সেনাবাহিনীর হাতে ক্ষমতা। পরবর্তীতে এখন কি সিদ্ধান্ত নেওয়া হবে এটাই দেখার অপেক্ষা। দেখা যাক কি হয়। তবে আমরা প্রতিনিয়তই সবাই চেষ্টা করবো সাবধানে থাকার জন্য।

কি থেকে কি হয়ে গেলো বুঝতেই পারলামনা যেন। তাছাড়া সেনাবাহিনী সরকারকে পদত্যাগের জন্য নির্দেশ দিয়েছে এটা শুনে বেশ অবাক লাগলো। পুরো দেশটা এখন যদি সেনাবাহিনীর হাতে চলে যায় তারা কি করে সেটাই ভাবনার বিষয়। তবে অনেক অনেক বেশি দোয়া করি যাতে মানবতাকে নিয়ে কিছু হয়।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

ভবিষ্যৎ সম্পর্কে তো জানিনা, তবে দেশের মানুষ শেখ হাসিনা সরে যাওয়াতেই দারুণ খুশি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আসলে দাদা শেখ হাসিনা আমাদের দেশটাকে এক নায়ক তান্ত্রিক দেশে পরিণত করে রেখেছিল। সত্যি আমাদের দেশ স্বাধীন দেশ।তবে শেখ হাসিনা পদত্যাগ করাতে আমার মনে হয় বাংলাদেশের ৯৮% লোক খুশি হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়।ধন্যবাদ দাদা।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

তবে দেশে সরাসরি আর্মি রুল চালু না করে একটা অন্তর্বর্তীকালীন পুতুল সরকার চালু করে তাকে নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী

জ্বী দাদা, এর আগেও এমনটা হয়েছিলো। এটা সত্যি আমাদের কারো কাম্য নয় এবং দেশের জন্য ভালো হবে না।

তবে দেশে সরাসরি আর্মি রুল চালু না করে একটা অন্তর্বর্তীকালীন পুতুল সরকার চালু করে তাকে নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী

জ্বী দাদা, এর আগেও এমনটা হয়েছিলো। এটা সত্যি আমাদের কারো কাম্য নয় এবং দেশের জন্য ভালো হবে না।

Congratulations, your post has been upvoted by @upex with a 41.82% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

মুক্তিযুদ্ধ আমি দেখিনি।তবে আজ আনন্দ মিছিলে গিয়ে এতো এতো মানুষের সাথে রাস্তায় নেমে সত্যিকারের স্বাধীনতার আনন্দ পেলাম।দেশে উপযুক্ত কেউ বসে দেশ পরিচালনা করবে এমনটাই কামনা দাদা।ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে বিষয়টিকে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

একটু আনন্দিত আছি কিন্তু এর চেয়ে বেশি এখন আতঙ্ক এবং ভয় কাজ করছে। দাদা স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের কি হবে সেটা নিয়ে এখন বেশি দুশ্চিন্তা হচ্ছে। শেখ হাসিনার পতনের পর পরে যে অরাজকতা তৈরি হয়েছে সেটা আসলেই আমাদের কাম্য নয় এবং আমাদের এলাকাতেও ভয়াবহ অবস্থা চলছে।

এই সরকার আমাদের দেশের জন্য খুবই উন্নতির কাজ করেছে। যদিও দুঃখের বিষয় এ সরকারের এত স্বৈরাচারিতা বেড়ে গিয়েছিল শেষমেষ পতন হতে গেল। যদি শুরু থেকে ছাত্রদের দাবিগুলো মেনে নিত তাহলে আজকে এই দিনগুলো দেখতে হতো না। শেষ পর্যন্ত সেনা বাহিনীর হাতে দখলে চলে গেল দেশটি। তবে এমনটা না হোক সেটাই কামনা করছি। পরিস্থিতি যেন সব কিছু স্বাভাবিক হয়ে আসে সেটা যেন হয় আমাদের দেশে।

তবে দেশে সরাসরি আর্মি রুল চালু না করে একটা অন্তর্বর্তীকালীন পুতুল সরকার চালু করে তাকে নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী - এমনটাই বোঝা যাচ্ছে ।

দাদা আমাদের ভাগ্যে যে কি আছে, সেটা একমাত্র আল্লাহ তায়ালা ই ভালো জানেন। তাছাড়া পরবর্তীতে নির্বাচন হলেও, আমাদের দেশে জনবান্ধব সরকার আদৌ আসবে বলে আমার মনে হয় না। দেখা যাক ভবিষ্যতে কি আছে আমাদের দেশের জনগণের কপালে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

I'm not supporting yo any group or shaikh Hasina but all matter should be discussion between rulers and opposition any community. Army has lot of power and they can do anything with govt order but in this case army took power from president. It's good if we get resolution with peace and nonviolence. Army rule is not good but I'm supporting Bangladesh students because I was also victim of reservation. I lost my seat because of that I'm not getting reservation.

জনমত নির্বিশেষে দেশকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি না করা এবং সকল ধর্মের মানুষ সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে এবং সুশৃঙ্খল বজায় রাখা আমাদের সকলের নিজ নিজ দায়িত্ব।

Unfortunately, in every part of the world now politics are puppets!! Even in Italy they try to limit the press! Poverty has increased here too but none of the politicians are interested! I don't like the army and I hope it doesn't here comes a new regime.Come on people of Bangladesh!

Que siempre viva la libertad......

খুব চিন্তায় আছি ভাই, সামনের দিনগুলোতে যে কি হবে, সেটা নিয়ে বেশ উদ্বিগ্ন।

দেশে যদি সামরিক শাসনব্যবস্থা কায়েম হয় তবে প্রথমে সব চাইতে বেশি ক্ষতি হবে অর্থনৈতিক ব্যবস্থার, এর পরে দেশের আইন শৃঙ্খলা অবস্থার ব্যাপক অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে ।

এমনটা যদি না হয় সেদিকেই খেয়াল রাখতেছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের তরুনরা। আশা করছি, ভালো কিছুই অপেক্ষা করতেছে। কিন্তু, এই বাকি সময়টা আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে।

@rme বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হলো। এতে আমরা সবাই খুশি।

ইতিমধ্যে দেশের আইন শৃঙ্খলা অবস্থার ব্যাপক অবনতি হয়ে গিয়েছে। সাধারণ ছাত্ররা রক্ত দিল আর অনেকে এসে লুটপাট শুরু করে দিয়েছে। মানুষ পরিবর্তন হওয়া দরকার। ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারা দরকার সকল পরিস্থিতিতে।

牛逼牛逼