একটা অন্যরকম মজার পোস্ট

in hive-129948 •  2 years ago 


Copyright Free Image Source: Pixabay


অনেকদিন আগের কথা । সকাল ১১ টার দিকে ডিসকোর্ডে একটু আড্ডা দিতে গেলাম । তখন হাফিজ ভাই একটিভ ছিলেন জেনারেল চ্যাটে । শুরু হলো মজা করা । আমি একটি নতুন কোড ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিলাম । সেটা নিয়ে বেশ মজা হলো । "আফি ডাব দায়ী" এই কথার অর্থ "আই লাভ ইউ" । "ডেফিফে" মানে সবাইকে ।

এইরকম মজার মধ্যে হাফিজ ভাই শুরু করলেন ছড়ায় ছড়ায় মজার মজার কথা বলা । তো, আমিও মাঠে নেমে গেলাম । শুরু হলো এক মজাদার conversation । বিষয় ছিল কবিতা । অনেক মজা পেয়েছিলাম সেদিন সত্যি । আজকে আবার পুরোনো সেই চ্যাট হিস্ট্রি পড়তে পড়তে হেসে গড়িয়ে পড়ছিলাম ।

ভাবলাম, আজকে আমার বাংলা ব্লগের সবার সাথেই শেয়ার করি সেদিনের মজার চ্যাট হিস্ট্রিটা । নির্মল বিনোদন পাবেন আপনারা আশা করছি এই চ্যাটের অংশটুকু পড়লে ।

মূল চ্যাট হিস্ট্রিটা অনেক বড় বিধায় এখানে অনেক কাটছাঁট করে মেইন মেইন অংশটুকু শেয়ার করলাম ।

তো, আসুন শুরু করা যাক -


Hawk Eye ✨ — Today at 11:18

অনেক ছিল । তবে এর মধ্যে
১. র
২. ত
৩. ব
৪. স
৫. চ
এই গুলোই main

Menino Romântico-MOD ☀ — Today at 11:19
মানে আরো ছিলো? আপনি আমার গুরু ......গুরু

Hawk Eye ✨ — Today at 11:20

এখন তো সবে শুরু শুরু

Menino Romântico-MOD ☀ — Today at 11:21
গুরু শিষ্য করো মোরে
প্রেমের দক্ষিনা দাও হৃদয়ে

Hawk Eye ✨ — Today at 11:22

কতবার যে এসেছিলো নেই তা মনে

Hawk Eye ✨ — Today at 11:22

হবে শিষ্য হবে , আগে মেয়েদের বুঝতে হবে

Menino Romântico-MOD ☀ — Today at 11:23
হৃদয়ে বইছে ঝড়, হচ্ছে তোলপাড়
তুমি শিষ্য শান্ত করো হৃদয় আবার

Hawk Eye ✨ — Today at 11:24

বৎস এ ঝড় সামলাতে যে পারে
সে হলো নারী হৃদয় আর কেহ নাহি পারে

Menino Romântico-MOD ☀ — Today at 11:24
সে তো মহা ভয়ংকর অধ্যায়
বুঝিনা তো কিছু, হৃদয়ে ভয়
মাথায় ঢুকে নাতো কিছু

Menino Romântico-MOD ☀ — Today at 11:25
আমি প্রেমিক হবো
শান্ত হবে হৃদয়
মহা অধ্যায় পরিক্রম করিয়া
বিজয়ী হয়ে ফিরিয়া আসিবো।

Hawk Eye ✨ — Today at 11:26

বৎস হাফিজ এ নহে ভয়ঙ্কর
কি সুখ যে কহিতে ইচ্ছে করে বারংবার
এস শিষ্য এসো
প্রেমের দীক্ষা লহো

Menino Romântico-MOD ☀ — Today at 11:27
প্রেমের এ কঠিন অধ্যায়
পাঠ করিতে হবে আমায়
নারীদের হৃদয় বুঝতে চাই শিক্ষা
তুমি ভরসা গুরু, দাও সঠিক দিক্ষা

Hawk Eye ✨ — Today at 11:29

নারী হৃদয় বাপরে বাপ্
বুঝি অল্পসল্প কিছু বাপ্
এ বোঝা পুরো তোমার গুরুর কম্ম নয়
গুরু বাটিয়া খাইলেও বুঝিবে না নিশ্চয়ই

Menino Romântico-MOD ☀ — Today at 11:30
আমি হতাশ
হে হৃদয় কন্যা নারী
তুমি করো মোরে ধন্য
জলের পিপাসায় কাতর, বড্ড তৃষ্ণা হৃদয়ে
দাও কিছু অমৃত ঢেলে, সতেজতা আসুক মনে।

Hawk Eye ✨ — Today at 11:40

পিপাসা ভালো বৎস, পিপাসা ভালো
হৃদয়ে প্রেম রসের কলসি ঢালো
তৃষ্ণা হোক শুধু প্রেমেরই , এটাই আইন
আরো যদি বুঝতে চাও তো চলো সিক্সটি নাইন

Menino Romântico-MOD ☀ — Today at 11:43
শিষ্য যাবে ৬৯ এ
বুঝবে প্রেমের রহস্য
প্রেম ছাড়া অবুঝ হৃদয়
মোটেও হাসতে চায় না।

Hawk Eye ✨ — Today at 11:44

ওগো শিষ্য যখন আসবে তুমি সিক্সটি নাইন
সাথে এনো কিছু শিষ্যাও , দেখবে হবে কি ফাইন

Menino Romântico-MOD ☀ — Today at 11:45
প্রেমের মজা গোপনে
শিষ্য থাকবে একা
অতি সন্নাসিতে গাজর
নষ্ট হতে দেয়া যাবে না।

Hawk Eye ✨ — Today at 11:46

প্রেমের নিগূঢ় রহস্য যদি চাও জানিবারে
তবে বৎস, খবরদার একটা প্রেমে হবে না যে
করিতে হবে দশের অধিক
তবেই কিছু জানা যাবে প্রেমের রহস্যকে ঠিকঠিক

Hawk Eye ✨ — Today at 11:48

এই তো বৎসর ক্লাস শুরুর আগে
প্রেমের মজা বোঝা শুরু হয়ে গেছে

Menino Romântico-MOD ☀ — Today at 11:49
আমি বইতে রাজি প্রেমের নৌকা
যাত্রী হবে শত শত প্রেমিকা
তৃষ্ণার্ত হৃদয় হবে না শীতল
একবার পান করিলে জল।

Hawk Eye ✨ — Today at 11:52

শিষ্য আমি এখন নিশ্চিন্ত, একটু চিন্তিতও
এতো যাত্রী পারবে কি বইতে একটাই শরীর তো
এক কাজ করো,
একে একে প্রেম যাত্রী নিয়ে বোঝাই করো তোমার নৌকো
আর কি বলিবো মোর বৎস

Menino Romântico-MOD ☀ — Today at 11:53
তুমি গুরু দিয়েছো দিক্ষা
আমি সবল প্রেমের শিক্ষা
বইতে আমি পারবো দিচ্ছি ভরসা
তৃষ্ণার্ত হৃদয়ে বড্ড বেশী পিপাসা।

Hawk Eye ✨ — Today at 11:55

আমি ধন্য আজি হে মোর শিষ্য
সত্যি তুমি আমার সেরা শিষ্য
আহা কি দৃশ্য
শিষ্যের কাছে গুরু এখন শিষ্য

Hawk Eye ✨ — Today at 11:56

এখন তবে যাই , থামাই কবি গান
নাহলে গৃহে অশান্তির বইবে বাতাস, ছিঁড়িবে গুরুরই কান

Hawk Eye ✨ — Today at 11:58

তবে যাবার আগে বলেই যাই
নারী হৃদয় অতি কঠিন বুঝলে শিষ্য ভাই ?
এ বোঝা পুরো তোমার গুরুর কম্ম নয়
গুরু বাটিয়া খাইলেও বুঝিবে না নিশ্চয়ই

Menino Romântico-MOD ☀ — Today at 11:58
ধন্য আমার শিক্ষা
ধন্য আমার গুরু
প্রেমের দিক্ষায় আমি উচ্চতায়
হৃদয় ভাসছে নতুন আকাংখায়।

Hawk Eye ✨ — Today at 12:01

শিষ্য তুমি ভারী ভালো
তুমি হবে নারী হৃদয়েরই আলো
নেই তোমার গুরুমারা বিদ্যা
সার্থক তমার শিক্ষা , সার্থক তোমার বিদ্যা

Menino Romântico-MOD ☀ — Today at 12:00
প্রেমের জলে কুমির আছে
জানি আমি তাই গুরু
কুমিরের ভয়ে হৃদয় কাপে না
তৃষ্ণার্ত হৃদয়ে ভয় জাগে না।

Hawk Eye ✨ — Today at 12:04

চক্ষে এলো জল , আয়রে মোর শিষ্য,
আয়রে মোর বাপ্
নির্ভীক হৃদয় দেখে তোর, কাঁপে মোর চিত্ত
মার্ খেয়ে খেয়ে তোর গুরু এখন বৌয়েরই ভৃত্য

Menino Romântico-MOD ☀ — Today at 12:03
সাবধান গুরু সাবধান হও জলদি
চারপাশে গোয়েন্দাদের বড্ড ছড়াছড়ি।

Hawk Eye ✨ — Today at 12:06

চারিদিকে তব টিকিটিকির দল, গোয়েন্দা নজর ভারী
পিঠ বাঁচাতে, কিল এড়াতে দিলাম দৌড় প্রাণের আশা ছাড়ি

Menino Romântico-MOD ☀ — Today at 12:05
আমি নইতো ভীত, নই হতাশ
হৃদয়ে মোর বইছে প্রেমের বাতাশ
আজি নিশ্চিত বৃষ্টিতে হবে স্নান
জলের গভীরে শীতল হবে মন।

Menino Romântico-MOD ☀ — Today at 12:07
ঠিক বলেছো গুরু তুমি
হৃদয় বাচঁলে প্রেম হবে
তাই দৌড় দিবে হবে এখন
পালাতে হবে জোরে।

Hawk Eye ✨ Left the chat [লেজ তুলে পগারপার]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

RME, Thank You for sharing Your insights...

"আফি ডাব দায়ী" এই কথার অর্থ "আই লাভ ইউ" । "ডেফিফে" মানে সবাইকে ।

বাদর বাদর এই শব্দটি খুবই মনে পড়ছে দাদা। আপনার এই কথাগুলো আমি খুব সহজেই বুঝতে পারতাম। জানিনা কি করে বুঝতে পারতাম। কিন্তু আপনার লেখাগুলো বুঝতে আমার অসুবিধা হতো না। তবে যাই হোক দাদা হাফিজ ভাই ও আপনি হচ্ছেন কবিতার জাদুকর। আপনারা সবসময় মজার মজার কবিতা লিখেন। কবিতার ছন্দ গুলো পড়ে খুবই ভালো লাগলো। সেই সময়টাতে মনে হচ্ছে আমিও সেখানে উপস্থিত ছিলাম। ধন্যবাদ দাদা দারুন কিছু মুহূর্ত উপস্থাপন করার জন্য।

Thank You for sharing...

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

god bless you

আহা এ দেখি কবিতায় কবিতায় ৬৯ এর কথাও উঠে এলো। আমিও তাহলে বলতে চাই -

যদি পেতাম সিক্সটি নাইন এ এক্সেস,
হয়ে যেতো জীবন টা সাক্সেস।

গুরু আমাদের টান মারেন 69 এ। আমিও সেখানের সদস্য হতে চাই।

এই কবিতা যুদ্ধের সময় আমি ছিলাম না। তবে কোড ল্যাঙ্গুয়েজ এর সময় ছিলাম। মজা পেয়েছিলাম অনেক। ধারনা করেছিলাম এটার মানে এমন কিছুই হবে।

ফানি চলে কনভারসন হয়ে গেলো কবি। সেই কনভারসনে আহা গুরু আর শিষ্য কত না মিল?লেগেছে আমার ভালো এই লাইন গুলি। চারিদিকে তব টিকিটিকির দল, গোয়েন্দা নজর ভারী
পিঠ বাঁচাতে, কিল এড়াতে দিলাম দৌড় প্রাণের আশা ছাড়ি

Thank You for sharing...

  ·  2 years ago (edited)

গুরু, শীষ্য মজার কবিতা পড়ে আসলেই মজা পেলাম দাদা। ছন্দে ছন্দে অনেক কথাই বলে ফেলেছেন আপনারা।

পোস্টটি দেখে হলাম নির্বাক,
আমরা সবাই হলাম অবাক।
ভালো কিংবা মন্দ,
এখানে দেখি হরেক রকমের ছন্দ। 🤭🤭

হাফিজ ভাইয়া অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে। আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয় দাদা। আসলে মজার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি দাদা।

দুজনকে ধরে পার্কে গাছের সাথে বেধে দিয়ে আসতে হবে,তবে বাংলাদেশের রমনা পার্কে বিশেষ করে সন্ধ্যায় তাহলে টের পাবে মশা যখন আদর আপ্যায়ন করবে।বুঝবে তখন প্রেম কাহাকে বলে।😉।তখন গুরু কে শিষ্য কে তাই ভুলে যাবে🤪। হি হি

Thank You for sharing...

গুরু শিষ্যের কবিতায় কথোপকথনের মাধ্যমে প্রেম নিয়ে মজার মজার কবিতা গুলো শুনে বেশ ভালো লাগলো। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল কবিতাগুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ দাদা খুবই ভিন্ন ধরনের দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার ও হাফিজ ভাইয়ের মজার মজার কবিতা গুলো পড়ে খুবই বিনোদন পেলাম দাদা। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।

এ আর নতুন কি,আপনাদের খুনশুটি তো লেগেই থাকে সবসময়।তবে এটা হিলারিয়াস ছিল🤣🤣।
মজা পেয়েছি।গুরু শিষ্যর এই খুনশুটি অমর থাকুক।ভালোবাসা নিয়েন🥰

Thank You for sharing...

দাদা আপনার আজকের পোস্টটি পড়ে খুবই আনন্দ পেলাম। সত্যিই হাফিজ ভাইয়ের মত একজন মজার মানুষ আমাদের সাথে আছে বলেই আমরা সবকিছুতে এত আনন্দ পাই। এছাড়াও আপনাদের দুজনের কথোপকথন আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️

Thank You for sharing Your insights...

কাছাকাছি, পাশাপাশি না বসে ও যে চ্যাটে এত সুন্দর মজা করা যায় তা এই পোস্ট পড়ে জানতে পারলাম। সত্যি ই অসাধরন ছিল ।

খুবই অসাধারণ হয়েছে দাদা, আপনাদের গুরু শিষ্যের পাল্টা কবিতার পালা। তবে আপনারা যে কবিতা লিখতে লিখতে এখন পুরোপুরি কবি হয়ে গেছেন তার প্রমাণ আপনাদের এই চ্যাটই প্রমাণ করে। ধন্যবাদ আপনাদের গুরু শিষ্যের পাল্টা কবিতার পালা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank You for sharing...

হা হা 😄😄
বেশ মজা পেলাম ☺️
প্রথমত আফি ডাব দায়ী ঐ ঘটনার সময়টাতে আমিও ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না তখন মানে টা কি। যাক পরে বুঝলাম সবকিছু।

আপনাদের গুরু শিষ্যের মিষ্টি যুদ্ধে দারুন মজা পেলাম ☺️
কি চমৎকার ছন্দের যুদ্ধরে বাবা ☺️

হাহাহহাহা!! হাসতে হাসতে শেষ!! কি কবিতা মাইরি গুরু শিষ্যের মাঝে 😂। শিষ্য ধন্য হয়েছে গুরু পদচারণ পেয়ে 🤭।

ওগো শিষ্য যখন আসবে তুমি সিক্সটি নাইন
সাথে এনো কিছু শিষ্যাও , দেখবে হবে কি ফাইন

সত্যি ফাইন হবে শিষ্যা এলে 😁😁। পুরাই জোস ছিল দাদা কনভার্সেশনটা হাফিজ ভাইয়ের সাথে 😄😁। বিকালটায় ভালো হয়ে গেল 😍

খুবই মজার ছিল দাদা, সত্যিই গুরু-শিষ্যের এই মজার কবিতার ছন্দে কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে আপনারা দুজন যখন জেনারেল চ্যাটে থাকেন তখন খুবই জমে যায়। বিশেষ করে হাফিজ ভাই আসলে যেন মজার কথা শুরু হয়ে যায়। আসলে আজকে আপনাদের এই কনভার্সনের কবিতার ছন্দে কথাগুলো আবারো ভালোভাবে পড়ে হাসতে হাসতে পেটে ব্যথা হলো হাহাহা, খুবই ভালো লেগেছে দাদা। সত্যিই মন ভাল হয়ে গেল।

Thank You for sharing...

দাদা আপনার এই "আফি ডাব দায়ী" ল্যাংগুয়েজ আমি অনেকবার শুনেছি। প্রথমদিকে বুঝতেই পারেনি আপনি কি বলার চেষ্টা করছেন। কি এক অদ্ভুত ভাষায় জেনারেল চ্যাটে আলাপ করতেন সবার সাথে। তবে হাফিজ ভাইয়ের সাথে আপনার এই কবিতা যুদ্ধ আমি মিস করেছি। আসলেই দারুন মজার ছিল গুরু শিষ্যের এই লড়াই হাহাহা।

Thank You for sharing...

দাদা আপনার আ হাফিজ ভাইয়ের সেদিনের কবিতা লেখার প্রতিযোগিতা দেখে নিজের মনে খুব ভালো লাগছে। গুরু আর শিস্য কেউ কারো চেয়ে কম নয়। আমার কাছে মনে হচ্ছে সেদিনের সময়টা খুব স্বপ্নের মত কেটে গেছে আপনার দুজনের। এবং আপনি অন্যরকম একটা মোডে ছিলেন।
দাদা এটা হয়ে যাক না আরেকবার। যদিও বলে কই হয় না। দাদা আপনাদের দুজনের কবিতা লেখার প্রবণতা দেখে আমার নিজের মাথাও এক ধরনের জোশ এসে গেছে।

Thank You for sharing Your insights...

আপনার এই "আফি ডাব দায়ী" যেদিন আবিস্কার হল সেদিন ছিলাম আমি ডিস্কোর্ড এ। অনেক মজা হয়েছিল সেদিন। আপনার কীবোর্ড নষ্ট হয়েছিল। এই কবিতা গুলো কিছু দেখেছিলাম। আর বাকি গুলো এখন দেখলাম। অনেক মজা লাগলো দাদা।

Thank You for sharing...

বাপরে বাপ দাদা ,চ্যাটে এত এত ছন্দের মিল ঘটিয়েছেন দুইজনেই সমান তালে ।পড়তে পড়তে শেষ যেন হতেই চাইছিল না তবে বেশ মজার ছিল আপনাদের গুরু ও শিষ্যের কথোপকথন। দুইজনেই তো ছন্দের ঝুলি নিয়ে বসেছিলেন, হি হি☺️☺️ধন্যবাদ দাদা ।

Thank You for sharing...

দারুন ছিল তো ব্যাপারটা। অনেকটা ছন্দে ছন্দে কথা বলা। এই জিনিসগুলো সত্যিই অনেক মজার হয়। পুরোনো ভালো স্মৃতি গুলো আমাদের খারাপ সময়ের সময় সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকে। এত দিন পর চ্যাট হিস্টোরিতে যে ফিরে গেছেন এটা সত্যিই দারুন ছিল দাদা।

আপনার সেই দিনের মুহূর্তে মনে হয় আমিও ছিলাম ,তবে সেটা দর্শক হিসাবে । তাছাড়াও এটা সত্য যে আপনার মতো গুরু থাকলে শুধু হাফিজ ভাই না , সকলেরই কমবেশি কবিতা চর্চা হবে । তবে এমন আনন্দ ঘন কথোপকথন কবিতার ছলে আবারও হোক এমনটাই প্রত্যশা ব্যক্ত করছি ।

দীর্ঘদিন পড়ে পুরনো কবিতার কথোপকথন গুলো পড়ে বেশ মজা পেলাম।

Thank You for sharing Your insights...

আগেকার দিনের "কবির গানে" যেমন কবিদের মাঝে লড়াই হত,অনেকটা সে রকম হয়েছে।

লেজ তুলে পগারপার]

এই লাইনটা পড়ে হাসতে হাসতে আমার পেট ব্যথা করছে দাদা।সত্যিই খুব মজার, হাহাহা কি যে লিখলেন শেষ এ! গুরু দেখছি সুবিধার না,শিষ্য সমেত পালালো।

দাদা যেদিন আফি ডাব দায়ি এই কথা গুলো বলেছিলেন তখন আমিও ছিলাম ।কিন্তু আপনার আর হাফিজ ভাইয়ের মধ্যে এই কবিতা যুদ্ধের সময় আমি ছিলাম না। সত্যি আপনারা দারুন মজা করেছিলেন। কবিতার ভাষায় দুজনে কথা বলেছিলেন, বেশ ভালো লাগলো পড়ে। যদিও সেদিন উপস্থিত থাকিনি কিন্তু আজ দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

Thank You for sharing...

  ·  2 years ago (edited)

মনে হল এই প্রথম এত হাসলাম। আর এমন পোস্ট জীবনে প্রথম পড়লাম। বেশ ভালো লেগেছে আপনার আজকের এই পোস্ট পড়তে। কিছুটা বুঝতে অসুবিধা হয়েছিল,আবার মাঝে মধ্যে বুঝতে পেরেছি।সুন্দর। পরবর্তীতে আর সমস্যা হয়নি দ্বিতীয়বার বুঝে পড়া বেলায়।

সত্যি সে দিনটা অনেক বেশী মজার ছিলো, কবিতার ছন্দে ছন্দে গুরু শিষ্যের ভাব বেশ জমে গিয়েছিলো। ধন্যবাদ দাদা সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

ছন্দে ছন্দে মজার আড্ডা পড়তে আমি অনেক মজা পেলাম। গুরু শিষ্যের এরকম ছন্দ নিয়ে আড্ডা না দেখলে অনেক বড় মিস করতাম।

তবে যাবার আগে বলেই যাই
নারী হৃদয় অতি কঠিন বুঝলে শিষ্য ভাই ?
এ বোঝা পুরো তোমার গুরুর কম্ম নয়
গুরু বাটিয়া খাইলেও বুঝিবে না নিশ্চয়ই

নারী হৃদয় নিয়ে আপনার শিষ্যকে যে দীক্ষা দিয়েছেন সেটা দেখে আমরা নিজেরাও অনেক উপকৃত হলাম। যদিও গুরু বাটিয়া খাইলেও এটা বোঝা আমাদের কম্ম নয় তাই বৃথা চেষ্টা করে আর লাভ নাই হা হা হা।

Thank You for sharing Your insights...

দাদা সেদিন আপনার আর হাফিজ ভাইয়ের এই কবিতার কিছুটা অংশ দেখেছিলাম। তবে ব্যস্ততার কারণে বেশিক্ষণ সময় দিতে পারিনি চলে গিয়েছি বাইরে। আজকে দুজনের পুরো কবিতার লিস্ট দেখতে পেলাম।ভারত পাকিস্তান যখন খেলা হয় বা ভারত পাকিস্তানের খেলা যেমন জমে উঠে,মানে কারো থেকে কেউ কম না। তেমনি আপনারা ও জমা জমির একটা আসর ঘটিয়েছেন, এবং সেটি আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে অনেক বেশি আনন্দিত, এবং পড়তে পড়তে অনেক মজা করলাম ধন্যবাদ।

Thank You for sharing Your insights...

  ·  2 years ago (edited)

কোনটা ছেড়ে কোনটা দেখব
যেভাবে দুজন মিলে পাল্লাপাল্লি শুরু করেছিলে। ঠিকই বলেছ এটা কবিগানের আসর।

এখন তবে যাই , থামাই কবি গান
নাহলে গৃহে অশান্তির বইবে বাতাস, ছিঁড়িবে গুরুরই কান

তবে এই দুই লাইন বৌদির উদ্দেশ্যে যেভাবে দিয়েছ দাদা, আমি এখনো হেসেই যাচ্ছি।

আপনারা এত এত বড় বড় কবি মানুষ। এই পুরো কবিগানের মুহূর্তটুকু একটা প্রকাশনীকে দিয়ে বই য়ে প্রকাশ করতে পারলে আমি ধন্য হয়ে যেতাম।।🤪

Thank You for sharing Your insights...