"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো" -০৫steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago  (edited)


বর্তমানে এফিলিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম । কোনো ব্র্যান্ড বা কোম্পানি বা পণ্য অথবা সার্ভিসকে দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এবং সেটিকে জনপ্রিয় করার একটা মার্কেটিং স্ট্রাটেজি এটি । সেই হিসেবে বলা যেতেই পারে স্টিমিটেও রেফারাল সিস্টেমটা রাখা খুব গুরুত্বপূর্ণ । কিন্তু, দুর্ভাগ্যবশতঃ সেটি না থাকার কারণে শুধুমাত্র "আমার বাংলা ব্লগ"-এর ইউজারদের জন্য এই সিস্টেমটি আনা হলো । প্রত্যেক মাসে আমাদের কমিউনিটিতে নতুন মেম্বার নেওয়া হয়ে থাকে শুধুমাত্র কমিউনিটির বর্তমান এক্টিভ মেম্বারদের রেফারারে । কিন্তু, এজন্য রেফেরাররা কোনো রিওয়ার্ডস পেতেন না । এটি ছিল ফ্রি রেফারাল সিস্টেম ।

কিন্তু, গত আগস্ট ২০২২ থেকে আমরা প্রত্যেক একটিভ রেফারারের প্রতিটি ভ্যালিড ও ভেরিফাইড রেফারাল এর জন্য ৫ স্টিম করে পুরস্কার দিয়ে আসছি । এই পুরস্কারটি দেওয়া হচ্ছে "আমার বাংলা ব্লগ"-এর মেইন কিউরেশন একাউন্ট @amarbanglablog থেকে । আমি মনে করি, এর ফলে স্টিমিট আরো দ্রুত মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করবে ।


"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো"

রাউন্ড : ০৫

রেফারাল রিওয়ার্ডস : প্রত্যেক ভ্যালিড এবং ভেরিফায়েড মেম্বার এর জন্য ৫ স্টিম ওয়ান টাইম রিওয়ার্ড

রেফেরার হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফাইড এক্টিভ মেম্বার

ভ্যালিড রেফারাল হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফিকেশন লেভেল পাশ করতে হবে

লিমিট : একজন রেফেরার প্রত্যেক রাউন্ডে একবারে সর্বোচ্চ ৫ জন কে রেফার করতে পারবেন


রাউন্ড -০৫ এর ভ্যালিড রেফেরার ও রেফারেল এর তালিকা

ক্রমরেফেরাররেফারেল সংখ্যা
০১@joniprins০১
০২@fasoniya০১
০৩@nilaymajumder০১
০৪@bristychaki০১

:রেফারেল রিয়ার্ডস প্রদান সম্পন্ন :


ক্রমএমাউন্টরেফেরারমেমো
০১Transfer 5.000 STEEMto joniprinsABB Referral Rewards
০২Transfer 10.000 STEEMto fasoniyaABB Referral Rewards
০৩Transfer 5.000 STEEMto nilaymajumderABB Referral Rewards
০৪Transfer 5.000 STEEMto bristychakiABB Referral Rewards

abb ref rewards.png


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ০৪ জুন ২০২৩

টাস্ক ২৮৫ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 5d4af972b4ab71e8608353ff5bd9841f5c5c0f512cc027460532c88bdab0b3f1

টাস্ক ২৮৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রিওয়ার্ড দেওয়ার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।🙏🙏ভালোলাগা ভালোবাসার কমিউনিটি আরও অনেক অনেক বড় হোক এবং গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক আমাদের প্রিয় দাদার প্রাণের কমিউনিটি এই প্রত্যাশা করি।আবারও ধন্যবাদ জানাই দাদা।🙏

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমার বাংলা ব্লগের জনপ্রিয়তা সারা বিশ্ব ছড়িয়ে গেছে। আমরা সবাই চাই ইউটিউব,ফেসবুকের মত স্টিমিট এবং আমার বাংলা ব্লগকে সবার নিকট পরিচিতি লাভ করুক। আর এটা এক সময় সম্ভব হবে, ইনশাআল্লাহ। দাদার রেফারেল রিয়ার্ডস পেয়ে খুবই ভাল লাগলো। ধন্যবাদ দাদা।

nice

রেফার করে রিওয়ার্ড জেতা যায়।এতে করে নতুন মানুষ জানবে আমাদের প্লাটফ্রম সম্পর্কে জানতে পারবে।যারা যারা রিওয়ার্ড পেয়েছে তাদের সকলে অভিনন্দন। ধন্যবাদ

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যারা রেফার করে রিওয়ার্ডস জিতেছে তাদেরকে। আমাদের সবার উচিত রেফার করা। কারণ প্রচারেই প্রসার। আমাদের প্রচারের মাধ্যমেই স্টিমিট প্লাটফর্ম আরো অনেক বেশি প্রসারিত হবে ইনশাআল্লাহ।

!h4lab open

h4lab open!🎉

URL: https://h4lab.com

Enjoy Steemit here❤️

জ্বী দাদা আমিও আপনার সাথে সম্পূর্ণ সহমত, আমরা চাই আমাদের এই সুন্দর প্লাটফর্মের খবরটি সকলের মাঝে আরো দ্রুত ছড়িয়ে যাক। ভালোবাসার জায়গায় ভালোবাসার মানুষগুলোর কোলাহল আরো বেড়ে যাক। ধন্যবাদ সুন্দর এই উদ্যোগটির জন্য।

রেফার করার মধ্যে যারা রিওয়ার্ড জিতেছে তাদের অভিনন্দন জানাই ৷ আসলেই আমাদের রেফার করার প্রয়োজন ৷ এই সুন্দর প্ল্যাটফর্ম সম্পর্কে সবাই জানুক এবং এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাক ৷ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে , আপনার এমন সুন্দর উদ্যোগ গুলো জন্য ৷

এত সুন্দর একটি প্ল্যাটফর্মের কথা সমগ্র বিশ্ব জানুক । আমিও তেমনটাই চাই। এমন এক সময় আসবে।যখন নতুনদের আগমনে সমগ্র আমার বাংলা ব্লগ কিচিরমিচির শব্দে মুখরিত হবে।

রেফারেল রিয়ার্ডস প্রদান নিঃসন্দেহে চমৎকার একটি উদ্যোগ। আর এ ধরনের উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন একমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটি দ্বারা সম্ভব। কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা অর্থাৎ আমাদের অভিভাবক নিঃসন্দেহে একজন বিশাল ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।

রেফারেল রিয়ার্ডস প্রদান নিঃসন্দেহে চমৎকার একটি উদ্যোগ। আর এ ধরনের উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন একমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটি দ্বারা সম্ভব। কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা অর্থাৎ আমাদের অভিভাবক নিঃসন্দেহে একজন বিশাল ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।

ডিরেক্ট রেফারারের জন্য একেবারে অল্প যেমন ০.৫%, ০.২৫% বা ০.১% এর মত রয়েলিটি রিওয়ার্ড এর ব্যবস্থা থাকলে মনে হয়ে স্টিম আরো দ্রুত প্রমোট হত। স্টিমিট টীমের এ বিষয়ে ভাবা উচিত। বর্তমান যুগ প্রমোশনের যুগ।

মার্কেটিং ও ডেভলপমেন্টে প্রচুর ব্যয় করার বিকল্প নেই। দাদার এই উদ্যোগটি অসাধারণ। ইন্সট্যান্ট ৫ স্টিম পেয়ে যাওয়া দারুন ব্যাপার হবে সবার জন্য। তাছাড়া এখন রেফার করলে খুব বেশি কিছু শেখাতে হচ্ছেনা। কেবল এবিবি স্কুলে ভর্তি করে দিলেই হবে। ধন্যবাদ দাদা স্টিমিটের উন্নতির জন্য দারুন দারুন সব উদ্যোগ নেয়ার জন্য।

Hello friends, if you support me, I will support you too. If you follow me, I trust you too.

Check here :- @ashutos

안녕하세요 친구들, 여러분들이 저를 지원해주신다면 저도 여러분들을 지원하겠습니다. 만약 여러분들이 저를 팔로우하신다면 저도 여러분들을 신뢰합니다.
IMG_20230412_225217.jpg

একদম দাদা👍,আমরা চাই আমাদের প্ল্যাটফর্মের কথা গোটা বিশ্বে ছড়িয়ে যাক।আমাদের পরিচিত বৃদ্ধি পাক।তাছাড়া এটা খুবই ভালো একটি সুযোগ রেফেরারদের জন্য।যারা রেফারেল রিয়ার্ডস পেয়েছেন তাঁদেরকে অভিনন্দন।অনেক ধন্যবাদ দাদা।

আসলেও দাদা বর্তমানে যে কোন জিনিসের জনপ্রিয়তা অর্জনের জন্য রেফারেল সিস্টেম অত্যন্ত কার্যকরী। আশা করি এর মাধ্যমে স্টিমেট এর বাকি কমিউনিটি গুলোও এই আইডিয়াটা গ্রহণ করবে। তাহলে একসময় স্টিমেট পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। দারুন একটি উদ্যোগ এটি দাদা।

Thanks for information dada. Thank you very much