স্টিমিটে আপনার একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০১steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay


স্টিমিটে আমাদের সবার একাউন্ট সুরক্ষিত রাখার জন্য বেশ কিছু নিয়ম কানুন মেনে চলা অত্যাবশ্যক । এই সুরক্ষা নিয়মনীতিগুলো আমি বেশ কয়েকটি এপিসোডে বিভক্ত করে এখানে ধারাবাহিকভাবে শেয়ার করতে চলেছি । কয়েকটি সেগমেন্টে ভাগ করে নিলে বিষয়টি বোঝাতে খুবই সুবিধে হবে সাধারণ ইউজারদের জন্য ।

তো চলুন শুরু করা যাক ।

সেগমেন্ট সমূহ :

০১. ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ
০২. স্টিমিট এর পাসওয়ার্ড এবং কী গুলোর সুরক্ষিত স্থানে সংরক্ষণ
০৩. স্টিমিট কী এর সঠিক ভাবে ব্যবহার এবং কী শেয়ারিং
০৪. ফিশিং এট্যাক
০৫. ম্যালওয়্যার এট্যাক
০৬. Ransomware এট্যাক
০৭. স্পাইওয়্যার এট্যাক
০৮. গুরুত্বপূর্ণ ফাইলের ডেটা এনক্রিপশন
০৯. গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফাইলগুলো লক রাখা
১০. ক্লাউড স্টোরেজ এবং ব্যাকআপ
১১. অফলাইন ডেটা স্টোরেজ
১২. পাসওয়ার্ড ম্যানেজার এবং ইন্টারনেট ব্রাউজার এক্সটেনশন টুলস
১৩. ইমেইলের নিরাপত্তা এবং টু ফ্যাক্টর অথেনটিকেশন সিকিউরিটি লেয়ার
১৪. হ্যাক হওয়া এবং পাসওয়ার্ড লস্ট স্টিমিট আইডির রিকোভারি
১৫. করাপ্টেড হার্ডডিস্কের ডেটা রিকভারি
১৬. পার্মানেন্টলি ফাইল ডিলিট
১৭. হার্ডডিস্ক এর অনলাইন শেয়ারিং এবং রিমোট এক্সেস ও রিমোট কন্ট্রোল সফটওয়্যার

ধারাবাহিকভাবে উপরের সেগমেন্টসমূহ আমি আপনাদের সাথে আলোচনা করবো । সবগুলো সেগমেন্ট এর তথ্য মন দিয়ে পড়লে আশা করছি আপনারা এটা খুব ভালো করেই শিখে যাবেন যে কি ভাবে আপনার স্টিমিট একাউন্টটি নিরাপদে রাখতে পারবেন ।

তথ্য নিরাপত্তা সব চাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের দিনে । এ বিষয়ে তাই আমাদের নলেজের ঘাটতি থাকা মোটেও কাম্য নয় ।

ভালো থাকবেন সবাই, সুরক্ষিত থাকবেন ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (400 TRX daily for 7 consecutive days :: DAY 03)


trx logo.png



সময়সীমা : ০৯ অক্টোবর ২০২২ থেকে ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ১১ অক্টোবর ২০২২


টাস্ক ৮৭ : ৪০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 101349e1d37311a7d06a0327058bfcd33377f13b343f4f587d977e192797c518

টাস্ক ৮৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় কাজ এটি।আমরা নিজেদের একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারব।দাদা আপনার আজকের এই পোস্টের মাধ্যমে অনেকটা স্বস্তি পেলাম।সবগুলো এপিসোড পড়ব অবশ্যই।আপনার এই উদ্যোগ যথাযথ দাদা।

স্টিমিটে আমাদের একাউন্টের নিরাপত্তার জন্য দাদা আপনি যে সেগমেন্ট গুলো দিয়েছেন। এসব আমাদের প্রত্যকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দাদা আপনি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। আপনার এই চমৎকার উদ্যোগ কে আমরা সকলেই সাধুবাদ জানাই। দাদা আপনিও ভালো থাকবেন,, সুরক্ষিত থাকবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

আমাদের নিজের একাউন্ট সুরক্ষার জন্য অবশ্যই আমাদের এই সম্পর্কে ভাল মত জ্ঞান থাকতে হবে। দাদা আপনি যে উদ্যোগ নিয়েছেন সত্যিই প্রশংসনীয়। ইউজারদের জন্য একজন ফাউন্ডার এতোকিছু ভাবে এটা আমার জানা ছিল না। আমরা এবং নতুন ইউজারদের জন্য এই পর্বগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে।আপনাকে অনেক ধন্যবাদ দাদা, এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে এতটা সহযোগিতা করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



ধারাবাহিকভাবে উপরের সেগমেন্টসমূহ আমি আপনাদের সাথে আলোচনা করবো ।

নিজের একাউন্ট সুরক্ষার জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়ে পুরোপুরিভাবে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে আমরা যদি সঠিক জ্ঞান অর্জন না করতে পারি তাহলে কখনোই নিজের একাউন্টের সুরক্ষার বিষয়ে সচেতন হতে পারব না। দাদা আপনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সব সময় সাধুবাদ জানাই। আশা করছি এর মাধ্যমে আমাদের সকলের অনেক উপকার হবে। পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power and receive more support!

| 100SP | 500SP | 1000SP | 2000SP | 5000SP |

We are the hope!

এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ দাদা, কারন শুধু নতুন ইউজার না আমাদের মতো অনেক পুরাতন ইউজাররা এই বিষয়ে খুব বেশী সচেতন না। এই বিষয়গুলো ধারাবাহিক আলোচনার মাধ্যমে হয়তো আমাদের সকলের মাঝে একটু হলেও সচেতনা বৃদ্ধি পাবে। উদ্যোগটিকে স্বাগতম জানাচ্ছি।

নিজের একাউন্টে সুরক্ষিত রাখার জন্য আমি আপনার সবগুলো এপিসোড খুব মনোযোগ সহকারে পড়তে চাই দাদা। এবারের এই এপিসোড গুলো আমি মনে করি আমাদের মত প্রত্যেকটি ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা একাউন্ট নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে যে কোন সময় আমরা অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হয়ে যেতে পারি।

আমাদের একাউন্ট এর সিকিউরিটির বিষয়গুলো আমাদের নিজেদের জন্যই মারাত্বক গুরুত্বপূর্ন। এর মাধ্যমে আমাদের একাউন্ট এর নিরাপত্তা নিশ্চিত হয়। আপনার সামনে আসা সেগমেন্ট গুলোর মাধ্যমে সকল ইউজার রাই অনেক উপকৃত হবে। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

দাদা,স্টিমে আমাদের নিজের অ্যাকাউন্ট সুরক্ষার ব্যাপারে আমরা নতুন অথবা পুরান ইউজাররা অনেক কিছুই জানি না। তবে আপনার এই এপিসোডের মাধ্যমে আশা করি আমরা সবাই আমাদের নিজের একাউন্ট কিভাবে সুরক্ষিত রাখতে পারব সে ব্যাপারে অভিজ্ঞতা গ্রহণ করতে পারবো।দাদা,আপনার প্রত্যেকটা এপিসোড আমি খুব গুরুত্ব সহকারে দেখব এবং নিজের অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখব। দাদা, আমি hive যখন কাজ করেছিলাম আমার প্রায় 50 ডলার ছিল আগের অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছিল তখন খুব কষ্ট লেগেছিল। আমি চাই আমার অ্যাকাউন্ট টা যেন সুরক্ষিত থাকে। ধন্যবাদ দাদা 🙏🙏

আমাদের সকলের এই বিষয়গুলোর উপর জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, কারন আমাদের একাউন্টের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে আর এই সকল বিষয়গুলোর উপর জ্ঞান না থাকলে আমরা আমাদের একাউন্টের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করতে পারবো না। দাদা আপনার এই উদ্যোগ থেকে আমরা সকলেই উপকৃত হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য। পরবর্তী এপিসোড গুলো দেখার অপেক্ষায় থাকলাম।

চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন দাদা। আপনার ধারাবাহিক এই আলোচনা গুলো আমাদের জন্য যে কতটা উপকারী হবে সেটা বলে বোঝাতে পারব না। আমাদের জন্য সর্বদা আপনি যেভাবে পাশে আছেন এটা আমাদের জন্য সত্যি অনেক বড় একটা পাওয়া দাদা। প্রতিটা পর্বের অপেক্ষায় থাকলাম 🙏

স্টিমিট একাউন্টটা সুরক্ষিত রাখার পাশাপাশি নিজেকে কিভাবে হ্যাকার দের থেকে সুরক্ষিত রাখা যায় সব কিছুই এই সেগমেন্টের মধ্যে আছে দেখতে পাচ্ছি।

আশা করছি, আনন্দের সাথে আমরা নতুন কিছু শিখতে পারবো। 💝

নিরাপত্তার কোন ঘাটতি রাখা যাবে না , তাই সুনিশ্চিত নিরাপত্তাই আসল ব্রত হওয়া উচিত সবার । বেশ সময় উপযোগী তথ্যবহুল পোস্ট ভাই ।

আশা করি এই এপিসোডগুলো থেকে অনেক কিছু শিখতে পারবো যা আমাদের একাউন্ট সিকিউর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনি সাধারণ ইউজারদের নিয়ে যে অনেক চিন্তা করেন এটা আবারো তার জ্বলন্ত প্রমান। অপেক্ষায় রইলাম দাদা।

দাদা যে সেগমেন্ট সমূহ তুলে ধরেছেন তাঁর মধ্যে অনেক বিষয় সম্পর্কে আমার অজানা। স্টিমিটে কাজ করার পাশাপাশি নিজের সুরক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আলোচনা গুলো অবশ্যই পড়বো।যেটা আমাদের জন্যই অনেক উপকারী হবে।😘😘

স্টিম এতে আমাদের একাউন্ট সুরক্ষা রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এপিসোড আমাদের সাথে আলোচনা করবেন। প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খুব ভালোভাবে এগুলো পড়ে নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে।

দাদা সেগমেন্ট সমূহ আগে আমার জানা ছিল না।আশা করি আপনি যেহেতু ধারাবাহিকভাবে পোস্ট করবেন ,অবশ্যই জানতে পারব ।আমাদের এ্যাকাউন্ট সুরক্ষা জন্য এই বিষয় গুলোর আমাদের জানা থাকা অত্যন্ত জরুরী ।

দাদা আপনি স্টিমেটে একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০১ এ ১৭টি বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আশা করছি আগামী পর্বগুলোতে প্রত্যেকটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা গুলো সকলেই যদি আমরা মন দিয়ে পরি তাহলে নিজেও নিরাপদ থাকবো। আপনার আগামী পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জাস্ট ওয়াও,অপেক্ষায় রইলাম দাদা আপনার ধাপে ধাপে পোস্ট গুলোর অপেক্ষায়।কারণ,এ যুগে এভাবে এতো সুন্দরভাবে কেও টাকা দিয়েও শেখাবেনা।আর আপনি আমাদের জন্যে এতো ভালোভাবে সব শিখিয়ে দিচ্ছেন।

স্টিমিটের নিরাপত্তার জন্য আপনি যে সেগমেন্টসমূহ গুলো দিয়েছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সেগমেন্ট ভালো করে পড়ার চেষ্টা করব। আমরা যদি সঠিক জ্ঞান অর্জন না করতে পারি তাহলে কখনোই নিজের একাউন্টের সুরক্ষার বিষয়ে সচেতন হতে পারব না।পর্ব গুলো পড়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

আমরা স্টিমিট ব্যবহার করি অনেকেই সঠিক ভাবে এটার পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারি না।সেগমেন্ট গুলো দিলে অনেক উপকার হবে এবং সহজেই সবাই বুঝতে পারবে।অসংখ্য ধন্যবাদ দাদা।আপনি সব সময় ভাল কিছু করার লক্ষ্য নিয়ে কাজ করেন।❤️❤️

ব্যাপারগুলো সম্বন্ধে খুব ভাল ধারণা থাকা দরকার সবার। খুব ভাল হবে এই বিষয়গুলো আপনি বিস্তারিত আলোচনা করলে। এতে আমরা সবাই উপকৃত হব। অনেক ধন্যবাদ।

Good!

আমাদের কাছে থাকা স্টিমিট অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখার জন্য, আপনি যে সুপারিশগুলি জানিয়েছেন তা খুবই সত্য। কারণ প্রাইভেট কী অন্য কেউ নিয়ে গেলে কাঁদতে হয়, যেখানে আমাদের যত সম্পদ আছে তা অন্য কেউ নিয়ে গেছে। অবশ্যই, অন্য লোকেদের দ্বারা টার্গেট করা অ্যাকাউন্ট চুরি থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের চারপাশের লোকেদের সহজে বিশ্বাস করবেন না।

শ্রদ্ধেয় দাদা আশা করি, ভালো আছেন? আজকে আপনার পোস্টের মাধ্যমে স্টিমিট একাউন্ট নিরাপত্তার রাখতে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারলাম। আসলে স্টিমিট একাউন্ট নিরাপত্তার রাখতে এত গুলো বিষয়ের উপর যে আমাদের সচেতন থাকা দরকার তার আগে জানতাম না। আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। এতো গুরুত্বপূর্ণ পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।

thanks :D

দাদা একটি টামিল মুভিতে একজন ঠান্ডা মাথার ভিলেন বলেছিলেন information is wealth অর্থাৎ তথ্যেই সম্পদ। আজকে আপনার পোষ্টের মাধ্যমে সেটার প্রমান পেলাম।
সিকিউরিটি যে শুধু স্টিমিটের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। সর্ব ক্ষেত্রেই প্রযোজ্য। এখন মানুষ ক্যাশ টাকা চুরি করে না। এখন মানুষ অনলাইনে চুরি করে। ধন্যবাদ দাদা।

এটা দারুন একটি উদ্যোগ দাদা। আমরা পুরাতন ব্লগার সহ অনেকেই এই বিষয়গুলো ভালোভাবে জানি না। তাই এই পোস্টগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ভালো থাকুন সবসময়ই দাদা।

স্টিমিট একাউন্টে নিরাপত্তার জন্য আপনার এই উদ্যোগটি বেশ ভালো। আমরা সবাই এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নিরাপত্তা বিষয়ে অনেক কিছু শিখতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা পর্বগুলোর অপেক্ষায় রইলাম।

আমরা যেখানে যে অবস্থায় থাকি বা কাজ করি না কেন নিরাপত্তার বিষয়টি প্রথমেই আমাদের বিবেচনায় আনতে হয়। যেহেতু আমরা স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে এসেছি তাই আমাদের একাউন্টের নিরাপত্তা অবশ্যই জরুরী। দাদা আপনি চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। প্রতিটি সেগমেন্ট মনোযোগ দিয়ে পড়তে পারলে আমাদের দুর্বলতা পুরোটাই কাটিয়ে উঠতে সক্ষম হব। আমাদের একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগুলো জানা অত্যন্ত প্রয়োজন।
ধন্যবাদ আপনাকে।

দাদা স্টিমিটের নিরাপত্তার জন্য আপনি যে সেগমেন্টসমূহ গুলো দিয়েছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনি ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আপনার সেই আলোচনার অপেক্ষায় রইলাম।এগুলো আমাদের স্টিমিটের একাউন্ট নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং বিস্তারিত ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

দাদা স্টিমেট সেগমেন্ট গুলো আমাদের একাউন্ট নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দাদা আপনি দারুণ একটা উদ্যাগ নিয়েছেন। আশাকরি আপনার সব এপিসোড গুলো পড়ব অবশ্যই।আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি উদ্যাগ নেওয়ার জন্য।

যে ১৭ টি বিষয়ে কথা বলেছেন দাদা সেই সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পরবর্তীতে এই ১৭ টি বিষয়ের উপর বিস্তারিত ভাবে জ্ঞান অর্জন করতে পারব। আপনার জন্য শুভকামনা রইল।

নিজের একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সত্যিই অনেক বেশি জরুরী। একাউন্ট কে কিভাবে নিরাপত্তা দিয়ে রাখা যায় সে ব্যাপারে যে পয়েন্টগুলো লিখেছেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ১৭ টি সেগমেন্ট দিয়েছেন। এগুলো সত্যিই জানা খুবই জরুরী। কারণ এগুলোর মাধ্যমে আমরা আমাদের একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। অপেক্ষায় থাকবো দাদা এই সেগমেন্টগুলো নিয়ে যে পোস্টে আলোচনা করবেন সেই পোস্ট দেখার।

দাদা এখানে তুমি যে ১৭ টা বিষয়ের কথা উল্লেখ করেছো এর প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আশা করি তোমার পরবর্তী কিছু পোস্টে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারব এই বিষয়গুলোর উপর। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটা পোষ্টের জন্য।

একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ এটি দাদা , এ পোস্টের মাধ্যমে সকলে বুঝতে পারবে কোন কোন অসতর্কতার কারণে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আশা করছি নিউ মেম্বারদের সাথে সাথে পুরান মেম্বাররাও এই দিক দিয়ে সতর্ক হবেন।
সবার জন্য এটি একটি সতর্কবার্তা বলা যায়
ধন্যবাদ দাদা এত গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়ার জন্য।

একদম ঠিক কথা বলেছো দাদা সিকিউরিটি সংক্রান্ত এই বিষয়গুলোকে কয়েকটি সেগমেন্টে ভাগ করে নিলে বিষয়গুলো অনেক পরিষ্কারভাবে সবাই বুঝতে পারবে। তোমার এই উদ্যোগ আমাদের জন্য অবশ্যই সুফল বয়ে আনবে।

Google is paying $27485 to $29658 consistently for taking a shot at the web from home. I joined this action 2 months back and I have earned $31547 in my first month from this action. I can say my life has improved completely! Take a gander at what I do...
http://salary9.tk/

স্টিমিট অ্যাকাউন্টের নিরাপত্তা খুবই জরুরি ৷ আমাদের অ্যাকাউন্ট গুলো নিরাপত্তার জন্য আপনি আমাদের নতুন কিছু শেখাতে চলেছেন জেনে সত্যিই অনেক ভালো লাগলো দাদা ৷ আপনার সবগুলো এপিসোড খুব তারাতারি পাওয়ার অপেক্ষায় রইলাম ৷ অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

দাদা আমরা হ্যাকার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার পোস্টগুলো এ টু জেড আমরা এ বিষয়ে জানতে পারব৷ সত্যি অনেক সৌভাগ্যবান আমরা৷ আপনাআপনার প্রতিটি রুলস বুঝেশুনে মেনে নেওয়ার চেষ্টা করব ৷কারণ সেটা আমাদের জন্যই উপকার ৷
ধন্যবাদ দাদা এভাবেই আমাদের পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা৷
একটা জিনিস আবার সবচেয়ে বেশি ভালো লাগলো যে নিলয় ভাইয়ের আইডিটা আবারো রিকভারি করা হয়েছে৷ শুনে ভালো লাগলো৷ সে আবার নতুন করে ভালোভাবে ব্লগিং করবে এমনটাই প্রত্যাশা৷

স্টিমিটে একাউন্টের নিরাপত্তার জন্য সেগমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয়।আজকের এই পোস্টের মাধ্যমে অনেকটা স্বস্তি পেলাম।তাই আমাদের সবগুলো এপিসোড পড়া অবশ্যই দরকার।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা,এত সুন্দর এবং বিস্তারিতভাবে বিষয়টি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Are You Entrepreneur, Author, Influencer, Youtuber, Designer, Player, Investor, TV Host, Actress, Photographer, Singer, Actor, Musician, Model, Public Speaker, Chef, etc?

Do you Need Google Knowledge?
I will give you a Lifetime guarantee that your google knowledge panel won't be deleted.

What is Google Knowledge Panel / Knowledge Graph?
When people search for your name or company, Then search engines (Google, Bing) will show an information box in the top right site. This Information Box is Knowledge Panel.

gkp (8).JPG

If you order My service Please click the link:
Knowledge panel for musical artists
https://www.fiverr.com/share/8mz53z

Google knowledge graph for any person
https://www.fiverr.com/share/6NY7pR

Google knowledge graph for entrepreneurs
https://www.fiverr.com/share/6NY7pR

Web Site: https://gkpcreator.com
Email: [email protected]

দাদা আপনার পোস্টটি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো। 17 টি সেগমেন্ট আপনি আমাদের সঙ্গে আলোচনা করবেন যেগুলো পড়ে আমরা অনেক উপকৃত হব । খুবই দারুণ একটি উদ্যোগ হাতে নিয়েছেন দাদা ।এটা আমাদের সকল ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সবগুলো সেগমেন্টের তথ্য মন দিয়ে পড়ব নিশ্চয়ই।ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

Wow... There are 17 interesting segments, they are very good and very useful for all users on Steemit.

It is the basic foundation on which we can perform management while we are browsing, and keep our accounts safe from any attack. In fact there is no guarantee of security on the web and any device, therefore we must be more careful.

This 17-segment guide would be a great guide and I suggest that it be included in the New Commers community and included in the post achievement series for review, so that more people will be more aware of this.

Maybe this is important to review in the New Comers community,

cc @steemcurator01 @inspiracion @cryptokannon

Keeping safe!!!

এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, লিস্টে প্রত্যেকটি জিনিস গুরুত্বপূর্ণ ছিল, অধীর আগ্রহে অপেক্ষা করবো পরবর্তী পার্ট গুলোর জন্য, কারণে এটি আমাদের সকলের জানা খুবই প্রয়োজন।

এতদিন একাউন্টের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তিত ছিলাম না। তবে বর্তমানে চারপাশে যে অবস্থা দেখছি তাতে করে এটা নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজন রয়েছে। তবে আপনার আলোচ্য বিষয় গুলো পড়ে দেখলাম। এগুলো সম্বন্ধে আপনার পোস্ট পড়লে আর চিন্তা করতে হবে না। পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম দাদা।

বর্তমান সময়ে সিকিউরিটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ব্যাপার। নিজের একাউন্ট এর সুরক্ষা বজায় রাখা আমাদের উচিত। আপনার ধারাবাহিক সেগমেন্টগুলো ফলো করলে আশা করি বেটার একটা আইডিয়া হয়ে যাবে স্টিমিটে সিকিউরিটি সম্পর্কে। ধন্যবাদ দাদা 🌼

অনেক উপকারী একটি পোস্ট শেয়ার করেছেন দাদা আমরা যদি এই সেগমেন্ট গুলা পালন করি, তাহলে অবশ্যই নিজেরা নিজেদের সব ডাটা সেফলি সংরক্ষণ করতে পারব ধন্যবাদ আপনাকে।

This post has been featured in the latest edition of Steem News...