"আমার বাংলা ব্লগ স্কুল" (abb-school) AKA "শিয়াল পন্ডিতের স্কুল" এর একটি সম্পূর্ণ প্রজেক্ট রোডম্যাপ

in hive-129948 •  3 years ago 

Cover-2.png

"আমার বাংলা ব্লগ" শুধুমাত্র যারা বাংলায় ব্লগিং করেন তাঁদের জন্য। কারণ, সবার মনে একটা আকাংখা থাকে নিজের মাতৃভাষায় আবেগ-অনুভূতি প্রকাশের। আমরা শুধুমাত্র কমিউনিটি না বরং সকলের সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করছি। যাঁরা দক্ষতার সাথে বাংলা ভাষায় নিজেদের অনুভূতি প্রকাশের চেষ্টা করছেন তাঁদের আরো বেশী উৎসাহিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করছি আমরা।

কিন্তু যাঁরা কাংখিতভাবে নিজের আবেগ-অনুভূতি প্রকাশে ব্যর্থ হচ্ছে কিংবা যাঁরা নতুন, শুরুটা তাঁরা কিভাবে করবেন? কি নিয়ে কাজ করবেন এবং দক্ষতার বিকাশ কিভাবে ধরে রাখবেন? তাঁদের জন্য নতুন একটি প্রজেক্ট এর ঘোষণা করছি আজ। আমরা বিশ্বাস প্রতিটি নতুন ইউজার নতুন মানসিকতা নিয়ে এখানে আসেন, তাঁদের যদি আমরা সঠিকভাবে গাইড করতে পারি এবং সৃজনশীলতা বিকাশের সঠিক উপায়গুলো আয়ত্বে আনার সুযোগ করে দিতে পারি, তবে অবশ্যই তাঁরাও সফলতা অর্জনে সক্ষমতা অর্জন করতে পারবেন । আর তাঁদের জন্যই আমার বাংলা ব্লগ স্কুল, সংক্ষেপে এবিবি-স্কুল। চলুন তাহলে এক নজরে দেখে নেই এবিবি-স্কুলের রোড ম্যাপ ।

New Member Role Will be given after Introductory post published

যাঁরা আমার বাংলা ব্লগে জয়েন করে তাদের পরিচিতিমূলক পোষ্ট শেয়ার করবেন , অবশ্যই আমার বাংলা ব্লগের নিয়ম অনুসরণ করে, তাঁদেরকে আমার বাংলা ব্লগের ডিসকর্ড চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ জানানো হবে এবং New Member Role দেয়া হবে। এই বিষয়গুলো পর্যালোচনা এবং নিয়ন্ত্রণ করবেন আমার বাংলা ব্লগের Moderator গণ।

New Member Level-1: Verify Information (spamming, abusing & copyright infringement) & Social activities in discord

নতুন ইউজার ডিসকর্ডে জয়েন হওয়ার পর, আমার বাংলা ব্লগের দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য যাচাই বাছাই করবেন। কারন আমরা আমার বাংলা ব্লগে ফেইক বা ভূয়া আইডি নিয়ে কাউকে কাজ করার সুযোগ দেয়া হবে না। দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটরগণ বিস্তারিত তথ্য যাচাই করে এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে, আমার বাংলা ব্লগে কাজ করার ব্যাপারে সে উপযুক্ত । যদি সব কিছু ঠিক থাকে তাহলে তাঁকে Level-1 এর Role প্রদান করা হবে এবং সেই সাথে তাঁকে spamming, abusing & copyright infringement এর বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করবেন, সঠিক নিয়মে পোষ্ট করার গাইড প্রদান করবেন। Role প্রদান করার পর তাঁর /তাঁদের পোষ্ট কিউরেট করা হবে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর মাধ্যমে। যেহেতু সোশ্যাল একটিভিটিকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি তাই ইউজারের ডিসকর্ড ব্যবহারে সঠিক গাইডলাইন্স প্রদান করা হবে ।

New Member Level-2: User ID Safety (Key Security, Power Up, Delegation, Wallet)

Level-1 এর কার্যাবলী সম্পন্ন করার পর তাঁকে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর সাথে যোগাযোগ করিয়ে দেয়া হবে, যাতে তিনি পরবর্তী Role Level-2 তে উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহন করতে পারেন। এই ক্ষেত্রে তাঁকে গুরুত্বসহকারে গাইড করা হবে তাঁর Key Security, Power Up, Delegation, Wallet কিভাগে নিয়ন্ত্রন করবে। কারন দীর্ঘ মেয়াদে কাজ করার পরিকল্পনা ছাড়া ভালো অবস্থানে পৌঁছানো অসম্ভব আর দীর্ঘ মেয়াদে কাজ করতে চাইলে এই বিষয়গুলোর বিস্তারিত তথ্য সঠিকভাবে আয়ত্ব করা খুবই জরুরী। এখানেও Role Level-2 তে উন্নীত হওয়ার পোষ্ট কিউরেট করা হবে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর মাধ্যমে।

New Member Level-3: Quality Content (Learning Markdown Coding & Content Category, Curation)

Level-2 এর কার্যাবলী সম্পন্ন করার পর তাঁকে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর সাথে যোগাযোগ করিয়ে দেয়া হবে, যাতে তিনি পরবর্তী Role Level-3 তে উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহন করতে পারেন। এই ক্ষেত্রে তাঁকে গুরুত্বসহকারে গাইড করা হবে কনটেন্ট এর কোয়ালিটি, উপস্থাপনা বিষয় এবং কনটেন্ট এর ধরনের বিষয়গুলো। একজন ইউজার তখনই সকলের নিকট আকর্ষনীয় হয়ে উঠেন, যখন সে নির্দিষ্ট কোন বিষয়ে কোন কনটেন্ট সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। উপস্থাপনা ঠিক না থাকলে অনেক গুরুত্বপূর্ণ কনটেন্টও মানুষ পড়তে চান না। তাই আমরা গুরুত্বসহকারে এ বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করার মাধ্যমে তাকে Markdown, Content Category & Curation বিষয়টির গুরুত্ব বুঝানোর চেষ্টা করবো। এখানেও Role Level-3 তে উন্নীত হওয়ার পোষ্ট কিউরেট করা হবে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর মাধ্যমে।

New Member Level-4: Blogging Earnings STEEM/SBD Transfer/Exchange/Withdrawal Handling

Level-3 এর কার্যাবলী সম্পন্ন করার পর তাঁকে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর সাথে যোগাযোগ করিয়ে দেয়া হবে, যাতে তিনি পরবর্তী Role Level-4 এ উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহন করতে পারেন। এই ক্ষেত্রে তাঁকে গুরুত্বসহকারে তাঁর ব্লগিং ফ্রী earnings steem/sbd কিভাবে p2p আদান-প্রদান করতে হয়, steem/sbd এক্সটার্নাল মার্কেটে এক্সচেঞ্জ করতে হয় এবং steem/sbd কে ব্যাংকে উইথড্র করা যায় সে বিষয়ে বিস্তারিত তথ্য শেখানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সপ্তাহে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর ভয়েস মিটিং এর মাধ্যমে বিষয়টি বুঝানোর চেষ্টা করবেন। এখানেও Role Level-4 তে উন্নীত হওয়ার পোষ্ট কিউরেট করা হবে দায়িত্বপ্রাপ্ত এ্যাডমিন/মডারেটর এর মাধ্যমে।

New Member Level-5: Verified Blogger (Eligible for Active List)

Level-4 কমপ্লিট হওয়ার পর কমিউনিটির এ্যাডমিন তাঁদের বিগত দিনের সকল কাজের/পোষ্টের মান বিবেচনা করবেন এবং উপযুক্ত মনে হলে তাঁকে এ্যাকটিভ তালিকাভূক্ত করার জন্য সুপারিশ করবেন। যদি কাংখিত মানের না পাওয়া যায় তাহলে তাঁকে পুনরায় সাতদিনের জন্য সুযোগ দেয়া হবে যথাপযুক্ত গাইড লাইন দিয়ে।

আমরা বিশ্বাস করি, উপরোক্ত লেভেলগুলো সঠিকভাবে উন্নীত হতে পারলে যে কোন ইউজার সহজেই নিজেকে দক্ষ এবং একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন। আমরা বিশ্বাস করি যে কোন ক্ষেত্রে দক্ষতার মূল্যায়ন সবচেয়ে বেশী। তাই নতুন ইউজারদের আহবান জানানো নিজেকে দক্ষ এবং সঠিক মানে উন্নীত করার জন্য এবিবি-স্কুলের সকল কার্যক্রমে সঠিকভাবে সহযোগিতা করবেন। আমার বাংলা ব্লগ এবং এবিবি-স্কুল আপনাদের দক্ষতা নিশ্চিত করার ব্যাপারে সব সময় আপনাদের পাশে থাকবে।

ধন্যবাদ সবাইকে।

break.png

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


>>>>||
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<

break.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগে এবিপি স্কুল নতুনদের জন্য এক নতুন পদক্ষেপ। যা একজন নতুন ইউজার কে দক্ষ করার জন্য যথেষ্ট ভূমিকা প্রদান। করবে।এই চমৎকার উদ্যোগ এর জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।।

আমার বাংলা বল্গ মানেই নতুন কিছু। নতুন দের জন্য এতো ভালো একটা উদ্যেগ সত্যি দারুন বিষয় টা। নতুন রা এব স্কুল থেকে নিজেকে স্টিমিট এর জন্য সুন্দর ভাবে গড়ে তুলতে সক্ষম হবে এবং স্টিমিট কে এগিয়ে নিতে সামিল হতে পারবে।সত্যি দাদা আপনার প্রশংসা করে শেষ করা যাবে না।এগিয়ে যাক আমার বাংলা ব্লগ,পোছায়ে যাক সবার নিকট আমার বাংলা ভাষা😍💖💖💖

দাদা খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন আগামীর পথ চলা। ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন।

বাহ অনেক সুন্দর। একটি সুপষ্ট পরিকল্পনা প্রকাশ করেছেন আমার বাংলা ব্লগের মেম্বারদের নিয়ে। এতে করে বোঝায় যাচ্ছে আমার বাংলা ব্লগের পরিকল্পনা সূদুর প্রসারি। এইভাবে বিস্তারিত লিখে পোস্ট করার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সকল সদস্য এটা গুরুত্বের সাথে গ্রহণ করবে।

নতুনদের জন্য এ বেবি স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাদা। আপনি যে গাইডলাইন উপস্থাপনা করেছেন এটি যদি যেকোনো নতুন ইউজার এসে ভালোভাবে দিক নির্দেশনা অনুযায়ী চলে সে অনেক ভালো কাজ করতে পারবেন আমার বিশ্বাস। আপনার অসাধারণ চ্যানেলটি নতুনদের জন্য একটা টনিক হিসেবে কাজ করবে দাদা। দাদা আপনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিনিময়ে আপনাকে কিছুই দিতে পারছি না। আপনার জন্য ভালোবাসা অবিরাম দাদা

অসাধারন হবে ব্যাপারটা। নতুনদের জন্য ধাপগুলো চমৎকার হয়েছে। যে কেউ যদি এই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করে একটিভ লিস্টে আসে তাহলে সে হবে রিটেইন করা ইউজার কারন অনেক কিছু শিখে একজন স্বয়ংসম্পুর্ন ব্লগার হয়ে এখানে আসবে। ধন্যবাদ দাদা। এত সুন্দর করে সবকিছু গোছানোর জন্য। আর নতুন gif, template, banner এগুলো অনেক সুন্দর হয়েছে।

আমি শিয়াল পন্ডিতের স্কুল এর একজন শিক্ষক হতে চাই।

Welcome, এ ব্যাপারে বিস্তারিত লিখে একটা সাপোর্ট টিকেট create করুন, সাবজেক্টে লিখুন "আমি শিয়াল পন্ডিতের স্কুল এর একজন শিক্ষক হতে চাই"

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ , আমার বাংলা ব্লগ ইস্কুল এর সুদীর্ঘ পরিকল্পনার সাথে ইনশাল্লাহ কাজ করে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমার বাংলা ব্লগ পরিবারের জন্য। নতুন ইউজার রা অনায়াসে সফলকাম হতে পারবে বলে আমি মনে করি। শুভকামনা রইল দাদা আপনার জন্য।

আমরা বিশ্বাস করি আমার বাংলা ব্লগ এবং এবিবি-স্কুল পুরো স্টিম ব্লকচেইনে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। বাংলা ভাষা এবং বাঙালীদের চমৎকার এক সাফল্যের যাত্রা নতুনভাবে শুরু হবে। খুবই চমৎকার একটি প্রজেক্ট এবিবি-স্কুল।

এমন একটা পোস্ট দরকার ছিল। মেম্বার লেভেল সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এবং কাজের আগ্রহটাও অনেকাংশে বৃদ্ধি পেল। আশা করছি তথ্যগুলো সকলের কাছে পৌঁছানোর পরে সকলে অনেক উপকৃত হবে এবং আমার মত শহরের কাজের আগ্রহ বৃদ্ধি পাবে। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা একান্তই দরকার ছিল।

খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দাদা। নতুনদের জন্য অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এক একটি লেভেল উত্তীর্ণ হওয়া মানে এক একটি অভিজ্ঞতা। নতুন উদ্যোগের মাধ্যমে এ প্ল্যাটফর্মের সবকিছু ধাপে ধাপে শিখতে পারবে। এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি কে ধন্যবাদ জানাই।

আমার মনে হয় আমাদের শিয়াল পন্ডিতের স্কুল নতুনদের অনেক কিছু শেখাতে পারবে এবং বৈপ্লবিক পরিবর্তন আনবে এই স্টীমিট দুনিয়ায়। সত্যিই এক অনবদ্য পদক্ষেপ। অন্তর থেকে সাধুবাদ জানাই এই মহান উদ্যোগকে।

Lovely diary from.your side keep posting @deepak94

চমৎকার একটি পদক্ষেপ। এই পদক্ষেপের কারণে নতুন এবং পুরাতন সমস্ত মেম্বাররা অনেক উপকৃত হবে। যারা ধৈর্য ধরে পদক্ষেপগুলি অনুসরণ করবে। তারা সকলেই একজন দক্ষ ব্লগার হিসেবে গড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং সমস্ত এডমিন প্যানেলকে।

দাদা খুবই ভালো একটা উদ্যোগ আসলে নতুনদের জন্য এটা খুবই ভালো একটা চান্স, অনেক ভালো করার সুযোগ আছে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে, খুব ভাল লাগল এই উদ্যোগটা। ভালোবাসা অবিরাম 💓💓💓

আপনি নতুন পুরাতন সবার কথা কতটা বেশি ভাবেন তা আসলে ভাবা যায়না!!অনেকেই আছে যারা নতুন আর তারা কয়েকদিন পোস্ট করতেই বিরক্ত হয়ে যায় অথবা ধৈর্য্য ধরার ব্যাপারটাও বুঝে না। আমি মনে করছি তারা এখন বুঝতে পারবে। আপনি সত্যিই অনেক বেশ ই ভালো দাদা, কতটা বেশি ভাবেন সবার কথা।

দাদা যে সুন্দর উদ্যোগ নিয়েছেন আমি মনে করি কোন ভুয়া মানুষ এখন এসে আর পার পাবে না।
সত্যিই আপনার প্রশংসা করতে হবে আপনার বুদ্ধি মাশাল্লাহ অনেক ।

অনেক নতুন ইউজার আছে যাদের চিন্তা চেতনা সঠিকতা ব্যবহার করতে পারে না।তারা শুরুতেই দিশেহারা হয়ে পড়ে। এসব নিয়ম শৃঙ্খলা জানতে পারলে তারা সঠিক ভাবে কাজ করতে পারবে।দাদার চিন্তা চেতনা অত্যন্ত প্রখর সেজন্যই আমাদের কমিউনিটি সফলতার দিকে ধাবিত হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দাদা দিকনির্দেশনা মূলক মন্তব্য তুলে ধরার জন্য।

পুরো পোস্টটা পড়লাম। এবং অনেক কিছুই জানলাম শিখতে পারলাম। নিশ্চয়ই নিয়ম মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে দাদা এত সুন্দর ভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য

প্রথমে এবিবি ইস্কুল কে জানাই আন্তরিক শুভেচ্ছা। কারণ এরকম উদ্যোগ একটি ব্লগারকে অনেক বেশি উৎসাহিত করবে বিশেষ করে নতুন ব্লগার কে।এখানে প্রতিটি সদস্য আসে ইনকাম করার উদ্দেশ্যে আর যদি সে ইনকামের সঠিক দিকনির্দেশনা পায় সে কখনো কমিউনিটি থেকে ব্যর্থ হয়ে চলে যাবে না।

একজন নতুন স্টিমিয়ান, "আমার বাংলা ব্লগ"কমিউনিটির নির্দেশনা অনুযায়ী পাঁচটি ধাপ অতিক্রম ও আরও অতিরিক্ত ১সপ্তাহের শিক্ষা নিয়ে স্টিমিট জগতে প্রবেশ করলে, সেও একজন পারদর্শী স্টিমিয়ান হয়ে উঠতে বাধ্য।
এটা একটি সুদুরপ্রসারি পরিকল্পনা বলে আমার কাছে বিবেচিত হয়।
আমি সবার ঐকান্তিক প্রচেষ্টায় "আমার বাংলা ব্লগ" কমিউনিটিকে এগিয়ে নিয়ে, নিজের জীবন মান উন্নয়ন করার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।
এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানকারী @rme বাবুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমিন

আমার কয়েকদিন ধরে চোখে পড়ছিল abb-school।কিন্তু আমি বুঝতে পারছিলাম না, কিছুটা ধারণা করছিলাম যে এটা দাদার কোনো নতুন প্রজেক্ট হবে নতুনদেরকে নিয়ে।সত্যিই আমার ধারণাটি সঠিক ছিল।
দারুণ একটি উদ্যোগ দাদা।এত সুন্দর সুন্দর চিন্তাধারা শুধু আপনার মাথা থেকেই আসা সম্ভব।নতুনরা পাকাপাকিভাবে শিখে যাবে সবকিছু।abb-school এর শিক্ষণীয় পোস্টগুলো আমরা ও দেখতে পাবো ।অনেক ধন্যবাদ দাদা।

খুবই চমৎকার একটি উদ্যোগ।এই উদ্যোগটি আমার বাংলা ব্লগকে বড় একটি সফলতার পথে নিয়ে যাবে। এত চমৎকার আইডিয়া শুধু আমাদের দাদাই দিতে পারে, সব সময় আপনাকে সাপোর্ট করি এবং আপনার সাথেই থাকব।

মহা স্বাগত "আমার বাংলা ব্লগ স্কুল" (abb-school) AKA "শিয়াল পন্ডিতের স্কুল"কে।
পড়ে যা বুঝলাম যে মানুষ জন্মাবার পর স্কুলে শিক্ষালাভ মাধ্যমে কর্মজীবনে সফলতা অর্জন করে।
সেই রকম আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই "আমার বাংলা ব্লগ স্কুল" (abb-school) AKA "শিয়াল পন্ডিতের স্কুল"এর প্রয়োজন।
অনেক সুন্দর একটা প্রজেক্ট আমাদেরকে উপহার দেওয়ায় ভাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন রইল।

দাদা অনেক কিছু জানতে পারলাম লেভেল সম্পর্কে। আর নতুনদের জন্য এটি দারুন একটি পদক্ষেপ। ধন্যবাদ দাদা

অনেক সুন্দর একটি পরিকল্পনা করেছেন দাদা।আপনার কাজকে আমি শ্রদ্ধা করি।আশা করছি এই সকল গাইডলাইন গুলো আমরা নতুনরা সবাই মেনে চলতে পারবো।
দাদা আমি গত এক সপ্তাহ ছয়টি পোস্ট করেছিলাম।এখন পর্যন্ত আমি কোন লেভেল পাইনি দাদা।

সত্যি অনেক ভালো লাগছে।দিনের-পর-দিন নতুন কিছু জানতে পারছি। নতুন নতুন অনেক জিনিস আমাদের মাঝে আনা হচ্ছে ।এটা জেনে খুবই ভালো লাগছে এবং যারা নতুন তারা লেভেল সম্পর্কে জানতে পারবে। এটা খুবই আনন্দের বিষয় ।সকলের জন্য শুভ কামনা রইল। তা জেনো ভালো হবে কাজগুলো যেতে পারে। ইনশাল্লাহ সফলতা লাভ করবে।

এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম। নতুন সদস্যদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। নতুনদের জন্য এটি খুবই সুন্দর একটি উদ্যোগ। এই পোষ্টের মাধ্যমে তারা অনেক কিছু সম্পর্কে শিখতে পারবে এবং জানতে পারবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

খুব সুন্দর ভাবে বুজিয়ে দিয়েছেন দাদা।একেবারে হাতে কলমে ।সবাই অনায়েসে বুজতে পারবে বিষয় গুলো যেমন আমি বুজেছি ।ধন্যবাদ দাদা।

এবার নতুন দলের জন্য চমৎকার সুযোগ তৈরি হয়েছে। যার মাধ্যমে খুব সহজেই এখান থেকে শিখে শিখে তারা প্লাটফর্মে এগিয়ে যাবে। যার সবটুকু অবদান আমাদের প্রিয় দাদা।

সত্যিই অতুলনীয় উনি আমাদের প্রিয় @rme

দাদা লেভেল সম্পর্কে অনেক ধারণা পেলাম। খুবই সহজ ভাবে ব্যাখা করেছেন। আপনার সকল প্রজেক্টই সকল বাঙালিদের জন্য উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা যোগানের সাথে সাথে সৃজনশীল প্রতিভার সঠিক মূল্যায়নে জ্বলন্ত হাতিয়ার হিসেবে কাজ করছে বলা যায়। তেমনি নতুন প্রজেক্ট abb school ও নতুন ইউজারদের উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা যোগাবে সেই সাথে বাংলা ব্লগে সকলের অনেক উদ্দীপনা বাড়াবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। শেষ কথা বলবো বাঙালির জয় হোক ।

আপনি আমাদের কথা সবসময় ভাবেন।আমাদের জন্য সবসময় নতুন নতুন রাস্তা খুঁজে বের করেন, আমাদের সব ধরণের সুযোগ সুবিধা দেন।আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি দাদা। আপনার মতো এই প্লাটফর্মে কেও করছে কিনা আমার জানা নাই।

এটি খুবই সুন্দর একটি মাধ্যম। আমার বাংলা ব্লগ দিন দিন আরো সুন্দর সুন্দর পদ্ধতি চালু করছে। এই পদ্ধতি কারণে নতুন ইউজারদের জন্য খুবই সুবিধা হবে। সকলের জন্য শুভকামনা রইল।

নতুনদের কথা চিন্তা করে এটি আমার বাংলা ব্লগের খুব সুন্দর একটি উদ্যোগ। আশা করি নতুন ইউজাররা অনেক বেশি উপকৃত হবে। এই পোস্টটি পড়ে অনেক কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হলাম যা আগে অজানাই ছিল।

অনেক সুন্দর একটা ব্যাপার। আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু সৃষ্টি করা,,, নতুন করে বিষয়গুলো জানা এবং বোঝা। "শেয়াল পন্ডিতের স্কুলটা নতুন সহ সকল মেম্বারেরই উপকারে আসবে। নতুনরা এই ধাপগুলো শেখার মধ্য দিয়ে খুব সহজেই তাদের পোষ্টের গুণাগুণ তৈরি করে টপ লিস্টে নিজেদের জায়গা করে নিতে পারবে।

এতো সুন্দর ভাবে বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। এর মাধ্যমে আরও সুস্পষ্ট হলো, আমার বাংলা ব্লগ এর যাত্রা সুদূর। যেটা কল্পনারও বাইরে। এভাবেই এগিয়ে যাক আমার বাংলা ন্লগ কমিউনিটি। পাশে ছিলাম আছি এবং ভবিষ্যৎ থাকবো।
🥰💞💞❤️🥳

এখন হতে নতুন এরা এসে, নিজেদের কে আরো ভালভাবে ব্লগিং করতে পারবে, কারণ নতুন ইউজার গণ abb-school থেকে ভাল সাফোর্ট পাবে।

দাদা , আপনার কোনো তুলনা হয়না। আমি জীবনে অনেক মানুষ দেখেছি দাদা কিন্তু আপনার মতো মানুষ আমি কখনো দেখিনি। দাদা, আপনার প্রতি আমার সম্মান তো আছেই এখন আরও বেরে গেল।

প্রতিটি মানুষ অনেক আশা আর স্বপ্ন নিয়ে এখানে এসেছে, আপনি প্রতিটি মানুষের সেই স্বপ্ন একটু একটু করে পুরন করছেন দাদা, এই পদক্ষেপটি আমার খুবই ভালো লেগেছে,, দাদা আপনি সত্যিই একজন অসাধারণ মানুষ। অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🙏🙏🙏

দাদা শিয়াল পন্ডিতের পাঠশালা সমস্ত কথাগুলি পড়ে আমি অনেক কিছু সম্পর্কে সুস্পষ্ট ভাবে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ দাদা খুব সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

পুরো পোষ্টটি পড়লাম, অনেক কিছুই জানতে পারলাম।
অনেক অনেক শুভ কামনা রইলো দাদা

শিয়াল পন্ডিতের এই স্কুলটি আমার বাংলা ব্লগের সকল ইউজারদের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারন এখান থেকে সবাই নতুন নতুন কিছু শিখতে পারবে। ধন্যবাদ দাদা এরকম একটা উদ্যোগ নেয়ার জন্য।

দাদা অসাধারণ একটা উদ্যোগ, ইনশাল্লাহ নতুনদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম হবে এটি।

অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি নিয়ম তান্ত্রিক পরিকল্পনা নতুনদের জন্য তৈরি করেছেন। আমার বিশ্বাস এই পরিকল্পনা অনুযায়ী যেকোনো নতুন ব্যবহারকারী খুব সহজেই স্টিমিট সম্পর্কে সবকিছু জেনে বুঝে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনাকে স্যালুট জানাই দাদা আপনি যে ভাবে আমাদেরকে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।

দাদার কোনো তুলনায় হয় না দাদা সবার জন্য নতুন নতুন কিছু নিয়েই আসেন।

আমার সবাই নতুন নতুন কিছু শিখতে পারছি।
আমার বাংলা ব্লগ মানেই দাদা 🥰🥰

অনেক অনেক শুভকামনা ও দুআ রইলো।

আমি এইখানে একেবারে নূতন ,এইখানে অনেক কিছু জানতে পারলাম। দাদা আপনাকে অনেক ধন্যবাদ।

প্রজেক্ট রোডম্যাপ সবসময়ই আমাদের জন্য উপকারী, অনেক বিষইয় আছে যেগুলো আমরা জানারও পরও কনফিউজড হয়ে যাই। বার বার এভাবে দেখার পর মোটামুটি সবকিছু নতুন করে বুঝে যাই। নতুনদের জন্য এই রোডম্যাপ প্রোজেক্ট সাহায্যকারী। শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

ধন্যবাদ দাদা আমাদের মত নতুন সদস্যকে এত সুন্দরভাবে গাইড করার জন্য এই পোস্ট টা দিয়ে আমার যথেষ্ট ধারণা হয়েছে যে আমাদের কিভাবে চলা উচিত এবং কি কি নিয়ম পালন করে কিভাবে এগিয়ে যাওয়া উচিৎ। আমি অবশ্যই চেষ্টা করব সমস্ত নিয়ম মেনে যথাসাধ্য ভাবে অ্যাক্টিভ থেকে যত সুন্দর ও গুছিয়ে পোস্ট করা সম্ভব ততটা করার এবং সবাইকে সম্মান দিয়ে নিজের কমেন্ট করার এবং নিজের পোস্টে অন্যদেরকে রিপ্লাই দেওয়ার। আশা করি এখানে থেকে আমরা আরও অনেক তথ্য জানতে পারব এবং শিখতে পারবো আর এই ভাবে এগিয়ে যেতে পারবো। আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ পোস্টটির জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটি মানে নতুন সহজ কিছু নিয়ম ইউজারদের কাজকে অনেক সহজ করে তোলার একটি প্রক্রিয়া করে দেয়। এবিবি স্কুল এর মাধ্যমে ইউজারদের কাজ করার সহজ পদ্ধতি এনে দিয়েছে।