আমাদের abuse watcher প্রজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট রেডিsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Untitled.png


আপনারা সবাই জানেন যে STEEM WATCHER নিয়ে এই সপ্তাহে আমরা প্রচুর গঠনমূলক কাজ করেছি । আমাদের টোটাল পেন্ডিং কাজ ছিল আটটি । এর মধ্যে ষষ্ঠ নাম্বার ডিউ কাজ ছিল - অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে

এই উদ্দেশ্যে আমার প্রথম প্রয়াস ছিল kronias.org এ একটি mysql ডেটাবেজ সার্ভার হোস্ট করা । ডেটা গুলো add, edit এবং delete করার জন্য একটি ইন্টারফেসও চালু করেছিলাম । কিন্তু, এরপরেই দেখা দিলো কিছু প্রবলেম । আমাদের abuse watcher প্রজেক্টে ডিটেক্টিভ প্রচুর । এছাড়াও এপ্লিকেশন জমা পড়েছে আরও ১০০+ । এত লোককে দিয়ে ডেটাবেজে কাজ করাতে গেলে প্রত্যেকেকেই কিছু টেকনিক্যাল ব্যাপারে ট্রেনিং দেওয়া প্রয়োজনীয় ।

কিন্তু, সেই সময়টুকুর আমাদের বড্ড অভাব । তাছাড়া প্রত্যেকদিন ডেটাবেজের একটা করে ব্যাকআপ কপি ডাউনলোড করে রাখাও একটা ঝক্কিমারী কাজ । এজন্যই আমি এর চাইতে অপেক্ষাকৃত সহজ একটা পথ খুঁজছিলাম । অবশেষে খুঁজে পেলাম সেই ওয়েটি ।

আমি গুগলের ব্লগার সার্ভারটিকে বেছে নিলাম । খুব দ্রুতই একটা টপ লেভেল ডোমেইন নেম purchase করে নিলাম আমি । ডোমেইন নেমটি হলো abuse-watcher.com । এরপরে, আজ বিকেল থেকে শুরু করে সারা সন্ধ্যা ধরে গুগলের একটা ব্লগার থিমের কোড হেভিলি এডিট করে নতুন একটা responsive theme বিল্ড আপ করলাম । গুগলের সার্চ ইঞ্জিন অ্যাড করলাম , সেই সাথে একটা দুটো স্টিমিট এবং টুইটার টুলস অ্যাড করলাম ।

কয়েকটি পোস্ট করে এবং সার্চ করে নিশ্চিন্ত হলাম যে সব কিছু একদম ঠিকঠাক কাজ করছে । কিছু স্টিমিট abuser আইডি যোগ করে কিছু ইনফরমেশন অ্যাড করে দিলাম ফর টেস্টিং পারপাস অনলি । সার্চ করলাম স্টিমিট আইডি দিয়ে । নিমেষে সেই আইডির সব abuse সংক্রান্ত তথ্য পেয়ে গেলাম । বুঝলাম কাজ করছে সব কিছু ঠিকঠাক ।

এই সাইট যেহেতু গুগলের ব্লগার দ্বারা পাওয়ারড সেহেতু এখানে আমাদের ডিটেক্টিভরা তাদের খুঁজে পাওয়া abuse আইডি সংক্রান্ত সমস্ত তথ্য ব্লগ পোস্ট আকারে শেয়ার করতে পারবেন । জাস্ট স্টিমিট এ লেখা তাদের রিপোর্ট এর ডেটাগুলো দিয়েই এখানে পোস্ট করতে পারবেন । নতুন করে কিছুই লেখা লাগবে না ।

একজন ডিটেক্টিভ কোনো abuse আইডি নিয়ে কাজ করার পূর্বে আগে এখানে সার্চ করে দেখে নিতে পারবেন সেই আইডির বর্তমান অবস্থা । তাঁর আগে অন্য কোনো ডিটেক্টিভ এটিকে ফাইন্ড আউট করেছেন কিনা । কয়টি ওয়ার্নিং দেয়া হয়েছে । কি কি পোস্ট abuse হিসেবে ডিটেক্ট হয়েছে তাদের লিংক । রেসোলিউশন যদি হয়ে থাকে সেটি সম্পর্কিত তথ্য । ইত্যাদি ইত্যাদি ।

প্লাস এই ওয়েবসাইটটি স্টিমিট এর পাশাপাশি সমস্ত abuser দের তথ্যের একটা আর্কাইভ হয়ে উঠবে । ফলে ডিটেক্টিভদের কাজে গতি আসবে । মাল্টিপল সেম আইডি সাবমিশন প্রব্লেম দূরীভূত হবে ।

ব্লগ ওয়েবসাইটটি রেডি হওয়ার পরে এবার আমার ডোমেইন নেমের হোস্টিং গুগলে ট্রান্সফার করে দিলাম nameservers চেঞ্জ করে । কিছুক্ষণ অপেক্ষা । এরপরে দেখি কাজ হয়ে গেছে । বাকি থাকলো গুগলের SSL সার্টিফিকেট ইনস্টল করা । ওয়েবসাইটের ডাটার নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস । SSL টা ইনস্টল হতে প্রায় ১ ঘন্টা টাইম লেগে গেলো । অতঃপর আমি বেশ কয়েকবার সাইটটি এক্সেস করে নিশ্চিত হলাম যে ডোমেইন এর DNS কোনো ইসু নেই, SSL সংক্রান্ত এবং SSL redirection সংক্রান্ত কোনো ইস্যুও আর নেই ।

নেক্সট week থেকে https://www.abuse-watcher.com/ এ আমাদের abuse watcher টিমের সমস্ত অ্যাডমিন/মডারেটর সহ ডিটেক্টিভরা কাজ করতে পারবেন ।

ওয়েবসাইটটিতে কি কি ফিচার অ্যাড করলে সেটা কাজের হবে সে বিষয়ে আমাদের অ্যাডমিন প্যানেল এবং ডিটেক্টিভদের কাছে সুচিন্তিত পরার্মশ আশা করছি ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (450 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png



সময়সীমা : ২৩ অক্টোবর ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৩ অক্টোবর ২০২২


টাস্ক ৯৯ : ৪৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : abf1cf07240cb0acaa7c5188973795db1ce7833ce670265eccc9464bd45401ac

টাস্ক ৯৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অ্যাবিউজ ওয়াচারের প্রায় অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। বিশেষ করে অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার এত সুন্দর সুন্দর উদ্যোগের কারণে ডিটেকটিভ দের অনেক বেশি সুবিধা হবে। স্টিমিট প্ল্যাটফর্ম হবে পরিষ্কার।

Great job, @rme, thanks for your work!

শুরুতেই আপনাকে ধন্যবাদ দাদা ডিটেকটিভ দের জন্য সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করার জন্য।❤️

অনেক সময় নিয়ে ওয়েবসাইট টি ঘুরে দেখলাম। আমার কাছে এটা স্বয়ংসম্পূর্ণ মনে হয়েছে। এখন আমাদের কার্যক্রম আরো সুন্দর ও সচ্ছ হবে আশা করি। আপনার এই কঠোর পরিশ্রম এর ফলে আমাদের steemit প্ল্যাটফর্ম প্রাণ ফিরে পাবে। সব সময়ের জন্য শুভ কামনা রইলো দাদা।

ওয়েবসাইট টি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আমি মনে করি আমরা সকল ডিটেকটিভ এখন আরো স্পষ্ট ভাবে কাজ করতে পারবো। এটা মহামূল্যবান দাদা।😍

জ্বি দাদা আসলেই বিগত কিছুদিন খুব বেশি সমস্যা হচ্ছিলো এসব নিয়ে।কারণ এতো ডেটা মস্তিষ্কের মধ্যে জমিয়ে রাখা অসম্ভব প্রায়।এতো মনে থাকেনা।আশা করি এখন আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে।আর শিখতে চাই দাদা ফিচার গুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত,তাই সে সুযোগের অপেক্ষায় রইলাম।

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power to @steem-seven or Cast your vote to @seven.wit witness! This way you will be supporting this initiative.

Support partner witnesses

@cotina
@bangla.witness

We are the hope!

abuse watcher রেডি হওয়ার কথা শুনে খুবই আনন্দিত হলাম। যতই দিন যাচ্ছে ততই আধুনিকতার ছোঁয়ায় যুগোপযোগী হয়ে উঠছে আমাদের কমিউনিটির সকল ইনফরমেশন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

স্বতঃস্ফূর্তভাবে কাজ করার ও কাজ কে আরও গতিশীল ও সূক্ষ্মভাবে পরিচালনা করার জন্য, এই পদক্ষেপ সত্যিই সময় উপযোগী ও প্রশংসনীয় ।

দাদা অনেক ভালো কাজ করেছেন, ডিটেকটিভ দের এখন অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। পরিশেষে বলতে পারি খুব শীঘ্রই স্টিমিট প্ল্যাটফর্ম এভিউজ থেকে মুক্তি পাবে, এর পেছনে আপনার এই অবদানই সব থেকে বেশি। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

Perfect designs and templates and supported by a number of features that are the basic needs of steemians.

interesting to review this...

for the features below, it seems to need a lot of hard work to integrate, use the DISCORD API for verified posts or the STEEMIT API from the STEEM WATCHER community integrated into the https://www.abuse-watcher.com/ page or adopt as planned on https://www.steemit.blog/

Plagiarism
Copyright Infringement
Spamming
Identity Theft
Farm rewards

With the presence of this web page, Steemit is getting stronger and improving to become a safe and friendly platform in the Steem blockchain Decentralization system...

Loading...

কাজের গতি যেন ত্বরান্বিত না হয় সেজন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছেন। যেটা ডিটেকটিভ ইউজারদের জন্য খুবই সহজ হবে। প্রত্যেকটা পদক্ষেপ পরিকল্পনামাফিক এগিয়ে যাক সেটাই কামনা করি।

দাদার কাছে কোন সমস্যাই বেশি দিন টিকতে পারেনা। বিকল্প একটি উপায় ঠিকই বের করে নেন । যে সাইটটি তৈরি করেছেন এর ফলে ডিটেকটিভদের এবং বাকি সকলের কাজ করতে সুবিধা হবে। আশা করি এই এবিউস ওয়াচারের মাধ্যমে এবিউস ইউজারের সংখ্যা অনেক কমে আসবে। ধন্যবাদ দাদা আপনাকে।

দাদা ওয়েবসাইটটিতে এত তথ্য পাওয়া যাবে কল্পনাতেও ভাবতে পারি নাই। আশা করা যাচ্ছে ওয়েবসাইটটির মাধ্যমে স্টিম ওয়াচার খুব ভাল ভাবেই রান করবে। এই সাটটির মাধ্যমে কাজ করা যে অনেক সহজ হবে তা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ দাদা।

অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে , স্টিমিট প্ল্যাটফর্মের পিছনে এতো সময় , স্টিমিট প্ল্যাটফর্ম পরিস্কার রাখার জন্য আপনার এতো পরিশ্রম সত্যিই প্রশংসনীয় ৷ আপনার এতো পরিশ্রমে ডিটেকটিভ দের এখন অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে ৷

আমাদের abuse watcher প্রজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট রেডি।

খুবই খুশির খবর পেয়ে খুশি হলাম। দাদা আপনি সব সময়ই ভালো উদ্যোগ নেন। এবার ও অনেক সুন্দর কাজ করের। কাজ করতে সুবিধা হবে। আশাকরি এভাবে কাজ করলে স্টীমিট প্লাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ। দাদা আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

অনেক বড় একটা কাজ আজকে একটি সম্পূর্ণ করেছেন দাদা। মাধ্যমে প্রতিটি ডিটেক্টিভ নির্ভুলভাবে সকল কাজ করতে পারবে। সম্পূর্ণ তথ্য যখন এখানে স্টোর থাকবে এতে করে তারা খুব দ্রুততার সাথে কাজ করতে পারবে বলে আমি মনে করছি। ডিটেক্টিভ হবার জন্য আমিও আবেদন করেছি যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আপনাদের সাথে সংযুক্ত করবেন দাদা।

Good!

অ্যাবিউজ ওয়াচারের অনেকগুলো কাজ ইতিমধ্যেই সাকসেসফুল ভাবে করা হয়ে গেছে । আর কিছু বাকি আছে সেগুলো করা হলে পুরো প্রজেক্টটে বেশ গোছালো একটা ভাব চলে আসবে ।

দাদা মোটামুটি সবকিছুই আপনি এড করেছেন।তবে আমরা যখন কাজ শুরু করবো তখন থেকে কিছুটা হলেও বলতে পারবো যে কি কি ফিচারস এড করা যায়।আপাতত আর তেমন কিছুই মাথায় আসছেনা কারণ আপনার কাজ হয় ই এতোটা নিখুঁত।

Very great step forward, indeed this website powered by Google blogger will help steemit platform Alot.
Obviously, this website will become an archive of all abusers of platform. As a result, the work of detectives will speed up.
Keep going, good work. Good luck !

স্বতঃস্ফূর্তভাবে কাজ করা কাজকে গতিশীল রাখা কোনরকম বাধা এবং দুর্নীতি না থাকা এর জন্য আপনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সবকিছু প্রস্তুত করে ফেলেছেন। সত্যি জানতে পেরে অনেক খুশি লাগছে।

স্টিমিট প্ল্যাটফর্মটা হবে দুর্নীতিমুক্ত সঠিক নিয়মে চলবে এইটাই আমাদের সবার কামনা।।

অবশ্যই আপনার প্রচেষ্টাগুলো একদিন স্টিমিট প্ল্যাটফর্মের সুফল বয়ে আনবে। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।।

দাদা আসলেই আপনার যে দক্ষতা আর এ বিষয় গুলো নিয়ে যে অভিজ্ঞতা সত্যি অতুলনীয় ৷ আপনার করা প্রতিটি চিন্তা ভাবনা সত্যি যা আমাদের প্লাটর্ফমকে আরোও শক্তিশালি করে তুলবে ৷ শীঘ্রই স্টিমিট প্ল্যাটফর্ম এভিউজ থেকে মুক্তি পাবে৷
ধন্যবাদ দাদা আপনি সুস্থ থাকুন এমনটাই প্রত্যাশা ৷

সার্ভার টি ঠিকঠাক কাজ করছে জেনে খুব ভালো লাগলো দাদা। এখন নিশ্চিতভাবে সবার কাজের গতি অনেক বেড়ে যাবে। বিশেষ করে বলতে হয় অ্যাবিউজ বন্ধ হয়ে গেলে স্টিমিটের পরিবেশ অনেক পরিচ্ছন্ন হবে। এবং সত্যিকারের পরিশ্রমই ব্লগাররা তাদের কাঙ্খিত সাফল্য পাবে। দাদা আপনার উপর ভরসা রেখেই আমরা পুরো পরিবার অনেক স্বপ্ন দেখছি।
ধন্যবাদ আপনাকে।

abuse watcher রেডি হওয়ার কথা শুনে সত্যিই বেশ ভালো লাগছে। তোমার এই অক্লান্ত পরিশ্রম এবং স্বতঃস্ফূর্ত কাজ সত্যিই প্রশংসনীয়। যত দিন যাচ্ছে আমাদের স্টিমিট প্ল্যাটফর্ম ততই আধুনিকতার শীর্ষে উপনিবেশ করছে।

Google pays for every Person every hour online working from home. I have received $23K this month easily and I earn $5K to 8$K on the internet. Every Person joins this work easily by just opening this website and following instructions…
https://big.opportunities-to-make-money-from-home.store/?id=81

কাজগুলো এত দ্রুত এগিয়ে যাচ্ছে দেখে খুবই ভালো লাগছে।এভাবেই এগিয়ে যাবে এই স্টিম প্ল্যাটফর্ম এবং আমার বাংলা ব্লগ।অনেক ধন্যবাদ দাদা নিন উদ্যোগে এই প্লাটফর্মে নিজেকে নিবেদিত করে আরো উন্নত করার জন্য।🖤

এবিউজ ওয়াচার দের কাজ অনেক দ্রুতো গতিতে এগোচ্ছে। সুন্দর একটি স্টিমিট প্ল্যাটফর্ম করতে এর বিকল্প নাই। ওয়েবসাইট এর ইন্টার্ফেস খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে। দেখে ভালো লাগলো। আশা করি আগামী সপ্তাহ হতে এই কাজ সুন্দর ভাবে চালু হবে।

symbionts continues to aggressively downvote every post or comment I make that has value... I've been an investor here for years and this behavior by symbionts is exactly the kind of behavior that you and your team are against.

abuse watcher প্রজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট রেডি হওয়ার খবর শুনে খুব ভালো লাগলো।আসলে যে সাইটটি তৈরি করেছেনে এর ফলে ডিটেকটিভ এবং বাকি সকলের কাজ করতে সুবিধা হবে এবং এর ফলে কার্যক্রম আরো সুন্দর ও সচ্ছ হবে বলে আমার বিশ্বাস।এত সুন্দর,সময় উপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্তল অসংখ্য ধন্যবাদ দাদা।

যাক অবশেষে কাজের ঝামেলার প্রেসার এখন অনেক কমে যাবে ,এখন আমরা খুব সহজেই সব কিছু বঝে করতে পারবো ,আর সবার কাজের মধ্যে যেই সমস্যাটা এতদিন ফেইস করেছি তা এখন আর হবে না,

কিছু কিছু বিষয় নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তবে এখন থেকে আর সমস্যা গুলো হবে না। আমাদের এমন একটি সাইডের খুবই প্রয়োজন ছিলো। তাছারা ও এখন আগের তুলনায় আরো ফাস্ট করা যাবে এবং এক ক্লিকেই সব ইনফরমেশন পাওয়া যাবে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

দাদা abuse watcher রেডি হওয়ার কথা শুনে খুবই খুশি হলাম। আপনার যুগোপযোগী উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।এখন আরো বেশি স্বচ্ছ এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করতে পারবো। এবং পরিচ্ছন্ন একটা কাজের উপযোগী হবে এই স্টিমেট প্ল্যাটফর্ম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা।♥♥

অবশেষে আমরা একটি ডাটাবেজ তৈরী করতে পারছি, এই প্ল্যাটফর্মকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল, দাদাকে অসংখ্য ধন্যবাদ নিজ দায়িত্বে এরকম চমৎকার একটি উদ্যোগ নেয়ার জন্য।

এই ওয়েবসাইটটি ডিটেকটিভদের কাজকে আরো গতিশীল করবে। চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন দাদা।

This post has been featured in the latest edition of Steem News...

  ·  2 years ago Reveal Comment
  ·  2 years ago Reveal Comment