তনুজার বার্থডে সেলিব্রেশনের কিছু ফোটোগ্রাফsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


জানুয়ারি মাসের ১৬ তারিখ, তনুজার বার্থডে । প্রতি বছরই উদযাপন করা হয়ে থাকে । তবে একদমই ঘরোয়া এবং অনাড়ম্বরভাবে জন্মদিন পালন করা হয়ে থাকে । এ বছরও তার ব্যতিক্রম হয়নি । কিছু আত্মীয়-স্বজন আর ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের নিয়ে এ বছরও পালন করা হয় জন্মদিন ।

জন্মদিনের সকাল বেলা উঠেই বাজারে পাঠালাম কয়েকজনকে । দু'রকমের মাংস, মাছ, দই, মিষ্টি আর মশলাপাতি বাজার করার জন্য । আমার ভাই আর স্বাগতা নিলো জন্মদিনের স্পেশ্যাল কেকের দায়িত্ব আর রুম সাজানোর দায়িত্ব । আমি কোনো দায়িত্বই নিইনি । আমার কাজ ছিল জন্মদিনের ডিনারের মেন্যু ঠিক করার ।

বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে মেন্যু ঠিক করে ফেললাম । পুরো মেনুটা এই মুহূর্তে মনে পড়ছে না । তবে বিশেষ বিশেষ আইটেমগুলোর কথা মনে আছে । ফুলকপির পকোড়া, চিকেন পকোড়া, চিকেন সাসলিক, ভেটকি কাটলেট, চিকেন কাটলেট, ভেটকি ফ্রাই, বাসমতী রাইস, গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, চিকেন কষা, টমেটোর চাটনি ।

দু'জন বাবুর্চি ঠিক করা হয়েছিল রান্নার জন্য । আমাদের ছাদেই রান্না-বান্না আর খাওয়া-দাওয়ায় আয়োজন করা হয়েছিল । রাত সাড়ে আটটা নাগাদ তনুজা কেক কাটলো । আমরা হ্যাপি বার্থডে সং গাইলুম । টিনটিন আনন্দে নাচানাচি করলো । এরপরে কেক আর কিছু এপিটাইজার খেয়ে সবাই চলে গেলাম ছাদে ।

আমি শুরু করলাম টেস্ট করা । একটা প্লেট নিয়ে কাটলেট, পকোড়া, ফ্রাই, মাটন কষা - সব টেস্ট করতে থাকলুম । খাওয়ার আগে এই টেস্টিং পর্বটা আমার হেভি লাগে । এরপরে রাত দশটা নাগাদ সবাই মিলে বসে গেলুম খেতে । আহা ! দারুন এনজয় করলাম সবাই মিলে ।


কেকের সামনে তনুজা । আর বার্থডে বেলুন নিয়ে বিভিন্ন স্টাইলে পোজ দিচ্ছে তনুজা ।

তারিখ : ১৬ জানুয়ারি ২০২৩

সময় : সন্ধ্যা ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


টিনটিনের আর তর সয়নি । এক লাফে তনুজার কোলে । বেলুন দেখলে তার মাথা ঠিক থাকে না আর ।

তারিখ : ১৬ জানুয়ারি ২০২৩

সময় : সন্ধ্যা ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কেক কাটার প্রস্তুতি চলছে ।

তারিখ : ১৬ জানুয়ারি ২০২৩

সময় : সন্ধ্যা ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হাততালি, বার্থডে উইশ আর হ্যাপি বার্থডে সং এর মধ্য দিয়ে কেক কাটা সমাপ্ত হলো।

তারিখ : ১৬ জানুয়ারি ২০২৩

সময় : সন্ধ্যা ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ১৮ এপ্রিল ২০২৩

টাস্ক ২৩৯ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 7eeaee26246ff48a9c9f169a3097b639fcc6772269c4264c023604b5ea4d1f1e

টাস্ক ২৩৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিছুদিন আগে দিদির জন্মদিন গেলো।খুব সুন্দরভাবে পালিত হয়েছে ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি। দিদিকে অনেক সুন্দর লাগছে।আর খুব খুশি হয়েছে বোঝা যাচ্ছে। দাদা আপনার সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। স্মৃতির পাতায় খুব সুন্দর ভাবে ৎাকবে ফটোগ্রাফি গুলো।🥰শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইলো আপনার আর দিদির জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Please follow me 🥺

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

প্রিয় দাদা, আমাদের বৌদির জন্মদিনের অনুষ্ঠানটি আপনি অতি চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বৌদির জন্মদিনে খাবার খাওয়ার আগে আপনি যে বিভিন্ন খাবারগুলো টেস্ট করেছিলেন এটা জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। প্রিয় দাদা আপনি, আমাদের বৌদি এবং আমাদের প্রিয় টিনটিন বাবুর জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। একই সাথে আমি প্রত্যাশা করি আমাদের প্রিয় বৌদির জন্মদিন যেন প্রতিবছর আরো আনন্দ উৎসবের মধ্যে দিয়ে উদযাপিত হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

জানুয়ারি ১৬ তারিখ বৌদির জন্মদিন ছিল।আর ফটোগ্রাফি শেয়ার করতে এতো লেইট করে ফেললেন দাদা।বৌদিকে অনেক মিষ্টি লাগছে পিংক শাড়িতে,কিউট এককথায়।টিনটিন বাবু তার মার কোলে বসে বেশ মজা করছে।জন্মদিনের কেক আর ঘর ডেকোরেশন এর দায়িত্ব ব্লাকস দাদা আর স্বাগতা দিদির ছিল। খুব সুন্দর হয়েছে।আর খাওয়ার আগের টেস্টিং পর্ব আমারও হেভি লাগে।ধন্যবাদ দাদা সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্যে।

Happy Birthday to you. It is very beautiful moment. Thanks for sharing @rme

খাবার টেস্ট করার মধ্যে আলাদা রকমের মজা আছে দাদা। কিছুদিন আগেই বৌদির জন্মদিন ছিল। আর সেই জন্মদিনের সুন্দর মুহূর্তগুলো আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো দাদা। বৌদিকে দেখতে বেশ সুন্দর লাগছে।

বৌদির জন্মদিন উপলক্ষে আপনারা বেশ এনজয় করেছেন দাদা। টিনটিন বাবুকে দেখেই বুঝা যাচ্ছে বেশ আনন্দ করেছিল। তাছাড়া ডিনারের মেনু আপনি ঠিক করেছেন সেটা খুব ভালো লেগেছে।

ফুলকপির পকোড়া, চিকেন পকোড়া, চিকেন সাসলিক, ভেটকি কাটলেট, চিকেন কাটলেট, ভেটকি ফ্রাই, বাসমতী রাইস, গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, চিকেন কষা, টমেটোর চাটনি ।

ডিনারের আইটেম গুলো এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। যাইহোক এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খাবারের মেন্যুগুলো পড়ছিলাম আর মনে মনে সেগুলোর স্বাদ গ্রহণ করছিলাম। এমন খাবার একসঙ্গে খেতে পারলে, আমার জন্য ভালই হতো। কেকটা কিন্তু আসলেই সুন্দর ছিল, এজন্য ছোট দাদা ও স্বাগতা দিদির প্রশংসা করতেই হয়। বৌদি ও টিনটিন বাবুকে দেখতে বেশ ভালোই সুন্দর লাগছিল ।

শুভেচ্ছা রইল সকলের জন্য ☺️🙏

বাহ দাদা কেক টা তো দারুণ হয়েছে চোখ ফেরানো যাচ্ছে না একদম চোখ জড়িয়ে গেছে কেকের ডেকোরেশন দেখে। এত সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন বার্থডে সেলিব্রেট করে বৌদিকে অনেক ভালো লেগেছে। কেকের ডেকোরেশন এবং ঘরের ডেকোরেশন বেশ ভালো মানিয়েছে বৌদির সাথে। আর খাবারের মেনুটা অসাধারণ ছিল। বৌদির জন্য অনেক শুভকামনা রইল সারা জীবন যেন এভাবে পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকেন।

প্রথমেই বৌদিকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর ভাবে আয়োজন করেছেন দাদা। খুব ভালো লাগলো দেখে জন্মদিনের আইটেম দেখে তো জিভে জল। 😃
একটা কৌতুহল হচ্ছে দাদা। কেক টা এতো অসাধারণ! কোথা থেকে অর্ডার করেছেন যদি জানাতেন?

মিও আমুরে থেকে অর্ডার করেছিলাম।

  ·  2 years ago (edited)

দারুন ছিলো দাদা। আন্দাজ করছিলাম কারণ পশ্চিমবঙ্গে জেনারালি এত সুন্দর কেক ওরা ছাড়া খুব কম জায়গায়ই বানায়। আমার কোন একটা প্রগ্রামে অর্ডার করা একটা কেক। উপলক্ষ্যটা আর মনে করতে চাই না বলে সামনে ফ্লাওয়ার স্টিকার দিয়ে ঢেকে দিলাম। কিন্তু ওভার অল বেশ ভালো ছিলো দেখতে।আর খেতেও। ওদের কারিগরি সত্যিই সুন্দর। বৌদির জন্য আনা কেক টা বেশ সুন্দর হয়েছে।
IMG-20230420-WA0000.jpg

হু, এটাও অনেক সুন্দর দেখতে :)

ধন্যবাদ দাদা। 😊

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



সম্পূর্ণ গোলাপি পরী লাগছে আমাদের বৌদিকে। বৌদির জন্মদিনে বৌদিকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের টিনটিন বাবু এবং বৌদি দুজনকে বেশ অপূর্ব লাগছে।সমস্ত ঘর গোলাপি বেলুনে সাজানো হয়েছে। আবার কেটে আনা হয়েছে গোলাপি। দাদা তো দেখছি অনেক রোমান্টিক। দোয়া করি আপনাদের আগামী দিনগুলো আরো সুন্দর কাটুক। বৌদি টিনটিন বাবুকে নিয়ে আপনি অনেক ভালো ভালো সময় অতিবাহিত করেন।

সত্যিই দাদা বৌদির জন্মদিনে অনেক মজা হয়েছিল। সুন্দর সাজানো গোছানো আয়োজন ছিল। কেকটা দেখতে দারুণ ছিল আর খাবারের আইটেম গুলো সবকটি অনেক সুস্বাদু হয়েছিল খেতে।

দাদা আমাদের বৌদি জন্মদিন অনুষ্ঠানের সবকিছু আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। জন্মদিনে বৌদি কেক কেটেছিল এবং টিনটিন উনার পাশেই ছিল। মা এবং সন্তানকে খুবই ভালো লাগছিল দেখতে। জন্মদিনের সবাই অনেক আনন্দ উৎসব করেছেন। বারবার তার জীবনের এই আনন্দটা ফিরে আসলে কামনা করি।

তনুজা বৌদির বার্থডে সেলিব্রেশনের ফোটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার আয়োজন ছিলো। আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল। ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

খাওয়ার আগে এই টেস্টিং পর্বটা আমার হেভি লাগে ।

আপনি যে খাওয়ার আগে এবং মাইরের শেষে থাকা মানুষ এটা আগেই বুঝতে পেরেছিলাম হাহাহা🤪। মিষ্টি বৌদিটাকে কি মায়া লাগছে। কোলে তো আবার টিনটিন বসে আছে। তবে বৌদির বরটাকে আশেপাশে দেখা যাচ্ছে না,উনি মনে হয় ভুলে গিয়েছে বৌদির যে জন্মদিন ছিল🤔🙈🙈। যাইহোক এতদিন পর বার্থডে সেলিব্রেশন এর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো দাদা।

Caramba muy hermoso el cumpleaño con sus decoraciones,sus comidas,bebidas y lindo pastel,felicitaciones desde venezuela

দাদা বৌদির বার্থডে সেলিব্রেশন উপলক্ষে অনেক গুলো ফটোগ্রাফি দেখতে পেলাম। অনেক গুলো বেলুন ছিল। টিনটিন বাবু আর বৌদিকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ দাদা।

দেরিতে হলেও বৌদিকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।আনন্দমুখর হোক বৌদির আজ ও আগামী।অনেক অনেক শুভকামনা।♥♥

Feliz Cumpleaños! Muchas felicidades, salud y éxitos :D

Happy Birthday Tanuja, may god always bless you in goodness.

A beautiful day will always be with you.

দেরিতে হলেও বৌদিকে জানাই শুভ জন্মদিন। অনেক ভালো লাগলো বৌদির জন্ম দিনের সুন্দর সুন্দর ছবি আপনার মাধ্যমে দেখতে পেয়ে।আপনার খাবার টেস্ট করার কথাটি পড়ে অনেক মজা লাগলো কারণ আমার কাছে টেস্ট করার মুহূর্তটা একটু ব্যতিক্রম ও একটু বেশি ভালো লাগার মুহূর্ত মনে হয় ।