একটি গুরুত্বপূর্ণ ঘোষণা (An Important Announcement)

in hive-129948 •  2 years ago 

Amar_Bangla_Blog_logo.jpg


আগামী ১৯ শে ডিসেম্বর ২০২২ থেকে ০৪ ঠা জানুয়ারী ২০২৩ পর্যন্ত দেশের বাইরে থাকার কারণে এবং পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা না থাকার কারণে স্টিমিট এবং হাইভে আমার সকল কমুনিটিগুলোতে আমার একটিভিটি প্রায় জিরো হয়ে যাবে । সংশ্লিষ্ট সকল কমিউনিটির অ্যাডমিন প্যানেলকে এ বিষয়ে অবহিত করছি ।

আমি মনে করি আমার অনুপস্থিতে হয়তো কমিউনিটির আর সকল কর্মকান্ড ব্যাহত না হয়ে সঠিকভাবেই পরিচালিত হবে । কিন্তু, এই মুহূর্তে আমার আন্ডারে থাকা সকল কমিউনিটি গুলোর curation শুধুমাত্র আমার হাতেই রয়েছে । স্টিমিট এবং হাইভ মিলিয়ে মোট কমিউনিটি সংখ্যা ৯ টি । সবগুলো curation একাউন্টের সংখ্যা ১২ টি । এই বারোটি কিউরেশন একাউন্টের পোস্টিং কী শুধুমাত্র আমার কাছেই রয়েছে । তাই, আমার ইন্টারনেট একসেস না থাকলে পোস্ট কিউরেশন হবে না । It's very simple, তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে রেগুলারলী আমার সব ক'টি কমুনিটিতেই পোস্ট কিউরেট করতে পারি ।

কিন্তু, কিউরেশন এর ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না ।

নিম্ন লিখিত স্টিমিট কমিউনিটির সকল অ্যাডমিন/মডারেটরদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি -


০১. আমার বাংলা ব্লগ

[@blacks ADMIN Co-Founder ♛🇮🇳【IND】, @winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨, @hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨, @moh.arif ADMIN Witness & Dev Team Admin 🇧🇩 ✨, @rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨, @shuvo35 ADMIN Social Media & Marketing 🇧🇩 ✨, @nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨, @swagata21 ADMIN Community Admin 🇮🇳【IND💖】, @kingporos MOD Community Moderator 🇮🇳 ✨, @rupok MOD Community Moderator 🇧🇩 ✨, @alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨, @tangera MOD Community Moderator 🇧🇩 ✨, @ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨]

০২. Beauty of Creativity

[@blacks ADMIN [Founder&Admin]✔🇮🇳, @abduhawab MOD 【 Chief Executive Mod】✴️✴️✴️, @faisalamin MOD 【Executive Mod】✴️✴️, @bountyking5 MOD 【Quality Controller Mod】✴️]

০৩. Tron Fan Club

[@blacks ADMIN ADMIN, @sagor1233 MOD COMMUNITY MOD, @labib2000 MOD COMMUNITY MOD, @veigo MOD 【Chief Executive Moderator】, @engrsayful MOD COMMUNITY MOD]

০৪. STEEM WATCHER

[@rex-sumon ADMIN Executive Admin, @nusuranur MOD moderator, @moh.arif MOD moderator, @faisalamin MOD moderator]

০৫. Steem Alliance

[@rex-sumon MOD]

০৬. Steem Dev

[@faisalamin MOD Steem Dev, @moh.arif MOD Steem Dev MOD]

০৭. Incredible India - ADOPTED

[@sduttaskitchen ADMIN India[Club75], @sampabiswas MOD India(club75), @nainaztengra MOD mod|Club100(India), @meraindia MOD]

০৮. Steem For Tradition - ADOPTED

[@shamimhossain MOD Club75+D-1500SP, @shihab24 MOD Club75+ D-250SP, @pea07 MOD Club100+D-500SP, @riyan1020 MOD verified member+Club100+D-1001SP, @sumon247 MOD Verified + Club100, @rahul00 MOD Detective, @rahul989 MOD Verified Member+Club100+D-1816SP]


কী কী সাময়িক অসুবিধা কমিউনিটির সদস্যরা ফেস করতে পারেন তার তালিকা -


০১. কমিউনিটিতে সকল পোস্ট কিউরেশনে অস্বাভাবিক ডিলে হতে পারে

০২. কোনো কোনো দিন পোস্ট কিউরেশন মিস যেতে পারে

০৩. কোনো কোনো দিন কিউরেশন সিস্টেমের ভোটিং ওয়েট বা ভোটিং পার্সেন্টেজে মিস ক্যালকুলেশন হতে পারে

০৪. কোনো কোনো ইউজারের পোস্ট নোমিনেশন লিস্টে থাকা সত্ত্বেও কিউরেট নাও হতে পারে

০৫. কমিউনিটির কনটেস্ট অফ থাকবে

০৬. কমিউনিটির যে কোনো ধরণের আপডেট অফ থাকবে

০৭. কমিউনিটির ডিসকোর্ড সার্ভারে কোনো প্রবলেম হলে সেটা ফিক্সিংয়ে নরমাল সময়ের চাইতে বেশি সময় লাগবে

০৮. ডিসকোর্ডসহ যাবতীয় সোশ্যাল মিডিয়ায় আমার সাথে সবার কানেকশন বেশিরভাগ সময় বিচ্ছিন্ন থাকবে


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)



তারিখ : ১৭ ডিসেম্বর ২০২২


টাস্ক ১৪৫ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ed919387ee5fb8a59cdd9cc7c2ae074df0f6ecfd842a6028af374b2f090f9005

টাস্ক ১৪৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ভ্রমণ ও কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এই কামনা ও দোয়া রইল দাদা।

আমরা উইজারদেরকে একটা ছোট এনাউন্সমেন্ট দিয়ে দিব ডিস্কর্ড সার্ভারে। তাহলে সবাই এ ব্যাপারটাতে এডজাস্ট হয়ে যাবে।

ধন্যবাদ ও শুভকামনা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

@rme, thank you dada for the information, take your time do your work with great success for which you are going out of the country. We are not worried for any late curation. Stay healthy, be happy.😊

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব সুচারভাবে পালন করার চেষ্টা করব। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আর অল্প কিছুদিন কিউরেশনে ডিলে হলে কোন সমস্যা হবে না আশা করি। আপনি আপনার সময়টা উপভোগ করুন।

দাদা আশা করি খুব একটা সমস্যা হবেনা।আর কিউরেশনের ব্যাপারটা যখন সমস্যা হবে তখন দেখা যাবে,আর বাকি আমরা সবাই তো আছি সবসময় যেকোনো সমস্যার সমাধান এর জন্যে।আপনার এবসেন্স এ অবশ্যই কমিউনিটির কাজে কোনো গাফিলতি যেনো না হয় সেদিকে সবসময় খেয়াল রাখবো।আমি মনে করি,আপনি যে কাজে থাকবেন সে কাজে মনোযোগ দিলেই সবচেয়ে বেশি ভালো হবে।আপনার দ্রুত আবার সুস্থ ভাবে দেশে ফিরবেন সে দোয়াই করি।

বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল দাদা। আপনার অনুউপস্থিতিতে আপনাকে খুব মিস করব। তবুও আপনি আর ভ্রমণ এবং যে উদ্দেশ্যে যাচ্ছেন সফল হয়ে ফিরে আসুন আমাদের মাঝে সেই অপেক্ষায় থাকবো। আপনি ছাড়া এমনিতেই সবকিছু শূন্য মনে হয়। যেখানে থাকুন যেভাবেই থাকুন সব সময় ভালো থাকুন উপর ওয়ালার কাছে প্রার্থনা করি।

দাদা আমি ব্যক্তিগতভাবে মনে করছি তেমন কোনো সমস্যা হবে না। আপনি আপনার কাজগুলো দ্রুত শেষ করে আমাদের মাঝে ফিরে আসবেন সেটাই কামনা করছি। কিউরেশনের বিষয়টা কিছুদিন ডিলে হলেও আমি মনে করি ইউজাররা বিষয়টি বুঝতে পারবে। যেকোনো সমস্যা হলে আমরা এডমিন ভাই বোনদের পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করছি সবকিছুই সুন্দর ভাবেই চলবে।

দাদা আপনার কাজ সুন্দরভাবে সেরে, সুস্থ শরীরে ফিরে আসুন এটাই কামনা করছি। কিউরেশন কোন ব্যাপার না। ইনশাআল্লাহ কোন জটিল পরিস্থিতি তৈরি হবে না। দোয়া রইল দাদা 🥀

আশা করছি আমরা আদের দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করতে পারব।
আপনার ভ্রমণ সুস্থির হোক, সুস্থ থাকুন সবসময় এই প্রতাশা করি।

  ·  2 years ago (edited)

বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাক হোক আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজগুলো ভালোই ভালোই সম্পূর্ণ করে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনাই করি। ধন্যবাদ।

দাদা,আপনার সুস্থতাই সব।আপনি বাইরে থেকে কাজ সেরে আমাদের মাঝে আবারও সুস্থভাবে ফিরে আসবেন, এটাই প্রার্থনা করি।আর আমরা জানি আপনি কখনোই নিজের কাজকে ফেলে রাখেন না। কিছুদিন এই সমস্যা হলেও আমাদের অসুবিধা নেই।আর আমাদের এডমিন,মডারেটর ভাইয়া, আপুরা তো আছেনই।সবকিছু ঠিক হবে আশা করি।আপনার যাত্রা শুভ হোক,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন।

আপনার ভ্রমণ সুন্দর হোক।কাজের পাশাপাশি বিশ্রামের প্রয়োজন আছে। আমরা আপনার পাশে আছি। দেশের বাইরে দারুণ সময় কাটান এবং ভ্রমন শেষে আবার এই প্লাটফর্মে সুস্থভাবে ফিরে আসুন এই কামনা করি।

সমস্যা নেই দাদা, তুমি সুস্থ হয়ে দেশে ফিরে আসো এটাই কামনা করি। বাকিটা যাই হোক না কেনো আমাদের এডমিন মডারেটরা ঠিকই ম্যানেজ করে নেবেন। কারণ সবাই খুবই দায়িত্ববান এবং সতর্ক। আশাকরি কোনো সমস্যা হবে না। তোমার যাত্রা শুভ হোক।

যে কাজের জন্য দেশের বাহিরে যাচ্ছেন সেই কাজ সফল হোক এবং আপনি সুস্থভাবে দেশে ফিরে আসুন সেই কামনাই করি।

আপনার সকল কাজ শেষ করে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুন দাদা। আপনার যাত্রা শুভ হোক দাদা৷ অনেক অনেক শুভ কামনা রইলো৷

দাদা আপনাকে খুব মিস করবো এ কয়দিন তাহলে। তবে যে কাজের উদ্দেশ্য বাহিরে যাচ্ছে সে কাজের উদ্দেশ্য সফল করে ফিরে আসবেন। কিউরেশন ব্যাপার না, আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো। আপনার সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি 🌼🌼

দাদা আপনি আপনার সকল কাজ সেরে, সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসুন এই কামনাই করছি। আপনি কখনো নিজের কাজকে অবহেলা করেন না,আর কিউরেশনে আশাকরি আপনাদের কারো কোন সমস্যা হবে না।আপনাকে অনেক ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।

That's perfectly all right as everyone has his own commitments and personal life. Have a nice time wherever you are between 19th December to January 4th. My best wishes 👍.

দাদা আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করে। সুন্দর ভাবে আবারো দেশে ফিরে আসেন এই কামনাই করি। দাদা আপনাকে আমরা সবাই খুব মিস করবো। আপনার জন্য দোয়া রইল 🤲

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

দৈর্ঘ্য সময় আপনি আমাদের থেকে দূরে থাকবেন, আশা করি সব কিছু ঠিকঠাক চলবে। ভোটিং সাপোর্ট নিয়ে কিছু ভাবছি না শুধু আপনি সুস্থ ভাবে আবার আমাদের মাঝে ফিরে আসুন এই কামনাই করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

আপনার যাএা শুভ হোক।নিজের সকল কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ হোক এই প্রত্যাশা করছি।হয়ত একটু ডিলে হতে পারে,পরে হয়ত সব ঠিকঠাক হয়ে যাবে।সব কাজ শেষ করে আবার সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরে আসেন।ধন্যবাদ

আশাকরি, আমাদের সম্মানিত এডমিন ও মডারেটরা খুবই দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবে।অবশ্য দাদা আপনার ঘাটতি থেকেই যাবে এবং আপনাকে আমরা খুবই মিস করবো। তারপরও যেহেতু আপনার খুবই দরকারী প্রয়োজনে বাহিরে থাকবেন।আপনার প্রতিটি মুহূর্ত ও প্রতিটি ক্ষন আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের মাঝে দ্রুত ফিরে আসবেন এই কামনাই করি।

আপনার যাত্রা শুভ হোক দাদা। পার্সোনাল জীবনেও সময় অতিক্রম করা খুবই প্রয়োজন। কিউরেশন এর ব্যাপারটা সকলে ইউজারকেই বুঝতে হবে। আর কোনরকম সমস্যা হলে আমাদের এডমিন মডারেটর রয়েছে, তারা আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করে। যেই হোক দাদা আপনি সুস্থভাবে ফিরে আসুন সেই দোয়া করি।

দাদা আপনি যেখানেই যাচ্ছেন সেই জায়গায় ইনজয় করেন। আশাকরি কমিউনিটিতে কোন সমস্যা হবে না। যদিও ছোটখাটো কোন সমস্যা হয় তাহলে আমাদের বিজ্ঞ এডমিন মডারেটর ভাইবোনেরা তো আছেননি। তাছাড়া আপনিও সময় বের করে ঠিকই কমিউটির কাজ পর্যালোচনা করবেন। না হলে আপনার নিজেরই ভালো লাগবে না। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ দাদা।

দীর্ঘ সময় আপনি আমাদের থেকে বাইরে থাকবেন। আপনার জন্য প্রার্থনা রইল আপনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন। সঠিকভাবে কাজকাম করে আবার সুস্থ শরীরে আমাদের মাঝে ফেরত আসেন।।

দাদা আশা করি তেমন বেশি কোন সমস্যা হবে না। আর পোস্ট কিউরেশনে সাময়িক সমস্যা হলে সবাই সেটা তো বুঝবে। দোয়া করি ছুটি কাটিয়ে সঠিক সময়ে সুস্থ ভাবে আবার আমাদের মাঝে ফিরে আসুন। ধন্যবাদ দাদা।

অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আপডেট জানিয়ে দেওয়ার জন্য। আপনার অনুপস্থিতে আশা করছি সকল কাজ সুন্দরভাবে পরিচালিত হবে। আর আপনার যাত্রা শুভ হোক এই প্রত্যাশা করি।

দাদা প্রথমে আপনার পোস্ট পড়ে অনেক বেশী খারাপ লেগেছে কারণ আপনি উপস্থিত থাকবেন না জেনে।তবে আপনি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য দেশের বাইরে যাচ্ছেন আপনার জন্য অনেক বেশি দোয়া রইলো।যাতে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ গুলো ঠিক মতো করে যথা সময়ে আপনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন।আপনি যেন সুস্থভাবে সকল কাজ সম্পন্ন করতে পারেন এবং নিজেকে নিরাপদে রাখতে পারেন সেই কামনা করি।

দাদা আপনি যে কাজের জন্য দেশের বাহিরে গিয়েছেন আপনার সে কাজ সম্পূর্ণ করে আমাদের মাঝে আবারও সুস্থভাবে ফিরে আসেন এই কামনা করি। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

যে কাজের জন্য আপনি বাইরে যাচ্ছেন আশা করি সেই কাজটি সম্পন্ন করে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন দাদা।আপনার জন্য শুভকামনা রইল দাদা।

Thank you for the info, have a safe journey...

দাদা আপনি আমাদের মাঝে বেশ কিছুদিন থাকবেন না জেনে খুবই কষ্ট লাগছে। আসলে আপনাকে ছাড়া এই কমিউনিটি অসম্পূর্ণ। আপনি হচ্ছেন এই কমিউনিটির প্রাণ ভোমরা। প্রাণ পাখি ছাড়া যেমন সবকিছুই অচল তেমনি আপনাকে ছাড়া আমরাও ভালো থাকতে পারবো না। তবে যাই হোক আপনার কাজ শেষ করে আবারও আমাদের মাঝে ফিরে আসুন এবং সুস্থভাবে ফিরে আসুন এই প্রত্যাশাই করি দাদা।

মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনি ভালোভাবে বিদেশ থেকে ফিরে আসেন। যদিও আপনি না থাকাতে আমরা সবাই সাময়িক সময়ের জন্য অভিভাবক শূন্য হয়ে যাবো, তারপরও আশা করি এডমিন মডারেটরগণ বিষয়টি কিছুটা সামলে নিবেন।

দাদা কিছুদিন তোমার অনুপস্থিতিতে আমাদের কি কি অসুবিধা হতে পারে তাও তুমি এত গভীর ভাবে ভেবে আমাদের সামনে উল্লেখ করেছো, এটা দেখে বেশ ভালো লাগলো। তুমি আমাদের সবার কথা এত ভাবো সেটাই আমাদের অনেক বড় পাওয়া। আমরা সবাই সবসময় তোমার কাছে কৃতজ্ঞত দাদা। দেশের বাইরের কিছু দিনের ভ্রমণ সফলভাবে কাটিয়ে আবার বাড়িতে ফিরে আসো এই শুভকামনা রইল।

আমরা আশাবাদী আপনার অনুপস্থিতিতেও আমরা কমিউনিটির কাজ গুলো সঠিক ভাবে পরিচালনা করতে পারবো ভাই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ভাই।

আসলে দাদা ছাড়া আমাদের সামনের হ্যাং আউট কেমন জমবে তা ভাবছি। তবুও দোয়া করি দাদার এই ভ্রমন শুভ ও সুন্দর হউক।

দাদা আমার জায়গা থেকে আমি নিশ্চিন্তে বলতে পারি কোনো সমস্যা হবে না ,আপনি আপনার কাজ শেষ করে যথারীতি ফিরে আসুন ,আর আমরা আমাদের দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করবো ইনশাআল্লাহ।

a

  ·  2 years ago Reveal Comment