বন্ধন (Bond)

in hive-129948 •  3 years ago  (edited)


This art was original created by me. আর্টটির নাম : মন খারাপের বেলা


আমার নিজের লেখা একটি ছোট্ট বাংলা কবিতা

"বন্ধন"


অধরে অধর, নয়নে নয়ন,
হৃদয়ে হৃদয় ।
আজ বন্ধন হলো অটুট ।

চিরজীবনের তরে তুমি হলে আমার,
তবে আমি কি হতে পেরেছি তোমার ?

প্রথম দর্শনের আগেই এ হৃদয়
করেছি অর্পণ তোমা পরে ।

আমার ইচ্ছে-অনিচ্ছে, জীবন-মৃত্যু
এখন সবই তুমি ।

তুমি ছাড়া আমার হৃদয় জুড়ে
আর নেইতো কারো নাম ।

ভালোবাসি তোমায়
শুধু একটাই অনুরোধ,

"ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।"


The above art was first publised in my personal blog in steemit from @royalmacro profile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার কবিতা।প্রত্যেকটা লাইনের মধ্যে অনবদ্য ভালোবাসার কথা ফুটিয়ে তোলা হয়েছে।আর মানুষের জীবনের একমাত্র শক্তি এই ভালোবাসা ও বিশ্বাস।যার দ্বারা সব কিছুই জয় করা সম্ভব।কবিতাটি ছোট কিন্তু এর অর্থ সমগ্র জীবনের সঙ্গে মিশে রয়েছে।তবুও এই ভালোবাসার অটুট বন্ধনের মাঝেও কবির মনে যেন কোথাও একটা প্রশ্ন রয়েই যায়।যার উত্তর শুধু অধরাই রইয়ে যায়।সমগ্র হৃদয় জুড়ে একজনেরই নাম লেখা সেটি শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য।যার জন্য কবির আশা-আকাঙ্ক্ষা, ইচ্ছা-অনিচ্ছা ,জীবন-মরণ সবকিছুই বিসর্জন দিতে প্রস্তুত।শুধু কবির হৃদয়ে অন্তিম ইচ্ছে হয়ে রইয়ে যায় ভালোবাসার মানুষ যেন কখনো তাঁকে ভুলে না যান।এটাই শেষ বাণী কবির হৃদয়ের।অসম্ভব সুন্দর লিখেছেন কবিতাটি দাদা।ধন্যবাদ আপনাকে।

Thank You for sharing...

আমি কবিতা লিখতে এবং শব্দের সংমিশ্রণে ভাল নই, তবে আমি নিশ্চিত যে আমি এই কবিতাটি পছন্দ করি।

একটি দম্পতির সাথে বন্ধনে, এর ভিত্তি শুরু হয় একে অপরের প্রতি বিশ্বাসের উপর, বিশ্বাস ছাড়া বন্ধন প্রতিষ্ঠিত হতে পারে না।

Thank You for sharing Your insights...

বাহ্ কি সুন্দর লেখনি।অল্পের মধ্যে অনেক সুন্দর লিখেছেন। আজকে সুন্দর সুন্দর রোমান্টিক কিছু লেখনি পড়তে পারলাম। দিদি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন তার সাথে আপনিও। খুব ভালো লেগেছে আমার কাছে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা। ❤️❤️

অনেক সুন্দর লিখেছেন দাদা প্রতিটি কথাই চমৎকার লেগেছে। আপনার লেখনিতে ভালোবাসার স্ফুরণ ঘটেছে। যেটা ভালো ভাবে উপলব্ধি করতে পেরেছি। আমার কাছে খুবই ভালো লাগলো রিদয় ছুয়ে গেছে।

দাদা অসম্ভব সুন্দর লিখতে পারেন দেখছি ।আপনার লেখনীতে খুবই ভালো লেগেছে ।অল্পের মধ্যে অসাধারণ কিছু লিখেছেন ।অনেক রোমান্টিকতার ছোঁয়া ঘটেছে। আপনার লেখনীর মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে হৃদয়ের বিজড়িত কিছু লেখোনি দেখলে খুবই ভালো লাগে ।

তুমি ছাড়া আমার হৃদয় জুড়ে
আর নেইতো কারো নাম ।

কোন মানুষ যদি অন্তর থেকে কাউকে পাবার আশার ভালো ভাসে। তখন শুধু চারিদিকে তারই প্রতিচ্ছবি দেখতে পায়।
আবার হারাবার ভয় ও থাকে অন্তরে।।

কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে।।

বাহ দারুন একটি কবিতা লিখেছেন দাদা। সত্যিই আপনার কবিতাটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, আপনার কবিতার মাধ্যমে আপনি একজন প্রেমিকের মনের কথাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। একজন প্রেমিক কিন্তু এটাই চায় যে, তার প্রিয় তমা সবসময় তার সাথে থাকুক। যত দুঃখ কষ্ট যন্ত্রণা ই হোক না কেন তারা তার প্রিয় তমা কে কখনোই ছেড়ে যেতে বা ছেড়ে দিতে চায় না। অসম্ভব সুন্দর একটি কবিতা আমাদের সকলের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম চমৎকার কবিতা আশা করব, শুভকামনা রইল দাদা🥳🥳

Thank You for sharing Your insights...

অসাধারণ কবিতা লিখেছেন দাদা। আসলে এরকম কবিতা দেখলে মনের মধ্যে রোমাঞ্চকর অনুভূতি কাজ করে। প্রেমে পড়তে ইচ্ছা করে বারবার। কিন্তু কার উপরে প্রেমে পড়বো তাতো খুঁজেই পাই না।

তুমি ছাড়া আমার হৃদয় জুড়ে
আর নেইতো কারো নাম ।

এই লাইনটায় গভীর একটি ভালোবাসা প্রকাশ পেয়েছে যা সত্যিই ভালো লাগে। আপনার আজকের এই কবিতায় গভীরতা মাপতে গেলে অনেক। আপনার কবিতার ছন্দ গুলো অনেক বেশি আকর্ষণ করে পাঠক পাঠিকাদের এই কারণেই আমরা আপনার কবিতার জন্যে এতোটা অপেক্ষা করি দাদা।

দাদা ছবিটা চমৎকার হয়েছে। আর আপনার কবিতার কথা কি বলবো । বরাবরই আপনি খুব ভালো কবিতা লেখেন। কবিতাটি ছোট হলেও খুব ভালো হয়েছে। ধন্যবাদ দাদা।

বন্ধনটা সত্যিই হৃদয়ের বন্ধন ♥️
আপনার কবিতায় একজন প্রমিক তার প্রেমিকাকে হৃদয় উজাড় করা আকুতি জানিয়ে প্রেম নিবেদন করছে। সত্যিই এখানে অসম্ভব গাঢ় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। ভালোবাসা সত্যি এমনই হয়।
ভীষণ ভালো লাগলো ♥️

দাদা আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি বন্ধন নিয়ে সত্যিই খুবই সুন্দর ভাবে কবিতাটির মাধ্যমে প্রকাশ করেছেন। আসলে বন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বন্ধন ছেড়ে যাওয়া খুবই কষ্টকর। আর এই বন্ধন ছেড়ে যাওয়ার মূল কারণ হলো ভুল বোঝা। ভুল বুঝে কখনো বন্ধন ছেড়ে যাওয়া ঠিক না।

বন্ধন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। বন্ধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ চিরকাল বেঁচে থাকে। ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই ভালোবাসা আবদ্ধ হয়ে বন্ধনে চিরকাল বেঁচে থাকতে যায়। ভালোবাসা একদিন দুই দিনের জন্য নয় ভালোবাসা রয়ে যায় যুগ যুগ এর জন্য। আপনি খুবই সুন্দর ভাবে বন্ধন কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভালোবাসার বন্ধন হৃদয়ের বন্ধন, মনের বন্ধন। এই বন্ধন কখনোই ভেঙে যায় না। আর এই বন্ধন যখন ভেঙে যায় তখন সে মানুষটার মধ্যে আর মানুষত্ব থাকে না। ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা রয়েছে। আর এই ভালোবাসা প্রতিটা মানুষের জীবনকে সুখী করে তোলে। তাই ভালোবাসার জন্য বন্ধন হতে হবে অটল। বন্ধন কখনো ছেড়ে যাওয়া যাবে না। একমাত্র ভুল বোঝার কারণে বন্ধ নষ্ট হয়ে যায়। আর এই ভুল বোঝা থেকেই ভালোবাসার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। যা প্রতিটা মানুষের হৃদয়ের ক্ষত বিক্ষত করে। তাই ভুল না বুঝে চিরকাল পাশে থেকে একই বন্ধনে আবদ্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ।

Thank You for sharing Your insights...

প্রেম-ভালোবাসা প্রতিটা মানুষের জীবনে আসে আর এই প্রেম ভালবাসার প্রতি মানুষের শ্রদ্ধাশীল হওয়া উচিত। মানুষ তার প্রিয় মানুষটার জন্য সবকিছু বিলিয়ে দেয়। ভালবাসার তরে সব জায়গাতে শুধু তাকেই খুজে পায়। সব সময় তার কথা মনে পরে। জীবনের হাসি, সুখ সবকিছু তাঁরই জন্য। আর এই ভালোবাসার মানুষকে চিরকাল বন্ধন এর মাধ্যমে আটকে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধন ছিন্ন হলে ভালোবাসার মর্যাদা থাকে না। বন্ধন নিয়ে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। আমার খুবি ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

খুব দারুন ভালোবাসার কবিতা লিখেছেন দাদা।

প্রিয় মানুষ টা যখন নিজের হয় তার চোখে নিজের সমস্ত স্বপ্ন ইচ্ছা ফুটে ওঠে তার রাগ ভাঙানোর মধ্যেও একটা আনন্দ থাকে।

নিজের ভালো লাগা খারাপ লাগা তখন সব কিছুই সেই প্রিয় মানুষ টার উপর নির্ভর।কবিতাটির মধ্যে অনেক সুন্দর অনুভুতি লুকিয়ে রয়েয়েছে।💖💖💖

আসলেই আপনি সকল দক্ষতার অধিকারী দাদা আমার খুবই ভালো লাগে আপনি অনেক সুন্দর সুন্দর অংকন করে থাকেন। এই মেয়েটা অনেক সুন্দর একটি ডিজিটাল অঙ্কন করেছেন দক্ষতার সহিত এবং মন খারাপের বেলা।আসলে একটা মানুষের সাথে প্রথম কথা বললে কিছুই তার সাথে কোন বন্ধন তৈরি হয় না। একটা সময় জীবন মৃত্যুর মতো পরিস্থিতি তৈরি হয়। তাকে ছাড়া বাঁচবো না।আসলেই প্রিয় মানুষ হারানোর যে কষ্টটা আসলে এটি মুখে বলে প্রকাশ করা যায় না।ভালোবাসায় ভুল বোঝাবুঝি এ্টাই বেশী হয়

ভালোবাসি তোমায়
শুধু একটাই অনুরোধ,

"ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।"

দাদা আজকে আপনি রোমান্টিক একটি কবিতা শেয়ার করেছেন। পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর সহজে বোঝার মতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আপনার এই বন্ধন কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  ·  3 years ago (edited)

ওয়াও দাদা অসাধারণ হয়েছে আপনার কবিতা আমার অনেক ভালো লেগেছে, সত্যি দাদা প্রতিদিন আপনি আমাদেরকে নিত্য নতুন কবিতা উপহার দিচ্ছেন তাই দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দাদা আপনার প্রত্যেকটা কবিতাই মাধুর্যের ভরা। প্রত্যেকটা লাইনে কিছু না কিছু বুঝার বিষয় রয়েছে।

"ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।"

এই দুটো লাইন অনেক বেশি ভালো লেগেছে। এত ব্যস্ততার মধ্যেও আপনি এত সুন্দর ভাবে কবিতা গুলো ভেবে ভেবে ছন্দ মিলিয়ে লিখেন। জেনো সবকিছুর ঊর্ধ্বে কথাগুলো। এই কবিতাতে অনেকভাবে ভালোবাসার কথা তুলে ধরেছেন।

good work realy

good work realy

"ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।"

আবেগে হোক কিংবা ভালোবাসায় হোক, প্রতিটি পুরুষই এই কামনাটা করে সর্বদা, কারন ভালোবাসা কোন নিছক খেলা না, ভালোবাসা প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করে না, শুধু পাগলের মতো একজনের পাশে থাকার উপস্থিতি কামনা করা।

ড্রয়িং নিয়ে কি আর বলবো, কারন আপনার নিখুঁত দক্ষতার ব্যাপারে কোন কিছুর বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু কথা হলো মন খারাপের দিনেও কারো চেহারা এতোটা আকর্ষনীয় হয়ে উঠতে পারে কেমনে, এটা নিয়ে চিন্তা করছি হে হে হে। ধন্যবাদ

Thank You for sharing Your insights...

দাদা প্রার্থনা করি কেও যেন আপনাকে ভুল না বোঝে। আর আমরা আপনাকে কখনই ভুলবোনা। দারুন একটি রোমান্টিক কবিতার জন্য ধন্যবাদ

ছোট হলেও কবিতাটি খুবই চমৎকার হয়েছে দাদা। প্রতিটি লাইন খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে আপনি লিখেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কবিতাটি। আপনি প্রতিনিয়তই আমাদেরকে খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে থাকেন দাদা আজকে তার ব্যতিক্রম নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতাগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

দাদা আপনার কবিতা গুলো আমার বরাবরই খুব ভালো লাগে। প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। খুব আবেগ মিশিয়ে লিখেন আপনি। অসাধারণ কবিতা।

চিরজীবনের জন্য আমি হলাম তোমার, তুমি কি করতে পারো আমার, এই লাইনটি আমার খুবই ভালো লেগেছে দাদা। আপনি খুবই সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে, আপনার কবিতার মাধ্যমে সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করেছেন। ভালোবাসার বন্দন আসলেই খুবই গুরুত্বপূর্ণ। বন্ধন ছাড়া ভালোবাসা সারাজীবন টিকে থাকতে পারে না। আর এই বন্ধন নষ্ট হয়ে যায় ভুল বোঝার কারণে, তাই ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে এই ভুল বুঝে দূরে চলে যাওয়া ঠিক নয়। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে এই কবিতাটি প্রকাশ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা 🌺💖🌺

কবিতাটি অতি চমৎকার।
কবিতাটি একজন বর এবং কনেকে নিয়ে লেখা হয়েছে।

বর বধূ কে বলেছে, তুমি সম্পূর্ণ আমার। কিন্তু আমি কি তোমার হতে পেরেছি??

এখানে আসলে ভালোবাসা স্বামী-স্ত্রীর মধ্যে কতটুকু সেটা প্রকাশ পেয়েছে।

অসাধারণ কবিতা টি ছিল যা সত্যিই হৃদয় কে প্রশান্তিময় করে প্রতিনিয়ত।

কবিতাটি অনেক ছোট হলেও এর সারমর্ম আকাশচুম্বী। অসাধারণ লিখেছেন দাদা

দাদা আর্ট টি খুবই সুন্দর লাগছে। মেয়েটির মধ্যে বিষন্নতার চাপ রয়েছে। আর্ট এর প্রশংশা অতুলনীয়।
আর কবিতাটির মধ্যে প্রত্যেকটা লাইল গভীর ভাবে পর্যাবেক্ষন করলে কত কিছুই বুঝার আছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এতো সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য 🙂🙂

তুমি ছাড়া আমার হৃদয় জুড়ে
আর নেইতো কারো নাম ।

দাদা, দারুন একটি রোমান্টিক কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আবেগে হোক কিংবা ভালোবাসার জন্যই হোক প্রতিটি মানুষ তার প্রিয়জনের কাছ থেকে এটাই কামনা করে। দাদা আমি আশীর্বাদ করি আপনার ভালবাসার বন্ধন চির জীবন অটুট থাকুক।
আর আপনার ড্রয়িংটা অসাধারণ সুন্দর হয়েছে। আপনার ড্রইং এর কোন তুলনা নেই। এক কথায়, দাদা আপনি নিজেই অতুলনীয় প্রতিভার অধিকারী। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগামী দিনে আপনার চলার পথ আরো সহজ এবং সুন্দর হোক এই কামনাই করি।

চিরজীবনের তরে তুমি হলে আমার,
তবে আমি কি হতে পেরেছি তোমার ?

এই দুনিয়াতে সবচেয়ে বড় কঠিন কাজ 'মানুষের মন চেনা এবং মন পাওয়া',তাই ভালোবাসার মানুষের কাছে যখন একটি প্রেমিক তার মনকে বিসর্জন দেয় তখন মনের মধ্যে ভয় সঞ্চিত হয় সে কি আমার থাকবে? মনের মধ্যে একাকী বলতে থাকে 'জীবন তোমার হাতে তুলে দিয়েছি, তোমার পানে; তোমার পানে চেয়ে রয়েছি।আশাকরি তুমিও থাকবে আমার পানে আমার হয়ে' তার পরেও কোথাও জানি একটি সংশয় বা ভয় কাজ করে। সেটা হচ্ছে, 'সে আমাকে ছেড়ে চলে যাবে নাতো?' তবে সত্যি কারের ভালোবাসা প্রেমিক প্রেমিকার মধ্যে অটুট বন্ধন বজায় রাখে। কোন বাধা-বিপত্তি এসে দুজনার বন্ধনকে ছিড়তে পারে না। তার নামই প্রেম,তার নামে বন্ধন, তার নামই ভালোবাসা।

সবশেষে বলবো, দাদা আপনার কবিতাটি হৃদয় ছুয়ে যাওয়ার মত ভালোবাসার বন্ধন কবিতা। যা আমার মনকে প্রভাবিত করেছে ভালোবাসার অন্যরকম একটি অনুভূতি সঞ্চার করেছে।

এত সুন্দর কবিতা রচনা করার জন্য আপনাকে জানাই আন্তরিক ভাবে অভিনন্দন এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভকামনা।

আমি আগে কখনো কবিতা পড়িনি। কবিতা পড়তে ভাল লাগে না। কারণ আমি কবিতা বুঝি না। কিন্তু দাদা আপনার কবিতা গুলো খুব সুন্দর হয়। পড়তে অনেক ভালো লাগে। এবং অর্থগুলোও সহজ হয় বুঝতে সুবিধা হয়। আজকের কবিতাটিও খুব সুন্দর হয়েছে। আমার জীবনের সঙ্গে আপনার কবিতাটাও একদম মিলে গিয়েছে।

দাদা প্রথমেই আমি আপনার আর্টের প্রশংসা করতে চাই ।এত সুন্দর ভাবে একটি মেয়ের স্কেচ আপনি আর্ট করেছেন যা দেখে বোঝার উপায় নেই যে এটি কোন পেন্সিলে আঁকা ।দারুন নিপুণতার পরিচয় দিয়েছেন আপনি। আপনার সৃষ্টিশীলতা চেন উজাড় করে দিয়েছেন এই আর্ট এর প্রতি। আমি একজন আর্ট প্রেমিক হিসেবে প্রথম এটাই ভাবতে পারি। এরপর আসি আপনার ছোট্ট একটি কবিতায়। যে কবিতাটির প্রতি লাইনে লিপিবদ্ধ আছে একজন প্রেমিক হৃদয়ের আকুতি। যে কিনে তার প্রিয়তম ভালোবাসা পেতে নিজেকে তার কাছে উজাড় করে দিয়েছে। বিশ্বাস-অবিশ্বাসের খেলায় সে তার প্রেমিকাকে প্রতিশ্রুতি দিয়েছে কারণে-অকারণে যেন আমাকে কখনো ভুল বুঝনা ,আমাকে যেন ভুলে যেয়ো না। সত্যি দাদা আপনি এত সুন্দর ভাবে সবকিছু করেছেন যাতে আমি মুগ্ধ হয়েছি। আপনার লেখার মধ্যে আপনার কোমল হৃদয়ের ছোঁয়া বোঝা যায়। এত সুন্দর ভাবে একটি আর্ট এবং কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank You for sharing...

অধরে অধর, নয়নে নয়ন,
হৃদয়ে হৃদয় ।
আজ বন্ধন হলো অটুট ।

কবিতার শুরুটা অসাধারণ হয়েছে দাদা। দাদা আপনি আজ দারুণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ। কবিতার মাঝে অনেক বেশি ভালোবাসা ও রোমান্টিকতা মিশে রয়েছে। আপনার কবিতা পড়েই বোঝা যাচ্ছে আজ আপনি বেশ রোমান্টিক মুডে রয়েছেন। আপনি খুব সুন্দর করে আপনার কবিতার মাঝে অসংখ্য ভালবাসা ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে। এছাড়া আপনি কবিতার পাশাপাশি দারুন একটি আর্ট শেয়ার করেছেন। আপনার আর্টের দক্ষতা দেখে সত্যিই আমি মুগ্ধ। আপনার কবিতাটি যেমন সুন্দর হয়েছে তেমনি আপনার আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দাদা আপনার আর্টটির সুন্দর একটি নাম দিয়েছেন মন খারাপের বেলা। নামের পাশাপাশি আপনার আর্টটির অনেক মিল রয়েছে। আপনি খুব সুন্দর করে এই আর্টটি করেছেন এবং একটি সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। সব মিলিয়ে অসাধারণ হয়েছে দাদা। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দারুন একটি আর্ট এবং সেইসাথে অসাধারণ একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য। আপনার প্রিয় মানুষটির সাথে আপনার সারা জীবনের পথ চলা আরো সুন্দর হোক এই কামনাই করি।

এককথায় অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা। কবিতার প্রতিটা লাইনে লাইনে মিশে রয়েছে অনেক ভালোবাসা এবং আক্ষেপ।

চিরজীবনের তরে তুমি হলে আমার,

তবে আমি কি হতে পেরেছি তোমার ?

এই দুইটা লাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং এই দুটি লাইনের গভীরতা অনেক। এই দুটি লাইনের মধ্যে দিয়ে প্রশ্ন রেখে গেছেন আপনি।

কবিতা তো নয় যেন জীবন্ত একটা গল্প দাঁড় করিয়ে দিয়েছেন চোখের সামনে, দাদা। আপনার কবিতা পড়ে আমি চলে গিয়েছিলাম আমার জীবনের সেই অধ্যায় যেখানে আমি নির্বাচন করেছিলাম জীবনসঙ্গীকে। যাকে প্রথম দেখায় নিজেকে সোপর্দ করেছিলাম তারা হাতে।

চিরজীবনের তরে তুমি হলে আমার,
তবে আমি কি হতে পেরেছি তোমার ?
প্রথম দর্শনের আগেই এ হৃদয়
করেছি অর্পণ তোমা পরে ।

আমাদের সমাজের হিন্দু ধর্মের মধ্যে একটা প্রচলিত কথা আছে, জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। দাদা আপনার কবিতা পড়ে মাথায় গিজগিজ করছে। কি দেখে কি লিখি মাথায় কিছু আসছে না দাদা। মনে হচ্ছে জীবনের পুরো গল্পটা আমি এখানে রেখে দেই,হাহাআআ।

"ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।"

দাদা আপনার লেখা কবিতাটির প্রতিটি লাইন আমার হৃদয়কে স্পর্শ করে গেছে। আপনি দারুণভাবে আপনার ভালোবাসার কথাগুলো আপনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার লেখা কবিতার শেষের লাইন দুটো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কোন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি সম্পর্ককে নষ্ট করে দেয়। তাই প্রিয় মানুষটিকে ভালোভাবে বুঝতে হবে। তার কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হবে। যেকোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির পাশে দাঁড়াতে হবে। আপনি যাকে উদ্দেশ্য করে দারুন একটি কবিতা লিখেছেন আমার মনে হয় সে অবশ্যই আপনার সব বিপদে আপনার পাশে দাঁড়াবে। একটা কথা একদমই ঠিক ভালোবাসার মানুষকে কখনো ভুল বুঝা যায় না। হয়তো কোন ভুল বোঝাবুঝি তৈরি হলে সেটা শুধুমাত্র ক্ষণিকের। সেটা শুধুমাত্র অভিমান। ভুল বুঝা ও অভিমান এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একটি সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। সম্পর্কের মাঝে যদি বিশ্বাস না থাকে তাহলে কখনোই ভালোবাসা গড়ে উঠতে পারে না। কারণ বিশ্বাসকে কেন্দ্র করে ভালবাসার জন্ম। এভাবেই বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে ভালোবাসার মানুষের সাথে জীবনের পথ চলা অনেক সুন্দর হোক এই কামনাই করি সব সময়। দাদা আপনার অঙ্কিত চিত্রটি অসাধারণ হয়েছে । মন খারাপের বেলা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার আর্ট টি অসাধারণ হয়েছে দাদা। কত গুণ যে আর মধ্যে আর দেখবো। সব মিলিয়ে অসাধারণ ছিল। আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। বরাবরের মতই আপনি যে নিত্যনতুন কবিতা আমাদের মাঝে শেয়ার করেন সবগুলো আসলে অসাধারণ হয়।
সুন্দর সুন্দর আমাদের মাঝে সব কিছু উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা এবং ভালোবাসা রইলো।

দাদা আমিও প্রথমে আপনার ডিজিটাল আর্ট সম্পর্কে বলি অসাধারণ ছিলো আর্টটি খুব নিখুঁত ভাবে করে এই আর্টটি৷ এবার কবিতার কথা বলি, একজন প্রেমিক তার প্রেমিকাকে কথাগুলো বুঝিয়েছে, আসলে সেই প্রেমিক তার প্রেমিকার হতে পেরেছে, প্রেমিকা ছাড়া প্রেমিক এর জীবন বৃথা। জাস্ট অসাধারণছিলো লাইনগুলা 💓💓💓

অসাধারণ দাদা। সত্যিই ভাষা খুঁজে পাচ্ছিনা কবিতাটির প্রশংসা করার। প্রত্যেকটি লাইন মন ছুঁয়ে গেছে।বন্ধন সত্যিই এটা দুটি মানুষের মধ্যে এক অন্যরকম সম্পর্কের সৃষ্টি করে।বন্ধন কথাটির অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন এই ছোট্ট কবিতার মাধ্যমে। সত্যি চমৎকার লেগেছে দাদা। অনেক ধন্যবাদ দাদা প্রত্যেকবার এত সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য দাদা।

ওয়াও অসাধারণ কবিতা লিখেছেন দাদা ।খুবই ভালো লেগেছে আপনার লেখা কবিতাটি। ছোট্ট কবিতাটি হলেও কবিতাটি খুবই তাৎপর্যপূর্ণ।ভালোবাসায় ভরপুর কবিতা টি। কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে ।তার মধ্য থেকে দুটি লাইন বেশি ভালো লেগেছে।

চিরজীবনের তরে তুমি হলে আমার,
তবে আমি কি হতে পেরেছি তোমার ?

দাদা আপনি মেয়েটির যে আর্টটি করেছেন
সেটি খুবই সুন্দর হয়েছে।সুন্দর বললে ভুল হবে অসাধারণ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভালোবাসা মানেই একটা অটুট বন্ধন।দুইটা মানুষের মিল বন্ধনের মাধ্যমে তৈরি হয় একটা ভালোবাসা। আর আজীবন টিকে রাখতেও দরকার দুইটা মানুষের মিল বন্ধন।কারন একটা কথা একে অপরের প্রতি ভালোবাসা মিল নাহ থাকলে একটা সম্পর্কে শেষ জীবন পর্যায়ে নিয়ে যাও অনেক কষ্ট সাধ্য হয়ে পরে। সবার ভালবসা সারাজিবন বেঁচে থাকুক এই কামনা করি। আর দাদা অল্প কথায় অনেক কিছু লিখেছেন।প্রতিটা লাইন এর তাৎপর্য রয়েছে।যা অসাধারণ।

অসাধারণ কবিতা লিখেছেন। আমি শুধু এটা ভাবতেছি, আপনি যদি এই কবিতাটি আমাদের discord এ পাঠ করে শুনাতেন অনেক ভালো লাগতো। আপনার মুখে কবিতাটি শুনতে।
দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

দাদা আপনার কবিতা বরাবর এর মতো লাজবাব হয় ।এবারও তার ব্যতিক্রম হয়নি ।বন্ধন যেখানে অটুট থাকে সেখানে কোন বাধাই সে বন্ধন ভাঙ্গতে পারে না ।যখন বন্ধন শক্ত পাকা পোক্ত হয় তখন ভুল বোজা বুজিও সে বন্ধন বিচ্ছেদ করাতে পারেনা এতে আরও মজবুতে আকার ধারন করে ।খুব সুন্দর চরন গুলি কি যেন গোপন কিছু বলতে চায় ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ।

আমাদের প্রিয় দাদা 😍
আপনার লিখা বন্ধন কবিতা দারুণ হয়েছে দাদা।
এই কবিতায় ভালোবাসার মানুষটিকে নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন দাদা।

ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।"

দাদা আপনার কবিতার এই জায়গাটি আমার খুব ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ দাদা আমাদের এতো সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক দুআ করি।

দাদা আপনার কবিতাগুলো পড়লে শুধু পড়তে ইচ্ছা করে।আমি কবিতা খুব একটা ভালো বুঝিনা তারপরেও আপনার কবিতাগুলো সহজ মনে হয় আমার কাছে। পড়ে কিছু একটা লিখতে ইচ্ছা করে কিন্তু তেমন করে কিছু লিখতে পারিনা তারপরও কিছু লিখলাম কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে।

চিরজীবনের তরে তুমি হলে আমার,
তবে আমি কি হতে পেরেছি তোমার ?

এই লাইন দুটো অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা আপনার কোনো তুলনা হয়না। আপনি এমন একজন মানুষ যায় দক্ষতার কোনো শেষ নেই।আপনার হাতের অংকন আর আপনার লিখা কবিতা সবসময় মন ছুয়ে যাই।

কবিতাটি এতোটা অসাধারণ হয়েছে যে বলে বুঝাতে পারবনা, এই কবিতাই আপনি অনেক গভির ভালবাসার কথা উল্লেখ করেছেন। যেটা আমার কাছে অসাধারণ লেগেছে।

ভাই আপনার লেখালেখির অসাধারণ প্রতিভা আছে। আমি আপনার কাজের একজন বড় ভক্ত। এত অল্প সময়ের মধ্যে তার কাজের মান চমকপ্রদ। আলোচনায় একটু রোমান্স ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে যা বলতে হবে তার একটি বিশাল ভক্ত। হৃদয়ের সাথে সম্পর্কিত কিছু লেখা খুব মজার।

দাদা আপনি অসাধারণ একটি আর্ট করেছেন, কিন্তু আর্টটির নাম দেখে মনটা খারাপ হয়ে গেল " মন খারাপের বেলা।"

আর কবিতার কথা কি বলব, আপনারা কবিতা তো সবসময়ই মন ছুঁয়ে যায়।কবিতাটির মাঝে অনেক গভীর ভালোবাসা খুঁজে পেলাম।যাকে এত ভালোবাসা যায় সে কেমন করে পারবে ভুলে যেতে?কেমন করে ভুল বুঝবে?

Loading...

আপনার আজকের কবিতাটি বউদিকে ডেডিকেটেড করে সেটা পড়ে বুঝতে পারলাম। বউদিকে আপনও অনেক ভালোবাসেন।আপনাদের মতো ভালো মানুষরা একসাথে দীর্ঘদিন বেঁচে থাকুন,এই কামনাই করি। শুভ এনিভারসারি।

আমার ইচ্ছে-অনিচ্ছে, জীবন-মৃত্যু
এখন সবই তুমি ।

বিনা সুতার চিরসত্য গাথা হৃদয়ের মালাটি সুতার চেয়েও অটুট। যা কয়েকটি বাক্যের রুপ মাত্র। এটা কখনো টুটে গেলে বুঝতে হবে, এটা বিনা সুতার ছিলনা। আসলে ছিল ওটা সুতা দিয়ে গাথা।
অল্প কথায় এমন ভাবাদর্শন ফুটে তোলার কৌশলটা ছিল, পাহাড় সম ওজনের। সব তারই দানের প্রকাশ.....

প্রথমে বলতে চাই আর্টের কথা এককথায় বলতে গেলে অসাধারণ হয়েছে। আর কবিতাটিতে খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় আপনি বুঝিয়ে দিয়েছেন ।কবিতা আসলে আমি ভাল বুঝি না কিন্তু আপনার কবিতা পড়ে সহজেই বুঝতে তে পারি । একটু সুন্দর করে মনের ভাব প্রকাশ করেন। কবিতাটিতে সম্ভবত একটি ছেলে, একটি মেয়েকে তার মনের অবস্থা বুঝাতে চাইছে। মেয়েটার প্রতি তাঁর যে অনুভূতি সেটা ব্যক্ত করছে।

ভালোবাসি তোমায়
শুধু একটাই অনুরোধ,

"ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।"
এই লাইনটা এতে সে বোঝাতে চাইছে যে ভুল বুঝে যেন তার মনের মানুষ তাকে ছেড়ে দূরে চলে না যায়। এই লাইনটা সবথেকে ভালো লেগেছে ।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা এবং আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ভালোবাসি তোমায়
শুধু একটাই অনুরোধ,

ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।

ভাই যথার্থ। শুভেচ্ছা রইল ভাই ।

বাহ্ দাদা অনেক চমৎকার হয়েছে আপনার কবিতাটি। পড়ে খুবই ভালো লাগলো, আর বন্ধন জিনিসটা কি না পড়লে বুঝতে পারতাম না। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ দাদা আপনাকে।

খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন দাদা। এমন কবিতা পড়তে খুব ভালো লাগে৷ আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। ছোট ছোট কবিতাগুলো ভিষণ ভালো লাগে। আর উপরের ছবিটিও খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দাদা,এত সুন্দর কবিতা লিখার জন্য।

দাদা আর্টটি বেশ দারুণ ভাবে করছেন।দেখতে বেশ সুন্দর লাগছে।তার সাথে কবিতাটি বেশ চমৎকার লিখছেন।আপনার কবিতাটির মাধ্যেমে অফুরন্ত ভালোবাসে তুলে ধরছেন।আসলে একটি মানুষকে কতটুকু ভালোবাসলে, এই রকমের কবিতার আবৃতি হয়ে আসে মনে।অনেক ধন্যবাদ দাদা।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

দাদা আপনার লেখা "বন্ধন"কবিতাটি পড়ে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার শুদ্ধতা ফুটে উঠেছে। দাদা আপনি একজন প্রকৃত প্রেমিক এর মত কবিতার প্রতিটি লাইন ফুটিয়ে তুলেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে কবিতাটি। শুভকামনা রইল আপনার জন্য।

"ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।"

আপনার পুরো কবিতাটি অসাধারণ অর্থ বহন করছে তবে উপরের দুটি লাইন আমার নজর কেড়েছে।আপনি এমন একজন মানুষ আপনাকে ভুল বুঝতে পারবে না কখনো কেউ আর বিশেষ করে বৌদি তো কখনোই না।

শুধু একটাই অনুরোধ,

"ভুল বুঝো না ,
ভুলে যেও না আমায় ।

অল্প কথায় ভালবাসার গভীরতা কেন এত চমৎকার ভাবে ফুটিয়ে তোলা যায় যেটা এই কবিতা না পড়লে আসলে বুঝা যাবে না। খুব অল্প কথায় ভালবাসার গভীরতা কে ফুটিয়ে তুলেছেন এবং ভালোবাসার কথা প্রকাশ করার জন্য আমি মনে করে যথেষ্ট এই কবিতাটি।

ওয়াও! অসাধারন দাদা। কবিতাটি এক কথায় চমৎকার হয়েছে। কবিতাটি ছোট হলেও এর অর্থ সমগ্র জীবনের সাথে সম্পর্কিত। বিশ্বাসের মাধ্যমেই একটি বন্ধন অটুট থাকে আজীবন। মৃত্যু ছাড়া এই বন্ধন কেউ ভাঙতে পারেনা। দোয়া করি দাদা আপনার ও বৌদির বন্ধন অটুট থাকুক আজীবন।

nice post
i am newer plz follow and vote me this is my steemit link
https://steemit.com/@muniayesmin

শান্ত, এটি একটি রোমান্টিক বন্ধন কবিতা.
আমরা বন্ধন করতে পারি কিন্তু নিয়তি সেই বন্ধন ছিন্ন করতে পারে।
একটি ছোট এবং অর্থপূর্ণ কবিতা শেয়ার করার জন্য @rme আপনাকে ধন্যবাদ।

দাদা সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি ভালো রোমান্টিক ছিল। মানুষের মৃত্যু হলেও, ভালোবাসা থেকে যায় জন্ম-জন্মান্তর ধরে। তবে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। ভালোবাসা কিছুটা কম হলেও চলে, কিন্তু যে কোন রিলেশনশিপে বিশ্বাসের ঘাটতি থাকা যাবে না। শুভকামনা রইল আপনার জন্য।