পড়ুন পূর্বের এপিসোডগুলো : [এপিসোড ০১] [এপিসোড ০২] [এপিসোড ০৩] [এপিসোড ০৪] [এপিসোড ০৫] [এপিসোড ০৬] [এপিসোড ০৭] [এপিসোড ০৮] [এপিসোড ০৯] [এপিসোড ১০] [এপিসোড ১১] [এপিসোড ১২] [এপিসোড ১৩]
আজকের সংক্ষিপ্ত এনাউন্সমেন্টে জানাতে চাই যে আমার শখের "Crypto Inheritance Wallet Card" প্রজেক্ট এর দুটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে । প্রথমটি হলো বিগত এক মাসের সকল ফিচার আপডেট এবং বাগ ফিক্সিং এর সফল রিলিজ এবং লাইভে আনা । আর দ্বিতীয়টি হলো প্রজেক্টের একটি changelog পেজ ক্রিয়েট করে সেখানে সকল গুরুত্বপূর্ণ ফিচার এবং বাগ ফিক্সিং এর লগ রেকর্ড রাখা ।
Visit : https://tintin.in/
আপডেট ০১ :
গত এক মাস ধরে প্রতিদিন একটু একটু করে প্রজেক্টে অনেকগুলো ফিচার অ্যাড করেছি এবং সেই সাথে বেশ কিছু বাগ ফিক্সিংও করেছি । কিন্তু, সব কিছুই অফলাইনে রেখেছিলাম । আপডেট গুলো লাইভ রিলিজ করিনি । এখন যেহেতু পরশুদিন দু'সপ্তাহের জন্য দেশের বাইরে যাচ্ছি তাই সকল ফিচার আপডেটগুলো লাইভ রিলিজ করে দিলাম আজ দুপুরে । কি কি থাকছে এই নিউ আপডেটে তা নিচে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো -
Coin key generation : EasyCryptoএর মাধ্যমে SHA-256 Algorithm ইউজ করে BTC, LTC, DOGE, DASH এবং BCH এর প্রাইভেট কী জেনারেট করার পাশাপাশি Steem, Hive এবং Ether এরও সফল ইমপ্লিমেন্টেশন করা হয়েছে । এছাড়াও আরো বেশ কয়েকটি মেজর coin অ্যাড করা হয়েছে । এদের মধ্যে রয়েছে - TRON, Binance Coin (BNB), Bitcoin SV, Monero, Zcash, Arbitrum, Avalanche, Ripple (XRP), Lumens (XLM), Solana (SOL), Toncoin (TON) এবং Optimism ।
এছাড়াও Ethereum, Tron এবং Binance Coin (BNB) ব্লকচেইন এর কিছু স্মার্ট কন্ট্রাক্ট টোকেনও include করা হয়েছে । তাদের তালিকাটি নিম্নরূপ :
Tether USD(USDT), Shiba Inu(SHIB), USD Coin(USDC), Dai(DAI), True USD(TUSD), Uniswap(UNI), USDD(USDD), JUST Stablecoin(USDJ), BitTorrent(BTT), JUST(JST), SUN(SUN), APENFT(NFT), Binance USD(BUSD), Cardano(ADA), Pax Dollar(USDP), Basic Attention Token(BAT), Polkadot(DOT), Polygon(MATIC), Chainlink(LINK), OKB(OKB), Cosmos(ATOM), Filecoin(FIL), Maker(MKR), NEAR Protocol(NEAR), The Graph(GRT), Aave(AAVE) এবং Axie Infinity(AXS) ।
এ অব্দি সর্বমোট ৪০০ টি ক্রিপ্টো টোকেন এর প্রাইভেট কী জেনারেশন এর ফিচার অ্যাড করা হয়েছে ।
Master Password/Encryption Key Inheritance Backup : প্রজেক্টটি মূলত এনক্রিপশন এর উপরেই বেজ করে । তাই, এনক্রিপশন কী বা পাসওয়ার্ড-ই আসলে সব কিছু । ধরুন আপনি আপনার মাস্টার কী ইউজ করে আপনার যাবতীয় ক্রিপ্টো ওয়ালেট এনক্রিপ্ট করে সেগুলোর প্রিন্ট আউট ব্যাক রাখলেন । এ ক্ষেত্রে যতক্ষণ না আপনার মাস্টার কী আপনার উত্তরাধিকার যিনি থাকবেন তার সাথে শেয়ার না করবেন ততক্ষন অব্দি এটা আপনার অবর্তমানে recoverable হবে না । আবার আপনি যে মুহূর্তে আপনার মাস্টার পাসওয়ার্ড আপনার উত্তরাধিকারকে শেয়ার করবেন সেই মুহূর্ত হতে তিনিও আসলে আপনার যাবতীয় ক্রিপ্টো ওয়ালেট গুলোর মালিক বনে যাবেন । এবং আপনার বিনা অনুমতিতেই চাইলেই কিন্তু তিনি সকল ক্রিপ্টো ওয়ালেট এক্সেস করতে পারবেন । এই প্রব্লেমটা সল্ভ করা হয়েছে এই আপডেটে ।
Seed Switching Feature : ইতিপূর্বে seeds সিলেকশন এর ক্ষেত্রে কোনো অপশন ছিল না । ১৬২৬ টি ইংলিশ ওয়ার্ড এর একটা array সেট থেকে randomly ওয়ার্ড সিলেক্ট করে ১২ টি ওয়ার্ড এর একটা সীডস গঠিত হতো । এটা bip39 কমপ্যাটিবল সীড ওয়ার্ডস ছিল না । এই আপডেটে সীডস সুইচিং অপশনটা অ্যাড করা হয়েছে ।
মোট চার রকমের সীডস array dictionary অ্যাড করা হয়েছে -
০১. Default Seeds (পূর্বের ডিফল্ট অপশন)
০২. BIP-39 Seeds
০৩. Extended Seeds
০৪. Bangla Seeds
আপডেট ০২ :
Changelog পেজ ক্রিয়েশন এবং সকল গুরুত্বপূর্ণ আপডেট এর একটা রেকর্ড রাখা সেই পেজে। প্রতিনিয়ত এই প্রজেক্ট নানানরকম ফিচার অ্যাড এবং বাগ ফিক্সিং এর মধ্যে দিয়ে যাচ্ছে । তাই এসকল আপডেটের একটা লগ রাখা একান্ত জরুরি । এই কারণে একটি স্ট্যাটিক পেজে এই সকল নিউ ফিচার এবং বাগ ফিক্সিং এর রেকর্ড রাখার কাজ জাস্ট শুরু করলাম ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা আপনি এতো ব্যস্ততার মধ্যে থেকেও, এই প্রজেক্টে অনেক গুলো ফিচার এ্যাড করেছেন। নিউ আপডেট সম্পর্কে জেনে সত্যিই খুব ভালো লাগলো। আগামী পরশু দিন দু'সপ্তাহের জন্য বাংলাদেশে আসছেন, এটা জেনে খুবই খুশি হলাম। আশা করি আপনাদের এবারের ট্যুর বেশ উপভোগ করবেন। যাইহোক এই প্রজেক্টের ১৪ তম আপডেট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শত ব্যস্ততার মাঝেও আপনি এই প্রজেক্টে কাজ করে যাচ্ছেন, এটাই আসলে কাজের প্রতি ভালোবাসা প্রমাণ দাদা। আপনার যাত্রা শুভ হোক এই এই প্রত্যাশাই করছি। আগে ১৩ টি আপডেট আপনি শেয়ার করেছেন। এখন অব্দি প্রায় 400 ও কিপ্টোকারেন্সির সমস্ত প্রাইভেট কী জেনারেট করা সম্ভব এগুলো সম্পূর্ণভাবে ও সহজে মনে রাখা ও সম্ভব। আপনি সবসময় নিরাপত্তার বিষয়গুলো অনেকটাই গুরুত্ব দিয়েছেন তাই তো এরকম প্রজেক্ট আপনার কাছেই আশা করা যায়। আপনি এই প্রজেক্ট এর পিছনে অনেকটা সময় ব্যয় করেছেন দাদা এবং আপনার এই প্রজেক্ট এ কাজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আপনার সম্পূর্ণ লেখাটি পড়েছি। আপনি শত ব্যস্ততার মাঝেও এত সুন্দর একটা পোস্ট খুবই সুন্দর ভাবে লিখেছেন। আমিও এখন থেকে চেষ্টা করব আপনার মত সাজিয়ে গুছিয়ে লেখার জন্য। আপনার পোস্টটি পড়ে আমি অনুপ্রাণিত হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit