টুনকু-কে বাড়িতে নিয়ে এলুম

in hive-129948 •  last month 

IMG_20241018_145300.jpg


গতকাল দুপুরে টুনকু-কে হসপিটাল থেকে রিলিজ করলো । আমি আর আমার ভাই গিয়েছিলাম হসপিটালে টুনকু-কে আনতে । অবশ্য পরশুদিনই ডক্টর বলেছিলেন যে টুনকুর সব টেস্ট রিপোর্ট নরমাল তাই পরেরদিন রিলিজ করা হবে । গাড়িতে উঠে টুনকু প্রথমে ঘুমিয়ে পড়েছিল । এরপরে বৃষ্টি নামলে ঘুম ভেঙে উঠে সে কী কান্না । খিদে পেয়ে গিয়েছে তার ।

হসপিটাল থেকে আমাদের বাড়ি ২০ -২২ মিনিটের পথ মোটে, কিন্তু সেদিন প্রত্যেকটা সিগন্যালে গাড়ি থামার কারণে পৌঁছতে পৌঁছতে আমাদের ৪০-৪৫ মিনিট লেগে গেলো । বাড়ি পৌঁছেই দেখি স্বাগতা, আমার মা সহ বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে টুনকুর জন্য ।

টুনকুর গৃহপ্রবেশ উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । স্বাগতা খুব সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে । এছাড়াও ছোট্ট একটা কেকও এনেছিল । বরণকুলো দিয়ে, কপালে দইয়ের ফোঁটা কেটে, ধান-দূর্বা আর প্রদীপ জ্বেলে টুনকুকে আশীর্বাদ করে গৃহপ্রবেশ করানো হলো ।

IMG_20241018_145521.jpg

এরপরে টুনকুর সামনে টুনকুর দাদা টিনটিন বাবু কেক কাটলেন । সবাই হাততালি দিয়ে স্বাগত জানালো টুনকুকে । আর টুনকু তারস্বরে কেঁদে তার খিদের কথা আবারো জানান দিলো সবাইকে । দ্রুত টুনকুর ঘরে ঢুকে টুনকুর দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হলো ।

আর এভাবেই টুনকু তার নিজের বাড়িতে এলো । বাড়ির ছোট কর্তার নিজ গৃহপ্রবেশ ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টুনকু সোনা টুনকু সোনার
গৃহে প্রবেশ,
তাই নিয়ে তো বাসায় ছিল
মহাশমাবেশ।

কেক কেটে করলো বরণ
বড় দাদা টিনটিন,
ক্ষিদের জ্বালায় টুনকু সোনার
পেট করে চিনচিন।

সুস্থ দেহে বেড়ে উঠুক
এটাই এখন চাওয়া,
মানুষের মত মানুষ হলে
সেটাই পরম পাওয়া।

টুনকুকে বাড়িতে আনা হয়েছে জেনে খুবই খুশি হলাম দাদা। ছোট বাচ্চারা বাড়িতে এলে ঘর আলোতে ভরে ওঠে। আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো দাদা।

টুনকু সুস্থভাবে বেড়ে উঠুক এই সুন্দর পৃথিবীতে। বড় হয়ে বাবার মত মানুষ হোক, এমনটাই আশীর্বাদ করছি কাকু হিসাবে। টুনকুর জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।

নতুন অতিথির আক্রমণে বাড়ি যেন আরো সুন্দর ভাবে সেজে উঠেছে। আসলে বাড়ির সৌন্দর্য এই ছেলে মেয়েগুলোই। যাইহোক টিনটিন বাবু তার ভাইকে পেয়ে অনেক খুশি সে কেক কেটেছে জানতে পেরে ভালো লাগলো। বাবু সুস্থতা কামনা করছি।

ভাইয়া,আগমন টা আক্রমণ হয়ে গেছে।

শুভকামনা রইলো দাদা ছোট বাবু সোনার জন্য। খুব ভালো লাগলো বাবুসোনার সব কিছু রিপোর্ট নরমাল এসেছে জেনে। সব কিছু ঠিক ছিলো জন্য তাকে নিয়ে বাড়িতে আসতে পেরেছেন। বাড়িতে খুব সুন্দর বরনের আয়োজন করেছেন।হাসপাতাল থেকে নতুন অথিতিকে নিয়ে বাড়িতে আসলে সবার মনে আনন্দের বন্যা বয়ে যায়।বৌদি ও বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।

লেখার মধ্যেও যে লেখকের আনন্দ প্রকাশ পায়, তা এলেখায় হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছে। টুনকুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

টুনকু সুস্থভাবে বাড়ি এসেছে জেনে ভালো লাগলো। টুনকুর গৃহপ্রবেশ উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। ছোট্ট টুনকুকে পেয়ে বাড়ির অনেক আনন্দিত। টুনকুর সব রিপোর্ট নরমাল জেনে ভালো লাগলো। বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল দাদা।

বাড়ির ছোট কর্তা টুনকুর নিজ গৃহে প্রবেশ খুব ধুমধাম ভাবেই হয়েছে। ছোট দিদিমনি খুব সুন্দর ভাবেই সব কিছু সাজিয়েছেন। তবে টুনকুর বড় দাদা ভাই বেঁচে থাকলে কত খুশি হতো। যায়হোক টুনকুর সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ।

টুনকু একজন ভালো মনের মানুষ হয়ে বড় হয়ে উঠুক এই দোয়া করছি। ছোটকর্তা তার বাসায় রাজকীয় ভাবে গৃহপ্রবেশ করলো, দেখেই তো ভালো লাগতেছে। এই পোষ্টটা টুনকু বড় হয়ে দেখলে, সে আরো বেশি খুশি হয়ে উঠবে।

কিছু স্মৃতি এইভাবেই ব্লকচেইনে রয়ে যাক। 😍

বেশ ধুমধাম ভাবে টুনকু বাড়িতে তোলা হয়েছে।টুনকু সুস্থ আছে জেনে বেশ ভালো লাগলো। আশা করছি সে সব সময় সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তার জন্য দোয়া রইল, সে যেন বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে পারে।তার সাথে টুনকু এর বাবা মায়ের জন্য ও দোয়া রইল।

That's a great news....many many congratulations sir 💐 and what a grand welcome of the baby! 👏

বাহ! বেশ সুন্দর আয়োজনে টুনকু কে বরণ করা হলো। আনন্দময় এই সুন্দর পরিবেশ বজায় থাকুক সব সময়ের জন্য, টুনকুর দিনগুলো রঙিন থাকুক সব সময়। অনেক অনেক ভালোবাসা রইল তার জন্য।

ছোট বাবুর জন্য দোয়া রইল। দুই ভাই যেন ভালো মনের মানুষ হয়ে বড় হয় এই কামনাই করি।টুনকু বাবু সুস্থভাবে বাড়ি এসেছে জেনে অনেক ভালো লাগলো।টিনটিন বাবু অনেক আনন্দে কেক কাটল জেনে বেশ ভালো লাগলো। বাবুর জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।

টুনকু সুস্থভাবে বেড়ে উঠুক এই সুন্দর পৃথিবীতে। বড় হয়ে বাবার মত মানুষ হোক, এমনটাই আশীর্বাদ করছি কাকু হিসাবে। টুনকুর জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।

ছোট্ট পুচকু সোনার জন্য অনেক শুভকামনা রইল। ছোট্ট পুচকুর আগমনের বাড়ি আরও আনন্দে ভরে উঠুক।

কঠিন একটা মুহূর্ত পার করলেন দাদা। এরপর বাবুকে বাড়িতে আনতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো। বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল। সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে সুস্থ অবস্থায় বেড়ে উঠুক এই কামনা রইল।

টুনকু বাড়ি এলো। আর তার কারণে আপনার বাড়ি সেজে উঠল। নতুন সদস্য এলে বাড়িতে যেন নতুন করে প্রাণ আসে। এখন বেশ কিছুদিন টুনকুর জন্য আপনাদের সবাইকে চরম ব্যস্ততায় থাকতে হবে। কারণ একটু এদিক-ওদিক হলেই ও কান্নাকাটি জুড়ে বলে দেবে অ্যাটেনশন প্লিজ।
আপাতত মন থেকে ঈশ্বরের কাছে এই কামনা করি টুনকু সুস্থ থাকুক, রোজ রাতে নিশ্চিন্তে মায়ের কোলের পাশে ঘুমোক, যার কারণে টুনকুর মাও রাতে ঘুমোতে পারবে৷ সন্তান জন্ম দেওয়ার পর সব মায়েরই শারীরিক রেস্ট এর প্রয়োজন হয়। কিন্তু সন্তানের রাত জাগার ফলে সেটা আর হয়ে ওঠে না। আপাতত শুভকামনা হিসেবে এইটুকুই কামনা করি। সবাইকে নিয়ে ভালো থাকুন দাদা। আমার যেন মনে হয় আপনার কাছে আপনার বাবা ফিরে এসেছেন টুনকুর মাধ্যমে।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

বেশ আড়ম্বর ভাবেই টুনকুর গৃহ প্রবেশ হলো। দোয়া করি বড় হয়ে ও যেন একজন ভালো মানুষ হয়। মানুষের জন্য যেন কাজ করার সামর্থ্য ও যোগ্যতা অর্জন করে। অনেক অনেক ভালোবাসা আমাদের সবার প্রিয় টুনকুর জন্য।

টুনকু সুস্থ ভাবে বাড়িতে এসেছে জেনে অনেক ভালো লাগলো। সত্যি নতুন অতিথি গৃহে প্রবেশ করলে সবাই অধীর আগ্রহে বসে থাকে।টুনকু অবশ্যই মানুষের মতো মানুষ হবে। ধন্যবাদ দাদা।

বাহ্! বাড়ির ছোট কর্তা তো দেখছি একেবারে রাজকীয় স্টাইলে বাসায় এন্ট্রি নিলো। টুনকু সুস্থভাবে বাসায় ফিরেছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। দোয়া করি টুনকু যাতে সুস্থভাবে পৃথিবীতে বেড়ে উঠতে পারে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। যাইহোক আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

মন থেকে দোয়া করি আপনার বাবুর জন্য। দুই সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে। সুস্থ অবস্থায় বেড়ে উঠতে পারে। এমনটা প্রত্যাশা করে সর্বসময়। পরিবারের সকল সদস্যদের জন্য শুভকামনা রইল।

বাহ বাড়ির ছোট কর্তা বাড়িতে প্রথমবারের মতো আগমনের উপলক্ষে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন।আপনাদের এই খুশি সারা জীবন স্থায়ী হোক এই প্রার্থনাই করি।টুনকু বাবুর সুস্বাস্থ্য কামনা করছি।

বাহ টুনকুকে তো দেখছি সুন্দরভাবে বরণ করে নিলেন দাদা। বাড়ির ছোট কর্তা বলে কথা! এইবার দাদা ছোট টুনকু এবং বড় টুনকু দুইজনকে ধুমধাম করে বিয়ে দিতে হবে হা হা হা। টুনকুর সুস্থতা কামনা করছি। সবার জন্য শুভকামনা রইল। আর বৌদির সুস্থতা কামনা করছি।

good

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

অনেক ভালো লাগলো আজকের এই পোস্ট পড়ে। টুনকুর আগমনে বেশ ভালোভাবেই সাজানো হয়েছে ঘর। এর সাথে ছোট্ট একটা আয়োজন করেছেন দেখে ভালো লাগলো। সুস্থভাবে যেন সে বেড়ে উঠতে পারে এটাই কামনা করি সব সময়। দোয়া করি যেন অনেক বড় হয়, আর ভালো মানুষ হয়ে উঠে।

দেখে বেশ ভালো লাগল। টুনকু প্রথমবারের মতো তার বাড়িতে প্রবেশ করেছে। আপনার ছেলের জন্য শুভকামনা দাদা। আশাকরি সুস্থ‍্য থাকবে ভালো থাকবে। ভালো একজন মানুষ হিসেবে গড়ে উঠবে আপনার আদর্শ নিয়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমাদের ছোট্ট টুনকু সোনা কে তাহলে বাড়িতে নিয়ে আসলেন। ও যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে সব সময় এটাই চাই। মানুষের মত যেন মানুষ হতে পারে এটাই কামনা। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমাদের ছোট্ট টুনকু শোনার জন্য।

প্রিয় টুনকুর সোনার আগমনে
মেতে আছে সবাই খুশির আমেজে।
কনিষ্ঠ কর্তা যখন এলো বাড়ি
স্বাগতা দিদি সহ সবাই
ফুল দিয়ে সাজালো পুরো বাড়ি।

আরো কত আয়োজন হলো তার আগমনে,
এ যেন মুক্তার আগমন হল দাদার ঘরেতে।
টিন টিন বাবু কাটলো কেক
ক্ষুধা লেগেছিল টুনকুর বেশ।

আশীর্বাদ করি মন ভরে
বেড়ে উঠুক সে বাবার আদর্শে।
হোক সে সাধু বলিয়ান নেতা
পুরো বিশ্বজানুক তাহার গল্পকথা।

সবটা পড়ে বেশ ভালো লাগলো। বাড়ির ছোট কর্তার নিজ গৃহ প্রবেশ দারুন লেগেছে কথাটি। সুস্থ থাকুক, ভালো থাকুক। অনেক অনেক বড় হোক সেই প্রার্থনা করি।

টুনকুর ঘরে প্রবেশ উপলক্ষে তো বেশ ভালো আয়োজন করা হয়েছিল। আয়োজন হবেই না কেন বেবি প্রথম যে বাসায় আসছে। একটু সাজানো গোছানো না দেখলে হয় নাকি। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো টুনকুর জন্য।

টুনকু বাবুর রিপোর্ট নরমাল জেনে ভালো লাগলো।বাড়িতে তার প্রথম আগমনে খুব সুন্দরভাবে বরণডালা ও ফুল দিয়ে সাজানো হয়েছে।টুনকু বাবু সবসময় সুস্থ ও হাসিখুশিভাবে বেড়ে উঠুক সেটাই প্রে করি।অনেক শুভকামনা ও আদর রইলো ছোট্ট বাবুর জন্য।