ব্যস্ততায় ভরপুর পুরো একটি সপ্তাহ কাটলোsteemCreated with Sketch.

in hive-129948 •  last year  (edited)


গত ২১শে সেপ্টেম্বর থেকে আজ ২৭শে সেপ্টেম্বর অব্দি অসম্ভব ব্যস্ততার সাথে কেটে গেলো পুরো একটি সপ্তাহ । কেনাকাটা, banquet hall ম্যানেজ করা, অনুষ্ঠানের ক্যাটারিং থেকে শুরু করে সাজসজ্জা মোট কথা প্রচুর কাজ থাকে একটি অনুষ্ঠানের পিছনে । সেখানে আমাদের অনুষ্ঠান ছিল মোট ৩ টি । এবং তাও একটি সপ্তাহের মধ্যেই সবগুলো । এরই মধ্যে গত ২০ তারিখ থেকে আমার মায়ের ভীষণ শরীর খারাপ । হসপিটালে ছিল ২ দিন । তো সব মিলিয়ে ভীষণই বিজি কেটেছে পুরো একটি সপ্তাহ ।

২২ তারিখ ছিল আমার ছোট ভাইয়ের এনগেজমেন্ট । আমাদের ফ্যামিলি মেম্বার খুব বেশি না । তাই ছোটাছুটির অন্ত ছিল না । গ্ৰুপে ভাগ ভাগ হয়ে একদল ছিল হসপিটালে, মায়ের কাছে । একদল ক্যাটারিং ম্যানেজমেন্টে, একদল অতিথি আপ্যায়নে আর একদল এনগেজমেন্ট অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণে । ২২ তারিখ মা'কে হসপিটাল থেকে রিলিজ করে ডিরেক্ট এনগেজমেন্ট অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল । একটা আলাদা রুমে মা'কে রেস্টে রেখে অনুষ্ঠান সম্পন্ন করা হয় । সব মিলিয়ে বেশ চাপের ছিল দিনটি ।

এরপরে ২৬ তারিখ ছিল আমার ছেলের বার্থডে । দু'দিন আগে থেকে কেনাকাটা, অনুষ্ঠানবাড়ি সাজানো। ক্যাটারিং ম্যানেজমেন্ট, কেক অর্ডার এসব করা হলো । ক্যাটারিং এ ছিল ব্যুফে এবং সিটিং দু'রকমেরই । ফুড টাইপ ছিলো কন্টিনেন্টাল এবং মোগলাই দু'রকমের । এছাড়াও স্পেশ্যাল ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছিল । সেটারও কিছু ম্যানেজমেন্ট এর কাজ ছিল । মকটেল পার্টির আয়োজন করা হয়, সেখানেও ম্যানেজমেন্ট এর জন্য নিজেদের লোক রাখা হয়েছিল । সব মিলিয়ে এদিন বেশ চাপের ছিল ।

এরপরের দিন ২৭ তারিখ । আজ সেই দিন । এই দিন ছিল স্বাগতার এনগেজমেন্ট । কেবলমাত্র একটু আগে বাড়ি ফিরলাম । সেই কখন বেরিয়েছি বাড়ি থেকে । আগের দিন জন্মদিনের পার্টি থেকে ফিরে রাতে শরীরটা বেশ খারাপ হয়ে পড়েছিল হঠাৎ করে । তারপরে সুস্থ হতে হতে রাত সাড়ে তিনটে । এরপরে কমিউনিটির কিছু কাজ যেমন ভোট দেওয়া, কিউরেশন রিপোর্ট রেডি এসব করে ঘুমোতে ঘুমোতে সেই রাত সাড়ে চারটে । আর তনুজা, আমার ভাই আর আমার এক ভাইপো মিলে তত্ত্ব সাজাতে সাজাতে রাত প্রায় ভোর করে ফেললো ।

ভোরে তনুজা গেলো বিউটি পার্লারে সাজুগুজু করতে । নিলয় গেলো বিশাল এক কাতলা মাছ অর্ডার করেছিল সেটা আনতে । ভাইপো গেলো তত্ত্বের মিষ্টি আর ফলমূল কিনতে । বেশ ব্যস্ততায় দ্রুত কেটে গেলো ভোরবেলাটা । আমি সকালে উঠে জাস্ট ফ্রেশ হয়ে মাত্র এক ঘন্টা টাইম পেয়েছিলাম কমিউনিটির কিছু কাজ সারার জন্য । এরপরে স্নান করে পাঞ্জাবি পরে সোজা গাড়িতে গিয়ে উঠলুম ।

এরপরে স্বাগতার এনগেজমেন্ট শুরু হতে হতে প্রায় দেড়টা বেজে গেলো । শেষ হতে হতে বিকেল হয়ে গেলো প্রায় । এরপরে খেতে বসলুম । খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে রাত সাড়ে আটটা । এখন ফ্রেশ হয়ে এই বসলুম পোস্ট লিখতে । এত চাপে জীবনে কোনোদিন পড়িনি একটানা এক সপ্তাহ ধরে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৯৬ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 4e5f62d6893e2d1db4f345f992f872ba25a6f3ea654f6cba5e4d74dd7174e6d3

টাস্ক ৩৯৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক ব্যস্ততার মধ্যে আপনার সময় কাটছে বুঝতে পারছি দাদা। একদিকে ছোট দাদার এনগেজমেন্ট অন্যদিকে টিনটিনের বার্থডে। আর আপনার মা অসুস্থ ছিলেন সব মিলিয়ে পুরো সপ্তাহে অনেক ব্যস্ত সময় পার করেছেন বুঝতে পারছি দাদা। যাই হোক ছোট দাদা এবং স্বাগতা দিদির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Hello I m a new comer plz Follow my account

কিছু কিছু ব্যস্ততার মাঝে আনন্দ আছে,আসলে এই ধরনের অনুষ্ঠান গুলো ম্যানেজ করা খুব ঝামেলার তবে ঝামেলা হলে ভালোই লাগে।ছোট দাদা ও দিদির জন্য শুভ কামনা রইলো।তাও দলে দলে ভাগ হওয়াতে কিছুটা রেহাই।
ভালো লাগলো ধন্যবাদ

আসলে দাদা এতো গুলো কাজ এক সাথে থাকলে চাপে না থেকে উপায় কি।এমনিতে দুটি অনুষ্ঠান ছিল তারপর আবার আন্টির শরীর খারাপ হয়ে গেল।যাক জেনে ভালো লাগল যে আন্টি সুস্হ হয়ে এনগেজমেন্টে উপস্থিত হতে পেরেছে। যাক দাদা ব্যস্ততা থাকলেও অনুষ্ঠান গুলো তো ভালো মতো কেটেছে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

সেই ছোট বেলা থেকে শুনে আসছি, সব ভালো তার, শেষ ভালো যার। আপনার সপ্তাহটা শুরু হয়েছিলো উদ্বেগ এর মধ্যে দিয়ে। কিন্তু দুই দিনের ভেতরই মাসিমার সুস্থ হয়ে ছোটদার অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তারপর টিনটিন বাবুর জন্মদিন আর আজ দিদির এনগেজমেন্ট - সব মিলিয়ে ব্যস্ততার ভেতর দিয়ে গেলেও, শেষ তো ভালোয় ভালোই হলো দাদা। আপনার পরিবারের জ৯ন্য শুভকামনা এবং প্রার্থনা।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা এই সপ্তাহে খুব ব্যস্ত সময় কেটেছে তা আমরা জেনেছি আপনার কাছ থেকে।আপনার আম্মু অসুস্থ ছিলেন এখন কিছুটা ভালো হয়েছেন জেনে ভালো লাগলো।আর টিনটিন সোনার জন্মদিন গেলো কাল। সবাই খুব বেশী ক্লান্ত।এরপর আবার দিদির এনগেজমেন্ট আজ। সময়টা খুবই ব্যস্ততাই কাটলো আপনার।আশাকরি খুব সুন্দর ভাবেই অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।আম্মুর অসুস্থ হওয়া ছাড়া বাকি সবটাই আনন্দের ছিল। তাই ব্যস্ত হলেও আনন্দে কেটেছে আপনাদের সবার।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক অনেক শুভকামনা রইলো আপনার আর আপনার পরিবারের সকলের জন্য।

আপনার লিখনির ধরন অসাধারণ।

গত একটা সপ্তাহ আপনার উপর দিয়ে যে কি পরিমান ব্যস্ততা গিয়েছে ভাই, তা কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি। তবে এটা একদিক থেকে ভালো দিক, যে সব কিছু বেশ ভালই ভালই শেষ করতে পেরেছেন।

যাইহোক আশা করা যায়, এবার থেকে আপনাকে পুরোদমে আবারো আগের মতো করে পাবো, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

শুভেচ্ছা রইল 🙏

এই এক সপ্তাহ প্রচুর ব্যাস্ততার মধ্যে সময় কাটিয়েছেন দাদা।বার্থডে অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফিরে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আবার একটু সুস্থ হয়ে কমিউনিটির কাজ ও করেছেন।আন্টি সুস্থ হয়েছে এবং অনুষ্ঠানগুলো ও ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এটা জেনে খুব ভালো লাগলো। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো দাদা।

খুব ব্যস্ততার মধ্যেই একটা সপ্তাহ পার করলেন দাদা। মায়ের অসুখ, এঙ্গেজমেন্ট, টিনটিন বাবুর বার্থডে সবই এক সপ্তাহের মধ্যে হয়ে গেল। তবে আলাদা আলাদা লোক পাঠিয়ে ভালো করেছেন। আপনি আশা করি এখন সুস্থ্য আছেন। এতো ব্যস্ততার মাঝেও ঠিকই কিউরেশন করলেন দাদা, স্যালুট আপনাকে 🙏🦋

সপ্তাহ জুরে অনেক চাপের মধ্যে ছিলেন মায়ের অসুস্থতা ছোট দাদার এনগেজমেন্ট এবং আমাদের সবার প্রিয় টিন টিন বাবায়ের জন্মদিন।

সব শেষে কাজ গুলো যে সুন্দর ভাবে শেষ হয়েছে সেটাই বড় কথা।

Posted using SteemPro Mobile

যদিও দিনগুলো খুবই চাপের ছিল কিন্তু প্রতিটি দিন আপনার জন্য অনেক আনন্দের ছিল। একদিকে ভাইয়ের এংগেজমেন্ট অন্যদিকে টিনটিন বাবুর বার্থডে পার্টি। এরপর হচ্ছে স্বাগতা দিদির এংগেজমেন্ট। সব কিছুতেই দৌড়া দৌড়ে আর খাওয়ার খাওয়া। যদিও দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যে যায় আপনজনদের কাজ বলে কথা।অবশেষে সব কাজগুলো সুস্থভাবে সম্পন্ন হল অনেক ভালো লাগলো জানতে পেরে। সবার জন্য শুভকামনা রইল।

দাদা যেদিন টিনটিনের জন্মদিন গেছে সেইদিন হ্যাংআটে আনন্দ করে রাত বারোটার পরে ঘুমিয়েছি। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আট ঘন্টা আগে আমার পোষ্টে ভোট পড়েছে। তখনই বুঝতে পেরেছি আপনি অনুষ্ঠান শেষ করে আবার কিউরেশনের কাজ করেছেন। আপনার এই কৃতিত্ব আমরা কখনো ভুলতে পারবো না। ধন্যবাদ।

আসলে দাদা ব্যস্ততা যখন আসে তখন চারিদিক দিয়ে আসা শুরু করে। তবে আপনি প্রচন্ড ব্যস্ত ছিলেন এই কয়েকদিন। এতোটা চাপ সামলে নেওয়া খুব কঠিন। একদিকে আন্টি অসুস্থ, আবার অপরদিকে এনগেজমেন্ট, বার্থডে পার্টি সবমিলিয়ে যে কেউ হিমশিম খেয়ে যাবে। তবুও আপনারা সবকিছু ঠিকঠাক মতো করতে পেরেছেন এবং আন্টিও অনেকটা সুস্থ। এটা আসলেই অনেক বড় একটি প্রাপ্তি। যাইহোক এতো ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Hola. Vaya que ocupado estas, pero con todo eso pudiste llegar a tus objetivos. Felicidades :D

খুবই ব্যস্ততার মধ্যে গেছে দিনগুলো পড়েই বোঝা যাচ্ছে।

সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর আন্টি সুস্থ হয়ে অনুষ্ঠানে আসতে পেরেছেন এটাই অনুষ্ঠানের বড় সফলতা।

ছোট দাদাকে অভিনন্দন। @blacks
জীবনের পথচলা সুন্দর হোক এই কামনা।

এত কাজ শেষ পর্যন্ত কিভাবে সামলালেন আমি সেটাই চিন্তা করছি। যাই হোক শেষ পর্যন্ত আশা করি এখন কিছুটা ঝামেলা মুক্ত হয়েছেন। তবে এই প্রচন্ড খাটাখাটনির পর আপনার কিছুটা রেস্ট নেওয়া উচিত দাদা। আশা করি এতক্ষণে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় কেটেছে কিন্তু পরিবারের সাথে খুব ভালো সময়ও কিন্তু কেটেছে এই কয়দিনে। আন্টি যদি প্রথম থেকেই সুস্থ থাকতো তাহলে হয়তো আনন্দটা আরো অনেক বেশি হতো।

অনেক ব্যস্ততার মাঝে সময় কাটিয়েছেন তা আমরা আপনার কাছ থেকে জেনেছি দাদা।
একদিকে ছোট দাদার এনগেজমেন্ট। আমাদের সবার প্রিয় টিন টিন বাবুর জন্মদিন ও আন্টির অসুস্থতা। সব মিলিয়ে অনেক ব্যস্ততায় সময় কাটিয়েছেন তবে দুটি অনুষ্ঠান সবাই অনেক আনন্দ করেছেন। আন্টির অসুস্থতার টেনশন ছিল তবে এখন সুস্থ আন্টি জেনে অনেক ভালো লেগেছে। ছোট দাদা ও স্বাগতা দিদির জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

ব্যস্ত থাকারই কথা দাদা। একদিকে আন্টি অসুস্থ্য, এর মধ্যে টিনটিন বাবুর জন্মদিন। তার উপর আবার আমাদের প্রিয় দুজন মানুষের হাত এক করে দেওয়া। সব মিলিয়ে বেশ ভালোই ব্যস্ততার মধ্যে দিন কাটেছে আপনার। আশা করবো আপনার সকল ব্যস্ততা বেশ তাড়াতাড়ি শেষ হয়ে আসবে।

দাদা আপনিও খুবই ব্যস্ত একজন মানুষ। তারপর বাড়িতে এক সপ্তাহ ধরে চলমান অনুষ্ঠানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন পোস্টটা পড়ে ভালোভাবে বুঝতে পারলাম। সবচেয়ে একটি বিষয় জানার খুব ইচ্ছে জাগলো আপনি ঘুমালেন কখন? আবার সকালে উঠে সেই ব্যস্ততার মধ্যে আটকে গেলেন। আমি তো অবাক হয়ে গিয়েছি একজন মানুষ নিজেকে কতটা সক্রিয় রাখতে পারে। বিগত সপ্তাহ ব্যস্ত থাকলেও দারুন সময় কেটেছে সেটাই প্রত্যাশা করে সবাই।💖💖

Posted using SteemPro Mobile