স্টিমিট কমিউনিটিতে সক্রিয় থাকবেন যেভাবে তার কিছু টিপস

in hive-129948 •  last year 


Steem_logo-02.png


স্টিমিট কমিউনিটি গুলোতে সক্রিয় থাকাটা খুবই জরুরি । কারণ, স্টিমিট কমুনিটিগুলোতে শুধুমাত্র ভালো কোয়ালিটির পোস্ট লিখলেই হয় না, সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম চলা লাগে, তা না হলে স্টিমিট ব্লগিংয়ে সফল হওয়া এক কথায় অসম্ভব । তো চলুন জেনে নেওয়া যাক টিপসগুলো :


╰┈➤স্টিমিট প্লাটফর্মের প্রতিটা কমিউনিটিতে আপনি ইচ্ছে করলেই পোস্ট করতে পারেন, তবে মনে রাখবেন শুধুমাত্র ট্রেন্ডিং কমুনিটিগুলোতে পোস্ট করলে আপনার পোস্ট curation এ যাওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি ।

╰┈➤কোনো কমিউনিটিতে আর্টিকেল লেখার পূর্বে আপনার পরিচিতিমূলক একটা পোস্ট লেখা অবশ্য কর্তব্য ।

╰┈➤প্রত্যেক কমিউনিটির কিছু রুলস থাকে, সেগুলো অবশ্য পালনীয় । আপনি সব সময় কমিউনিটির রুলস গুলো ভালোভাবে ফলো করে চলবেন ।

╰┈➤কমিউনিটিতে আপনার কাজ শুধুমাত্র নিজের পোস্টটা করা নয় । এটা মাথায় রাখবেন যে এটা একটা কমিউনিটি, আর তাই কমিউনিটিতে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করাটা একান্ত জরুরি । এই এনগেজমেন্ট জিনিস তা কি ?

এনগেজমেন্ট হলো কমিউনিটিতে আপনি নিজের পোস্ট করার পাশাপাশি অন্যদের পোস্ট পড়বেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আপনার নিজের পোস্টের অন্যদের কমেন্টের সঠিক রিপ্লাই দেবেন, অন্য কারো পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করতে চাইলে রি-ব্লগ করবেন এবং সর্বোপরি আপভোট প্রদান করবেন।

আপনি কমিউনিটির অন্যান্য সদস্যদের সাথে ইন্টারঅ্যাকশন বৃদ্ধির জন্য নিয়মিত তাদের পোস্টে কমেন্ট এর মাধ্যমে কথা বলতে পারেন এবং সেই সাথে কমিউনিটির ডিস্কোর্ড সার্ভারে অন্য সদস্যদের সাথে চ্যাটও করতে পারেন ।

আর একটা কথা, স্টিমিট প্লাটফর্মের প্রাণ হলো এর আপভোটিং সিস্টেম । তাই, আপনি শুধুমাত্র নিজের পোস্টে আপভোট প্রত্যাশী না হয়ে অন্যদের পোস্টে নিয়মিত আপভোট প্রদান মাস্ট করবেন । আপনার আপভোটের মূল্য এক জন যে কোনো ব্লগারের কাছে অপরিসীম । মনে রাখবেন একটা আপভোট = "আমি আপনার পোস্টটি লাইক করেছি" । এই কম্প্লিমেন্টটা যে কোনো ব্লগারের কাছে বিশাল একটা ব্যাপার ।

ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যেমন কোনো পোস্টে লাইক বা কমেন্ট না করলে সেটাকে জিরো এনগেজমেন্ট ধরা হয়, স্টিমিটেও ঠিক তেমনটাই ।

জিরো এনগেজমেন্ট থাকলে সেই ব্লগার যত ভালো কোয়ালিটিফুল পোস্টই করুক না কেনো আমার মতো যে কোনো কিউরেটর এর কাছে তার কোনো মূল্য নেই । তা সেই ব্লগার কোনো কমিউনিটির অ্যাডমিন/মডারেটর, স্টিমিট প্লাটফর্মের উইটনেস/স্টিম রিপ্রেজেন্টিটিভ অথবা সাধারণ ব্লগার হোক না কেন, আমার কাছে তার কোনো মূল্যই নেই ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২২ ডিসেম্বর ২০২৩

টাস্ক ৪৫০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 0dd4628b94efb1600096783cd85debebfb451e86933578ee0f9b476fa294b049

টাস্ক ৪৫০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়ে গিয়েছি আমার আরো দুইটি NFT আর্ট নিয়ে । ভারত একটি কৃষিপ্রধান দেশ । এই দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ ভাতের উপর নির্ভরশীল । কৃষি জমিতে তাই ভারতীয় এক রাজকন্যার বিচরণের চিত্র আমার আজকের NFT আর্টের মূল প্রতিপাদ্য বিষয় ।

তো চলুন দেখে নেওয়া যাক আর্ট দুটি -


"কৃষি জমিতে ভারতীয় এক রাজকন্যার বিচরণ চিত্র"

Screenshot 2023-12-22 235901.png
০১. Indian Princess

Screenshot 2023-12-23 000004.png
০২. Indian Princess

This is a very beautiful art of the Indian princess moving around in the garden.

Thank you for sharing this with us Dada

প্রতিনিয়ত আপনার আর্ট গুলো দেখে সত্যিই মুগ্ধ হচ্ছি ।অনেক ভালো লাগে । যেটা ধারাবাহিকভাবে বাস্তবিক জীবনের তাৎপর্য ফুটিয়ে তোলে সেই ধরনের চিত্রশিল্প।

Nice

অসাধারণ এগুলো।মনে হচ্ছে যেন বাস্তবভাবে দেখছি। কৃষি জমিতে সবাই কাজ করছে আর রাজকন্য দাঁড়িয়ে আছে।

অসম্ভব সুন্দর হয়েছে আর্ট দুটি

আজকের লেখাটি বেশ সময় উপযোগী ছিলো দাদা।আসলে আমাদের সকলের ই এংগেজমেন্ট এর দিকটায় বিশেষভাবে নজর দেওয়া উচিত।আর এই বুলেট টিপস গুলো মানা টা আমাদের সকলের জন্যেই জরুরি।অন্যান্য কাজের মাঝে কমিউনিটির প্রাণ কি তা ভুলে গেলে সত্যিই চলবেনা।

ঠিক কথা বলছেন

  ·  last year (edited)

অতিশয় গুরুত্বপূর্ণ একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার এই পোস্ট পড়ে আমি অনেক উপকৃত হলাম। আশা করি আমার মত অনেক ইউজার উপকৃত হবে। তাই চেষ্টা করলাম সাথে সাথে রিস্টিম করে আমার নিজের আইডিতে রেখে দিতে। ধন্যবাদ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন দাদা ৷ আসলেই আমাদের সবার এংগেজমেন্ট বৃদ্ধি করার প্রয়োজন ৷ এই প্ল্যাটফর্মের আমরা কাজ করে আসছি , আমাদেরই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কথা চিন্তা করতে হবে ৷ এবং আমরা যেই কমিউনিটিতেই কাজ করি না কেনো , সেই কমিউনিটির নিয়ম কানুন মেনে কাজ করা উচিত ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কথা গুলো শেয়ার করার জন্য ৷ আমি সর্বদা চেষ্টা করবো আপনার পরামর্শ গুলো মেনে চলার ৷

Posted using SteemPro Mobile

খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন দাদা। যদিও আমরা এই বিষয়ে মোটামুটি জানি কিন্তু খুব কম মানি। তারপরও আপনার পোস্টের মাধ্যমে এই বিষয় গুলোর গুরুত্ব আরো বেড়ে গেলো। আশা করি এখন থেকে কমিউনিটির নিয়ম গুলো সুন্দর ভাবে মেনে চলার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা।

মনে রাখবেন একটা আপভোট = "আমি আপনার পোস্টটি লাইক করেছি" ।

দাদা এই কথাটা ডিসকোর্ড চ্যাটিং সহ লাইভ হ্যাংআউটে আমাদেরকে অনেকবার বলেছেন৷ আমাদের উচিৎ ছিলো তখন থেকেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে সেভাবে কাজ করা। এত সুন্দর ভাবে প্রত্যেকটা ছোট থেকে বড় সব বিষয়গুলোর উপর গাইড করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা। 💞

খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছেন দাদা।আসলেই একটা কমিউনিটিতে শুধু পোষ্ট করলেই কাজ শেষ নয়।আপভোট ও কমেন্ট এর ও দরকার।আর এটাও ঠিক বলেছেন দাদা এই প্লাটফর্মের প্রাণ হলো আপভোটিং সিস্টেম,তাই আমাদের সবার উচিৎ আপভোট কমেন্ট সব কিছুর সমন্বয়ে নিজেকে কাজে মনোনিবেশ করা।অনেক অনেক ধন্যবাদ দাদ।

  ·  last year (edited)

অনেক কিছুই জানতে পারলাম। অন্যের পোস্টে মন্তব্য করা অর্থাৎ এনগেজমেন্ট বৃদ্ধি করা পাশাপাশি আপ বোর্ড প্রদান করা সব ধরনের ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ। আর ডিস্কোর্স সার্ভার একাউন্টের সাথে বার্তা আদান প্রদান করাও সকল ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ।পাশাপাশি অবশ্যই কমিউনিটির রুলস গুলো ফলো করতে হবে।

একজন ব্লগারের ব্লগিং ক্যারিয়ার এগিয়ে নিতে আপনার টিপসগুলো শতভাগ কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আপনার পোস্টটি এনগেজমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে বেশ ভালো কাজ করবে। সেই সাথে সবার উদ্দেশ্যে পরিষ্কার একটা বার্তা দিয়েছেন দাদা। ইনশাআল্লাহ সবাই নিজের জায়গা থেকে এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করবে। ধন্যবাদ দাদা চমৎকার পোস্টটি ভাগ করে নেয়ার জন্য।

Donnobad apnake dada ato guruttopurno post likhar jnno, steemit er sob user der jnno ata onk joruri post. Notun der jemon aii post help korbe steemit bujte temon puron user der o tadr aii platform er proti dayitto ta mone korai dibe. Engage korata onk important aii platform er jnno.

জ্বি, দাদা আমাদের প্রত্যেকের জন্যই এনগেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এঁকে অপরের সাথে এনগেজমেন্ট করলে সবার মধ্যে একটা স্ট্রং বন্ডিং তৈরি হবে। আবার এই এনগেজমেন্টগুলো অনেক সময় রক্তের সম্পর্কের থেকেও অনেক গভীর হয়ে যায়।

অনেক মূল্যবান কথা বলেছেন দাদা, ভীষণ ভালো লাগলো। আমাদের যদি স্টিমিট প্ল্যাটফর্মে ও কমিউনিটিতে সক্রিয় থাকতে হয় যে বিষয়গুলি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা মানার চেষ্টা করবো,দারুন ছিল আপনার আলোচনা।

Posted using SteemPro Mobile

এনগেজমেন্ট হলো কমিউনিটির প্রাণ এটা সত্য। যদি এনগেজমেন্ট না থাকে তাহলে সেই কমিউনিটির প্রাণ নেই। সুতরাং সকল সদস্যদের উচিত প্রাণ টিকিয়ে রাখা এবং এনগেজমেন্ট এর মাধ্যমে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আজকের পোস্টটি সময়োপযোগী ছিল দাদা।

Posted using SteemPro Mobile

অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা।স্টিমিট কমিউনিটিতে কিভাবে আমরা সক্রিয় থাকব তার কিছু বিস্তারিত বিবরণ আপনি দিয়েছেন পরে আমাদের মত ইউজারদের অনেক কাজে লাগবে। আপনার নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করব দাদা। অনেক ধন্যবাদ দাদা চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

এটা একদম ঠিক বলেছেন দাদা, আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করছি অবশ্যই আমাদের উপরোক্ত কথাগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দাদা সমসাময়িক সময়ে এসে, গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দেওয়ার জন্য। আশা করি সবাই তার নিজ নিজ অবস্থান থেকে, বিষয় গুলো মেনে চলার চেষ্টা করবে।

আশা করি সবাই আপনার এই পোস্টটি পড়ার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। স্টিমেটে কিভাবে সফল হওয়া যায় সেটা আপনি অল্প কথায় বেশ দারুন ভাবে গুছিয়ে বলেছেন দাদা। ধন্যবাদ আপনাকে।

স্টিমিট কমিউনিটিতে আমাদের সক্রিয় থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়েছেন দাদা। এ বিষয়গুলো ইতিমধ্যে শুনেছি তবে আপনি আজকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এতে করে বেশ উপকৃত হলাম। নিয়ম গুলো মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ দাদা।🙏

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You said it right dada, it is not only the upvote button which gives money it is also a like button and can be important for creative bloggers and for engagement.

বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পেরে খুবই ভালো লাগলো। আসলে যে কোন কমিউনিটিতে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে সেই কমিউনিটির নিয়ম কারণ গুলো ভালোভাবে মেনে চলতে হবে। একই সাথে সকলের সাথে ভালো একগেজমেন্ট তৈরি করতে হবে।

  ·  last year (edited)

গুরুত্বপূর্ণ এবং উপযোগী কিছু কথা আমাদের মাঝে শেয়ার করলেন দাদা। প্রথম থেকেই আপনি আমাদেরকে গাইড করে আসছেন। আজকের পোস্টটা বেশ গুরুত্বপূর্ণ। আসলে দাদা একটি ভোট মানে আমি তার পোস্টকে পছন্দ করেছি এতে ইউজারের মন আরো কাজের জন্য উৎসাহিত হয়। আমি এখন নিয়মিত ভোট দেওয়ার চেষ্টা করি। আমাদের শুধু কোয়ালিটি ফুল পোস্ট করলে হবে না সাথে এনগেজমেন্টও বাড়াতে হবে।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

বেশ দারুন একটি পোস্ট আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। এতে করে আমরা আমাদের নিজেদের ভুলগুলো ধরতে পারবো। আসলে ঠিক কথাই বলেছেন, একটি প্লাটফর্মে শুধুমাত্র একজন ভালো ব্লগার হলেই হবে না। তাকে অবশ্যই প্লাটফর্মের সবগুলো ক্ষেত্রেই নিজেকে একটিভ রাখতে হবে। ধন্যবাদ দাদা এত সুন্দর কিছু প্রয়োজনীয় পয়েন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন দাদা।একজন ভালো মানের ইউজারের ক্ষেত্রে এনগেজমেন্ট ধরে রাখাটা খুবই জরুরি।অবশ্যই এটা গুরুত্ব সহকারে মেনে চলার চেষ্টা করবো দাদা।সকলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নিঃসন্দেহে চমৎকার টিপস হবে।ধন্যবাদ দাদা।

এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো দাদা। স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে হলে একজন ভালো মানের ব্লগারের যে যে গুণাবলী থাকা দরকার আপনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। আসলে শুধু পোস্ট করলে হবে না সবার পোস্ট পড়তে হবে। সেই সাথে খুব সুন্দর গঠনমূলক মন্তব্য করতে হবে। এছাড়াও নিজেদের এংগেজমেন্ট ভালো করে ধরে রাখার ক্ষেত্রে নিজেকে এক্টিভিটিস রাখার কোন বিকল্প নেই। আপনি বেশ গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের সাথে শেয়ার করলেন ধন্যবাদ।

গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন দাদা! স্টিমিট প্লাটফর্মে যেকোন কমিউনিটিতে কাজ করতে হলে সে কমিউনিটির রোলস এন্ড রেগুলেশন, এঙ্গেজমেন্ট সবকিছু বজায় রাখা জরুরি! একজন ব্লগার সেগুলা নিজের মাঝে লালন করাও জরুরি! বিশেষ করে আপভোট= একটা লাইক। এতে বুঝা যায় সে আমার পোস্টটি পছন্দ করেছে 🌼

অনেক সুন্দর বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে আজকে পোস্ট শেয়ার করেছেন দাদা পোস্ট করেছেন আজকে। আসলে আমরা যেকোনো কমিউনিটিতে কাজ করি না কেন সেখানকার নিয়ম-কানুন মেনে চলাটা আমাদের জন্য খুবই জরুরী। একই সাথে সঠিকভাবে এনগেজমেন্ট ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

পোস্টটি পরে অনেক কিছু জানতে পারলাম দাদা ।এই পোস্টটি আমাদের জন্য খুব প্রয়োজন ছিল ।এতদিন অল্প অল্প জানতাম এখন আরও কিছু জানতে পারলাম এবং সবকিছু আগের থেকে আরো সুন্দর ভাবে করার চেষ্টা করবো । ধন্যবাদ দাদা প্রয়োজনীয় কিছু টিপস আমাদের সাথে শেয়ার করার জন্য ।

খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। এই পোস্টটি পড়ে প্রতিটি ইউজার বেশ উপকৃত হবে বলে আমি মনে করি। আসলেই আমাদের সবার উচিত অন্যের পোস্ট পড়ে কমেন্ট করা এবং আপভোট প্রদান করা। কারণ নিজের পোস্টে কেউ আপভোট প্রদান করলে ভীষণ ভালো লাগে। সর্বোপরি আমাদের সবার এনগেজমেন্ট বৃদ্ধি করা উচিত। যাইহোক এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

সময়োপযোগী একটি আর্টিকেল পাবলিস্ট করেছেন দাদা। আসলে আমাদের সকলের উচিত নিজেদের এংগেজমেন্ট ধরে রাখা। এই প্লাটফর্মকে সবসময় সতেজ এবং সুন্দর রাখা, সেই সাথে একটি সুন্দর বন্ডিংয়ের মাধ্যমে এই প্লাটফর্মকে উন্নতির শেখরে নিয়ে যাওয়া। ধন্যবাদ দাদা।

অনেক সুন্দর ও খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। দাদা আপনার পুরো পোস্ট পড়ে বিষয় গুলো সঠিক ভাবে জানতে পারলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। স্টিমিট কমিউনিটিতে আমাদের সক্রিয় থাকার জন্য চমৎকার কিছু টিপস্ শেয়ার করেছেন। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। উপরোক্ত টিপস্ গুলো ফলো করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ❣️ দাদা আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এর মতো সোশ্যাল মিডিয়া গুলো সাকসেসফুল হয়েছে কারণ তাতে সদস্যরা প্রচুর পরিমানে এনগেজমেন্ট করে। যত বেশি পোস্টে লাইক পড়ে তত বেশি ভাইরাল হয়ে যায় পোস্ট গুলো। স্টিমিট কে সেই পর্যায়ে নিয়ে যেতে চাইলে আমাদেরকে অপভোট করা, এনগেজমেন্ট করা বাড়াতে হবে। ধন্যবাদ দাদা, পোস্টটা অত্যন্ত প্রয়োজনীয় ও সময়যোগী।

Whatever you said is very right, even though dont understand

If anyone is saying its wrong, they don't know what they are saying...

Posted using SteemPro Mobile

জী দাদা ঠিক বলেছেন, স্টিমিটে কাজ করা ও সক্রিয় থাকার জন্য এই টিপস গুলো মেনে চলা খুবই জরুরী। আশা করি সবাই এই এই টিপস গুলো মেনে চলবে। আর এগুলো মেনে চললে আমাদের নিজেদেরই লাভ হবে। ধন্যবাদ দাদা।

You have hit the nail on the head Dada, you went straight to the point.

Yes, we can make post in any Community but we shouldn't forget that there are rules to follow inorder to go to curation.

Another very important thing for first timers is introduction post, here you explain to people who you are and your background.

Thank you for sharing this interesting post with us Dada ❤️😊

দাদা আজকের পোষ্টের মাধ্যমে যে টিপস গুলো দিয়েছেন ‌ সত্যিই এটা আমাদের দায়িত্ব যথাযথভাবে নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করে এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটাই আমরা করার চেষ্টা করছি। আপনার এই পোষ্টের মাধ্যমে সবাই আরো ভালো ধারণা পেল। আমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

দাদা আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই এই পদ্ধতি গুলো অবলম্বন করবে এবং নিজের এংগেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি করবে।

দাদা আপনার পোস্ট টি পড়ে সত্যিই বেশ ভালো লাগলো ।নতুন করে অনেক কিছু জানতে পারলাম।আমাদের সকলেরই উচিত কমিউনিটিতে এনগেজমেন্ট বৃদ্ধি করা। যেটা অনেক বেশি জরুরী।যদিও শরীর খারাপের জন্য কিছুদিন থেকে ঠিক মত এনগেজমেন্ট রাখতে পারছি না।তারপরেও চেষ্টা করব।অনেক ধন্যবাদ।

আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী একটি পোস্ট আমাদের ফাউন্ডার দাদা আমাদের মাঝে শেয়ার করেছেন।স্টিমিট কমিউনিটিতে সক্রিয় থাকার টিপসগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি এই পোস্টটি পড়ে সকলেই অনেক অনেক উপকৃত হবে।

এই বিষয়গুলো আপনি আমাদেরকে সব সময় বলেছেন, এটা একটা পরিবারের মত সকলের সাথে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখতে হবে, এই টিপস গুলো খুবই ভালো লাগলো এগুলো আমাদের ব্লগিংয়ের জন্য খুবই কাজে আসবে।

একদম ঠিক দাদা,শুধুমাত্র পোস্ট করেই শেষ নয়। কমিউনিটি, মানে পরিবারের সবার সাথে একটা বন্ধন তৈরি করতে অবশ্যই এংগেজমেন্ট জরুরী।সেজন্যই চেষ্টা করি সময় পেলেই কমিউনিটিতে সময় দেয়ার। আপনার এই টিপসগুলো সবার কাজে লাগবে।

Steemitকে এগিয়ে নিয়ে যেতে কোয়ালিটি কন্টেন্ট এর যেমন গুরুত্ব রয়েছে তেমনি সে সকল কোয়ালিটি পোস্টে লাইক পাওয়ার বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। যখন কারো সামনে কোন কোয়ালিটি পোস্ট আসবে তখন তাতে লাইক দেয়া হলে কনটেন্ট লেখক অনেক বেশি মটিভেটেড হবেন আর এভাবেই ভালো ভালো কনটেন্ট আসার সম্ভাবনা বেড়ে যায় যা স্টিমিটকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। তাই এনগেজমেন্টের এখানে বিশাল গুরুত্ব রয়েছে যেহেতু কমিউনিটি নির্ভর একটি প্ল্যাটফর্ম। ধন্যবাদ চারটি পয়েন্ট খুব চমৎকারভাবে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য দাদা।

দাদা আপনি যে সমস্ত নিয়মের কথা উল্লেখ করেছেন, উল্লেখ করা নিয়ম গুলো আমার অনেক ভালো লাগছে। আমি চেষ্টা করি সব সময় এই নিয়মের মধ্যে দিয়ে চলতে। স্টিমিটে কাজ করা বল্গারের উৎসাহ দেওয়ার জন্য পোস্ট রিস্টিম,আপভোট দেওয়াটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ।

Posted using SteemPro Mobile

গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন দাদা, আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকের সাথে এংগেজমেন্ট
ধরে রাখার, এটাই হচ্ছে মুলত ব্লকচেইনের গুরুত্বপূর্ণ একটা দিক। আর কমিউনিটির সকল নিয়ম কানুন সকলেরই মানা উচিত, কাজের ক্ষেত্রে কোন অবহেলা নয়।

Your post will be of great help to a new member like me. Thank you very much

@rme আমি কীভাবে আপনাদের কমিউনিটির সদস্য হতে পারি?

Hi there,

You've highlighted some very interesting aspects of posting and engagement. I'd like to add that regardless of the driving factor of curation, a post should always carry a personal touch, making it feel like it's authored by a human rather than a mere compilation of facts. This human element is what makes a post engaging and worthwhile.

While curation and rewards matter, the essence of a blogging site lies in captivating content as the driving force :)

কথা গুলো খুব ভালো লেগেছে এবং খুব গুরুত্বপর্ণ

আমি কীভাবে আপনাদের কমিউনিটির সদস্য হতে পারি?

মন দিয়ে পড়লাম দাদা। ভীষণ উপকৃত হলাম৷ এই ব্লগে নতুন। তাই বিভিন্ন বিষয় বুঝতে একটু সময় লাগছে৷ না বুঝে হয়ত কিছু কাজ করেও ফেলছি৷ কিন্তু আপনার সহযোগিতার হাত ভীষণ লম্বা। খুব উপকার হয় পোস্টগুলো পড়ে৷ এবং তেমন ভাবিই চেষ্টা করি নিজেকে সক্রিয় রাখবার। শিখতে চেষ্টা করি প্রতিনিয়ত।

thanks for your advice

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর পরামর্শ ভিত্তিক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য