খুব শীঘ্রই আমাদের PussFi Mastercard আসতে চলেছে

in hive-129948 •  19 days ago 

2.png


PussFi প্রজেক্টের Crypto Audit করানোর পর পরই আমরা নিজেদের প্রজেক্টের ক্রিপ্টো ডেবিট কার্ডের জন্য অনুমোদন পেতে যাচ্ছি । সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি আমাদের নিজস্ব PussFi ডেবিট কার্ড আসতে চলেছে । একটি মাল্টিন্যাশনাল crypto & financial কোম্পানির সাথে PussFi চুক্তিবদ্ধ হতে চলেছে ।

চুক্তি সম্পূর্ণ হলে এবং কমপ্লায়েন্স সম্পূর্ণ করার পরে আমরা নিজেদের প্রজেক্টের ডেবিট কার্ড বাজারে ছাড়তে পারবো । এই ডেবিট কার্ডের নাম হবে PussFi Debit Card । কার্ড কোম্পানি Mastercard । প্রোভাইডার Mobilum ।

KYC কমপ্লিট করার পরে আপনারা দু ' ধরণের কার্ড অর্ডার করতে পারবেন । একটা ভার্চুয়াল, আরেকটা ফিজিক্যাল । দুই ধরণের কার্ড-ই আপনারা $PUSS দিয়ে top-up করতে পারবেন । এই সকল কার্ড হলো international mastercard । অনলাইনে শপিং করা থেকে বাস্তব জীবনে শপিং করতে পারবেন, এবং একই সাথে কার্ডটি যে কোনো ATM মেশিনে ইউজ করে $PUSS কে আপনার লোকাল কারেন্সিতে উইথড্র করতে পারবেন ।

আমি আজ তিনটি ডিজাইন করেছি । আপনাদের ভালো লেগে থাকলে এই ডিজাইনই PussFi কার্ডে apply করা হবে ।

নিচে ডিজাইন তিনটি দেওয়া হলো -


Screenshot 2025-01-06 160644-modified.png

3-modified.png

2.png


কেমন লাগলো জানাবেন কিন্তু ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা সত্যি দারুণ সুখবর। PussFi ডেবিট কার্ড মানেই বাড়তি উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। সবগুলো ডিজাইনই দারুণ হয়েছে, তবুও আমার কাছে শেষেরটা বেশী ভালো লেগেছে। অনেক ধন্যবাদ

PussFi Debit Card ভাবতেই অনেক ভালো লাগছে দাদা। তাছাড়া আমাদের Debit Card না থাকায় অনলাইন কোনকিছু কেনাকাটা করতে অনেক কষ্ট হয়ে যায়। এটা আসলে আমাদের অনেক সুবিধা হবে দাদা। আপনাকে অনেক ধন্যবাদ। ২ নং ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

দ্বিতীয় এবং তৃতীয় কার্ডটি আমার কাছে ভালো লেগেছে। তবে তৃতীয় টি বেশি ভালো লেগেছে। পুশফাই কার্ড হাতে পাওয়া মানে অকল্পনীয় কিছু পাওয়া। ধন্যবাদ।

বাহ্! নিউজটা শুনেই মনটা ভরে গেলো দাদা। দাদা তিনটা ডিজাইন-ই খুব সুন্দর হয়েছে। তবে আমার কাছে তৃতীয়টা অর্থাৎ যেটার মধ্যে ভ্যালিডিটি ০১/১৯ লেখা রয়েছে,সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ সেটাতে একেবারে প্রফেশনাল একটা লুক রয়েছে। যাইহোক এতো চমৎকার একটি নিউজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

শ্রদ্ধেয় দাদা আমাদের PussFi Maryercard হবে এটা জেনেই অনেক বেশি ভালো লাগছে। আমি ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড দুই ধরনেরটাই নিতে চাই। এই কার্ড দিয়ে শপিং করবো এটা ভেবেই ভীষণ মজা লাগছে। আজকে যে কার্ডের ডিজাইন গুলো প্রত্যেকটাই অনেক ভালো হয়েছে তবে শেষেরটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।

দাদা এটা সত্যি অসাধারণ একটি সুখবর। পুশ সামনে আরো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি। আমার কাছে তিনটি ডিজাইন এ অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি সুখবর দেওয়ার জন্য।

তৃতীয় কার্ডের বিকল্পটি দেখতে একটি আসল ডেবিট কার্ডের মতো। প্রথম দুটি বিকল্প আমার মতে খেলনা মত চেহারা.
চমৎকার ধারণা, ব্রাভো @rme!

দাদা আপনার চিন্তা ভাবনা গুলো সব সময় অসাধারণ হয়। আপনি ভালো একটি খবর আমাদেরকে জানালেন। পুস এর ডেবিট কার্ড চালু করলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। এবং অনলাইন থেকে জীবনের যে কোন শপিং করতে পারব এ কার্ড দিয়ে। এবং দাদা আমার কাছে সবগুলো ডিজাইন ভালো লাগলো। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।

অন্যান্য সকল ডিজিটাল কার্ড এর মতই আমরা পুষফি এর PussFi Debit Card পেতে যাচ্ছি বিষয়টা ভাবতেই যেন মনে অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছে। এই কার্ড দিয়ে সব রকমের লেনদেন করা যাবে এবং যে কেউ তাদের দেশের কারেন্সিতে রূপান্তর করতে পারবে বিষয়টা সত্যিই অনেক ভালো লাগলো দাদা। আমার কাছে প্রথম কার্ডটি বেশি ভালো লেগেছে। আমরা আপনার সাথে রয়েছি প্রার্থনা করি আমাদের পুশ সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছাবে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দাদা।

অনেক ভালো লাগলো জেনে PussFi Mastercard আসবে।সত্যিই এটা আমাদের বড় একটি পাওয়া।আশাকরি খবরটি সবার জন্য অনেক বেশী আনন্দের।এখন শুধু অপেক্ষার পালা। ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে পোস্টের মাধ্যমে জানানোর জন্য। 👌🥰

কি অসাধারণ চিন্তাভাবনার ফসল দাদা। আপনাকে যত দেখি ততই জন্য অবাক হই। চাচা চৌধুরীর কথা মনে পড়ে। মগজ কম্পিউটারের থেকেও আগে চলে। কত সুন্দর করে আপনি প্রজেক্টটা সাজিয়ে তুলছেন ধীরে ধীরে। আর তার ফল পাচ্ছি আমরা সকলে।। পুশ ডেবিট কার্ডের কনসেপ্ট আগে কখনো ভাবিইনি। পুশকেও এখন আমরা নরমাল ব্যাংক একাউন্ট হিসাবে ব্যবহার করতে পারব। এসব চিন্তাভাবনা আপনিই করতে পারেন।

বেশ উত্তেজনা অনুভব করছি। আমাদের নিজেদের কার্ড ভাবতেই কি যে ভালো লাগছে। বলে বুঝানো বেশ কঠিন। প্রতিটি কার্ড এর ডিজাইন বেশ সুন্দর হয়েছে। তবে শেষের কার্ডটি একটু বেশি সুন্দর। ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।

৩টি ডিজাইন ই খুব সুন্দর।
😻

দারুন সুখবর দাদা, ডেবিট কার্ডের নাম ভীষণ ভালো লেগেছে, PussFi Debit Card। কার্ড গুলো দেখে খুব সুন্দর লাগছে, এই কার্ডগুলো দিয়ে আমরা খুব সহজেই যেকোনো কেনাকাটা করতে পারবো। দাদা ২ নং ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে এবং প্রফেশনাল মনে হয়েছে।

এককথায় অসাধারণ একটা নিউজ দিলেন দাদা। এটার জন্য অপেক্ষা করছিলাম। পুশ এর মাস্টারকার্ড ব‍্যাপার টাই আলাদা। এটা হয়ে গেলে পুশ এর গ্রোথ আরও দ্রুত হবে। অপেক্ষায় থাকলাম এটার।

শেষেরটাই জোস লেগেছে দাদা। এটা খুব ভালো লাগল শুনে যে পুশের মাস্টারকার্ড পাবো। আমরা যেহেতু ফিজিক্যালি পাবো না তাই ভার্চুয়ালি নিবো। সহজেই পুশ উইথড্র করতে পারবো নিজস্ব দেশের কারেন্সিতে এটা জেনে ভালো লাগলো

এটা আসলে আমাদের সকলের জন্য একটি খুশির খবর। আমাদের সকলের প্রিয় পুসফাই প্রজেক্ট টি এতো তাড়াতাড়ি এতো বড় বড় সফলতা অর্জন করতে পারবে , তা আসলে আমার জানা ছিল না। যাইহোক, আমরা খুব তাড়াতাড়ি পুসফাই মাস্টারকার্ড পেতে যাচ্ছি তাহলে।

এত বড় একটি সুখবর দিলেন দাদা শুনে অনেক ভালো লাগলো। যেহেতু $PussFi এর মাস্টার কার্ড আনবেন। আমার কাছে আপনার শেয়ার করা প্রতিটি ডিজাইন খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ দাদা এত বড় একটি সুখবর নিয়ে আসলেন।

এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। যেকোনো দেশ থেকে $puss কয়েন কে লোকাল কারেন্সিতে ট্রান্সফার করতে পারব। আপনি যে তিনটা ডিজাইন তৈরি করেছেন তার মধ্যে তৃতীয় নম্বর কার্ডের ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে দাদা।

শুভেচ্ছা বন্ধু, চমৎকার খবর, আমি মনে করি এর সাথে মুদ্রার মূল্য কারণ প্রকল্পের প্রতি মানুষের বেশি আস্থা থাকবে কিন্তু তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে অনলাইনে বা কোন ফিজিক্যাল স্টোরে কেনার সময় কার্ডটি ব্যবহার করা যেতে পারে এবং মুদ্রা বিনিময় স্বয়ংক্রিয় হবে

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেক সুন্দর লাগছে। এই কার্ড physically হাতে পেলে আরো সুন্দর লাগবে।

যে জিনিসটা হবে হবে বলে শুনছিলাম এতদিন অবশেষে সেটা কাছে চলে এলো। এই কয়েকদিন আগেই আপনার একটি পোস্ট শেয়ার করেছিলাম পুস কয়েন কে নিয়ে আমার দেখা একটি স্বপ্ন। আর আজকের পোস্টে আপনি তারই মাস্টার কার্ডের ডিজাইন দেখালেন। তিনটে ডিজাইনই খুব ভালো তবে আমার বেশি ভালো লেগেছে মাঝেরটা।

অনেক ভালো লাগলো জেনে PussFi Mastercard আসবে। সত্যিই এটা আমাদের বড় একটি পাওয়া। শ্রদ্ধেয় দাদা আপনার এই উদ্যোগটি সত্যি আমাদের জন্য খুব কল্যাণ বয়ে আনবে। সবগুলো ডিজাইনই দারুণ হয়েছে। তৃতীয় টি বেশি ভালো লেগেছে আমার ‌। এতো চমৎকার সুন্দর নিউজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা আপনাকে।

  ·  19 days ago (edited)

খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো। আমার তো ভাবতেই অবাক লাগছে puss ডেবিট কার্ড ইউজ করতে পারব অনলাইন ও শপিংয়ে। খুবই এক্সাইটেড কার্ডটি এখন পাওয়ার জন্য।

এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ, দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। তবে তিন নাম্বার কার্ডটি আমার কাছে দারুন লেগেছে দাদা। একদম প্রফেশনাল কার্ডের মত হয়েছে।

অসাধারণ এক কথায়।

The design's are okay and what a great idea 💡 I wish you all the best in your project.

তিনটা কার্ডের ডিজাইন খুব দারুণ লেগেছে দাদা। বেশ ভালো লাগছে ব্যাপারটা ভেবে, আমাদের প্রজেক্টের অবশেষে মাস্টার কার্ড আসতে যাচ্ছে।

PussFi Debit Card ভাবতেই যেন ভালোলাগা কাজ করছে। দাদা আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমে কত সুন্দর একটি অর্জন হতে চলেছে।আপনার কার্ডগুলো জাস্ট অসাধারণ হয়েছে।তবে আমার কাছে মাঝের কার্ডটি বেশি ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।আমরাও অপেক্ষায় রইলাম সেই দিনের।

এটা সকলের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের ব্যাপার এবং খুব খুশি হলাম।আসলে দাদা এই প্রজেক্টটি সম্পর্কে যখন থেকে শুনেছি তখন থেকেই নিজের কাছে অন্যরকম একটি ভালো লাগা কাজ করছিল, যে বিষয়টা আসলে কেমন হতে পারে। আর সেটারই রূপরেখা এখন দেখতে পাচ্ছি ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

আসলে এই ধরনের চিন্তা ধারা কখনো মাথায় আসে নাই । পুসের মাস্টার কার্ড ব্যবহার করতে পারবো। আসলেই আপনি প্রতিনিয়ত আমাদেরকে চমক দেখাচ্ছেন । যেটা ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য ভালো হবে। তার পাশাপাশি পুসের ব্যবহার বেড়ে যাবে দাদা।