প্রতিনিয়ত puss.meme ওয়েবসাইট এর আপডেটের জন্য কাজ করা হচ্ছে। এটা আপনারা সকলেই জানেন। আজকে ভাবলাম ওয়েবসাইট এর NFT নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা যাক।
বর্তমানে বহুল প্রচলিত কিংবা বহুল আলোচিত একটি বিষয় হলো NFT। আমাদের বিভিন্ন কমিউনিটিতে NFT সম্পর্কিত পোস্ট ও লক্ষ্য করা হয়েছে। NFT হলো একটি ব্লকচেইন বেজড ডিজিটাল এসেট। NFT তে ইনভেস্টমেন্ট বর্তমানে খুবই জনপ্রিয় বলা চলে।NFT এর ক্ষেত্রে যে শুধু ইনভেস্টমেন্ট করতে হয় তা নয়। নিজের NFT Minting করা যায়,সে সাথে NFT Games ও রয়েছে।যাইহোক এগুলো ছিলো NFT এর অল্প কিছু কার্যকারিতা।
আপনারা আমাদের PUSS Token এর ওয়েবসাইট puss.meme তে পেয়ে যাবেন NFT এর একটি মেনু।কারণ Tron এর APENFT তে আমাদের PUSS এর NFT মার্কেটপ্লেস run করা হয়েছে। এখানে আপনারা PUSS NFT মার্কেটপ্লেস থেকে NFT buy করতে পারবেন। মাঝে মাঝে কিছু প্রিমিয়াম কোয়ালিটি NFT auction চালু করা হবে। যারা auction এ bidding করে উইনার হবেন, তাদের জন্য থাকবে Steemit & PussFi এ prizes আর gifts.
আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজেই মেনুটি খুঁজে পান।
আপনারা প্রথমে puss.meme ওয়েবসাইটে enter করবেন। ল্যাপটপ থেকে ভিজিট করার চেষ্টা করবেন। তাহলে সবকিছু খুব ক্লিয়ার ভাবে দেখতে পাবেন।
এরপর একটু ডান সাইডে উপরে দেখতে পাবেন PUSSFI NFT নামে একটি অপশন। এটাতে ক্লিক করবেন।এটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি Tron এর APENFT এর আমাদের PUSS এর NFT তে নিয়ে যাবে।
আপনারা এখানে আমাদের অনেকগুলো কালেকশন দেখতে পারবেন। অবশ্যই সকগুলো কালেকশন দেখবেন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে।
কোন কোন এনএফটিগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো পেয়ে যাবেন। সময়ের জন্যে আরো কিছু nft ক্রিয়েট করা হয়নি।তবে বেশ কিছুই তৈরি করেছি।আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন সব।
আমাদের একটিভিটি দেখতে পারবেন। অর্থ্যাৎ সব কিছুই মোটামুটি দেখতে পারবেন।
বিভিন্ন অফার আপনারা পেয়ে যাবেন আমাদের মার্কেট প্লেসে।ইতিমধ্যেই অফার কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ।ভবিষ্যতে আরো অনেক অফার দেখতে পাবেন।
সে সাথে প্রিয় NFT গুলোও দেখতে পারবেন।
আমাদের ওয়েবসাইটে NFT নিয়ে আরো অনেক কিছু চালু করা হবে। যেগুলোতে আপনারা ধীরে ধীরে অনেক কিছুই পাবেন এবং অনেক কিছু জানতেও পারবেন । PUSSFI এর জন্য NFT সম্পর্কিত অনেক অনেক প্ল্যানিং ইতিমধ্যেই ভেবে রেখেছি।সময়ের জন্য অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারছি না।তবে ধীরে ধীরে কাজ করার চেষ্টা করছি।কারণ যেহেতু ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ একা হাতে করছি তাই সময় চলে যাচ্ছে অনেকটা।আশা করছি আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। সেই সাথে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা করতে পারেন। আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করবো।
নিজের কালেকশন এ কিছু NFT থাকলে মন্দ হয়না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনার জন্য শুভকামনা রইল দাদা আপনার প্রতিটি কাজ খুবই সুন্দর হয় এবং নিখুঁতভাবে করে থাকেন। আপনি যে কাজ শুরু করেন না কেন কখনো বিফলে যায়নি সফলতা অনিবার্য। pussFi প্রজেক্টের NFT মার্কেটপ্লেস মানে দারুন মজার একটি বিষয়। আশা করি বেশ সুন্দর সাড়া পাবেন আপনি। আপনার সফলতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশাল এক এক্সাইটমেন্ট পার্ট এই NFT মার্কেটপ্লেস। PussFi এর জন্য এই NFT মার্কেট ভালো একটা পুশ দেবে।
আপনি জোস কিছু NFT মিন্ট করেছেন৷ আমি কয়েকটা NFT কালেকশনে রাখার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
PussFi প্রজেক্টের NFT মার্কেটপ্লেস ওপেন করা হয়েছে জেনে খুবই ভালো লাগলো দাদা। আপনার প্রত্যেকটি উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনি সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন এবং নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেন। অনেক অনেক ধন্যবাদ দাদা সুন্দর করে এই পোস্ট উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আইডিয়াটা একদমই ইউনিক দাদা। অনেক মজা হবে বিডিং এর সময়ে। বেশ টান টান পরিস্থিতি তৈরি হবে এখনই বোঝা যাচ্ছে সব। হিহি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
PussFi প্রজেক্টের NFT মার্কেটপ্লেস ওপেন করা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দাদা।আপনার প্রতিটি কাজ খুব সুন্দর। আপনি খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন বলেই যেকোনো কাজে আপনি সাকসেস হন।আমি আশাবাদী সামনের দিনগুলোতে ও আপনি অনেক কিছু করবেন যেখানে সফলতা অর্জন করবেন।অভিনন্দন রইলো দাদা আপনার জন্য। ভালো থাকবেন সব সময়।💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়েবসাইটে ঢুকে বেশ কিছু এনএফটি দেখলাম দাদা। সত্যি বলতে দারুণ লাগলো এনএফটি গুলো দেখে। সানগ্লাসের মধ্যে আর্টের এনএফটিও দেখলাম। আপনি প্রচুর পরিশ্রম করে এই ওয়েবসাইট তৈরি করেছেন দাদা। সবমিলিয়ে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Puss কয়েন সম্পর্কিত অনেক কিছুই ধীরে ধীরে চালু করছেন দাদা। আর যেভাবে বিস্তারিত উল্লেখ করেছেন তাতে খুব সহজেই কেউ এই মার্কেট থেকে nft কিনতে পারবে। যদিও এ সম্পর্কে খুব একটা আইডিয়া নেই আশা করি আপনার পোস্টটি ফলো করে সহজেই এনএফটি কিনতে পারবো। ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্রিপ্ট ভার্সে এন এফ টি খুবই জনপ্রিয় একটা টপিক। অনেকেই এতে ইনভেস্ট করছেন এবং লাভবান হচ্ছেন।
চমৎকার আরেকটা প্রজেক্ট।
শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি শুধু এটাই ভাবছি যে, আগামী এক বছর পরে বা ৫ বছর পরে এই মার্কেটপ্লেসটি কত বিশাল হবে। হাজার হাজার, লক্ষ লক্ষ NFT থাকবে, মিন্ট হবে, কেনা বেচা হবে, কত বায়ার এখানে আসবে। এটি অনেক বড় একটি কাজ হয়েছে দাদা। এই ডেভলপমেন্টটি অবেক দরকার ছিল। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্রিপেট্রো দুনিয়ায় একেবারেই নতুন হওয়ার কারণে এই সমস্ত কিছু যে সহজেই বুঝতে পারি তা নয় কিন্তু আপনার লেখা পড়ে অনেকটাই বোঝার চেষ্টা করি। যেমন এই ব্লকটা পড়ে মনে হচ্ছে NFT বিষয়টা বেশ এক্সাইটিং। এবং আপনার পরবর্তী পদক্ষেপ গুলো একঘেয়েমি কাটিয়ে নতুন উদ্যম এনে দেবে। আগামীর জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit