কমিউনিটি STEEM WATCHER আপডেট -০১steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Untitled.png


গত সোমবার আমি আমাদের বাকি তিনটি আপকামিং কমিউনিটির পেন্ডিং টাস্কগুলো সম্পর্কে ঘোষণা দিয়েছিলাম । আজকে আমাদের কমিউনিটি বিল্ড আপের কাজের অগ্রগতি সম্পর্কে প্রথম আপডেট প্রকাশ করতে যাচ্ছি ।

তিনটি কমিউনিটির মধ্যে সর্বপ্রথম STEEM WATCHER নিয়ে আমরা কাজ শুরু করেছি । নিম্নে STEEM WATCHER কমিউনিটির ডিউ কাজগুলি কী ছিল সেটি লিস্ট আকারে তুলে ধরা হলো :

০১. কমিউনিটির অফিসিয়াল লোগো ডিজাইন
০২. কমিউনিটি শর্ট ডেসক্রিপশন এবং রুলস কমিউনিটির ফ্রন্ট পেজের রাইট সাইড বারে অ্যাড করা
০৩. কমিউনিটির additional মডারেটর recruitment
০৪. ডিটেক্টিভ নিয়োগের এপ্লিকেশন যাচাই বাছাইকরণ প্রক্রিয়া শুরু করা
০৫. ডিটেক্টিভদের সিরিয়ালি ভেরিফিকেশন প্রসেস চালু করা
০৬. অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে
০৭. নতুন করে abuse-watcher এর ডিসকোর্ড সার্ভার সাজানো
০৮. স্টিমিটের টপ লেভেলের কমিউনিটিগুলোতে @abuse-watcher এর এক্টিভ ভাবে কাজ শুরু করা

উপরোক্ত কাজের মধ্যে আমাদের টীম নিম্নলিখিত কার্যক্রম শুরু করেছে :

০১. কমিউনিটির অফিসিয়াল লোগো ডিজাইন : এই কাজটি আমাদের "আমার বাংলা ব্লগ" -এর সম্মানিত অ্যাডমিন @hafizullah ভাই শুরু করেছেন । তিনি গ্রাফিক্স এর কাজে একজন দক্ষ ডিজাইনার । আগামী এক-দুই দিনের মধ্যে লোগোটি রেডি করে দেবেন উনি । অলরেডি লোগো ডিজাইনের কাজ স্টার্ট হয়ে গিয়েছে ।

০২. কমিউনিটি শর্ট ডেসক্রিপশন এবং রুলস কমিউনিটির ফ্রন্ট পেজের রাইট সাইড বারে অ্যাড করা : এই কাজটি কমিউনিটির অ্যাডমিন প্যানেল অলরেডি করে ফেলেছেন ।

০৩. কমিউনিটির additional মডারেটর recruitment : এটি একটি চলমান প্রক্রিয়া । কমিউনিটির প্রয়োজনে অ্যাডমিন/মডারেটর নিয়োগ চলমান থাকবে । প্রাথমিক পর্যায়ের আমাদের অ্যাডমিন প্যানেল গঠন করা হয়েছে -

Leadership
@rme ADMIN Founder
@abuse-watcher ADMIN Community Admin
@rex-sumon MOD Community Moderator
@faisalamin MOD moderator
@nusuranur MOD moderator
@steemcurator01 MOD Steemit Team
@moh.arif MOD moderator

০৪ এবং ০৫. ডিটেক্টিভ নিয়োগের এপ্লিকেশন যাচাই বাছাইকরণ প্রক্রিয়া শুরু করা এবং ডিটেক্টিভদের সিরিয়ালি ভেরিফিকেশন প্রসেস চালু করা: এখনো অব্দি ডিটেক্টিভ রিক্রুটমেন্টের ১০০+ এপ্লিকেশন জমা পড়েছে । এর মধ্যে প্রথম ১০ জনের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের মধ্যে থেকে যোগ্যতম ব্যক্তিদেরকে ডিটেক্টিভ হিসেবে মান্যতটা প্রদান করা হয়েছে এবং ডিটেক্টিভ রোল এবং ট্যাগ প্রদান করা হয়েছে (স্টিমিট কমিউনিটি এবং ডিসকোর্ড সার্ভার উভয় স্থানে) । খুব শীঘ্রই এ বিষয়ে একটা পূর্ণ রিপোর্ট প্রকাশ করা হবে । রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে আবার ১০ জন applicant -কে ভেরিফিকেশন এর জন্য আহ্ববান করা হবে । এভাবে এই প্রক্রিয়াটি চলমান থাকবে ।

০৬. অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে : আমি অলরেডি abuse-watcher.com ডোমেইন কিনে নিয়েছি । সেই সঙ্গে একটা সার্ভার রেডি করছি যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে, সার্চ করা যাবে এবং দরকার হলে সেখান থেকে সমস্ত তথ্য প্রকাশ করা যাবে । সামনের রবিবারের মধ্যে এটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে ।

০৭. নতুন করে abuse-watcher এর ডিসকোর্ড সার্ভার সাজানো : আমি ও আমাদের চীফ এক্সেকিউটিভ মডারেটর এবং ডিটেক্টিভ হেড @rex-sumon আজকে ডিটেক্টিভ ভেরিফিকেশন smoothly করার জন্য এবং applicant ও ডিটেক্টিভদের প্রাইভেসী সিকিউর করার জন্য abuse-watcher এর ডিসকোর্ড সার্ভারে যথেষ্ঠ কাজ করেছি এবং সাকসেসফুল হয়েছি । বেশ কিছু প্রাইভেসী সিকিউরিটি লেভেল হাই করা হয়েছে । তাই ডিসকোর্ড সার্ভারে applicant ও ডিটেক্টিভদের প্রাইভেসী এখন ১০০% secured । এছাড়াও abuse-watcher এর ডিসকোর্ড সার্ভার এর আপডেট একটা চলমান প্রক্রিয়া । সময়ের সাথে প্রয়োজনের তাগিদে এটা চলমান থাকবে ।

০৮. স্টিমিটের টপ লেভেলের কমিউনিটিগুলোতে @abuse-watcher এর এক্টিভ ভাবে কাজ শুরু করা : এই প্রক্রিয়া সবে শুরু হয়েছে এবং STEEM FOR BANGLADESH কমিউনিটিতে অলরেডি @abuse-watcher কে successfully ইন্টিগ্রেট করা হয়েছে । এর পর ধীরে ধীরে সমস্ত কমিউনিটিকে @abuse-watcher এর ছাতার তলে আনা হবে ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৬ষ্ঠ দিন (425 TRX daily for 7 consecutive days :: DAY 06)


trx logo.png



সময়সীমা : ১৬ অক্টোবর ২০২২ থেকে ২২ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২১ অক্টোবর ২০২২


টাস্ক ৯৭ : ৪২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : aca6c8d1778ce9539c3dc5c85db58b0f7255b863274d91c68cec908c11fdbc00

টাস্ক ৯৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you so much for the updates, the incredible hard work the people behind this great project have put in.

Our community, Steem-Database and Steemit Travel are ready to support and collaborate with @abuse-watcher. We will put @abuse-watcher as a MOD in our community.

In other cases, if possible we also look forward to the down vote trail project. Provided that developers adopt secure and friendly devices, connections and servers for all users, if possible, ideally access only by Post Key or Active Key.

Thanks for the amazing job.

I will provide the posting key of @abuse-watcher to the moderator & selective detectives.

That's good, so work can be done more effectively.

what I mean is, if there is a developer project for TRAIL DOWN VOTE, we will also follow TRAIL DOWN VOTE.

But the ideal is that the third party project should be secure and friendly to all users with Post Key or Active Key access.

Currently, we do not need any downvote trail. I'm controlling over 1,77,00,000 Steem Voting Power.

If I'm not mistaken, recently I searched the value reached more than 17.2 million SP for down vote.

That's good, now we are not dependent on third party projects and probably never will be with a value that reaches 80% equivalent to the resources owned by the Steemit team through SC and BOOMING accounts.

Amazed and it's a great top value investment, very inspired.

BTW, if you need team support in the Steem Alliance community, don't hesitate to contact us.

আমি আমার সর্বোচ্চ টি দিয়ে স্টিমিট কে এবিউসমুক্ত রাখার চেষ্টা করব। ধন্যবাদ দাদাকে, আমাকে এবিউস টিমে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।

এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, আশাকরি সকলে স্ব স্ব স্থান থেকে সকলের উপর অর্পিত দায়িত্ব বেশ ভালো ভাবে পালন করবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি ।

অপব্যবহারকারী হতে মুক্ত থাকুক এই সৃজনশীল প্লাটফর্ম । শুভেচ্ছা রইল সকলের জন্য।

Good!

STEEM WATCHER কমিউনিটি বিল্ড আপ কাজের অগ্রগতি সম্বন্ধে জানতে পেরে খুব ভালো লাগলো। আসলেই দাদা এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি ব্যাপার। নতুন তিনটি কমিউনিটি অনেক সফলতার সাথে এগিয়ে যাবে প্রত্যাশা করি। বিশেষ করে এভিউজ বন্ধ হয়ে গেলে কমিউনিটির পরিবেশ অনেক পরিচ্ছন্ন হবে। চমৎকার এই উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি দাদা। অনেক অনেক শুভকামনা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা নতুন কমিউনিটি STEEM WATCHER এর ডিউ কাজগুলি কী কী ছিল এবং সেগুলোর বর্তমান আপডেট লিষ্ট আকারে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুল ধরেছেন। সর্বপ্রথম নতুন কমিউনিটির লোগো যেটি সম্মানিত অ্যাডমিন হাফিজুল্লাহ ভাই শুরু করেছেন সেটা দেখার আগ্রহ বেশি। স্টিমিট প্লাটফর্মে STEEM WATCHER এর লোগো দেখেই সবাই চিনতে পারবে,বুঝতে পারবে। আশা করি STEEM WATCHER এর মাধ্যমে স্টিমিট প্লাটফর্মের সমস্ত অনৈতিক কাজ বন্ধ হবে। ধন্যবাদ দাদা।

কমিউনিটি STEEM WATCHER আপডেট -০১ এ আপাতত যে সকল মডারেটর এডমিন দের নিয়োগ দেওয়া হয়েছে তারা সকলেই অভিজ্ঞ ও দক্ষ মানুষ। অবশ্যই এই প্লাটফর্মটি খুব দ্রুতই এগিয়ে যাবে সামনের কাতারে এই প্রত্যাশায় করি। সেই সঙ্গে দাদা আপনার মত একজন অভিজ্ঞ ফাউন্ডার থাকায় অবশ্যই এটি স্বচ্ছতার সাথে পরিচালিত হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সবকিছু একেবারে গুছিয়ে লিখেছেন দাদা।আশা করি সামনে আমরা আরো বেশি গুছিয়ে সব কাজ করতে পারবো।আসলে নতুন কমিউনিটি, সবকিছুই আলাদা,জাস্ট অন্যরকম একটা ফিলিংস কাজ করছে।কারণ সবটাই আমাদের গর্বের একটা জায়গা।আশা করি এবিউজ ওয়াচার এর হাত ধরেই এই প্লাটফর্ম এর প্রতিটি অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হবে।

নতুন কমিউনিটির অগ্রযাত্রা সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। তাছাড়া শুরু থেকে যে সকল পরিকল্পনা গ্রহণ করেছেন প্রত্যেকটা পরিকল্পনা সফল হোক সেই প্রত্যাশাই করি। যেটা স্টিমিট প্ল্যাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দাদা নতুন কমিউনিটি STEEM WATCHER এর কাজগুলি কী ছিল এবং সেগুলো আপডেট লিষ্ট আকারে আমাদের মাঝে তুলে ধরেছেন।বর্তমানে যে কমিউনিটির মডারেটর এডমিন রয়েছে তারা অনেক দক্ষ ভাবে কাজ করছে। আর দাদার মতো ফাউন্ডার থাকলে সেখানে তো সফলতা আসবেই । ধন্যবাদ

ধারাবাহিকতায় অনেক সুন্দর ভাবে কার্যক্রম গুলো এগিয়ে চলছে । এই মহান উদ্যোগ এর মাধ্যমে steemit প্ল্যাটফর্ম একদিন abuser মুক্ত হবে সেই আশা রাখি। অনেক ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানানোর জন্য। সৃজনশীলতার জয় হোক abuser নৈপাত যাক। সব সময়ের জন্য শুভ কামনা রইলো দাদা.

আমার বাংলা ব্লগ, আমার প্রাণের ব্লগ কে সুশৃংখল এবং সৌন্দর্য রাখার জন্য নতুন যে কমিউনিটি গুলো চালু করেছে তাতে ষ্টিম এর স্থায়িত্ব বাড়বে। এবং সুনামের সাথে এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ। এত সুন্দর কার্যক্রম চালু করার জন্য দাদা আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

This is very great announcement and information about The Grand mission.
Many good wishes to moderators and detectives. With the @abuse-watcher the team will do nice and fair job I believe.


I had filled the form and I provided my discord and telegram, so if I am able to help you in some way, it will honor to me.

অনেকদূর এগিয়ে গিয়েছে কাজ। খুব দ্রুত বাকি কাজগুলোও শেষ হয়ে যাবে। আশা করি এই কমিউনিটি পুরোপুরি চালু হলে স্টিমিট এবিউসমুক্ত হবে। এর কৃতিত্ব পুরোটাই আপনার এবং এই টিমের সদস্যদের হবে।

নতুন কমিউনিটির কাজগুলো অনেক দূর এগিয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে। আজকের পোস্টের মাধ্যমে জানতে পারলাম। ভালো লাগলো এটি স্টিমেট প্লাটফর্ম এর আশীর্বাদস্বরূপ হিসেবে কাজ করবে।

দারুণ রোডম‍্যাপ দাদা। ধন্যবাদ Steem watcher এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং বতর্মান অবস্থা সম্পর্কে আমাদের জানানোর জন্য। নিশ্চিতভাবে এটা স্টিমিট প্লাটফর্মে এটা ভালো পদক্ষেপ রাখবে।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

সবকিছুই অনেক চমৎকার ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন দাদা। ইতিমধ্যে আমরা অনেকেই এই কমিউনিটিতে কাজ করছি এবং আমরা চেষ্টা করব স্টিম প্ল্যাটফর্মকে অ্যাবিউজ মুক্ত রাখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নিঃসন্দেহে একটা বিশাল কর্মযজ্ঞ। আশা করি সব কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সঠিকভাবে সম্পন্ন হবে। স্টিমিট প্ল্যাটফর্মকে পরিচ্ছন্ন ও গতিশীল রাখতে নিঃসন্দেহে এই উদ্যোগগুলো জরুরি ছিল। অসংখ্য ধন্যবাদ দাদা।

এটা নিঃসন্দেহে দারুন একটি উদ্যোগ। এই উদ্যোগের ফলে স্টিমিট প্ল্যাটফর্ম ১০০% অ্যাবিউজ মুক্ত হবে বলে আমি মনে করি। এভাবেই এগিয়ে চলুন দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দাদা আপনি সবসময় ভাল উদ্যোগ নিয়ে থাকেক।এই স্টিমের প্ল্যাটফর্মের ভালোর জন্য আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আশা করছি খুব তাড়াতাড়ি এই কমিউনিটি সকল কাজ সম্পন্ন হবে।

অসাধারণ একটি উদ্বেগ দাদা,আমি আশাবাদী যাদের এই দায়িত্ব দেয়া হয়েছে তারা তাদের জায়গা থেকে অবশ্যই পালন করবেন। এবং সাথে আমরা ও যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি নিজের জায়গা থেকে যথাসম্ভব অপব্যাবহারকারীদের বিরুদ্ধে লড়াই করার। অনেক ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করার জন্যে।

Start creating money from home .It is a terribly nice and simple job .I am a daily student and half time work from home .I made $18732 last month on-line acting from home. Everybody will do that job and make additional money by following this link and a lot of details…https://www.jiosalary.com

যারা এবিউজ ওয়াচার টিমে যুক্ত হতে পেরেছেন সবাইকে অভিনন্দন। আশা করি সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবে। স্টিমিট প্লাটফর্মটাকে পরিষ্কার রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাবে। এরই মাঝে কাজ শুরু হয়ে গেছে জেনে ভালো লাগলো। সামনে আরও আপডেট জানতে পারবো 🌼

দাদা আপনি সব সময়ই চমৎকার উদ্যোগ নিয়েছেন। আপনার চমৎকার উদ্যোগ কে সাধুবাদ জানাই। আমরা সকলেই আপনার পাশে আছি। আশাকরি এবার স্টীমিট প্লাটফর্ম পরিষ্কার হবে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

ভাবতেই ভালো লাগতেছে জে এখন থেকে প্রাণের এই প্ল্যাটফর্ম সব ধরনের অপকর্ম ধীরে ধীরে সরে যাবে।আপনার অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।🖤

আমাদের বহুদিনের দাবী পূরণ হতে চলেছে। স্টিমিটকে যারা প্রতিনিয়ত অ্যাবিউজ করছে তাদের সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে। অ্যাবিউজ কারীরা সাবধান হয়ে যান।

আমাদের বহুদিনের দাবী পূরণ হতে চলেছে। স্টিমিটকে যারা প্রতিনিয়ত অ্যাবিউজ করছে তাদের সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে। অ্যাবিউজ কারীরা সাবধান হয়ে যান।

এটাই স্টিমেট এর জন্য খুবই ভালো একটা উদ্যোগ দাদা। আমি নিজেও আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য ডিটেক্টিভ হবার অ্যাপ্লিকেশন করেছি। জানিনা আমাকে ডিটেক্টিভ হিসেবে নিয়োগ করা হবে কিনা যদি আপনাদের কাছে যোগ্য মনে হয় তাহলে এই নিয়োগ করবেন। আমি চাই আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্টিমেট কে রক্ষা করতে।

এটা খুবই ভালো ও বড় একটি উদ্যোগ।যেটা সফলতার সঙ্গে বাস্তবায়ন হয়েছে দাদা আপনার জন্য।তাছাড়া এই প্ল্যাটফর্ম অনেক স্বচ্ছ ও সুন্দর হয়ে উঠবে।বাকি কাজগুলো ও সুন্দরভাবে সম্পন্ন হবে আশা করছি।ধন্যবাদ দাদা।

This post has been featured in the latest edition of Steem News...

Loading...
Loading...

Make $750/monthly for Free!
Listen to the podcast and then email me to get started.
https://bit.ly/3DH1qcZ