"🌿 আমার বাংলা ব্লগ 🌾" প্রতিযোগিতা -০৩: "steemit এর সাথে আপনার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি"

in hive-129948 •  3 years ago  (edited)

logo.png

আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় : "steemit এর সাথে আপনার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি"

নিয়মাবলী :

১. steemit ব্লগিং প্ল্যাটফর্মের সাথে আপনার প্রথম পরিচয়ের অনুভূতি সম্পর্কে বিশদে লিখতে হবে ।
২. অনধিক ২৫০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে ।
৩. যাঁর মাধ্যমে steemit এর সাথে আপনার পরিচয় তাঁর steemit ID টা অবশ্যই উল্লেখ করতে হবে । ব্যক্তি মাধ্যম ছাড়া কোনো ওয়েবসাইট বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি স্টিমিট সম্পর্কে প্রথম জানতে পেরেছিলেন তবে অবশ্যই সেই ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করতে হবে ।
৪. আপনার নিজের একটা সেলফি অবশ্যই শেয়ার করতে হবে । আমরা নিশ্চিত হতে চাই যে একজন রিয়েল user আপনার বর্তমান একাউন্টটি পরিচালনা করছেন, এবং সেই ব্যক্তিটি আপনি স্বয়ং ।
৫. আপনার প্রথম steemit পোস্টটির লিংক এখানে উল্লেখ করতে হবে ও আপনি স্টিমিট এ প্রথম যে পোস্টটি করেছিলেন তার সারসংক্ষেপ অবশ্যই লিখবেন ।
৬. আপনার প্রথম পোস্টটি পাবলিশ করার সময় আপনার অনুভূতি কেমন ছিল সেটাও লিখবেন।
৭. আপনার প্রথম ভোট পাওয়া, প্রথম rewards উইথড্র করা ও প্রথম পাওয়ার আপ সম্পর্কেও দু'এক কথা শেয়ার করবেন।
৮. অন্যের লেখা কপি করা সম্পূর্ণ নিষেধ ।
৯. নিজের পুরোনো লেখা শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন রচনা লিখতে হবে ।
১০. Plagiarism কঠোরভাবে নিষিদ্ধ ।
১১. পোস্টটি করার সময় amarbanglablog-contest ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
১২. প্রতিযোতায় অংশগ্রহণের সময় : ২০ জুলাই ২০২১ থেকে ২৭ জুলাই ২০২১ । ২৭ জুলাই এর পরে submit করা কোনো পোস্ট এই প্রতিযোগিতায় গণ্য করা হবে না ।
১৩. সর্বোচ্চ ৫টি বানান ভুল tolerate করা হবে, ৫টির অধিক বানান ভুল হলে রচনার রেটিং কমে যাবে । রচনার রেটিং এর ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হবে ।

পুরস্কার :

১ম স্থান অধিকারী : ৩০ Steem

২য় স্থান অধিকারী : ২০ Steem

৩য় স্থান অধিকারী : ১০ Steem

Discord hangout বোনাস : প্রত্যেক প্রতিযোগীকে ২ steem করে

বিচারকমন্ডলী :

১. @amarbanglablog

২. @blacks

৩. @hafizullah, @shuvo35, @moh.arif, @rex-sumon, @winkles

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা : ২৯ জুলাই ২০২১, বৃস্পতিবার আমাদের discord হ্যাংআউট এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।

Discord: https://discord.gg/5aYe6e6nMW


Cc:-
@steemitblog
@steemcurator01
@steemcurator02
@stephenkendal

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার পোস্ট লিংক আশাকরি আপনারা সবাই দেখবেন
@rme

https://steemit.com/hive-129948/@limon88/steemit

কনটেস্ট অংশগ্রহণকরা যে পোস্ট সেই পোস্টের লিংক
https://steemit.com/hive-129948/@simaroy/steemit
IMG_20210723_165914.jpg

অনধিক ঠিক আছে ত দাদা? ২৫০ শব্দের মধ্যে লিখা শেষ করতে হবে তাইত?

আর প্রথম পোস্ট খোজার কোন সহজ টেকনিক আছে? ব্লক এক্সপ্লোরার বা স্টীমিট ওয়ার্ড কি কোন কাজে দিতে পারে এক্ষেত্রে নাকি ম্যানুয়ালি এক এক করে প্রথম পোস্ট পর্যন্ত যেতে হবে? জানাবেন দাদা।

একটা খুবই সহজ টেকনিক আছে ।

১. https://steemd.com/@engrsayful এ যান
২. লাস্ট পেজ এ যান https://steemd.com/@engrsayful?page=631
৩. on page সার্চ করুন "engrsayful authored" এই কীওয়ার্ড দিয়ে
৪. ফার্স্ট (সার্চে লাস্ট পসিশন, তারিখের ভিত্তিতে ফার্স্ট পসিশন) লিঙ্কটাই হলো আপনার প্রথম পোস্ট
৫. এখানে আমি পেয়েছি https://steemd.com/introduce/@engrsayful/introducing-myself
৬. উপরের url এ "steemd" এর স্থলে "steemit" দিন
৭. আপনার প্রথম পোস্টটি পেয়ে গেলাম https://steemit.com/introduce/@engrsayful/introducing-myself

বের করতে আমার টাইম লেগেছে ৩০ সেকেন্ড

খুবই চমৎকার এবং কার্যকর উপায় বাতলে দিয়েছেন আপনি দাদা।

জি, ভাই। মজার একটা জিনিস শিখলাম।

সত্যিই দারুণ একটা কৌশল শিখলাম ভাই

ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না দাদা। একটা চমৎকার নতুন জিনিস শিখলাম। আমার ত ৩ ঘন্টা লেগে যেত তার উপর গ্রামের নেট এর যা অবস্থা। সারাদিন লাগত মনে হয় ২ বছরের পোস্ট পেরিয়ে শুরুতে যেতে। এখন বিভিন্ন সময়ের পোস্ট সহজে চেক করে নিতে পারব। আবারো ধন্যবাদ

date wise বের করতে গেলে steemworld.org ব্যবহার করতে পারেন -

১. প্রথমে https://steemworld.org/@engrsayful এ যান
২. আপনার লাস্ট ১০০০ পোস্ট এর সব ডিটেলস date wise পেয়ে যাবেন
৩. Post ট্যাবে গিয়ে "Finished" ট্যাবে switch করবেন
৪. Limit এ Last ১০০০ সিলেক্ট করবেন
৫. Year এবং month wise লাস্ট ১০০০ টি পোস্টার লিংক পেয়ে যাবেন

ছবিটি দেখুন

Untitled.png

আপনার প্রথম পোস্টটি বের করেছি দেখুন -

Untitled.png

এরকম আরো অনেক ওয়ে আছে , সব চাইতে এফেক্টিভ ওয়ে হলো steemit এর API use করা । আমি ওটাই ব্যবহার করি

চমৎকার প্রতিযোগিতার বিষয়টি।আমি অবশ্যই অংশগ্রহণ করবো।

অসাধারণ একটা প্রতিযোগিতা।আশা কি আমি আমার সকল সঠিক তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব।

ধন্যবাদ দাদাকে এতো সুন্দর একটা বিষয় সিলেক্ট করার জন্য।

Khub sundor topic diyechen aibar, ami participate korbo.

খুবই সুন্দর একটি প্রতিযোগিতা সত্যি সেই অনুভুতি গুলো শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য দাদাকে অনেক ধন্যবাদ 💖

এবারের আইডিয়া এবং বিষয়টি দারুন হয়েছে। কারন নতুন অবস্থায় আমাদের সকলের মাঝে দারুন একটা উৎসহ, উত্তেজনা এবং অনুভূতি কাজ করেছে। দেখা যাক সবাই কতটা সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারে। ধন্যবাদ

আমার ছোট্ট একটি প্রচেষ্টা কনটেস্টে পার্টিসিপেট করার জন্য।।।

https://steemit.com/hive-129948/@mamun123456/steemit

সত্যিই খুব ভালো একটা কনটেস্ট ।এই কনটেস্ট আমাদের নতুনভাবে পরিচিতি বাড়াবে। নিজের সঠিক identity নতুন ভাবে পুরণায় তুলে ধরা যাক কথায় অসাধারণ কনটেস্ট

হ্যালো @rme দাদা!
আমার এন্ট্রি - https://steemit.com/hive-129948/@sumon02/steemit-or-or

আমার পোস্ট লিংকঃ
https://steemit.com/hive-129948/@haideremtiaz/steemit

অনেক সুন্দর একটি কনটেস্ট ভাই

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণের লিংক
https://steemit.com/hive-129948/@kawsar8035/steemit

প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আমার করা পোস্টটির লিঙ্ক
https://steemit.com/hive-129948/@farhantanvir/steemit

আমার এন্ট্রি:https://steemit.com/hive-129948/@emon42/steemit

কনসেপ্ট টা বেশ লাগলো স্যার😇

আমার অংশ গ্রহণ https://steemit.com/hive-129948/@shuvo35/or-or-steemit

আমার পার্টিসিপেট পোস্টটি,
https://steemit.com/hive-129948/@steemart0/steemit

আমার অংশগ্রহণ :
https://steemit.com/hive-129948/@rajib833/steemit

আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@ashik333/steemit

"🌿 আমার বাংলা ব্লগ 🌾" প্রতিযোগিতা -০৩: "steemit এর সাথে আমার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি" আমার অংশগ্রহণ।

https://steemit.com/hive-129948/@bdhero/steemit

খুব সুন্দর সিস্টেম দাদা

প্রতিযোগিতা -০৩: "Steemit এর সাথে আমার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি" আমার অংশগ্রহন
@rme

https://steemit.com/hive-129948/@alsarzilsiam/steemit

আমার অংশগ্রহণ লিংক
https://steemit.com/hive-129948/@green015/steemit

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@selinasathi1/steemit

অসাধারন একটি টপিক। আমি অবস্বই অংশগ্রহন করবো।

আমার অংশগ্রহণ 😊
https://steemit.com/hive-129948/@roy.sajib/steemit

হ্যালো @rme ভাই
আমার এন্ট্রি :
https://steemit.com/hive-129948/@shohana1/2eipn5-or

image.png

আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, অংশগ্রহণমূলক লিংক:https://steemit.com/hive-129948/@alamin-islam/steemit

#Steemit এর সাথে আমার পরিচয়ের প্রথম দিন।

https://steemit.com/hive-129948/@kingporos/steemit

আমার টুইট!

https://twitter.com/king_poros/status/1420076098834952192?s=20

কন্টেস্টে অংশগ্রহণের সময়সীমা শেষ ।
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা : ২৯ জুলাই ২০২১, বৃস্পতিবার আমাদের discord হ্যাংআউট এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।